Posts

Showing posts from January 7, 2019

অধ্যাপকদের অবসরের বয়সসীমা বেড়ে হল ৬৫

Image
কলকাতা: অধ্যাপকদের অবসরের বয়স বাড়ছে৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্যে অধ্যাপকদের অবসরের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করা হবে৷ অবসরের বয়স বাড়ানো হচ্ছে উপাচার্যদেরও৷ উপাচার্যের অবসরের বয়স হবে ৭০ বছর ও সহ-উপাচার্যদের অবসরের বয়সও ৭০ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 'শিক্ষকরা মানুষ তৈরি করেন৷ তাঁদের অবদান অনস্বীকার্য৷ বহু কৃতী কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন৷ বিদ্যাসাগর, গান্ধিজির নামে চেয়ার হবে৷' এরপরই আরও একটি বড় ঘোষণায় মুখ্যমন্ত্রী জানান, নদিয়ায় গড়া হবে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়৷ প্রেসিডেন্সির সমাবর্তন বিতর্ক নিয়ে মমতা বলেন, 'প্রেসিডেন্সির সমাবর্তন ক্যাম্পাসে হবে না, এটা ভাবতেই পারি না৷ আমি শুনেছি, প্রেসিডেন্সির সমাবর্তনের জন্য রাজভবন নেওয়া হয়েছে৷ এই গুলি কেন হবে? সমাবর্তনে রাজ্যপাল গেলে আপত্তি কেন? আমি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করি৷ সংকীর্ণতা ভেঙে ফেলা উচিত৷'

বিজয় মালিয়াকে লোকসভা ভোটের আগেই দেশে ফেরাবে সরকার, চলছে তারই প্রস্তুতি

Image
ঋণখেলাপি মামলায় অভিযুক্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লিকার ব্যারন বিজয় মালিয়াকে লোকসভা ভোটের আগে দেশের ফেরানোর চেষ্টা করবে কেন্দ্র সরকার। সূত্রের খবর, কূটনৈতিক প্রভাব তৈরি করে ব্রিটেন থেকে বিজয় মালিয়াকে ভারতে ফিরিয়ে আনতে তৎপরতা চালাচ্ছে কেন্দ্র। গত ৫ জানুয়ারি বিজয় মালিয়াকে পলাক ঋণখেলাপী হিসাবে ঘোষণা করে মুম্বইয়ের আদালত। যার পর থেকে বিজেপি বারবার বলার চেষ্টা করে এসেছে কীভাবে অর্থনৈতিক অপরাধ বা দুর্নীতি করে দেশ ছাড়া অপরাধীদের আইনের পাঠ পড়াতে চেষ্টা চালাচ্ছে। সেই সূত্রেই লোকসভা ভোটের আগে বিজয় মালিয়াকে দেশে ফেরত আনতে পারলে কেন্দ্র সরকার অ্যাডভান্টেজে থাকবে। মালিয়া ব্যাঙ্কের কনসর্টিয়াম থেকে ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়ে শোধ না করে পালিয়েছেন বলে অভিযোগ। ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার আইন মোতাবেক তাকে পলাতক ঋণখেলাপী ঘোষণা করা হয়েছে। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট মোতাবেক এখন বিজয় মালিয়ার সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে। তিনি ২০১৬ সালে মার্চ মাসে দেশ ছেড়ে পালিয়ে লন্ডনে গিয়ে থাকছেন। গত ডিসেম্বরে লন্ডনে আদালত জানায়, মালিয়াকে দেশে ফেরত পাঠিয়ে বিচার করা যেতে পারে। তারপরই তাঁকেই লোকসভা ভোটের আগে দেশে ফেরাতে

চাকরিতে এবার সংরক্ষণ জেনারেলদের জন্যও, নতুন সিদ্ধান্ত কেন্দ্রের

Image
মোদী সরকারের নতুন সিদ্ধান্ত। এবার সংরক্ষণের আওতায় থাকবেন জেনারেল ক্যাটাগরিও লোকসভা ভোটের আগেই কেন্দ্রের নতুন কল্পতরু সিদ্ধান্ত। জেনারেল ক্যাটাগরির মধ্যে যাঁরা আর্থিক ভাবে পশ্চাৎপদ, তাঁদের এই নিয়ম আনা হচ্ছে। মোট ১০ শতাংশ সংরক্ষণ করতে চলেছে মোদী সরকার। শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে এই সংরক্ষণ করা হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়ে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। স‌ংবিধান সংশোধন করেই এই নয়া নিয়ম চালু করবে কেন্দ্র। মঙ্গলবার শীতকালীন অধিবেশনের শেষ দিন। অনুমান করা হচ্ছে, ওই দিনই আইনসভায় পেশ করা হতে পারে সংশোধনীটি। কারা এই সংরক্ষণের আওতায় পড়বেন— • আট লক্ষের নীচে বার্ষিক আয় যাদের। • পাঁচ হেক্টরের নীচে চাষের জমি থাকতে হবে। • নিজের বাড়ি হাজার স্কোয়ার ফিটের কম হলে। • মিউনিসিপ্যালিটি অঞ্চলে বাড়ি থাকলে ১০৯ গজের কম জায়গায় বাড়ি থাকতে হবে। • মিউনিসিপ্যালিটির আওতায় নেই, এমন এলাকায় বাড়ি থাকলে ২০৯ গজের কম জায়গায় বাড়ি থাকতে হবে।   তবে গোটা বিষয়টি নিয়ে বিজেপিকে পালটা তোপ দেগেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। লোকসভা ভোটের আগে ভোটের জন্য এই সংশোধনী আনা হচ্ছে বলে অভিযোগ করছেন বিরোধী নেতারা।

ধৃত নাইজেরিয়ানকে জেরা করে জাল পাসপোর্ট-ভিসা চক্রের হদিশ পেতে মরিয়া পুলিশ

Image
কলকাতা : ধৃত নাইজেরিয়োন কে পুলিশ হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করছে কলকাতা পুলিশ। রবিবার তাকে গ্রেফতার করার পর আরও একবার স্পষ্ট হয়ে গেল শহরে জাল ভিসা এবং পাসপোর্ট তৈরির চক্র এখন সক্রিয় ভাবে বেআইনি কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এর আগেও পুলিশ কর্তারা জানতে পেরেছিলেন বাংলা ছবিতে অভিনয়ের জন্য হোক বা ফুটবল খেলতে প্রায়শই শহরে এসে থাকেন নাজেরিয়োরা। এমনকি তাদের ভিসার মেয়াদ শেষ হলেও জাল ভিসা তৈরি করে দিনের পর দিন শহরেই থেকে যাচ্ছে এই ব্যাক্তিরা। তার পাশাপাশি শহরে মাদক পাচার থেকে শুরু করে বিভিন্ন বেআইনি কাজের সঙ্গে জড়িয়ে পরে অনেক নাইজেরিয়রা। আর তাদের জাল ভিসা পাসপোর্ট তৈরি করতে শহরের এই জালিয়াতরা সব সময় উদ্যোগী। এবার এই ধৃত কে জেরা করে শহরের জাল পাসপোর্ট এবং ভিসা তৈরির চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশের অনুমান শহরে সব থেকে বেশি নাইজেরিয়োরা জাল ভিসার সাহায্য থাকে। তাদের জাল পাসপোর্ট এবং ভিসা তৈরি করতে এই চক্রের সদস্যর সব সময় প্রস্তুত৷ মোটা অঙ্কের বিনিময়ে এই কাজ করে এই জালিয়াতরা৷ ধৃত এই নাইজেরিয়ো কে জেরা করে এই চক্রের সদস্যদের সূত্র খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা৷ রবিবার রবীন্দ্র

