ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল, ঘোষণা কংগ্রেসের

মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর ভুপেশ বাঘেল।

পাঁচ দিনের টানাপড়েনের অবসান। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল। ঘোষণা করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গে।

মধ্যপ্রদেশ-রাজস্থানের জট কাটার পর শনিবারই ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করার কথা ছিল। শনিবার দিনভর দফায় দফায় ঝাড়খণ্ডের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন রাহুল গাঁধী। ছিলেন মুখ্যমন্ত্রীর দাবিদার চার নেতাও। কিন্তু জট কাটানো সম্ভব হয়নি। এরপর আজ রবিবার রায়পুরে ফিরে আসেন জয়ী বিধায়করা। সেখানে পরিষদীয় দলের বৈঠকেই ঠিক হয় মুখ্যমন্ত্রীর নাম ঠিক হয়।

যদিও বাঘেলের সঙ্গেই দৌড়ে ছিলেন অনুরাগ সিংহদেও, চরণদাস মহন্ত ও তাম্রধ্বজ সাহু।  কিন্তু শেষ পর্যন্ত প্রদেশ সভাপতি তথা ওবিসি নেতা ভূপেশ বাঘেলকেই বেছে নিল কংগ্রেস। দলের প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়েও নিচু তলার কর্মীদের সঙ্গে মিশে যেভাবে তিনি দলকে টেনে তুলেছেন এবং বিজেপির ১৫ বছরের সরকারকে উৎখাত করেছেন, বাঘেল তারই পুরস্কার পেলেন বলে মত ওয়াকিবহাল মহলের।