Posts

Showing posts from December 16, 2018

‌প্রেমিকের পাইলট হওয়ার স্বপ্ন পূরণে নিজের বাড়িতেই ডাকাতি তরুণীর

Image
প্রেমিকের জন্য নিজের বাড়িতে ডাকাতি করলেন তরুণী। এমনই চরম প্রেম। পাইলট হওয়ার স্বপ্ন ছিল প্রেমিক হেত শাহের(‌২০)‌। কিন্তু টাকার অভাবে সেটা করতে পারছিলেন না তিনি। প্রেমিকের স্বপ্ন পূরণের দায়িত্ব শেষে নিজের কাঁধেই তুলে নেন বছর কুড়ির প্রিয়াঙ্কা পরসানা। বেঙ্গালুরুর পাইলট ট্রেনিং ইনস্টিটিউটের টাকা জোগার করতে নিজের বাড়িতেই ডাকাতি করেন তরুণী। ১ কোটি টাকা মূল্যের গয়না এবং নগদ টাকা লুঠ করেন প্রিয়াঙ্কা। যাতে ডাকাতি হয়েছে বলে মনে হয় সেজন্য বাড়ির আলমারির জিনিসপত্র লন্ডভন্ড করে দেন তাঁরা। পরিবারের লোকেরাও থানায় গিয়ে ডাকাতির অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিস জানতে পারে কোনও বাইরের লোক নয় বাড়ির লোকই এই কাজ করেছে। একে একে জেরা শুরু হয়। প্রিয়াঙ্কাকে জেরা করতেই বেরিয়ে পড়ে সত্যিটা। প্রিয়াঙ্কার বাবা শিল্পপতি কিশোর পরসানার অভিযোগ জানানোর ১৭ দিনের মধ্যেই ডাকাতির কিনারা করে ফেলে পুলিস। মেয়েই এই কাণ্ড ঘটিয়েছে জানতে পেরে ভেঙে পড়েন তিনি ও পরিবারের লোকেরা। বেঙ্গালুরুর ভক্তিনগরের বিত্তশালীদের এলাকা গীতাঞ্জলি পার্কে প্রিয়াঙ্কার বাড়ি। আর হেত থাকেন এয়ারপোর্ট রোডের একটি আবাসনে। সিএ পড়তে গিয়ে টিউশন ক্লাসে দ'‌জনের পরিচয়

ভারতীয় গ্রাহকদের তথ্য মুছে ফেলবে মাস্টারকার্ড, নিরাপত্তা দুর্বল হওয়ার আশঙ্কা

Image
নিরাপত্তা দুর্বল হচ্ছে মাস্টারকার্ডের। মাস্টারকার্ডের গ্রাহকেরা ঘোর বিপদে! তাঁদের সমস্ত ব্যাঙ্ক তথ্যের নিরাপত্তা কমজোর হতে চলেছে! আর এর পিছনে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) একটি সিদ্ধান্ত। কারণ খুব তাড়াতাড়ি ভারতীয় গ্রাহকদের সমস্ত তথ্য গ্লোবাল সার্ভার থেকে মুছে ফেলতে চলেছে এই সংস্থা। মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া শাখার এক কর্তা পরুশ সিংহ জানিয়েছেন, গত এপ্রিলে আরবিআই এক নির্দেশিকা জারি করে। তাতে জানানো হয়, ভারতীয় সমস্ত গ্রাহকের তথ্য শুধুমাত্র দেশেই সীমাবদ্ধ থাকবে। ৬ অক্টোবর থেকে সে পথেই হাঁটছে মাস্টারকার্ড। পুণেতে তাঁদের অফিসে স্টোর থাকছে তথ্যগুলো। কিন্তু পুরনো গ্রাহকদের তথ্য শুধুমাত্র দেশের কম্পিউটারে আবদ্ধ নয়, মাস্টারকার্ডের গ্লোবাল সার্ভারে রয়েছে। সে কারণেই সেগুলো গ্লোবাল সার্ভার থেকে মুছে ফেলতে হবে। আর এখানেই উদ্বিগ্ন মাস্টারকার্ড কর্তারা। কারণ? মাস্টারকার্ড কর্তা পরুশ সিংহ জানিয়েছেন, এই পদ্ধতিতে তথ্যের নিরাপত্তা হ্রাস পায়। ফলে কার্ড জালিয়াতি, ব্যাঙ্ক প্রতারণার মতো ঘটনা ঘটার সম্ভাবনাও বেড়ে গেল। মাস্টারকার্ড এখনও গ্লোবাল সার্ভার থেকে তথ্য ডিলিটের প্রক্রিয়া শুরু করেনি। তথ্

মাত্র ৫ টাকাতেই ঘুরে আসা যাবে কুম্ভমেলা, ৪০ টাকায় এসি ফার্স্ট ক্লাস!

Image
আগামী বছর ন্যূনতম ৫ টাকায় ট্রেনে চেপে কুম্ভমেলা যেতে পারবেন তীর্থযাত্রীরা! সম্প্রতি একটি টুইট করে যাত্রীদের জন্য এই বিশেষ সুবিধার কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। টুইটে রেলমন্ত্রী জানান, কুম্ভমেলা উপলক্ষে রেল সারচার্জ ছাড় দিয়েছে। তার ফলেই বিভিন্ন দূরপাল্লার ট্রেনে ন্যূনতম ভাড়া দাঁড়াবে মাত্র ৫ টাকা। এ ছাড়া মেল এবং এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচের ভাড়া ন্যূনতম ১০ টাকা, এসি চেয়ারকার এবং এসি থার্ড ক্লাসের টিকিট শুরু হবে ২০ টাকা থেকে। এসি টু-টিয়ার এবং এসি ফার্স্ট ক্লাসের টিকিট শুরু হবে যথাক্রমে ৩০ ও ৪০ টাকা থেকে। আগামী বছরে ১৫ জানুয়ারি থেকে ৪ মার্চ কুম্ভমেলা। মেলা উপলক্ষে দেশ-বিদেশ থেকে ১ কোটিরও বেশি মানুষ ইলাহাবাদে জড়ো হবেন। শুধু ভাড়া কমিয়ে যাত্রীদের সুবিধা করা নয়, সেই যাত্রীচাপ সামাল দিতেও প্রস্তুত রেল। তার জন্য আরও ৮০০-র বেশি ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। বিভিন্ন স্টেশন থেকে তীর্যযাত্রী নিয়ে ট্রেনগুলো ইলাহাবাদে রওনা দেবে। ইলাহাবাদের ভিতরে যাতাযাতের জন্য ৮০০ অতিরিক্ত লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল। এর বাইরেও ৬টি স্পেশ্যাল ট্রেন চালু হতে চলেছে। এই ৬টি স্পেশ্যাল ট্

কাস্টমার কেয়ারেও জালিয়াতদের ভূত, ফোন করে টাকা খোয়াচ্ছেন ব্যাঙ্ক গ্রাহকরা

Image
নয়া কায়দায় প্রতারণার মুখে গ্রাহকেরা। কাস্টমার কেয়ারেও এবার ব্যাঙ্ক জালিয়াতদের থাবা। বিভিন্ন অনলাইন বিপণন সংস্থা এবং অনলাইন টাকা ট্রান্সফারের অ্যাপের কাস্টমার কেয়ারে ফোন করে ব্যাঙ্ক জালিয়াতির শিকার হচ্ছেন গ্রাহকরা। গত দু'সপ্তাহে এ রকম একাধিক প্রতারণার অভিযোগ জমা পড়েছে কলকাতা এবং শহরতলিতে। এখনও এই নয়া কায়দায় প্রতারণার কোনও কিনারা করতে পারেনি পুলিশ। তাঁদের সন্দেহ এটাও এক ধরণের স্কিমিং। হাওড়ার মৌমিতা দে(নাম পরিবর্তিত) সল্টলেক সেক্টর ফাইভে একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। কয়েক দিন আগেই তাঁর একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে তিনি তাঁর অন্য একটি অ্যাকাউন্টে তিন হাজার টাকা ট্রান্সফার করেন। তিনি একটি অ্যাপ ব্যবহার করে অনলাইনে সেই টাকা ট্রান্সফার করেন। ইলেক্ট্রনিক কমপ্লেক্স থানায় করা লিখিত অভিযোগে এই তরুণী জানিয়েছেন, ওই টাকা ট্রান্সফারের পর তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা পৌঁছয় না। পরের দিন তাঁর মা ওই ব্যাঙ্কে গিয়েও জানতে পারেন যে টাকা জমা হয়নি ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে। ওই তরুণী তখন টাকা ট্রান্সফারের সেই অ্যাপের কাস্টমার কেয়ারে একটি

