Posts

Showing posts from August 18, 2018

২ খুদের মানবিকতা : পিগি ব্যাঙ্ক ভেঙে টাকা পাঠাল বন্যা ত্রাণ তহবিলে

Image
কোচি : পরিস্থিতি উন্নতির কোনও লক্ষণ এখনও দেখা যায়নি। ইতিমধ্যে বন্যা ও ধসে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৩ লাখ লোক ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। কেরালায় এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একাধিক রাজ্য। মুখ্যমন্ত্রী বন্যা ত্রাণ তহবিলে সেই টাকা জমা পড়ছে। রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল দুই খুদে। নিজেদের সঞ্চয়ের পিগি ব্যাঙ্কের টাকা তারা দান করতে চলেছে ত্রাণ তহবিলে। হারুন এবং দিয়া। কোচির বাসিন্দা। আব্বা-আম্মার নাম সিদ্দিকি মাল্লাসেরি ও ফতিমা সিদ্দিকি। একটি পড়ার টেবিল কেনার জন্য গত ২ বছর ধরে পিগি ব্যাঙ্কে টাকা জমাচ্ছিল হারুন ও দিয়া। কেরালায় ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতে আব্বা-আম্মাকে ত্রাণ তহবিলে পোশাক এবং অন্য সামগ্রী দান করতে দেখে। তা দেখে অনুপ্রাণিত দুই খুদে আম্মাকে জিজ্ঞাসা করে, তারাও যদি মুখ্যমন্ত্রী বিপর্যয় ত্রাণ তহবিলে "বেবি ব্যাঙ্কের" টাকা দান করে কেমন হয়। এত ছোটো দুই ছেলে-মেয়ের মুখে এই মানবিকতার কথা শুনে খুশিতে প্রাণ ভরে ওঠে আম্মার। নিজের ফেসবুক পোস্টে সগর্বে সেকথা জানিয়েছেন আম্মা ফতিমা বিবি। টাকার পরিমাণ অবশ্য কম। ২২১০ টাকা।

গাছের গুঁড়িতে 'হেলান দিয়ে বসে' নগ্ন শরীরটা! কাছে যেতেই চমকে উঠল এলাকাবাসী

Image
মৃতদেহের পাশেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে সবুজ রঙের কাঁচের চুড়ির টুকরো, ১০ টাকার নোট, এমনকি একটি আধ খাওয়া আপেলও। গাছের নীচে হেলান দিয়ে বসে ছোট্ট শরীরটা! কিন্তু কোনও সাড়াশব্দ নেই। গলায় ওড়নায় ফাঁস। তারপর তা গাছের গুঁড়ির সঙ্গে পেঁচিয়ে বাঁধা। সাতসকালে এমন দৃশ্য দেখে শিউরে উঠলেন উত্তর দিনাজপুরের রায়পাড়ার মানুষ। দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে নৃশংসভাবে খুনের অভিযোগে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়াল রায়পাড়ায়। পুলিস সুপারের অফিসের ঢিল ছোঁড়া দূরত্বে শনিবার ভোরে উদ্ধার হয় দেহটি। স্থানীয়রা জানিয়েছেন, দ্বিতীয় শ্রেণির ছাত্র দেবুকে শুক্রবার সন্ধ্যায় শেষ এলাকায় দেখা যায়। তারপর থেকেই তার আর কোনও খোঁজ মিলছিল না। বাড়িতে মায়ের সঙ্গেই থাকত দেবু। বাবা পেশায় শ্রমিক। কাজের জন্য বেশ কিছুদিন ধরেই বাইরে রয়েছেন তিনি। ছেলেকে খুঁজে না পেয়ে রাতেই এলাকায় খোঁজ শুরু করেন মা বিমলা দেবী। কিন্তু খোঁজ মেলেনি। প্রসঙ্গত, শুক্রবার রাতেই ছিল মনসা পুজা। এলাকার প্রায় প্রতি ঘরেই পুজো হয়। তাই পুজো দেখতে এলাকারই হয়তো কোনও বাড়িতে রয়ে গেছে ছেলে। স্থানীয়রা এমনই আশ্বাস দেন বিমলা দেবীকে। স্থানীয়দের কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার পরই বাড়ি ফিরে যান

ভাইয়ের বউয়ের সঙ্গে স্বামীর সম্পর্ক, প্রতিবাদ করে মরতে হল স্ত্রীকে

Image
দক্ষিণ ২৪ পরগনা: স্বামীর সঙ্গে দেওরের স্ত্রীর 'সুসম্পর্ক'৷ তা মোটেই ভালোভাবে মেনে নিতে পারেননি পাথরপ্রতিমার এক গৃহবধূ৷ এ নিয়ে সংসারে রোজই ঝামেলা লেগে থাকত৷ অভিযোগ, সেই ঝামেলা থেকে মুক্তি পেতেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে স্বামী৷ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানার বরোদাপুর গ্রামের ঘটনা। নিহতের নাম সরস্বতী জানা (৩৫)। ঘটনায় অভিযুক্ত স্বামী নিশিকান্ত জানা, ভাই বউ সুচিত্রা জানা ও মা গঙ্গা জানাকে গ্রেফতার করেছে পাথরপ্রতিমা থানার পুলিশ। প্রায় এগারো বছর আগে নামখানার নারায়ণপুরের বাসিন্দা সরস্বতী মল্লিকের সঙ্গে নিশিকান্ত জানার বিয়ে হয়। তাদের একটি সাত বছরের ছেলেও রয়েছে। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে নিশিকান্তের সঙ্গে তাঁর ভাইয়ের বউ সুচিত্রার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। যা নিয়ে মাঝেমধ্যেই সংসারে অশান্তি লেগে থাকত। পরিস্থিতি এতটাই আয়ত্তের বাইরে চলে গিয়েছিল যে কিছুদিন আগে সরস্বতী পাথরপ্রতিমা থানায় স্বামীর নামে অভিযোগও জানায়৷ সমস্যা মেটাতে কয়েকবার গ্রামে সালিশিসভাও হয়৷ কিন্তু কিছুতেই সমস্যা মেটেনি। স্থানীয় সূত্রে খবর, বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গ

পিএফ থেকে অগ্রিম টাকা তুলতে ও ট্রান্সফার করতে আবেদন অনলাইনে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক

Image
নয়াদিল্লি : কর্মচারী প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) থেকে অগ্রিম টাকা তুলতে গেলে এবার আর কাগুজে ফর্ম (এফ-৩১) গ্রাহ্য করবে না কেন্দ্রীয় সরকার। নির্দিষ্টভাবে আবেদন করতে হবে একমাত্র অনলাইনেই। একইভাবে ইপিএফ অ্যাকাউন্ট ট্রান্সফারের ক্ষেত্রেও (ফর্ম-১৩) আবেদন জানাতে হবে শুধুমাত্র অনলাইন ব্যবস্থায়। এমনই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। কেন্দ্রের এহেন সিদ্ধান্তের ফলে এই সামাজিক সুরক্ষার অন্তর্ভুক্ত কয়েক কোটি গ্রাহক চরম সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও ইপিএফের পেনশন প্রকল্প 'এমপ্লয়িজ পেনশন স্কিমে'র (ইপিএস) ক্ষেত্রে আগের নিয়মে আপাতত কোনওরকম বদল ঘটানো হচ্ছে না। সেখানে আগের মতোই ইপিএফও'র সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে নির্দিষ্ট ফর্ম (এফ-১০ডি) জমা দিয়েই কাজ চালাতে পারবেন এর আওতাভুক্ত অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা। কেন্দ্রীয় শ্রমমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়িত করার উদ্দেশ্যেই এহেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আপাতত শুধুমাত্র তিনটি ক্ষেত্রে এর প্রয়োগ চালু হলেও আগামীদিনে ইপিএফও

তিনমাসের মধ্যে বেআইনি ই-রিকশা বন্ধের নির্দেশ হাইকোর্টের

Image
কলকাতা : তিনমাসের মধ্যে রাজ্যের সব বেআইনি ই-রিকশা বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ই-রিকশা নিয়ে একটি জনস্বার্থ মামলায় আজ প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কেন নিজেদের তৈরি করা গাইডলাইন নিজেরাই মানছে না রাজ্য ? অবিলম্বে রাজ্যকে নির্দেশিকা তৈরি করতে হবে। গাইডলাইন মেনে না চললে বেআইনি ই রিকশা বন্ধ করে দেওয়া হবে। ই-রিকশার পুরো বিষয়টাই আইনবহির্ভূত। এই মর্মে বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরও সাতজন কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা করেন। মামলাকারীদের আইনজীবী নুরুল ইসলাম খান ও সঞ্জীব দত্ত আজ আদালতে জানান, "রাজ্যজুড়ে যত ই-রিকশা চলে তাদের না আছে রেজিস্ট্রেশন না আছে বিমা। ফলে যদি কোনও দুর্ঘটনা হয়, সেক্ষেত্রে ই-রিকশার মালিকের আইনত কোনও দায় থাকছে না। বেশ কয়েকটি দুর্ঘটনায় এই কারণে মালিকের বিরুদ্ধে কিছুই পদক্ষেপ নেওয়া যায়নি।  মামলাকারীদের আইনজীবী আরও বলেন, আইনত চারজনের বেশি ই-রিকশাতে নেওয়া যায় না। কিন্ত, বেআইনিভাবে চারজনের বেশি সংখ্যক লোক নেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু, দুর্ঘটনার দায় সহজেই এড়িয়ে যেতে পারছে মালিক। কারণ ই-রিকশার রেজিস্ট্রেশন, বিমা কিছুই নেই। রাজ্য সরকার কেন্দ

গ্রাহকদের কার্ড পরিবর্তন করে নিতে বলছে এসবিআই

Image
মুম্বই: ভারতের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক তার অ্যাকাউন্টহোল্ডারদের আর্জি জানিয়েছে, এবার যেন তারা তাদের কাছে থাকা কার্ড পরিবর্তন করে নেয়৷ এসবিআই ট্যুইট করে জানিয়েছে, রিজার্ভ ব্যাংকের নীতি অনুসারে যাদের কাছে ম্যাগস্ট্রাইপ ডেবিট কার্ড রয়েছে তারা যেন চলতি বছরের শেষেই ইএমভি চিপ ডেবিট কার্ডে পরিবর্তন করে নেয়৷ পাশাপাশি ব্যাংকের পক্ষ থেকে জানান হয়েছে, এই প্রক্রিয়া নিরাপদ এবং কোনও চার্জ লাগবে না৷ ২০১৫ সালেই দেশের কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংককে জানিয়েছিল, এবার থেকে চিপ ভিত্তিক এবং পিন সমর্থ ডেবিট এবং ক্রেডিট কার্ড ইস্যু করতে ৷ স্টেট ব্যাংক টুইটে জানিয়েছে এটাই সময় গ্রাহকদের কার্ড পরিবর্তন করার৷ আরবিআই-এর নীতি অনুসারে গ্রাহকদের ম্যাগস্ট্রাইপ ডেবিট কার্ড থেকে ইএমভি চিপ ডেবিট কার্ডে পরিবর্তন করে নিতে হবে ২০১৮ সালের মধ্যে৷ ইএমভি চিপ প্রযুক্তি হল ডেবিট কার্ডের পেমেন্টের জন্য সর্বশেষ মানক যাতে থাকছে মাইক্রোপ্রসেসর চিপ কার্ডহোল্ডারের তথ্য নিরাপদে থাকবে৷ এটি আগের ডেবিট কার্ডে ম্যাগস্ট্রাইপ প্রযুক্তির চেয়ে অনেক নিরাপদ ৷ স্টেট ব্যাংক তার ওয়েবসাইটে জানিয়েছে, যদি অ্যাকাউন্টহোল্ড

রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান প্রয়াত

Image
বার্ন: প্রয়াত হলেন রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন সপ্তম মহাসচিব এবং ঘানার কূটনীতিবিদ কোফি আন্নান৷ শনিবার সকালে সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ জানা গিয়েছে, অসুস্থতার কারণে চিকিৎসা চলছিল তাঁর৷ সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন৷ ১৯৩৮-এর ৮ এপ্রিল কুমাসিতে জন্ম কোফি আত্তা আন্নানের৷ প্রাথমিক পড়াশোনা শেষ করে কুমাসির কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে পড়েন তিনি৷ মিনেসোটার ম্যাকালেস্টার কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তিনি৷ ২০ বছর বয়সে তিনি ফোর্ড ফাউন্ডেশন স্কলারশিপ পান৷ ১৯৬১ ব্যাচেলর ডিগ্রী অর্জন করেন তিনি৷ গ্র্যাজুয়েশনের পর  World Health Organization (WHO)-এ কাজে যোগ দেন তিনি৷ জেনেভাতে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং বাজেট অফিসার হিসেবেও কাজ করেন তিনি৷ ১৯৭৪ সালে রাষ্ট্রসঙ্ঘের এমারজেন্সি ফোর্সে চিফ সিভিলিয়ন পার্সোনেল অফিসার হিসেবে তিনি কায়রোতে যান৷ তবে ঘানা ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রসঙ্ঘে ছাড়েন তিনি৷ পরবর্তীকালে, ১৯৭৬-এ তিনি ফের রাষ্ট্রসঙ্ঘের সঙ্গে যুক্ত হন৷ ১৯৯৬-এ রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব পদের দায়িত্বে আসেন কোপি