৪৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে ভারতে আসছে অনর ভিউ ২০

Image
ডিসেম্বরে চিনে অনর ভি ২০ ফোন লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল চিনের বাইরে বিশ্ব বাজারে এই ফোনের নাম হবে ভিউ ২০। জানুয়ারি মাসে প্যারিসে বিশ্ব বাজারে এই ফোন লঞ্চ চিনের কোম্পানিটি। ২২ জানুয়ারি প্যারিসে লঞ্চের পর ২৯ জানুয়ারি ভারতে আসবে অনর ভিউ ২০। ভারতে শুধুমাত্র অ্যামাজন থেকেই এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই অ্যামাজনে নতুন পেজ শুরু হয়েছে। সেখানে এই ফোনের বিবরনের সাথেই রয়েছে নোটিফাই বাটন। অনর ভিউ ২০ ফোনের ডিসপ্লের বাঁ দিকে উপরে একটি ছিদ্র থাকছে। ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আগামী ২২ জানুয়ারি অনর ভিউ ২০নামে বিশ্ব বাজারে আসছে এই স্মার্টফোন। অনর ভিউ ২০ ফোনে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নতুন MagicUI 2.0.1 স্কিন। এই ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ফ্ল্যাগশিপ Kirin 980 চিপসেট। সাথে থাকছে 6GB/8GB RAM আর 128GB/256GB স্টোরেজ। অনর ভিউ ২০ ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল Sony IMX586। সাথে থাকবে একটি থ্রি ডি টাইম টু ফ্লাইট সেন্সার। অনর ভিউ ২০ তে সেলফি তোলার জন্য একটি ২৫ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছ

‘বাতিল’ তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করলে জেল হবে অফিসারেরই, জানাল সুপ্রিম কোর্ট

Image
'অসংবিধানিক' তথ্য প্রযুক্তি আইনের ৬৬(এ) ধারা এখনও ব্যবহার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। গ্রেফতারও করা হচ্ছে। এই অভিযোগে দায়ের হওয়া একটি আবেদনে কেন্দ্রকে তীব্র ভর্ত্সনা করল সুপ্রিম কোর্ট। সোমবার তার রায়ে বিচারপতি রোহিংটন নরিম্যান এবং বিচারপতি বিনিত শরণের বেঞ্চ জানায়, তথ্য-প্রযুক্তি আইনের ৬৬(এ) ধারা 'অস্পষ্ট' এবং 'অসংবিধানিক' বলে বিবেচিত হয়েছে। ২০১৫ সালে এই ধারাটিকে বাতিল করা হয়। এরপরও ৬৬(এ) ধারায় ২২ জনের বেশি গ্রেফতার হয়েছে। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে কার্যত হুঁশিয়ারি সুরেই আদালত জানায়, যে সব অফিসার গ্রেফতারের নির্দেশ দিয়েছেন, এ বার তাঁদেরই জেলে পাঠানো হবে। পিপল'স ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ (পিইউসিএল) নামে একটি অলাভজনক সংস্থা তাদের আবেদনে জানায়, ন্যাশনাল ব্যুরো অব ক্রাইম, মিডিয়া রিপোর্ট-সহ একাধিক তথ্যের ভিত্তিতে দেখা গিয়েছে এখনও ৬৬ (এ) ধারা ব্যবহার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এই ধারাকে হাতিয়ার করে গ্রেফতার করা হয়েছে অনেককে। শ্রেয়া সিঙ্ঘল মামালার উল্লেখ করে ওই সংস্থা জানিয়েছে, শীর্ষ আদালতের রায়ের অবমাননা করা হচ্ছে। সুপ্রিম কোর্ট তা স্বীকার করে জানায়, দুর্ভাগ্যজনক

বয়সের ফারাক দু’মিনিটের, ক্যাটে দুই ভাই পেলেন ৯৯.৯৯ শতাংশ নম্বর

Image
অভিষেক এবং অনুভব গর্গ। একই দিনে জন্ম তাঁদের। এক জন অন্য জনের থেকে দু'মিনিটের বড়। একই সঙ্গে দিল্লি আইআইটিতে ভর্তি হয়েছিলেন। বসেছিলেন ২০১৮-র কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এও। ক্যাটের ফল প্রকাশ্যে আসতেই চমক! দুই ভাই অভিষেক এবং অনুভব গর্গ ৯৯.৯৯ শতাংশ করে নম্বর পেয়েছেন! ছোট ভাই অনুভব দাদা অভিষেকের থেকে মাত্র ০.২ শতাংশ নম্বর কম পেয়েছেন। সেই কিন্ডার গার্টেন থেকে এখনও অবধি কোনও পরীক্ষায় প্রথম ছাড়া আর কিছু হননি দু'ভাই। অভিষেকের কথায়, ''বার বার মক টেস্টে বসার মাধ্যমে সফল হওয়া যেতে পারে। সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি আমরা। বিশেষ করে কোয়ান্ট সেকশনে আমরা বেশি নজর দিয়েছিলাম।'' ম্যানেজমেন্টের রাস্তায় হাঁটার জন্য দু'জনকে উদ্বুদ্ধ করেছিলেন তাঁদের বাবা। অভিষেক-অনুভবের বাবা তরুণ গর্গ মারুতি সুজুকি ইন্ডিয়ার মার্কেটিং বিভাগের এগ্‌জিকিউটিভ ডিরেক্টর। এক সময়ে তিনি আইআইএম লখনউয়ের ছাত্র ছিলেন। অভিষেকের কথায়, ''ম্যানেজমেন্ট দুনিয়ায় আমার বাবার সাফল্যের কাহিনিই আমাদের এই কেরিয়ার বেছে নিতে উদ্বু্দ্ধ করেছে।'' সামনের বছরে যাঁরা পরীক্ষায় বসবেন তাঁদেরও সফল হওয়ার জন্য টো

খোলামেলা পোশাকে নাচতে বাধ্য করা হত, তারপর ধর্ষণ! বিহার হোম কাণ্ডে চার্জশিট সিবিআই-এর