‌নির্ভয়া আজও বিপন্ন, ৬ বছরেও পরিণতি পায়নি ধর্ষকদের সাজা

Image
পাকিস্তান পেরেছে।শিশুকে ধর্ষণের সাজায় ফাঁসি দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু এখনও পারেনি ভারত। শাসক বদলেছে। বদলেছে রাজনীতির সমীকরণও। তবু বিচার পায়নি নির্ভয়ারা। ফলাও করে আইন সংশোধন হয়েছে। ফাঁসির চরম সাজা নির্ধারিক হয়েছে। কিন্তু কার্যকর হয়েছে কী?‌ এখনও বহাল তবিয়তে জনসাধারণের অর্থেই দিব্য রয়েছে নির্ভয়ার ধর্ষকরা। সাজা ঘোষণা হলেও। আদালতের স্তর পেরোতে পেরোতেই ছ'‌বছর কেটে গেল। এই চূড়ান্ত উদাসীনতার দায় কার?‌  সরকার এবং বিরোধীরা এখন রাজনৈতিক সমীকরণেই মগ্ন। নির্ভয়ার নারকীয় ঘটনা তাঁদের কাছে স্মৃতি ছাড়া আর কিছুই নয়। আইন–প্রশাসনের কাছেও নির্ভয়ার ফাইলে ধুলোর পরত পড়েছে। মুজফফরপুর হোমকাণ্ড,কাঠুয়া ধর্ষণকাণ্ডের মত একের পর এক নারকীয় ধর্ষণের ঘটনার ফাইলবন্দী হয়ে পড়ে রয়েছে দপ্তরে দপ্তরে। নির্ভয়া তো সেই সব ফাইলের চাপে চাপা পড়ে রয়েছে। তাই মেয়ের মৃত্যুর ছ'‌বছর পরেও দোষীদের শাস্তি পেতে দেখতে পেলেন না নির্ভয়ার মা–বাবা। আমাদের সংসদীয় রাজনীতির এটাও একটা বড়দিক। গণতন্ত্রে মানুষের রায় যেমন শেষ কথা। তেমনই গণতন্ত্রে সাধারণ মানুষই সবচেয়ে উপেক্ষিত। সেকথা গত ছ'‌বছর ধরে চোখে আঙুল দিয়ে দেখি

আয়াপ্পা দর্শনে বাধা রূপান্তরকামীদের, উত্তেজনা সবরীমালা মন্দিরে

Image
ঋতুমতী মহিলাদের সবরীমালা মন্দিরে প্রবেশ নিয়ে বিতর্কের শেষ নেই৷ এরই মাঝে এবার নতুন করে উত্তেজনার পারদ চড়াল কেরল পুলিশ৷ আন্দোলনকারী নয়, এবার খোদ পুলিশের বিরুদ্ধেই উঠল রূপান্তরকামীদের মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ৷ নারী নয়, পুরুষের পোশাক পরলেই আয়াপ্পার দর্শন পাওয়া সম্ভব বলেও পুলিশ জানায় ওই রূপান্তরকামীদের৷ তাঁদের স্বপ্ন ছিল আয়াপ্পার দর্শন করবেন৷ সেই আশাতেই চার রূপান্তরকামী শনিবার এরনাকুলাম থেকে হাঁটা শুরু করেন৷ পুলিশের বিশেষ টিম দেখে তাঁদের৷ রবিবার ভোরের দিকে ইরুমেলিতে পৌঁছান রূপান্তরকামীরা৷ অভিযোগ, সবরীমালা মন্দিরের খুব কাছে আটকে দেওয়া হয় তাঁদের৷ মহিলাদের পোশাকে কোনওমতেই মন্দিরে ঢোকা সম্ভব নয় বলেও জানানো হয়৷ পুলিশের তরফে তাঁদের আরও বলা হয়, একমাত্র পুরুষদের পোশাকেই তাঁরা আয়াপ্পার দর্শন পেতে পারেন৷ প্রথমে পুলিশের অবাস্তব দাবি মানতে রাজি হননি রূপান্তরকামীরা৷ পরে তাঁরা পুলিশের প্রস্তাব মেনে নেন৷ মহিলার পরিবর্তে পুরুষের পোশাকেই মন্দিরে ঢুকতে চান ওই চার রূপান্তরকামী৷ ততক্ষণে নিজেদের মতামত বদল করে পুলিশ৷ সাফ জানিয়ে দেওয়া হয় কোনওভাবেই মন্দিরে ঢুকতে পারবেন না তাঁরা৷ এত কিছুর

7TH PAY COMMISSION: একগুচ্ছ খুশির খবর সরকারী কর্মচারীদের জন্য

Image
নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই হাসি ফুটবে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মুখে৷ দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি উঠছিল৷ তবে এই বিষয়ে কেন্দ্রের তরপ থেকে কোনও প্রতিক্রিয়া এতোদিন পাওয়া যায়নি৷ বর্তমানে কেন্দ্রের সরকারী কর্মচারীদের বেসিক স্যালারি ১৮,০০০টাকার ওপরে৷ তাদের বেতন বৃদ্ধি হতে পারে এমনই খবর গত সপ্তাহে শোনা গিয়েছিল৷ আর এবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে, ৫ টি বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ ১) নরেন্দ্র মোদী সরকার ন্যাশনাল পেনশন স্কিমে(এনপিএস)-এ মূল বেতনে ১০ শতাংশ থেকে ১৪ শতাংশ বৃদ্ধি করেছে বলে জানা গিয়েছে৷ এতে ১৮ লক্ষ কর্মচারীরা লাভের মুখ দেখবে বলে মনে করা হচ্ছে৷ ২) শুধু এনপিএস-এ বৃদ্ধিই নয়, এর পাশাপাশি মন্ত্রিসভা অনুমোদন করেছে এই প্রকল্প থেকে থোক টাকা তুলে নিলে অথবা প্রকল্প ছেড়ে বেরিয়ে আসলে যে টাকা পাওয়া যাবে তার ৬০ শতাংশ কর ছাড়ের আওতায় পড়বে৷ এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকেই৷ ৩) সূত্র অনুযায়ী, কর্মচারীদের প্রোমোশন এবং বেতন বৃদ্ধির ক্ষেত্রে সরকার নতুন নিয়ম লাগু করতে চলেছে৷ যেখানে পাবলিক ফিডব্যাক অর্থাৎ জনগণের মতাম

