Posts

Showing posts from June 26, 2018

পাসপোর্ট নিয়ে নয়া সিদ্ধান্ত, জানুন

Image
লখনউ:এবার বাড়িতে বসেই পেয়ে যাবেন পাসপোর্ট। এমনই খুশির খবর জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এজন্য শুধুমাত্র 'পাসপোর্ট সেবা' অ্যাপ ডাউনলোড করতে হবে। স্বরাজ জানিয়েছেন, এবার পাসপোর্ট সেবা অ্যাপের মাধ্যমে দেশের যে কোনও নাগরিকই যে কোনও জায়গা থেকেই আবেদন করতে পারবেন। অ্যাপে দেওয়া ঠিকানায় হবে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ তথ্য খতিয়ে দেখার পর অ্যাপে দেওয়া ঠিকানায় পাসপোর্ট পাঠিয়ে দেওয়া হবে। বিদেশমন্ত্রী আজ পাসপোর্ট সেবা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন। পাসপোর্ট সেবা অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এই অ্যাপের মাধ্যমে পাসপোর্ট সংক্রান্ত অন্যান্য কাজও করা যাবে। স্বরাজ জানিয়েছেন, পাসপোর্ট তৈরির জন্য বিয়ের শংসাপত্র বা বিবাহবিচ্ছিন্ন মহিলাদের প্রাক্তন স্বামীর নাম উল্লেখের প্রয়োজন নেই।

"ঋণ মেটাতে চাইলাম, অথচ আমায় খেলাপিদের 'পোস্টার বয়' বানানো হল"

Image
ঋণ মেটানোর সবরকম চেষ্টা করেছি, কিন্তু আমাকে ঋণ খেলাপিদের 'পোস্টার বয়' করে দেওয়া হল। আমার প্রতি দেশের মানুষের ক্রোধ এখন জমাট বেঁধে ইস্পাত দণ্ডের মতো হয়ে গেছে। প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠি প্রকাশ্যে এনে মঙ্গলবার এমনটাই দাবি করল ঋণ খেলাপি ও দেশত্যাগী শিল্পপতি বিজয় মালিয়া। ঋণ মেটানোর সবরকম চেষ্টা করেছি, কিন্তু আমাকে ঋণ খেলাপিদের 'পোস্টার বয়' করে দেওয়া হল। আমার প্রতি দেশের মানুষের ক্রোধ এখন জমাট বেঁধে ইস্পাত দণ্ডের মতো হয়ে গেছে। প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠি প্রকাশ্যে এনে মঙ্গলবার এমনটাই দাবি করল ঋণ খেলাপি ও দেশত্যাগী শিল্পপতি বিজয় মালিয়া। দীর্ঘ মৌনতা ভেঙে কিংফিশার কর্তা জানান, 'বাধ্য হয়ে' প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে লেখা চিঠি প্রকাশ্যে আনতে হল। কিন্তু, ঋণ না মিটিয়ে দেশ ছাড়ার পর এতদিন চুপ থেকে হঠাত্ এখন মুখ খোলার কারণ কী? মালিয়া নিজেই জানাচ্ছেন, "২০১৬ সালের ১৫ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আমি চিঠি লিখি। বিষয়টি স্পষ্ট করতেই সেইসব চিঠি সামনে আনলাম। এই চিঠিগুলির কোনও উত্তরই দেওয়া হয়নি মন্ত্রীদের দফতর থেকে"। এখানেই না থেমে মালিয়ার আরও দাবি,

টাওয়ার বসানোর নামে দেশজোড়া প্রতারণা, কিংপিন সল্টলেকে?

Image
ওই ওয়েবসাইট থেকে নেওয়া একটি স্ক্রিন শট।   রামকরণ ভুয়ালকা অভিজ্ঞ ব্যাবসায়ী। আসল-নকলের পার্থক্য ভালই বোঝেন। পাঁচ মাস আগে যখন তাঁর বিবেকানন্দ রোডের বাড়িতে টাওয়ার বসানোর জন্য নামী মোবাইল সংস্থার পক্ষ থেকে বলা হয়, তখন তিনি খুব ভাল করেই খতিয়ে দেখেছিলেন। সব কিছু নিখুঁত মনে হওয়ার পরেই রাজি হয়েছিলেনসেই সংস্থার প্রস্তাবে। চুক্তি অনুযায়ী টাওয়ার বসানোর জন্য মোবাইল সংস্থা রামকরণকে মাসে ৩৫ হাজার এবং এককালীন ২০ লাখ টাকা দেওয়ার কথা। সেই টাকা পাওয়ার জন্য মোবাইল সংস্থা রামকরণকে জানায়, সব মিলিয়ে সাড়ে চার লাখ টাকা প্রক্রিয়াকরণ এবং জিএসটি বাবদ টাকা দিতে হবে। রামকরণ বলেন,"সেই প্রসেসিং ফি ফেরত পাওয়া যাবে বলেছিল ওই সংস্থা। তাই আমি সেই টাকা দিয়েছিলাম। টাকা ট্রান্সফার করার সময় দেখলাম, অ্যাকাউন্টটিও ওই মোবাইল সংস্থার নামেই রয়েছে। তাই অবিশ্বাস করার কোনও কারণ ছিল না।" টাকা পাঠানোর কয়েকমাস পরেও যখন রামকরণ টাকা পেলেন না তখন তাঁর টনক নড়ে। তিনি সেই ইমেল এবং ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেন এবং ব্যর্থ হন। তারপরেই তিনি সল্টলেক সেক্টর-ফাইভে সেই মোবাইল সংস্থার অফিসে যান। সেখানে যাওয়ার পরই তিনি জানত

উত্তরপ্রদেশে নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ

Image
বাস্তি (উত্তরপ্রদেশ) : নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাস্তিতে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় অভিযুক্ত তিন যুবক। তারা তিনজনই পলাতক। মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন এক ব্যক্তি। অভিযোগ, মাঝ রাস্তায় বাইকে করে আসে তিন যুবক। পথ আটকায় তাঁদের। বাধা দিলে ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। এরপর তাঁর নাবালিকা মেয়েকে অপহরণ করে গণধর্ষণ করে ওই তিন দুষ্কৃতী। এরপর স্থানীয় বাসিন্দারা ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থানে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে।  ওই তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ। 

