Posts

Showing posts from June 19, 2018

কোটিপতিদের দান-খয়রাত করে গরীবদের আত্মহত্যার পিছনে ভারতীয় ব্যাংক

Image
কলকাতা: গত আর্থিক বছরে ১ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা অনুৎপাদক সম্পদ ভারতের ব্যাংকগুলির৷ যে ঋণ আর কোনদিনই উদ্ধার করা যাবে না৷ অনাদায়ী ঋণকে ব্যাংকের হিসাবের খাতা থেকে মুছে ফেলা ছাড়া আর কোন উপায়ই নেই৷ ঋণের বেশির ভাগটাই কর্পোরেট সেক্টরে বড় বড় ব্যবসায়ীদের নেওয়া। অন্যদিকে, ২০১৬ সালে ৬৩৫১ জন কৃষক ও ৫০১৯ জন কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিক আত্মহত্যা করেছে এই ব্যাংক ঋণ শোধ না করতে পেরেই৷ ব্যাংকগুলির দ্বিমুখী নীতি সাধারণ মানুষের চোখের সামনে প্রকাশ্য। আর এর পিছনে রয়েছে সেই 'নোংরা' রাজনীতির খেল। ICRA-র সাম্প্রতিক রিপোর্টে এসেছে এক ভয়ানক তথ্য৷ রিপোর্টে বলা হয়েছে, শেষ ১০ বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি ৪,০০,৫৮৪ কোটি টাকা বা ৪ লক্ষ ৫৮৪ কোটি টাকা ঋণ আদায় করতে পারে নি৷ শেষ ১০ বছরে, প্রাইভেট ব্যাংকগুলি আদায় করতে পারে নি ৭৯,৪৯০ কোটি টাকার ঋণ৷ ICRA এর হিসাব মত মোট ৪,৮০,০৯৩ কোটি ঋণের টাকা বাজার থেকে ফেরত পায় নি ব্যাংকগুলি৷ বছরের পর বছর দেখেও শিক্ষা নেয়নি ভারতের ব্যাংকগুলি, তার প্রমাণ গত আর্থিক বছরের হিসাবেই৷ গত বছরেও সব ব্যাংকগুলির ১,৪৪,০০০ কোটি টাকার অদেয় ঋণ রয়েছে৷ এই টাকাটা আর উদ্ধার করতে পারব

জামাই স্পেশাল: জামাইদের বদহজম ! রান্নাঘরেই রয়েছে বদহজমের দাওয়াই

Image
কলকাতা: চরম গরমে জামাইষষ্ঠী ৷ জামাই আপায়্যণের চোটে তেলে ঝোলে পেটের অবস্থা কাহিল ৷ ফলাফল, বদহজম! রান্নাঘরে উঁকি মারুন ৷ ওখানেই আছে দাওয়াইয়ের খনি ৷ চট করে গ্যাস, অম্বল, বুকজ্বালা থেকে মুক্তি পেতে, আপনার রান্নাঘরেই রয়েছে দারুণ ওষুধ ৷ ১) তৈলাক্ত খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খাবেন না ৷ বরং গরম পানীয়, যেমন চা, কফি বা উষ্ণ জল পান করুন ৷ ২) উষ্ণ জলের সঙ্গে কিছুটা পরিমাণ বিটনুন মিশিয়ে খেয়ে নিন ৷ মিনিটে অম্বল হবে হাপিস ৷ ৩) জোয়ানের সঙ্গে কিছুটা পরিমাণ বিটনুন মিশিয়ে খেয়ে ফেলুন ৷ ভালো করে চিবিয়ে খাওয়ার পর, উষ্ণ জল খেয়ে নিন ৷ বদহজম গায়েব ৷ ৪) পাতিলেবুর রসের সঙ্গে কিছুটা পরিমাণ খাবার সোডা ও জল মিশিয়ে খেতে পারেন ৷ চটজলদি আরাম মিলবে অম্বল থেকে ৷ ৫) বাড়িতে কোল্ড ড্রিংক থাকলে, তার সঙ্গে বিটনুন মিশিয়ে খেয়ে ফেলুন ৷ ৬) প্রচুর পরিমাণ জল খান ৷ ৭) খালি পেটে রোজ এক টুকরো করে কাঁচা হলুদ খেলে রোজকার অম্বল, বুকজ্বালা, অ্যাসিড থেকে মুক্তি পাবেন ৷ ৮) ঘুম থেকে উঠে খালি পেটে জল খান ৷ এতে লিভার ভালো থাকবে ৷ বেশি রাত করে ডিনার না করাই ভালো ৷ ৯) বিয়ে বাড়িতে পার্টিতে স্যালাডজাতীয় খাবার এড়িয়

শিক্ষক, অশিক্ষক কর্মচারী থেকে পঞ্চায়েত কর্মীরাও পাবেন বর্ধিত ২৫ শতাংশ ডিএ

Image
কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ১৮ শতাংশ ডিএ ঘোষণা করল রাজ্য সরকার ৷  এই বকেয়া ডিএ পাবেন শিক্ষক অশিক্ষক কর্মচারীরাও  ৷ এমনকী, পঞ্চায়েত-পুরসভা কর্মীরাও পাবেন এই বকেয়া ডিএ ৷ সবস্তরের রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন ৷ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ১৮‍% ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ ২০১৯-এর জানুয়ারি থেকে মিলবে ডিএ ৷  মিলবে ১০% অন্তর্বর্তীকালীন ভাতাও ৷ ১০% অন্তর্বর্তীকালীন ভাতা ৭% ডিএ-র সমান ৷ সব মিলিয়ে ২৫% ডিএ-র সুবিধা পাবেন কর্মীরা ৷ এমনই দাবি রাজ্য সরকারের ৷ বর্ধিত ডিএ পাবেন শিক্ষক-অশিক্ষক কর্মীরা পঞ্চায়েত-পুরসভার কর্মীরা বর্ধিত ডিএ পাবেন ৷ সাংবাদিক বৈঠকে মমতা বলেন, বর্তমানে রাজ্যের আর্থিক পরিস্থিতি খুবই সমস্যার মধ্যে দিয়ে চলছে ৷ এর ফলে রাজ্য সরকারের কয়েক হাজার কোটি টাকা খরচ হলেও এই মহার্ঘ ভাতা ঘোষণা করল ডিএ ৷ যার জেরে রাজ্য সরকারি কর্মচারীদের ৯০ শতাংশ বকেয়া ভাতা মিটে গেল বলে দাবি করলেন মমতা ৷