মোবাইল নম্বরের পরিষেবা প্রদানকারীর পরিবর্তন! নিয়মের অদল-বদলে ট্রাই-এর সিলমোহর

Image
এবার মোবাইল নম্বরের পরিষেবা প্রদানকারী সংস্থার পরিবর্তনের ক্ষেত্রে নিয়মও পরিবর্তন করা হল। পদ্ধতিকে দ্রুতগতি করতে সিদ্ধান্ত নিয়েছিল ট্রাই। তার পরেই এই পরিবর্তন।  এখন থেকে একই সার্কেলের মধ্যে হলে দুদিন এবং অন্য সার্কেলে হলে পরিষেবা প্রদানকারী সংস্থার পরিবর্তনে ৪ দিন সময় লাগবে। ট্রাই-এর তরফে ইউনিক পোর্টিং কোড পরিবর্তনের সময়কাল ১৫ দিন থেকে কমিয়ে ৪ দিন করা হয়েছে। তবে এর বাইরে রাখা হয়েছে জম্মু ও কাশ্মীর, অসম এবং উত্তর পূর্ব। পোর্টিং-এর জন্য অনুরোধ প্রত্যাহারের পদ্ধতিও সহজ করা হয়েছে। টেলিকমিউনিকেশন মোবাইল নম্বর পোর্টেবিলিটি (সেভেন্থ অ্যামেন্ডমেন্ট) রেগুলেশন ২০১৮-এই পরিবর্তনের কথা উল্লেখ রয়েছে। বলা হয়েছে , পোর্টিং পদ্ধতিতে দ্রুতগতির এবং সুবিধাজনক করতে আগেকার পদ্ধতিতে বদল আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোর্টিং-এর জন্য সময়সীমা একই সার্কেলের ক্ষেত্রে ২ টি কাজের দিন। অন্য সার্কেলের ক্ষেত্রে ৪ টি কাজের দিন ধার্য করা হয়েছে। কর্পোরেট পোর্টিং-এর ক্ষেত্রে আগে একটি চিঠিতে ৫০ টি নম্বর দিয়ে পরিবর্তন করা যেত। নতুন নিয়মে সেই সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে।

‘সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যারা প্রশ্ন তোলে; শত্রুদেরই তারা বেশি বিশ্বাস করে'

Image
রাফাল যুদ্ধ বিমান নিয়ে তোলপাড়ের মধ্যেই খোদ রায়বেরিলিতে দাঁড়িয়ে কংগ্রেসকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনিয়া গান্ধীর কেন্দ্রে রেলের কোচ ফ্যাক্টরিতে এদিন মোদী কারখানার ৯০০তম কোচের যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। পাঁচ রাজ্যের নির্বাচনে শোচনীয় ফল করার পর রায়বেরিলিতে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে সেনা প্রসঙ্গ টেনে আনেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, সেনার প্রতি পূর্ববর্তি সরকারের মনোভাব কখনও ক্ষমা করবে না দেশের মানুষ। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যে দল প্রশ্ন তোলে তারা আমাদের সেনার থেকে শত্রুদেরই বেশি বিশ্বাস করে। প্রসঙ্গত ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন থেকে শুরু করে সার্জিক্যাল স্টাইক-কংগ্রেসকে বারেবারেই নিশানা করেছেন মোদী। পাল্টা সমালোচনা করেছে কংগ্রেসও। এমনকি কংগ্রেস দাবি তোলে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ করুক সরকার। গোটা বিষয়টি সেনার প্রতি অপমান বলে মন্তব্য করেন মোদী। রবিবার রায়বেরিলিতে মোদী বলেন, দেশে দুটো পক্ষ রয়েছে। একদল রয়েছে যারা দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করছে। অন্য দলটি যে কোনও মূল্যে সেনাকে দুর্বল করতে আদাজল খেয়ে লেগেছে। দেশের মানুষ দেখেছে

দশ হাজার টাকার জন্য প্রেম করে বিয়েতে মর্মান্তিক পরিণতি যুবতীর

Image
দশ হাজার টাকার জন্য স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মৃতার নাম টুম্পা মণ্ডল। বয়স ২২ বছর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে। অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিস। নোদাখালি থানার বাওয়ালি মানিকের বাসিন্দা শুভ সরকারের সঙ্গে ২ বছর আগে বিয়ে হয় বিষ্ণুপুর থানার চিলাবেড়িয়ার বাসিন্দা টুম্পা মণ্ডলের। পেশায় নার্সারির শ্রমিক শুভ সরকারের সঙ্গে বিয়ের আগে থেকেই ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল টুম্পার। বিয়ের পর প্রথম প্রথম সবকিছু বেশ ভালোই চলছিল। আনন্দেই কাটছিল দিন। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই সুখী দাম্পত্যের স্বপ্ন একটু একটু করে ভাঙতে শুরু করে। অভিযোগ, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য টুম্পার উপর অত্যাচার শুরু করে  স্বামী শুভ সরকার ও শ্বশুর-শাশুড়ি। মৃতার বাপের বাড়ির তরফে দাবি, জামাই শুভ মিত্রের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেকথা জেনে ফেলেছিল টুম্পা। স্বামীর পরকীয়ার প্রতিবাদ করতেই টুম্পার উপর শুরু হয় অত্যাচার। শ্বশুরবাড়িতে টুম্পাকে মারধর করা হত বলে অভিযোগ। সম্প্রতি, বাপের বাড়ি থেকে ১০ হাজার টাকা নিয়ে আসার জন্য টুম্পাকে চাপ দিতে থাকে শুভ। কিন্তু বে

‘দেশবাসীকে ভুল বুঝিয়েছেন রাহুল’, রাফাল নিয়ে ৭০ সাংবাদিক বৈঠক করে বোঝাবে বিজেপি

Image
সাংবাদিক বৈঠকে বিজেপি সভাপতি অমিত শাহ। রাফাল রায়ে 'ব্যাকরণের ভুল' হতে পারে। তা নিয়ে সরকারের অস্বস্তি কাটাতে রায় সংশোধনের আর্জি হতে পারে। কিন্তু পাঁচ রাজ্যে ভোটে বিপর্যয়ের ক্ষত মেরামতিতে রাফালকেই হাতিয়ার করছে বিজেপি। সেই অস্ত্রে আরও শান দিতে এবার এক দিনে ৭০টি সাংবাদিক বৈঠকের ঘোষণা করল গেরুয়া শিবির। রাফাল নিয়ে রাহুল গাঁধী  'ষড়যন্ত্র' করেছেন বলে প্রচার করা হবে ওই সাংবাদিক সম্মেলনগুলিতে। পাঁচ রাজ্যে বিধানসভার ভোটে কংগ্রেসের সাফল্য তুলে ধরতে এবং রাফাল নিয়ে মোদী সরকারকে কোণঠাসা করতে কংগ্রেস ১০০টি সাংবাদিক সম্মেলনের ঘোষণা করেছিল। তার জন্য সারা দেশে ৫০ জন দলের নেতাকেও নির্বাচন করা হয়েছিল। কিন্তু সেটা এক দিনে ছিল না। কিন্তু রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায় সামনে আসতেই এবার বিজেপি এক দিনে ৭০টি সাংবাদিক বৈঠকের ঘোষণা করেছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, রাফাল নিয়ে রাহুলকে পাল্টা চাপে ফেলতে আগামিকাল সোমবার দেশের বিভিন্ন শহরে এই সাংবাদিক সম্মেলন করবেন দলের নেতা-মন্ত্রী-সাংসদরা। তাঁরা বোঝানোর চেষ্টা করবেন, রাফাল নিয়ে মোদীর বিরুদ্ধে 'ষড়যন্ত্র' করেছেন রাহুল গাঁধী। রাজনৈতিক ফায়দা তুল

ক্যানসারের ভুয়ো নথি দেখিয়ে আড়াই কোটি টাকা তুললেন এই মহিলা!

