Posts

Showing posts from October 29, 2018

সরকারি ভর্তুকি নিলে ব্যাংক অ্যাকাউন্টে আধার লাগবে

Image
নয়াদিল্লি: কেন্দ্রের কাছ থেকে রান্নার গ্যাসে ভর্তুকি অথবা অন্য কোনও ধরনের আর্থিক সুবিধা নিলে সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি জন্য আধার দেওয়া থাকলে তা থাকবে। তবে এই ধরনের সুবিধা না থাকলে অ্যাকাউন্টের ক্ষেত্রে আধার ইকেওয়াইসি-র কোনও প্রয়োজন পড়বে না। তবে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে পরিচিয় যাচাই করতে আধার কার্ড কাজে লাগাতে পারা যাবে যদিও ব্যাংক সেই আধার নম্বর ওই অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করতে পারবে না। এই মর্মে সম্প্রতি ইউআইডিএআই বা আধার কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্ত ব্যাংকে চিঠি দিয়ে জানিয়েছে, তাতে কোন কোন ক্ষেত্রে আধার ব্যবহার করা যেতে পারে বলা থাকছে। ওই চিঠির কপি রিজার্ভ ব্যাংকের কাছেও পাঠানো হচ্ছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে, আধার নম্বর ব্যবহারের ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির উপর নিষেধাজ্ঞা দিয়েছে৷ বলা হয়েছিল, শুধুমাত্র সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে এটিকে ব্যবহার করা যাবে। শীর্ষ আদালতের ওই রায়ের পর আইনি পরামর্শ নেয় ইউআইডিএআই ৷ সেই পরামর্শ নেওয়ার পর ব্যাংকগুলিকে লিখিত নির্দেশ পাঠিয়েছে বলে সরকারি সূত্রে খবর। তবে আধার ভিত্তিক পেমেন্ট সিস

রোহিত-রায়ডুর জোড়া শতরান, ম্যাচ জিততে উইন্ডিজের চাই ৩৭৮

Image
খুব কাছে এসেও হল না। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামের সুযোগ ছিল আরও একবার রোহিতের দ্বিশতরান দেখার। তবে সেটা হল না। আন্তর্জাতিক একদিনের ম্যাচে চার নম্বর দ্বিশতরানের কাছে এসেও ফিরে গেলেন মুম্বইয়ের তারকা ব্যাটসম্যান। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রোহিত শর্মা খেলে গেলেন ১৬২ রানের ঝড়ো ইনিংস। ওয়ানডে কেরিয়ারে জীবনের ২১ তম শতরান অর্জন করতে নিলেন মাত্র ১৩৭ বল। ২০টি বাউন্ডারি আর ৪টি ওভার বাউন্ডারির ইনিংস নিয়ে রোহিত যেভাবে এগোচ্ছিলেন তাতে অনেকেই মনে করতে শুরু করেছিলেন, কেরিয়ারের চার নম্বর দ্বিশতরানটা বোধহয় আজই হয়ে যাবে। নার্সের বলে চন্দ্রপল হেমরাজের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে না ফিরল হয়ত ক্রিকেট অনুরাগীদের সেই আশা পূর্ণ হত।  অন্যদিকে উইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের তিন নম্বর শতরান তুলে নিলেনন অম্বাতি রায়াডু।  ৮০ বলে ১০০ রানের একটা ঝকঝকে ইনিংস আসে রায়ডুর ব্যাট থেকে। যার সুবাদে উইন্ডিজের সামনে পাহাড় সমান লক্ষ্য রাখে ভারত । যদিও ৩৭৮ রানের টার্গেট রেখেও বিরাট কোহলির চিন্তা থাকছেই। একে ব্র্যাবোর্নের  বাউন্ডারি তুমনামূলক ছোট। অন্যদিকে, ভারতের বোলিং বিভাগ এই রান ডিফেন্ড করতে পারবেন কি না, সে নিয়েও একটা আশঙ্কা

ভারতে ২৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে জাপান

Image
টোকিও : ভারতে ২৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে জাপান। আজ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে Mou স্বাক্ষরের পর ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসম্পর্কে তিনি বলেন, "আমরা দু'জনেই ডিজিটাল পার্টনারশিপ থেকে সাইবারস্পেস, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও সমুদ্র থেকে আকাশ সবকিছুতেই আমাদের সম্পর্ক আরও দৃঢ় করতে সম্মত হয়েছি। আজ জাপানের শিল্পপতিরা ভারতে ২৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার কথাও ঘোষণা করেছেন। এছাড়া দু'দেশের বিদেশ মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মুখোমুখি বসবে বলে সিদ্ধান্ত হয়েছে। শান্তি ও উন্নয়নের জন্যই দু'দেশের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে।" আরও জানা গেছে যে এই প্রথম আয়ুর্বেদ ও যোগের প্রচারের জন্য ভারতের সঙ্গে চুক্তি করল জাপান।  আজ দু'দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর ভারতীয় সময় সন্ধে সাড়ে ৬টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপান থেকে ভারতের উদ্দেশে রওনা দেন। ১৩ তম জাপান-ভারত বার্ষিক সম্মেলনে যোগ দিতে দু'দিনের সফরে জাপান গেছিলেন তিনি।

পাকিস্তানে অ্যাম্বুল্যান্সে গণধর্ষিততা মানসিক ভারসাম্যহীন শিখ কিশোরী

Image
জরুরি পরিষেবার অ্যাম্বুল্যান্সের ভিতর মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল দুই সরকারি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নানকানা সাহিবে। শিখ ধর্মাবলম্বী ১৫ বছরের ওই কিশোরী গত শনিবার পরিবারের সঙ্গে নানকানা সাহিবের গুরুদ্বারে গিয়েছিল। কিশোরীর বাবার অভিযোগ, গুরুদ্বার থেকেই নিখোঁজ হয়ে যায় তাঁর মানসিক ভারসাম্যহীন মেয়ে। নানকানা শহর থানায় মেয়ে নিখোঁজের অভিযোগ জানান তাঁরা। এরপর নিজেরাও মেয়েকে খোঁজাখুঁজি শুরু করেন। নানকানা বাইপাসের কাছে পার্ক করা প্রাদেশিক জরুরি পরিষেবা উদ্ধারকারী সংগঠন '‌পাঞ্জাব ইমার্জেন্সি সার্ভিসেস রেসকিউ ১১২২'‌–এর  অ্যাম্বুল্যান্সের ভিতর একটি মেয়ের আর্তনাদ শুনে ছুটে গিয়ে তাঁরা দেখেন তাঁর মেয়েকেই কর্তব্যরত দুই সরকারি কর্মী ধর্ষণ করছে। কিশোরীর বাবার আরও অভিযোগ, তাঁদের দেখতে পেয়ে প্রথমে গাড়ি নিয়ে সেখান থেকে পালায় অভিযুক্তরা। তাঁরা অ্যাম্বুল্যান্সটি ধাওয়া করলে প্রায় দু'‌কিলোমিটার পর কিশোরীকে ছুড়ে ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। নানকানা থানার অফিসার নাদিম আহমেদ জানিয়েছেন, আহসান আলি এবং সামিন হায়দর নামে ওই দুই সরকারি কর্মীর বিরুদ্ধে এ

দীপাবলীতে খুন হবেন রাজস্থানের ২৮ জন বিধায়ক, পাঠানো হল হুমকি এসএমএস

Image
'প্রাণে বাঁচতে হলে ৬০ লক্ষ টাকা দাও৷ না হলে এবারে দীপাবলি আর দেখতে পাবে না৷' উৎসবের মুখে এমন হুমকি এসএমএস পেয়ে ঘুম উড়ে গিয়েছে রাজস্থানের ২৮ জন বিধায়কের৷ পুলিশের কাছে কয়েকজন অভিযোগও দায়ের করেন৷ তবে তদন্ত শুরুর কয়েক ঘণ্টার মধ্যে হুমকি বার্তা প্রেরককারীকে গ্রেপ্তার করে শ্রীঘরে পাঠায় পুলিশ৷ তারপরেই স্বস্তির নিশ্বাস ফেলেন বিধায়কেরা৷ পুলিশ জানিয়েছে, যে ওই হুমকি এসএমএসটি পাঠিয়েছিল তার নাম ইউসুফ হুসেন মহম্মদ৷ সে মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা৷ তবে সে রাজস্থানের আজমেরের দরগা বাজারে থাকে এবং একটি হোটেলে বেয়ারার কাজ করে৷ তার কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে৷ সেই ফোনে ওই ২৮ জন বিধায়কের নম্বর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, রাজস্থান বিধানসভার ২৮ জন বিধায়কের কাছে শনিবার সকালে হোয়াটস অ্যাপে একটি এসএমএস ঢোকে৷ এসএমএস দেখেই চমকে ওঠেন সকলে৷ তাতে লেখা, 'তোমাকে খুন করার সুপারি পেয়েছি৷ বেঁচে থাকতে হলে নিচে লেখা ঠিকানায় ৬০ লক্ষ টাকা পাঠিয়ে দাও৷ বেশি চালাকি করো না৷ নয়ত ফল খুব খারাপ হবে৷ এইবারের দীবাবলি পরিবারের সঙ্গে কাটাতে পারবে না অথবা আগামী নির্বাচনেও ভোটে দাঁড়াতে পারব

