হিজবুলে যোগ দেওয়া জওয়ান খতম এনকাউন্টারে


শ্রীনগর: সেনার চাকরি ছেড়ে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে নাম লিখিয়েছিলেন এক জওয়ান৷ দেশের বিরুদ্ধে তুলে নিয়েছিলেন অস্ত্র৷ নিরাপত্তা বাহিনীর উপর একের পর এক আঘাত হানে৷ সেই জঙ্গিকে এবার খতম করল ভারতীয় সেনা৷ জম্মু কাশ্মীরের সোপিয়ানের ঘটনা৷ এছাড়া মঙ্গলবারের এনকাউন্টারে খতম হয় আরও এক হিজবুল জঙ্গি৷

কাশ্মীর পুলিশ জানিয়েছে, মৃত ওই জঙ্গির নাম ইদ্রিস সুলতান৷ দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানেই তাঁর বাড়ি৷ ২০ বছরের ইদ্রিস চলতি বছর এপ্রিল মাসে সেনার চাকরি ছেড়ে হিজবুল মুজাহিদিনে নাম লেখায়৷ অপর মৃত জঙ্গির নাম আমির হুসেন৷ সেও সোপিয়ানেরই বাসিন্দা৷

এদিন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সেনা ও কাশ্মীর পুলিশের একটি টিম সোপিয়ানের জেইনাপোরা এলাকায় তল্লাশি অভিযান চালায়৷ সেনাকে দেখতে পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা৷ পাল্টা জবাব দেয় জওয়ানরা৷ শুরু হয় দু'পক্ষের গুলির লড়াই৷ এরপরই জঙ্গিদের কোণঠাসা করে তাদের খতম করে নিরাপত্তা বাহিনী৷

কাশ্মীর পুলিশ জানিয়েছে, মৃত ইদ্রিস জঙ্গি দলে নাম লেখানোর পর সোপিয়ানে একাধিক সন্ত্রাসবাদী হামলায় জড়িত সে৷ অনেক নিরীহ কাশ্মীরিও তার শিকার হয়৷ ঘটনাস্থল থেকে অস্ত্র ও অন্যান্য বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে৷