Image
চিকিৎসার খরচের নাম করেই দু'বছরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন জসমিন মিস্ত্রি। বছর দুয়েক ধরেই ক্রমাগত মিথ্যে কথা বলে টাকা আদায় করে যাচ্ছিলেন। কখনও প্রাক্তন স্বামী বা শাশুড়ি-ননদ, আবার কখনও বা নিজের বয়ফ্রেন্ডের কাছ থেকে। সকলেরই কাছেই ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার গল্প ফেঁদেছিলেন। সেই চিকিৎসার খরচের নাম করেই দু'বছরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। আর বেশির ভাগ টাকাই খরচ করেছেন রকমারি ব্যাগ কিনে। অবশেষে ধরা পড়ে গেলেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত ইংল্যান্ডের ওই মহিলাকে প্রতারণার দায়ে চার বছরের জেলে পাঠিয়েছে আদালত। পুলিশ জানিয়েছে, ছত্রিশ বছরের জসমিন মিস্ত্রি আসলে স্বভাবগত ভাবেই মিথ্যে কথা বলেন। ২০১৩ সালে প্রথম বার প্রাক্তন স্বামী বিজয় কাটেচিয়ার কাছে জানান, তিনি মারণ রোগ ব্রেন ক্যানসারে আক্রান্ত। তার সমর্থনে বিজয়ের হোয়াট্‌সঅ্যাপে চিকিৎসকের বেশ কয়েকটি মেসেজও পাঠিয়ে দেন। এর বছরখানেক পর ‌ জসমীন বিজয়কে জানান, ব্রেন ক্যানসারের শেষ স্টেজে রয়েছেন তিনি। আর মাত্র ছ'মাস বাঁচার আশা রয়েছে তাঁর এবং আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে হবে। তবে তার জন্য পাঁচ লক্ষ পাউন্ডের প্রয়োজন। ভারতীয় মুদ্রায় যা প্রা

ইতিহাস গড়লেন সিন্ধু, ওকাহুরাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড ট্যুরে সোনা

Image
ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে জেতার পর সিন্ধু। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা আয়োজিত বি.ডব্লিউ.এফ ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে জাপানের নজমি ওকুহারাকে হারিয়ে ইতিহাস তৈরি করলেন পিভি সিন্ধু। প্রথম ভারতীয় হিসেবে এই খেতাব জিতে নজির সৃষ্টি করলেন তিনি। ফাইনালে সিন্ধুর পক্ষে ফলাফল ছিল ২১-১৯, ২১-১৭। এই বছরটা একদমই ভাল যায়নি সিন্ধুর জন্য। এই টুর্নামেন্টের আগে এই বছর আর কোনও টুর্নামেন্টই জিততে পারেননি তিনি। কিন্তু কথায় বলে, 'সব ভাল যার শেষ ভাল'। শুরু থেকেই চিনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ছন্দে ছিলেন সিন্ধু। শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্টেই অপরাজিত থেকে এই নজির গড়লেন তিনি। সাম্প্রতিককালে ভাল খেললেও টুর্নামেন্টের ফাইনালে উঠে বারবার হারছিলেন সিন্ধু। কিন্তু প্রতিবারেই তিনি জানিয়েছিলেন যে মানসিকতার কোনও সমস্যা নেই। ২০১৬ সালে রিও অলিম্পিক গেমস, গত বছর অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমস— প্রতিটি ফাইনালেই পরাজিত হয়ে 'সেকেন্ড গার্ল' হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছিল তাঁকে। কিন্তু ছবিটা বদলাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি। এদিনের জয়ে সেই ছবিই ধরা পড়েছে বারবার। গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলাতে পেরেই তাঁর এদিনের সাফ

ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল, ঘোষণা কংগ্রেসের

Image
মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর ভুপেশ বাঘেল। পাঁচ দিনের টানাপড়েনের অবসান। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল। ঘোষণা করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গে। মধ্যপ্রদেশ-রাজস্থানের জট কাটার পর শনিবারই ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করার কথা ছিল। শনিবার দিনভর দফায় দফায় ঝাড়খণ্ডের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন রাহুল গাঁধী। ছিলেন মুখ্যমন্ত্রীর দাবিদার চার নেতাও। কিন্তু জট কাটানো সম্ভব হয়নি। এরপর আজ রবিবার রায়পুরে ফিরে আসেন জয়ী বিধায়করা। সেখানে পরিষদীয় দলের বৈঠকেই ঠিক হয় মুখ্যমন্ত্রীর নাম ঠিক হয়। যদিও বাঘেলের সঙ্গেই দৌড়ে ছিলেন অনুরাগ সিংহদেও, চরণদাস মহন্ত ও তাম্রধ্বজ সাহু।  কিন্তু শেষ পর্যন্ত প্রদেশ সভাপতি তথা ওবিসি নেতা ভূপেশ বাঘেলকেই বেছে নিল কংগ্রেস। দলের প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়েও নিচু তলার কর্মীদের সঙ্গে মিশে যেভাবে তিনি দলকে টেনে তুলেছেন এবং বিজেপির ১৫ বছরের সরকারকে উৎখাত করেছেন, বাঘেল তারই পুরস্কার পেলেন বলে মত ওয়াকিবহাল মহলের।

উত্তাল বঙ্গোপসাগর, হ্যাভলকে ব্যাহত উপকূলরক্ষী বাহিনীর উদ্ধারকাজ

Image
খবর আসার পর প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত৷ কিন্তু খারাপ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় এখনও উদ্ধার করা গেল না হ্যাভলক দ্বীপে আটকে পড়া অধিকাংশ পর্যটককে৷ সূত্রের খবর, শনিবার সন্ধ্যা পর্যন্ত মাত্র কয়েকজনকেই উদ্ধার করতে পেরেছে উপকূলরক্ষী বাহিনীর উদ্ধারকারী দল৷ বাকিরা এখনও আটকে রয়েছেন হ্যাভলক দ্বীপেই৷ উদ্ধারকার্যে গতি আনতে রবিবারও আরও দু'টি ভ্যাসেল রওনা দিচ্ছে হ্যাভলকের উদ্দেশে৷ দ্রুততার সঙ্গে বেশি সংখ্যক মানুষকে ওই দ্বীপ থেকে বের করে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ উদ্ধারকারীদের কাছে৷ বঙ্গোপসাগরে খারাপ আবহাওয়ার জেরে ঘুরতে গিয়ে আন্দামানের হ্যাভলক দ্বীপে আটকে পড়েছেন অন্তত ১২০০ জন বাঙালি পর্যটক৷ আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন অন্য রাজ্যের পর্যটকও৷ অনেক চেষ্টায় শুক্রবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে সফল হন তাঁরা৷ খবর পাওয়া মাত্রই উদ্ধারকার্যে তৎপর হয় প্রশাসন৷ ঘটনাস্থলে যায় উপকূলরক্ষী বাহিনী৷ শনিবারই হ্যাভলকের উদ্দেশ্যে রওনা দেয় দু'টি বড় ভ্যাসেল৷ বঙ্গোপসাগরে খারাপ আবহাওয়ার জন্য যেহেতু বিমান চলাচল বন্ধ, তাই ভ্যাসেলে করে পর্যটকদের পোর্ট ব্লেয়ারে নিয়ে আসার পরিকল্পনা ছিল উদ্ধারকারীদ

সন্ত্রাস দমনে আন্তর্জাতিক চুক্তি করল পাকিস্তান

Image
কাবুল: সন্ত্রাসবাদ বিশ্বের অন্যতম প্রধান এবং জ্বলন্ত সমস্যা। সেই সমস্যা সমাধানের বিশয়ে বিভিন্ন সময়ে নানাবিধ বৈঠক এবং চুক্তি করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা। সেই পথে হেঁটে পড়শি দুই দেশের সঙ্গে চুক্তি করল পাকিস্তান।   অবাক লাগলেও বিষয়টির মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই। সন্ত্রাসবাদের মোকাবিলায় চিন এবং আফগানিস্তানের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান। তিন দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে মৌ চুক্তি। আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে হয়েছে তিন দেশের প্রতিনিধিদের ত্রিপাক্ষিক বৈঠক। উপস্থিত ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং আফগামিস্তানের বিদেশমন্ত্রী সালাউদ্দিন রব্বানিও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। চুক্তি স্বাক্ষরের সময়ে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি। তিন দেশের প্রতিনিধিই সন্ত্রাসের মোকাবিলায় যাবতীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সম্মত হয়েছেন। একই সঙ্গে তিন দেশের পারস্পরিক উন্নতির স্বার্থে কাঁধে কাঁধ মিল্যে চলার বিষয়ে সহমত পোষণ করেছেন। সন্ত্রাসবাদের মোকাবিলায় চিন এবং পাকিস্তানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ক