Image
মুজাফ্ফরপুর হোমে যৌন নির্যাতন কাণ্ডের মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুর। হোমে 'অতিথি' এলেই বসত 'মজলিশ'। আবাসিক কিশোরীদের পরতে হত খোলামেলা পোশাক। তার পর উত্তেজক গানের সঙ্গে নাচ, এবং সব শেষে ধর্ষণ! কেউ রাজি না হলেই জুটত মার। বিহারের মুজফ্ফরপুররের হোমে নিয়মিত চলত এমনই যৌন অত্যাচার! সিবিআই-এর চার্জশিটে উঠে এসেছে এমনই বিস্ফোরক তথ্য। বিহারের মুজফ্‌ফরপুর সরকারি হোমে যৌন কেলেঙ্কারি কাণ্ডে মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের বিরুদ্ধে সম্প্রতি চার্জশিট পেশ করেছে সিবিআই। পকসো আদালতের অতিরিক্ত জেলা বিচারক আর পি তিওয়ারির এজলাসে পেশ করা ৭৩ পাতার ওই চার্জশিটের প্রায় ছত্রে ছত্রে রয়েছে হোমের কিশোরীদের উপর যৌন নির্যাতন ও ধর্ষণের বিবরণ। চার্জশিটে সিবিআই জানিয়েছে, 'অতিথি' এলেই কার্যত 'জলসা' বসত হোমে। হোমের কিশোরীদের সেজেগুজে খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হত। উত্তেজক ভোজপুরি গান চালিয়ে তার সঙ্গে নাচতে বলা হত। এর পর ওই কিশোরীদের উপর চলত যৌন নির্যাতন-ধর্ষণ। চার্জশিটে সিবিআই আরও জানিয়েছে, কেউ রাজি না হলে বা প্রতিবাদ করলেই পেটানো হত। ''প্রতিবাদীদের রাতে খাবার দেওয়া হত শুধু রুটি আর নুন।

মঙ্গল ও বুধবার রাজপথে ৩ হাজার পুলিস ফোর্স, বনধ রুখতে কড়া লালবাজার

Image
৮ ও ৯ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সিটুর ডাকা বনধ রুখতে কড়া পদক্ষেপ লালবাজারের।  বনধের দিন কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ।  মঙ্গল ও বুধবার শহরের রাস্তায় থাকবে অতিরিক্ত পুলিস ফোর্স। বনধে অশান্তি এড়াতে লালবাজারের পদক্ষেপ... কলকাতার রাস্তায় থাকছে তিন হাজার ফোর্স ৩০০ পুলিস পিকেট থাকছে শহরের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে বাহিনী মোতায়েন থাকবে অফিসপাড়া, রয়টার্স, ফেরিঘাট, মেট্রো স্টেশন চত্বর, বড়োবাজার এলাকা, বাস টার্মিনাসগুলিতে অতিরিক্ত পুলিস মোতায়েন থাকবে  লালবাজারের তরফে স্পষ্ট করা হয়েছে, বনধের নামে  কোনও গুণ্ডামি বরদাস্ত করা হবে না। জোর করে রাস্তা আটকালে বা গুণ্ডামি করলে কিংবা সরকারি সম্পত্তি নষ্ট করলে  ত ত্ক্ষণাত্ গ্রেফতার করা হবে। মঙ্গলবার সকাল থেকে এইচআরএফএস (হিউম্যান রাইটস ফার্স্ট সোস্যাইটি)  ও আরএফএস টিম মোতায়েন থাকবে।  লালবাজারের কন্ট্রোল রুম থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হবে।

উচ্চবর্ণের আর্থিক দুর্বলদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ! ভোটের মুখে কল্পতরু মোদী সরকার

Image
লোকসভা ভোটের আগে আর্থিক ভাবে পিছিয়ে পড়া সাধারণ শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। লোকসভা ভোটের মুখে ফের কল্পতরু মোদী সরকার। এ বার উচ্চবর্ণের আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য চাকরি ও শিক্ষায় ১০ শতাংশ সংরক্ষণের প্রস্তাবে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই অনুযায়ী সংবিধান সংশোধন করবে সরকার। কাল মঙ্গলবারই সংসদে সেই বিল পেশ হবে বলে সূত্রের খবর। ভোটের দিকে তাকিয়ে শেষ বেলায় বিজেপির 'গিমিক', কড়া সমালোচনা কংগ্রেস-সহ বিরোধীদের। পতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেলের মন্তব্য, ''মোদীর কফিনে শেষ পেরেক।''বিল পেশ হলেও এই সরকার তা পাশ করতে পারবে কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। জাতি বা শ্রেণি নয়, আর্থিক অবস্থার প্রেক্ষিতে সংরক্ষণের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিল এনডিএ-র শরিক শিবসেনা। কিন্তু মোদী জমানার সাড়ে চার বছরে তাতে কার্যত কর্ণপাত করেনিবিজেপি। এবার পাঁচ বছরের মেয়াদ শেষের আগে উচ্চ বর্ণের জন্য সংরক্ষণে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাতে বলা হয়েছে, আর্থিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের নাগরিকদের জন্য চাকরি ও শিক্ষাক্ষেত্রে ভর্তিতে ১০ শতাংশ সংরক্ষণ করা

ভারতে ৬৫ ইঞ্চির বিশাল টিভি লঞ্চ করছে XIAOMI!

Image
এ বার ঘরে বসেই বড় স্ক্রিনে সিনেমা বা খেলা দেখার সুযোগ পাবেন আপনি। কারণ, ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে ৬৫ ইঞ্চির টিভি। ৬৫ ইঞ্চির টিভি ভারতের বাজারে আনছে Xiaomi। সম্প্রতি এ কথা টুইট করে জানিয়েছেন ভারতে Xiaomi-র প্রধান মনু কুমার জৈন। এই মুহূর্তে ভারতে সবচেয়ে বড় Xiaomi টিভির মাপ ৫৫ ইঞ্চি। এ বার তার চেয়েও বড় স্ক্রিনের টিভি আনতে চলেছে সংস্থা। জানা গিয়েছে, Xiaomi-র নতুন এই টিভিটি ৭.৫ মিলিমিটার পাতলা। এই টিভিতে থাকছে ডলবি+ডিটিএস (Dolby+DTS) অডিও ইন্টিগ্রেশান আর 4K এইচডিআর সাপোর্ট। টিভির ভিতরে রয়েছে Quad Core Cortex-A53 প্রসেসার। এর সঙ্গেই থাকবে ২ জিবি RAM আর ১৬ জিবি স্টোরেজ। আর্টিফিশায়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে 'ভয়েস কন্ট্রোল সিস্টেম'-এর সাহায্যে Xiaomi Mi টিভি নিয়ন্ত্রণ করা যাবে। টিভির ৬৫ ইঞ্চি ডিসপ্লের চারপাশে থাকবে পাতলা মেটাল বেজেল। চিনে নভেম্বরে লঞ্চ হওয়া ৬৫ ইঞ্চির এই টিভির দাম ৫,৯৯৯ ইউয়ান (ভারতীয় মূদ্রায় যা প্রায় ৬৩,৩০০ টাকা)। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই ভারতে ৬০,০০০ টাকা বা তারও কম দামে ৬৫ ইঞ্চি ডিসপ্লের এই নতুন টিভি লঞ্চ করবে Xiaomi।

