Posts

Showing posts from November 6, 2018

বরফ চাপা আপেল, মাথা চাপড়াচ্ছেন কাশ্মীরের চাষিরা

Image
সময়ের আগেই তুষারপাত কাশ্মীরে। তাতে মোহময়ী রূপ ভূস্বর্গের। জোয়ার এসেছে পর্যটন শিল্পেও। কিন্তু মাথা কুটছেন স্থানীয় মানুষ। বিশেষ করে আপেল চাষিরা। গাছ থেকে ফল পাড়ার সময়টুকু পাননি তাঁরা। হাতে গোনা কয়েকজন ফল যদিও বা পেড়ে ফেলেছিলেন, বাগানের মধ্যেই জড়ো করে রেখেছিলেন। আচমকা তুষারপাতে যা বরফের নীচে চাপা পড়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ গিয়ে ঠেকেছে প্রায় ৫০০ কোটি টাকায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে, বরফ খুঁড়ে আপেল বের করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এক যুবক। দু'হাত দিয়ে আপেলের স্তূপের উপর থেকে বরফের স্তর ঝেড়ে ফেলতে চাইছে। কিন্তু জড়ো করা আপেলের খাঁজে খাঁজে ঢুকে গিয়েছে পেঁজা তুলোর মতো বরফ। একটা একটা করেও যদি বেছে বের করা হয়, তাহলেও সব আপেল উদ্ধার করা সম্ভব হবে না। দিন কয়েক আগে পর্যন্তও একটি আস্ত আপেল বাগানের মালিক ছিলেন উপত্যকার বাসিন্দা আব্দুল গনি মীর। কিন্তু তুষারপাতের পর বাগানের গাছগুলি শুধু মাথায় বরফের ঝাঁকি নিয়ে দাড়িয়ে রয়েছে। বরফের ভার নিতে না পেরে নুয়েও পড়েছে অনেক গাছ। প্রকৃতি যে এমন দুর্ভাগ্য বয়ে আনতে পারে তা কল্পনাও করে উঠতে পারেননি আপেল বাগা

ভিডিয়ো বানিয়ে মাত্র ১৬ বছরেই ৩ কোটি টাকা জিতে নিল এই পড়ুয়া!

Image
ভিডিয়ো বানিয়ে প্রায় ৩ কোটি টাকা (২ কোটি ৯২ লক্ষ টাকা) পুরস্কার জিতল বেঙ্গালুরুর এক ছাত্র! ওই ছাত্রের নাম সময় গোরিকা (১৬)। বেঙ্গালুরুর ন্যাশনাল পাবলিক স্কুলের ছাত্র সময়। ব্রেকথ্রু জুনিয়র চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ওই ছাত্র। সারকার্ডিয়ান রিদম বা জীব দেহের ২৪ ঘণ্টার একটা ঘড়ি এবং তার দিনের বিভিন্ন সময়ে দৈনন্দিন কাজকর্মে কী ভাবে প্রভাব ফেলে তার উপর একটা ভিডিয়ো করেছিল সে। সেই ভিডিয়ো বানিয়েই পুরস্কার জিতে নিয়েছে সময়। ব্রেকথ্রু জুনিয়র চ্যালেঞ্জ বিশ্বব্যাপী একটা ভিডিয়ো প্রতিযোগিতা। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্কের নানা বিষয় নিয়ে ভিডিয়ো বানান প্রতিযোগিতা। প্রতিবছর আমেরিকাতে এই ভিডিয়ো প্রতিযোগিতা হয়। বিভিন্ন দেশ থেকেই পড়ুয়ারা অংশ নেন। সময়ের পরিবারে পার্কিনসনস্‌-এ আক্রান্ত সদস্য রয়েছেন। সময় চিরকালই তাই মেডিক্যাল ট্রিটমেন্টের উপরে সারকার্ডিয়ান রিদমের প্রভাব নিয়ে খুব আগ্রহী। আর সেই আগ্রহ থেকেই সারকার্ডিয়ান রিদম নিয়ে ওই ভিডিয়ো বানিয়ে ফেলেছে। প্রতিযোগিতায় যে ১৫ জন ফাইনালে উঠেছিলেন, তার মধ্যে তিনজন ভারতীয় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সময়ের ভিডিয়োকেই বেছে নেন বিচারকরা।

‌‌‌বিজেপি ২৫–৩০ কোটি টাকা ঘুষ দিতে চাইছে, অভিযোগ কুমারস্বামীর

Image
বিজেপির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ আনলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। মঙ্গলবার পাঁচটি কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে প্রায় ফুৎকারে উড়িয়ে দুটি লোকসভা এবং দুটি বিধানসভা আসনই জিতে নিয়েছে কংগ্রেস–জেডিএস জোট। জয়ের খবর পাওয়ার পর দুপুরেই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী রাজ্য এবং কেন্দ্রের কংগ্রেস কর্মীদের এবং নিজের দলের কর্মী, সমর্থকদের অভিনন্দন জানিয়ে বলেন, '‌বিজেপি এই জোটকে অপবিত্র মৈত্রী বলে কটাক্ষ করেছিল। এবার সেই অভিযোগ নস্যাৎ হয়ে গেল। আগামী নির্বাচনের জন্য এটা প্রথম পদক্ষেপ। লোকসভায় রাজ্যের ২৮টি আসন আছে। কংগ্রেসের সঙ্গে মিলে জেডিএস সব কটা আসনই জিতবে। আজকের নির্বাচন জিতেছি বলে এটা শুধু ফাঁকা বড়াই নয়। এটা মানুষের আমাদের উপর আস্থার প্রমাণ।' কুমারস্বামীর অভিযোগ, '‌বিজেপি জোটের কয়েকজন বিধায়ককে ২৫–৩০ কোটি টাকা ঘুষ দিয়ে কিনতে চাইছে। কিন্তু তারা কখনওই এই অসৎ উদ্দেশ্যে সফল হবে না। এদিন টিপু জয়ন্তী পালন নিয়ে বিজেপির সমালোচনারও কড়া জবাব দেন কুমারস্বামী। তিনি বলেন, '‌আমি টিপু জয়ন্তী পালনে কখনও বাধা দিইনি আবার করতেও বলিনি। শুধু বলেছি, দেশে অনেক সম্প্রদায়ের মানুষ আছেন। তা

