Posts

Showing posts from July 2, 2018

নীরব মোদীর নামে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল

Image
ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদীর নামে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। এর ফলে অভিযুক্ত নীরব মোদীর নাগাল পাওয়া খানিকটা হলেও সহজ হবে বলে মনে করা হচ্ছে। ইন্টারপোলের রেড কর্নার নোটিসকে আন্তর্জাতিক ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানার স্বীকৃতি দেওয়া হয়। ইন্টারপোলের সদস্যভূক্ত দেশের সংখ্যা ১৯২। রেড কর্নার নোটিস জারি হওয়ার পর কোনও অভিযুক্তকে সদস্য দেশগুলোর পুলিশ গ্রেফতার করতে পারবে। একা নীরব মোদী নন। রেড কর্নার নোটিস জারি হয়েছে তাঁর ভাই নিশাল এবং সংস্থার কর্তা সুভাষ পরবের নামেও। প্রায় ১৩ হাজার কোটি টাকা পিএনবি জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদী দেশ ছেড়ে পালিয়েছেন এ বছরের জানুয়ারি মাসে। এরপর থেকেই তিনি এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বেড়াচ্ছেন। গত ফেব্রুয়ারি মাসে তাঁর পাসপোর্ট বাতিল করা হলেও নীরব মোদীকে আটকে রাখা যায়নি। জানা গিয়েছে, বাতিল পাসপোর্ট নিয়েও সম্প্রতি তিনি ব্রিটেন থেকে পালিয়েছেন ব্রাসেলসে। কিন্তু নীরবের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করতে এত দেরি হল কেন? সিবিআইয়ের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। যদিও সিবিআইয়ের দাবি, ফেব্রুয়ারি মাসে নীরবের পাসপোর্ট বাতিলের পরেই তারা ইন্টারপোলের দ্বারস্থ হ

নিজের চেম্বারে নার্সকে ধর্ষণের চেষ্টা, বাঁকুড়ায় গ্রেপ্তার নার্সিংহোমের মালিক

Image
বাঁকুড়া: কর্মক্ষেত্রে যৌন হেনস্তার শিকার এক মহিলা৷ নিজের চেম্বারে ডেকে নার্সকে ধর্ষণের চেষ্টার অভিযোগ খোদ নার্সিংহোম মালিকের বিরুদ্ধেই! তাকে ও ওই নার্সিংহোমের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাস্থল বাঁকুড়া৷ ওই নার্সিংহোমের বিরুদ্ধে আগেও বেনিয়মের অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে৷ এমনকী, অভিযুক্ত নার্সিংহোম মালিক নিজেও বালি মাফিয়া বলে দাবি স্থানীয় বাসিন্দাদের৷ নার্সিংহোমের নাম শিবানী সেবানিকেতন৷ বাঁকুড়া শহরের কাডজুরিডাঙার ওই নার্সিংহোমটির বেশ নামডাক৷ কিন্তু নার্সিংহোমের মালিক রাজেশ চট্টোপাধ্যায় ভাল লোক নয়৷ অন্তত তেমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের৷ তাঁদের অভিযোগ, একসময়ে ট্রাক্টর চালাত রাজেশ৷ পরবর্তীকালে চিটফাণ্ড সংস্থা খুলে প্রচুর টাকা কামিয়েছে সে৷ সেই টাকাতেই চলছে নার্সিংহোম৷ রাজেশ বালি মাফিয়াও বটে। নার্সিংহোমের এক নার্সকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে বাঁকুড়া মহিলা থানার পুলিশ৷ গ্রেপ্তার করা হয়েছে নার্সিংহোমের ম্যানেজারকেও৷ গত কয়েক মাস ধরে বাঁকুড়ার শিবানী সেবানিকেতন নার্সিংহোমে নার্সের চাকরি করছেন বছর তেইশের এক যুবতী৷ তাঁর দাবি, নাইট ডিউটির পর, গত ৩ জুন নার্সিংহোমের র

বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ প্রৌঢ়ের

Image
বালুরঘাট: ফুঁসলিয়ে  নিয়ে গিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল বছর ছেচল্লিশের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ  দায়েরের পর সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে দোষীর কঠোর শাস্তির  দাবি জানিয়েছেন অভিযোগকারীর পরিবার। জানা গিয়েছে, বালুরঘাট শহরের শান্তিময় ঘোষ  কলোনিতে থাকে ওই ছাত্রী। একাদশ শ্রেণিতে পড়ে সে। ঘটনাটি ঘটে রবিবার সকালে। টিউশন সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। সেই সময় খিদিরপুরের বাসিন্দা  স্বপন পাটোয়ারি  নামে এক ব্যক্তি  তাকে দাঁড় করায়। উভয়েই উভয়ের পূর্ব পরিচিত। তাই সাইকেল থামাতে দ্বিধা করেনি একাদশ শ্রেণির ওই ছাত্রী। এরপর ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে মেয়েটিকে চিংগিশপুর এলাকায় নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ, সেখানে এক বন্ধুর বাড়িতে মেয়েটিকে নিয়ে যায় সে। পরে অভিযুক্ত সেখানেই তাকে  ধর্ষণ  করে বলে  অভিযোগ। বাড়ি ফিরে  মেয়েটি ঘটনার কথা পরিবারকে জানায়। ঘটনাটি জানার পর সময় নষ্ট করেননি পরিবারের সদস্যরা। ওই রাতেই তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। বালুরঘাট থানায় স্বপন পাটোয়ারির বিরুদ্ধে লিখিত অভিযোগ  দায়ের করা হয়। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তের খোঁজে চলে তল্লাশ

'যোনিতে কাঠ ঢোকানোটা রেপ নয়', ধর্ষিতাকে বোঝাচ্ছেন পুলিশের শীর্ষ কর্তা!

Image
চলন্ত SUV-তে গণধর্ষিতা হয়েছিলেন গত মার্চ মাসে। এখন সেই ২২ বছরের যুবতীকে FIR বদলানোর জন্য হুমকি দিচ্ছেন পুলিশেরই এক শীর্ষ কর্তা। এমনই অভিযোগ উঠল আমেদাবাদ পুলিশের বিরুদ্ধে।  নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে ধর্ষিতার অভিযোগ, তাঁকে হুমকি দিচ্ছেন যুগ্ম কমিশনার জেকে ভাট। তিনি এই মামলাকে প্রতারণার মামলা করে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। মেয়েটির দাবি, 'পুলিশ আমায় বারবার ডেকে পাঠাচ্ছে। FIR বদলানোর জন্য আমায় হুমকি দিয়ে জোরাজুরি করছেন যুগ্ম কমিশনার জেকে ভাট। তাঁর বক্তব্য আমি মিথ্যে বলছি। তাই আমায় FIR বদলে প্রতারণার অভিযোগ দায়ের করতে চাপ দিচ্ছেন তিনি। তিনি আমার সঙ্গে এমন আচরণ করছেন, যেন আমিই অপরাধী।' তাঁকে ওই পুলিশ অফিসার কুত্‍‌সিত কথাও বলছেন বলে অভিযোগ করেছেন ধর্ষিতা। তাঁর কথায়, 'তিনি বলছেন, মূল অভিযুক্ত কখনওই এই কাজ করতে পারে না। তাঁর হয়ে পক্ষপাতিত্ব করছে পুলিশ। কাঠের মতো যে বস্তুটি আমার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাকে ধর্ষণ বলা যায় না। তিনি আমায় বলেন, ধর্ষণ কীভাবে হয় তা তুমি জানো না।' যদিও এই অভিযোগ খারিজ করে সাংবাদিক সম্মেলন করে আমেদাবাদের পুলিশ কমিশনার একে সিং জানান, 'পুলিশ