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিপুল পরিমান মহার্ঘ ভাতা ঘোষণা করল নবান্ন

Image
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ১৮ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে এই খবর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কঠিন আর্থিক পরিস্থিতিতেও মহার্ঘ ভাতা দেওয়া হল। এর ফলে রাজ্য সরকারের বছরে ৫,০০০ কোটি টাকা বেশি খরচ হবে।  মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে লাগু হবে বর্ধিত মহার্ঘ ভাতা। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ৯০ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মিটে গেল বলে দাবি করেছেন তিনি। দীর্ঘ দিন ধরে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মীরা। চলতি বছরের শুরুতে রাজ্য সরকারি কর্মীদের ১০ শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছিল সরকার।

অনলাইন ক্যাবে বিপদ? মোবাইল ঘাঁটলেই থাকবেন ‘সেফ’

Image
সুরক্ষিত থাকতে নিয়ম জেনে বুক করুন অ্যাপ ক্যাব। রাতবিরেতে বাড়ি ফিরতে হয়?  অ্যাপ ক্যাবের সুবিধা রোজ নিলেও, মনের মধ্যে ঘাপটি মেরে থাকে কি বিপদের ভয়?  নাকি সাম্প্রতিক অতীতে এই শহরের বুকে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় ছেড়েই দিয়েছেন অনলাইন ক্যাবের অ্যাপ? কিন্তু আমরা অনেকেই জানি না, অ্যাপ ক্যাবের নানা প্রযুক্তিতেই রয়েছে সুরক্ষা বলয়। সে সবের ব্যবহার জানেন? এই সমস্যা মূলত মেয়েদের। অফিসের গাড়ির সুবিধে না পেয়েই হোক বা রাতের পার্টি থেকে ঘরে ফেরা— অনেক সময় ভরসা কিন্তু করতেই হয় অ্যাপ ক্যাবে। অথচ, সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া অ্যাপ ক্যাবের বেশ কিছু হাড় হিম ঘটনা গাড়ি ডাকার আগে দু'বার ভাবায় বই কি! তবে একটু টেক স্যাভি হলে ও গাড়ি বাছার মূল নিয়মগুলো জানলে অ্যাপ ক্যাব ডাকতে আর ভয় পাবেন না। জানেন সে সব পদ্ধতি? গাড়ি বাছার আগে কী করবেন: যাত্রী মদ্যপ? বুকিং ক্যানসেল করাই নিয়ম  শেয়ারে গাড়ি নিলে অনেক বেশি সাবধান হতে হবে। কারণ, আপনার সহযাত্রী যদি সমস্যার কারণ হন, তা হলে মুশকিল। তাই গাড়ি বুক করে চালককে ফোন করাব সময়েই জেনে নিন সঙ্গে ক'জন আছেন, স্পষ্ট করে জানুন আদৌ ওই যাত্রীরা মদ্যপ কি না। যদি আপনার ওঠার প

মায়ের ‘প্রেমিক’কে পিটিয়ে খুন করল ছেলে

Image
বন্ধুদের সঙ্গে মিলে মায়ের 'প্রেমিক'কে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বাবা মারা গিয়েছেন মাস ছয়েক আগে। তার পর থেকেই এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মায়ের। তাতে প্রবল আপত্তি ছিল ছেলের। সোমবার রাতে বন্ধুদের সঙ্গে মিলে সেই যুবককেই লাঠি-রড দিয়ে পিটিয়ে খুন করল সে। খুনের অভিযোগে ওই যুবক-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষ্ণনগরের ওই মহিলাকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, মৃতের নাম স্মরজিৎ ঘোষ (২৮)। নগেন্দ্রনগরের ঢাকাপাড়া এলাকায় থাকতেন তিনি। স্থানীয় একটি হোটেলে ওয়েটারের কাজ করতেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাস ছয়েক আগে এলাকারই বাসিন্দা বছর ছত্রিশের মাধবী বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। মাধবীর স্বামী মারা যাওয়ার পর থেকেই তাঁদের সম্পর্কের শুরু। এর পর থেকে ওই মহিলার বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু স্মরজিতের। তবে মায়ের এই সম্পর্ক মেনে নিতে পারেনি মাধবীর ১৯ বছরের ছেলে বুদ্ধদেব। স্মরজিৎকে ডেকে তাদের বাড়ি আসতে নিষেধ করে দেয় সে। গত কাল রাতে সেই নিষেধ উপেক্ষা করেই মাধবীর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান স্মরজিৎ। তাতেই ক্ষেপে ওঠে বুদ্ধদেব।

দিনের আলোয় স্টেশনেই কুপিয়ে খুন যুবক! আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

Image
হুগলির বৈদ্যবাটি স্টেশনে অজ্ঞাত পরিচয় যুবক খুন। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এই খুনের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। খুন হওয়া যুবকের পরিচয় জানতে পারলেই, খুনের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। বিকেল সাড়ে তিনটে। হুগলির বৈদ্যবাটি স্টেশন। অন্যদের মতোই ট্রেন থেকে নামেন অজ্ঞাত পরিচয় এক যুবক। স্টেশনে নামার সঙ্গে সঙ্গে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে অপর দুই যুবক। কুপিয়ে স্টেশনেই ফেলে রেখে তারা ভদ্রেশ্বরের দিকে চলে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুই যুবকের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউই এগনোর চেষ্টা করেননি। দিনের আলোয় প্রকাশ্যে খুন নিয়ে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা খুনের নির্দিষ্ট লক্ষ্যেই নিয়েই এসেছিল। আর মৃত যুবকের প্রতি তাদের রাগ এতটাই বেশি ছিল যে যুবককে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