লাহোরে নাবালিকা ধর্ষণ, খুন, দোষীর প্রকাশ্যে ফাঁসি চাই, আদালতে বাবা

Image
লাহোর: লাহোরের কাসুরে ধর্ষণের পর খুন হওয়া সাত বছরের মেয়ের বাবা লাহোর হাইকোর্টে আবেদন জানালেন, পাশবিক অত্যাচার করে মেয়েকে হত্যায় দোষী সাব্যস্ত সিরিয়াল কিলারকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হোক। লাহোর থেকে প্রায় ৫০ কিমি দূরে কাসুরে শিশুকন্যার ধর্ষণ, খুনের ঘটনাটি শোরগোল ফেলে দিয়েছিল। গত ফেব্রুয়ারিতে ২৩ বছর বয়সি ইমরান আলিকে এজন্য দোষী ঘোষিত করে মৃত্যুদণ্ড দেয় লাহোরের সন্ত্রাসবাদ দমন আদালত। পাকিস্তানের ইতিহাসে মাত্র চারদিনে বিচার শেষ করে দোষীর সাজা ঘোষণার এটিই প্রথম নজির। ইমরানের মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন কারাবাস, সাত বছরের জেলও হয়। দেশের সন্ত্রাস দমন আইন, ১৯৯৭ এর ২২ অনুচ্ছেদে দোষীকে জনসমক্ষে দোষীকে ফাঁসিতে ঝোলানোর ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে বলে পিটিশনে দাবি করেছেন মেয়েটির বাবা। তিনি বলেছেন, এই আইনে কোনও সাজা কীভাবে, কোথায় কার্যকর হবে, তা সরকার নির্দিষ্ট করে দিতে পারে যাতে অপরাধ ঠেকানো যায়। তাই আদালত সরকারকে এটা সুনিশ্চিত করার নির্দেশ দিক যে, দোষীকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হবে। লাহোর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে ইতিমধ্যে ফাঁসির সাজার বিরুদ্ধে ইমরানের আবেদন খারিজ

ফ্লিপকার্টে ফোন করতেই বিজেপির সদস্য হওয়ার ডাক, তাজ্জব ক্রেতা

Image
বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচই পড়েছে রাতে। কিন্তু ম্যাচ দেখতে গিয়ে পরিবারের কারোর অসুবিধা না হয়, তার জন্য ফ্লিপকার্টে হেডফোনের অর্ডার দিয়েছিলেন কলকাতার এক ব্যক্তি। কিন্তু যখন সেই ডেলিভারি এল, প্যাকেট খুলে তাঁর চক্ষু চড়কগাছ। তাতে হেডফোন নেই, পরিবর্তে রয়েছে এক শিশি তেল। অনলাইন শপিংয়ের এমন কাণ্ডকারখানা অনেকসময়ই খবরে আসে। কিন্তু এবারের ঘটনা কিছুটা আলাদা। ওই হতবাক ফুটবল ফ্যান চাননি অযথা ইস্যুটি নিয়ে টানাহেঁচড়া হোক। তাই শান্তভাবেই তিনি ফোন করেছিলেন হেল্পলাইনে। নম্বরটি লেখা ছিল প্যাকেটের উপরেই। কিন্তু বিপত্তি হল এই সময়। তিনি এমন কিছু শুনলেন যাতে তাঁর ভিরমি খাওয়ার জোগাড়। ওই নম্বরে ফোন করতেই উলটো দিক থেকে ভেসে এল, "ওয়েলকাম টু বিজেপি।" থতমত খেয়ে ফোনটাই কেটে দিলেন তিনি। ফের ডায়াল করলেন। কিন্তু এবারও সেই একই রেকর্ড। কথা নেই, বার্তা নেই, সরাসরি তাঁকে 'প্রাইমারি মেম্বারশিপ নম্বর' দিয়ে দেওয়া হল। এও বলা হল, তিনি যেন প্রক্রিয়াটি শেষ করার জন্য পরবর্তী পদক্ষেপ নেন। কী কী করতে হবে, তাও বুঝিয়ে দেওয়া হয় ফোনেই। একটি মেসেজও পান তিনি। নিজের ফোন থেকে কোনও সমস্যা হচ্ছে ভেবে বন্ধুদের ফোন নম্বরটি

মালদহের আমকে বিশ্বের দরবারে পৌঁছোনর উদ্যোগ রাজ্য সরকারের

Image
মালদহ: মালদহের আমকে বিশ্বের দরবারে পৌঁছোনর উদ্যোগ রাজ্য সরকারের। বাংলাদেশে আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় ১০ বছর ধরে কার্যত বন্ধ আম রফতানি। এই অবস্থায় আমের বাজার না পাওয়া নিয়ে সমস্যায় পড়েছিলেন আমচাষি ও ব্যবসায়ীরা। সমস্যা মিটিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মালদহের আমের বিকল্প বাজার তৈরি হচ্ছে বিদেশে। মালদহে এবার তিন লক্ষ মেট্রিক টনের বেশি আম উৎপন্ন হয়েছে। জেলার ৩২ হাজার হেক্টর জমিতে আমচাষ হয়েছে। আম উৎপাদন ও বাজারের সঙ্গে জড়িত প্রায় দু'লক্ষ মানুষের জীবিকা। বাংলাদেশে আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় আম রফতানি কার্যত বন্ধ। ব্যবসায়ীদের উদ্বেগ কাটাতে বিদেশেও মালদহের আমের বাজার তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে উদ্যোগী রাজ্যের উদ্যান পালন দফতর। দিল্লির আম উৎসবে কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে আম রফতানি নিয়ে কথা হয়েছে রাজ্যের। বিদেশে মালদহের আম রফতানি --------------------------------- - দুবাই, সিঙ্গাপুর, আমেরিকায় আম রফতানি নিয়ে কথা - আম রফতানি নিয়ে কথা ইজরায়েল, নেপাল, ভুটান, মায়ানমারেও - নমুনা পরীক্ষা করে সবুজ সংকেত দিয়েছে দুবাই, সিঙ্গাপুর মালদহের আম বিদেশ