বিশ্ব জিডিপি বৃদ্ধিতে ভারতের অংশ আরও বাড়বে, দাবি রিপোর্টে

Image
বিশ্ব অর্থনীতিতে ভারতের জন্য সুখবর। বিশ্ব অর্থনীতিতে জিডিপি (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) অংশ বিচারে  ভারতের দ্বিতীয় স্থান আরও স্পষ্ট হওয়ার ইঙ্গিত। চিনের বৃদ্ধির হার আগের চেয়ে কম হলেও প্রথম স্থান ধরে রাখছে ড্রাগনরাই। অন্যদিকে আমেরিকার জিডিপি বৃদ্ধির হার উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ার পূর্বাভাস দিচ্ছেন অর্থনীতিবিদরা। এ মাসের গোড়াতেই বিশ্বের দীর্ঘমেয়াদী জিডিপি বৃদ্ধি নিয়ে ভবিষ্যদ্বাণী করে অর্গানাইজেশন অব ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট। বিশ্বের জিডিপি বৃদ্ধি এবং অর্থনীতি নিয়ে সমীক্ষা ও আগাম ইঙ্গিত দেয় এই সংস্থা। তাতেই পূর্বাভাস দেওয়া হয়েছে, ২০২৩ সালে বিশ্বের জিডিপি বৃদ্ধিতে ভারতের অংশ ১৩ থেকে বেড়ে প্রায় ১৬ শতাংশ হবে। বর্তমানে বিশ্বের জিডিপি বৃদ্ধির ২৭.২ শতাংশ চিনের দখলে। পূর্বাভাসে বলা হয়েছে ২০২৩ সালে এই হার দাঁড়াবে ২৮.৪ শতাংশ। যা চিনের বৃদ্ধির হারের তুলনায় অনেকটাই শ্লথ। বিশ্ব জিডিপি-র ১৩ শতাংশ দখল করে ভারত বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২৩ সালে যা হতে পারে ১৬ শতাংশ। যদিও তাতে স্থান পরিবর্তন হবে না। তবে তৃতীয় স্থানে থাকা আমেরিকার সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে ভারতের অবস্থান আরও পাকা

গোপনে পাকিস্তানে গিয়েছে ইজরায়েলের একটি বিমান!

Image
জেরুজালেম:  ইজরায়েলের একটি বেসরকারি বাণিজ্যিক জেট বিমান তেল আবিব থেকে আম্মান হয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নেমে আবার ইজরায়েলে ফিরে গিয়েছে। এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছেন ইজরায়েলের এক সাংবাদিক। এমনকি ইজরায়েলের একটি সংবাদমাধ্যমেও এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। যদিও পাকিস্তানের তরফে এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। কিন্তু সরকারি এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পাকিস্তানের বিরোধীদলগুলি। এই বিষয়ে 'সন্তোষজনক ব্যাখ্যা' দাবি করেছে তারা। এমনটাই পালটা সংবাদ প্রকাশিত হয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে। এক টুইটে আমি শাফের দাবি করেন, তেল আবিব থেকে ইসলামাবাদে যাওয়া ওই জেটটি পাকিস্তানের রাজধানীতে প্রায় ১০ ঘন্টা দাঁড়িয়ে করে। ইসলামাবাদে আসার পথে জেটটি কিছুক্ষণের জন্য জর্ডানের রাজধানী আম্মানে নেমেছিল। ওই টুইটে শাফের জিজ্ঞেস করেন, "চলতি সপ্তাহে তেল আবিব থেকে কারা পাকিস্তানে গিয়েছিল?" এতে বলা হয়, লেজে এম-ইউএলটিআই লেখা বিমানটি ২৪ অক্টোবর স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে ইসলামাবাদে ল্যান্ড করে। প্রায় ১০ ঘন্টা পর বিমানটি ইসলামাবাদ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে একই পথে আম্মান হয়ে তেল আবিবে ফ

হাওড়া থেকে রাজধানীর পথে ছুটবে অত্যাধুনিক ইঞ্জিনলেস ট্রেন

Image
কলকাতা: ভারতের রেল ট্র্যাকে ছুটবে ইঞ্জিনলেস হাই স্পিড ট্রেন। শতাব্দীর বিকল্প হিসেবে Train 18-এর কথা আগেই প্রকাশ্যে এসেছে। যাত্রীরা সেই অত্যাধুনিক ট্রেনের জন্য অপেক্ষা করছে। সূত্রের খবর, হাওড়া থেকে দিল্লি যাবে ওই ট্রেন। সময় লাগবে রাজধানীর থেকেও কম। সোমবার থেকেই চেন্নাইতে শুরু হবে ট্রেনটির ট্রায়াল। পরবর্তীকালে এরকমই একটি ট্রেন হাওড়া থেকে ছাড়বে বলে জানিয়েছেন, রেলওয়ে বোর্ডের সদস্য রাজেশ আগরওয়াল। ট্রেনের গতি থাকবে ১৬০ কিমি প্রতি ঘণ্টা। সেই গতিতে হাওড়া থেকে দিল্লি ১৪০০ কিমি যাবে মাত্র ১২ ঘণ্টায়। যেখানে রাজধানীর ওই পথ অতিক্রম করতে সময় লাগে ১৬ ঘণ্টা। জানা গিয়েছে, ১৬ কামরার Train-18 তৈরি হয়েছে দেশীয় প্রযুক্তিতেই৷ মোট ১৬ টি চেয়ার-কার কোচ থাকছে ট্রেনটিতে৷ যার মধ্যে ২ টি এক্সিকিউটিভ চেয়ার-কার এবং বাকি ১৪ টি থাকছে নন- এক্সিকিউটিভ চেয়ার-কার কোচ৷ এই ধরণের ট্রেন তৈরির জন্য সাধারণত সময় লাগে কমপক্ষে তিন বছর৷ কিন্তু এক্ষেত্রে মাত্র ২০ মাসেই কাজ শেষ হয়েছে। ইঞ্জিন-বিহীন এই ট্রেন জায়গা নিতে চলেছে শতাব্দীর এক্সপ্রেসের মত ট্রেনগুলির৷ T-18 তে থাকছে রোটেটেবল চেয়ার, স্লাইডিং ডোর, LED লাইট, লাগেজ রাখার

পিআরটি স্কেলে বেতন কাঠামো’র দাবিতে আন্দোলনে প্রাথমিক শিক্ষকরা

Image
কলকাতা: প্রাথমিক শিক্ষকদের সংশোধিত বেতন কাঠামো (পিআরটি স্কেল) চালুর দাবিতে এবার ধর্নায় বসলেন প্রায় কয়েক হাজার শিক্ষক৷ সোমবার সকাল থেকে শহীদ মিনার পাদদেশে অবস্থান বিক্ষোভ চলছে৷ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত দুদিনের এই কর্মসূচী নেওয়া হয়েছে৷ তবে দাবি পূরণ না হলে অনির্দিষ্ট কালের জন্য এই ধর্ণা চলবে৷ অনেকদিন ধরেই পিআরটি স্কেলের দাবিতে আন্দোলন করছে অরাজনৈতিক শিক্ষক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন৷ চলতি বছরের অগাষ্ট মাসে দফায় দফায় সুবোধ মল্লিক স্কোয়ার ও রাণি রাসমনি রোড মহামিছিল করেন ওই সংগঠনের প্রায় ৪৫ হাজার শিক্ষক৷ ওই সময় তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপী তুলে দেওয়া হয় বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাতে৷ জানা গিয়েছে আন্দোলনকারী প্রাথমিক শিক্ষকদের সমস্যা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান৷ প্রাথমিক শিক্ষকদের সংগঠনটির দাবি, ২০১২ সালের ২৩ মার্চ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন একটি বিজ্ঞপ্তি জারি করে৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক শিক্ষক হতে গেলে ন্যূনতম

ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেল: শাওমি সহ একাধিক স্মার্টফোনে বিশাল ছাড়