রাজ্যে ৬ হাজার কোটির বিনিয়োগ রাষ্ট্রায়ত্ত সংস্থার! হচ্ছে নতুন কর্মসংস্থান

Image
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসি অসমে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এই টাকায় প্রায় ২০০ কূপ খনন করা হবে বলেও জানানো হয়েছে। তেলের উৎপাদন বাড়াতে আগামী সাতবছরে এই টাকা খরচ করা হবে। ৩০০ লোকের কাজের বন্দোবস্ত হবে। আপার অসমের শিবসাগর এবং চড়াইদেও জেলায় এই বিনিয়োগ করা হবে। ওএনজিসির ডিরেক্টর(অনশোর) এসকে মৈত্র বলেছেন, অসমের শিবসাগর এবং চড়াইদেও জেলায় ২০০ টি কূপ খনন করতে ৬ হাজার কোটির বিনিয়োগ করবে ওএনজিসি। এই অর্থবর্ষ থেকে শুরু করে পরবর্তী সাত বছরে এই কূপগুলি খনন করা হবে বলে জানিয়েছেন তিনি। এই বিনিয়োগে রাজ্য থেকে তেলের উৎপাদনও বাড়বে বলে জানিয়েছেন ওএনজিসির ডিরেক্টর(অনশোর)। ২০২২ সাল নাগাদ জ্বালানি তেলের আমদানি ১০ শতাংশ হ্রাস করার প্রধানমন্ত্রীর আবেদনেও সাড়া দিয়েছে ওএনজিসি। এর জন্য নর্থ ইস্ট হাইড্রোকার্বন ভিশন ২০৩০-এর লক্ষ্যে কাজ শুরুর কথাও জানিয়েছেন তিনি। মৈত্র জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে অসমকে গুরুত্ব দিয়ে এসেছে ওএনজিসি। ২০১৯-এ বিশেষ নজর দেওয়া হয়েছে। নতুন বছরের পুরস্কার হল ৩০৮টি নতুন পদে নিয়োগ।

জিও বনাম এয়ারটেল বনাম ভোডাফোন: ৩০০ টাকার নীচে এই প্ল্যানগুলিতে দিনে 1GB র বেশি ডাটা পাবেন

Image
গত কয়েক মাসে প্রিপেড মোবাইলের প্ল্যানে বিপুল পরিবর্তন এসেছে। এক ধাপে অনেকটাই কমেছে মোবাইল প্ল্যানের দাম। সম্প্রতি আগের থেকে অনেক কম দামে অনেক বেশি সুবিধা পাওয়া যাচ্ছে। জিও, এয়ারটেল, ভোডফাফোন এর মধ্যে নিরন্তর লড়াইয়ে আখেরে লাভবান হচ্ছেন গ্রাহকরা। ভারতের জনপ্রিয় তিনটি নেটওয়ার্ক জিও, এয়ারটেল ও ভোডাফোনের ৩০০ টাকার নীচে প্রিপেড প্ল্যানগুলিতে চোখ বুলিয়ে নেওয়া যাক। জিও ২৯৯ টাকার প্ল্যান জিও ২৯৯ টাকার প্ল্যানে দিনে 3GB ডাটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। 3GB ডাটা শেষ হলে স্পিড কমে 64kbps হয়ে যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ১০০ টি SMS আর সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। ভোডাফোন ২৫৫ টাকার প্ল্যান ভোডাফোন ২৫৫ টাকার প্ল্যানে দিনে 2GB ডাটা ব্যবহার করা যায়। এর সাথেই থাকছে আনলিমিটেড কল, ১০০ টি SMS ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এয়ারটেল ২৪৯ টাকার প্ল্যান সম্প্রতি ২৪৯ টাকার প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল। এই প্ল্যানে দিনে 2GB ডাটা ব্যবহার করা যায়। এর সাথেই থাকছে আনলিমিটেড কল, ১০০ টি SMS ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এয়ারটেল ১৯৯ টাকার প্ল্যান এই প্ল্য

দেশে এবার চালকহীন স্মার্ট বাস, তাক লাগালো পাঞ্জাবের ছাত্ররা

Image
স্মার্ট যুগে স্মার্ট বাস। ফোন থেকে গাড়ি, সানগ্লাস থেকে হেলমেট এখন সবই স্মার্ট। এবার পালা বাসের। আর চালকবিহীন সেই স্মার্ট বাস তৈরি করে তাক লাগিয়ে দিলেন পাঞ্জাবের লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ে ৩০০ জন ছাত্র। যা এখন চর্চার বিষয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে দৌড়তে সক্ষম চালকবিহীন এই বাস। একবার চার্জ দিলেই ৭০ কিলোমিটার পর্যন্ত চলবে। আর বসতে পারবেন ১০–৩০ জন যাত্রী। নেভিগেশনের জন্য রয়েছে জিপিএস এবং ব্লুটুথ। ১০ মিটার রেডিয়াসের মধ্যেই বাসটি নিয়ন্ত্রণ করা যাবে। ওয়ারলেস সিগনালিংয়ের মাধ্যমে বাসটি চলে। সিগন্যাল খোঁজে আল্ট্রাসনিক এবং ইনফ্রা রেড সেন্সর ব্যবহার করে। বাসটি বানাতে ছাত্রদের সময় লেগেছে ১ বছর। আপাতত এই স্মার্ট বাস বিমানবন্দর চত্বরে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। তবে আগামী বছর বাণিজ্যিক ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে বলে খবর। পরিবেশ বান্ধব ও দূষণহীন বাসের দাম প্রায় ৬ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

‌কার্ডে হোটেলের ভাড়া, খরচ অতিরিক্ত ২ শতাংশ

Image
দিঘা: আগে নালিশ ছিল, ভিড়ের সময় পর্যটকদের কাছ থেকে মাত্রাতিরিক্ত হোটেল ভাড়া আদায়ের। যা নিয়ে বেশ কয়েকবার দিঘার হোটেল মালিকদের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হোটেলগুলির বিরুদ্ধে এবার অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে। অনলাইন পদ্ধতিতে হোটেলে থাকা–খাওয়ার দাম দিতে নাকি দুই শতাংশ অতিরিক্ত টাকা দিতে হচ্ছে! আর এতেই বিরক্ত পর্যটকরা। অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ শুনেই হোটেল মালিকদের ওপর বেশ ক্ষুব্ধ দিঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সাংসদ শিশির অধিকারী। এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, '‌বিষয়টি আমার জানা নেই। আমি শীঘ্রই হোটেল মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।'‌ হোটেল সংগঠকরাও বলছেন, '‌এই ধরনের ঘটনা কোনওভাবে কাম্য নয়।'‌ দিঘা–শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, '‌কারা এমন করছে, তা আমরা খোঁজ নেব। দ্রুতই এ বিষয়ে পদক্ষেপ করা হবে।'‌ নগদে লেনদেন কমানোর লক্ষ্যে চালু হয়েছিল অনলাইন পেমেন্ট পদ্ধতি। দিঘার প্রায় সব হোটেলেই এ

