পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিত্সা


নাগরাকাটাঃ স্বাস্থ্য প্রকল্পে সুবিধার পরিধি বাড়াল রাজ্য সরকার। এখন থেকে ওই প্রকল্পটির আওতাধীন পরিবারগুলি বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিত্সার সুযোগ পাবেন। এতদিন ওই পরিমান ছিল দেড় লক্ষ টাকা। চলতি মাসেই অর্থ দপ্তর (অডিট) এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি জারি করে।
এর আগে ২০১৬-র ২৫ ফেব্রুয়ারিতে স্বাস্থ্য সাথী প্রকল্পটি নিয়ে স্বাস্থ্য দপ্তর বিজ্ঞপ্তি জারি করে। ৩০ ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে প্রকল্পটির বাস্তবায়ন হয়। এতে মূলত অসংগঠিত শ্রমিক, চুক্তিভিত্তিতে শিক্ষক ও পার্শ্বশিক্ষক এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিবার সহ আরও কয়েকটি ক্যাটাগরির উপভোক্তা রয়েছেন। সব মিলিয়ে এই সংখ্যা বর্তমানে প্রায় ৫০ লক্ষ। এতে সরকারি হাসপাতালগুলি ছাড়াও বেশকিছু নার্সিংহোমেও চিকিত্সা করানোর সুবিধা রয়েছে। গোড়ায় যখন প্রকল্পটি চালু হয় তখন ফি বছর পরিবার পিছু সর্বোচ্চ দেড় লক্ষ টাকার চিকিত্সার সুবিধা মিলত। তবে ক্যানসার, নিউরো সার্জারি, হৃদযন্ত্রের অস্ত্রোপচার ও নানা ধরনের জটিল চিকিত্সায় ৫ লক্ষ টাকাই বরাদ্দ ছিল। এবারে অন্যান্য রোগের ক্ষেত্রেও ৫ লক্ষ টাকা করা হল। রাজ্যর এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য কমিটি মেন্টর গ্রুপের অন্যতম আহ্বয়ক মনোজ চক্রবর্তী বলেন, 'এই দাবির কথা প্রথম থেকেই আমরা জানিয়ে আসছিলাম। এর ফলে রাজ্যের ৫০ লক্ষ উপভোক্তা দারুনভাবে উপকৃত হবেন। সরকারকে এ জন্য ধন্যবাদ জানাতে চাই।'