Image
দীপাবলীর ঠিক আগে আবার অফারের ডালি সাজিয়ে হাজির ফ্লিপকার্ট। এই অফারে স্মার্টফোন সহ একাধিক বিভাগে পাঁচ দিন ধরে বিভিন্ন প্রোডাক্টে বিশাল ছাড় দেবে এই ই-কমার্স পোর্টাল। ইতিমধ্যেই একাধিক স্মার্টফোনের অফারের কথা ঘোষণা করেছে ফ্লিপকার্ট। ৯,৪৯৯ টাকায় 64GB Redmi 6, ২৯,৯৯৯ টাকায় LG G7 ThinQ, ২৪,৯৯৯ টাকায় ZenFone 5Z, ১০,৯৯৯ টাকায় Moto X4 সহ একাধিক স্মার্টফোনে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। আগামী ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেল। বিগ দিওয়ালি সেলে SBI এর সাথে হাত মিলিয়েছে ফ্লিপকার্ট। SBI ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে কেনাকাটা করলে পাবেন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ১ নভেম্বর সেল শুরুর সময় এই অফারের খবর বিস্তারে জানাবে ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে স্মার্টফোনের সেরা ডিল ১। Redmi Note 5 Pro ফোনের দাম কমে হচ্ছে ১২,৯৯০ টাকা। ২। LG G7 ThinQ ফোনের দাম কমে হবে ২৯,৯৯৯ টাকা। ৩। ১৭,৯৯০ টাকা থেকে Vivo V9 Pro 4GB RAM ভেরিয়েন্টের দাম কমে হবে ১৫,৯৯০ টাকা। ৪। মাত্র ৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে ZenFone Max Pro M1। ৫। ২,০০০ টাকা ডিকাউন্টে Vivo V11 Pro ফোন মাত্র ২৩,৯

কেন বিশ্বের প্রথম 5G স্মার্টফোন নয় Mi Mix 3?

Image
প্রত্যেক বছর স্মার্টফোন জগতে নতুন ট্রেন্ড আগে। ২০১৮ সালের ট্রেন্ড ছিল ডিসপ্লে। এই বছর সব কোম্পানি স্মার্টফোনের ডিসপ্লে যত সম্ভব বড় করার চেষ্টা করেছে। আগামী বছর স্মার্টফোন জগতের ট্রেন্ড হতে চলেছে 5G কানেক্টিভিটি। সম্প্রতি চিনের রাজধানী বেজিং এ লঞ্চ হয়েছে Mi Mix 3। এই ফোনে 5G কানেক্টিভিটি। শাওমি দাবি করেছে এটি বিশ্বের প্রথম বাণিজ্যিক 5G স্মার্টফোন। গত মাসে সোশ্যাল মিডিয়াল চিনের কোম্পানিটি জানিয়েছিল Mi Mix 3 ফোনে থাকতে চলেছে পরবর্তী জেনারেশানের 5G কানেক্টিভিটি। তবে বেজিং এ এই ফোন লঞ্চের সময় কোম্পানি শুধুমাত্র 4G ভার্সানে Mi Mix 3 লঞ্চ করেছে। কোম্পানি জানিয়েছে ২০১৯ সালের প্রথম ধাপে লঞ্চ হবে 5G Mi Mix 3। জানুয়ারী মাস থেকে মার্চ মাসের মধ্যে বাজারে আসবে এই স্মার্টফোন। শুরুতে ইউরোপের একাধিক দেশে লঞ্চ হবে Mi Mix 3 ফোনের 5G ভেরিয়েন্ট। তবে বিশ্বের প্রথম 5G স্মার্টফোনের দাবি এখনই করা ঠিক না। কারন একই Qualocomm চিপসেট ব্যবহার করে আরও অনেক ফোন প্রস্তুওতকারী সংস্থা 5G স্মার্টফোন তৈরী করছে। এই দৌড়ে এগিয়ে রয়েছে হুয়েই আর নোকিয়ার মতো জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিগুলি। Qualcomm চিপসেট ছাড়াও নিজস্ব 5G বানানো

সাইবার অপরাধে ক্ষতিগ্রস্তদের জন্য হেল্পলাইন চালু হচ্ছে

Image
সাইবার অপরাধে ক্ষতিগ্রস্তদের সাহায্যে হেল্পলাইন খুলতে চলেছে রাজ্য সরকার। কলকাতা–সহ রাজ্যে বাড়ছে সাইবার অপরাধের ঘটনা। এমন ঘটনা ঘটলে কী করা দরকার,তা জানেন না অনেকেই। তাই এই উদ্যোগ নিয়েছে রাজ্য তথ্যপ্রযুক্তি দপ্তর। ওই হেল্পলাইন ২৪x৭ ঘণ্টাই চালু থাকবে। হেল্পলাইন খোলার ব্যাপারে দরপত্র আহ্বান করা হয়েছে। নিউ টাউনের সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্সে সহায়তা কেন্দ্র খোলার পরিকল্পনা করা হচ্ছে। মূলত তিন ধরনের সাইবার অপরাধ হয়। তার একটি হল প্রতারণা, জালিয়াতি। এটিএম কার্ডের তথ্য জেনে, ভুয়ো ই–মেল পাঠিয়ে টাকা হাতানোর বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ব্যাঙ্কের গ্রাহক ভুল করে এটিএম পিন দিয়ে দিয়েছেন, এমন অনেক ঘটনা রয়েছে। দ্বিতীয়টি হল ছবি বিকৃতি এবং ব্ল্যাকমেল। এ ক্ষেত্রে মূলত মহিলারা আক্রান্ত হন। মহিলাদের ছবি বিকৃত করে তাঁদের সামাজিকভাবে হেনস্থা করা হয়। ওই ছবি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেওয়া হয়। আর একটি অপরাধের ধরন হল ওয়েবসাইট হ্যাক করা। সাইবার অপরাধীদের লক্ষ্য থাকে বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে তা নিষ্ক্রিয় করে দেওয়া, সন্ত্রাসবাদীদের বার্তা প্রচার করা। সরকারি ওয়েব

এবার ডেবিট কার্ডের মাধ্যমে দেওয়া যাবে রেলের খাবারের দাম

Image
নয়া পরিষেবা চালু করছে ভারতীয় রেল। স্টেশন বা ট্রেন থেকে খাবার বা অন্য কোনও সামগ্রীর দাম দিতে পারবেন ডেবিট কার্ডের মাধ্যমে। তার জন্য বিক্রেতাদের হ্যান্ডহেল্ড মেশিন দেওয়া হচ্ছে। এই পরিষেবা শুরু হবে ১ নভেম্বর থেকে। শুরুতে শতাব্দী, দুরন্ত ও রাজধানীতে এই পরিষেবা পাওয়া যাবে। পরে অন্যান্য ট্রেনেও এই ব্যবস্থা করা হবে। ট্রেনযাত্রীরা একটা সমস্যার মুখোমুখি হন সবসময়ই। ট্রেন বা স্টেশনের হকাররা চা–কফি বা জলের বোতলের বাড়তি দাম নেন। কিন্তু এবার সেই সমস্যা থেকে মুক্তি। কারণ যাত্রীরা সরাসরি রেলের অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন। দুরন্ত ও রাজধানীর যাত্রীদের টিকিটের মূল্যের সঙ্গেই খাবারের দাম নিয়ে নেওয়া হয়। কিন্তু জল, চা–কফি বা স্ন্যাকস কিনতে মূল্যটা বিক্রেতাদের নগদ টাকায় দিতে হয়। প্রায়শই অভিযোগ ওঠে যে বিক্রেতারা যাত্রীর থেকে বেশি টাকা নিচ্ছেন। এই সমস্যা রুখতেই বিক্রেতাদের হ্যান্ডহেল্ড মেশিন দেওয়া হবে। যার মাধ্যমে খাবারের আসল দামই দেওয়া যাবে। এমন অনেক বিক্রেতা আছে যারা আইআরসিটিসি'‌র কর্মী নয়। অথচ ট্রেনে বেআইনিভাবে জিনিস বিক্রি করে। এই মেশিনের পরিষেবা শুরু হয়ে গেলে যাত্রীরা সহজেই সেইসমস্ত বিক্রেতাদের শ

অ্যামাজনকে টক্কর দিতে গিয়ে ₹৩২০০ কোটি ক্ষতি ফ্লিপকার্টের

Image
অ্যামাজনের সঙ্গে টক্কর দেওয়ার কঠিন মূল্য চোকাতে হল ফ্লিপকার্টকে। চলতি আর্থিক বছরে ৩,২০০ কোটি টাকারও বেশি লোকসান হল এই ই-কমার্স কোম্পানির। পরিমাণটা গত বছরের ক্ষতির থেকে ৭০% বেশি।  কোম্পানির হোলসেল শাখা ফ্লিপকার্ট ইন্ডিয়া প্রায় ৭৫০% ক্ষতির মুখ দেখেছে। অঙ্কটা ২,০০০ কোটি টাকার বেশি। অন্যদিকে ফ্লিপকার্ট ইন্টারনেটের ক্ষতির পরিমাণ প্রায় ১,১০০ কোটি। গত বছরের তুলনায় এটি প্রায় ৩০% বেশি। ২০১৬ সালে ফ্লিপকার্ট ইন্ডিয়ার ক্ষতির পরিমাণ ছিল ৫৪৫ কোটি টাকা। গত বছর সেই পরিমাণ কমে হয়েছিল ২৪৪ কোটি টাকা। চলতি বছরে মার্কিন প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের সঙ্গে টক্কর দিতে গিয়ে ফ্লিপকার্ট যে বিপুল ডিসকাউন্ট ও আগ্রাসী বিজ্ঞাপন নীতি নিয়েছিল, তার জেরেই এই বিশাল ক্ষতি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। লোকসানের এই ট্রেন্ড ২০২০ সাল পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে। তবে চলতি আর্থিক বছরে ফ্লিপকার্ট ইন্ডিয়ার রাজস্ব ৪২% বেড়েছে।