মেয়ের সামনে মহিলাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

Image
সোনারপুর : শওহরের অনুপস্থিতিতে মেয়ের সামনে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। সোনারপুরের মালঞ্চ এলাকার ঘটনা। এবিষয়ে আজ দুপুরে সোনারপুর থানায় অভিয়োগ দায়ের হয়েছে। গতরাতে একটি অনুষ্ঠান থেকে ২ মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন ওই মহিলা। মেয়েরা শুয়ে পড়লে তিনি বাথরুমে যান। বাথরুম থেকে ফিরলে দেখেন ঘরের মধ্যে রয়েছে প্রতিবেশী যুবক হাসান মোল্লা। মহিলাকে দেখে তাঁর উপর হাসান হামলা চালায় বলে অভিযোগ। মহিলাকে ধর্ষণের চেষ্টাও করা হয়। মহিলার অভিযোগ, "আমার ছোটো মেয়ে ঘুমিয়ে পড়লেও বড় মেয়ের সামনেই ঘটনাটি ঘটে। সে ভয়ে চুপ করে যায়। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।" আজ সকালে শওহর বাড়ি ফিরলে বিষয়টি জানান নির্যাতিতা। দুপুরে সোনারপুর থানায় অভিযোগ জানানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক। 

ফেসবুকে দিদির আপত্তিকর ছবি পোস্টের অভিযোগ, রুখে দাঁড়ালেন ভাই

Image
ফেসবুকেঅশ্লীল ছবি ছড়িয়ে সম্মানহানি করছে এক যুবক। তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন ভাই। পুলিশের কাছে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানালেন। সম্প্রতি উত্তর কলকাতার কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। পুলিশ জানিয়েছে, অভিযোগকারী যুবকের পরিবার  কাশীপুরের বাসিন্দা। তাঁর দিদির সঙ্গে চিৎপুর এলাকার এক যুবকের বন্ধুত্ব হয়েছিল কয়েক বছর আগে। ধীরে ধীরে দু'জনের মধ্যে ঘনিষ্ঠতাও হয়। তারই জেরে ওই যুবতীর কয়েকটি অশ্লীল ছবিও তুলে রেখেছিল ওই যুবক। কয়েক মাস আগে দু'জনের মধ্যে গোলমাল বাধে। এর পর সম্পর্কের অবনতি ঘটে। সম্পর্ক ছেড়ে যুবতী বেরিয়ে আসার পরই তাঁর 'বন্ধু' কয়েকটি অশ্লীল ছবি ফেসবুকে আপলোড করতে থাকে বলে অভিযোগ। এমনকী,  অন্য কয়েকটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ওই ছবিগুলি ছড়িয়ে দেয় সে। সেগুলি দেখে কান্নায় ভেঙে পড়েন যুবতী। দিদির এই অসহায় অবস্থা দেখে পাশে এসে দাঁড়ান ভাই। ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছে করা অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি ও সাইবার আইনে মামলা শুরু হয়েছে। যদিও অভিযোগের খবর পেয়েই পলাতক সেই যুবক। তার খোঁজে তল্লাশি

এটিএম হ্যাকিং কাণ্ডের নয়া মোড়, পুলিশি তদন্তে চাঞ্চল্য়কর তথ্যের প্রকাশ

Image
বর্ধমান: এটিএম হ্যাকিং কাণ্ডে পুলিশি তদন্তে উঠে এল নয়া তথ্য। গত কয়েকদিন আগেই অন্ডাল থানার একটি এটিএম হ্যাকিং মামলায় রানিগঞ্জের নিমচা ফাঁড়ি এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার তাদের জিজ্ঞাসাবাদ করেই নতুন তথ্য হাতে পেল পুলিশ। গ্রেফতার করা হল আরও তিনজনকে। রবিবার রাতে চন্দন প্রসাদ, অজয় মাহাতো ও গৌরিশঙ্কর নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চন্দন মাহাতো জেকে নগর নগর কোলিয়ারি এলাকায় থাকে। অজয় মাহাতো রানিগঞ্জের বেলিয়াবাথান এলাকার বাসিন্দা। আসানসোলের মহিশীলার বাসিন্দা গৌরিশঙ্কর। ধৃতদের কাছ থেকে প্রচুর ভুয়ো আধারকার্ড, সিমকার্ড, টিভি, ল্যাপটপ আটক করেছে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে এই চক্রটি ভুয়ো নথি দিয়ে সিমকার্ড তুলে, সেই ফোন থেকে বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহককে ফোন করত। তাদের এটিএমের তথ্য জেনে নিয়ে অনলাইনে শপিং করত । পরে আবার সেই অনলাইনে কেনা জিনিসপত্র বিক্রি করে নগদ টাকায় রূপান্তরিত করা হত। মূলত গ্রেফতার হওয়া তিনজন এই কাজেই যুক্ত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য মিলবে বলে পুলিশের আশা । পুলিশের অনুমান আরও বেশ কিছু ব্যাক্তি এই চক্রের সঙ্গে যুক্ত। তাদের সন্ধানে চলছে জোর কদমে তল্লাশি ৷