প্রকাশিত হল GROUP D পরীক্ষার ফল, জানতে ক্লিক করুন এখানে

Image
গত বছর ২০ মে রাজ্য সরকারি চাকরিতে গ্রুপ ডির শূন্যপদ পূরণের জন্য লিখিত পরীক্ষা হয়। শূন্যপদ ছিল ৬,০০০। আবেদন করেছিলেন মোট ২৪ লক্ষ ৮৭ হাজার জন। সরকারের তরফে জানানো হয়, শেষ পর্যন্ত পরীক্ষায় বসেছেন ১৮ লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী। প্রকাশিত হল গ্রুপ ডি পরীক্ষার ফল। মেধাতালিকায় নাম উঠেছে ৫.৪০০ জনের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। ফল জানা যাচ্ছে www.wbgdrb.in -এ।  গত বছর ২০ মে রাজ্য সরকারি চাকরিতে গ্রুপ ডির শূন্যপদ পূরণের জন্য লিখিত পরীক্ষা হয়। শূন্যপদ ছিল ৬,০০০। আবেদন করেছিলেন মোট ২৪ লক্ষ ৮৭ হাজার জন। সরকারের তরফে জানানো হয়, শেষ পর্যন্ত পরীক্ষায় বসেছেন ১৮ লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী। তার মধ্যে ৫.৪০০ জনের নাম উঠেছে মেধাতালিকায়।  কী করে জানবেন ফল? ফল জানতে প্রথমে ব্রাউজারে লিখুন www.wbgdrb.in . অথবা ক্লিক করুন এখানে।  এর পর একেবারে ডান দিকে 'নিউজ অ্যান্ড ইভেন্টস'-এর নীচে Result of W.B.Gr D Recruitment Examination 2017- তে ক্লিক করুন।  এর পর অ্যাপলিকেশন নম্বর ও জন্মতারিখ লিখে সাবমিট ক্লিক করলেই জানা যাবে ফল। 

মমি রহস্য! ফারাও আমলেরও প্রাচীন মমিকে ঘিরে বিস্মিত গবেষকরা

Image
মমি। ছোট্ট একটা শব্দ। কিন্তু তারই মধ্যে অমোঘ রহস্যের হাতছানি। হাজার হাজার বছর আগেকার পৃথিবীর দিনকাল ভেসে ওঠে চোখের সামনে। সেই সঙ্গে অবধারিত অতিলৌকিক সব আখ্যান। লেখকের কল্পনা হোক বা হলিউডের রুপোলি পর্দা— মমির আবেদন সর্বজনবিদিত। তুতেনখামেনের অভিশপ্ত মমি হোক বা অন্য ফারাওদের মমি— সাধারণ মানুষদের পাশাপাশি গবেষকদেরও কৌতূহলের শেষ নেই। এ নিয়ে নতুন নতুন আবিষ্কারও তাই হয়ে চলেছে। সম্প্রতি এক বহু পুরনো মমিকে ঘিরে নতুন আবিষ্কারের কথা সামনে এল। জানা গেল, ফারাওদের আগেও মমি প্রথা চালু ছিল প্রাচীন মিশরে! চাঞ্চল্যকর এই খবরে স্বাভাবিক ভাবেই উত্তেজিত কৌতূহলী মানুষরা।  আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট 'লাইভসায়েন্স.কম'-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ওই মমিটি পাওয়া গিয়েছিল গত শতাব্দীর একেবারে গোড়ায়। ১৯০১ সাল থেকে ইতালির তুরিন মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে মমিটি। মোটামুটি ভাবে ৩৭০০ থেকে ৩৫০০ খ্রিস্ট পূর্বাব্দের সময়কালের ওই মমিটি সম্পর্কে এতদিন সকলের ধারণা ছিল, ওই মমিটি কৃত্রিম ভাবে সংরক্ষিত হয়নি। কোনও দুর্যোগের পরে মরুভূমিতে প্রাকৃতিক ভাবেই ওই দেহটি সংরক্ষিত হয়ে গিয়েছিল। কিন্তু গবেষকরা এখন জানত

লড়াই শেষ, ফুটন্ত ভাতের হাড়িতে ফেলার ৫ দিনের মাথায় মৃত্যু শিশুর।

Image
জিঘাংসার শিকার দু'বছরের শিশু৷ বাড়ি মালিক-ভাড়াটিয়ার বিবাদে প্রাণ গেল খুদের৷ কয়েকদিন আগেই বিবাদের জেরে দুধের শিশুটিকে ছুড়ে ফেলা হয় ফুটন্ত ভাতের হাঁড়িতে৷ পাঁচদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি৷ হাসপাতাল সূত্রে খবর, ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল শিশুটির দেহ৷ ফলে সংক্রমণ মারাত্মক রূপ নেয়৷ চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও বাঁচানো যায়নি তাকে৷ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনাটি উলটোডাঙার৷ গোরাচাঁদ সাহা লেনে এক বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন রাজকুমারী সাউ৷ বাড়ির মালিকের অভিযোগ, কোনও মাসে ঠিক সময়ে ভাড়া দেন না তিনি৷ উলটে ভাড়া চাইলে রীতিমতো বিরক্ত হন৷ বাড়ির মালিকের সঙ্গে রাজকুমারীর বিবাদের কথা জানেন স্থানীয় বাসিন্দারাও৷ মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো টাকা চাইতে গিয়েছিলেন বাড়িমালিক৷ ফের রাজকুমারী সাউয়ের সঙ্গে তাঁর বচসা শুরু হয়৷ ঘটনার সময়ে  ওই বাড়ি লাগোয়া পাঁচিলের উপর বসে ছিল বাড়িমালিকের বছর দুয়েকের শিশুসন্তান৷ পাঁচিলের পাশে ছিল ফুটন্ত ভাতের হাড়ি৷ বচসা চলাকালীন  রাজকুমারী আচমকাই ওই শিশুটিকে ধা

বারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানির রেস্টুরেন্টে বিধ্বংসী আগুন

Image
বারাকপুরঃ উত্তর ২৪ পরগনার এস এন বানার্জী রোডের প্রসিদ্ধ একটি বিরিয়ানির রেস্টুরেন্টে ভয়াবহ আগুন। শনিবার ভোররাতে হঠাত করেই আগুন লেগে যায় রেস্টুরেন্টটিতে। পথ চলতি নিত্যযাত্রীরা ওই দোকানে আগুন জ্বলতে দেখে দোকান মালিক ও দমকল কর্মীদের খবর দেয় । দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের ২ টি ইঞ্জিন । কিন্তু ততক্ষনে হোটেলের পাশে থাকা একটি জুতোর দোকানে আগুন ছড়িয়ে পড়ে। যদিও যুদ্ধকালীন ততপতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় তারাই ওই রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রনে আনে । তবে পাশে থাকা দোকানটি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে। এসি থেকেই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। ওই বিরিয়ানির রেস্টুরেন্টের ভিতরের আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম পুড়ে যাওয়ায় লক্ষাধিক টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেছে বলে ওই স্থানীয় বাসিন্দাদের দাবি । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