অফিস থেকে ‘চুরি’ ৯ লক্ষ, ধৃত কর্মী

Image
ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রায় ৯ লক্ষ টাকা চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল জো়ড়াসাঁকো থানা। পুলিশ জানায়, ধৃতের নাম বিশ্বজিৎ পাঠক। বাড়ি গার্ডেনরিচে। অর্থনীতি নিয়ে স্নাতক হওয়ার পরেই তিনি জোড়াসাঁকো এলাকার ওই প্রতিষ্ঠানে কয়েক মাস আগে চাকরিতে যোগ দিয়েছিলেন। অফিসের আলমারির চাবি নকল করে তিনি ৮ লক্ষ ৯৩ হাজার টাকা চুরি করেছিলেন বলে অভিযোগ। পুলিশ জানায়, শনিবার রাতে বিশ্বজিৎকে গ্রেফতারের পরে তাঁর বাড়ি থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার হয়েছে। আপাতত তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ সূত্রের খবর, মেছুয়া ফলপট্টিতে একটি পাটজাত সামগ্রীর ব্যবসায়ী সংস্থার তরফে ১৯ জুন অভিযোগ করা হয়, সম্প্রতি ব্যবসার কারণে নগদ ৮ লক্ষ ৯৩ হাজার টাকা দফতরে এসেছিল। তা আলমারি থেকে খোয়া গিয়েছে। অথচ আলমারির তালা ভাঙা হয়নি। ভিতরের কেউই চুরিতে জড়িত সন্দেহ করে জি়জ্ঞাসাবাদ শুরু হয়। তখনই বিশ্বজিতের কথায় অসঙ্গতি খুঁজে পান তদন্তকারীরা। সংস্থার ম্যানেজারকে জিজ্ঞাসা করে জানা যায়, ১৮ জুন অফিস বন্ধ হওয়ার পরে মোবাইল ভিতরে রয়ে গিয়েছে বলে বিশ্বজিৎ ভিতরে ঢুকেছিলেন। তার পরেই বিশ্বজিৎকে চাপ দিলে তিনি বিষয়টি স্বীকার করে নেন। পুলিশ জানায়, আ

ক্লাসে বসে পর্ন দেখায় ধমক, তার জেরেই আত্মঘাতী ছাত্র!

Image
কমপিউটার ক্লাসে অশ্লীল ছবি দেখছিল নবম শ্রেণির ছাত্রটি। তা দেখেই এনপি চিনগাপ্পা নামে ওই ছাত্রটিকে বকাবকি করেছিলেন শিক্ষক।চিঠি দিয়ে ক্ষমা চাইতে বলেছিলেন তাকে। তার পরই কেমিস্ট্রি ল্যাবে ঢুকে রাসায়নিক খায় সে। কর্নাটকের সেনা স্কুলের ছাত্র-মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই তথ্য জানিয়েছে পুলিশ। কর্নাটকের কোদাগু সৈনিক স্কুলের শৌচাগার থেকে গত ২৩ জুন ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। তার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। খতিয়ে দেখা হয় স্কুলের সিসিটিভি ফুটেজ। মঙ্গলবার ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানান, স্যর বকাবকি করার পরই কেমিস্ট্রি ল্যাবে চলে গিয়েছিল ছাত্রটি। সেখানে সে কোনও একটি রাসায়নিক পান করে।এর পর সোজা চলে যায় শৌচাগারে। ভিতর থেকে শৌচাগারের দরজাও বন্ধ করে দেয় সে। ঘটনাটি ঘটে দুপুর দেড়টা নাগাদ। পরে শৌচাগার থেকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বছর পনেরোর ছাত্রটিকে।  সকলের নজর এড়িয়ে কী করে ছাত্রটি কেমিস্ট্রি ল্যাবে ঢুকল,  সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে, এ দিনও ফের মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন ছাত্রের বাবা। মৃত ছাত্রের বাবা নগেন্দ্র টি পোভাইয়ার

কোটি টাকা মূল্যের জোড়া টিকটিকি! বাংলাদেশে পাচারের হাওয়ার সময় উদ্ধার!

Image
বিরল প্রজাতির টিকটিকি পাচার করার সময় মালদা টাউন স্টেশন থেকে এক যুবককে গ্রেপ্তার করল মালদা জিআরপি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি বিরল প্রজাতির টিকটিকি। যার প্রত্যেকটির বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা। অভিযুক্ত যুবকের নাম হেলারিউস হাঁজদা। টিকটিকিগুলি নিয়ে এদিন ব্রহ্মপুত্র মেলে অসম থেকে মালদা টাউন স্টেশনে আসেন অভিযুক্ত যুবক। তাঁর উদ্দেশ্য ছিল বিরল প্রজাতির এই টিকটিকিগুলিকে বাংলাদেশে পাচার করা। গোপন সূত্রে খবর পেয়ে মালদা টাউন স্টেশনে অভিযান চালায় জিআরপি। আর তখনই বমাল গ্রেফতার করা হয় হেলারিউস নামে ওই যুবককে। তাঁর কাছ উদ্ধার করা হয় টিকটিকি দুটিকে। অভিযুক্ত যুবককে ও টিকটিকি দুটি বন দফতরের হাতে তুলে দিয়েছে মালদা জিআরপি। উল্লেখ্য, মূলত উত্তর-পূর্ব ভারতের জঙ্গলে এই প্রজাতির টিকটিকিগুলিকে দেখা যায়। এই টিকটিকিগুলির লোম ও লালা দিয়ে তৈরি হয় মারণ রোগের ওষুধ। সেই কারণে চিন ও ইউরোপের বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।

মানিকতলায় বাসের চাকা থেঁতলে দিলো ২ কিশোর মাথা-পেট!

Image
বাসের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে গেল এক কিশোরের মাথা, অপর কিশোরের পেট, ঠিকরে বেরিয়ে এল চোখ।  শহরে ফের বাসের রেষারেষি। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দুই কিশোরের।  বাসের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে গেল এক কিশোরের মাথা, অপর কিশোরের পেট, ঠিকরে বেরিয়ে এল চোখ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুচিবাজার পোস্ট অফিসের কাছে উল্টডাঙা মেইন রোডে। স্কুটিতে তিন জন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। বছর তেইশের মৃন্ময় পরীক্ষিত স্কুটি চালাচ্ছিলেন। ওই স্কুটিতেই ছিলেন বিট্টু সেন ও আকাশ দত্ত নামে দুই কিশোর। ২১৫ A ও ২১৫ A/1 নামে দুটি বাস রেষারেষি করছিল উল্টডাঙা মেইন রোডের ওপর তারা গতি নিয়ন্ত্রণ করেনি।  স্কুটিতে পিছন থেকে ধাক্কা মারে 215 A বাসটি। বাসের চাকায় থেঁতলে যায় এক স্কুটি আরোহীর মাথা। আরও এক আরোহীও গুরুতর আহত হন। আহত তিন জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। স্কুটি চালক মৃন্ময় এখনও আরজিকর হাসপাতালে চিকিত্সাধীন। জানা গিয়েছে, স্কুটির পিছনে বসে থাকা দুই কিশোরের মাথাতেই হেলমেট ছিল না। ঘাতক বাসের চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে মানি