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'পেথাই', শীতে ভাসাতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়

Image
দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর থাকা গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় পেথাই-এ পরিণত হয়েছে। যা উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। ঘন্টায় বেগ ১৭ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের অবস্থান শনিবার রাতে ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল শ্রীলঙ্গার ত্রিঙ্কোমালি থেকে ৪৪০ কিমি পূর্ব-উত্তর পূর্বে এবং চেন্নাই থেকে ৫৫০ কিমি দক্ষিণ পূর্বে। অন্ধ্রপ্রদেশের ৭২০ কিমি দক্ষিণ -দক্ষিণপূর্বে অবস্থান ছিল সেটির। আগামী ২৪ ঘন্টায় সেটি অতি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস।     অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৭ ডিসেম্বর বিকেলের মধ্যে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কাঁকিনাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। প্রবল বৃষ্টির সতর্কবার্তা ঘূর্ণিঝড় পেথাই-এর প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-একটি জায়গায় প্রবল বৃষ্টির সম্ভানা রয়েছে ১৭ ডিসেম্বর অর্থাৎ সোমবার। এছাড়াও মঙ্গলবারঅর্থাৎ ১৮ ডিস

পরিবেশ আদালতের নির্দেশেই ফের খুলছে তুতিকোরিনের স্টারলাইন কারখানা

Image
ফের খুলতে চলেছে তামিলনাড়ুর বেদান্ত স্টারলাইন কারখানা। পরিবেশ দূষণের অভিযোগে স্টারলাইন তামার কারখানা বন্ধের দাবিতে উত্তাল হয়েছিল রাজ্য। পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল ১৩ জন আন্দোলনকারীর। তারপরেই সরকারি নির্দেশিকা জারির জেরে বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সরকারের সেই নির্দেশিকা খারিজ করে ফের কারখানা খোলার অনুমতি দেয় দেশের সর্বোচ্চ পরিবেশ আদালত। কারখানা খোলার অনুমতি দেওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় তিন বছরের মধ্যে ১ কোটি টাকা খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাকে। কারখানা সংলগ্ন এলাকা এবং গ্রামাঞ্চলের বাসিন্দাদের জন্য হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা চালু করতে হবে বেদান্ত সংস্থাকে। এমনকী এলাকার লোকেদের প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করতে হবে। যদিও তামিলনাড়ুর এডিএমকে সরকার এই কারখানা খোলার ঘোর বিরোধী ছিল। রাজ্যের পরিবেশমন্ত্রী কেসি কুরুপ্পানান জানিয়েছেন, শীর্ষ আদালতে নাকি তাঁরা আগেই এই কারখানা খোলার বিরোধিতা করে আবেদন জানিয়েছেন। মে মাসে কারখানা বন্ধ হওয়ার সঙ্গেসঙ্গেই সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।  রাজ্য সরকারের এই পদক্ষেপের সিদ্ধান্ত খারিজ করে দিয়ে প

বিধায়কের গাড়ি চালাতে গিয়েই মরতে হল! আক্ষেপ জয়নগর শুট-আউটে মৃতের স্ত্রীর

Image
বেশ চলছিল তাঁদের। অটো চালিয়ে দু-পাঁচ টাকা যে থাকত, তাতেই সংসার চলে যাচ্ছিল। বিধায়কের গাড়ি চালাতে গিয়েই বাজ পড়ে গেল তাঁদের সংসারে। মানুষটাই চলে গেল চিরদিনের মতো। জয়নগর শুটআউট-কাণ্ডে মৃত গাড়ির চালক মইনুল মোল্লার স্ত্রী এক নিঃশ্বাসে বলে যাচ্ছিলেন কথাগুলো। তাঁর আক্ষেপ যাচ্ছে না কিছুতেই। মইনুলের স্ত্রী টুম্পা বলেন, আগে অটোই চালাত মইনুল। এই তিন মাস হল বিধায়কের গাড়ি চালাচ্ছে। আর এর মধ্যেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। টুম্পার আক্ষেপ, ও তো কোনও অপরাধ করেনি, ওকে কেন মারল। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার দুষ্কৃতীরা বিধায়কের গাড়ি লক্ষ্য করে শুটআউট করে, তখন গাড়িতে ছিলেন চালক মইনুল, সরফুদ্দিন ও আমিন সর্দার। বিধায়ক দু-কিলোমিটার দূরে পার্টি অফিসে নেমে গিয়েছিলেন। সিআইডি তদন্তে উঠে এসেছে, এই শুটআউটের মূল টার্গেট ছিলেন সরফুদ্দিন। গত বছর তৃণমূল নেতা গৌর সরকার ঘনিষ্ঠ খোকনকে খুন করা হয়েছিল, সেই খুনের ঘটনায় নাম জড়িয়েছিল সরফুদ্দিনের। কিন্তু সরফুদ্দিনকে গ্রেফতার করা হয়নি। সরফুদ্দিন বিধায়ক বিশ্বনাথ দাসের ঘনিষ্ঠ বলেই গ্রেফতার করা হয়নি বলেই অভিযোগ ছিল। ওই পুরনো শত্রুতার জেরে সরফুদ্দিনকে হত্যার চক্রান্ত কি না, ত

মোদী-হত্যার ছক কষেছিল এই জঙ্গি, বাংলার আদালতে ষড়যন্ত্রকারীর ফাঁসির সাজা

Image
একাধিক বিস্ফোরণের ঘটনায় তো জড়িত ছিলই, এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যারও ষড়যন্ত্র করেছিল সে। এমনই এক ষড়যন্ত্রকারী জঙ্গি শেখ সমীর ওরফে মহম্মদ নঈমকে মৃত্যুদণ্ড দিল বনগাঁ মহকুমা আদালত। বিচারক বিনয়কুমার পাঠক তাঁকে ফাঁসির সাজা শোনান। শনিবার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পরও সে বিচারককে জানায়, কোনও বিস্ফোরণে যুক্ত ছিলাম না। ২০০৭ সালের এপ্রিল মাসে পেট্রাপোল সীমান্তের একটি পরিত্যক্ত বাড়ি থেকে জঙ্গি সন্দেহে চারজনকে গ্রেফতার করে বিএসএফ। ধৃত মহম্মদ নইম ওরফে শেখ সমীর, মহম্মদ ইউনিস, শেখ আবদুল্লা ও মুজাফ্ফর আহমেদ রাঠোরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগসহ যুদ্ধ ঘোষণা, অস্ত্র মজুত-সহ কয়েকটি ধারায় মামলা রুজু করে। এই মামলায় বছর খানেক আগেই সমীর ছাড়া বাকি তিনজনের ফাঁসির সাজা ঘোষণা করেছিলেন বিচারক। এবার শেখ সমীরকেও একই সাজা শোনাল আদালত। সরকারি আইনজীবী জানান, শেখ সমীর পাক জঙ্গি সংগঠন লস্কর ই তইবার সক্রিয় সদস্য। তার বাড়ি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে। ২০০৫ সালে সে সৌদি আরবেও গিয়েছিল। সেখানেই তার সঙ্গে লস্কর এজেন্টের পরিচয় হয় বলে তদন্তকারীরা জানতে পারে। এরপর পাকিস্তানে গিয়ে