সিআইএ-র ৩ শীর্ষ পদে মহিলারা

Image
মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র ডিরেক্টর পদে গত বছর নিযুক্ত হয়েছিলেন জিনা হ্যাসপেল। এই সংস্থার শীর্ষ পদে প্রথম মহিলা হিসেবে দেখা গিয়েছে এই প্রবীণাকেই। এ বার সিআইএ-র বিশ্লেষণ সংক্রান্ত কাজে ডেপুটি ডিরেক্টর পদে জিনা বেছে নিলেন সিন্থিয়া ডিডি রাপকে। আর সিন্থিয়ার নিয়োগের সঙ্গে সঙ্গে সিআইএ-র মতো সংস্থার তিনটি শীর্ষ পদে এ বার চলে এলেন মহিলারা। এর আগে সংস্থার গোপন অভিযান সংক্রান্ত বিভাগের ডিরেক্টর পদে জিনা নিয়ে এসেছিলেন এলিজ়াবেথ কিম্বারকে (৫৬)। জিনা, সিন্থিয়া আর এলিজ়াবেথের পাশাপাশি সিআইএ-তে আছেন আরও অনেক মহিলা অফিসার। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে মহিলা ডেপুটি ডিরেক্টর ডন মেয়ারিকসও আছেন আগে থেকেই। এক মার্কিন গোয়েন্দা অফিসারের দাবি, গুপ্তচর সংস্থায় এখন ৫০ শতাংশ মহিলা কাজ করছেন।   সদ্যনিযুক্ত সিন্থিয়া ডিডি রাপ পশ্চিম এশিয়া সম্পর্কে বিশেষজ্ঞ। এর আগে সিআইএ-তে জনসংযোগ বিভাগের ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তাঁর স্বামী, বাবা এবং মা— প্রত্যেকেই কাজ করেছেন সিআইএ-র হয়ে। গত বছর মে মাসে হ্যাসপেল দায়িত্ব নেওয়ার পরেই সংস্থার কৌঁসুলি হিসেবে এর আগে নিয়োগ করেছেন সিমন্স এলউডকে। আর একটি বিভাগের শীর্ষেও তিনি এনেছেন স

বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি পর্বতারোহী

Image
কলকাতা: পর্বতারোহণের নতুন বিশ্বরেকর্ডের দোরগোড়ায় এক বাঙালি। সর্বকনিষ্ঠ অভিযাত্রী হিসেবে পৃথিবীর সাতটি মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ও আগ্নেয়গিরি জয়ের সাফল্য এক বঙ্গসন্তানের মুঠোয় আসা আর কয়েকদিনের অপেক্ষা। মাত্র ৩৫ বছর ২৯০ দিন বয়সি সত্যরূপ সিদ্ধান্ত এ মাসের মাঝামাঝিই এই অনন্য কীর্তিলাভের উদ্দেশে যাত্রা করছেন। এই অভিযান সফল হলে সত্যরূপ অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুলের রেকর্ড ভেঙে দেবেন। বুল রেকর্ড করেছিলেন ২০১৭ সালে ৩৬ বছর ১৫৭ দিন বয়সে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ইতিমধ্যেই সত্যরূপের আবেদন গ্রহণ করেছে। ছোটবেলা থেকেই হাঁপানির সমস্যা ছিল সত্যরূপের। ১০০ মিটার দৌড়তে গেলেও ইনহেলার সঙ্গে রাখতে হত। তখন কোনওদিন হয়ত ভাবেননি বিশ্বের একের পর শৃঙ্গ জয় করে রেকর্ড বুকে নাম তুলবেন। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গকে কাছ থেকে দেখার পর কে আর নিজেকে ঠিক রাখতে পারে! কিন্তু, ২০১০ সালে যেমনটা হয়েছিল তাঁর ক্ষেত্রে। তাই পরের বছরই পর্বতারোহণের প্রথাগত প্রশিক্ষণ নিয়ে বিশ্বের একের পর শৃঙ্গ জয়ের যাত্রা শুরু করেন তিনি। ২০১২ সালে শুরু হওয়া সেই যাত্রার লক্ষ্যমাত্রার একেবারে শেষ ধাপে পৌঁছে গিয়েছেন। এখন বিশ্বরেকর্ডের দরজার

রাজ্যে ৫২ বছর বাদে তৃতীয়বার টানা দু’দিনের ধর্মঘট

Image
কলকাতা: রাজ্যে ধর্মঘট একশোরও বেশি হয়েছে। কিন্তু টানা দু'দিনের ধর্মঘটের নজির রাজ্যে অতীতে মাত্র দু'টি আছে। শেষ দু'দিনের ধর্মঘটটি হয়েছিল প্রায় ৫২ বছর আগে ১৯৬৬ সালে। আগামী ৮ ও ৯ জানুয়ারি শ্রমিক সংগঠনগুলি সারা দেশে দু'দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। পশ্চিমবঙ্গে তা হলে তৃতীয়বার টানা দু'দিনের ধর্মঘট হবে। ২০১৩ সালের ২০-২১ ফেব্রুয়ারি গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও দু'দিনের টানা ধর্মঘটের ডাক দিয়েছিল শ্রমিক সংগঠনগুলি। একেবারে শেষ সময়ে দ্বিতীয় দিনের ধর্মঘট শুধু পশ্চিমবঙ্গে প্রত্যাহার করে নেওয়া হয়। ধর্মঘটের দ্বিতীয় দিনটি ২১ ফেব্রুয়ারি হওয়ায় ভাষা দিবসের অনুষ্ঠান পালনের কারণ দেখিয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়। খাদ্য আন্দোলনের সমর্থনে বামপন্থী দলগুলি ১৯৬৬ সালের ২২-২৩ সেপ্টেম্বর ধর্মঘট ডেকেছিল। এর আগেও একবার রাজ্যে টানা দু'দিনের ধর্মঘট হয়েছিল ১৯৫৩ সালের ২৩ ও ২৪ জুন। জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীরে রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে জনসঙ্ঘ এই ধর্মঘট ডেকেছিল। আগামী ৮ ও ৯ জানুয়ারি শ্রমিক সংগঠনগুলি গোটা দেশে টানা দু'দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। সরকারি নির্দেশিকা খতি

ছ’বছর আগে ব্যাঙ্কে জমা করা টাকার হিসেবও এবার চাইতে পারে আয়কর দপ্তর

Image
কলকাতা: ২০১৬ সালের নভেম্বর মাসে নোট বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সাফাই দেন, কালো টাকা উদ্ধারে এটাই তাঁর মোক্ষম চাল। হুঁশিয়ারি দেন, নোট বাতিলের পর ব্যাঙ্কে বড় অঙ্কের টাকা জমা হলে, তা নজরে আনবে আয়কর দপ্তর। কোথা থেকে সেই টাকা এল, তার জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। নোট বাতিলের পর দু' বছর কেটে গিয়েছে। এখনও পর্যন্ত কালো টাকা নিয়ে তেমন বড় কোনও সাফল্য পায়নি সরকার। এবার তাই এ রাজ্যের জন্য আরও কঠিন রাস্তা ধরতে চলেছে আয়কর বিভাগ। ছ'বছর আগে থেকে যাঁরা বড় অঙ্কের টাকা ব্যাঙ্কে জমা করেছেন, বিমা করেছেন বা সঞ্চয় প্রকল্পে ঢেলেছেন, এবার তাঁদের ফের আতস কাচের নীচে আনতে চলেছে দপ্তর। তারা বলছে, নোট বাতিলের পর ইতিমধ্যে চার হাজার তথ্য জমা পড়েছে আয়কর ভবনে, যা নিয়ে এখনও নাড়াচাড়া হয়নি। বড় অঙ্কের লেনদেনের সেই তথ্য যেমন ঘেঁটে দেখার প্রস্তুতি নিচ্ছে তারা, সেই সঙ্গে পুরনো হিসেবের খাতা ফের খুলে দেখার তোড়জোড় চলছে। যাঁরা ইনকাম ট্যাক্স দেন, তাঁদের দাখিল করা হিসেবের 'অ্যাসেসমেন্ট' হয় তার পরের বছর। সেখানে যদি আয় এবং করপ্রদানে কোনও গরমিল ধরা পড়ে, তাহলে তার জন্য জবা