স্বাভাবিকদের সঙ্গে দাবা প্রতিযোগিতা দৃষ্টিহীনদের

Image
রাজকুমার নস্কর শিলিগুড়ি : জন্ম থেকেই চোখে দেখে না। তবে, প্রতিবন্ধকতার কাছে হার মেনে নিতে বাধ্য নয় তারা। সব বাধা কাটিয়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়াই তাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যেই তারা এক অভিনব দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। এই প্রথমবার সুস্থ-স্বাভাবিক প্রতিযোগীদের বিরুদ্ধে দাবা খেলতে দেখা যাবে দৃষ্টিহীনদের। শিলিগুড়িতে বসতে চলেছে এই দাবা প্রতিযোগিতার আসর। তবে, শুধু অংশগ্রহণই নয়। জয় লাভই মূল লক্ষ্য তাদের। শিলিগুড়ি মহকুমা এলাকার বিধাননগরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ভীবমার স্নেহাশ্রম ও স্মার্ট চেস আকাদেমির যৌথ উদ্যোগে আগামী ২৯ তারিখ আয়োজিত হতে চলেছে বিশেষ দাবা প্রতিযোগিতা। যেখানে সুস্থ বাচ্চাদের বিরুদ্ধে লড়বে দৃষ্টিহীনরা। এই প্রতিযোগিতায় অংশ নেবে প্রায় ১৮ জন দৃষ্টিহীন খুদে। ইতিমধ্যে সেবিষয়ে সব প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এখন শুধু লড়াইয়ের অপেক্ষা।  সর্বশিক্ষা মিশনের অধীন মাইক্রোভিশন প্রকল্পে প্রশিক্ষক হিসেবে কর্মরত রাজকুমার নস্কর। তিনিও দৃষ্টিহীন। পাশাপাশি একজন দক্ষ প্রশিক্ষকও বটে। তার অধীনেই ওই ১৮ জন খুদে প্রশিক্ষণ নিয়েছে। রাজকুমার নস্কর বলেন, "দাবা খেলায় জন্য চোখ নয়, প্রখর স্মৃতিশক্

'আমার মতো দেখতে নয়', বর্বরের হাতে খুন ৩ মাসের পুত্রসন্তান

Image
ছেলেকে তাঁর মতো দেখতে হয়নি। কাজেই সন্তান তাঁর নয়। নিশ্চয়ই স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই সন্দেহের বশে ৩ মাসের সন্তানকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।  বিহারের ঔরঙ্গাবাদে এই কাণ্ড ঘটিয়েছেন ৩২ বছরের রৌশন রাঠোরে। পেশায় কৃষক রৌশন মনে করত, তাঁর স্ত্রী ২৬ বছরের কুলধান দেবীর প্রসব করা সন্তানের বাবা সে নয়। কারণ পুত্রসন্তানটিকে তাঁর মতো দেখতে হয়নি।  অভিযোগ, রবিবার যখন শিশুটি খাচ্ছিল, তখন তাকে মায়ের কোলে থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে রৌশন। এরপর সে তার স্ত্রীকে মারধর শুরু করে। তাঁর চিত্‍‌কারে প্রতিবেশীরা গিয়ে কুলধানকে রক্ষা করেন। গণপিটুনি দিয়ে রৌশনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কুলধানের অভিযোগের ভিত্তিতে রৌশনকে গ্রেপ্তার করা হয়। প্রথম সন্তান প্রসবের পর থেকেই কুলধানের সঙ্গে তাঁর স্বামীর বচসা লেগে থাকত বলে পুলিশ জানিয়েছে। স্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাঁকে রৌশন হামেশাই মারধর করত বলে অভিযোগ।

ভারত মহিলাদের জন্যে কতটা নিরাপদ? কী বলছে সমীক্ষা, শুনলে চমকে যাবেন

Image
নয়াদিল্লি:  ভারত মহিলাদের জন্যে অন্যতম বিপজ্জনক দেশ। সাম্প্রতিক এক সমীক্ষা রিপোর্টে প্রকাশিত হয়েছে এই তথ্য। সমীক্ষায় দেখা গিয়েছে, যেভাবে এখানে নারীদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং নানা ভাবে মহিলাদের শোষণ করা হয়, তার জন্যে ভারত মহিলাদের জন্যে মোটেই নিরাপদ নয়। বিশেষজ্ঞরা বলছেন, সমীক্ষায় দেখা যাচ্ছে মহিলাদের জন্যে ভারত বিপজ্জনক হয়ে যাচ্ছে প্রতিদিন এবং তালিকায় ধীরে ধীরে ওপরের দিকে পৌঁছেছে। প্রসঙ্গত, এই নির্যাতন বন্ধের জন্যে তেমন কোনও পদক্ষেপই নিচ্ছে না সরকার। এবিষয়ে ২০১২ সালের চলন্ত বাসে দিল্লি গণধর্ষণকাণ্ডের কথা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, সেই ঘটনার পর দোষী সাব্যস্তদের এমন কোনও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি, যার প্রভাবে মহিলাদের ওপর ধর্ষণ, শ্লীলতাহানি, শারীরিক নির্যাতনের পরিমাণ এতটুকু কমেছে বলে দাবি করা যাবে। উল্টে অত্যাচারের পরিমাণ বেড়েই চলেছে প্রতিদিন। মহিলাদের উদ্দেশ্যে সেভাবে কোনও সম্মান, শ্রদ্ধা দেখানো হয় না ভারতে। শুধু বাইরে নয়, ঘরের মধ্যেও বাবা, দাদা, কাকা, স্বামী, শ্বশুর, দেওর, ভাসুরের হাতে লাঞ্ছিত মহিলারা। ক্রমবর্ধমান কন্যা ভ্রুণ হত্যার পরিমাণও। সরকারি তথ্য অনুযায়ী, ২০০৭

অস্কারে নিমন্ত্রণ পেলেন সৌমিত্র-মাধবী-শাহরুখ খান !