ইমরানের শপথ, ২২ গজের ক্যাপ্টেন এখন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী

Image
সংখ্যাটা সেই ২২। বাইশ গজের আঙিনা কাঁপিয়েছিলেন তিনি। ঘটনাচক্রে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সংখ্যাটাও ২২। ব্যাটে-বলে যে সাফল্য তুলে এনেছিলেন, পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে সেই সাফল্য পাবেন কি? তিনি ইমরান খান। শনিবার দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। এ দিন পাক প্রেসিডেন্ট মামনুন হুসেন শপথবাক্য পাঠ করান ইমরানকে। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধু। এ ছাড়াও রয়েছেন প্রাক্তন পাক-ক্রিকেটার রামিজ রাজা এবং ওয়াসিম আক্রম। বাইশ গজের আঙিনা থেকে বেরিয়ে সরাসরি ঢুকে পড়েছিলেন রাজনীতির আঙিনায়। সালটা ১৯৯৬। তৈরি করলেন নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ক্রিকেটের ময়দানে তাঁর আক্রমণাত্মক ভূমিকা বিশ্বের কারও অজানা নয়। তবে সম্পূর্ণ একটা ভিন্ন আঙিনায় ঢুকেও তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিটা কিন্তু উধাও হয়ে যায়নি। গত ২২ বছর ধরে তিল তিল করে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। ছুটে বেড়িয়েছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যতটা বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্য নিয়ে। টানা বাইশ বছর ধরে নিরলস ও অক্লান্ত পরিশ্রমের

কেরলে আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন প্রধানমন্ত্রীর, ৫০০ কোটি টাকা ত্রাণ ঘোষণা

Image
কেরলে এখনও বৃষ্টি আর বন্যার দাপট অব্যাহত। ফুঁসছে নদী, বাঁধগুলিতে বাড়ছে জল, বাড়ছে মৃতের সংখ্যাও। এখনও অবরুদ্ধ উত্তর আর মধ্য কেরলে অধিকাংশ এলাকাই। গতকাল বিকেলেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অন্তেষ্টি শেষ করে জরুরি ভিত্তিতে কেরলে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু সকাল থেকে টানা বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার ওড়াতে রাজি হয়নি নৌসেনা। তাই উড়ান বাতিল করে নৌসেনা ঘাঁটিতেই শুরু হয় জরুরি বৈঠক। বৈঠকে ছিলেন রাজ্যপাল পি সদাশিবম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ রাজ্য প্রশাসনের আধিকারিকেরা। বৈঠক শেষে আবহাওয়া পরিস্থিতি একটু ভাল হলে আকাশপথে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে বেরোন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরাও। গত একশো বছরে এই পর্যায়ের বিপর্যয় হয়নি বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ক্ষয়ক্ষতির পর্যালোচনা করার পর অন্তর্বতীকালীন ৫০০ কোটি টাকা ত্রান তহবিলে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। ত্রাণ তহবিলে ২

নগ্ন অবস্থায় বিয়ার কিনতে দোকানে ঢুকলেন যুবতী, তারপর ...

Image
পেট্রল পাম্প। যে কোনও শহরেরই অন্যতম ব্যস্ত স্থান। প্রতিদিনই হাজারো মানুষ হাজির হন এখানে। অনেক পেট্রোল পাম্পের মধ্যে স্টেশনারি শপও থাকে। অনেকেই সেখান থেকে কেনাকাটা করেন। তবে আচমকাই যদি কোনও সুস্থ, স্বাভাবিক যুবতীকে নগ্ন অবস্থায় এমনই এক শপে ঢুকে পড়তে দেখেন! থতমত খেয়ে যাবেন নিশ্চয়ই! এমন অভিজ্ঞতা আপনার না হয়ে থাকলেও হয়েছে রাশিয়ার এক পেট্রল স্টেশন পাম্পের দোকানির। রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যান তিনি। আর সেই নগ্ন নারীর কীর্তি ধরা পড়ে যায় দোকানের সিসিটিভি ফুটেজে। গাড়ি থেকে নেমে আচমকাই বিয়ার কিনতে পেট্রল স্টেশনের শপে ঢুকে পড়েন এক যুবতী। তাঁর শরীরে একটি সুতোও ছিল না। শুধু পায়ে ছিল এক জোড়া হাই হিল জুতো। যুবতী লজ্জা না পেলেও দোকানিকে বেশ অস্বস্তিতে দেখায়। তবে এখানেই শেষ নয়। শপে প্রবেশ করার আগে দেখা যায় গাড়িতে মহিলার সঙ্গে দুই যুবকও ছিলেন। নিজেদের মধ্যে কিছু আলোচনার পরই দোকানে ঢোকেন যুবতী। তাঁকে অনুসরণ করে প্রবেশ করেন যুবতীর এক সঙ্গীও। নগ্ন নারীর কাণ্ডকারখানা আবার নিজের মোবাইলে ভিডিও করছিলেন তিনি। পছন্দের বিয়ারটি তুলে নিয়ে কাউন্টারে পৌঁছে যান মহিলা। তারপর টাকা মেটান। ক্যাশিয়ারের তো তখন গলদঘর্

বিউটি পার্লারের আড়ালে মধুচক্রের ব্যবসা!