আইনি জটিলতায় দেড় বছর ধরে হাসপাতালেই বড় হচ্ছে ছয় শিশু

Image
শিলিগুড়ি: কারও বয়স দুই, কারও তিন, কারও পাঁচ কিংবা ছয়। এদের কারও বাড়ি নেই, বাবা-মা নেই। গত দেড় বছর ধরে তাদের ঠিকানা হাসপাতাল। আইনি জটিলতায় দেড় বছর ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও শিলিগুড়ি হাসপাতালে পড়ে রয়েছে ওই ছ'টি শিশু। প্রত্যেকের বয়স দুই থেকে ছয় বছরের মধ্যে। এদের মধ্যে পাঁচজনেরই কোনও অভিভাবক নেই। অপরজনের বাবা-মা থাকলেও বাবার ঠিকানা নেপাল হওয়ায় আইনি গেরোয় আটকে রয়েছে প্রত্যর্পণ পরিকল্পনা। ফলে হাসপাতালের বেডেই বেড়ে উঠছে ওই ছয় শিশু। মানবিকতার খাতিরে এই সমস্ত শিশুদের দ্রুত স্থায়ী ঠিকানা খোঁজে দেওয়ার দাবি জানিয়েছে শিশু সংগঠনগুলো। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। রুদ্রনাথবাবু রাজ্যের স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যও। তিনি গোটা বিষয়টি নিয়ে বিভাগীয় মন্ত্রী শশী পাঁজার কাছে চিঠি লিখবেন বলে জানিয়েছেন। রুদ্রনাথবাবু বলেন, "পুরো বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে আইনি বাধ্যবাধকতা থাকায় তাদের স্থানান্তরিত করা যায়নি। এতে আমাদের কিছু করার নেই। তবে মানবিক

এবার ড্রাইভিং লাইসেন্সের জন্যও আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক হচ্ছে!

Image
নাগরিকের সব রকম পরিচয়পত্রের সঙ্গেই জুড়ে গিয়েছে আধার। এবার জুড়ছে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও। তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রে খবর, ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হতে চলেছে। রবিবার পাঞ্জাবে জাতীয় বিজ্ঞান কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ জানিয়েছেন, এনিয়ে আলাদা আইন আনতে চায় কেন্দ্র। বিলের খসড়া তৈরি, সংসদে তা পাশের অপেক্ষা। সেই পর্ব মিটিয়ে দ্রুতই এই দুটি পরিচয়পত্র জুড়তে চলেছে। এর আগে একাধিক পরিচয়পত্রের সঙ্গে আধার সংযুক্তিকরণ নিয়ে জটিলতা কম হয়নি। সরকারি বা বেসরকারি সুযোগসুবিধা পেতে আধার বাধ্যতামূলক কি না, তা নিয়ে নিষ্পত্তির রাস্তা পৌঁছেছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। আধার সংযুক্তিকরণের মাধ্যমে নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কাও করেছিলেন কেউ কেউ। ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না বলে কেন্দ্র নিশ্চিত করার পরও আশঙ্কা কমেনি। কেন্দ্রের তরফে দীর্ঘ সওয়াল-জবাবের পর দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, কোনওকিছুতেই আধার বাধ্যতামূলক হতে পারে না। এসবের পরও কী কারণে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার সংযুক্তির সিদ্ধান্ত কেন্দ্রের? উত্তরে কেন্দ্রীয় মন

আমেরিকার ঘাড়ের কাছে যুদ্ধ জাহাজ পাঠানোর তোড়জোড় ইরানের

Image
তেহরান:  আটলান্টিক মহাসাগরে মার্কিন জলসীমার কাছে আগামী মার্চেই রণতরী পাঠাবে ইরান। এমনটাই জানিয়েছেন এক ইরানি কমান্ডার। পারস্য উপসাগরে আমেরিকার বিমানবাহী রণতরীকে ইরান তাদের নিরাপত্তায় হুমকি বলেই মনে করে। আর এই কারণে এর পাল্টা ব্যবস্থায় ইরানের নৌ বাহিনী এখন তাদের রণতরী নিয়ে আমেরিকার জলসীমার কাছে যাওয়ার উদ্যোগ নিচ্ছে। মার্চ মাসে ইরানি নববর্ষের শুরুতেই নৌবহর আটলান্টিকে যাত্রা শুরু করবে বলে শুক্রবার জানিয়েছেন ইরানের নৌবাহিনীর উপ-কমান্ডার রিয়ার এডমিরাল তৌরজ হাসানি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'ইরনা'য় হাসানি বলেন, "আটলান্টিক মহাসাগর অনেক দূর। তাই ইরানি নৌবহরের এই অভিযানে ৫ মাস সময় লেগে যেতে পারে।" তিনি জানান, নৌযুদ্ধজাহাজগুলোর মধ্যে আছে নতুন তৈরি ডেস্ট্রয়ার শাহান্দ। এ রণতরীতে হেলিকপ্টার ওড়ার ডেক আছে। বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী অস্ত্রসহ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রও আছে এতে। তাছাড়া এতে ইলেকট্রনিক ওয়ারফেয়ারেরও ব্যবস্থা আছে। হাসানির আগে গত মাসেও ইরানের এক সামরিক আধিকারিক আটলান্টিকে যুক্তরাষ্ট্রের জলসীমার কাছে যুদ্ধজাহাজ প

ম্যাসেঞ্জারে ম্যাসেজ ডিলিট করার সুযোগ এবার হাতের মুঠোয়

Image
'মোস্ট ইউজড'অ্যাপগুলির মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জার অন্যতম৷ সেই সূত্র ধরেই আরও বেশি ইউজার টানতে আবারও নয়া আপডেট নিয়ে হাজির হতে চলেছে ম্যাসেজিং অ্যাপটি৷ কিন্তু, কী এই আপডেট? অনেককেই ভাবাচ্ছে৷ ম্যাসেঞ্জার ব্যবহার করে কমবেশি সকলেই ম্যাসেজ পাঠাই৷ অনেক সময়ই ম্যাসেজগুলিকে ডিলিট করে দেওয়ার প্রয়োজন পড়ে৷ কিন্তু, উপযুক্ত অপশন না থাকায় ডিলিট করার উপায় ছিল না৷ তবে, এবার চ্যাট ট্রেডে পাঠানো ম্যাসেজগুলিকে (১০ মিনিট পর) ডিলিট করা সম্ভব হবে৷ এমনই ফিচার আনতে চলেছে কর্তৃপক্ষ৷ তথ্য জানাচ্ছে, অনেক সময়ই আমরা চ্যাট ট্রেডে ভুলবশত ম্যাসেজ, ছবি কিংবা ডকুমেন্টস পাঠিয়ে ফেলি৷ কিন্তু, এতদিন পর্যন্ত সেটা ডিলিট করার কোন উপায় ছিল না৷ এবার ভুল ম্যাসেজটি পাঠানোর মিনিট দশেকের মধ্যে সেটিকে ডিলিট করার অপশন পেয়ে যাবেন ইউজার৷ অক্টোবর মাসে ম্যাসেজ ডিলিটের ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল৷ সেই সময়ই এক ইঞ্জিনিয়ারের নজরে আসে বিষয়টি৷ আর, তখনই তিনি ট্যুইটের মাধ্যমে বিষয়টি জানান৷ তবে, কবে সাধারণ ইউজাররা পাবেন আপডেটটি, তার স্পষ্ট কোন তারিখ সামনে আসেনি৷ নয়া ফিচারটির মাধ্যমে ইউজাররা কতখানি উপকৃত হবেন,