Image
কলকাতা: অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সদস্যপদের জন্য এবার নিমন্ত্রণ পেলেন ভারতীয় সিনেমার কিংবদন্তী অভিনেতা পদ্মভূষণ সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ তবে শুধু সৌমিত্রই নয়, সঙ্গে রয়েছেন তাঁর 'চারুলতা',  অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ও ৷ তবে তালিকা এখানেই শেষ নয়, অস্কারের মঞ্চে এবারে যেন বাঙালির বিশ্বজয়৷ এই বিশেষ সম্মান পেতে চলেছেন সাউন্ড ডিজাইনার বিশ্বদীপ চট্টোপাধ্যায়, প্রোডাকশন ডিজাইনার সুব্রত চট্টোপাধ্যায় ও অমিত রায়ও ৷ এতো গেল অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্যপদে বাঙালির নিমন্ত্রণ ৷ তবে বাদ পড়েননি, বলিউডের তাবড়রাও ৷ তালিকায় রয়েছেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, নাসিরুদ্দিন শাহ, আলি ফাজল, অনিল কাপুর, তব্বু, আদিত্য চোপড়া, তব্বু, আদিত্য চোপড়া, গুণীত মোঙ্গা, অনিল মেহতা, মণীশ মালহোত্রা, উষা খান্না, বাল্লু সালুজার মতো ব্যক্তিত্বরা ৷ ৫৯ দেশের প্রত্যেক আমন্ত্রিতরা যদি এই আমন্ত্রণ গ্রহণ করে, তাহলে অ্যাকাডেমির সদস্য সংখ্যা দাঁড়াবে ৯ হাজার দুশো ছাব্বিশ জন ৷

ট্রেন লেট করলেই ফেরত পাবেন টিকিটের টাকা !

Image
নয়াদিল্লি: রেল যাত্রীদের জন্য সুখবর ৷ এবার থেকে ট্রেন লেট করলে টিকিটের দাম ফেরত পাবেন যাত্রীরা ৷ সম্প্রতি যাত্রীদের সুবিধার জন্য বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেল অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে তাদের নিয়মে বেশ কিছু বদল এনেছে   ৷ তবে বেশিরভাগ মানুষ এর সম্বন্ধে জানেন না ৷ এর জন্য অনেক সময়ই ঠকতে হয়েছে তাদের ৷ নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে ১২০ দিন আগে থেকে ট্রেনের টিকিট বুক করা যাবে ৷ আধার ভেরিফাইয়েড ব্যবহারকারীরা মাসে ১২টি টিকিট বুক করতে পারবেন ৷ পাশাপাশি নির্দিষ্ট সময়ের থেকে ট্রেন যদি তিন ঘণ্টা লেটে ছাড়ে তাহলে যাত্রীরা রিফান্ড দাবি করতে পারবেন ৷ অথার্ৎ দূরপাল্লার ট্রেন ছাড়ার কথা দুপুর ১২টায় ৷ সেটি যদি ৩টেয় ছাড়ে তাহলে আপনি যাত্রা না করলে রেলকে আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে ৷ ট্রেন নির্দিষ্ট স্টেশনে নির্দিষ্ট সময়ের থেকে ৩ ঘণ্টা বা তার বেশি লেট করলে ভাড়া ফেরত পাওয়া যায়। ট্রেন বাতিল হলেও টিকিটের টাকা ফেরত পাবেন ৷ রুট বদল করলেও একই নিয়ম প্রযোজ্য ৷ যাত্রীরা টিকিট ক্যানসেল করে রিফান্ড দাবি করতে পারবেন ৷

জঞ্জাল-শহর ১৯টি, স্বচ্ছতায় পিছিয়ে বাংলা

Image
বায়ুদূষণে কলকাতা ও হাও়়ড়া আগেই দেশের মধ্যে প্রথম সারিতে এসেছিল। এ বার কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের 'স্বচ্ছ ভারত প্রকল্প'-এর সমীক্ষা বলছে, দেশের ২৫টি নোংরা শহরের মধ্যে ১৯টিই পশ্চিমবঙ্গের! সেই তালিকায় দার্জিলিং, শিলিগুড়ি, বাঁকুড়ার সঙ্গে রয়েছে কলকাতার অদূরবর্তী উত্তর ব্যারাকপুর এবং মধ্যমগ্রামও। শুধু তা-ই নয়, স্বচ্ছতার নিরিখে পশ্চিমবঙ্গের ঠাঁই তলানিতে। এ রাজ্যের পিছনে রয়েছে শুধু নাগাল্যান্ড, পুদুচেরি আর ত্রিপুরা। এই নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে তরজা শুরু হয়েছে। শিলিগুড়ির মতো কোনও কোনও শহর ঘিরে একই ভাবে চাপান-উতোর চলছে রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের মধ্যে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় রবিবার আসানসোলে বলেন, ''কেন্দ্রীয় সরকার সমীক্ষা চালিয়ে দেখেছে, দেশের প্রথম ১০টি নোংরা শহরের মধ্যে এই রাজ্যেই রয়েছে সাতটি!'' রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সোমবার তার জবাবে বলেন, ''রাজনৈতিক সম্পর্ক ভাল নয় বলেই কুৎসা করার চেষ্টা চলছে। এটা দুর্ভাগ্যজনক।'' তাঁর দাবি, এই রাজ্যের পুর এলাকায় জঞ্জাল সাফাইয়ের কাজে নাগরিকেরা সন্তুষ্ট। জনতার অভিজ্ঞতা অবশ্য বলছে, মধ্যম

মোদীর কাছে যেতে পারবেন না মন্ত্রীরাও!

Image
মোদীর নিরাপত্তা নিয়ে চিন্তিত স্বরাষ্ট্র মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর যে মাওবাদী হামলা হতে পারে, সে আশঙ্কায় সতর্কবার্তা জারি হয়েছিল আগেই। এবার বিভিন্ন রাজ্যের কাছে পাঠানো বিশেষ বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিল, প্রধানমন্ত্রীর উপর হামলার আশঙ্কা 'চরম পর্যায়ে'পৌঁছেছে। তাঁর সুরক্ষা বলয় আরও জোরদার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি-র ছাড়পত্র না মিললে, মোদীর ধারে কাছে সরকারি অধিকারিকরা তো বটেই, যেতে পারবেন না মন্ত্রীরাও। কিন্তু হামলার ছক কাদের? এ নিয়ে সরাসরি কিছু জানায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বলা হয়েছে, 'অজানা হুমকি'র কথা। যদিও এই মাসের প্রথম দিকেই নিষিদ্ধ সংগঠন সিপিআই(মাওবাদী)-র সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে মুম্বই, নাগপুর ও দিল্লিতে ধরপাকড় চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন দলিত নেতা সুধীর ধাওয়ালে, আইনজীবী সুরেন্দ্র গ্যাডলিং, মহেশ রাউত, সোমা সেন ও রোনা উইলসন। পুণে পুলিশ দাবি করেছিল, মোদীর উপর হামলার ছকের কথা রোনা উইলসনের বাড়ি থেকে পাওয়া গোপন এক চিঠি থেকে জানা গিয়েছে। চিঠিতে বলা হয়ে