কর্নাটক উপনির্বাচনেও ধাক্কা বিজেপির, ৫টির মধ্যে ৪টিতেই জয়ী কংগ্রেস-জেডিএস

Image
হাতে হাত জেডি (এস) ও কংগ্রেসের। কর্নাটকে, মঙ্গলবার উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর। কর্নাটকে উপনির্বাচনের ফলাফল হতাশ করল বিজেপিকে। রাজ্যের তিনটি লোকসভা আসনের মধ্যে দু'টিতেই হারলেন বিজেপি প্রার্থীরা। একটি আসন পেল কংগ্রেস, অন্যটি পেল প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার দল জেডি (এস)। বিজেপিকে আরও হতাশ করল বেলারি লোকসভা আসনের ভোটের ফলাফল। ২০০৪ সাল থেকে বিজেপির হাতে থাকা বেলারি লোকসভা আসনে এ বার জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী। ফলে, কর্নাটকে টানা তিন বারের জেতা একটি লোকসভা আসন এ বার বিজেপির হাতছাড়া হল। এমনকি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার নিজের এলাকা শিমোগা লোকসভা আসনেও বিজেপির জয় হয়েছে কিছুটা কষ্টার্জিতই। এই আসনে বিজেপি প্রার্থী ছিলেন ইয়েদুরাপ্পার ছেলে বি ওয়াই রাঘবেন্দ্র। তিনি জিতেছেন ৫২ হাজার ১৪৮ ভোটে। ইয়েদুরাপ্পা আসনটি ছেড়ে দেওয়ায় এ বার উপনির্বাচন হয়েছিল শিমোগা লোকসভা আসনে। কর্নাটক বিধানসভার যে দু'টি আসনে উপনির্বাচন হয়েছিল, তার একটিতে জয়ী হয়েছে কংগ্রেস। অন্যটি পেয়েছে জেডি (এস)। ফলে, বিধানসভা আসনের উপনির্বাচনেও হতাশ হতে হল বিজেপিকে। বহু দিন ধরে বিজেপির হাতে থাকা বেলারি

হিজবুলে যোগ দেওয়া জওয়ান খতম এনকাউন্টারে

Image
শ্রীনগর: সেনার চাকরি ছেড়ে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে নাম লিখিয়েছিলেন এক জওয়ান৷ দেশের বিরুদ্ধে তুলে নিয়েছিলেন অস্ত্র৷ নিরাপত্তা বাহিনীর উপর একের পর এক আঘাত হানে৷ সেই জঙ্গিকে এবার খতম করল ভারতীয় সেনা৷ জম্মু কাশ্মীরের সোপিয়ানের ঘটনা৷ এছাড়া মঙ্গলবারের এনকাউন্টারে খতম হয় আরও এক হিজবুল জঙ্গি৷ কাশ্মীর পুলিশ জানিয়েছে, মৃত ওই জঙ্গির নাম ইদ্রিস সুলতান৷ দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানেই তাঁর বাড়ি৷ ২০ বছরের ইদ্রিস চলতি বছর এপ্রিল মাসে সেনার চাকরি ছেড়ে হিজবুল মুজাহিদিনে নাম লেখায়৷ অপর মৃত জঙ্গির নাম আমির হুসেন৷ সেও সোপিয়ানেরই বাসিন্দা৷ এদিন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সেনা ও কাশ্মীর পুলিশের একটি টিম সোপিয়ানের জেইনাপোরা এলাকায় তল্লাশি অভিযান চালায়৷ সেনাকে দেখতে পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা৷ পাল্টা জবাব দেয় জওয়ানরা৷ শুরু হয় দু'পক্ষের গুলির লড়াই৷ এরপরই জঙ্গিদের কোণঠাসা করে তাদের খতম করে নিরাপত্তা বাহিনী৷ কাশ্মীর পুলিশ জানিয়েছে, মৃত ইদ্রিস জঙ্গি দলে নাম লেখানোর পর সোপিয়ানে একাধিক সন্ত্রাসবাদী হামলায় জড়িত সে৷ অনেক নিরীহ কাশ্মীরিও তার শিকার হয়৷ ঘটনাস্

১০০ মুসলিম মহিলাকে পদে আনছে রাজ্য বিজেপি

Image
লখনউ: একশো জন মুসলিম মহিলা খুব শীঘ্রই পদ পেতে চলেছে বিজেপিতে৷ তাঁরা হবেন দলের মহিলা মোর্চার'তিন তালাক প্রমুখ'৷ এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে৷ উত্তর প্রদেশে বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা নাজিয়া আলম রবিবার একথা জানিয়েছেন৷ ওই রাজ্যের ৯৩টি সাংগঠনিক জেলা ও ৬ আঞ্চলিক শাখার জন্য ওই মুসলিম মহিলাদের নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন৷ এই সমস্ত মহিলাদের কাজ হবে তিন তালাকের ফলে অবহেলিত মুসলিম নারীদের ও তাঁদের সন্তানদের জীবনের মূল স্রোতে ফিরতে সাহায্য করা৷ নাজিয়ার কথায়, সেই কারণেই শিক্ষিত মুসলিম মহিলাদের কাজে লাগানো হবে৷ যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের শরিয়ত আইন সম্বন্ধেও স্পষ্ট ধারণা থাকতে হবে৷ পুরো দলটা নেতৃত্ব দেবেন নাজিয়া নিজেই৷ দীপাবলির পরেই ওই মহিলাদের নিয়োগ করা হবে৷ ডিসেম্বর থেকে তাঁরা কাজ শুরু করবেন৷ প্রথমেই তাঁরা দেখবেন উত্তপ্রদেশে তিনতালাক প্রাপ্ত কতজন মহিলা রয়েছেন৷ তাঁদের আর্থিক অবস্থা কেমন৷ পরিস্থিতি বুঝে ওই মহিলাদের আর্থিক স্বাস্থ্য ফেরানোর উদ্যোগ নেওয়া হবে৷ তাঁদের স্বনির্ভর করার কাজ করা হবে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে৷ এখানেই না থেমে ক

নারীর পবিত্রতা কি যোনিতেই সীমাবদ্ধ ? শবরীমালা বিতর্কে বিস্ফোরক অভিনেত্রী

Image
শবরীমালা নিয়ে এই প্রথম মুখ খুললেন পার্বতী। নারীর অস্তিত্ব কখনও শরীরসর্বস্ব হতে পারে না। কে পবিত্র, কে অপবিত্র তার বিচার হতে পারে না যোনি দিয়ে। কে কুমারী আর কে নন, তা দিয়ে নারীর সতীত্ব বিচার করার অধিকার নেই কারও। কেরলের শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে যখন বিতর্ক জারি, সেই সময় এমন মন্তব্য করলেন মলয়ালম ছবির জনপ্রিয় অভিনেত্রী পার্বতী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে শবরীমালা বিতর্ক নিয়ে নিজের মতামত জানিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ সমর্থন করে বলেন, জন্ম থেকেই শুনে আসছেন ঋতুমতী নারী অপবিত্র। শুরু থেকেই বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। তাই কখনও কাউকে পরোয়া করেননি। যখনই মন চেয়েছে মন্দিরে গিয়েছেন। কেরলের কোঝিকোড়ে জন্ম পার্বতীর। সেই কেরল, যেখানে কিনা সাক্ষরতার হার দেশে সবচেয়ে বেশি (৯৩.৯৮%)। পুরুষতান্ত্রিক সমাজের চোখ রাঙানি নেই। বরং অবাধ স্বাধীনতা রয়েছে নারীদের। সব ক্ষেত্রে পুরুষদের সমকক্ষ হয়ে উঠতে পারেন তাঁরা। তবে বাস্তব চিত্রটা নাকি একেবারেই আলাদা। শবরীমালা বিতর্কের জেরে সম্প্রতি যা সামনে এসেছে। ভারতীয় সমাজব্যবস্থায় মাহিলাদের স্থান আসলে কোথায়, তা ফের স্পষ্ট