Image
বেঙ্গালুরুঃ  বিউটি পার্লারের আড়ালে মধুচক্রের ব্যবসা! বড়সড় চক্র ফাঁস। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করল পুলিশ। সাইবার সিটিতে রমরমিয়ে চলছিল সেক্স ব়্যাকেটের কারবার৷ বিউটি পার্লারের মালিক ওরফে ধৃত দুই ব্যক্তিই এই কারবারে যুক্ত ছিল৷ জেনি এবং সিরাজুদ্দিন দুই ব্যক্তিও এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল৷ শুধুমাত্র মধুচক্রই নয়৷ এর পাশাপাশি চলত মানব পাচারের কাজ, এমনটাই অভিযোগ অনেকের৷ অভিযোগ, নানারকম কাজ দেওয়ার লোভ দেখিয়ে এখানে নিয়ে আসা হত যুবতীদের৷ এরপর তাদেরকে বাধ্য করা হত দেহ ব্যবসায় নামতে৷ জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি অভিযান চালায় এখানে৷ এরপরই সেক্স ব়্যাকেটের জাল থেকে নয়জন যুবতীকে উদ্ধার করেছে পুলিশ৷ এই সমস্ত যুবতীদের মধ্যে তিনজন ছিল নাগাল্যান্ড ও থাইল্যান্ডের, একজন ছিল অসমের এবং বেঙ্গালুরু শহরের ছিল একজন৷ সদাশিবনগর পুলিশ স্টেশন এবং পরপান্না আগ্রাহর পুলিশ স্টেশন থেকে অভিযান চালিয়ে শিবাই থাই স্পা এবং লোটাস ক্লাসিক স্পা থেকে গ্রেফতার করা হয়েছে চারজনকে৷ এছাড়াও উদ্ধার হয়েছে নগদ প্রায় ২লক্ষ টাকা এবং ১৪টি মোবাইল ফোন৷

গঙ্গা-সহ একাধিক নদীতে ছড়াবে বাজপেয়ীর নশ্বর দেহের ছাই, মহান আত্মায় কি পূণ্য খুঁজছেন যোগী

Image
এক মহান আত্মা তিনি। ১৬ অগাস্ট থেকে অটল বিহারী বাজপেয়ী নামটা ভারতের রাজনৈতিক ইতিহাসে পাকাপাকিভাবে স্থান করে নিয়েছে। এহেন নেতার ছাই-এ এখন পূণ্য় অর্জনের সন্ধানে নেমেছেন যোগী আদিত্যনাথ। আর তাই নিয়েছেন এক অভিনব উদ্যোগ। যাকে অনেকেই রাজনীতির চমক বলে মনে করছেন। এই নিয়ে অবশ্য বিতর্কও থেমে নেই।  কী করতে চলেছেন যোগী? পঞ্চভুতে বিলিন হওয়া অটল বিহারী বাজপেয়ীর শরীরের অস্থি উত্তর প্রদেশের নদ-নদীতে ছড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। গঙ্গা থেকে শুরু করে তাপ্তি, যমুনা, গোমতি, সিন্ধু, বরুণা-সহ একাধিক নদীতে এই অস্থি ছড়িয়ে দেওয়া হবে। এই জন্য ১৭ অগাস্ট একটি বিজ্ঞপ্তিও জারি করেছে উত্তর প্রদেশ সরকার। মানব সভ্যতার ইতিহাসে নদী হল পবিত্রতার প্রতীক। কথায় আছে নদীর জলে পূর্ণ্য স্নান নিলে সমস্ত পাপ ধুয়ে যায়। তাই আজও অনেকেই আমরা কথার ছলে একে অপরকে নদীতে স্নান করে পাপ ধুয়ে ফেলার পরামর্শ দেই।  ভারতে বসবাসকারীদের কাছে গঙ্গা হল এক পূণ্যতোয়া। এই বিশ্বাসে আজও অধিকাংশ হিন্দু বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে থাকেন। গঙ্গা স্নানকে পূণ্য স্নান বলে মনে করেন। কথিত আছে ২৫০০ সাল আগে গঙ্গা নদীর উৎপত্তি। বৈদিক সাহিত্যে

গ্রিন করিডর তৈরি করে ফের অঙ্গ প্রতিস্থাপন কলকাতায়

Image
এসএসকেএমেই চিকিত্সা চলছিল মল্লিকার। এরপর শুক্রবার ব্রেন ডেথ হয় তাঁর। দিলচাঁদ সিংয়ের সফল হার্ট প্রতিস্থাপনের পর ফের একবার গ্রিন করিডর করে অঙ্গ প্রতিস্থাপনের নজির গড়ল কলকাতা। ফের মরণোত্তর অঙ্গদান শহরে। ব্রেন ডেথ রোগীর দেহাংশে নতুন জীবন পেতে চলেছেন তিন জন। শুক্রবার সকালে ব্রেন ডেথ হয় শিলিগুড়ির ১৫ বছর বয়সী কিশোরী মল্লিকা মজুমদারের। কানে সংক্রমণ নিয়ে এসএসকেএমে ভর্তি হন শিলিগুড়ির মল্লিকা। সেখান থেকে ধীরে ধীরে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে সংক্রমণ। এসএসকেএমেই চিকিত্সা চলছিল মল্লিকার। এরপর শুক্রবার ব্রেন ডেথ হয় তাঁর। এরপর পরিবারের সদস্যদের বোঝানো হয় মল্লিকার অঙ্গ-প্রত্যঙ্গ অন্যের শরীরে প্রতিস্থাপনের মাধ্যমে বেঁচে থাকবে সে। তারপর পরিবারের সম্মতিতে অঙ্গদানের ব্যবস্থা করা হয়। লিভার প্রতিস্থাপনের জন্য হায়দরাবাদ থেকে অজয় রামাকান্ত নায়েককে (গ্রহিতা) নিয়ে আসা হয় অ্যাপোলো হাসপাতালে। রাত সাড়ে বারোটা নাগাদ এসএসকেএম-এ অঙ্গ বের করার প্রক্রিয়া শুরু হয়। ভোর সাড়ে চারটে নাগাদ লিভার রওনা হয় অ্যাপোলোর উদ্দেশে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ চার জন বিশেষজ্ঞ চিকিত্সকের তত্বাবধানে অস্ত্রোপচার শুরু হয়। সকাল আটটা নাগাদ অস্ত্রো

টক-টাইম ক্রেডিট থেকে ফ্রি ইন্টারনেট! বড়সড় সুবিধা airtel-এর

Image
নয়াদিল্লি: কেরালার বন্যার্তদের সাহায্যে এবার ময়দানে নামল এয়ারটেল৷ এই সংস্থার তরফে বিশেষ ফোন কল পরিষেবা চালু করা হল৷ জলবন্দি এলাকায় আটকে পড়া জনগণের জন্য জরুরি ভিত্তিতে বিনামূল্যে ফোন করার সুবিধা দিচ্ছে টেলিকম সংস্থাটি (এয়ারটেল)৷ যেখানে কেরালাবাসীরা পাবেন এক জিবি ডেটা, টক-টাইম ক্রেডিট সহ অন্যান্য সুবিধা৷ তবে, সুবিধাটি পাবেন শুধুমাত্র প্রিপেড গ্রাহকরা৷ এছাড়াও, এয়ারটেল তৈরি করেছে VSAT (ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল)৷ বন্যা প্লাবিত এলাকাগুলির মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ ত্রাণকেন্দ্রে বিমামূল্যে ওয়াই-ফাই ও কলিংদের সুযোগ দেবে এই VSAT৷ ভারতীয় এয়ারটেল স্বয়ংক্রিয়ভাবে প্রিপেড গ্রাহকদের ফোনে ৩০ টাকার টক-টাইম ক্রেডিট করবে৷ এছাড়া, সমস্ত কেরালাবাসীদের বিনামূল্যে ফোনকলের পরিষেবাটির সঙ্গে এক জিবি ডেটার পরিষেবা দেবার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷ পরিষেবাটি বৈধ থাকছে ৭ দিনের জন্য৷ এছাড়াও, টেলিকম সংস্থাটি দিচ্ছে আরও একটি সুযোগ৷ যেখানে ব্রডব্যান্ড ও পোস্টপেড কাস্টমারদের বিল পেমেন্টের তারিখের সময় বাড়ানো হয়েছে৷ ইতিমধ্যেই বেশীরভাগ এলাকা বৈদ্যুতিন পরিষেবার বাইরে চলে গিয়েছে৷ দেখা গিয়েছে, জ