আনারসের পাতা থেকে সুতো

Image
রবীন্দ্রনাথের ভাষায়, 'খোসা হইতে আঁটি পর্যন্ত কিছুই ফেলা যাইবে না।' আনারসের ক্ষেত্রে তা-ই হতে চলেছে। আনারসের নাম শুনলেই তো জিভে জল আসে। মিষ্টি, রসাল সুস্বাদু ফল। খেত থেকে তোলার সময় আনারসের সঙ্গে থাকা পাতাগুলি কেটে ফেলে দেওয়াই দস্তুর। কিন্তু গবেষণায় সেই পাতা ব্যবহারের উপায় পাওয়া গিয়েছে। আনারসের পাতা থেকে সুতো বের করে নেওয়া সম্ভব। সেই সুতো ফেলে দেওয়ার নয়। তা দিয়ে ব্যাগ, কুশন, পাপোস তো বটেই, শাড়িও বোনা যায়। মালয়েশিয়ায় অনেক দিন ধরেই তা হচ্ছে। এ বার ভারতেও হতে যাচ্ছে। শিলিগুড়ির কাছে আনারস আবাদের জন্য বিখ্যাত বিধাননগরে পাতা থেকে ওই সুতো বানানো শিখছেন একদল মহিলা। আনারস পাতা থেকে সুতো তৈরি কিন্তু কঠিন কিছু নয়। আনারসের পাতাকে ধারালো কিছু দিয়ে চাঁছলেই ভিতরে সুতো দেখতে পাওয়া যায়। টেনে নিলেই হল। আবার ওই পাতা ৩-৪দিন জলে পচালেও সুতো বেরিয়ে আসে। পদ্ধতি আরও সহজ করতে বাজারে যন্ত্রও এসে গিয়েছে। পাতার জোগান থাকলে দিনে এভাবে অন্তত কয়েক কেজি সুতো বার করা সম্ভব। ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অন জুট অ্যান্ড অ্যালায়েড ফাইবার টেকনোলজির সূত্রে জানা গিয়েছে, ওই সুতোর বাজার আছে কলকাতায়। চুলের বিনুনির মতো

দিল্লির বায়ু দূষণ কমাতে লাগানো হল ৭০ হাজার গাছ

Image
দিনে দিনে আরও খারাপ হচ্ছে দিল্লির বাতাসের মান। বায়ু দূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। পলিউশন কনট্রোল বোর্ডের তরফেও জানানো হয়েছে নভেম্বর মাসের প্রথম দশ দিনে দিল্লি ও তার সংলগ্ন অঞ্চলের বায়ু দূষণ ব্যাপক আকার ধারণ করবে। এই সবের মধ্যেই দিল্লির সবুজ ফুসফুস বাঁচাতে উদ্যোগী হলেন কয়েক হাজার স্বেচ্ছাসেবী। সরকারের একার পক্ষে দিল্লি এবং তার সংলগ্ন অঞ্চলে সবুজ বিপ্লব ঘটানো সম্ভব নয় জেনেই এগিয়ে এলেন সাধারণ মানুষ। Hero TOI Green Drive-এর অংশ হিসেবে কয়েক হাজার স্বেচ্ছাসেবী জড়ো হয়েছিলেন সোনিপতের সামালখার কাছে। উদ্দেশ্য বৃক্ষরোপণ। তাঁদের এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সন্ত নিরানকারী চ্যারিটেবল ফাউন্ডেশন। রবিবার দিন শেষে প্রায় ৭০ হাজার গাছের চারা লাগালেন এই সব উত্‍সাহী নাগরিক। দিল্লির পাশাপাশি সারা বছর ধরে দেশের বিভিন্ন শহর যেমন ইন্দোর, আমেদাবাদ এবং চেন্নাইয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। বছর শেষে দেশে মোট ৪ লাখ ৩০ হাজার চারা গাছ লাগানো হয়েছে। সোনিপতের সাংসদ রমেশ চন্দ্র কৌশিক জানিয়েছেন, সময় এসেছে দূষণ রোধে মানুষ সচেতন হন। 'আমরা প্রত্যেকে একটি করে চারা গাছ লাগালে গোটা এলাকা ভরে উঠবে সবুজে। ভবিষ্যত্‍

খয়েরবাড়িতে উদ্ধার মহিলার নগ্ন মৃতদেহ, গ্রেপ্তার স্বামী

Image
মালদা : যাত্রাডাঙার খয়েরবাড়ি এলাকা থেকে উদ্ধার হল এক মহিলার নগ্ন মৃতদেহ। মৃত মহিলার নাম চান্দি পাহাড়িয়া। বাড়ি রানিগঞ্জের জালসা এলাকায়। অভিযুক্ত, মৃত মহিলার স্বামী। নাম সুরেন পাহাড়িয়া। সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছে সে খুনের ঘটনা স্বীকার করে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মালদা থানার পুলিশ। শনিবার ওই মহিলা ও তার স্বামী মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিল। রাতে বাড়ি ফেরার পথে পোপড়া এলাকায় দুজনেই মদ্যপান করে। বাড়ি ফেরার পথে মদ্যপ অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। তখনই সুরেন তার স্ত্রীকে খুন করে বলে প্রাথমিক অনুমান পুলিশের। গতকাল বিকেলে স্থানীয় বাসিন্দারা ধানখেতে ওই মহিলার নগ্ন মৃতদেহ দেখতে পান। ঘটনাস্থানে পৌঁছায় মালদা থানার পুলিশ। মহিলার মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা নাইকি হাঁসদা বলেন, শনিবার চান্দি ও সুরেন মেয়ের বাড়ি গিয়েছিল। বাড়ি ফেরার পথে মদ্যপ অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। সম্ভবত তখনই সুরেন তার স্ত্রীকে খুন করে। গতকাল নগ্ন অবস্থায় ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে। মহিলার গলায় দাগ দেখা গেছে। সম্ভবত শ্বাসরোধ করেই

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জ়িয়ার ৭ বছরের কারাদণ্ড

Image
ঢাকা(বাংলাদেশ) : দুর্নীতি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জ়িয়াকে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দিল সেদেশের আদালত। শওহর জ়িয়াউর রহমানের নামাঙ্কিত একটি অনাথ আশ্রমের অর্থ আত্মসাতের দায়ে ফেব্রুয়ারিতে খালেদা জ়িয়াকে ৫ বছর কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। অপর একটি দুর্নীতির মামলা নিম্ন আদালতে চলছিল খালেদার বিরুদ্ধে। তাঁর জেলবন্দী অবস্থাতেই সেই মামলার শুনানি চলছিল। এদিকে একাধিক অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসা চলছে প্রাক্তন প্রধানমন্ত্রীর। এই পরিস্থিতিতে তাঁর অনুপস্থিতিতে যাতে দুর্নীতি মামলার শুনানি না হয় সেই দাবিতে আদালতের দ্বারস্থ হন খালেদা। যদিও হাইকোর্ট সেই দাবি খারিজ করে। পুনরায় অ্যাপেক্স কোর্টের দ্বারস্থ হন তিনি। অ্যাপেক্স কোর্ট হাইকোর্টেরই নির্দেশ বহাল রাখে। খালেদার অনুপস্থিতিতে ওল্ড ঢাকার সেন্ট্রাল জেলেই দুর্নীতি মামলায় শুনানির নির্দেশ দেয় আদালত। শেষমেশ আজ খালেদাকে সাতবছর কারাদণ্ডের সাজা শোনানো হয়। বর্তমানে জেল থেকেই দলীয় কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন BNP নেত্রী। এদিকে আজ রায় ঘোষণার পর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন BNP-র সমর্থকরা। সেই অভিযোগ