যে দেশ ৩০০০ কোটির মূর্তি বানায়, তাদের সাহায্য করা উচিৎ নয়: ব্রিটেন

Image
লন্ডন: বিশ্বের সবথেকে উঁচু মূর্তি বানিয়ে বিভিন্ন দেশের প্রশংসা কুড়িয়েছে মোদী সরকার। 'স্ট্যাচু অফ লিবার্টি'র দ্বিগুণ উচ্চতার 'স্ট্যাচু অফ ইউনিটি' নিয়ে আলোচনা হয়েছে বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায়। তবে ভারতের এই মূর্তিতে মোটেই খুশি নয় একসময়ের শাসক দেশ ব্রিটেন। বিপুল করছে এই মূর্তি তৈরিকে মোটেই ভাল চোখে দেখছে না তারা। কয়েকদিন আগেই এক ব্রিটিশ মিডিয়ায় প্রকাশ্যে আসে যে, বিভিন্ন খাতে ভারতকে প্রায় ১১ হাজার কোটির অর্থ সাহায্য করেছিল ভাতর। আর সেই টাকা থেকেই ৩০০০ কোটি খরচে মূর্তি বানিয়েছে ভারত সরকার। মহিলাদের অধিকার, ধর্মীয় সহিষ্ণুতা সহ বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতামূলক কাজের জন্য এই টাকা দেওয়া হয়েছিল ভারতকে। এই প্রসঙ্গে ব্রিটেনের একজন এমপি বলেন, "আমাদের কাছ থেকে ১.১ বিলিয়ন পাউন্ড (প্রায় ১১ হাজার কোটি টাকা) সাহায্য নিয়ে ৩৩০ মিলিয়ন পাউন্ড (৩০০০ কোটি টাকা)-এর মূর্তি বানানো হয়েছে।" এই কাজকে 'ননসেন্স' বলে আখ্যা দেন তিনি। কনজারভেটিভ পার্টির এমপি পিটার বোন আরও বলেন, "কীভাবে তারা টাকাটা খরচ খরচ করবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে যারা এত টাকা দিয়ে মূর্তি বানাতে পা

গভীর রাতে হাইওয়েতে দাঁড়িয়ে লরি, তল্লাশি চালাতেই মিলল গলাকাটা দেহ

Image
লরির মধ্যে থেকে উদ্ধার হল চালকের গলাকাটা দেহ। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি লরির ভিতর থেকে লরিচালকের দেহটি উদ্ধার হয়।  ঘটনাটি ঘটেছে হুগলীর চণ্ডীতলায়। জানা গিয়েছে, লরিটি করে লোহার রড নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্গাপুর থেকে কলকাতা আসছিল লরিটি। রবিবার রাত ৯টা পর্যন্ত চালকের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল লরি মালিকের। কিন্তু তারপরই থেকেই লরি চালক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান। লরি চালকের ফোনটি সুইচড অফ হয়ে যায়। চালকের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে না পেরে লরির খোঁজ শুরু করেন লরি মালিক। সোমবার গভীর রাতে লরিটির খোঁজ মেলে। দেখা যায়, চণ্ডীতলার পাঁচঘরায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর লরিটি দাঁড়িয়ে রয়েছে। কলকাতামুখী রাস্তার উপর দাঁড়িয়েছিল লরিটি। লরিটি খুঁজে পাওয়ার পর চণ্ডীতলার পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস এসে তল্লাশি চালাতেই লরির ভিতর থেকে চালকের দেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, ধারালো কিছু দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে ওই লরি চালককে। কিন্তু ওই লরি চালককে কেন খুন করা হল? পণ্য ছিনতাই নাকি ব্যক্তিগত আক্রোশ? খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস।

বিরাটকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়ে চিঠি প্রধানমন্ত্রীকে

Image
দুরন্ত ফর্মে থাকা বিরাটকে এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান বলছেন বিশেষজ্ঞরা।  বিরাট কোহালিকে ভারতরত্ন দেওয়া হোক। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদিকে চিঠির মাধ্যমে এই অনুরোধ করল সর্বভারতীয় গেমিং ফেডারেশন (এআইজিএফ)। চিঠিতে সংস্থার পক্ষ থেকে লেখা হয়েছে, "ক্রিকেট আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলার মধ্যে পড়ে। গত কয়েক বছরে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিরাট কোহালি লক্ষ লক্ষ মানুষের হৃদয় জিতে নিয়েছে। বিশ্বক্রীড়ায় ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করতে কোহালির এই চেষ্টাকে স্বীকৃতি জানানো হোক ভারতরত্ন দেওয়ার মাধ্যমে। কোহালিকে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার দিলে তা প্রতিভা, মেধা ও কঠোর পরিশ্রমকেই সম্মান জানানো হবে।" এখনও পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে ভারতরত্ন পেয়েছেন সচিন তেন্ডুলকর। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রানের তিনি মালিক। একমাত্র ব্যাটসম্যান হিসেবে সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি রয়েছে লিটল চ্যাম্পিয়নের। কোহালি এখনও পর্যন্ত খেলেছেন ৭৩ টেস্ট ও ২১৬ ওয়ানডে। এই দুই ফরম্যাটে তিনি করেছেন যথাক্রমে ১০২৩২ ও ৬৩৩১ রান। টেস্ট ও একদিনের ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা যথাক্রমে ২৪ ও ৩৮

খবর হতেই সাসপেন্ড আধিকারিক, আচমকা বন্ধ হয়ে যাওয়া চাল-টাকা বিলি শুরু সিঙ্গুরের চাষিদের