প্রেমে বাধা দেওয়ায় ভাগ্নির প্রেমিকের হাতে আক্রান্ত সিভিক ভলান্টিয়ার

Image
হুগলি: ভাগ্নির প্রেমিকের হাতে আক্রান্ত হলেন পেশায় সিভিক ভলান্টিয়ার মামা। ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরের। অভিযোগ, ডিউটি থেকে ফেরার পথে ভাগ্নির প্রেমিক বিদ্যুৎ গড়াং আক্রমণ করে সিভিক ভলান্টিয়ার বৈদ্যনাথ মালিককে। বাঁশ ও লাঠি দিয়ে বেপরোয়া মারধর করা হয় আক্রান্তকে। ঘটনায় গুরুতর জখম বৈদ্যনাথ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত প্রেমিক বিদ্যুৎ গড়াংকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, বৈদ্যনাথের ভাগ্নির সঙ্গে অভিযুক্তের প্রণয়ঘটিত সম্পর্ক রয়েছে। এই সম্পর্কে বাধা দেওয়ায় প্রতিহিংসাবশতই এমন কাজ বলে জানিয়েছে অভিযুক্ত। প্রেমের সম্পর্ক সত্ত্বেও মামা লুকিয়ে তাঁর ভাগ্নির বিয়ের ব্যবস্থা করছে বলে জানতে পারে বিদ্যুৎ। প্রেমিকার থেকে আলাদা করে দেওয়ার এই প্রচেষ্টা মানতে না পেরে বৈদ্যনাথ মালিকের উপর চড়াও হয় সে। গতকাল রাতে থানার ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল সিভিক ভলেন্টিয়ার বৈদ্যনাথ মালিক। সেই সময় তারকেশ্বরের তেঘরিয়া মোড়ের কাছে অতর্কিতে বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালায় অভিযুক্ত। আর্তনাদ শুনে আশপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আহত বৈদ্যনাথ মালিককে । গুরুতর জখম অবস্থায় তারকেশ্বর গ্রামীন হাসপাত

এটিএমের ভেতর ইঁদুরের রাজত্ব, চিবিয়ে খেয়ে ফেলল নগদ ১২ লক্ষ টাকা

Image
গুয়াহাটি:  অসমের এক অটোমেটিক টেলার মেশিন বা এটিএমে ছিল ইঁদুরের দৌরাত্ম্য। কিন্তু তারা যে এমন কাণ্ড ঘটাতে পারে, সেটা কেউ বোধহয় ভাবতেই পারেনি। নগদ ১২.৩৮ লক্ষ টাকা চিবিয়ে খেয়ে ফেলেছে ইঁদুরগুলো। ঘটনাটি ঘটেছে অসমের তিনসুকিয়ার লাইপুলি এলাকায়। সূত্রের খবর, গত ১৯ মে এক বেসরকারি সংস্থা অসমের ওই এটিএম-এ ২৯.৪৮ লক্ষ টাকা রেখে ছিল। এরপরই গত ২০ মে থেকে এটিএম মেশিনটি কাজ করা বন্ধ করে দেয়, খবর স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে। এরপর, গত ১১ জুন এটিএমটি ফের খোলে ওই বেসরকারি সংস্থা। তখনই ওই সংস্থার প্রতিনিধিরা বুঝতে পারে, এটিএম-এর মধ্যে থাকা টাকাগুলো ছিঁড়ে কুটি কুটি হয়ে গিয়েছে। এটিএমে ছিল ইঁদুরের রাজত্ব, এমন সুখাদ্য পেয়ে তারা আর ছাড়তেই পারেনি। জানা গিয়েছে বেশিরভাগই ৫০০ ও দু হাজারের নোট ছিল। আপাতত এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে তিনসুকিয়া পুলিশ।

স্ত্রীকে ঘরে বন্দি করে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Image
স্ত্রীকে ঘরে বন্দি করে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। সফল না হওয়ায় স্ত্রীকে লক্ষ্য করে অ্য়াসিড ছোড়ে অভিযুক্ত স্বামী। ঘটনা নদিয়ার হরিণঘাটার বকসারা এলাকার। আশঙ্কাজনক অবস্থায় আহত সেলিনা বিবিকে জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ঘটনা সোমবারের। স্ত্রী সেলিনা বিবিকে বাপের বাড়ি থেকে অনুনয় বিনয় করে নিয়ে আসে অভিযুক্ত স্বামী কওসর মণ্ডল। দীর্ঘ দিন ধরে পণের জন্য স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ ছিল কওসরের বিরুদ্ধে। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন সেলিনা। সোমবার তাঁকে বাড়ি ফিরিয়ে এনেই স্বমূর্তি ধারণ করে কওসর। ঘরে বন্ধ করে প্রথমে ওয়ান শটার দিয়ে গুলি করে সেলিনাকে খুন করার চেষ্টা করে সে। গুলি বন্দুকের নলে আটকে গেলে ঘরে রাখা অ্যাসিড ছুড়ে মারে সেলিনাকে লক্ষ্য করে।  সেলিনার আর্তনাদে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। গুরুতর দগ্ধ হওয়ায় সেখান থেকে তাঁকে কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত হয়।  ঘটনার পর থেকে বেপাত্তা কওসর। তার বিরুদ্ধে খুনের চেষ্টা ও বধূনির্যাতনের মামলা দায়

স্ত্রীর দাড়ি রয়েছে, ডিভোর্স চাইলেন স্বামী

Image
আমদাবাদ: স্ত্রীর মুখে দাড়ি, গলার স্বর পুরুষদের মত। এমনই আজব অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন গুজরাতের আমদাবাদের এক ব্যক্তি। তাঁর দাবি, ডিভোর্সের আবেদন মঞ্জুর করতে হবে। আদালত অবশ্য কর্ণপাত করেনি তাঁর দাবিতে। বিচারর এন এম কারোবাড়িয়ার এজলাসে ওই ব্যক্তি দাবি করেন,  বিয়ের আগে তাঁকে ধোঁকা দেয় স্ত্রীর পরিবার। তারা বলেনি, তাদের মেয়ের মুখে রোম রয়েছে, গলার স্বর পুরুষদের মত। বিয়ের আগে যখন তাঁদের দেখা হয়, তখন মহিলা বোরখা পরে ছিলেন, ফলে চেহারা দেখতে পাননি, কারণ তা রীতিবিরুদ্ধ হত। আবেদনের জবাবে তাঁর স্ত্রী বলেন, হরমোনের কারণে তাঁর মুখে কিছু রোম আছে ঠিকই কিন্তু চিকিৎসা করে তা নির্মূল করা সম্ভব। তাঁর অভিযোগ, স্বামী ডিভোর্সের জন্য মরিয়া হয়ে যা মুখে আসছে তাই যুক্তি দেখাচ্ছেন, তাঁকে বাড়ি থেকে বার করে দিতে উঠে পড়ে লেগেছেন তিনি। স্বামীর দাবি আদালত খারিজ করে দিয়েছে।

