গ্রাহকদের কার্ড পরিবর্তন করে নিতে বলছে এসবিআই


মুম্বই: ভারতের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক তার অ্যাকাউন্টহোল্ডারদের আর্জি জানিয়েছে, এবার যেন তারা তাদের কাছে থাকা কার্ড পরিবর্তন করে নেয়৷ এসবিআই ট্যুইট করে জানিয়েছে, রিজার্ভ ব্যাংকের নীতি অনুসারে যাদের কাছে ম্যাগস্ট্রাইপ ডেবিট কার্ড রয়েছে তারা যেন চলতি বছরের শেষেই ইএমভি চিপ ডেবিট কার্ডে পরিবর্তন করে নেয়৷ পাশাপাশি ব্যাংকের পক্ষ থেকে জানান হয়েছে, এই প্রক্রিয়া নিরাপদ এবং কোনও চার্জ লাগবে না৷

২০১৫ সালেই দেশের কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংককে জানিয়েছিল, এবার থেকে চিপ ভিত্তিক এবং পিন সমর্থ ডেবিট এবং ক্রেডিট কার্ড ইস্যু করতে ৷ স্টেট ব্যাংক টুইটে জানিয়েছে এটাই সময় গ্রাহকদের কার্ড পরিবর্তন করার৷ আরবিআই-এর নীতি অনুসারে গ্রাহকদের ম্যাগস্ট্রাইপ ডেবিট কার্ড থেকে ইএমভি চিপ ডেবিট কার্ডে পরিবর্তন করে নিতে হবে ২০১৮ সালের মধ্যে৷

ইএমভি চিপ প্রযুক্তি হল ডেবিট কার্ডের পেমেন্টের জন্য সর্বশেষ মানক যাতে থাকছে মাইক্রোপ্রসেসর চিপ কার্ডহোল্ডারের তথ্য নিরাপদে থাকবে৷ এটি আগের ডেবিট কার্ডে ম্যাগস্ট্রাইপ প্রযুক্তির চেয়ে অনেক নিরাপদ ৷

স্টেট ব্যাংক তার ওয়েবসাইটে জানিয়েছে, যদি অ্যাকাউন্টহোল্ডারদের ম্যাগস্ট্রাইপ ডেবিট কার্ড ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর ব্লক হয়ে গিয়ে থাকে তাহলে যতই অনুরোধ করা হোক না কেন তা চিরতরে ব্লক করা থাকবে৷ এসবিআই জানিয়েছে, বিনামূল্যে ইএমভি চিপ ডেবিট কার্ড দেওয়া হবে৷ এজন্যই ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের আর্জি জানিয়েছে, এই কার্ড পরিবর্তনের জন্য নেট ব্যাংকিং মারফত অথবা একেবারে গ্রাহকের নিজ শাখায় গিয়ে আবেদন জানাতে পারেন৷