Image
রেশন দোকানের সামনে লাইন। নড়ে বসল প্রশাসন। সোমবার থেকে সিঙ্গুরের ৩৬০০ চাষির প্রাপ্য চাল ও টাকা বিলি শুরু হল। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হলেন হুগলি জেলা খাদ্য পরিদর্শক অসীম নন্দী। বাম আমলে টাটাদের গাড়ি কারখানার জন্য যে সব চাষির জমি অধিগ্রহণ করা হয়েছিল, তাঁদের মধ্যে ৩৬০০ জন ক্ষতিপূরণের চেক নেননি। ওই পরিবারগুলির জন্য ২০১৩ সালের মাঝামাঝি থেকে অনুদান (মাসে ২০০০ টাকা এবং পরিবারপিছু দু'টাকা কেজি দরে ১৬ কেজি করে চাল) দিচ্ছে তৃণমূল সরকার। আচমকা জুলাই মাস থেকে বন্ধ হয়ে যায় ওই আর্থিক সাহায্য। গত মাস থেকে মিলছিল না বরাদ্দ চালও। উৎসবের মরসুমে মাথায় হাত পড়ে ওই চাষিদের। সংবাদমাধ্যমে সে খবর প্রকাশিত হতেই প্রশাসনের অন্দরে শোরগোল পড়ে।  সোমবার সিঙ্গুরের তিনটি এলাকা থেকে চাষিদের চালের 'টোকেন' বিলি শুরু করে প্রশাসন। বকেয়া সরকারি টাকাও চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে। দুপুরে রাজ্যের খাদ্য কমিশনার মনোজ আগরওয়াল এক নির্দেশিকায় জানান, সিঙ্গুরের চাষিরা চাল পাননি বলে জেলা খাদ্য পরিদর্শক অসীম নন্দীকে সাসপেন্ড করা হল। তাঁর জায়গায় ওই দায়িত্ব পালন করবেন আরামবাগের অতিরিক্ত খাদ্য নিয়া

‌হিজবুলে যোগ দেওয়া জওয়ান নিকেশ

Image
হিজবুল মুজাহিদিনে যোগ দেওয়া জওয়ান সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে। তার সঙ্গেই নিকেশ হয়েছে আরও এক জঙ্গি। একথা জানিয়েছে জম্মু–কাশ্মীর পুলিস। সোপিয়ানে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে মঙ্গলবার ভোররাতে এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছিল সেনা এবং পুলিসের বাহিনী। তল্লাশির সময়  বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে শুরু হয় সংঘর্ষে। কয়েক ঘণ্টা গুলির লড়াই শেষে সকালের দিকে দুই জঙ্গি খতম হয়। লড়াই শেষে এলাকায় তল্লাশি চালানোর সময় বাহিনী দেখতে পায় খতম হওয়া জঙ্গিদের মধ্যে একজন সেনাবাহিনী ছেড়ে জঙ্গি দলে নাম লেখানো ইদ্রিস সুলতান। ২০ বছরের ওই যুবক জম্মু–কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টে কর্তব্যরত ছিল। এবছরের এপ্রিল মাসে সে জঙ্গি দলে যোগ দিয়েছিল। হিজবুলের পোশাকে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেকথা ঘোষণাও করেছিল ইদ্রিস। পুলিসের এক মুখপাত্র জানিয়েছেন, নিকেশ হওয়া দুই জঙ্গিই হিজবুলের হয়ে উপত্যকায় প্রচুর নাশকতা চালিয়েছে। তবে সংঘর্ষে বাহিনী কোনও লোকসান হয়নি। সংঘর্ষের সময় স্থানীয় বাসিন্দাদের এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে আবেদন করে বাহিনী। সংঘর্ষ শেষে দীর্ঘ তল্লাশিতে প্রচুর অস্ত্রশস্ত্র, গোলাবারুদ

দীপাবলির সকাল থেকেই স্কাইওয়াকে ভক্তের ভিড়

Image
আজ দীপাবলি। আলোর উৎসবে মেতে উঠবে কলকাতা সহ রাজ্যবাসী। সঙ্গে চলবে বাজি পোড়ানো। তবে শব্দবাজি পোড়ানোর সময়সীমা নিয়ে কড়া নির্দেশিকা রয়েছে সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে দীপাবলিতে রাত ৮ থেকে ১০টা, এই দু'‌ঘণ্টা শব্দবাজি পোড়ানো যাবে। মঙ্গলবার রাতে হবে কালীপুজো। কিন্তু দক্ষিণেশ্বরে ভিড় শুরু হয়ে গেছে ভোরের আলো ফোটার আগে থেকেই। মঙ্গলবার ভোর থেকেই ভক্তের ঢল নেমেছে দক্ষিণেশ্বরে। সোমবার দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াকের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল থেকেই স্কাইওয়াকে চড়ে সোজা মন্দিরে পৌঁছে যাচ্ছেন দর্শনার্থীরা। ট্রেনে, বাসে, লঞ্চে যেই আসছেন, সটান উঠে পড়ছেন স্কাইওয়াকে। ৮০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই স্কাইওয়াক। যার দৈর্ঘ্য ৩৪০ মিটার। প্রস্থ ১০.‌৫ মিটার। এরমধ্যে রয়েছে ১৩৭টি দোকান। চলমান সিঁড়ি রয়েছে ১৪টি। রয়েছে ৪টি লিফ্‌ট। দক্ষিণেশ্বর স্টেশন থেকে স্কাইওয়াকে উঠে সোজা ভবতারিণী মন্দিরের প্রবেশপথে পৌঁছে যাচ্ছেন ভক্তরা। স্কাইওয়াকের ভিতরে থাকা দোকান থেকেই দর্শনার্থীরা পুজোর জিনিস কিনে সোজা মন্দিরে ঢুকে যাচ্ছেন। ভিড়, যানজট এড়িয়ে মন্দিরে প্রবেশ পারায় খুশি

নমাজ নিষিদ্ধ হল তাজমহলে

Image
আগ্রা: নমাজের উপর জারি হল নিষেধাজ্ঞা৷ তাজমহলের ভিতরে থাকা মসজিদে নিষিদ্ধ হয়ে গেল নমাজ৷ সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা জানিয়েছে, শুধুমাত্র শুক্রবার এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না৷ সেদিন ওই মসজিদে নমাজে কোনও বাধা থাকছে না মুসলিম ধর্মাবিলম্বীদের জন্য৷ স্বাভাবিকভাবেই কেন এমন সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কারণ, তাজমহল নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হলে বিতর্কের ঝড় উঠতে পারে৷ কাটাছেঁড়া করা হতে পারে কেন্দ্রীয় এই সংস্থাকে নিয়ে৷ এই বিষয়টি নিয়ে অবশ্য অবগত এএসআই-এর আধিকারিকরা৷ তাঁদের বক্তব্য, এই সিদ্ধান্ত তাঁদের নয়৷ বরং তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশ বলবৎ করলেন৷ গত জুলাই মাসে সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ জারি করা হয়েছিল৷ সেখানে বলা হয়েছিল, আগ্রায় বসবাসকারীরা শুক্রবার যাতে নমাজ পড়তে না পারে, সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে স্থানীয় প্রশাসনকে৷ তাজমহলের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে শীর্ষ আদালত জানিয়েছিল৷ যদিও এখন শুধুমাত্র শুক্রবারই নমাজ পড়া হয় তাজমহলে৷ সেদিন সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে তা