সর্বজিত খুনে অভিযুক্ত দুইজনকে বেকসুর খালাস পাক আদালতের

Image
ইসলামাবাদ: সর্বজিত সিং খুনে অভিযুক্ত দুইজনকে বেকসুর খালাস পাকিস্তান আদালতের৷ তাদের বিরুদ্ধে পাক জেলে বন্দি থাকাকালীন সর্বজিত সিংকে খুন করার কোনও প্রমাণ মেলেনি৷ তাই প্রমাণাভাবে তাদের বেকসুর খালাস করে পাক আদালত৷ গত পাঁচ বছর ধরে এই মামলার শুনানি চলছে৷ শনিবার লাহোরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জজ মহম্মদ মইন খোকর এই মামলার রায় দেন৷ দুই প্রধান অভিযুক্ত আমির তাম্বা ও মুদসরের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে চায়নি৷ অথবা পরে মামলা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন৷ এই অবস্থায় বিচারক জানান, আদালতে একজনও সাক্ষী এসে এটা জানায়নি যে দু'জনে ঘটনার সঙ্গে জড়িত৷ তাই প্রমাণাভাবে তাদের ছেড়ে দিল আদালত৷ দীর্ঘ বছর লাহোরের কোট লখপত জেলে বন্দি ছিলেন ভারতীয় নাগরিক সর্বজিত সিং৷ ৯০এর দশকে শুরুতে লাহোর ও ফয়জলবাদে বোমা বিস্ফোরণ ঘটনায় সর্বজিতের নাম উঠে আসে৷ সেই ঘটনায় তাঁকে মৃত্যুদণ্ড দেয় পাক আদালত৷ ২০১৩ সালে এই লখপত জেলেই অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর৷ সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উঠে আসে আমির তাম্বা ও মুদসরের নাম৷ শনিবার তাদের জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করানো হয়৷ এর আগে সর্বজিত খুনের তদন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যষ্ঠ, কেরিয়ারের ২৫তম সেঞ্চুরি কিং কোহালির

Image
বিরাট কোহালি মিচেল স্টার্কের বলে বলিষ্ঠ হাতে ছোট্ট পুশ। স্ট্রেট ড্রাইভ! বলটা বাউন্ডারি লাইন পেরোতেই স্কোরবোর্ডে বিরাট কোহালির নামের পাশে ফুটে উঠল ১০০ রান। পার্‌থের পিচে নিজের ২৫তম টেস্ট সেঞ্চুরি করে ফেললেন কিং কোহালি। আর সেই সঙ্গেই সমালোচকদের যেন আপাতত চুপ করিয়ে দিলেন। পার্‌থের পিচে কেন চার পেসার? এক জন বিশেষজ্ঞ স্পিনার নেই কেন? অজিদের স্বস্তি না দিলেও যশপ্রীত বুমরাকে কেন দ্বিতীয় দিনে আরও আগে বল করতে ডাকলেন না? বিরাটের দাপটের মাঝেও সমালোচকদের মুখে উঠে আসছিল এই সমস্ত প্রশ্ন। রবিবার এই সমস্ত প্রশ্নকেই পার্‌থের সোয়ান নদীর জলে ফেলে দিলেন ক্যাপ্টেন কোহালি। না! বরং বলা ভাল, ব্যাটসম্যান কোহালি। ২১৪ বলে ১১ চার দিয়ে সাজানো সংযমী ইনিংসের সেঞ্চুরিতে তাঁর স্ট্রাইক রেটটা দেখুন! পঞ্চাশেরও নীচে। কতটা ধরে খেলেছেন তা বোঝাতেই এটা যথেষ্ট। শনিবার ভারতীয় ইনিংসের শুরুতে মাত্র ৫.১ ওভারে দুই ওপেনারকে হারিয়ে টিম ইন্ডিয়া যখন বিপদের খাদের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই চেতেশ্বর পূজারাকে নিয়ে হাল ধরেছিলেন। দিনের শেষে যখন প্যাভিলিয়নে ফিরছেন, তখন সঙ্গীবদল হয়েছে বটে, তবে টিম ইন্ডিয়াকে বিপর্যয়ের মুখে পড়ার হাত থেকে অনেকটাই

শালীর নগ্ন ছবি সোশ্যাল সাইটে, অভিযুক্ত জামাইবাবু!

Image
শালীর নগ্ন ছবি সোশ্যাল সাইটে তুলে দেওয়ার অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। যার ফলে ২২ বছরের ওই তরুণীর বিয়েও ভেঙে গেছে বলে খবর। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাস্ত্রাপুর এলাকায়। অভিযুক্ত জামাইবাবুর বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শালী আর জামাইবাবুর মধ্যে পরিচয় হয়েছিল একবছর আগে। সেখান থেকে ওই দুজনের মধ্যে সাধারণ কথাবার্তা হতে থাকে। ক্রমেই শুরু হয় ভিডিও কল। 'বিশ্বাসের' ওপর ভিত্তি করে শালীর নগ্ন ছবিও দাবি করে জামাইবাবু। একপ্রকার 'বাধ্য' হয়েই তা পাঠায় ওই তরুণী। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। গন্ডগোলের সূত্রপাত হয় মাস ছয়েক আগে। ওই তরুণীর বিয়ে ঠিক হলে সে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। কিন্তু অভিযুক্ত জামাইবাবু কিছুতেই মানতে পারেনি বিষয়টা। তরুণীর নগ্ন ছবি সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে। তাতেও কাজ না হওয়ায় সত্যি সেই ছবি একদিন সোশ্যাল সাইটে দিয়ে দেয় সে। পাঠিয়ে দেয় ওই তরুণীর হবু স্বামীকেও। যার ফলে বিয়ে ভেঙে যায় তরুণীর। এরপরই পুলিশের কাছে অভিযোগ জানায় সে।

ক্রাইমের বই পড়ে স্বামীকে খুনের ছক অনিন্দিতার!

Image
বিধাননগর:  নিউটাউনের আইনজীবী রজত দে খুনের দু'দিন আগে থেকেই অপরাধবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন স্ত্রী অনিন্দিতা। শ্বাসরোধ করে কীভাবে খুন করা যায়, তেমন ধরনের বেশ কিছু বই পড়েছিলেন তিনি। রীতিমতো গবেষণা করেছিলেন তিনি। ইন্টারনেটেরও সাহায্য নিয়েছিলেন। এমনিতে অনিন্দিতাও আইনের ছাত্রী হওয়ায় বিষয়টিতে দখল নিতে বেশি সময় লাগেনি। গোয়েন্দা কাহিনির উপর তাঁর ঝোঁক বেড়ে গিয়েছিল আচমকাই। পুলিশের একটি সূত্র এমনটাই জানিয়েছে। রজত দে খুনের পুনর্নির্মাণ করতে গিয়েই অনিন্দিতা পাল দে-র এমন বয়ান এসেছে বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান অনেকটাই স্পষ্ট হয়েছে। পুলিশ মনে করছে, তর্কাতর্কি ও কথা কাটাকাটির পর পিছন থেকে রজতের গলায় ব্যাটারির চার্জার পেঁচিয়ে ধরে অনিন্দিতা। আচমকা এমনভাবে পেঁচিয়ে ধরায় পড়ে যান রজত। মাথায় ও দুই হাতের কনুইয়ে চোট পান। ময়নাতদন্তের রিপোর্টেও মৃত রজতকুমার দে-র গলায় সরু ফাঁসের চিহ্নের উল্লেখ ছিল। দৃঢ় অনুমান, মোবাইল চার্জ দেওয়া কর্ড (তার) গলায় পেঁচিয়ে খুন করা হয়েছে। দেড় বছরের একটি ফুটফুটে শিশু রয়েছে তাঁদের। আর্থিকভাবে সচ্ছল একটি পরিবার। দু'জনেই উচ্চশিক্ষিত। সেখানে খুনের মতো