'হয় চিকিৎসা করো, নয় মেরে ফেলো', কঁকিয়ে উঠছে ৭ বছরের ধর্ষিতা

Image
মাঝেমধ্যেই তীব্র যন্ত্রণায় কঁকিয়ে উঠছে একরত্তিটি। মাকে এক মুহূর্ত কাছছাড়া করতে চাইছে না। শুধু একটাই কথা বলে চলেছে, ''হয় আমার চিকিৎসা করো, না হলে আমাকে মেরেই ফেলো।'' এত দিন রীতিমতো যমে-মানুষে টানাটানি চলার পরে চিকিৎসকেরা জানিয়েছেন, মন্দসৌরে ধর্ষিতা সাত বছরের ওই শিশুকন্যা বিপন্মুক্ত। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তার। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তার জন্য বাইরের চিকিৎসকদের ডাকা হয়েছে। তাঁদের বক্তব্য, শিশুটিকে এখন আধশক্ত খাবার দেওয়া হচ্ছে। অল্পস্বল্প কথাও বলতে পারছে সে। তবে অন্য আশঙ্কা করছে পুলিশ। সন্দেহ, ধর্ষকদের থেকে এইচআইভি জীবাণু শিশুটির শরীরে এসে থাকতে পারে। ওই দুই অভিযুক্তের এইচআইভি পরীক্ষা করানো হবে। অভিযোগ, গত মঙ্গলবার মিষ্টির লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করে বছর কুড়ির ইরফান ও তার সঙ্গীরা। এর পর ধর্ষণ করে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির গলা কেটে খুন করার চেষ্টা করে তারা। পরের দিন ক্ষতবিক্ষত অবস্থায় শিশুটিকে পাওয়া যায় স্কুল থেকে ৭০০ মিটার দূরের একটি ঝোপে। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার পথে নামেন মন্দসৌরের কয়েক হাজার বাসিন্দা। তার পরেই অভিযুক্তদের

পর্ণশ্রীতে ছুরি দেখিয়ে, মুখে বালিশ চাপা দিয়ে ধর্ষণের চেষ্টা

Image
ঘরে ঢুকে ২২ বছরের তরুণীকে ধর্ষণের চেষ্টা। পর্ণশ্রী থানা এলাকার বঙ্কিম পল্লিতে। বাধা দিলে তরুণীকে ছুরি দেখিয়ে হুমকি, তার পর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধের চেষ্টা। প্রতিবেশীদের তৎপরতায় পাকড়াও হয় অভিযুক্ত যুবক। বাইশ বছরের এই তরুণী বাবা-মায়ের মৃত্যুর পর একাই থাকেন। তাঁর অভিযোগ, রবিবার গভীর রাতে পাড়ারই এক যুবক তাঁর ওপর ঘুমের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। ওই যুবকের বাড়ি তরুণীর বাড়ির পাশেই। তরুণীর দাবি, কোনও এক ফাঁকে ওই যুবক তাঁর অজান্তে ঢুকে বসেছিল তরুণীর বাড়িতে। তার পর রাত গভীর হতেই তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়ে। ওই তরুণীর অভিযোগ, অন্ধকারের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত ছুরি দেখিয়ে ভয় দেখানো শুরু করে। কিন্তু তাতে ওই তরুণী ভয় না পেয়ে চেঁচিয়ে প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করেন। অভিযোগ, তরুণীর মুখ বন্ধ করতে অভিযুক্ত বিনয় মল্লিক তরুণীর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে। ধস্তাধস্তির মাঝেই কোনও ভাবে বিনয়ের হাত থেকে সামান্য রেহাই পেয়ে ফের চেঁচিয়ে ওঠেন ওই তরুণী। আর তাতেই ঘুম ভাঙে প্রতিবেশীদের। তাঁরা তখন গোটা বাড়ি ঘিরে ফেলে তরুণীকে উদ্ধার করেন। পাকড়াও করেন অভিযুক্ত বি

মন্দসৌরের নির্যাতিতা নাবালিকার শরীরে ঢুকে থাকতে পারে HIV

Image
ভোপাল: আট বছরের নির্যাতিতার শরীরে হয়ত ঢুকিয়ে দেওয়া হয়েছে এইচআইভি ভাইরাস। মন্দসৌরের ঘটনায় এমনটাই আশঙ্কা করছে পুলিশ। তাই দ্রুত অভিযুক্তদের এইচআইভি টেস্ট করানো হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই গণধর্ষণের ঘটনায় তৈরি করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি। অন্যদিকে, মন্দসৌরে ধর্ষিতা আট বছরের ওই শিশুকন্যা ক্রমশ বিপন্মুক্ত হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। গত প্রায় এক সপ্তাহ ধরে শুধুই কাতরাচ্ছে সেই মেয়ে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তার। তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তার জন্য বাইরের চিকিৎসকদের ডাকা হয়েছে। তাঁদের বক্তব্য, শিশুটিকে এখন আধশক্ত খাবার দেওয়া হচ্ছে। অল্পস্বল্প কথাও বলতে পারছে সে। অভিযোগ, গত মঙ্গলবার মিষ্টির লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করে বছর কুড়ির ইরফান ও তার সঙ্গীরা। এর পর ধর্ষণ করে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির গলা কেটে খুন করার চেষ্টা করে তারা। পরের দিন ক্ষতবিক্ষত অবস্থায় শিশুটিকে পাওয়া যায় স্কুল থেকে ৭০০ মিটার দূরের একটি ঝোপে। দিল্লির '‌নির্ভয়া'কাণ্ডের মতোই‌ সাধারণ মানুষ ধর্ষকের কঠোর শাস্তির দাবি জানাতে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। নির্যাতিতা