ঘাড়ে নিঃশ্বাস ফেলছে Jio, প্রবল চাপে Airtel

Image
সম্প্রতি সেপ্টেম্বর মাসের সব অপারেটারের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রকাশ করেছে সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশান অফ ইন্ডিয়া (COAI)। এই রিপোর্টে জানানো হয়েছে সবকটি বেসরকারি টেলিকম অপারেটারের মোট গ্রাহকের সংখ্যা 101.7 কোটি। যা গত মাসের থেকে 90 লক্ষ কম। ভারতে মোট গ্রাহক সংখ্যার নিরিখে এখনো এক নম্বরে রয়েছে Airtel। সেপ্টেম্বর মাসে Airtel এর গ্রাহকের সংখ্যা ছিল 34.35 কোটি। গ্রাহক সংখ্যার নিরিখে দুই নম্বরে রয়েছে Jio। সেপ্টেম্বর মাসে ভারতে মোট 23.92 কোটি গ্রাহক Jio ব্যবহার করেছেন। COAI রিপোর্টে প্রত্যেক সার্কেলের গ্রাহক সংকগ্যা বিস্তারে জানানো হয়েছে। এই রিপোর্টে জানানো হয়েছে ভারতে বৃহত্তম মোবাইল সার্কেল উত্তরপ্রদেশ (পূর্ব)। এই সার্কেলের মোট গ্রাহক সংখ্যা 8.75 কোটি। গ্রাহক সংখ্যার বিচারে ভারতে দুই নম্বরে রয়েছে মহারাষ্ট্র সার্কেল। মহারাষ্ট্রে মোট গ্রাহক সংখ্যা 8.47 কোটি। তবে COAI রিপোর্টে BSNL, MTNL, Tata আর Reliance Communications এর গ্রাহক সংখ্যা জানানো হয়নি। ভারতের মোট 33.75 শতাংশ বাজার দখল করে রয়েছে Airtel। তবে সেপ্টেম্বরে মোট 23 লক্ষ গ্রাহক হারিয়েছে গুরুগ্রামের কোম্পানিটি। ভারতের বাজারে শেয়ারের

আগামী সপ্তাহে ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করবে স্যামসাং

Image
আগামী সপ্তাহে ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করবে স্যামসাং। এই ফোনে পুরনো ফোনের মতো ফ্লিপ ডিজাইন ব্যবহার হয়েছে। ৯ নভেম্বর লঞ্চ হবে কোম্পানির ফোল্ডেবেল স্মার্টফোন। সম্পতি এক রিপোর্টে জানা গিয়েছে নতুন এই মডেলের নাম হতে চলেছে SM-W2019। চিনের সাংহাই শহরে এই ফোন লঞ্চ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। তবে আপাতত শুধুমাত্র চিনের বাজারে এই ফোন বিক্রি করবে স্যামসাং। সম্প্রতি ইন্টারনেটে এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্রের ছবি দেখা গিয়েছে। এই ছবিতে ইংরাজি 'W' অক্ষর লেখা রয়েছে। যা থেকে মনে করা হচ্ছে এই ইভেন্ট থেকে এই ফ্লোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করবে স্যামসাং। এছাড়াও এই আমন্ত্রণ পত্রে লঞ্চ ইভেন্টের স্থান ও তারিখ জানানো হয়েছে। ইতিমধ্যেই চিনের সার্টিফিকেশান ওয়েবসাইটে একাধিকবার এই ফোন দেখা গিয়েছে। TENAA থেকে জানা গিয়েছে স্যামসাং SM-W2019 মডেলে থাকবে Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে একটি 4.2 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা আর Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। এর সাথেই থাকবে একটি 3,000 mAh ব্যাটারি আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এই ফোনের ডুয়াল ক্যামেরার প্রাইমারি সেন্সারে একটি 3,000 mA

চিনের কাছে ভিক্ষা চাইছেন ইমরান! স্বীকার করল পাকিস্তানের সরকারি টিভি চ্যানেল

Image
পাকিস্তানের সরকারি টিভি চ্যানেলে ভ্রান্তি বিলাস। কার্যত স্বীকার করে নেওয়া হল, চিনের কাছে সাহায্যের নামে ভিক্ষা চাইছেন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের অর্থভাণ্ডারে বিদেশি মুদ্রার সঞ্চয় এক ধাক্কায় ৪২ শতাংশ কমে গিয়েছে। বর্তমানে বিদেশি মুদ্রার সঞ্চয় ৭৮০ কোটি ডলারে গিয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খানকে জরুরি ভিত্তিতে ৬০০ কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্য তথা 'উদ্ধার প্যাকেজ' দেবে বলে কথাও দিয়েছে সৌদি আরব। কিন্তু এই অংকের অর্থ কিছুই নয়। পাকিস্তানকে বেহাল এবং প্রায় দেউলিয়া দশা থেকে উদ্ধার করতে এই টাকা একেবারেই নগণ্য। এই অবস্থায় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছে সাহায্য চাওয়া হয়েছে। একইসঙ্গে পাকিস্তান চিনের কাছেও আর্থিক সাহায্য চাইছে। কূটনীতিবিদরা বলছেন, সাহায্য চাওয়াটা কার্যত ভিক্ষার পর্যায়ে পরিণত হয়েছে, এবার তা স্বীকার করে নিল খোদ পাকিস্তানের সরকারি টিভি চ্যানেলও। যদিও, পিটিভির দাবি, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত এই ভুল। খোলসা করে বলা যাক। আসলে রবিবার বেজিংয়ের সেন্ট্রাল পার্টি স্কুলে বক্তব্য রাখছিলেন ইমরান খান। সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করছিল পাকিস্তানের সরকারি টিভি চ্যান

ফাঁকা বাড়িতে ধর্ষণ মানসিক প্রতিবন্ধী কিশোরীকে, শ্রীঘরে অবসরপ্রাপ্ত সেনা জওয়ান

Image
জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী কিশোরী। সেই কিশোরীকেই কি না শিকার হতে হল যৌন হেনস্তার। তাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল অবসরপ্রাপ্ত এক সেনা জওয়ানের বিরুদ্ধে। নদিয়ার তেহট্টের এই ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। যে সেনাবাহিনী নিজের জীবনকে তুচ্ছ করে সীমান্ত অবিচল থাকেন কর্তব্য পালনে, সেই সেনাবাহিনীরই এক অবসরপ্রাপ্ত জওয়ান লজ্জা দিলেন। প্রতিবন্ধী ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে। তাঁর বিরুদ্ধে আনা হয়েছে ধর্ষণের অভিযোগ। তেহট্টের বেতাইয়ের বাসিন্দারা অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের কাণ্ড-কারখানায় বেশ হতবাক। পুলিশ জানিয়েছেন অভিযুক্ত সেনা জওয়ানের নাম বিদ্যাধর বর। তিনি তেহট্ট্রের ওই এলাকাতেই থাকতেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মানসিক প্রতিবন্ধী মহিলাকে প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে সেনা জওয়ান। সেই সময় সেনা জওয়ানের বাড়িতে কেউ ছিল না। ফাঁকা বাড়িতে ওই নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পরই অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করে পুলিশ। তেহট্ট