মোমের আস্তরণে নেই ক্ষতি, নিশ্চিন্তে মার্কিন আপেল খাওয়ার পরামর্শ পুরসভার

Image
বাজারে থইথই করছে যত আপেল তার ৭০ শতাংশই আমেরিকার। সে আপেলে মোম দেওয়া  ঠিকই। তবে সে মোম পেটে গেলে কোনও অসুবিধা নেই। সম্পূর্ণ খাদ্য উপযোগী এই আস্তরণকে ছাড়পত্র দিয়েই পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সাংবাদিক সম্মেলন থেকে এমনটাই জানালেন পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ। বিতর্কের শুরু গত ১৩ জুন। দমদম রোড এবং পাইকপাড়া আশুবাবুর বাজার থেকে মোম মাখানো আপেল বাজেয়াপ্ত করেছিল পুরসভা। দুই ব্যবসায়ীকে আটকও করেছিল চিৎপুর থানার পুলিশ। ঝামেলা শুরু হয় এক ক্রেতা দমদমের কুমার আশুতোষ ইনস্টিটিউশনের সামনে আপেল কিনতে গেলে। ছুরি দিয়ে আপেল কাটতে গিয়ে তিনি দেখেন তাতে মোম মাখানো। তড়িঘড়ি সেই আপেল সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষা করে দেখা যায় মোম রয়েছে আপেলের গায়ে। পরীক্ষার পর দেখা গিয়েছে এই মোম শরীরের কোনও ক্ষতি করবে না।  পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ জানিয়েছেন, "আপেল নিয়ে একটা আতঙ্ক কাজ করছে। কিন্তু পরীক্ষার পর পুরসভা নিশ্চিত আপেল খেলে কোনও ভয় নেই। এতে শরীরে খারাপ হবে না।" কি এই ওয়াশিংটন আপেল? শহরের বাজারে ৭০ শতাংশ আপেলই ওয়াশিংট

সিভিল সার্ভিস পরীক্ষায় দুর্নীতির অভিযোগ! সরব পরীক্ষার্থীদের বিক্ষোভ

Image
রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে সরব হলেন পরীক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সোমবার পরীক্ষার্থীরা এসপি মুখার্জি রোডে পিএসসি অফিসের সামনে বিক্ষোভও দেখান। ২০১২ সালের পর ২০১৭-তেও পরীক্ষায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছেও দরবার করা হবে বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেওয়া পরীক্ষার্থীদের অভিযোগ, ২০১৭-র ডব্লুবিসিএস-এর প্রিলিমিনারির দুটি লিস্ট বের করা হয়েছিল। প্রথম তালিকায় যাঁরা সুযোগ পায়নি, দ্বিতীয় তালিকায় তাঁদের সুযোগ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। মেইন পরীক্ষায় প্রশান্ত বর্মন নামে এক পরীক্ষার্থীর ইংরেজির নম্বর শূন্য থেকে ১৬২ করে দেওয়ার অভিযোগও উঠেছে পিএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে। এমন কী বাংলায় তাঁর নম্বর ১৮ থেকে ১৬৮ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। এর আগে বিষয়টি নিয়ে পিএসসি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছিল বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। সেই সময় পিএসসি-র চেয়ারম্যান বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছিলেন বলে দাবি পরীক্ষার্থীদের। যদিও কাজের কাজ কিছুই হয়নি বলে জানিয়েছ

২০টি ভাষাতেই নেওয়া হবে সিটেট

Image
নয়াদিল্লি: আগের মতোই এবছরও ২০টি ভাষায় কেন্দ্রীয় শিক্ষক নিয়োগ পরীক্ষা (সিটেট) নিতে সিবিএসই-কে নির্দেশ দিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। সম্প্রতি, সিবিএসই সিদ্ধান্ত নেয়, সিটেট থেকে ১৭টি ভাষাকে বাদ দেওয়া হবে। সেই তালিকায় ছিল—তামিল, মালায়ালাম, তেলুগু, কন্নড়, গুজরাতি ও বাংলা। এই নিয়ে সিবিএসই-কে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। ডিএমকে নেত্রী কানিমোঝি টুইটারে সিবিএসই-র এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে জানান, বিভিন্ন আঞ্চলিক ভাষায় যাঁরা কথা বলেন, এর ফলে তাঁরা গভীর সমস্যায় পড়বেন। তিনি লেখেন, তামিল এবং আরও ১৬টি আঞ্চলিক ভাষাকে সিটেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিন্দনীয়। এইভাবে, যুক্তরাষ্ট্রীয়তার গোড়ায় আঘাত করা হচ্ছে। যে সকল সিবিএসই পড়ুয়ার মাতৃভাষা তামিল, তামিল না-জানা শিক্ষক ছাড়া, তারা সমস্যায় পড়বে। কানিমোঝির দাবি, ছাত্রদের বাধ্য করা হচ্ছে নিজ নিজ মাতৃভাষা বাদ দিয়ে হিন্দি ও সংস্কৃত শিখতে। এর ফলে, দেশজুড়ে আরেকটি ভাষা সমস্যার সূত্রপাত হবে। এটা হল হিন্দি-হিন্দু-হিন্দুস্তান তৈরি করার বিজেপির আরেকটি প্রয়াস। ড্যামেজ কন্ট্রোলে নেমে এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর

সন্ত্রাসবাদ দমনে ফ্রান্সকে পাশে পেল ভারত

Image
প্যারিস: স্বাধীনতার পর থেকে ভারত সন্ত্রাসের শিকার৷ অপরদিকে সাম্প্রতিক অতীতে একাধিক জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছে ফ্রান্স৷ বিভিন্ন দেশের গণ্ডি পেরিয়ে সন্ত্রাসবাদ এখন গোটা বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ তাই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে৷ সন্ত্রাসবাদ দমনে তাই হাত মেলাল ভারত ও ফ্রান্স৷ এ দিন ফ্রান্সের বিদেশমন্ত্রী জে ওয়াই লে ড্রিয়ানের সামনে সাংবাদিকদের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ''দুই দেশের নৈতিক কর্তব্য তাদের দেশের নাগরিকদের নিরপত্তা দেওয়া৷ তাই দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে সহযোগিতা থাকা দরকার৷ সন্ত্রাসবাদ দমনে ভারত ও ফ্রান্স একে অপরকে সাহায্য করবে৷'' এক সপ্তাহ ব্যাপী চারটি ইউরোপ দেশে সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ সোমবারই পৌঁছন প্যারিসে৷ এর পর যাবেন লাক্সেমবার্গ ও ব্রুসেলে৷ এ দিন সাংবাদিকদের সামনে সুষমা বলেন, ''দ্বিপাক্ষিক আলোচনা ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে একে অপরকে সাহায্য করব আমরা৷ নিউক্লিয়ার সাপ্লাইয়ার গ্রুপে ভারতকে স্থায়ী সদস্য করার যে সমর্থন দেখিয়েছে ফ্রান্স তার জন্য ধন্যবাদ৷'' অ

৬০ বছর পর বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেল সুইডেন

Image
  গ্রুপ লিগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে দিল ইব্রাহিমোভিচের দেশ। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল সুইডেন। গ্রুপ লিগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে দিল ইব্রাহিমোভিচের দেশ। পেনাল্টি থেকে সুইডেনের হয়ে জয়সূচক গোলটি করেন অধিনায়ক আন্দ্রেস গ্রানভিস্ত। এশিয়ার দলটিকে হারাতে অবশ্য যথেষ্ট বেগ পেতে হল সুইডিশদের। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির সাহায্যে পেনাল্টি পায় সুইডেন। গোল করতে ভুল করেননি অধিনায়ক গ্রানভিস্ত। ১৯৫৮ সালের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেল ইউরোপের দেশটি।

পাবলিক টয়লেটে শিশুকন্যাকে ধর্ষণ, গ্রেপ্তার মধ্য ষাটের বুড়ো

Image
বুড়ো বয়সে ভীমরতি আর কাকে বলে! বছর আটের এক শিশুকন্যাকে পাবলিক টয়লেটে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে সোমবার গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ। ঘটনাটি ঘটেছে কল্যাণে।  সোমবার সকালেই ওই শিশুকন্যার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তার পরপরই গ্রেপ্তার করা হয় বিকৃত মানসিকতার ওই বৃদ্ধকে। অভিযোগ, চকোলেটের লোভ দেখিয়ে ওই শিশুটিকে ফাঁকা পাবলিক টয়েলেটে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, হাসপাতালে বাচ্চা মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে আসেনি। প্রসঙ্গত, মুম্বইয়ে গত বছর যত ধর্ষণের ঘটনা থানায় নথিভুক্ত হয়েছে, ৬০ শতাংশ ক্ষেত্রেই তার শিকার নাবালিকা। 

'ডিজিটাল' সাইড এফেক্ট, ভারতীয়রাই নেটদুনিয়ায় ঠকছেন বেশি

Image
ভারতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সঙ্গে তাল রেখে বেড়েছে অর্থনৈতিক প্রতারণার ঝুঁকি। অনলাইন লেনদেনের ক্ষেত্রে চার জনের মধ্যে একজন গ্রাহক তার শিকার হচ্ছেন বলে জানিয়েছে সাম্প্রতিক রিপোর্ট।  আন্তর্জাতিক অর্থনৈতিক তথ্য সংস্থা 'এক্সপেরিয়ান'-এর একটি রিপোর্টে জানা গিয়েছে, অনলাইন লেনদেনের ক্ষেত্রে ২৪% ভারতীয় সরাসরি প্রতারণার শিকার হয়েছেন। এছাড়া টেলিকম সংস্থা (৫৭%), ব্যাঙ্ক (৫৪%) এবং খুচরো বিপণনে (৪৬%) গ্রাহকরা সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছেন। রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্কের কাছে ব্যক্তিগত তথ্য ভাগ করে নিতে সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করেন ভারতীয়রা। আবার ব্র্যান্ডযুক্ত খুচরো বিপণন সংস্থার কাছে এমন তথ্য প্রকাশে তাঁদের প্রবল অনীহা রয়েছে। জানা গিয়েছে, গড়ে ৫৬% ডিজিটাল গ্রাহক মোবাইল ফোনের মাধ্যমে বেচাকেনায় অভ্যস্ত হয়েছেন এবং এই মাধ্যমে তাঁরা যথেষ্ট স্বচ্ছন্দ্য বোধ করেন। দেশের ৬% গ্রাহক সার্ভিস প্রোভাইডারের কাছে ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে চান না। তুলনায় জাপানে এই সংখ্যা দাঁড়িয়েছে ৮ শতাংশে।  ভারতীয়দের মধ্যে প্রায় ৫১% গ্রাহক বিভিন্ন পরিষেবা পেতে ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে আগ্রহী। এই সমস্ত পরিষেবায় লেনদেনের ম

রোগীমৃত্যুর পূর্বাভাস দেবে গুগল

Image
রোগী কবে-কখন মরবেন, তা-ও এ বার বলে দেবে গুগল। এ জন্য বিশেষ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (AI) সিস্টেম তৈরি করছে গুগল। সেই সিস্টেমই আবহাওয়ার মতো মানুষের শরীক গতিকের পূর্বাভাস দেবে।  গুগলের দাবি, তাদের তৈরি AI সিস্টেম রোগশয্যায় থাকা ব্যক্তির সম্ভাব্য মৃত্যুর সময় বলে দিতে পারবে। হাসপাতালে কদ্দিন কোন রোগীকে ভর্তি থাকতে হবে, ফের হাসপাতালে ভর্তি করতে হবে কি না, সেসবই বলে দেবে ওই AI সিস্টেম। Google-এর অ্যালগরিদম ক্যানসার রোগীর মৃত্যুর ঝুঁকি ১৯.৯% ক্ষেত্রে নির্ভুল বলতে সক্ষম হয়েছে। ক্যানসার চিকিত্‍‌সার অত্যাধুনিক হাসপাতালের কম্পিউটারের থেকে এই পরিসংখ্যান অনেকটাই ভালো। ফলে, গুগলের এই দাবি নিয়ে অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন। 