ফের প্রাণঘাতী গাফিলতি! অন্তঃসত্ত্বার মৃত্যু ঘিরে উত্তপ্ত লেডি ডাফরিন হাসপাতাল

Image
মৃত স্বপ্না হেলা। গর্ভের শিশু-সহ অন্তঃসত্ত্বার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল মধ্য কলকাতার লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালে। স্বপ্না হেলা (৩৫) নামে বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা ওই মহিলার মৃত্যুর পরই তাঁর পরিজনরা হাসপাতালে চিকিৎসকদের ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, প্রসবযন্ত্রণা শুরু হওয়ায় হাসপাতালে নিয়ে আসার পর প্রায় দেড় ঘণ্টা অন্তঃসত্ত্বাকে ফেলে রাখা হয়। তার জেরেই গর্ভস্থ শিশু ও অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ ও রোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালে নিয়মিত চিকিৎসা করাচ্ছিলেন ১১৩এইচ/১৬ বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা স্বপ্না হেলা। গত ৯ জুনও তিনি হাসপাতালের চিকিৎসকদের দেখান। চিকিৎসকরা জানান, প্রসবের এখনও দেরি আছে। আরও ২০ দিন পর ফের চেক-আপে আসতে বলা হয় তাঁকে। কিন্তু সোমবার রাতে আচমকাই স্বপ্নাদেবীর প্রসব যন্ত্রণা শুরু হয়। পরিবারের লোকজন তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁদের অভিযোগ, প্রায় দেড় ঘণ্টা কার্যত

রাজ্যের গ্রন্থাগারে ৩২০০ শূন্যপদে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি

Image
রাজ্যের গ্রন্থাগারের অবস্থা বেহাল, বেশিরভাগ গ্রন্থাগারে লাইব্রেরীয়ানের অভাবে বন্ধ হতে বসেছে, যেগুলি খেলা রয়েছে তাও আবার ধুঁকছে, তাই এবার রাজ্যের লাইব্রেরী গুলিকে ঢেলে সাজাতে ততপর হয়েছে রাজ্য সরকার রাজ্যের মোট ২৪৮০টি গ্রন্থাগারের মধ্যে ৩০০টি-ই বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে ৩২০০ শূন্যপদ পূরণের কথা জানালেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভ্রাম্যমান গ্রন্থাগার উদ্বোধনে গিয়ে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি জানিয়েছেন শীঘ্রই বত্রিশশটি পদে চুক্তি ভিত্তিক নিয়োগ করা হে, এই মর্মে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিজ্ঞপ্তিও পাঠানো হয়ছে নিয়োগ ছাড়াও গ্রন্থাগারে নতুন বই, বড়দের ছোটদের বই ইত্যাদি রাখারও ব্যবস্থা করছে সরকার, অত্যাধুনিক পদ্ধতিতে লাইব্রেরীগুলিকে সাজানোর মত প্রকাশ করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী

লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামে এবার বসতে চলেছে বাবা রামদেবের মূর্তি

Image
নয়াদিল্লি: যোগাগুরু রামদেবের মূর্তি এবার বসতে চলেছে লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামে ৷ এই বিষয়ে রামদেব জানিয়েছেন যে মিউজিয়ামে তার মূর্তি বসলে সারা পৃথিবীর মানুষ যোগা করতে আরও উৎসাহী হবেন ৷ পতঞ্জলির মুখপাত্র এস কে তিজারাওয়ালা জানিয়েছেন, বেশ কয়েক মাস আগে রামদেবের কাছে এই প্রস্তাব এসেছিল ৷ অনেক ভাবনা চিন্তা ও আলোচনা করার পর রামদেব এই প্রস্তাবে রাজি হয়েছেন ৷ মাদাম তুসোর মিউজিয়ামে আগেই অমিতাভ বচ্চন, শচীন তেন্ডুলকর, শাহরুখ খান সহ–বহু বিশিষ্ট ব্যক্তির মোমের মূর্তি জায়গা করে নিয়েছে ৷

বিবিকে নিয়ে ঠাট্টা, বন্ধুকে ছুরি মারল যুবক

Image
আহত দিলীপ আলির বক্তব্য       মালদা : ঠাট্টা-ইয়ার্কি থেকে বচসা। আর তা থেকে বন্ধুর হাতে ছুরিকাহত হল এক যুবক। ঘটনাটি মালদার চাঁচল থানার রানিকামাত এলাকার জয়বাংলা পাড়ার। আহত যুবককে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। অভিযুক্ত মজনু আলি পলাতক। রানিকামাতের জয়বাংলা পাড়ার বছর চব্বিশের দিলীপ আলি পেশায় টোটোচালক। একই পাড়ার বাসিন্দা মজনু আলির সঙ্গে তাঁর খুব ভালো বন্ধুত্ব। গতরাতে টোটো চালিয়ে বাড়ি ফেরেন দিলীপ। এরপর বাড়ির পাশের একটি মাঠে আড্ডা দিতে যান ওই দুই যুবক। আড্ডা চলাকালীন নিজেদের বিবিদের নিয়ে শুরু হয় ইয়ার্কি-ঠাট্টা। আচমকাই মেজাজ হারায় মজনু। অভিযোগ, পকেট থেকে ছুরি বের করে কোপাতে থাকে দিলীপকে। তার চিৎকারে বাড়ির লোকজন সহ প্রতিবেশীরা ছুটে এলে মজনু সেখান থেকে পালিয়ে যায়।  দিলীপের দাদা আইনুল হক বলেন, "বিবিকে নিয়ে দুই বন্ধুর ঠাট্টা-ইয়ার্কির জেরেই এই ঘটনা ঘটেছে। তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দিলীপকে। সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেওয়া হয়। থানায় অভিযোগ জানানো হয়েছে।" পলাতক মজনুর সন্ধানে নেমেছে পুলিশ। 

মালদহে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ি-ডাম্পারের সংঘর্ষে ৫ জনের মৃত্যু