বালিগঞ্জে বিয়ের ১৪ বছরে ধর্ষণের অভিযোগে রহস্যের গন্ধ

Image
অভিযোগকারিণীর তরফে শ্বশুরবা়ড়ি থেকে ওঠা সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। একই সঙ্গে প্রশ্ন এবং রহস্য! বিয়ের ১৪ বছর পরে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে ধর্ষণের অভিযোগ তোলা কতটা যুক্তিযুক্ত? বালিগঞ্জের এক অভিজাত পরিবারের বধূর দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে সমাজের নানা মহল থেকে এই প্রশ্ন উঠছে। ওই বধূর অভিযোগ, বহু বছর ধরে ভাশুর ও স্বামী তাঁকে ধারাবাহিক ভাবে ধর্ষণ করেছেন। স্বামী ও ভাশুর গ্রেফতার হয়ে এখন পুলিশি হাজতে। যে-দু'টি পরিবার ঘিরে এই ঘটনা, তারা খাস কলকাতার, শিক্ষিত। তাদের যোগাযোগ সমাজের নানা স্তরে। একটি মেয়ে আছে ওই বধূর। সে-ক্ষেত্রে এমন অভিযোগ জানাতে এত দিন সময় লাগল কেন, অনেকের কাছেই সেটা রহস্যজনক ঠেকছে। 'রহস্যজনক' ঠেকছে পুলিশের ভূমিকাও। কেন 'অতি সক্রিয়' হয়ে পুলিশ দু'জনকে গ্রেফতার করল, সেই প্রশ্ন উঠছে। তুলনায় আসছে প্রায় এক দশক আগেকার রিজওয়ানুর-কাণ্ডের কথা। পুলিশের অতি সক্রিয়তা সেই বিষয়টিকে গুরুতর মাত্রা দিয়েছিল। শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল একাধিক পুলিশ অফিসারের বিরুদ্ধে। এ বারের ঘটনায় গ্রেফতারের কথা লালবাজারের শীর্ষ মহলও আগে থেকে জানতে পারেনি

২৮ বছর নিখোঁজ, বাবা ফিরলেন শ্রাদ্ধের ঠিক আগে

Image
ফেরা: স্বজনদের মাঝখানে সুনীল দাস। খোঁজ নেই ২৮ বছর ধরে। সন্তানেরা তাই বাবার শ্রাদ্ধ করার জন্য দিন ঠিক করে ফেলেছিলেন। এমন সময় তাঁরা খবর পেলেন নিখোঁজ বাবাকে দেখা গিয়েছে রাজ্যের অন্য জেলায়! ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার নিদয়াতে পরিবার নিয়ে থাকতেন সুনীল দাস। ১৯৯১ সালে এক প্রতিবেশীর সাথে ঝগড়া বাধে। তখন তাঁকে টর্চ দিয়ে আঘাত করা হয়েছিল বলে জানান বড় ছেলে গোপাল। সুনীলবাবুকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসায় সুস্থ হলে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মাঝপথে গাড়ি থেকে নেমে উধাও হয়ে যান তিনি।  স্ত্রী খোঁজাখুঁজি করে না পেয়ে ফিরে আসেন বাড়িতে। স্থানীয় থানায় নিখোঁজের ডায়েরি করা হয়। কিন্তু খোঁজ মেলেনি সুনীলবাবুর। সংসার চলত সুনীলবাবুর দিনমজুরির টাকায়। ফলে পাঁচ সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় পড়েন স্ত্রী। তবু একা হাতে সংসার আগলে সকলকে বড় করেছেন তিনি। গত বছর মারা গিয়েছেন সুনীলবাবুর স্ত্রী। বড় ছেলে গোপাল দাস বললেন, ''পুলিশ কোনও খোঁজ দিতে পারেনি। বাবাকে আমরা বাংলাদেশে গিয়েও খুজেছি। পুলিশের তরফেও কিছু জানানো হয়নি। আগামী ১৭ই মাঘ মায়ের বাৎসরি

ট্রেন ধরতে গেলেও এ বার ‘চেক ইন’

Image
শেষ মুহূর্তে দৌড়তে দৌড়তে স্টেশনে পৌঁছে ট্রেন ধরার দিন এ বার শেষ হতে চলেছে! দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে অন্তত ১৫-২০ মিনিট আগে স্টেশনে এসে 'চেক ইন' করতে হবে। বিমানবন্দরে যেমনটা করতে হয় আর কী। তার চেয়ে দেরি করে এলে যাত্রা পণ্ড। আপনার হাতে যতই সংরক্ষিত টিকিট থাক না কেন। দেশ জুড়ে ২০২টি স্টেশনে এমন ব্যবস্থা চালু করার নীল নকশা তৈরি বলে আজ সংবাদ সংস্থাকে জানিয়েছেন আরপিএফের ডিজি অরুণ কুমার। যে তালিকায় রয়েছে এ রাজ্যের শিয়ালদহ স্টেশনও। ভবিষ্যতে ধাপে ধাপে হাওড়া, খড়্গপুর-সহ অন্যান্য স্টেশনেও এই 'চেক ইন' চালু হবে বলে রেল সূত্রের খবর।  কেন এই তোড়জোড়? আরপিএফের দাবি, সবটাই যাত্রী সুরক্ষার স্বার্থে। নিরাপত্তা বাড়াতে বিমানবন্দরের মতো স্টেশনের প্রতিটি প্রবেশপথে বিশেষ 'সিকিয়োরিটি গেট' বসানোর কথা ভাবছে রেল। স্টেশন চত্বরে সিসি ক্যামেরা বাড়ানোর পাশাপাশি যাত্রী এবং তাঁদের মালপত্রও বেশ কয়েক বার যাচাই করার কথা ভাবা হচ্ছে। সিসি ক্যামেরায় বসানো হবে 'রিয়েল-টাইম ফেস রিকগনিশন' সফটওয়্যার। এই প্রযুক্তিতে যদি কোনও দাগি অপরাধীকে শনাক্ত করা যায়, অবিলম্বে সেই খবর চলে যাবে আরপিএফের ক