দীপাবলির সকাল থেকেই দক্ষিণেশ্বর স্কাইওয়াকে ভক্তের ভিড়

Image
আজ দীপাবলি। আলোর উতসবে মেতে ওঠার দিন আজ। সাবেক মোমবাতি, প্রদীপের সঙ্গেই হাল ফ্যাশনের হরেক কিসিমের টুনি লাইট। দীপাবলির আলোর রোশনাই থেকে বাদ যায় না কিছুই। সঙ্গে চলে দেদার বাজি পোড়ানো। তবে এবার অবশ্য বাজি পোড়ানোর সময়সীমা নিয়ে কড়া নির্দেশিকা রয়েছে সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে দীপাবলিতে রাত ৮ থেকে ১০টা, এই দুঘণ্টা বাজি পোড়ানো যাবে। এবার দীপান্বিতা অমাবস্যার তিথি পড়েছে রাতে। কিন্তু দক্ষিণেশ্বরে ভিড় শুরু হয়ে গেছে ভোরের আলো ফোটার আগে থেকেই। মঙ্গলবার ভোর থেকেই ভক্তের ঢল নেমেছে দক্ষিণেশ্বরে। সোমবার দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর আজ সকাল থেকেই স্কাইওয়াকে চড়ে সোজা মন্দিরে পৌঁছে যাচ্ছেন দর্শনার্থীরা। ট্রেনে, বাসে, লঞ্চে যে-ই আসছেন, সটান উঠে পড়ছেন স্কাইওয়াকে। ৬০ কোটি টাকা খরচ করে গড়ে উঠেছে এই স্কাইওয়াক। স্কাইওয়াকটি লম্বায় ৩৮০ মিটার ও চওড়ায় ১০ মিটার। স্কাইওয়াকে রয়েছে ১২টি চলমান সিঁড়ি, ৮টি সিঁড়ি ও ৪টি লিফট। অত্যাধুনিক এই স্কাইওয়াকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থেকে সিসিটিভি সবই রয়েছে। স্কাইওয়াকে রয়েছে থ্রি-ডি আলোকসজ্জাও। স্কাইওয়া

মোদির ফসল বিমায় পোয়া বারো অনিল আম্বানিদের!‌

Image
রাফাল কেলেঙ্কারির চেয়েও বড় কেলেঙ্কারি ঘটে যাচ্ছে কেন্দ্রের ফসল বিমা প্রকল্পে। অনিল আম্বানির রিলায়েন্স–‌সহ কর্পোরেট ক্ষেত্রের কিছু বাছাই–‌করা বিমা কোম্পানিকে পাইয়ে দেওয়া হচ্ছে বিপুল অর্থ। নির্দিষ্ট দৃষ্টান্ত–‌সহ অভিযোগ আনলেন সাংবাদিক ও সমাজকর্মী পি সাইনাথ। তাঁর অভিযোগ নজরে পড়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। তিনি টুইট করেছেন, '‌রাফাল চুক্তিতে বায়ুসেনাকে লুঠ করার পর এবার কৃষকদের লুঠ করা হচ্ছে ফসল যোজনার নামে।'‌ সংবাদ সংস্থা আইএএনএসের খবর, সাইনাথ বলেছেন, '‌রাফাল কেলেঙ্কারির চেয়েও বড় রকমের এক চক্রের কাণ্ডকারখানা চলছে প্রধানমন্ত্রী বিমা ফসল যোজনায়, যেখানে রিলায়েন্স, এসারের মতো বাছাই–‌করা কিছু গোষ্ঠীর কোম্পানিকে দেওয়া হয়েছে বিমার দায়িত্ব।'‌ মহারাষ্ট্র থেকে একটি উদাহরণ দিয়ে বিষয়টি খোলসা করেন সাইনাথ। জানান, মোটামুটি ২.‌৮ লাখ কৃষক সেখানে সয়া চাষ করেন। একটি জেলায় প্রধানমন্ত্রী বিমা ফসল যোজনায় কৃষকেরা প্রিমিয়াম বাবদ দিয়েছেন ১৯.‌২ কোটি টাকা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দিয়েছে ৭৭ কোটি টাকা করে। মোট ১৭৩ কোটি টাকা পেয়েছে রিলায়েন্স জেনারেল ইনশিওরেন্স। রাফাল দুর্নীতি জড়িত সেই অনিল আ

সামনের বছর জানুয়ারিতেই হবেWBCS

Image
কলকাতা: রাজ্য সরকারের অন্যতম সেরা চাকরি হল ডব্লিউবিসিএস (West Bengal Civil Service) ৷ প্রতিবছর লক্ষাধিক পরীক্ষার্তথী এই পরীক্ষায় বসলেন৷সাধারণত বছরের শুরুতেই ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি নিয়ে থাকে নিয়ে থাবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন৷ ডব্লিউবিপিএসসি এর পরিচালিত ওয়েব সাইটে ( www.pscwbapplicaton.in ) একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে ২০১৯ সালে ডব্লিউবিসিএস পরীক্ষাটি হবে ২০/০১/২০১৯ তারিখে৷ ডব্লিউবিসিএস প্রিলিমিনারী পরীক্ষার তারিখ জানানোর সঙ্গেই সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতির ব্যাপারে জানিয়েছে৷ প্রিলিমিনারিতে ২৫ নম্বর করে আটটি বিষয় অর্থাৎ মোট ২০০ নম্বরে পরীক্ষা হয়৷ বিষয় গুলি হল, ইংরাজী, প্রাচীন ভারতের ইতিহাস, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, ভারতের ও পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের সংবিধান, অ্যারেথমেটিক ও জেনারেল ইন্টিলিজেন্সি, কারেন্ট অ্যাফায়ার্স ৷ প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে মেইন পরীক্ষার বসার সুযোগ পাওয়া যায়৷WBCS পরীক্ষার দ্বিতীয় ধাপ অর্থাৎ মেইন পরীক্ষা পাশ করলে সফল পরীক্ষার্থীদের পারসনালিটি টেস্ট নেওয়া হয় ৷এটি পেরোতে প

বাতিলের খাতায় ৪০ লক্ষ গাড়ির রেজিস্ট্রেশন! আপনারটা নেই তো?