Image
মালদহ: জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। পথের বলি পাঁচ। মৃতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। মঙ্গলবার ভোররাতে বৈষ্ণবনগরের আঠারো মাইলের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারে সামনের দিক থেকে আসা ডাম্পার। তাতেই গাড়ির মধ্যে থাকা পাঁচজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য ছিলেন। জানা গিয়েছে, মালদহের বিবিগ্রামের বাসিন্দা মুরলি প্রসাদ তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বীরভূমের রামপুরহাটে আত্মীয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। মঙ্গলবার ভোররাতে মালদহ শহরে নিজের বাড়ির ফিরছিলেন তাঁরা। গাড়িতে ছিলেন একই পরিবারের চার সদস্য ও তাঁদের চালক। পথেই ঘটে বিপত্তি। বৈষ্ণবনগরের ষোলো মাইলের কাছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে টোলপ্লাজায় গাড়ি দাঁড় করান তাঁরা। সেই সময় আচমকাই সামনের দিক থেকে আসা ডাম্পার তাঁদের গাড়িটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মুরলি প্রসাদ, তাঁর স্ত্রী কৌশল্যা এবং দম্পতির দুই ছেলে রাকেশ ও অমিত মারা যান। মৃত্যু হয় তাঁদের গাড়ি চালকের। ভোররাতে জাতীয় সড়কে যাত্রীবাহি বাস চলাচল না করলেও, লরি-ডাম্পার যাতায়াত করে অহরহ৷ ভোররাতের

মায়ের কাপড় নিয়ে খেলতে খেলতে গলায় ফাঁস, মৃত্যু শিশুকন্যা

Image
ব্যারাকপুর: জগদ্দলে মর্মান্তিক মৃত্যু শিশুকন্যার। মায়ের কাপড় নিয়ে খেলতে গিয়েই বিপত্তি। সিঁড়ির রেলিংয়ে ছিল কাপড়। প্রায় জড়িয়ে থাকা কাপড় নিয়েই খেলছিল শিশুকন্যা। আচমকাই খেলতে খেলতে কাপড়টি তার গলায় চেপে যায়। এর জেরেই ফাঁস লেগে মৃত্যু হল সাত বছরের শিশুকন্যার। সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ৩২ নম্বর ওয়ার্ডের নতুনপল্লি এলাকায়। মৃতের নাম পূজা মজুমদার। স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী সে। এদিন রাতে দিদি পম্পা যখন ঘরের মধ্যে পড়তে ব্যস্ত তখনই বাইরের সিড়ির রেলিংয়ে খেলা করছিল পূজা। সেখানেই মেলে দেওয়া ছিল কাপড়। কাপড় নিয়েই চলছিল খেলা। খেলতে খেলতে কখন যে সেই কাপড় গলায় ফাঁসের আকার নিয়েছে বুঝতেও পারেনি শিশুটি। একটা সময় গলায় মারণ ফাঁসের মত চেপে বসে শাড়ি। জ্ঞান হারিয়ে ফেলে পূজা। এদিকে অনেকক্ষণ ধরে বোনের সাড়াশব্দ না পেয়ে তাকে খুঁজতে যেতেই বিষয়টি নজরে আসে পম্পার। দিদির চিৎকারে পড়শিরা ছুটে আসেন। সংজ্ঞাহীন শিশুটিকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশীরা জানিয়েছেন, মৃত শিশুটির বাবা ভিনরাজ্যে কাজ করেন। মা বাড়ি ব

বয়ফ্রেন্ডের সঙ্গে রাত কাটিয়ে আত্মঘাতী ছাত্রী!

Image
মাইসুরুর গার্লস হস্টেল থেকে ক্লাস নাইনের এক ছাত্রীর দেহ উদ্ধার করল পুলিশ। গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যান থেকে দেহটি ঝুলছিল। দেহে পচনও ধরে যায়।  তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার ঠিক আগের রাতে ওই ছাত্রী তার বয়ফ্রেন্ডের সঙ্গে কাটিয়ে ছিল। হস্টেলে ফিরে সে পাপবোধে ভোগে। তার জেরেই রবিবার রাতে হস্টেলরুমে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। ওয়ার্ডেনের নজর এড়িয়ে ক্লাস নাইনের ওই ছাত্রী কী করে হস্টেল বাইরে সারারাত কাটাল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার জেরে ওই ওয়ার্ডেনকে সোমবার সাসপেন্ড করে স্কুলকর্তৃপক্ষ। পুলিশ জিগ্যাসাবাদের জন্য ওই ছাত্রীর বয়ফ্রেন্ডকে আটক করেছে। 

ভিডিয়ো ক্যামেরা অন করে ছাত্রীকে ধর্ষণ, কাঠগড়ায় অঙ্কের শিক্ষক

Image
অঙ্কের টিউশান নিতে গিয়ে শিক্ষকের লালসার শিকার হল বছর চোদ্দোর এক ছাত্রী। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এক গ্রামে।  পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই কিশোরী জানায়, টিউশান ক্লাসে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে অঙ্কের শিক্ষক। মোবাইলে ভিডিয়োও করে রাখে। ভয় দেখায়, কাউকে ঘটনার কথা জানালে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ওই অশ্লীল ছবি ফাঁস করে দেবে। ভয় না-পেয়ে, বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনার কথা জানায়। এরপর থানায় গিয়ে ওই অঙ্কের শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামালা করা হয়েছে। তবে, এদিন রাত পর্যন্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করা যায়নি। 

কোথায় রয়েছে ছ’বছরের মেয়ে, জানা নেই বাবার

Image
কথাগুলো মাথা থেকে বেরোচ্ছেই না বছর ছাব্বিশের যুবকের। সবুজ ইউনিফর্ম পরা অভিবাসন দফতরের কর্মীরা এসে তাঁকে বলেছিল, ''সবটাই সাময়িক ব্যাপার। অভিবাসী আটক কেন্দ্রের সেলটা বড্ড ঠান্ডা। অতটুকু মেয়ের কষ্ট হবে। ওকে এখন নিয়ে যাচ্ছি। চিন্তা করবেন না।'' ছ'বছরের মেয়ের সঙ্গে সেই শেষ দেখা আর্নোভিস উইডোস পোর্টিও-র। এতগুলো মাস কেটেছে। উইডোসকে এল সালভাদোরে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। মেবেলিন হয়তো আমেরিকারই কোথাও রয়েছে, জানা নেই তার বাবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'জ়িরো টলারেন্স' নীতির ধাক্কায় উইডোসের মতো আরও অন্তত দু'হাজার পরিবার বিপাকে পড়েছে। প্রেসিডেন্টের নির্দেশেই আমেরিকায় অনুপ্রবেশের জেরে আটক প্রত্যেক পরিবারের থেকে শিশুদের আলাদা করা হয়েছে এত দিন। দেশ জুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে গত সপ্তাহে নিজের সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটেছেন ট্রাম্প। শিশুদের পরিবার থেকে আলাদা করার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। তাতেও অবশ্য বহু বাবা-মা প্রশাসনিক জটে পড়ে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। সন্তান কোথায়, তাঁরা জানেনই না। আদৌ কখনও একসঙ্গে হতে পারবে কি না, সে নিয়ে দুশ্চিন্তায়। ''কে

বিয়ের পণে ১০০১টি গাছের চারা চাইলেন ওড়িশার যুবক!