অনিল অম্বানির বিরুদ্ধে আদালতে পেটিএম সহ ২৪ পাওনাদার

Image
নয়াদিল্লি: দেনার দায়ে বেহাল দশা অনিল আম্বানির রিলায়েন্স টেলিকম এবং আরকমের। ফলে মেটাতে পারেননি নির্ধারিত সময়ে পাওনাদারের টাকা৷ তারই জেরে ২৪ পাওনাদার ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালে অভিযোগ দায়ের করেছে অম্বানিদের বিরুদ্ধে। সেই ২৪ অভিযোগকারীদের তালিকায় রয়েছে পেটিএমও।এদের পাওনা এক কোটি থেকে ২০ কোটি টাকা। এদের অভিযোগ দীর্ঘদিন ধরেই অনিল আম্বানির কাছে বকেয়া মেটানোর জন্য আবেদন করেছিল এই সংস্থাগুলি। এদিকে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে ৫৫০ কোটি টাকা বকেয়া মিটিয়ে দিতে বলেছিল শীর্ষ আদালত। বিচারপতি আরএফ নরিমানের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ জানিয়েছিল বকেয়া মেটাতে দেরি করলে তখন বছরে ১২ শতাংশ হারে সুদ দিতে হবে সংস্থাগুলিকে। কিন্তু তারপরেও বকেয়া মেটানোর কোনও উদ্যোগ নেয়নি অনিল অম্বানি গোষ্ঠী। কংগ্রেস নেতা কপিল সিবল এই শিল্পগোষ্ঠীর হয়ে সেসময় মামলা লড়েছিলেন । তখন তিনি আদালতকে জানিয়েছিলেন, অনিল আম্বানি তাঁর টেলিকম সংস্থার স্পেকট্রাম বিক্রির জন্য অপেক্ষা করছেন। সেটি বিক্রি জন্য টেলিকম মন্ত্রকের প্রয়োজনীয় অনুমতি পেয়ে গেলেই সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে। যদিও কপিল সিবলের সেই বক্তব্যের বিরোধিতা করে এরিকসন সংস্থার

১৮৯ যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে ভেঙে পড়ল ইন্দোনেশিয়ার বিমান

Image
বিমান ভেঙে পড়ার খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন যাত্রীদের পরিজনেরা। ওড়ার কয়েক মিনিটের মধ্যে সমুদ্রে ভেঙে পড়ল ইন্দোনেশিয়ার একটি যাত্রিবাহী বিমান। সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা বিমানবন্দর থেকে ১৮৯ জন যাত্রী নিয়ে উড়েছিল লায়ন এয়ারের বিমানটি। গন্তব্যস্থল ছিল সুমাত্রা দ্বীপের পাঙ্গাল পিনাং। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, বিমানটি ওড়ার ঠিক ১৩ মিনিট পরেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার সময় বিমানটির অবস্থান ছিল পশ্চিম জাভা প্রদেশের কারাওয়াং। বিমানবন্দরের এক আধিকারিক জানান, বিমানটি নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পরেই খবর আসে সেটি সমুদ্রে ভেঙে পড়েছে। তল্লাশিতে নামে ইন্দোনেশিয়ান সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি। সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ জানান, যেখান থেকে বিমানটি নিখোঁজ হয়ে যায় সেই তাংজুং কারাওয়াঙের কাছেই বিমানটি ভেঙে পড়ে। সংস্থার প্রধান এম সায়ুগি জানিয়েছেন, সমুদ্রে বিমানের ধ্বংসাবশেষ ভাসতে দেখা গিয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছেছে। তবে কত জন যাত্রী বেঁচে আছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রকের শীর্ষ কর্তা সিন্দু রায়াহু এক ব

অপ্রাকৃতিক যৌনসংগমে বাধ্য করা হচ্ছে কলেজ পড়ুয়াদের !

Image
বেগুসরাই (বিহার) : অত্যাচার চালানো হচ্ছে ৪ কলেজ পড়ুয়ার উপর। বাধ্য করা হচ্ছে অপ্রাকৃতিক যৌনসংগমে লিপ্ত হতে। সোশাল মিডিয়া জুড়ে ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। গ্রেপ্তার করা হয় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে। ঘটনাটি বিহারের বেগুসরাই জেলার। জেলার DSP মনোজ তিওয়ারি জানান, ওই ৪ কলেজ পড়ুয়া পোখারিয়া এলাকার কুশওয়াহা হস্টেলের আবাসিক। তাদের ২৪ অক্টোবর অপহরণ করে অভিযুক্তরা। তারপর তাদের উপর নৃশংস অত্যাচার চালানো হয়। তিনি বলেন, "জল নিয়ে দু'পক্ষের মধ্যে বিবাদ ছিল। এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছে হস্টেলের পড়ুয়ারা। অভিযোগের বিষয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"

সরকারি ভর্তুকি নিলে ব্যাংক অ্যাকাউন্টে আধার লাগবে

Image
নয়াদিল্লি: কেন্দ্রের কাছ থেকে রান্নার গ্যাসে ভর্তুকি অথবা অন্য কোনও ধরনের আর্থিক সুবিধা নিলে সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি জন্য আধার দেওয়া থাকলে তা থাকবে। তবে এই ধরনের সুবিধা না থাকলে অ্যাকাউন্টের ক্ষেত্রে আধার ইকেওয়াইসি-র কোনও প্রয়োজন পড়বে না। তবে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে পরিচিয় যাচাই করতে আধার কার্ড কাজে লাগাতে পারা যাবে যদিও ব্যাংক সেই আধার নম্বর ওই অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করতে পারবে না। এই মর্মে সম্প্রতি ইউআইডিএআই বা আধার কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্ত ব্যাংকে চিঠি দিয়ে জানিয়েছে, তাতে কোন কোন ক্ষেত্রে আধার ব্যবহার করা যেতে পারে বলা থাকছে। ওই চিঠির কপি রিজার্ভ ব্যাংকের কাছেও পাঠানো হচ্ছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে, আধার নম্বর ব্যবহারের ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির উপর নিষেধাজ্ঞা দিয়েছে৷ বলা হয়েছিল, শুধুমাত্র সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে এটিকে ব্যবহার করা যাবে। শীর্ষ আদালতের ওই রায়ের পর আইনি পরামর্শ নেয় ইউআইডিএআই ৷ সেই পরামর্শ নেওয়ার পর ব্যাংকগুলিকে লিখিত নির্দেশ পাঠিয়েছে বলে সরকারি সূত্রে খবর। তবে আধার ভিত্তিক পেমেন্ট সিস

পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিত্সা

Image
নাগরাকাটাঃ স্বাস্থ্য প্রকল্পে সুবিধার পরিধি বাড়াল রাজ্য সরকার। এখন থেকে ওই প্রকল্পটির আওতাধীন পরিবারগুলি বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিত্সার সুযোগ পাবেন। এতদিন ওই পরিমান ছিল দেড় লক্ষ টাকা। চলতি মাসেই অর্থ দপ্তর (অডিট) এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি জারি করে। এর আগে ২০১৬-র ২৫ ফেব্রুয়ারিতে স্বাস্থ্য সাথী প্রকল্পটি নিয়ে স্বাস্থ্য দপ্তর বিজ্ঞপ্তি জারি করে। ৩০ ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে প্রকল্পটির বাস্তবায়ন হয়। এতে মূলত অসংগঠিত শ্রমিক, চুক্তিভিত্তিতে শিক্ষক ও পার্শ্বশিক্ষক এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিবার সহ আরও কয়েকটি ক্যাটাগরির উপভোক্তা রয়েছেন। সব মিলিয়ে এই সংখ্যা বর্তমানে প্রায় ৫০ লক্ষ। এতে সরকারি হাসপাতালগুলি ছাড়াও বেশকিছু নার্সিংহোমেও চিকিত্সা করানোর সুবিধা রয়েছে। গোড়ায় যখন প্রকল্পটি চালু হয় তখন ফি বছর পরিবার পিছু সর্বোচ্চ দেড় লক্ষ টাকার চিকিত্সার সুবিধা মিলত। তবে ক্যানসার, নিউরো সার্জারি, হৃদযন্ত্রের অস্ত্রোপচার ও নানা ধরনের জটিল চিকিত্সায় ৫ লক্ষ টাকাই বরাদ্দ ছিল। এবারে অন্যান্য রোগের ক্ষেত্রেও ৫ লক্ষ টাকা করা হল। রাজ্যর এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মচারীদের সংগঠনগু