সীমান্তে স্মাগলিং করা হচ্ছিল অস্ত্র, উদ্ধার করল BSF

Image
উদ্ধার হওয়া অস্ত্র       কলকাতা : ইন্দো-বাংলাদেশ সীমান্তে পাচার হচ্ছে অস্ত্র। অভিযোগটা বহুদিনের। নব্য জামাত কিংবা জামাতুল মুজাহিদিন ইন্ডিয়ার একাধিক জঙ্গিদের কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গ্রেপ্তার করার পর সামনে এসেছিল তথ্য। এবার BSF উদ্ধার করল ১২টি এয়ারগান, পিস্তলের যন্ত্রাংশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়া সীমান্তের কৃষ্ণগঞ্জ এলাকায়। বর্ডার সিকিউরিটি ফোর্স সূত্রে খবর, গতকাল কৃষ্ণগঞ্জ সীমান্তে ৩ সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি টের পায় বাহিনীর সদস্যরা। তারা ৪টি ব্যাগ নিয়ে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ভারতের দিকে আসছিল। তাদের চ্যালেঞ্জ করে BSF জওয়ানরা। সুবিধে করতে না পেরে তারা ওই ৪টি ব্যাগ ফেলে পালায়। সেই ব্যাগগুলি খুলে চোখ কপালে ওঠে জওয়ানদের। তাতে পাওয়া যায় অস্ত্রশস্ত্র। দেখা যায় ব্যাগগুলোতে রয়েছে ১২টি এয়ার গান, বন্দুকের ৪৭০টি যন্ত্রাংশ। সীমান্ত এলাকার কলাগাছ এবং বাঁশ বাগানের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা পালায় বলে জানিয়েছে BSF। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই বছর BSF এখনও পর্যন্ত উদ্ধার করেছে ২২টি পিস্তল, ৬১টি কার্তুজ ও ১৮টি ম্যাগাজিন। তবে প্রশ্ন উঠেছে, কৃষিজমি, বাগান ক

‘৪৭ বছরে আচ্ছে দিন দিতে পারেনি কংগ্রেস, মোদিজী ৪ বছরে কী করবে ?’

Image
কলকাতা: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল ভালো হয়নি৷ ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশে সরকারের পতন বিজেপির মেরুদন্ড ভেঙে গিয়েছে বলে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে কংগ্রেস৷ দেশের 'হিন্দি হার্টল্যান্ডে'বিজেপির এই পরাজয় কংগ্রেসকে জাতীয় রাজনীতিতে বাড়তি অক্সিজেন জুগিয়েছে৷ রাজনৈতিক মহলের বক্তব্য, আজ ভারতীয় জনতা পার্টির যে ব্যাপ্তি বা প্রসার তা অনেকটাই, গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং পরবর্তীকালে ছত্তিশগড়ের জন্য৷ ২০০৪ সালে অটলবিহারী বাজপেয়ী ক্ষমতাচ্যুত হয়েছিলেন৷ বিজেপি সারা ভারত থেকে ৯১টি আসন পেয়েছিল৷ তারমধ্যে ৭০টি আসন এসেছিল এই চার রাজ্য থেকে৷ মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড় বিজেপির হাত থেকে গিয়েছে৷ গুজরাতে কংগ্রেসের কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে পার্টি৷ এটাও মনে রাখা প্রয়োজন, রাজস্থান বাদে বাকি তিনটি রাজ্যে দুই দশক ধরে ক্ষমতা ধরে রেখেছিল বিজেপি৷ তবে সাম্প্রতিক খারাপ ফলাফল এবং সংসদ ও সংদের বাইরে রাফায়েল চুক্তির গড়মিল নিয়ে বিপাকে রয়েছে বিজেপি ৷ যদিও রাফায়েল নিয়ে সর্বচ্চ আদালতের রায় বিজেপিকে কিছুটা স্বস্তি দিয়েছে ৷ কিন্তু বিজেপি নেতৃত্ব ভালো করেই জানে

বান্ধবীকে খাটে বেঁধে কিশোরীকে ধর্ষণ! ফাঁকা বাড়ির সুযোগে নারকীয় নির্যাতন মুর্শিদাবাদে

Image
বাবা-মা কেউ বাড়িতে ছিলেন না। একলা মেয়েকে রেখে তাঁরা গিয়েছিলেন আত্মীয় বাড়ি। আর মেয়ের সঙ্গে রেখে গিয়েছিলেন তারই এক বান্ধবীকে। একথা জানতে পেরে গিয়েছিল প্রতিবেশী এক যুবক। সেই সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে বান্ধবীকে বেঁধে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়ির মহম্মদবাজারে। নিগৃহীতা কিশোরী সপ্তম শ্রেণির ছাত্রী। এই ঘটনার পর কিশোরীর বাবা মহম্মদবাজার থানার অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক সে। কিশোরীর মেডিকেল টেস্ট করানো হয়েছে। অভিযোগ, কিশোরীর বাবা-মা আত্মীয়ের বাড়ি যাওয়ার পর দুপুরে খোঁজ নিয়ে ওই যুবক জানতে পারে বাড়িতে কেউ নেই। এরপর সেই সুযোগ নিয়ে রাতে কিশোরীর বাড়িতে ঢোকে সে। কিশোরীর বান্ধবীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলে। এরপর বান্ধবীর চোখের সামনেই কিশোরীকে ধর্ষণ করে ওই যুবক। এরপর কাউকে এই ঘটনা জানালে, তাকে ও পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সে। এরপর আতঙ্কে নির্যাতিতা কিশোরী ও তার বান্ধবী কাউকে কিছু বলতে সাহস করেনি। পরে বান্ধবীটিই সাহস করে সমস

নভজ্যোত সিং সিধুকে ১০০০ কোটি টাকার মানহানির নোটিস পাঠাল ZEE NEWS

Image
জি মিডিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর বিরুদ্ধে ১০০০ কোটি টাকার মানহানির নোটিস পাঠাল ZEE News। নোটিসে স্পষ্ট লেখা হয়েছে, ক্ষমা না চাইলে সিধুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজস্থানে সিধুর সভায় উঠেছিল 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান। সভার ওই অংশের ভিডিওটি সম্প্রচার করেছিল জি নিউজ। সেই সংক্রান্ত মামলাতেই সিধুকে আইনি নোটিস পাঠানো হল।   রাজস্থানের আলওয়ারে নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন নভজ্যোত সিং সিধুর। ওই সভাতেই ওঠে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান। দেশবিরোধী এই খবরটি সম্প্রচার করে জি নিউজ। এরপর জি নিউজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন সিধু।  এই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে পঞ্জাবের মন্ত্রী সিধু ও আরও কয়েকজন কংগ্রেস নেতার বিরুদ্ধে যাবতীয় নথি জমা দিয়েছে জি নিউজ। এর মধ্যে রয়েছে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ও কংগ্রেস নেতা করণ সিং যাদব। রাষ্ট্রবিরোধী শক্তিকে দেশবিরোধী স্লোগান দিতে উত্সাহিত করে কংগ্রেস নেতারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগপত্র উল্লেখ করা হয়েছে। কংগ্রেস নেতাদের বিরুদ্ধের তদন্তের দাবিও করেছে জি নিউজ।