৪৭১ ভারতীয় বন্দির তালিকা পেশ করল পাকিস্তান

Image
ইসলামাবাদ: বন্দি মুক্তির প্রস্তুতি দুই দেশের৷ ইতিমধ্যেই ভারতকে ৪৭১ জনের তালিকা পাঠিয়েছে পাকিস্তান৷ পাকিস্তানের জেলে থাকা ৪৭১ ভারতীয় মুক্তির পথে ৷রবিবার দিল্লিকে সেই ৪৭১ ভারতীয়র তালিকা তুলে দিল ইসলামাবাদ৷ কয়েকদিনের মধ্যে পাকিস্তানি বন্দিদের মুক্তি দেওয়ার কখা পাক হাই কমিশনারকে জানিয়েছে ভারত৷ পাকিস্তান বিদেশ দফতর জানাচ্ছে, মুক্ত ভারতীয়দের মধ্যে বেশিরভাগই মৎস্যজীবী ৷ এর আগেই গুজরাতের ২ মৎস্যজীবীর মুক্তির কথা জানায় পাকিস্তান৷ মুক্ত ভারতীয়দের মধ্যে ২ মৎস্যজীবী আছে বলে পাকিস্তানের তরফে জানানো হয়েছএ৷ গত কয়েক বছরে মোট ৪১৮ মৎস্যজীবীল সহ অনুপ্রবেশকারী সন্দেহে ৫৩ ভারতীয়কে বন্দি করে পাকিস্তান৷ এদের প্রত্যেকেই মুক্ত৷ তালিকা পাঠিয়ে বন্দি মুক্তির কথা আনুষ্ঠানিক ভাবে জানাল পাকিস্তান৷ ২০০৮ সালের ২১ মে দুই দেশের মধ্যে বন্দি প্রত্যার্পন চুক্তি স্বাক্ষরিত হয়৷ চুক্তি অনুসারে প্রত্যেক বছর ১ জানুয়ারী ও ১ জুলাই ভারত-পাকিস্তান বন্দি মুক্তির পথে যাবে৷ যেখানে পাকিস্তান ভারতীয় বন্দিদের, ভারত পাক বন্দিদের মুক্ত করবে৷ সেই নিয়ম মেনে বন্দি মুক্ত করল পাকিস্তান৷ খুব তাড়াতাড়ি পাক বন্দিদের তালিকা পাকিস্

ভারতীয় অর্থনীতির উন্নতি হচ্ছে, বলছেন রাষ্ট্রপতি

Image
নয়াদিল্লি: ভারতীয় অর্থনীতির উন্নতি হচ্ছে বলে জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর আশা, ২০২৫-এর মধ্যে ভারতের জিডিপি-র বৃদ্ধি দ্বিগুণ হয়ে পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলার ছুঁয়ে ফেলবে। আজ চার্ডার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠনের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। চার্টার্ড অ্যাকান্ট্যান্টদের ভূমিকা সম্পর্কে তিনি বলেছেন, শুধু সরকারকে রাজস্ব পাইয়ে দেওয়া বা ন্যায্য করব্যবস্থা বজায় রাখাই তাঁদের কাজ নয়। তাঁরা জনগণের আস্থার উপর নজর রাখেন। তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পি পি চৌধুরীও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। তিনি দাবি করেছেন, কালো টাকার বিরুদ্ধে সরকারের লড়াই অব্যাহত। ২.২৫ লক্ষ সন্দেহজনক ভুয়ো সংস্থাকে চিহ্নিত করা হয়েছে। এই সংস্থাগুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিন বিশ্বে জানেন কত কোটি ব্যারল তেলের প্রয়োজন হয়?

Image
রিয়াধঃ  সৌদি আরব এখন যে পরিমাণ তেল উৎপাদন করে দরকার হলে তা আরও বাড়ানো হবে। এমনটাই জানিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুলআজিজ। প্রতিদিন অতিরিক্ত ২০ লাখ ব্যারেল তেল উৎপাদনের ক্ষমতা সৌদি আরবের আছে বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট তেলের উৎপাদন আরও বাড়ানোর জন্যে জানিয়ে সৌদিকে। আর সেই নির্দেশ পাওয়া মাত্র তেল উৎপাদন বাড়ানোর কথা জানিয়েছে আব্দুলআজিজ। তেল রপ্তানিকারক দেশের জোট ওপেকের প্রভাবশালী সদস্য সৌদি আরব চলতি মাস থেকেই তেলের উৎপাদন দিনপ্রতি ২ লাখ ব্যারেল বাড়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। আর এই সপ্তাহের শুরু থেকেই তা করা হবে বলে আগেই জানানো হয়েছিল। তবে রাশিয়াসহ বেশ কয়েকটি শীর্ষ তেল উৎপাদক দেশ ওপেকের সদস্য নয়। ওপেক ও নন-ওপেক দেশগুলোর ২২ জুনের এক বৈঠকে তেলের উৎপাদন দিনপ্রতি ৭ লাখ থেকে ১০ লাখ ব্যারেল বাড়ানোর ব্যাপারে সমঝোতা হয়েছিল বলে জানিয়েছে রয়টার্স। সৌদি আরব তেল উৎপাদন বাড়ানোর প্রস্তুতি দিলেও দিনপ্রতি ২০ লাখ ব্যারেল উৎপাদনের প্রতিশ্রুতি তেলের বাজারের বিদ্যমান প্রত্যাশার চেয়েও অনেকগুণ বেশি হবে বলে মনে করেন পর্যবেক্ষকরা। হোয়াইট হাউসের বিবৃতির আগেই শনিবার এক টুইটে ট্রাম্প বলেছিল

স্নান করতে গিয়ে ছেলেকে কোপাল মা, নৃশংসতায় স্তম্ভিত পরিবার

Image
ঘটনার তদন্ত শুরু করেছে পঞ্জাব পুলিশ। তবে ওই মহিলার এমন বীভৎস কাণ্ডে হতভম্ব হয়ে গিয়েছেন পরিবারের বাকি সদস্যেরা। প্রতিদিনের মতোই ছেলেকে স্নান করাতে নিয়ে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ পরেই প্রবল আর্তনাদে হতচকিত হয়ে পরিবারের সকলে সেখানে গিয়ে উদ্ধার করল বছর আটের শিশু রক্তাক্ত দেহ। নিজের ছেলেকেই ছুরি দিয়ে মেরে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। রবিবার রাতে পঞ্জাবের চন্ডীগড়ে ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই মহিলা রাতের বেলায় নিজের ৬ বছরের ছেলেকে স্নান করাতে নিয়ে যান। সেখানেই ছুরি দিয়ে একের পর এক কোপ মারতে থাকেন নিজের ছেলেকে। পরে শিশুটির চিৎকার শুনে পরিবারের বাকি সদস্যরা দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করে, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানা যাচ্ছে। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কী কারণে ওই মহিলা নিজের ছেলের উপরেই এমন নৃশংস হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। ওই মহিলার কোনও মানসিক বিকৃতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পঞ্জাব পুলিশ। তবে ওই মহিলার এমন বীভৎস কাণ্ডে হতভম্ব হয়ে গিয়েছেন পরিবারের বাকি সদস্