৯০০ ফুড ইন্সপেক্টর নেবে রাজ্য, এলডিসি নিয়োগের ফল শীঘ্রই

Image
কলকাতা: ফুড ইন্সপেক্টর পদে ৯০০ কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। মাধ্যমিক যোগ্যতামানের এই পরীক্ষায় ১০ লক্ষের বেশি পরীক্ষার্থী নিজেদের সরকারি চাকরির ভাগ্য পরখ করতে বসবেন। আয়োজক সংস্থা পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কর্তাদের একাংশ এমন সম্ভাবনার কথাই জানিয়েছেন। তাঁদের দাবি, খাদ্য দপ্তরে সাব-অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইস সার্ভিস, গ্রেড-৩ অধীনে এই নিয়োগ হবে। আগামী ২২ আগস্ট সকাল ১১টা থেকে অনলাইনে পিএসসি'র তরফে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। চলবে আগামী ১৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। সূত্রের দাবি, চলতি বছরের শেষে কিংবা ২০১৯ সালের গোড়ায় লিখিত পরীক্ষার আয়োজন করবে পিএসসি। অন্যদিকে, রাজ্য সরকারি দপ্তরে কেরাণি কিংবা লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) নিয়োগের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ এখন কার্যত সময়ের অপেক্ষা। লিখিত এবং ইন্টারভিউয়ে সফল প্রার্থীদের হঠাৎ করে টাইপিং টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পিএসসি। সেই পর্বও চুকে গিয়েছে। গত সপ্তাহে দৃষ্টিহীনদের টাইপিং টেস্টও সম্পূর্ণ হয়েছে। সূত্রের দাবি, ফল প্রকাশের চূড়ান্ত পর্যায়ের কাজ সারছেন পিএসসি কর্তারা। সবকিছু ঠিক থাকতে চলতি মাসেই সফল

জামাইয়ের সঙ্গে শাশুড়ির সম্পর্ক , সন্দেহে পরিবারকে তালাবন্দি করলো শশুর।

Image
বর্ধমান: জামাইয়ের সঙ্গে শাশুড়ির সম্পর্ক! এই সন্দেহে জামাই-মেয়ে ও তাঁদের পরিবারের সকলকে দিনভর বাড়িতে তালাবন্ধ করে রাখলেন 'সন্দেহবাতিক' শ্বশুর। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমান শহর সংলগ্ন রায়নগর এলাকায়৷ এদিন তালাবন্দি করে রাখা হয়েছিল প্রবল জ্বরে আক্রান্ত শিশুকেও। দিনভর না খেয়ে কাটাতে হয় ওই শিশু ও পরিবারের সকলকেই৷ গোটা বিষয়টি জানাজানি হতেই এদিন চাইল্ড লাইন ও বর্ধমান মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে শিশু ও পরিবারের অন্যান্য সদস্যদের৷ অভিযুক্ত শ্বশুরকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার এমনটা করলে জেলে পাঠানো হবে৷ বর্ধমান চাইল্ড লাইনের জেলা কো-অর্ডিনেটর অভিজিৎ চৌবে জানান, এদিন দুপুর ১২টা থেকে রায়নগর গ্রামের ওই পরিবারটিকে তালাবন্ধ করে রাখেন বৃদ্ধ শ্বশুর। বাড়িতে একটি শিশু ও কয়েকজন নাবালিকাকেও তালাবন্ধ করে রাখা হয়েছে বলে খবর পান তিনি৷ এরপরই তাঁরা বিষয়টি বর্ধমান মহিলা থানায় জানান৷ মহিলা থানার পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় যান অভিজিৎবাবু ও চাইল্ড লাইনের আরও এক কর্মী অর্পিতা অধিকারী৷ তাঁরা খোঁজ নিয়ে শ্বশুরকে ডেকে আনেন৷  তালাবন্দি জামাই-মেয়ের সঙ্গেও কথা বলেন তাঁরা

নাম মাত্র খরচে মহাকাশ ভ্রমণের সুবর্ণ সুযোগ

Image
হাওড়া: গ্রহ তারা চেনার শ্রেষ্ঠ স্থান বিড়লা তারামণ্ডল। এর কোনও বিকল্প নেই। এতদিন এটাই জেনে এসেছে রাজ্যবাসী। বাঙালির তারা 'গোনার' ডেসটিনেশন বদলে যেতে চলেছে হাওড়ার তারামণ্ডলের হাত ধরে। পুজোর আগেই যা খুলে যাবে সাধারণ মানুষের জন্য। তারামণ্ডল মানে ময়দান ও সদনের মাঝের ওই সাদা বাড়ি। এর সিকুয়েল এবার চলেই এল বলে। কোনও টাটা বিড়লা নয়। সৌজন্যে হাওড়া কর্পোরেশন। মেয়র রথীন চক্রবর্তীর চেষ্টায় তৈরি হচ্ছে হাওড়ার তারামণ্ডল। হাওড়ার আর্কাইভ গড়ে চমকের শুরু। তালিকায় নয়া সংযোজন তারামণ্ডল। হাওড়া ময়দানের শরৎ সদন হলের মধ্যেই কাজ চলছে তারামণ্ডল তৈরির। যা শুধু মুক্তির অপেক্ষায়। তবে হাওড়ার তারামণ্ডলের গঠনের সঙ্গে অনেকটাই মিলবে কলকাতার তারামণ্ডলের। আসলে পার্ট টু – ছোঁয়া থাকতেই পারে বলে জানাচ্ছে হাওড়া কর্পোরেশন। এই পরিকল্পনার শুরু হয়েছিল বছর খানেক আগেই। হাওড়ার মেয়র পারিষদ দিব্যেন্দু দে বলেন, "হাওড়ার মানুষকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সেখান থেকেই এই কাজের ভাবনা। মেয়র সায় দিয়েছেন। কাজ হচ্ছে পুরোদমে।" একইসঙ্গে তাঁর দাবি, "এটা বিড়লা তারামণ্ডলের চেয়ে অনেক ভালো হবে।" দিব্যেন্দু দে বলেন , &quo