Image
নয়াদিল্লি: দিনের পর দিন বাড়ছে দূষণের মাত্রা৷ মূলত বায়ুদূষণ৷ আর, সেই মাত্রাকে ঠেকাতেই নয়া পন্থা নিয়েছে দিল্লি সরকার৷ ইতিমধ্যে যার জেরে বাতিল করা হয়েছে ৪০ লক্ষ গাড়ির রেজিস্ট্রশন নম্বর৷ তবে, চিন্তা নেই৷ শুধুমাত্র ১৫ বছরের বেশি পুরনো পেট্রোলচালিত গাড়ি এবং ১০ বছরের বেশি পুরনো ডিজেলচালিত গাড়িগুলির ক্ষেত্রেই লাগু হতে পারে নিয়মটি৷ বর্তমানে, দিল্লিতে মোট রেজিস্টার করা গাড়ির সংখ্যা ১.১০ কোটি৷ দিল্লির রাস্তাতে পুরনো গাড়ির নিষিদ্ধকরণের অর্ডারটি পাশ করেছিল ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল (এনজিটি)৷ শুধু তাই নয়, ২০১৫ সালে সুপ্রিমকোর্টও বিষয়টি নিয়ে রায় দিয়েছিল৷ অন্যদিকে সেন্ট্রাল পলিউশান কন্ট্রোল বোর্ড (সিপিসিবি) সুপ্রিমকোর্টকে জানিয়েছে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে ফেসসুক, ট্যুইটারের অ্যাকাউন্ট তৈরি খোলা হয়েছে৷ দিল্লির মানুষ দূষণ নিয়ে নিজের মতামত জানাতে পারবেন৷ সূত্রের খবর, বুধবার পর্যন্ত মোট ১৮ টি অভিযোগ জমা পড়েছে৷ অ্যাডিশনাল সলিশিটার জেনারেল জানাচ্ছেন, দূষণ সম্পর্কিত অভিযোগগুলির জন্য সামির (Sameer) অ্যাপ রয়েছে সিপিসিবির৷ বিষয়টি নিয়ে অন্য এক আইনবিদ জানাচ্ছেন, একিউআর জানার

বিমান হামলায় খতম ২৫ জঙ্গি

Image
বাগদাদ: বিমান হামলায় খতম ২৫ জঙ্গি। মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরাকে ২৫ আইএসআইএস জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। উত্তর ইরাকের কিরকুক এলাকায় ওই হামলা চালানো হয়। ইরাকের এক নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা মেজর জেনেরাল মানান আল সাদ্দু আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী তেল সমৃদ্ধ এলাকাগুলিতে বিমান হামলা চালায়। যা মূলত হাভিস অঞ্চলে রয়েছে।" ওই বিমানহানায় জঙ্গিদের দু'টি ডেরা ধ্বংস করে দেওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বরে ইসলামিক স্টেটকে (ISIS) হারিয়ে জয় ঘোষণা করে ইরাক। যার ফলে গোটা দেশের এক তৃতীয়াশ অংশ নিজেদের দখলে রাখতে সক্ষম হয়।

দারুণ খবর কর্মীদের জন্যে! অবসর নেওয়ার সঙ্গেই মিলবে ২ লক্ষ টাকা

Image
কলকাতা: নির্দেশিকা জারি হয়েছিল আগেই। নির্দেশ দিয়েছিল অর্থ দফতর। এবার বিভিন্ন দফতরে থাকা অস্থায়ী কর্মীদের অবসরের সময় এককালীন আর্থিক অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু। বছরখানেক আগেই অর্থ দফতর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। যেখানে জানিয়ে দেওয়া হয় যে, সরকারি অফিসে চুক্তিতে নিযুক্ত অস্থায়ী কর্মীরা (দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করলেও) ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। ওই বয়সে পৌঁছে অবসর নেওয়ার সময় তাঁদের এককালীন দুই লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু এহেন নির্দেশিকা দেওয়ার পরেই বহু দফতরই এই ব্যবস্থা কার্যকর করছিল না। সেজন্যে সমস্যা তৈরি হচ্ছিল বলেই অভিযোগ। কিন্তু সেই সমস্যা আজ অতীত। সম্প্রতি ভূমি ও উদ্বাস্তু পুনর্বাসন দফতর অস্থায়ী কর্মীদের এই আর্থিক সুবিধা দেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছে। এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবর মোতাবেক রাজ্য সরকার অস্থায়ী কর্মীদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিরাপত্তা ছাড়াও বেতন বৃদ্ধির ব্যবস্থা করেছে। মাসিক বেতন বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। অস্থায়ী কর্মীদের একটা বড় অংশ এই সুবিধা পাবেন। নিয়মিত বেতন বৃদ্ধির ব্যবস্থাও করা হয়েছে। কিন্ত কিছু শ্রেণীর অস্থায়

পড়শিদের সামনে লাঞ্ছিত হয়েই আত্মহত্যা, অভিযোগ বাপনের স্ত্রীর

Image
বাপন সাহার স্ত্রী শর্মিষ্ঠা। পড়শিদের সামনে লাঞ্ছিত হওয়ায় তাঁর স্বামী আত্মহত্যা করেছেন বলে হাওড়ার গোলাবাড়ি থানায় অভিযোগ জানালেন নবান্নের সামনে অগ্নিদগ্ধ হওয়া বাপন সাহার স্ত্রী শর্মিষ্ঠা। রবিবার রাতে তিনি পুলিশে অভিযোগ জানিয়ে বলেন, তাঁর স্বামী পাড়ার লোকের সামনে প্রোমোটার ও তাঁর লোকজনের হাতে লাঞ্ছিত হন। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে সোমবার রাত পর্যন্ত কারও বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়নি। তারা জানায়, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। শর্মিষ্ঠাদেবী আরও জানান, তাঁদের বাড়ির সামনের রাস্তা লাগোয়া বহুতলের সীমানা প্রাচীরে দরজা তৈরি করা নিয়ে স্থানীয় এক প্রোমোটারের সঙ্গে বাপনবাবুর বিবাদ হয়। তার জেরে ওই প্রোমোটার ও তাঁর লোকজন তাঁর স্বামীকে পাড়ার লোকের সামনে এমন লাঞ্ছনা করেন যে, তিনি ভেঙে পড়েন। কথা বন্ধ করে দেন। ৩১ অক্টোবর, বুধবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে বাড়ি না ফেরায় গোলাবাড়ি থানায় নিখোঁজের ডায়েরি করা হয়। গত ২ তারিখ পুলিশ শর্মিষ্ঠাদেবীকে জানায়, বাপনবাবু নবান্নের সামনে আগুন দিয়েছেন। সোমবার শর্মিষ্ঠাদেবী বল‌েন, ''আমার স্বামী লাঞ্ছিত হওয়ার পরই ভেঙে পড়েছিলেন। চাকরি না পেয়ে বা অ

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার নীরব মোদীর সহযোগী

Image
কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল দীপক কুলকার্নিকে। কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল নীরব মোদীর সহযোগী দীপক কুলকার্নিকে। সোমবার রাতে কলকাতা বিমানবন্দরের ইমিগ্রেশন দফতর দীপককে প্রথমে আটক করে। পরে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এ প্রতারণার অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর অন্যতম সহযোগী ছিলেন এই দীপক কুলকার্নি। মুম্বই ইডির তরফে তাঁর বিরুদ্ধে লুক আউট জারি করা হয়েছিল। এ দিন কলকাতা বিমানবন্দরের ইমিগ্রেশন দফতর দীপককে আটক করার পরই তাঁকে কলকাতার ইডি আধিকারিকদের হাতে তাঁকে তুলে দেয়। পরে ইডির দুই আধিকারিক দীপককে গ্রেফতার করে নিজেদের দফতরে নিয়ে আসেন। পিএনবি-র ভুয়ো লেটার অব আন্ডারটেকিং জমা দিয়ে বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ১৩,০০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ উঠেছে নীরব, তাঁর মামা মেহুল চোক্সী ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। এ বছরের গোড়ায় অভিযোগ সামনে আসার আগেই অভিযুক্তেরা দেশ ছাড়েন। তদন্তে নেমে দেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই নীরব ও তাঁর পরিবারের বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। চার্জশিটে তাদের অভিযোগ, ব্যাঙ্ক জালিয়াতি করে অন্তত ৬,৪০০ কোট