এবার ওয়েটিং রুমে বসতে গেলেও কাটতে হবে ১০ টাকার টিকিট

Image
ওয়েটিং রুমে হাত-পা ছড়িয়ে বসতে গেলেও এবার কাটতে হবে টিকিট! তবে সঙ্গে দূরপাল্লার ট্রেনের টিকিটও থাকা চাই। প্ল্যাটফর্ম টিকিটের পর ভারতীয় রেলের নবতম সংযোজন এই ওয়েটিং রুম টিকিট। যার মূল্য ১০ টাকা। নয়া ব্যবস্থায় যাত্রী-স্বাচ্ছন্দ্যের পাশাপাশি রেলের লক্ষ্য লক্ষ্মীর ঝাঁপি যেনতেন প্রকারেণ ভরিয়ে তোলা৷ ইচ্ছা হলেই বিনা পয়সায় আর রেলের যাত্রী বিশ্রামাগারে গিয়ে বসে থাকা যাবে না। ১০ টাকার টিকিট কেটে ঢুকতে হবে সেখানে। অন্তত আগামী দিনে তেমনই পরিকল্পনা রেলমন্ত্রকের। দিনকয়েক হল পরীক্ষামূলকভাবে নিউ দিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনে এই ব্যবস্থা চালু হয়েছে। সেখানে যাত্রীদের মধ্যে বিষয়টির প্রতিক্রিয়া দেখে তবেই অন্যান্য স্টেশনে তা চালুর পরিকল্পনা রয়েছে। আগামী দিনে হাওড়া-শিয়ালদহ সহ অন্যান্য জায়গাতেও এই ব্যবস্থা চালু হতে চলেছে। রেলসূত্রে খবর, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পুরনো ওয়েটিং রুমের ভোল সম্পূর্ণভাবেই বদলে ফেলা হচ্ছে। ওয়েটিং রুমে লাগছে আধুনিকতার ছোঁয়া। থাকছে এসি, টিভি, আধুনিক গদিওয়ালা চেয়ারও। যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় সেই মতো করেই সাজানো হচ্ছে এই বিশ্রামাগার। ওয়েটিং রুমের পাশেই থা

‘বাহুবলী’র রেকর্ড ভাঙল ‘সঞ্জু’র বক্স অফিস কালেকশন, ৩ দিনে ১২০ কোটি আয়

Image
মুম্বই: 'বাহুবলী'র সমস্ত রেকর্ড ভেঙে দিল রণবীর কপূর অভিনীত এবং রাজকুমার হিরানি পরিচালিত 'সঞ্জু'। তিন দিনে বক্স অফিস থেকে ১২০ কোটি আয় হয়েছে 'সঞ্জু'র। এমনকি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সমস্ত ছবির মধ্যে উইকএন্ডে এখনও পর্যন্ত 'সঞ্জু'-র বক্স অফিস কালেকশন সবচেয়ে বেশি। তথ্য বলছে মুক্তি পাওয়ার পর প্রথম উইকএন্ডে দীপিকা পাড়ুকোনের 'পদ্মাবত' বা সলমন খানের 'রেস-থ্রি'র যা আয় ছিল, সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে হিরানির 'সঞ্জু'। 'বাহুবলী ২', যা একদিনে ৪৬.৫ কোটি আয় করেছিল, সেই রেকর্ডও ভেঙে দিয়েছে রণবীরের 'সঞ্জু'। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে বলেছেন, মুক্তির পর প্রথম রবিবারে ৪৬.৭১ কোটি বক্স অফিস কালেকশন 'সঞ্জু'র। শুক্রবারের কালেকশন ছিল ৩৪.৭৫ কোটি, শনিবার ৩৮.৬০ কোটি। শুক্র, শনি, রবি মিলিয়ে 'সঞ্জু' মোট ব্যবসা করেছে ১২০.০৬ কোটি টাকা। শুধু বক্স অফিস কালেকশনের নিরিখেই নয়, রণবীরের কেরিয়ারেরও সেরা মুক্তিপ্রাপ্ত ছবি এটি। এই ছবিতে নিজের পারফর্ম্যান্সের জন্যে বলিউডের বিভিন্ন তারকার থেকে উচ্ছসিত প্রশংসাও পাচ্ছেন রণবীর। তার মধ্যে

ছাদ থেকে পরপর ঝুলছে ১০টি দেহ

Image
ঘরের ছাদ থেকে ঝুলছে একের পর এক মৃতদেহ। এক, দুই.....সব মিলিয়ে মোট ১০ জনের দেহ। চোখ আর মুখ বাঁধা। বাঁধা হাতও। বাড়ির সবচেয়ে বয়স্ক মহিলার দেহ পড়ে অন্য একটি ঘরে। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। নয়াদিল্লির বুরারি এলাকার এই ঘটনায় আজ চাঞ্চল্য দেখা দিয়েছে। একই পরিবারের ১১ জনের মৃত্যুর এই ঘটনায় খুনের মামলা করেছে পুলিশ। তবে ঘটনার সব দিক এখনও তদন্তকারীদের কাছেও স্পষ্ট নয়। ওই পরিবারের সদস্যেরা অতিপ্রাকৃতে (অকাল্ট) বিশ্বাস করতেন বলে মনে করছেন তাঁরা। বুরারি এলাকার সন্ত নগরের ২৪ নম্বর সড়কের দোতলা বাড়িটিতে গত ২০ বছর ধরে বাস ভাটিয়া পরিবারের। দুই ছেলে ভবনেশ (৫০) ও ললিত (৪৫), দুই পুত্রবধূ সবিতা (৪৮) ও টিনা (৪২) এবং পাঁচ নাতি-নাতনিকে নিয়ে থাকতেন বছর সাতাত্তরের গৃহকর্ত্রী নারায়ণ দেবী। নাতি নাতনিরা হলেন প্রিয়ঙ্কা (৩৩), নীতু (২৫), মোনু (২৩), ধ্রুব (১৫) এবং শিবম (১৫)। বাড়ির নীচেই একটি মুদির দোকান ছিল ভবনেশের। ললিতও বাড়ি থেকেই কাঠের ব্যবসা করতেন। শনিবার রাত পৌনে বারোটা নাগাদ মুদির দোকানটি বন্ধ হয় বলে জানান স্থানীয়েরা। এমনিতে রোজ সকাল ছ'টার মধ্যে দোকানটি খুলে যায়। তবে আজ সাড়ে সাতটা বেজে গেলেও দোকা