পায়ে সাপে কাটলে হাঁটতে দেবেন না রোগীকে

Image
প্রশ্ন: সাপে কাটার ঘটনা সাধারণত বছরের কোন সময় বেশি ঘটে? চিকিৎসক: সাপে কাটার ঘটনা গ্রীষ্ম ও বর্ষাকালে সব থেকে বেশি দেখা যায়। বিশেষ করে বর্ষাকালে। সাধারণত মে থেকে অক্টোবর মাসে বৃষ্টি বেশি হয়। পুকুর তো বটেই, সমস্ত নিচু জমিতে জল জমে যায়। সাপ সচরাচর জলে থাকতে চায় না। শুকনো জায়গায় উঠে আসে। এই সময় চাষ গতি পায়। মাছ ধরার জন্যও বাসিন্দারা জলাশয়ের দিকে যান। জলাজমি সংলগ্ন উঁচু জায়গাতেই সাপ থাকে। ফলে সাপের ছোবলের মতো ঘটনা ঘটে। সাপের কামড়ের হাত থেকে বাঁচতে কি করণীয়? উ: সাপ সাধারণত রাতে চলাচল করে। তাই রাতে যাতায়াতের ক্ষেত্রে সব সময় আলো ব্যবহার করা উচিত। সব সময়ে টর্চ নিয়ে বার হওয়া ভাল। সব দিক দেখে পা ফেলতে হবে। খালি পায়ে মাঠে যাওয়া তো ঠিক নয়। এই সময় অনেকেই মাছ ধরতে খালি পায়ে মাঠে যান। গ্রামের মানুষদের অনেকে আবার শৌচকর্ম সারতেও মাঠে যান। এ সব থেকে বিরত থাকতে হবে। অনেক সময় দেখা যায় মানুষের ঘামের টানে সাপ ঘরের ভিতরে, বিছানার উপরেও উঠে যায়। সে জন্য ঘর সব সময় সাফ রাখতে হবে। ঘরের ভিতরে কোথাও আবর্জনা জমিয়ে রাখা যাবে না। অন্ধকার অংশ ভাল করে খেয়াল করে তবেই সেখানে হাত দিতে হবে। সেই সঙ্গে বিছানা ভাল করে সাফ করে

‘আন্টি’র ফ্ল্যাটের সামনে যেতেই গোঙানির শব্দ, তার পর…

Image
তোলপাড় ফেলে দেওয়া হত্যাকাণ্ড। তবে অভিযুক্ত ধরা পড়েনি এখনও। পুরনো মামলাকে নতুন করে দেখা। রবিবারের বিকেল। কসবা বেদিয়াডাঙা সেকেন্ড লেনের লোকনাথ আবাসনের তেতলার ফ্ল্যাটে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে এক কিশোরী। দেশপ্রিয় পার্কের ন্যাশনাল গার্লস হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুলোচনা চারির ফ্ল্যাটে ফি-বিকেলে ইংরেজি পড়তে যেত ক্লাস নাইনের ওই ছাত্রী। সে-দিনের ঘটনার কথা পুলিশকে বলার সময়ে কেঁপে-কেঁপে উঠছিল মেয়েটি। ২০১৩-র ৭ জুলাই। ডোরবেল বাজাতেও সাড়া না-মেলায় 'সুলোচনা আন্টি'কে একবার ফোন করেছিল মেয়েটা। কেউ ধরেনি। পরে আর বাজলই না সে-ফোন। ভিতর থেকে এর পরেই গোঙানি! ফ্ল্যাটের দরজার বাইরে এক জোড়া ক্ষয়ে যাওয়া হাওয়াই চটিও দেখেছিল মেয়েটি। কিন্তু গোঙানি শুনে আর সাহস করে  দাঁড়ায়নি। তবে বাড়ি ফিরে মাকে সব বলে সে। তিনি সুলোচনাদেবীর ঘনিষ্ঠ প্রতিবেশী শান্তি রঘুপতিকে সব জানান। শান্তির কাছে থাকত ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি। কিছুক্ষণ পর এক প্রতিবেশীকে নিয়ে ওই ফ্ল্যাটে  গিয়ে প্রৌঢ়া শান্তি দেখেন, ফ্ল্যাটের একলা বাসিন্দা সত্তরোর্ধ্ব বৃদ্ধা, সুলোচনা  পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়। খবর পেয়েই পৌঁছেছিল পুলিশ। গোটা

স্নাতক হলেই চাকরি! পাঠ দেবে কেন্দ্র

Image
দেশ জুড়ে বেকারত্বের সমস্যা মেটাতে মোদী সরকারের নতুন দাওয়াই, স্নাতক স্তরে জীবিকা শিক্ষা। স্নাতক হয়েই তরুণ-তরুণীরা যাতে হাতেগরম কাজ পেতে পারেন, তার জন্য জীবিকামুখী পাঠ্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিএ, বিকম বা বিএসসি— তিনটি শাখাতেই এই নতুন পাঠ্যসূচি যোগ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তাঁর আশ্বাস, ওই পাঠ্যসূচি ছেলেমেয়েদের চাকরি পেতে সাহায্য করবে। সরকারের চার বছরের মাথায় এই পরিকল্পনার কথা শুনে বিরোধীদের কটাক্ষ, বোঝাই যাচ্ছে, লোকসভা ভোট চলে এসেছে। তাই এত দিনে টনক নড়ল সরকারের। নরেন্দ্র মোদী বলেছিলেন, ক্ষমতায় এলে বছরে দু'কোটি নতুন কাজ দেবেন। বিরোধীদের অভিযোগ, নতুন চাকরি তো দূর, উল্টে নোটবন্দি আর জিএসটির কারণে কাজ হারিয়েছেন বা হারাচ্ছেন বহু মানুষ। আগামী লোকসভা ভোটে কর্মসংস্থানের মতো স্পর্শকাতর বিষয়কে যে বিরোধীরা প্রচারের অন্যতম হাতিয়ার করবে, তা বিলক্ষণ বুঝতে পারছেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। সে জন্যই শুরু হয়েছে কাজ জোগানোর তৎপরতা। সব মন্ত্রককে চাকরিমুখী প্রকল্প রচনায় বিশেষ জোর দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এত দ

