ম্যাসেঞ্জারে ম্যাসেজ ডিলিট করার সুযোগ এবার হাতের মুঠোয়


'মোস্ট ইউজড'অ্যাপগুলির মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জার অন্যতম৷ সেই সূত্র ধরেই আরও বেশি ইউজার টানতে আবারও নয়া আপডেট নিয়ে হাজির হতে চলেছে ম্যাসেজিং অ্যাপটি৷ কিন্তু, কী এই আপডেট? অনেককেই ভাবাচ্ছে৷ ম্যাসেঞ্জার ব্যবহার করে কমবেশি সকলেই ম্যাসেজ পাঠাই৷ অনেক সময়ই ম্যাসেজগুলিকে ডিলিট করে দেওয়ার প্রয়োজন পড়ে৷ কিন্তু, উপযুক্ত অপশন না থাকায় ডিলিট করার উপায় ছিল না৷

তবে, এবার চ্যাট ট্রেডে পাঠানো ম্যাসেজগুলিকে (১০ মিনিট পর) ডিলিট করা সম্ভব হবে৷ এমনই ফিচার আনতে চলেছে কর্তৃপক্ষ৷ তথ্য জানাচ্ছে, অনেক সময়ই আমরা চ্যাট ট্রেডে ভুলবশত ম্যাসেজ, ছবি কিংবা ডকুমেন্টস পাঠিয়ে ফেলি৷ কিন্তু, এতদিন পর্যন্ত সেটা ডিলিট করার কোন উপায় ছিল না৷ এবার ভুল ম্যাসেজটি পাঠানোর মিনিট দশেকের মধ্যে সেটিকে ডিলিট করার অপশন পেয়ে যাবেন ইউজার৷

অক্টোবর মাসে ম্যাসেজ ডিলিটের ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল৷ সেই সময়ই এক ইঞ্জিনিয়ারের নজরে আসে বিষয়টি৷ আর, তখনই তিনি ট্যুইটের মাধ্যমে বিষয়টি জানান৷ তবে, কবে সাধারণ ইউজাররা পাবেন আপডেটটি, তার স্পষ্ট কোন তারিখ সামনে আসেনি৷ নয়া ফিচারটির মাধ্যমে ইউজাররা কতখানি উপকৃত হবেন, সেটাই এবার দেখান বিষয়৷ চলতি বছরের প্রথম দিকে ইউজাররা হোয়াটসঅ্যাপে 'ডিলিট ফর অভ্রিওয়ান' ফিচারটি পেয়েছিলেন৷

তবে, ভাল দিকের সঙ্গে রয়েছে খারাপ দিকও৷ দফায় দফায় বির্তকে নাম জড়িয়েছে সংস্থাটির৷ কখনও তথ্য ফাঁস তো কখনও অন্য কোন বিষয়৷ যার বেশ খানিকটা প্রভাব পড়েছে সংস্থার ভাবমূর্তিতেও৷ তবে, সে ছবিকে সম্পূর্ণরুপে সরিয়ে নবমাত্রায় হাজির হয়েছে সংস্থাটি৷ অন্যদিকে, ফেসবুক ম্যাসেঞ্জারের বহুমুখী ফিচার গ্রাহকদের মনে জায়গা করতে সক্ষম হয়েছে৷ প্রমান করেছে চাহিদা৷