ভারতীয় ছাত্রের তৈরি বিশ্বের সবথেকে হালকা স্যাটেলাইট ওড়াবে NASA

Image
চেন্নাই: বিশ্বের সবথেকে হালকা স্যাটেলাইট বানিয়ে নজির গড়লেন চার ভারতীয় ছাত্র। তাদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর জন্য বেছে নিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। একটা আমন্ডের থেকেও হালকা সেই স্যাটেলাইট। চারজনই চেন্নাইয়ের 'হিন্দুস্তান ইন্সটিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস'-এর ছাত্র। প্রথম বর্ষের ছাত্র হরিকৃষ্ণনের নেতৃত্বেই সম্পূর্ণ হয়েছে এই পুরো প্রজেক্ট। ওই ছাত্র বলেন, 'আমরা বরাবরই একটা রকেট বানাতে চেয়েছিলাম। কিন্তু সেটা খুবই খরচ সাপেক্ষ। তাই প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল। তখনই আমরা স্পেস কম্পিটিশনে কিউবের বিষয়ে জানতে পারি। এরপরই স্যাটেলাইট বানাতে শুরু করি।' ওই ছাত্রদের তৈরি স্যাটেলাইটের ওজন ৩৩.৩৯ গ্রাম। এটাই বিশ্বের সবথেকে হালকা স্যাটেলাইট বলে চিহ্নিত হয়েছে। হরিকৃষ্ণনের কথা অনুযায়ী, এই স্যাটেলাইটের তিনটি কাজ রয়েছে।প্রাথমিকভাবে এটি তাপমাত্রা, আর্দ্রতা পরিমাপ করতে পারবে, উচ্চতা মাপতে পারবে। দ্বিতীয়ত, বেলুনের মধ্যে করে স্যাটেলাইটটি পাঠানোর সময় বেলুনের ওড়ার পথ অর্থাৎ কোথা দিয়ে যাচ্ছে সেটা চিহ্নিত করতে পারবে। এছাড়া মাইক্রো গ্র্যাভিটিতে কি পরিবর্তন হয়, সেটা বোঝা যাবে কারণ,

প্রযুক্তি বলছে, বিশ্বকাপে শুধু হেঁটেছেন মেসি

Image
নব্বই মিনিটের ম্যাচে মেসি আজ পর্যন্ত সাত কিলোমিটারের বেশি ছোটেননি। আর্জেন্টিনা দলের সহজ পরিকল্পনা ছিল। বল পেলেই মেসিকে দিতে হবে। কোচ জর্জে সাম্পাউলি সে কথা স্বীকার করেছেন। বলেছেন, তাঁর দলের প্রত্যেকে মেসিকে বল সরবরাহ করার যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু শেষমেশ তাঁদের এই সহজ পরিকল্পনা কাজে লাগেনি। এই নিয়ে চার নম্বর বিশ্বকাপে নেমেছিলেন মেসি। রাশিয়ায় দলের জন্য সর্বসাকুল্যে তাঁর অবদান একটা গোল, দুটো গোলে সহায়তা, গোলে ছ'টা শট। পাসিংয়ে মেসির সাফল্যের অঙ্কটা ৯০ শতাংশেরও কম। এর বাইরে আইসল্যান্ডের বিরুদ্ধে একটা পেনাল্টি মিস রয়েছে আর্জেন্টাইন তারকার। দেখেই বোঝা যাচ্ছে, রাশিয়া বিশ্বকাপে কিন্তু মেসি ম্যাজিক তেমন একটা ছিল না। শারীরিক সক্ষমতার দিক থেকে কখনওই মেসি একশোয় একশোর দাবিদার নন। রেকর্ড বলছে, নব্বই মিনিটের ম্যাচে মেসি আজ পর্যন্ত সাত কিলোমিটারের বেশি ছোটেননি। বিশ্বকাপের কোনও ম্যাচেও এই পরিসংখ্যানের তেমন অন্যথা হয়নি। একমাত্র নাইজেরিয়ার বিরুদ্ধে ৮৫০০ মিটার দৌড়েছিলেন তিনি। প্রযুক্তি বলছে, একমাত্র নিজের দলের ফুটবলারদের কাছে বলের দখল থাকলে মেসি অল্প-বিস্তর দৌড়েছেন। না হলে বলসমেত আক্র

জালালাবাদে প্রবল বিস্ফোরণ! ১০ শিখ-সহ মৃত কমপক্ষে ১৯

Image
আফগানিস্তানের জালালাবাদে প্রবল বিস্ফোরণ। কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। সেখানকার প্রাদেশিক সরকারের তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে বেশিরভাগই শিখ সম্প্রদায়ের। প্রেসিডেন্ট আসরাফ ঘনি জালালাবাদে একটি হাসপাতাল উদ্বোধন করার কয়েক ঘণ্টা পরেই এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। বিস্ফোরণে শহরের মুখাবেরাট স্কোয়ারের আশপাশে বাড়ি ও দোকানের ক্ষতি হয়। এমনটাই জানিয়েছেন সরকারি মুখপত্র আতাউল্লা খোগায়নি। নানগারহারের পুলিশ প্রধান গোলাম সানায়ি তানেকজাই জানিয়েছেন, প্রেসিডেন্টের অনুষ্ঠানে যাওয়া শিখ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে। মৃতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিখ সম্প্রদায়ের বলে জানা গিয়েছে। আফগানিস্তান মুসলিম প্রধান হলেও, অল্পসংখ্যক হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষ রয়েছেন সেখানে। নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপত্র ইমানুল্লা মিয়াখেল জানিয়েছেন, বিস্ফোরণে ১৯ জনের মৃত্যু হয়েছে। ২০ জন আহত হয়েছে। যাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আফগান পার্লামেন্টে শিখ ও হিন্দুদের প্রতিনিধিত্বকারী অবতার সিং খালসাও এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। ৫২ বছর বয়সী অবতার স

বয়ঃসন্ধিকালে মদ্যপান কমাতে পারে মস্তিস্কের কর্মক্ষমতা, বলছে গবেষণা

Image
কলকাতা:  বয়ঃসন্ধিকালে মাত্রারিক্ত মদ্যপান নষ্ট করে দিতে পারে মস্তিস্কের চিন্তাশক্তি । একই সঙ্গে ব্যাহত হতে পারে হজমক্ষমতা । সম্প্রতি ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এই তথ্যই জানা গিয়েছে  । এই গবেষণায় দেখা গিয়েছে যে অতিরিক্ত মদ্যপানের ফলে দেহের হজমক্ষমতায় পরিবর্তন আসে যা একই সঙ্গে মস্তিস্কের ধূসর পদার্থকে কমিয়ে দেয় । এছাড়াও পেশী নিয়ন্ত্রণ ক্ষমতা, সংবেদনশীলতা ও আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা কমে যাওয়ার মত সমস্যারও সৃষ্টি করে । বিশেষতঃ কিশোরীদের ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবনতা অনেক বেশি । ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের নুরা হেইকিনেন জানান, ঐ গবেষণায়  জানা গিয়েছে  গ্রহণযোগ্য মাত্রায় মদ্যপান করলেও হতে পারে একই ধরণের শারীরিক পরিবর্তন। অত্যধিক মদ্যপানের ফলে মস্তিস্কে ১-মিথাইলহিস্টামিন-উৎপন্ন হয় যা কমিয়ে দেয় ধূসর বস্তু। এর ফলে স্বাভাবিক কর্মক্ষমতা ব্যাহত  হয় । তবে এই গবেষণাটি মদ্যপানের কুপ্রভাবগুলি চিহ্নিত করতে সাহায্য করবে। মদ্যপানজনিত কারণে নানাবিধ সমস্যা দূর করার জন্য নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনেও সাহায্য করবে এই নতুন পর্যবেক্ষণগুলি, জানিয়েছেন গবেষকরা।

ধর্ষকদের মাথা কাটলে ৫ লক্ষ টাকা পুরস্কার!

Image
মান্দাসৌর গণধর্ষণ কাণ্ডের দুই অভিযুক্তের মুণ্ডচ্ছেদ চাই। যিনি দুই অভিযুক্তের মাথা কেটে আনতে পারবেন, তাঁকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব। মধ্যপ্রদেশের শিশুকন্যার গণধর্ষণ কাণ্ডকে ঘিরে উত্তপ্ত গোটা দেশ। এই পরিস্থিতিতেই একথা বললেন বিজেপি নেতা সঞ্জীব মিশ্র। তিনি বলেন, 'অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি করছি। যদি আদালত বা প্রশাসন সেই শাস্তি দিতে না পারে তবে তার দায়িত্ব আমি নিচ্ছি। যে ওই ধর্ষকদের মাথা কেটে আনবেন তাঁকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব আমি।' এর আগেই বিজেপি বিধায়ক গোপাল পারমার বলেছেন, গোটা মুসলিম সমাজকেই কলুষিত করল এই দুই অভিযুক্ত। তাই ওই সম্প্রদায়ের ভবিষ্যত প্রজন্মকে নীতিশিক্ষা দেওয়ার উদ্যোগ নিতে হবে অভিভাবকদের। না হলে এঘটনা অহরহ ঘটবে। মান্দাসৌর গণধর্ষণ কাণ্ডে একের পর এক ক্ষোভ উগরে দিচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ধর্ষণকাণ্ডে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, এখন নিজেদের বাচ্চাদের রক্ষার্থে সকলকেই জোট বেঁধে এগিয়ে আসতে হবে। এক টুইটবার্তায় রাহুল বলেন, 'মান্দাসৌরে আট বছরের শিশুকন্যা গণ

টাইব্রেকারে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া

Image
ক্রোয়েশিয়া - ১(৩) [মানজুকিচ ৪]  :  ডেনমার্ক - ১(২) [ইয়ুর্গেনসন ১] বিশ্বকাপের ইতিহাসের অন্যতম নাটকীয় টাইব্রেকারের সাক্ষী থাকল রাশিয়ার নভগরদ স্টেডিয়াম। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে কাসপেস স্মাইকেলের সঙ্গে লড়াইয়ে জিতলেন দানিয়েল সুবাসিচ। ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ আটে ক্রোয়েশিয়া। রবিবার খেলা শুরুর চার মিনিটের মধ্যেই দুই গোল। ৫৮ সেকেন্ডের মধ্যে ডেনমার্ককে এগিয়ে দেন ম্যাথিয়াস ইয়ুর্গেনসন। ২ মিনিটের মধ্যেই ক্রোয়েশিয়াকে সমতায় ফেরালেন মারিও মানজুকিচ। এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ক্রোয়েশিয়া। কিন্তু ডেনমার্কের জমাট রক্ষণ, ক্রোয়েশিয়ার শক্তিশালী মিডফিল্ডকে খুব একটা সুযোগ দেয়নি। দ্বিতীয়ার্ধে গোলের ভাল সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৬ মিনিটে পেনাল্টি সেভ করে ডেনমার্ককে বাঁচিয়ে রাখেন গোলকিপার স্মাইকেল। পেনাল্টিতে লুকা মডরিচের শট বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন স্মাইকেল। ম্যাচ যায় টাইব্রেকারে। আর সেখানেই স্মাইকেলকে টেক্কা দিলেন ক্রোট গোলরক্ষক সুবাসিচ। ডেনিশ গোলরক্ষক ২টি সেভ করলেও ক্রোট গোলরক্ষকের তিনটি

ধর্ষণের চেষ্টা মূক-বধির মহিলাকে, ধৃত

Image
এক মূক ও বধির মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পর্ণশ্রী থানার পুলিশ গ্রেফতার করল এক যুবককে। শনিবার রাতে, ধৃতের পর্ণশ্রীর বাড়ি থেকে। ধৃত যুবকের নাম সুমন দাস। পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে পর্ণশ্রীর বঙ্গশ্রী কলোনির স্বামীজি রোডে বছর চল্লিশের ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে সুমন নামে এক যুবক। পর্ণশ্রীর বি বা দী বাগ কলোনিতে বাবা এবং ভাইয়ের সঙ্গে থাকেন নির্যাতিতা। বঙ্গশ্রী কলোনিতে তাঁর মামার বাড়ি। স্থানীয় সূত্রের খবর, মাঝেমধ্যেই সেখানে চলে যেতেন ওই মহিলা। মহিলার দাদু মাখন বিশ্বাসের দাবি, মূক ও বধির ওই মহিলা মানসিক ভারসাম্যহীনও। কখনও মামার বাড়ি, কখনও সামনের বাড়ির দাওয়ায় সারা রাত কাটিয়ে দিতেন। দাদুর কথায়, ''ডাকলেও ঘরের ভিতরে আসত না। শুক্রবারও খাওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু শোনেনি।'' ওই রাতেই সুমন মহিলার উপরে চড়াও হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থলের কাছেই একটি বাড়িতে ভাড়া থাকে সুমন। তার সামনের বাড়িতে বসবাসকারী এক মহিলা পুরো এই ঘটনার প্রত্যক্ষদর্শী। রবিবার ওই মহিলা জানান, জিঞ্জিরা বাজারে তাঁদের একটি হোটেল রয়েছে। স্বামীর পাশাপাশি তিনিও ব্যবসায় সাহায্য করেন। ঘটনা

কিশোরকে যৌন হেনস্থার অভিযোগে হিমাচলে আটক মা ও মেয়ে!

Image
টানা তিন মাস ধরে আটকে রেখে এক কিশোরকে য‌ৌন হেনস্থার অভিযোগ উঠল এক মা ও মেয়ের বিরুদ্ধে। হিমাচল প্রদেশের সোলান জেলায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মহিলা (৪৫) ও তাঁর মেয়ে (২২) জন্মসূত্রে নেপালি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শিব কুমার জানিয়েছেন, নিগৃহীত ওই কিশোরের বাবা দুই মহিলার নামে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় থানায়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৩ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, ওই নাবালককে বিক্রি করে দিতে চেয়েছিল মা ও মেয়ে। ওই কিশোরকে যৌনপেশায় যুক্ত করতে চাওয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশের কথায়, ছেলেটির বয়স ১৭ বছর ৬ মাস। তাই নাবালকদের যৌন হেনস্থা সংক্রান্ত 'পকসো' আইনে এফআইআর দায়ের করা হয়নি। হেনস্থার কোনও উপযুক্ত প্রমাণ মেলেনি। সেই কারণেই গ্রেফতার করা যায়নি ওই দুই মহিলাকে। তবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের। তদন্ত চলাকালীন ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি পুলিশ সুপার। ওই ছেলেটির বাবার অভিযোগ, টানা তিন মাস তাঁর সন্তানকে আটকে রেখে যৌন হেনস্থা করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত যে মহিলা (৪৫)তিনি বিবাহিত কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। সোলানের স্থানীয় বাসিন্দা এই কিশোর।

সুইস ব্যাঙ্কে টাকা: ১২ ধাপ উঠল ভারত

Image
গত এক বছরে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা টাকা বেড়েছে ৫০ শতাংশ। কয়েকদিন আগে এই তথ্য প্রকাশিত হওয়ার পরই কালো টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে খড়গহস্ত বিরোধীরা। কেন্দ্র তথা বিজেপির সেই অস্বস্তি এবার আরও বাড়িয়ে দিল সুইস ব্যাঙ্কের সরকারি তথ্য। সুইস ন্যাশনাল ব্যাঙ্কের তরফে প্রকাশ করা ওই তথ্য বলছে, সুইস ব্যাঙ্কে বিদেশিদের টাকা রাখার নিরিখে ভারতের স্থান ১২ ধাপ উঠে দাঁড়াল ৭৩-এ। তালিকার শীর্ষে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। আর পাকিস্তানের স্থান ভারতের এক ধাপ উপরে। ২০১৪-র লোকসভা ভোটে ভারতীয়দের বিদেশে গচ্ছিত কালো টাকা দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ক্ষমতায় আসার চার বছর পরও কালো টাকা ফেরানোর জন্য কোনও কড়া পদক্ষেপ চোখে পড়েনি। তার মধ্যেই সামনে আসে সুইস ব্যাঙ্কে গত এক বছরে ভারতীয়দের জমা টাকার পরিমাণ ৫০ শতাংশ বেড়েছে। এরপরই তেড়েফুঁড়ে ফের আসরে নামে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। তাতে কেন্দ্র তথা প্রধানমন্ত্রীর অস্বস্তি বাড়ে। কেন্দ্রের তরফে সাফাই দেওয়ার চেষ্টা হয়, সুইস ব্যাঙ্কে জমা ভারতীয়দের টাকার পুরোটাই কালো টাকা নয়। তবে নিয়ম ভে

মুম্বইয়ে গাড়ির মধ্যেই ধর্ষিতা বিদেশি পর্যটক, অভিযুক্ত ট্যুর গাইড

Image
মুম্বই ঘোরানোর নামে এক বিদেশিনীকে ধর্ষণের অভিযোগ উঠল ট্যুর গাইডের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১৪ জুন। শুক্রবার মুম্বইয়ের কোলাবা থানায় অভিযোগ হয়। তার পরই ঘটনাটি সামনে আসে। পুলিশ সূত্রে খবর, গত ডিসেম্বরে ইতালি থেকে ভারতে এসেছেন ওই মহিলা। সম্প্রতি মুম্বইয়ে ঘুরতে আসেন তিনি। মুম্বইয়ে দর্শনীয় বিভিন্ন স্থানে যাওয়ার জন্য একটি বাসে ওঠেন। মহিলার অভিযোগ, ওই বাসেই ট্যুর গাইডের সঙ্গে তাঁর পরিচয় হয়।  ওই মহিলা তাঁকে গাইড হিসাবে নিযুক্ত করেন।  মুম্বইয়ের বিভিন্ন জায়গা ঘুরে দেখার পর সন্ধ্যা ৭টায় জুহু বিচে বাসটি তাঁদের নামিয়ে দেয়। মহিলার অভিযোগ, ট্যুর গাইড তাঁকে বলিউড স্টার অমিতাভ বচ্চনের বাড়ি দেখাতে চান। অমিতাভ বচ্চনের বাড়ি দেখিয়ে মহিলাকে কোলাবায় তাঁর হোটেলে ছেড়ে দেবে বলেন। তিনি রাজিও হয়ে যান। মহিলার অভিযোগ, সেই মতো ট্যুর গাইড একটি ক্যাব ভাড়া করেন। অমিতাভ বচ্চনের বাড়ি দেখিয়ে কোলাবায় তাঁর হোটেলের দিকে যাওয়ার পথে একটি দোকান থেকে মদ কেনেন এবং গাড়ি থামিয়ে তাঁকে জোর করে মদ্যপান করিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনার পর তিনি ইতালির দূতাবাসে অভিযোগ জানান। সেখান থেকেই তাঁকে পুলিশে অভিযোগ করতে বলা হয়। মহিলার কাছ

প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বেড়ে পরের বছর ৩১ মার্চ

Image
প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা আরও একবার বাড়াল কেন্দ্র। এবার আগামী বছরের ৩১ মার্চের মধ্যে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করল কেন্দ্র। পূর্বের নির্দেশিকা অনুযায়ী, শনিবার অর্থাৎ ৩১ জুন রাতেই প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। চলতি বছরে ৩১ জুনের মধ্যে আয়কর রিটার্নও জমা করা বাধ্যতামূলক ছিল। কিন্তু এখনও অনেকেরই প্যানের সঙ্গে আধার লিঙ্ক করা নেই। সে ক্ষেত্রে আয়কর রিটার্নে সমস্যায় পড়তে হত তাঁদের। কেন্দ্র জানিয়েছে, সেই অসুবিধার কথা ভেবেই শনিবার রাতে আয়কর রিটার্নের সময়সীমা শেষ হওয়ার কিছু আগে আয়কর দফতরের নীতি নির্ধারণ বিভাগ আয়কর আইনের ১১৯ ধারা অনুযায়ী নির্দেশিকা বার করে জানিয়ে দেয়, এই লিঙ্কের সময়সীমা আরও কিছুটা বাড়ানো হল। ২০১৯ সালের ৩১ মার্চের মধ্যে আধার-প্যান লিঙ্ক করতে হবে। এই নিয়ে পাঁচবার প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা বাড়াল কেন্দ্র। চলতি বছরই গত ২৭ মার্চ সুপ্রিম কোর্টের নির্দেশে তা বাড়িয়ে ৩১ জুন করা হয়েছিল। কেন্দ্র বিভিন্ন ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার পরই তা নিয়ে দেশজুড়ে হইচই শুরু হয়ে যায়। আধার আইনের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামল

খেলা দেখে মারাদোনা এবার কত টাকা পেলেন জানেন?

Image
লিগ পর্বে মাঠে লড়াই চালাচ্ছিল তাঁর দল। আর তখনই গ্যালারিতে বসে গলা ফাটাতে দেখা গিয়েছিল তাঁকে। কখনও আবেগে পাশে বসে থাকা বন্ধুকে জড়িয়ে ধরছেন। কখনও নিজের মুখ দু' হাতে চেপে ধরছেন। কখনও বা লাফিয়ে উঠছেন। কখনও ডানা মেলার মতোই মেলে দিচ্ছেন দু'হাত, তো কখনও নাইজিরীয় সমর্থকদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। ক্যামেরায় ধরাও পড়েছে উত্তেজিত মারাদোনার সেই ছবি। তার জন্য সমালোচনার মুখেও পড়েছেন তিনি। মাঠে নেই, কিন্তু মাঠে যেন দাপিয়ে বেরাচ্ছিলেন দিয়েগো মারাদোনা। কিন্তু, জানেন কী আর্জেন্টিনার হয়ে প্রতি ম্যাচে গ্যালারিতে বসার জন্য কত টাকা করে পেয়েছেন তিনি? অঙ্কটা নেহাত কম নয়। খেলা দেখার জন্য ম্যাচ প্রতি ১০ হাজার পাউন্ড (প্রায় দশ লাখ টাকা) করে পেয়েছেন তিনি। দিয়েগোর এই অর্থ লাভের নেপথ্যে রয়েছে ফিফার একটা বিশেষ পরিকল্পনা। কী সেই পরিকল্পনা? ফিফা সূত্রে খবর, যে দেশের খেলা চলবে, সেই দেশের অন্তত কোনও এক জন প্রাক্তন ফুটবলারকে গ্যালারিতে থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে। যাঁরা তাঁদের দেশের প্রতিনিধি, অ্যাম্বাসেডর হিসেবে মাঠে উপস্থিত থাকবেন। সেই পরিকল্পনা অনুযায়ী আমন্ত্রণ জানানো হয়েছিল বহু প্রাক্তনকে। নিজ

কলকাতার রাস্তায় মহিলা যাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেফতার উবর চালক

Image
আতঙ্কের মহানগর। ফের অ্যাপ ক্যাব। ফের আতঙ্ক। এবার সল্টলেকে উবর পুলে এক মহিলা যাত্রীকে অপহরণের চেষ্টা ও নিগ্রহের অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। পুলিশ ওই চালককে গ্রেফতার করেছে। শনিবার রাত ১০টা নাগাদ দক্ষিণ কলকাতার দিকেই যাচ্ছিলেন অভিযোগকারিণী। সেই সময় অ্যাপ ক্যাবে সল্টলেক থেকে উবর শেয়ার বুক করেন বছর বাইশের এই তরুণী। তাঁর গন্তব্য ছিল গোবিন্দ খটিক রোড। তিনিই ছিলেন পুলের শেষ যাত্রী। গাড়িতে একাই ছিলেন। সেই সময় তিনি দেখেন, নির্ধারিত রুটের বদলে অন্য রাস্তায় গাড়ি ঘোরাচ্ছেন কেশবপ্রসাদ সিংহ নামে ওই চালক। বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে তারপর ওই মহিলাকে ট্যাংরায় নিয়ে আসেন ওই চালক। গন্তব্যের দিকে সোজা পথে কেন নিয়ে যাওয়া হচ্ছে না তাঁকে জানতে চান উত্তেজিত ওই মহিলা। কিন্ত তাঁর কথায় কর্ণপাত করেননি চালক। ট্যাংরার ডি সি দে রোডের কাছে এসে স্থানীয়দের কাছে সাহায্য চেয়ে চিৎকার করেন ওই মহিলা। ঘটনা জানাজানি হতেই ওই চালককে গ্রেফতার করে পুলিশ। পরে চালকের নামে অপহরণের মামলা দায়ের করা হয়। কলকাতায় এর আগে বেশ কয়েকবার অ্যাপ ক্যাবের চালকের বিরুদ্ধে মহিলাদের যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। সল্টলেকের এক যাত্রীকে অ্যাপ ক্যাবে ধর্

টাইব্রেকারে নায়ক রুশ গোলরক্ষক, মেসি-রোনাল্ডোর পর বিদায় ইনিয়েস্তাদের

Image
আর্জেন্টিনা, পর্তুগালের পর স্পেন। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর এ বার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আন্দ্রেস ইনিয়েস্তা। অবিশ্বাস্য দক্ষতায় টাইব্রেকারে স্পেনের দুটো শট রুখে দিয়ে নায়ক হয়ে উঠলেন রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনফিভ। ম্যাচেও বার বার তিনিই বাধা হয়ে উঠেছিলেন। টাইব্রেকারেও রাশিয়ার অধিনায়কই জেতালেন দলকে। ১২০ মিনিটের পর ফলাফল  ছিল ১-১। এ বারের বিশ্বকাপের প্রথম টাইব্রেকারে রাশিয়া জিতল ৪-৩ গোলে। স্পেনকে মোট ৫-৪ গোলে হারিয়ে আয়োজক দেশ উঠল কোয়ার্টার ফাইনালে। সেখানে তারা খেলবে ক্রোয়েশিয়া-ডেনমার্ক ম্যাচের জয়ীর বিরুদ্ধে। টাইব্রেকারে স্পেনের হয়ে ইনিয়েস্তা, পিকে, র‌্যামোস গোল করলেও ব্যর্থ হলেন কোকে ও ইয়াগো আসপাস। ডান দিকে ঝাঁপিয়ে পিকের পর তিন নম্বরে মারতে আসা কোকের শট আটকে দিলেন আকিনফিভ। রাশিয়ার হয়ে ফেদর স্মোলেভ, সের্জেই ইগনাশেভিচ, আলেকসান্ডার গোলোভিন, ডেনিস চেরিশেভরা সকলেই গোল করায় আসপাস যখন মারতে এলেন, তখন লুঝনিকি স্টেডিয়াম উত্তেজনায় ফুটছে। মিস করলেই রাশিয়া উঠবে, স্পেন শিবির টেনশনে আক্রান্ত। এই চাপেরই শিকার হলেন আসপাস। আকিনফিভ অবিশ্বাস্য দক্ষতায় পড়তে পড়তেও পা চালিয়ে আসপাসের শটকে বের করে