বাস মিলবে তো, চিন্তায় আমজনতা

Image
বাস মালিকদের সবচেয়ে বড় সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের ডাকা 'গো স্লো' আন্দোলনের জেরে আজ, সোমবার থেকে বুধবার পর্যন্ত ব্যাপক যাত্রী দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে। কাউন্সিল আগেই জানিয়েছে, এই তিন দিন তারা পিক অফিস আওয়ারে, অর্থাৎ সকাল ৮টা থেকে বেলা ১১টা ও বিকাল ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাস চালাবে। বাকি সময় না। বুধবার পর্যন্ত চলবে এই আন্দোলন কর্মসূচি।  তবে বেঙ্গল বাস সিন্ডিকেট, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি ও হাওড়ার বাস মিনিবাস অপারেটর্স সমন্বয় কমিটি এই আন্দোলনে সামিল হচ্ছে না। সিন্ডিকেটের রাশ রয়েছে তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার হাতে। স্বাভাবিক ভাবেই তারা সরকারকে চটাতে চায় না। রাজ্য সরকারও জয়েন্ট কাউন্সিলের এই আন্দোলনকে কোনও গুরুত্ব দিতে নারাজ। সারা দিন পথে পর্যাপ্ত সরকারি বাস রাখার ব্যবস্থা করেছে রাজ্য পরিবহণ নিগম। পুজোর দীর্ঘ ছুটির পরই আজ থেকেই সরকারি অফিস আদালতে পুরোদমে কাজ শুরু হচ্ছে। খুলছে স্কুল-কলেজও। শুরু হবে দেওয়ালির বাজার। তারই মাঝে এই কর্মসূচির ফলে হাজার হাজার মানুষ পথে বেরিয়ে নাকাল হতে পারেন। এমনিতেই বেশ কিছু দিন ধরে শহরের রাস্তায় বেসরকারি বাস কমে গি

কীভাবে ব্যবহার করবেন গুগল ফোটসের ‘লাইভ অ্যালবাম’ ফিচার?

Image
গুগল ফোটোস লাইভ অ্যালবামে এবার ছবি সংখ্যায় বেড়ি পড়ালো গুগল। এবার থেকে লাইভ অ্যালবাম ফিচারে সর্বোচ্চ ১০,০০০ ছবি ব্যবহার করা যাবে। সম্প্রতি অ্যানড্রয়েড পুলিশে এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। লাইভ অ্যালবাম ফিচারে গ্রাহকের সব ছবি থেকে নিজে থেকেই বেছে অ্যালবাম তৈরী করে গুগল। প্রিয়জন, বা নিজের প্রিয় কুকুর বা বিড়ালের ছবি নিজে থেকে বেছে এই অ্যালবাম তৈরী হয়। "যে সব গ্রাহক এই লিমিট অতিক্রম করে যাবেন তাদের এক নোটিফিকেশানে লাইভ অ্যালবাম সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার নোটিফিকেশান পাঠানো হবে। অর্থাৎ এরপরে প্রিয়জন বা প্রিয় পোহ্যর তোলা ছবি আর নিজে থেকে অ্যালবামে যোগ হবে না। অর্থাৎ অ্যালবাম স্লাইড শো তে পুরনো ছবি দেখে সন্তুষ্ট থাকতে হবে গ্রাহককে।" বলে জানানো হয়েছে এই রিপোর্টে। এর পরে তোলা সব ছবি আর লাইভ অ্যাল্বামে যাবে না। পরে এই ছবি খুঁজতে হলে সব ছবি ঘেঁটে খুঁজে বার করতে হবে। কোম্পানির সাপোর্ট পেজেও এই কথা জানিয়েছে গুগল। কোম্পানির সাপোর্ট পেজে গুগল জানিয়েছে এবার থেকে লাইভ অ্যালবামে সর্বোচ্চ ১০,০০০ ছবি যোগ করা যাবে। অর্থাৎ এক অ্যালবামে ১০,০০০ ছবি যোগ হলে সেই অ্যালবামে ছবি যোগ হওয়া বন্ধ হয়ে যাবে।

দেড় বছরের মধ্যেই কলকাতা মেট্রোর আমূল পরিবর্তনের লক্ষ্য রেলের

Image
কলকাতা : আগামী দেড় বছরের মধ্যে কলকাতা মেট্রো রেলের পরিকাঠামো আমূল পরিবর্তন করা হবে। পুরোনো রেক বদলে নতুন রেক আনা হবে। এছাড়াও পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেনের উন্নতি করা হবে। বদল করা হবে লোকাল ট্রেনের কোচও। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রেলওয়ে বোর্ডের সদস্য রাজেশ আগরওয়াল। দুদিন ধরে তিনি রেলের ১৭টি জ়োনের সমস্ত ইঞ্জিনিয়রদের নিয়ে কনফারেন্স করেন। কলকাতায় মেট্রো রেল চলাচল প্রায় ৩৫ বছর আগে চালু হয়েছে। দেশের বাকি অংশের তুলনায় যা বেশ প্রাচীন। তাই কলকাতা মেট্রোকে আধুনিক করার পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক। আজ সাংবাদিক বৈঠকে রাজেশ আগরওয়াল বলেন, "আগামী দেড় বছরের মধ্যে কলকাতা মেট্রো রেলে আমূল পরিবর্তন আনা হবে। সমস্ত পুরোনো রেকগুলিকে বদল করা হবে। প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে পড়ার জন্যই মেট্রোতে বারবার যান্ত্রিক ত্রুটি হচ্ছে। তাই রেল সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়র পদে নিয়োগ করা হবে।" তিনি জানান, শুধু কলকাতা মেট্রোই নয়, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের লোকাল ট্রেনের কোচেরও উন্নতি করা হবে। বর্ধমান-হাওড়া, শিয়ালদা-ব্যারাকপুর ও শিয়ালদা-বারা

৭০০ কেজি সোনা সহ বিমানবন্দরে গ্রেফতার দুই

Image
চেন্নাই: উত্তরবঙ্গের মাধ্যমে ক্রমশ বাড়ছে সোনা পাচার। যার বড় প্রমাণ মিলেছে গত শনি এবং রবিবার। রবিবার চেন্নাই বিমানবন্দরে উদ্ধার করা হয় প্রায় ৭০০ কেজি সোনা। একই সঙ্গে ওই সোনা পাচারকারী দুই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, চেন্নাই থেকে ধৃত দুই ব্যক্তি বাগডোগরা যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু শুল্ক দফতরের কর্তারা আগাম খবর পেয়ে তাঁদের পাকরাও করে ফেলে। অল্প সময়ের তল্লাশিতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা। যার মোট ওজন প্রায় ৭০০ কেজি। বর্তমানে যার বাজারদর দুই কোটি ২৭ লক্ষ ৮২ হাজার ৭১৫ টাকা। মালয়েশিয়া থেকে ভারত হয়ে তা নেপালে পাচার হচ্ছিল। শনিবার ৫৫ কেজি সোনা উদ্ধার হয়েছিল শিলিগুড়ি থেকে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছিল দুই ব্যক্তিকে। এক কেজি ওজনের মোট ৫৫টি সোনার বাট ছিল। গাড়ির চালকের আসনের নিচে লুকিয়ে রাখা ছিল ওই সোনার বাটগুলি। এই দুই ঘটনার সঙ্গেই জড়িয়ে গিয়েছে শিলিগুড়ির নাম। নেপাল সীমান্ত থেকে শিলিগুড়ির দূরত্ব খুব বেশি নয়। সড়ক পথ সোনা পাচার যে বহু মাত্রায় বেড়ে গিয়েছে তার বড় প্রমাণ এই দুই ঘটনা।

‘শুধুমাত্র পাকিস্তান বা ব্রিটিশরা নয় দেশভাগের জন্য সমান দায়ী ভারতও’

Image
দেশভাগ নিয়ে ওই মন্তব্যের জন্য হামিদ আনসারিকে নিশানা করেছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র দেশভাগ নিয়ে পুরনো বিতর্ক খুঁচিয়ে তুললেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। শনিবার এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, দেশভাগের জন্য শুধুমাত্র ব্রিটিশ ও পাকিস্তানের ওপরে দোষ চাপানো যায় না। বরং দেশভাগের জন্য সমান দায়ী ভারতও। সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী হামিদ আনসারি এদিন বলেন, 'এখনও আমরা মেনে নিতে রাজি নই যে ভারতও দেশভাগের জন্য সমান দায়ি। দেশের মানুষ এখনও বিশ্বাস করে পাকিস্তান ও ব্রিটিশরা দেশভাগের জন্য দায়ি।' তাঁর দাবির স্বপক্ষে যুক্তি তুলে ধরেন হামিদ আনসারি। সর্দার প্যাটেলর এক বক্তৃতা তুলে ধরে তিনি বলেন, সর্দার প্যাটেল ১৯৪৭ সালের ১১ অগাস্ট মন্তব্য করেন, অনেক ভেবেই ওই সিদ্ধান্ত নিতে হয়েছে। আগে দেশভাগের বিরুদ্ধে থাকলেও পরে তিনি মনে করেন ভারতকে অখণ্ড রাখতে গেলে দেশভাগ জরুরি। হামিদ আনসারি এদিন আরও বলেন, স্বাধীনতার পর দেশের রাজনীতি বদলে গিয়েছে। এখন দেশভাগের জন্য কাউকে না কাউকে দায়ি করতেই হবে। তাই মুসলিমদের বিলর পাঁঠা করা হচ্ছে। এদিক দেশভাগ নিয়ে ওই মন্তব্যের জন্য হামিদ আনসারিকে নিশানা করেছেন বিজেপ