শনিবার বাজারে গিয়ে কত খসবে পকেট থেকে? জেনে নিন

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি .চন্দ্রমুখী আলু – ২৫ টাকা প্রতিকিলো . জ্যোতি আলু – ১৭ টাকাপ্রতিকিলো .পিঁয়াজ – ৩০ টাকা প্রতিকিলো .আদা – ৬০ টাকা প্রতিকিলো .রসুন – ৭০ টাকা প্রতিকিলো .পটল – ৪০টাকা প্রতিকিলো .ঢ্যাঁড়শ – ৩০টাকা প্রতিকিলো .উচ্ছে – ৪০ টাকা প্রতিকিলো .বেগুন – ৪০ টাকা প্রতিকিলো .টমেটো – ৪০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ১০০ টাকা প্রতিকিলো .কুমড়ো – ২০ টাকা প্রতিকিলো .গাজর – ৪০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ৪০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ১৫০ টাকা টাকা প্রতিকিলো .বরবটি – ২০ টাকা টাকা প্রতিকিলো .সজনে ডাঁটা – ৮০ টাকা টাকা প্রতিকিলো মাছ .গোটারুই –১৬০-২২০ টাকা কিলো .কাটারুই – ২০০-৩০০ টাকা কিলো .গোটাকাতলা – ২৫০-২৮০ টাকা কিলো .কাটাকাতলা –৩৫০-৪০০টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১৬০টাকা কিলো .পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে –৪০০-৫০০ টাকা প্রতি কিলো .ভেটকি -৪০০-৫৫০ টাকা প্রতি কিলো .চিংড়ি – গলদা ৫০০ থেকে ৮০০-এর মধ্যে .বাগদা – ৫০০-১০০০ টাকা প্রতি কিলো মাংস মুরগি কাটা – ১৮০ টাকা প

কেন জানেন বিয়ে করেননি অটল বিহারী বাজপেয়ী?

Image
নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী৷ সমগ্র দেশে শোকের ছায়া৷ দেশ থেকে বিদেশ, অজাতশত্রুকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর বুকে উপস্থিত হয়েছেন অগণিত ব্যক্তিত্ব৷ অটল বিহারী বাজপেয়ীর কথা উঠলে অনেক সময়েই তিনি কেন বিয়ে করেননি সেই প্রসঙ্গও উঠে আসে৷ তাঁকে বহুবার এই প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে৷ উত্তরে তিনি নাকি হেসে জানাতেন, ব্যস্ত থাকার কারণেই আর বিয়ে করা হয়নি৷ যদিও তাঁর ঘনিষ্ঠজনেদের মতে, রাজনৈতিক ক্ষেত্রে মনোনিবেশে ব্রতী হয়েই তিনি বিয়ে করেননি৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের জন্য তিনি আজীবন অবিবাহিত থাকা সিদ্ধান্ত নিয়েছিলেন৷ জানা যায়, প্রাক্তন সাংবাদিক এবং কংগ্রেস নেতা রাজীব শুক্লা এক সাক্ষাৎকারে এই সংক্রান্ত প্রশ্ন তাঁকে করেন৷ জবাবে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, 'এমন এমন ঘটনা ঘটতে থাকে যেগুলোর মধ্যে আমি জড়িয়ে যেতে থাকি আর তার মধ্যেই বিয়ের বয়স চলে যায়৷'এরপর তাঁকে প্রেম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি নিয়ে খোলাখুলি কিছু না বললেও তাঁর কথা থেকে একাকিত্বের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে৷ তিনি জানান, ভিড়ের মধ্যে তিনি একাকিত্ব অনুভব করেন৷ রাজকুমারী কৌলের

জেলার রোগীকে ভর্তি নয়, বলছে ডেঙ্গির নয়া ফরমান

Image
অভিযোগ, ফের নাকি জারি হয়েছে 'ঊর্ধ্বতনের নির্দেশ'! তাই হাসপাতালের বহির্বিভাগে আসা জ্বরে আক্রান্ত রোগীরা ওষুধ পেলেও ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন না। যার জেরে বিপদ বাড়ছে বলেই আশঙ্কা চিকিৎসকদের। গত বছর অধিকাংশ ক্ষেত্রেই ডেঙ্গি রোগীদের হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে দেরি হয়েছিল। যার জেরে রোগ ছড়িয়ে পড়ার পাশাপাশি বেশ কিছু মৃত্যুও ঘটেছিল। প্রশাসনের তরফে রোগীদের প্রেসক্রিপশনে 'ডেঙ্গি' শব্দটা না লিখতে নির্দেশ দেওয়া হয়েছে, এমন অভিযোগও উঠেছিল। এ বার প্রথম থেকেই সতর্ক স্বাস্থ্য দফতর। কর্তারা জানিয়েছিলেন, কেউ ডেঙ্গিতে আক্রান্ত হলে তাঁকে প্রথম থেকেই পর্যবেক্ষণে রাখা হবে। তবে সরকারি চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ডেঙ্গি রোগীদের ভর্তি নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে ইতিমধ্যেই এসে গিয়েছে স্বাস্থ্যকর্তাদের মৌখিক নির্দেশ। এ বছর বর্ষা শুরু হতেই জ্বরের প্রকোপ বে়ড়েছে। জ্বরে আক্রান্ত রোগীরা প্রতিদিনই ভিড় করছেন কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে। শুধু শহর নয়, রোগীরা আসছেন আশপাশের জেলা থেকেও। সূত্রের খবর, জেলা থেকে আসা জ্বরে আক্রান্তদের ভর্তি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি

টেট-বিজ্ঞপ্তি নিয়ে ফের মামলা কিছু প্রার্থীর

Image
স্কুলশিক্ষক নিয়োগের পরীক্ষা টেট নিয়ে আবার আইনি লড়াই! মামলার কেন্দ্রে এ বার উচ্চ প্রাথমিকের টেট। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিজেদের বিজ্ঞপ্তিকেই মান্যতা দিচ্ছে না বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন উচ্চ প্রাথমিক টেট (টিচার এলিজিবিলিটি টেস্ট) উত্তীর্ণ কিছু প্রার্থী। তাঁদের আইনজীবী আশিসকুমার চৌধুরী শুক্রবার জানান, ২০১৫ সালের উচ্চ প্রাথমিক টেটের ফল বেরোয় ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর। উত্তীর্ণ হন তাঁর মক্কেলরা। কিন্তু ওই বছরেই রাজ্য সরকার ফের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, টেট-উত্তীর্ণদের নিয়োগ করা সম্ভব হচ্ছে না। পরে উচ্চ প্রাথমিক টেট হলে ২০১৫ সালের উত্তীর্ণ প্রার্থীরা তাঁদের শিক্ষাগত নথি 'ভেরিফিকেশন' (যাচাই) করানোর ও 'কাউন্সেলিং'-এর সুযোগ পাবেন। প্রার্থীদের আইনজীবী আরও জানান, ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০১৫ সালের টেট-উত্তীর্ণদের ক্ষেত্রে ভেরিফিকেশন বা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বয়স কোনও বাধা হবে না। ২০১৬ সালে আবার উচ্চ প্রাথমিকের টেট নেওয়া হয়। এসএসসি জানায়, নিয়োগ হবে ১৪,০৮৮ শূন্য পদে। ২০১৫ সালের টেট-উত্তীর্ণদের ২৫০ টাকা জমা দিতে হবে ভেরিফিকেশন ও কাউন্সেলিংয়ের জন্য।