‘দ্রুত পাস না খেললে ব্রাজিল সমস্যায় পড়বে’

Image
উদ্বেগ: ড্র করল দল। রবিবার নেমার নিজেও গোল পেলেন না। প্রথম ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ড্র করায় অনেকেই এই বিশ্বকাপে ব্রাজিলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ব্রাজিলীয়রা কিন্তু একটা ড্রয়ে ভেঙে পড়ে না। আমরা এখন নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-দের ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়। তবে এই মুহূর্তে সব চেয়ে গুরুত্বপূর্ণ সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ভুলভ্রান্তি দ্রুত শুধরে নেওয়া। প্রথম ম্যাচে কী কী ভুল করেছিলেন ব্রাজিলের ফুটবলাররা? এক) নেমার অকারণে পায়ে বল রাখছিলেন। ওঁর উচিত ছিল, দ্রুত পাস দিয়ে জায়গা নেওয়া। রবিবার সেটা করেননি বলেই সুইৎজারল্যান্ডের ফুটবলাররা বার বার ওঁকে ফাউল করেছেন। নব্বই মিনিটে দশ বার নেমারকে ফাউল করেছেন বিপক্ষের ফুটবলাররা। নেমার যদি খেলার ধরন না বদলান, তা হলে কিন্তু সমস্যায় পড়বেন। কারণ, ওঁর মতো ফুটবলারকে বিপক্ষের কোচ ও ফুটবলাররা কখনও খোলা মনে খেলতে দেওয়ার ভুল করবেন না। শুধু তাই নয়, এ ভাবে খেললে ফের চোট পাওয়ার সম্ভাবনাও বাড়বে। দুই) সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত শুরু করেছিল ব্রাজিল। ২০ মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে দেন ফিলিপে কুটিনহো। তা সত্ত্বেও জয় হাতছাড়া হ

খেয়ালই নেই অক্সিজেন শেষ! ছটপট করতে করতে মৃত্যু হল বৃদ্ধের

Image
শ্বাসকষ্টে আক্রান্ত এক বৃদ্ধের জন্য অক্সিজেন দেওয়া হচ্ছিল হাসপাতালে। কিন্তু সিলিন্ডারের অক্সিজেন যে কখন ফুরিয়ে গিয়েছে, তা দেখেননি কেউই। অক্সিজেনের অভাবে ছটছট করতে করতে মৃত্যু হল বৃদ্ধের। চিকিৎসা পরিষেবা নিয়ে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিলই। সোমবার শেখ মনসুর আলি (৬০) নামে ওই বৃদ্ধের মৃত্যুতে কর্তব্যে গাফিলতির অভিযোগও উঠল চিকিৎসক-নার্সদের বিরুদ্ধে। মৃতের ছেলে শেখ সাবিরের ক্ষোভ, ''হাসপাতালে আনার পরে অক্সিজেন দেওয়ায় বাবা কিছুটা সুস্থ হয়েছিলেন। ঘণ্টাখানেক বাদে ছটফট করতে করতে আমার সামনেই বাবা মারা গেলেন। এমন গাফিলতি মানা যায়! কেউ একবার সিলিন্ডারটা পরীক্ষা করলেন না?'' সিলিন্ডারটি কখন খালি হয়ে গিয়েছে, তা বুঝতে পারা যায়নি বলে মেনে নিয়েছেন বিএমওএইচ শ্রীকান্ত চক্রবর্তী। তিনি বলেন, ''ওই রোগীর মৃত্যুর কথা জানামাত্র আমি হাসপাতালে যাই। সকলের সঙ্গে কথা বলি। কেউই সিলিন্ডারটির দিকে নজর রাখেননি। আমি এই রিপোর্টই জেলা স্বাস্থ্য দফতরে পাঠিয়েছি।'' ঘটনার কথা জানার পরে সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সদর) বন্দনা সরকারকে সরেজমিনে ঘটননাস্থলে গিয়ে তদন্তের ন

আষাঢ়ে তাপপ্রবাহ! স্কুলগুলিতে বাড়তি ছুটি ঘোষণা সরকারের

Image
গরমের ছুটি শেষে স্কুল খুলেছে কয়েক দিন আগেই। পাঁজিতে আষাঢ় এবং খাতায়-কলমে বর্ষাও হাজির। তা সত্ত্বেও আবার 'গ্রীষ্মের ছুটি' ঘোষণা করতে হল রাজ্য সরকারকে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার জানান, কাল, বুধবার থেকে ৩০ জুন পর্যন্ত সরকারি, সরকারি সাহায্যপুষ্ট স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি স্কুলগুলিকেও এই বাড়তি ছুটি দিতে অনুরোধ করেছেন তিনি। ''প্রবল তাপপ্রবাহ চলছে। পড়ুয়াদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফেরার পরে তাঁর সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,'' বলেন শিক্ষামন্ত্রী। তবে এই বাড়তি ছুটির ফলে যে-সব ক্লাস নেওয়া যাচ্ছে না, সেগুলো পরে যাতে পুষিয়ে দেওয়া হয়, সে-দিকে নজর রাখতে বলেছেন পার্থবাবু। আরও পড়ুন: ব্যাগ বহাল প্রাথমিকে কলকাতায় এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি বেশি। এটাই এক দশকের নিরিখে জুনে মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা। হাওয়া অফিসের পরিভাষায় গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি হলেই সেটাকে বলা হয় তাপপ্রবাহ। এ বার চৈত্র-বৈশাখেও রাজ্য