নির্যাতিতা থেকে মুকুটজয়ী, হাঁটা থামাননি কাশ্মীরি কন্যা

Image
মুকুটের আড়ালে লুকিয়ে রয়েছে বহু বেদনা। বঞ্চনার বেদনা, নির্যাতনের বেদনা।  মুকুটের আড়ালে লুকিয়ে রয়েছে অনেক বছরের লড়াই। মেয়েকে একা একা বড় করার লড়াই। হাল না ছাড়ার লড়াই। মুকুটের আড়ালে লুকিয়ে রয়েছে অফুরন্ত সাহস। লড়াই চালিয়ে যাওয়ার সাহস। কোনও প্রশিক্ষণ ছাড়াই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার সাহস। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হয়েও এগিয়ে যাওয়ার সাহস।  নুসরত পরভিন। ৩৬ বছর বয়সি এই কাশ্মীরি কন্যা কয়েক দিন আগেই মালয়েশিয়ায় এক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিজেতার মুকুট জিতে নিয়েছেন। তিনিই এ বছরের 'মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল'। সাফল্যের এই পথটা আদপেই মসৃণ ছিল না। ''সত্যিই বলতে কী, কখনও ভাবিইনি সৌন্দর্য প্রতিযোগিতায় নাম দেব। বিদেশে গিয়ে স্টেজে র‌্যাম্পে হাঁটব,'' আনন্দবাজারকে বললেন নুসরত।  জন্ম কুলগামে। বাবা ছিলেন সেনাবাহিনীতে। কিশোরীবেলা থেকেই মহারাষ্ট্রে থাকতেন নুসরতরা। সেখানেই ভালবেসে বিয়ে এক মরাঠি ছেলেকে। একটি মেয়েও হয় তাঁদের। ''মাধ্যমিক পাশ করে বিয়ে করার ঝোঁকে পড়াশোনা ছেড়ে দিই। তার পর শুধু স্বামী-সংসার নিয়েই মজে ছিলাম। যে ছেলেটি

বিদেশি! অসমে আবার আত্মঘাতী বাঙালি

Image
ডি-ভোটারের নোটিস পেয়ে এক আইনজীবী যদি আত্মহত্যা করেন, তবে সামান্য সাইকেল মেকানিকের লড়াই চালানোর ক্ষমতা কোথায়! তার উপরে রয়েছে আলফার হুমকি। এমনই মানসিক টানাপড়েনে বেশ কয়েক দিন ধরে ভুগছিলেন ওদালগুড়ির বাসিন্দা দীপক দেবনাথ। এনআরসির খসড়া তালিকায় তাঁর ও পরিবারের নাম থাকলেও ফরেনার্স ট্রাইবুনাল তাঁর নথিপত্র ফিরিয়ে দিয়েছে। গত কাল টিভিতে ডি-ভোটার ও নাগরিকত্ব নিয়ে আলোচনা দেখে নিজের ভবিষ্যৎ নিয়ে আরও ভেঙে পড়েন দীপকবাবু। আজ সকালে বাড়ির অদূরে এক গাছে তাঁর ঝুলন্ত দেহ মিলল। ডি-ভোটারের নোটিস পাওয়া ও নাগরিকত্ব চলে যাওয়ার আশঙ্কায় আত্মহত্যা ঘটেই চলেছে অসমে। জুলাইয়ে এই ওদালগুড়িতেই আত্মঘাতী হন গোপাল দাস। ২১ অক্টোবর আত্মহত্যা করেন খারুপেটিয়ায় আইনজীবী ও অবসরপ্রাপ্ত শিক্ষক নিরোদবরণ দাস। আজ ঘটনাস্থল ওদালগুড়ির ঘাগরা গ্রাম। মৃতের ভাইপো উত্তম দেবনাথ জানান, এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশের আগের দিন দীপকবাবুর নামে ডি-ভোটারের নোটিস আসে। চূড়ান্ত খসড়ায় দীপকবাবু ও তাঁর স্ত্রী, দুই কন্যার নামই ছিল। কিন্তু ফরেনার্স ট্রাইব্যুনাল ক'দিন আগে তাঁর নথিপত্র পর্যাপ্ত নয় বলে জানিয়ে নতুন নথি জোগাড় করতে বলে। পরবর্তী শুনানি

রাজ্যে ৫ দিনের মধ্যে ৩ জনসভায় অমিত, রথের চোখধাঁধানো সূচনার পরিকল্পনায় বিজেপি

Image
রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম! রবীন্দ্র কাব্যের পঙ্‌ক্তি বলেই চিনে নেবেন যে কোনও বাঙালি। কিন্তু আপাতত এটা রবীন্দ্র কাব্য নয়, আপাতত এ হল বিজেপির রথযাত্রার সূচনা লগ্নের পরিকল্পনা। ৫, ৭ ও ৯ ডিসেম্বর রাজ্যের তিন প্রান্ত থেকে বিজেপির তিনটে 'রথ' যাত্রা শুরু করছে। তিন রথের উদ্বোধন করবেন তিন নেতা— প্রথমে এমনটা শোনা গিয়েছিল। কিন্তু পরে বিজেপি সিদ্ধান্ত নেয়, তিন যাত্রারই সূচনা করবেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই সিদ্ধান্তই বুঝিয়ে দিয়েছিল, বাংলায় এই 'গণতন্ত্র বাঁচাও রথযাত্রা'কে কোন মাত্রায় তুলে নিয়ে যেতে চাইছে বিজেপি। অক্টোবরের শেষ প্রান্তে পৌঁছে জানা গেল, পরিকল্পনা আরও বড়। শুধু 'রথযাত্রা' আর 'মহা ধুমধাম'-এ সন্তুষ্ট থাকতে চাইছে না বিজেপি। সূচনার দিনেই 'লোকারণ্য' চাইছে সর্বভারতীয় নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, বাংলার তিন প্রান্তে যে যে তারিখে রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ, সেই সেই তারিখেই সূচনাস্থলের কাছাকাছি কোনও মাঠে বড়সড় জনসভাও করবেন তিনি। তিন সভায় প্রায় তিন লক্ষের কাছাকাছি জমায়েতের লক্ষ্যমাত্রাও বেঁধে দেওয়া হয়েছে দলের সামনে। ৫ ডিসেম্বর প্রথম রথ

‘উনি বিশ্বাসযোগ্য বন্ধু’, মোদীর ভূয়শী প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর

Image
জাপান উদ্দেশে রওনা দেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছিলেন, জাপান হচ্ছে অন্যতম বিশ্বাসযোগ্য দেশ। দুই দেশকে 'উইনিং কম্বিনেশন' বলে ব্যাখ্যা করেন তিনি। বুলেট ট্রেন, মেক ইন ইন্ডিয়া, সিল্ক ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া- মোদীর এ সব স্বপ্নের প্রকল্পে জাপান অগ্রণী ভূমিকা নিয়েছে। তাই, এক রাশ আশা নিয়ে দু'দিনের ভারত-জাপান সম্মলনে শনিবার টোকিও পৌঁছলেন নরেন্দ্র মোদী। জাপানের তরফ থেকেও রবিবার একই বার্তা শোনা গেল। ইয়ামানাশির মাউন্ট ফুজি হোটেলে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, মোদী হচ্ছেন বিশ্বাসযোগ্য বন্ধুদের মধ্যে অন্যতম। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বজায়ে সর্বদা সচেষ্ট তিনি। নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের ভূয়শী প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী। শিনজো আবে এ দিন আরও বলেন, দুই দেশের সম্পর্ক বিশ্বকে আরও সমৃদ্ধ করেছে। নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি, বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ এবং পর্যটক নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। সাক্ষাত পর্বে, শিনজো আবের হাতে দেশীয় হস্তশিল্পের একটি নির্দশন তুলে দেন মোদী। রাজস্থানের মার্বেল

সক্রিয় হচ্ছে নিম্নচাপ, জারি সতর্কতা

Image
উত্তুরে হাওয়া বইতে শুরু করেছিল মোটামুটি সময় মেনেই। তাই ভোরের দিকে হালকা কুয়াশাও দেখা যাচ্ছিল। কিন্তু শীতের আশায় হাপিত্যেশ করে বসে থাকা বঙ্গবাসীর মনে সেই সুখ চিরস্থায়ী হল না। নিম্নচাপের কালো মেঘ ঘনাচ্ছে পশ্চিম ও উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরের ওপর। রবিবার এই কথাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। সুতরাং শীতের হাওয়া আপাতত থমকে যাচ্ছে মাঝপথেই৷  আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শীত–শীত ভাব থাকলেও প্রকৃত শীত পড়তে এখনও বেশ দেরী। তার আগে দুশ্চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে৷ কোথাও কোথাও কুয়াশাও ছিল ভোরের দিকে। সোমবার থেকে আরও খারাপ হবে আবহাওয়া।, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরেও। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার রাতের মধ্যেই মৎস্যজীবীদের ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৯–৩০ অক্টোবর সমুদ্রে যাওয়ার ওপর জারি হয়েছে নির্দেশিকা। বঙ্গ এবং ওড়িশা উপকূল ও পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরের দিকে যেতে বিশেষ করে নিষেধ করা হয়েছে ৷

‌‌হাতবদলের আগে উদ্ধার ৩৫ লক্ষ টাকার হেরোইন

Image
অবশেষে পুলিসের জালে ধরা পড়ল কুখ্যাত দুই হেরোইন কারবারি। তাদের কাছ থেকে পাওয়া গেছে ১ কিলো ২০০ গ্রাম হেরোইন। যার বাজারে আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা। এমনই দাবি পুলিসের। রবিবার সকালে সোনারপুর স্টেশনের কাছে অটোস্ট্যান্ডের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস ওই দু'‌জনকে ধরেছে। তাদের একজনের নাম জামালউদ্দিন শেখ ওরফে ক্যাবলা এবং অন্যজনের নাম রশিদ লস্কর ওরফে বাচ্চু। জালালের বাড়ি নদিয়ায়। আর রশিদ থাকে জীবনতলার ঘুঁটিয়ারিতে। বারুইপুর জেলা পুলিসের স্পেশ্যাল অপারেশন গ্রুপ ও সোনারপুর থানার পুলিস যৌথ অভিযান চালিয়ে এই মাদক কারবারিদের হাতেনাতে ধরেছে। মাদকের পাশাপাশি উদ্ধার হয়েছে ১টি মোটরবাইক, ১০,৪২০ টাকা এবং ২টি মোবাইল ফোন। ধৃতদের মধ্যে রশিদ লস্করকে সিআইডি একটি মামলায় খুঁজছে। এদিন সকালে নদিয়া থেকে ট্রেনে করে হেরোইন বিক্রি করতে গড়িয়ায় আসছিল জামালউদ্দিন। কিন্তু সেখানে আরপিএফ–কে দেখে ট্রেন থেকে না নেমে সে সোনারপুরে চলে আসে। ক্রেতা রশিদকেও সোনারপুরে চলে আসতে বলে। সেই খবর পুলিসের কাছে পৌঁছে যায়। সোনারপুর স্টেশনের কাছে পুলিস ওত পেতে বসে থাকে। জামালউদ্দিন ও রশিদ স্টেশন থেকে বেরিয়ে সোনারপুর মোড়ের কাছে অটোস্ট্যান

‘‘বারণ শুনলে ছেলের এই পরিণতি হত না,’’ - মায়ের আক্ষেপ

Image
অন্য কোনও রবিবার অমনই সফরে বেরিয়েছিলেন অমিত। গাড়ি-বাইক চালানোর নেশা তাঁর দীর্ঘদিনের। বাড়িতে দু'টি গাড়ি, দু'টি দামি বাইক। ফি-রবিবার বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে পড়া ছিল তাঁর নেশা। তবে, নিছক বাইক-সফর নয়, তাঁর নেশা ছিল 'রেস'-এ। এমনকী, ফেসবুকেও তিনি 'রেস'-এ ইচ্ছুকদের আমন্ত্রণ জানাতেন। সেই 'রেস'-ই কাল হল উলুবেড়িয়ার যদুবেড়িয়া গ্রামের ব্যবসায়ী অমিত সিংহ (২৯)। রবিবার পাঁশকুড়ার মঙ্গলদাড়িতে ভেড়িবাঁধ এলাকায় দুর্ঘটনায় ছেলের মৃত্যুর কথা জানার পরে মা নিলম সিংহের আক্ষেপ, ''আমি ছেলেকে বারবার বাইকে রেস করতে বারণ করতাম। কিন্তু ও শুনত না। শনিবার রাতেও বোঝাই। ও প্রথমে যাবে না বলেছিল। ভোরে কোনও এক বন্ধুর ফোন আসতেই আমাদের কিছু না বলে বেরিয়ে যায়।'' অমিতের বাবা অশোক সিংহ বলেন, ''ছেলেকে সাড়ে তিন লক্ষ টাকার ওই বাইক কিনতে না করেছিলাম। ওটা হাইস্পিড বাইক। কিন্তু আমাকে না জানিয়েই ও কেনে। এ দিন ও আমার সঙ্গে ইটভাটায় যাবে বলেছিল। কিন্তু কিছু না জানিয়ে চিরদিনের মতো চলে গেল।'' অশোকবাবু তিনটি ইটভাটার মালিক। আদতে তিনি বিহারের মজফ্‌ফরপুরের বাসিন্দা। ব

‘ছেলে হলে কষ্ট করেও মানুষ করতাম’, যমজ কন্যাসন্তান বেচে বলল বাবা

Image
রতন ব্রহ্ম। টাকার লোভে নিজের দু'মাসের যমজ কন্যাসন্তানকে বিক্রি করে দিয়েছিল সে। স্ত্রীর ওজর-আপত্তিও শোনেনি। কিন্তু শেষরক্ষা হল না। শিশু বিক্রির অভিযোগে রবিবার গাইঘাটার রামচন্দ্রপুর ভাদুরিয়া এলাকার রতন ব্রহ্ম নামে ওই যুবককে গ্রেফতার করল পুলিশ। এলাকারই দু'টি বাড়ি থেকে পুলিশ শিশু দু'টিকে উদ্ধার করেছে। অভিযোগ, দুই কন্যাকে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকায় দু'জনের কাছে বিক্রি করে রতন। বিক্রির ১ লক্ষ ৪৫ হাজার টাকাও রতনের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে। পুলিশের কাছে রতনের দাবি, বাকি টাকায় সে ধার মিটিয়েছে। জেলা পুলিশের এক কর্তা জানান, শিশু রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা আইনে (২০১৫) ওই যুবকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। যে দুই ব্যক্তি শিশু দু'টি কিনেছিল, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশু দু'টিকে চাঁদপাড়া ব্লক গ্রামীণ হাসপাতালে রাখা হয়েছে। মঙ্গলবার তাদের বারাসতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কাছে হাজির করানো হবে। রতন দাবি করেছে, ''দু'টি মেয়েকে মানুষ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই এলাকাতেই দুই সন্তানহীন পরিবারকে দিয়েছি। যাতে পরে মেয়েদের অন্তত দেখতে পাই।'' পুলিশ ও স্থানীয় সূত্রে

অযোধ্যা মামলা এ বার কোন পথে ঠিক করতে বসছেন প্রধান বিচারপতি

Image
রাম মন্দির-বাবরি মসজিদ মামলা কোন পথে এগোবে, সোমবার তা ঠিক করতে বসছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। অযোধ্যায় রাম মন্দির ঘিরে আবেগকে ২০১৯-এর অন্যতম অস্ত্র করে তুলতে চাইছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। সেই রাম মন্দির-বাবরি মসজিদ মামলা কোন পথে এগোবে, সোমবার তা ঠিক করতে বসছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আর তার ঠিক আগে গেরুয়া শিবির সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দিচ্ছে, হিন্দুদের আস্থার কথাও যেন শীর্ষ আদালত মাথায় রাখে। কবে থেকে নতুন করে রাম মন্দির-বাবরি মসজিদের জমি বিবাদ মামলার শুনানি শুরু হবে, তা ঠিক করার সঙ্গে তাঁর নিজের বেঞ্চেই এই মামলা শোনা হবে কি না, সেই সিদ্ধান্তও নিতে হবে প্রধান বিচারপতিকে। বিজেপি নেতারা এখন যে বিষয়টি দেখার জন্য মুখিয়ে রয়েছেন, তা হল, অযোধ্যার মামলার কি রোজ শুনানি হবে? কারণ তাঁদের হিসেবে, একমাত্র রোজ শুনানি হলেই লোকসভা ভোটের আগে তা শেষ হতে পারে। সে ক্ষেত্রে কোর্ট যে সিদ্ধান্তই নিক, বিজেপি প্রয়োজন মতো প্রচারের কৌশল নিতে পারবে। এই কারণেই সোমবার মামলা ওঠার আগে অমিত শাহ, যোগী আদিত্যনাথরা শীর্ষ আদালতকে মনে করিয়ে দিচ্ছেন, আইনের কচকচির সঙ্গে কোর্ট যেন মানুষের আস্থা, আবেগের কথাও মাথায় রাখ