Image
কোনও টাকা-পয়সা, গাড়ি বা আসবাবপত্র নয়, যৌতুকে ১০০১টি গাছের চারা দাবি করে বসলেন ওড়িশার এক যুবক! তবে সে গাছ অবশ্যই ফলের হতে হবে। এই দাবি মানলেই তবে বিয়ে করবেন তিনি। সেই দাবি মেনেও নেন পাত্রী পক্ষ। অভিনব এই ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রাপাড়ায়। সরোজকান্ত বিসওয়াল। পেশায় স্কুলশিক্ষক। ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি টান রয়েছে তাঁর। এমনিতেই পণপ্রথার ঘোরতর বিরোধী বিসওয়াল। তবে 'পণ' তিনি নিয়েছেন। কিন্তু সে 'পণ' ছিল শুধুমাত্র গাছের চারা। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। বিসওয়ালের দাবি মেনেই তাঁর শ্বশুরবাড়ি থেকে লরি করে ১০০১টি ফল গাছের চারা পৌঁছে দিয়েছিল তাঁর বাড়িতে। শুধু শ্বশুরবাড়ি কেন, বিয়েতে উপস্থিত অতিথি-অভ্যাগত, আত্মীয়-স্বজন প্রত্যেককেই উপহার হিসেবে এনেছিলেন গাছের চারা! সেই উপহার পেয়ে যথেষ্ট খুশিও হয়েছেন বিসওয়াল। বিসওয়ালের স্ত্রী রশ্মিরেখা পাইতালা-ও পেশায় এক জন শিক্ষক। কেন্দ্রাপাড়া জেলার মর্শাঘাই মহকুমার অন্তর্গত আদমপুরের বাসিন্দা তিনি। ১০০১ টা গাছেরে চারা দাবির পাশাপাশি, বিয়ের আগেই আরও একটা শপথ করিয়ে নিয়েছিলেন রশ্মিরেখাকে দিয়ে। বলেছিলেন, বিয়েতে যেন কোনও শব্দবাজি, ব্যান্ডপার্টির

নামী রেস্তরাঁর মাংসেও ব্যাক্টিরিয়া!

Image
নামী রেস্তরাঁর অন্দরমহলও যে সুরক্ষিত নয়, আরও এক বার তা প্রমাণ হয়ে গেল। বিধাননগর পুরসভা অভিযান চালিয়ে যে সমস্ত সন্দেহজনক খাবারের নমুনা সংগ্রহ করেছিল, তার আটটিতে ক্ষতিকারক ব্যাক্টিরিয়ার সন্ধান মিলেছে। সোমবার এ কথা জানান পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) প্রণয় রায়। ভাগাড়-কাণ্ডের প্রেক্ষিতে পুর এলাকার বিভিন্ন রেস্তরাঁর খাবার যাচাইয়ে অভিযানে নেমেছিল বিধাননগর পুরসভার স্বাস্থ্য বিভাগ। কয়েক দফায় সল্টলেক, রাজারহাট-গোপালপুরের বিভিন্ন রেস্তরাঁ ও ফুড চেনের দোকান থেকে খাবার সংগ্রহ করে সেগুলি পরীক্ষার জন্য কনভেন্ট রোডের 'ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেল্থ ল্যাবরেটরি'-তে পাঠানো হয়েছিল। পুরসভা সূত্রের খবর, টাকার জন্য এত দিন রিপোর্ট হাতে পাওয়া যায়নি। সেই রিপোর্ট হাতে পেতেই চক্ষু চড়কগাছ পুর কর্তাদের! এ দিন প্রণয়বাবু জানান, বিভিন্ন রেস্তরাঁ থেকে ৩৩টি খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে ১৩টির রিপোর্ট পাওয়া গিয়েছে। মেয়র পারিষদ বলেন, ''১৩টি নমুনার রিপোর্টের মধ্যে আটটিতে ব্যাক্টিরিয়ার সন্ধান মিলেছে। এর মধ্যে রান্না করা এবং প্যাকেটবন্দি, দু'রকম মাংসই রয়েছে।'' ওই সমস্ত মাংসে ই-কোলাই,

‘লিয়ো, আজ তুমি দেখিয়ে দাও কে সেরা!’

Image
টানটান: চাপে আর্জেন্টিনা। অনুশীলনে মগ্ন অধিনায়ক মেসি এখনও খাতা খোলার অপেক্ষায়। নাইজিরিয়া আমাদের সামনে একটা সুযোগ তৈরি করে দিয়েছে। সেই সুযোগের সম্পূর্ণ ফায়দা তুলতে হবে। মঙ্গলবারের ম্যাচ আর্জেন্টিনার সিনিয়রদের কাছে অগ্নিপরীক্ষা। তবে আবার পরক্ষণেই বলতে ইচ্ছে করছে যে, এখান থেকে প্রত্যেকটি ম্যাচই তো অগ্নিপরীক্ষা। গ্রুপ পর্বেই তো আমরা জীবন-মরণ খেলায় মেতে উঠেছি। যে-হেতু এ রকম একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে, আমার মনে হয়, সিনিয়রদের উপর আস্থা দেখানোই ভাল। দু'জন অনুজ খেলোয়াড়ের কথা আমি বলব। পাভন আর আরমানি। এই দু'জনকে রেখে বাকি দল গঠনে অভিজ্ঞতাকেই গুরুত্ব দেওয়া উচিত। গোলে যেমন ফ্রাঙ্কো আরমানিকে অবশ্যই খেলানো উচিত। আগের ম্যাচে ও রকম একটা ভুলের পরে কাবালেরোকে নামিয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। ওকে এখন বিশ্রাম দিলেই ভাল। আরমানিই এই মুহূর্তে সেরা বিকল্প। রিভারপ্লেটের হয়ে ও যে রকম খেলে, সেটা যদি দেশের জার্সিতে দেখাতে পারে, তা হলে কিন্তু আরমানি মোটেও খারাপ বিকল্প হবে না। আমি এখনও অবাক হচ্ছি দেখে যে, পাভনকে খুব বেশি সময় খেলানো হয়নি। নাইজিরিয়ার বিরুদ্ধে শুরু থেকে যদি ওকে খেলানো হয়, মনে হয় না ক