ছাত্রীদের ঘরে আটকে ধর্ষণের হুমকি, রণক্ষেত্র গনি কলেজ

Image
পড়ুয়াদের আন্দোলন নিয়ে শুক্রবার যেন রণক্ষেত্র হয়ে উঠল মালদহে গনি খান চৌধুরীর নামে তৈরি ইঞ্জিনিয়ারিং কলেজের (জিকেসিআইইটি) চত্বর। পরে মালদহ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, কলেজের খোদ অ্যাকাডেমিক ডিন সহ সিকিউরিটি ইনচার্জ, শিক্ষক-কর্মীরা মিলে তাঁদের বেধড়ক মারধর করেন। ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেন বলেও অভিযোগ। এমনকি, অভিযোগ, ছাত্রীদের ঘরে বন্ধ করে গণধর্ষণেরও হুমকি দেওয়া হয়েছে। পুরো ঘটনা জানিয়ে পড়ুয়ারা মালদহ থানায় ডিন, সিকিউরিটি ইনচার্জ, শিক্ষক, কর্মী সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। তাঁদের মারধর করে গত ২৩ জুলাই থেকে চলা অবস্থান-বিক্ষোভ আন্দোলন কর্তৃপক্ষ তুলে দেয় বলেও অভিযোগ পড়ুয়াদের। কলেজ কর্তৃপক্ষ অবশ্য পড়ুয়াদের তোলা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের পাল্টা অভিযোগ, পড়ুয়ারাই ডিনকে আলোচনার নাম করে একটি ঘরে ডেকে নিয়ে গিয়ে তাঁকে আটকে রেখেছিলেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করলে পড়ুয়ারাই হামলা চালান। কলেজ কর্তৃপক্ষও জানিয়েছে, তাঁরাও পড়ুয়াদের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ করতে চলেছেন। পুলিশ সুপার অর্ণব ঘোষ জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ দিন

এ বার কি ১৭ পুরসভাতেও প্রশাসক বসাবে রাজ্য সরকার?

Image
চলতি বছরে রাজ্যের ১৭ পুরসভার মেয়াদ শেষ হবে। কিন্তু সেগুলির ভোট কবে হবে, তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে এখনও স্পষ্ট কোনও অবস্থান জানায়নি রাজ্য সরকার। তাতেই চর্চা শুরু হয়েছে, এ ক্ষেত্রেও কি প্রশাসক বসিয়ে মেয়াদ উত্তীর্ণ পুরসভা চালাবে রাজ্য সরকার! উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ১১টি  পুরসভার মেয়াদ শেষ হবে অক্টোবরে। আর নভেম্বরে শেষ হবে গুসকরা পুরসভার মেয়াদ। এই পরিস্থিতিতে রাজ্য সরকার যে গতিতে এগোচ্ছে, তাতে কিছু দিনের জন্য হলেও প্রশাসক বসাতে হবে। তা না-হলে ২০১৩ সালের মতো সেপ্টেম্বরে ভোট করাতে হত। কিন্তু কার্যত তার সম্ভাবনা নেই। তবে হাওড়া-সহ পাঁচটির মেয়াদ ডিসেম্বরে শেষ হবে। এই পরিস্থিতির পিছনে বিরোধীরা অবশ্য সরকার পক্ষের 'রাজনৈতিক উদ্দেশ্য' দেখছে। তাদের মতে, ফল নিয়ে নিশ্চিত হতে না পারায় নির্বাচনের ঝুঁকি নিতে চাইছে না তারা। তৃণমূলের এক শীর্ষনেতা অবশ্য বলেন, ''যে সময় পুরসভাগুলির মেয়াদ শেষ হবে, তখন উৎসবের মরসুম। ভোট করা সম্ভব নয়।'' শাসক শিবিরের মতে, নতুন বছরে লোকসভা ভোটের দিনক্ষণের সঙ্গে সাযুজ্য রাখার কথাও ভাবতে হচ্ছে। ১৭ পুরসভায় ওয়ার্ড সংরক্ষণ এবং ডিলিমিটেশনের বিষয়ে মে মাসে

বাইকের হেলমেট নিয়ে নয়া নির্দেশিকা মোদী সরকারের, জেনে রাখুন না হলে বিপদে পড়বেন

Image
পথ নিরাপত্তা নিয়ে কোমর বেধে নামছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারও বেশ সতর্ক এই বিষয়ে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের হিসেব অনুযায়ী প্রতি বছর গোটা দেশে পথ-দুর্ঘটনার শিকার হচ্ছেন গড়ে প্রায় দেড় লক্ষ মানুষ। দুর্ঘটনা ঘটছে দৈনিক গড়ে ১২১৪টি। এই তালিকায় বেশ উপরের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ। মন্ত্রকের এই রিপোর্টে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। দুর্ঘটনা এবং তাতে প্রাণহানি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টও। ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দিয়েছে তারা। কেন্দ্র ও আদালতের নির্দেশ মেনে পথ-নিরাপত্তা বাড়াতে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে অনেক রাজ্য। তৈরি হয়েছে পথ-নিরাপত্তা আইন। একই উদ্দেশ্যে এ বার নতুন আইন করতে চলেছে পশ্চিমবঙ্গও। রাজ্য প্রশাসনের এক কর্তার আক্ষেপ, ''এক শ্রেণির চালকের বেপরোয়া মনোভাবের জন্য পথ-দুর্ঘটনা কমানো যাচ্ছে না।'' নবান্নের একাংশের মতে, শুধু 'সেফ ড্রাইভ, সেফ লাইফ' প্রচারে চালক ও নাগরিকদের যথেষ্ট সচেতন করা যাচ্ছে না। মাসখানেক আগে নবান্নে এক বৈঠকে রাজ্যের পথ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অবশেষে তাঁরই নির্দেশে নতুন আইন তৈ