নাগরিকত্ব বিল নিয়ে উত্তপ্ত অসম, সোমবার রাজ্যজুড়ে কালাদিবস পালন ৩০ সংগঠনের

Image
প্রধানমন্ত্রীর ঘোষণার পরই রাজ্যে জুড়ে প্রবল বিক্ষোভ দানা বাঁধছে। শুক্রবার শিলচরে এক জনসভায় প্রধানমন্ত্রী ঘোষণা করেন, কোনও বৈধ ভারতীয় নাগরিকের নাম নাগরিকপঞ্জি থেকে বাদ যাবে না। পাশাপাশি, সরকার শীঘ্রই সংসদে পাস করাবে নাগরিকত্ব বিল(সংশোধনী)২০১৬। এতে অতীতে বহু মানুষের ওপরে যে অবিচার হয়েছে তার নিরসন হবে। এই নাগরিকত্ব বিলের বিরুদ্ধেই প্রতিবাদ মানুষের। আজ সোমবার অসমে রাজ্যজুড়ে কালাদিবস পালন করছে ৩০টিরও বেশি সংগঠন। এর মধ্যে রয়েছে আসু ও নর্থ ইস্ট স্টুডেন্টস ওরগানাইজেশন। কী রয়েছে ওই বিলে? ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে বেশকিছু সংশোধন আনা হচ্ছে ওই বিলে। ২০১৪ পর্যন্ত আফগানিস্থান, পাকিস্তান, বাংলাদেশের যেসব শিখ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পার্সি, জৈন এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রী এদিন বলেন, এই বিল কারও পক্ষে নয়। অতীতে যেসব মানুষের ওপরে অন্যায় হয়েছে তাদের জন্যই এই বিল। এদিকে, আসু-র সভাপতি দীপঙ্কর নাথ এনিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, গণতন্ত্রের প্রতি প্রধানমন্ত্রী কোনও শ্রদ্ধা নেই। জোর করে তিনি ওই বিল অসমের মানুষের ওপরে চাপিয়ে দিচ্ছেন। অসমের আদি

মহিলাদের নিয়ে গাড়ি ছোটালেন শাট্‌লের ‘মত্ত’ চালক

Image
আহত: ডান পা ভেঙে গিয়েছে সামনে বসা মহিলার।  রাতের শহরে চলন্ত গা়ড়ি থেকে 'বাঁচাও, বাঁচাও' বলে চিৎকার করছেন দুই মহিলা। মারাত্মক গতিতে চলা সেই গাড়ির বাঁ দিকের দরজা খুলে বারবার ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করছেন তাঁদের এক জন। আর্তনাদ কানে যেতেই মোটরবাইক নিয়ে গাড়িটির পিছু নিলেন জনা কুড়ি যুবক। প্রায় দু'কিলোমিটার পথ ধাওয়া করার পরে শেষে এক জায়গায় গাড়ি থামাতে বাধ্য হলেন চালক। পুলিশের হাতে তুলে দেওয়া হল তাঁকে। শনিবার রাতে এমনই ঘটেছে হরিদেবপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই রাতে সাড়ে আটটা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে ওই শাট্ল গাড়িতে করে অফিস থেকে বাড়ি ফিরছিলেন হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা, বছর পঁয়ত্রিশের দুই মহিলা। পুলিশ জানিয়েছে, গাড়িটি ওই জায়গায় একটি শপিং মলের সামনে থেকে ছেড়ে হরিদেবপুরে যাচ্ছিল।  মোট ন'জন যাত্রী ছিলেন তাতে। হরিদেবপুর থানার বেশ কিছুটা আগে গাড়ি থেকে সাত যাত্রী নেমে যান। গাড়ির সামনে চালকের পাশের আসনে বসেছিলেন হরিদেবপুরের বাসিন্দা এক মহিলা। পিছনে ছিলেন আরও এক তরুণী। গাড়ির সামনের আসনে বসা মহিলার কথায়, ''রাত তখন সাড়ে ন'টা। আমি

হ্যালকে দেওয়া বরাতের প্রমাণ দিন, নয় ইস্তফা দিন, প্রতিরক্ষামন্ত্রীকে তোপ রাহুলের

Image
রাফালের জন্য হ্যালকে কেন্দ্রের দেওয়া এক লক্ষ কোটি টাকার বরাতের প্রমাণ সোমবার সংসদে পেশ করতে হবে প্রতিরক্ষামন্ত্রীকে। না হলে পদত্যাগ করুন নির্মলা সীতারমন। রবিবার বিকেলে টুইটে ফের  রাফালে নিয়ে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে এমনটাই বলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ওই টুইটের সঙ্গেই তিনি গত শুক্রবার সংসদে সীতারমনের দেওয়া তথ্য জুড়ে দিয়েছেন। ওই তথ্যে বলা হয়েছে হ্যাল অপেক্ষা করছিল এক লক্ষ কোটি টাকার নির্দেশ পাওয়ার জন্য। অভিযোগ, হ্যাল নিজেই অর্থাভাবে ধুঁকছিল। কর্তৃপক্ষকে ঋণ নিতে হয়েছিল কর্মীদের বেতন দিতে। ফলে কেন্দ্রের ওই বরাত নিয়ে কাজ শুরু হলেও প্রকৃতপক্ষে কোনও বরাত পায়নি হ্যাল। রাহুল এদিন বলেছেন, '‌যখন আপনি একটি মিথ্যা বলবেন, তখন সেটিকে সত্যি করার জন্য আরও মিথ্যা বলতে হবে আপনাকে। রাফালে চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর মিথ্যা ঢাকতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী সংসদে আরও মিথ্যা বলেছেন।' এরপ‌রই তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রীকে সোমবার সংসদে হ্যালকে দেওয়া কেন্দ্রের এক লক্ষ কোটি টাকার বরাতের নথি পেশ করতে হবে। না হলে তাঁর পদত্যাগের দাবি তুলেছেন রাহুল।

ধর্মঘটে যোগ দিচ্ছে দুই ব্যাঙ্ক কর্মচারী সংগঠন

Image
আগামী ৮–৯ জানুয়ারি ১০টি ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী ধর্মঘটে সামিল হতে চলেছে ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠনের একাংশ। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, ব্যাঙ্কিং সেক্টরের দু'টি ট্রেড ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ‌) এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (বেফি) ইন্ডিয়ান ব্যাঙ্ক'স অ্যাসোসিয়েশনকে (আইবিএ) জানিয়েছে, তারা ওই ধর্মঘটে যোগ দেবে। স্বাভাবিকভাবেই দু'দিন ব্যাঙ্কিং পরিষেবা যথাযথভাবে চলবে কি না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিরও কর্তৃপক্ষও এই ব্যাপারে যথেষ্ট আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবায় ওই বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। এলাহাবাদ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ধর্মঘটের প্রভাব পরিষেবায় পড়তে পারে। উল্লেখ্য, গত ২১ এবং ২৬ ডিসেম্বর একাধিক ইস্যুতে ব্যাঙ্ক ধর্মঘটের ফলে সম্পূর্ণ ব্যাহত হয়েছিল পরিষেবা। এমনকী শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই নয় বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কের তরফে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।