তরুণীর ফোন নম্বর, ছবি-সহ অশ্লীল লিফলেট

Image
তাঁর হোয়াট্সঅ্যাপ নম্বর ও ছবি-সহ অশ্লীল কথাবার্তা লিখে লিফলেট ছাপানো হয়েছে বলে অভিযোগ করলেন এক তরুণী। শনিবার বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তথ্যপ্রযুক্তি সংস্থার ওই কর্মী। ২৮ বছরের ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন বৃহস্পতিবার রাতে। তিনি তখন অফিসে ছিলেন। তাঁর কাছে একটি ফোন আসে। নম্বরটি অচেনা বলে তিনি ধরেননি। বেশ কয়েক বার ফোন আসায় শেষমেশ ওই তরুণী নম্বরটি ব্লক করে দেন। এর পরে তাঁর হোয়াট্সঅ্যাপে কথা বলার অনুরোধ জানিয়ে একটি বার্তা আসে। তাতেও কোনও উত্তর না দেওয়ায় ওই অচেনা নম্বর থেকে কয়েকটি ছবি পাঠানো হয়। তরুণী জানান, সেই ছবি ডাউনলোড করে তিনি চমকে ওঠেন। দেখেন, সোশ্যাল মিডিয়া থেকে তাঁর চারটি ছবি নিয়ে কেউ বা কারা একটি লিফলেট তৈরি করেছে। তাতে তরুণীর হোয়াট্সঅ্যাপ নম্বর, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের নাম দিয়ে আপত্তিকর নানা কথা লেখা রয়েছে। এ দিন ওই তরুণী বলেন, ''আমি ওই অপরিচিত নম্বরে ফোন করি। এক যুবক দাবি করেন, তিনি ট্যাংরার রাস্তায় লিফলেটটি পড়ে থাকতে দেখে আমাকে যোগাযোগ করেন।'' এর পরে শনিবার থানায় অভিযোগ করেন তিনি। এর আগেও এক বার দূরপাল্লার কোনও ট্রেনের শৌচা

আন্দামানে প্রবল ঝড়, আটকে কয়েকশো বাঙালি পর্যটক

Image
অপেক্ষা: আন্দামানের হ্যাভলক দ্বীপে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হচ্ছে শনিবার। ছবি উপকূলরক্ষী বাহিনীর সৌজন্যে। ঝোড়ো হাওয়া কমেছে কিন্তু সাগর এখনও উত্তাল। নাগরিক যোগাযোগও কার্যত বিচ্ছিন্ন। তাই উপকূলরক্ষী বাহিনীর উদ্ধারকারী জাহাজের অপেক্ষায় পথ চেয়ে বসে রয়েছেন আন্দামানের নীল ও হ্যাভলক দ্বীপে আটকে পর্যটকেরা। কয়েকশো বাঙালির পাশাপাশি সেই দলে রয়েছেন বিদেশি নাগরিকেরাও। মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল। সেই 'অতিথি' শনিবার রাতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে। তাইল্যান্ড তার নাম দিয়েছে পেতাই। ঘূর্ণিঝড়টি অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলের দিকে যাবে। তার জেরেই উত্তাল আন্দামান সাগর। তবে উপকূলরক্ষী বাহিনী সূত্রের খবর, শনিবার থেকে ঝো়ড়ো হাওয়ার দাপট কমেছে। সন্ধ্যা সাড়ে ছ'টা পর্যন্ত হ্যাভলক থেকে ৮০ জন বিদেশি নাগরিক-সহ ৩০৮ জনকে উদ্ধার করা হয়েছে। নীল দ্বীপ থেকেও শ'খানেক পর্যটককে উদ্ধার করে পোর্ট ব্লেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। রয়েছে ডুবুরি, উদ্ধারকারী নৌকাও। তবে দুই দ্বীপ মিলে এখনও প্রায় আড়াই হাজার পর্যটক আটকে রয়েছে। সাহায্যে নেমেছে আন্দামান পুলিশ-প্রশাসন। হ্যাভল

মেয়ের থেকেও বেশি স্নেহ! খুন করে ট্রলিব্যাগে তিন বছরের ভাইপোর দেহ পাচার কাকিমার

Image
মৃত শিশু সাকিব। (ডান দিকে) অভিযুক্ত কোহিনূর বিবি। বাড়ির সামনে খেলতে গিয়ে শুক্রবার সকালে 'নিখোঁজ' হয়েছিল তিন বছরের শিশুটি। রাতে মৃতদেহ মিলল তার কাকিমার এক আত্মীয়ের বাড়িতে, একটি ট্রলিব্যাগের ভিতর। সাকিব শেখ নামে হুগলির পান্ডুয়ার রওজাপাড়া এলাকার ওই শিশুটির ছোট কাকিমা কোহিনূর বিবি, তার আত্মীয় তাজমিনা বিবি এবং তাজমিনার স্বামী আজিজুল শেখকে শনিবার বিকেলে গ্রেফতার করা হয়। কোহিনূরকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে পান্ডুয়া থানায় বিক্ষোভ দেখায় জনতা। পুলিশের দাবি, জেরায় কোহিনূর জানিয়েছে, তার ধারণা ছিল, তার মেয়ের থেকে সাকিবকেই সবাই বেশি ভালবাসে। সে তা মানতে পারেনি। সে জন্যই সাকিবকে ঘরের ভিতরে গলায় ওড়না জড়িয়ে খুন করে। তার পর দেহটি ট্রলিতে ভরে পাচার করে দেয় ডেলোগাছি এলাকায় মাসতুতো দিদি তাজমিনার শ্বশুরবাড়িতে। শিশুটির বাবা আজিজ শেখ এবং তাঁর দুই ভাই মুম্বইতে সোনা-রুপোর কাজ করেন। শুক্রবার সকাল সাড়ে ন'টা নাগাদ সাকিব 'উধাও' হয়। দুপুরে পান্ডুয়া থানায় অভিযোগ জানান তার মা শবনম বিবি। সাকিবের অপহরণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শুরু হয় তল্লাশি। সন্ধ্যায় পুলিশ খবর পায়, ডেলোগাছিতে তাজমিনার শ

জনসন বেবি পাউডারে অ্যাসবেস্টস! রিপোর্টে বিতর্ক

Image
তিন দশকেরও বেশি তারা জানত যে অ্যাসবেস্টস রয়েছে তাদের পণ্যে। যা শরীরে ঢুকলে হতে পারে ক্যানসার। সম্প্রতি রয়টার্সের এক রিপোর্টে দাবি, এই তথ্য লুকিয়েই বছরের পর বছর বেবি পাউডার বিক্রি করেছে জনসন অ্যান্ড জনসন। যাবতীয় অভিযোগ উড়িয়ে যদিও জনসন জানিয়েছে, রিপোর্ট একপেশে ও মিথ্যা। তাদের পণ্য সম্পূর্ণ নিরাপদ। মেসোথেলিয়োমা নামে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন টেক্সাসের বাসিন্দা ডারলিন কোকার।  খনি বা কারখানায় কাজ করার সময়ে অ্যাসবেস্টস কণা শরীরে ঢুকলে এই ক্যানসার হয়। তা হলে কী ভাবে অ্যাসবেস্টসের সংস্পর্শে এলেন কোকার? চিকিৎসকরা জানান, বছরের পর বছর দুই মেয়েকে জনসনের যে পাউডার মাখিয়েছেন তিনি, তারই কণা বিষিয়ে দিয়েছে তাঁর শরীর। জনসনের বিরুদ্ধে মামলা ঠোকেন কোকার। কিন্তু জনসন আদালতে সংস্থার গোপন তথ্য পেশ না করায় মামলাটি খারিজ হয়ে যায়। কিন্তু আমেরিকা-সহ গোটা বিশ্বে জনসনের বিরুদ্ধে হওয়া একের পর এক মামলায় ১৯৯৯ সালে সংস্থার নানা নথি, গোপন তথ্য, পরীক্ষার রিপোর্ট আদালতে তুলে দিতে বাধ্য হয় জনসন। অন্তত ১২ হাজার মামলাকারী, যাঁদের অধিকাংশই মহিলা অভিযোগ করেন, জনসনের পাউডার ব্যবহার করে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়েছেন তাঁরা