‘অ-নাগরিক!’, হাসপাতালে হাতকড়া পরিয়ে বেঁধে রাখা হল দু’জনকে

Image
বন্দি: রতন বিশ্বাস ও কৃষ্ণ সরকার (ডান দিকে)। হাতকড়া খোলার আগে। নাগরিকের অধিকার ঘিরে প্রশ্নচিহ্ন। তোয়াক্কা করা হল না মানবাধিকারেরও।  ডিটেনশন শিবির থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, 'বন্দি' দুই বাঙালিকে হাতকড়া পরিয়ে বেঁধে রাখার ছবি সামনে এসেছে অসমে। সোমবার দিনভর এই নিয়ে ছিছিক্কার এবং প্রতিবাদের মুখে অবশ্য দু'জনেরই হাতকড়া খুলে নেওয়া হয়েছে বলে খবর। গুয়াহাটির বাসিন্দা প্রৌঢ় কৃষ্ণ সরকারকে পুলিশ গ্রেফতার করেছিল ২৯ অক্টোবর। কেন? কৃষ্ণর দাবি, এনআরসি-তে নাম উঠলেও তাঁকে ডি-ভোটার বলে দাগিয়েছে ফরেনার্স ট্রাইব্যুনাল। আদালতে তোলার পরে কৃষ্ণকে গোয়ালপাড়া ডিটেনশন শিবিরে পাঠানো হয়। পথেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। মির্জার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে গোয়ালপাড়া শিবিরে নিয়ে গেলে ডাক্তারেরা হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। গোয়ালপাড়া সিভিল হাসপাতালে চিকিৎসাধীন হৃদরোগী কৃষ্ণকে হাতকড়া পরিয়ে রাখা হয়। সেই ছবি সামনে এসেছে। আবার, বঙাইগাঁওয়ের বাসিন্দা রতনচন্দ্র বিশ্বাসের নাম ডি-ভোটারের তালিকায় উঠেছিল দু'বছর আগে। পুলিশ গ্রেফতার করে তাঁকে গোয়ালপাড়া ডিটেনশন শিবিরে পাঠিয়ে দেয়। সম্প্রতি

সবরীমালার মতো বীরভূমের এই কালী মণ্ডপে প্রবেশাধিকার পান না মহিলারা

Image
'মায়ের পুজো', অথচ সেখানেই প্রবেশাধিকার নেই মেয়েদের! 'কালো মেয়ে'র পুজোতে সহকারী হিসেবে থাকলেও মণ্ডপে কোনও ভাবেই প্রবেশ করতে পারেন না মহিলারা। শুধু ঋতুমতী মহিলারাই নন, বীরভূমের চেতলা প্রদীপ সঙ্ঘের পুজা মণ্ডপে পুরুষ ছাড়া প্রবেশাধিকার নেই কারও। বীরভূমের চেতলা প্রদীপ সঙ্ঘের পুজো শুরু হয়েছিল আজ থেকে বছর ৩৪ আগে। প্রথম দিন থেকেই এই পুজো কমিটি কালী মণ্ডপে নারীদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। এবং এখনও সেই প্রথা মেনেই কালী পুজো অনুষ্ঠিত হয় সেখানে। প্রদীপ সঙ্ঘ পুজো কমিটির সম্পাদক শৈবাল গুহ এনডিটিভি-কে জানিয়েছেন, "৩৪ বছর ধরে যে প্রথা মেনে আসছি, আমরা তা কোনও ভাবেই ভাঙার স্পর্ধা দেখাতে পারি না। পুজোর সময় যদি কোনও মহিলা পুজো স্থানে প্রবেশ করে তাহলে তা আমাদের গ্রামের জন্য মঙ্গলময় হবে না।  আমরা চাই না আমাদের গ্রামের কোনও অমঙ্গল হোক। তাই এই প্রথা মেনেই আমরা পুজো করতে চাই "। পুজো কমিটির আরও এক সদস্য সহদেব দাস বলেন, "আমাদের কমিটি-তে অনেক মহিলা সভ্য রয়েছেন। তবে তাঁরা বিশ্বাস করেন, পুজোর সময় মণ্ডপে প্রবেশ করলে দেবী কালী রুষ্ট হতে পারেন। সে কারণেই তাঁরা পুজোয় সহযোগিতা করলেও মণ্ড

দীপাবলীর আবহে নবাবের শহরে সিরিজ জয়ের লক্ষ্যে রোহিতরা

Image
রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় এসেছে। আজ মঙ্গলবার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে লখনৌতে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ইতিহাসের শহরে আজ জিতে সিরিজ জয়ের স্বপ্নে বিভোর রোহিত অ্যান্ড কোম্পানি। ২৪ বছর পর লখনৌয়ের নতুন স্টেডিয়ামে সিরিজ জিতে দীপাবলীর রোশনাই ছড়িয়ে দিতে তৈরি হচ্ছেন রোহিত-শিখর-রাহুল-কুলদীপরা। তারকাহীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিন্তু প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ান পেস অ্যাটাকের সামনে ভারতীয় টপ অর্ডার ব্যাটিং রীতিমতো অস্বস্তিতে পড়ে যায়। আজ তাই ব্রেথওয়েট, থমাসদের গতি সামলানোর চ্যালেঞ্জ শিখর-রোহিতদের সামনে। কিন্তু লখনৌয়ের নতুন স্টেডিয়ামের বাইশ গজ পেসার নয়, স্পিনারদের স্বাগত জানাচ্ছে। পিচ কিউরেটর জানিয়ে দিয়েছেন, উইকেটে ঘাস থাকলেও সেটা মরা ঘাস। তাই স্পিনাররা শুরু থেকেই সাহায্য পাবেন। সেক্ষেত্রে লো-স্কোরিং ম্যাচ হবে এখানে আশা করা যায়। নবাবের শহরেই সিরিজ জিততে কুলদীপের সঙ্গে প্রথম এগারোয় দেখা যেতে পারে যুজবেন্দ্র চাহলকে। আবার প্রথম এগারোয় ফিরতে পারেন ভুবনেশ্বর কুমার। সেক্ষেত্রে বসতে হতে পারে উমেশ যাদবকে। তবে বোলিং নয় ব্যাটিং চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে।