খেলা দেখে মারাদোনা এবার কত টাকা পেলেন জানেন?


লিগ পর্বে মাঠে লড়াই চালাচ্ছিল তাঁর দল। আর তখনই গ্যালারিতে বসে গলা ফাটাতে দেখা গিয়েছিল তাঁকে। কখনও আবেগে পাশে বসে থাকা বন্ধুকে জড়িয়ে ধরছেন। কখনও নিজের মুখ দু' হাতে চেপে ধরছেন। কখনও বা লাফিয়ে উঠছেন।

কখনও ডানা মেলার মতোই মেলে দিচ্ছেন দু'হাত, তো কখনও নাইজিরীয় সমর্থকদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। ক্যামেরায় ধরাও পড়েছে উত্তেজিত মারাদোনার সেই ছবি। তার জন্য সমালোচনার মুখেও পড়েছেন তিনি। মাঠে নেই, কিন্তু মাঠে যেন দাপিয়ে বেরাচ্ছিলেন দিয়েগো মারাদোনা।

কিন্তু, জানেন কী আর্জেন্টিনার হয়ে প্রতি ম্যাচে গ্যালারিতে বসার জন্য কত টাকা করে পেয়েছেন তিনি?

অঙ্কটা নেহাত কম নয়। খেলা দেখার জন্য ম্যাচ প্রতি ১০ হাজার পাউন্ড (প্রায় দশ লাখ টাকা) করে পেয়েছেন তিনি।

দিয়েগোর এই অর্থ লাভের নেপথ্যে রয়েছে ফিফার একটা বিশেষ পরিকল্পনা।

কী সেই পরিকল্পনা?
ফিফা সূত্রে খবর, যে দেশের খেলা চলবে, সেই দেশের অন্তত কোনও এক জন প্রাক্তন ফুটবলারকে গ্যালারিতে থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে। যাঁরা তাঁদের দেশের প্রতিনিধি, অ্যাম্বাসেডর হিসেবে মাঠে উপস্থিত থাকবেন।

সেই পরিকল্পনা অনুযায়ী আমন্ত্রণ জানানো হয়েছিল বহু প্রাক্তনকে। নিজ নিজ দেশের খেলার সময় তাঁদের গ্যালারিতে বসে গলা ফাটাতে দেখা গিয়েছে।

তালিকায় ছিলেন কার্লোস ভালদেরামা, রোনাল্ডো, কার্লোস পুয়োলের মতো প্রাক্তনরা। তবে সবার থেকে নজর কেড়েছেন দিয়েগো মারাদোনা।

আর এ বার টাকার অঙ্কেও সম্ভবত অন্যদের থেকে নজর নিজের দিকে কেড়ে নিলেন ফুটবলের রাজপুত্র।