শিক্ষক, অশিক্ষক কর্মচারী থেকে পঞ্চায়েত কর্মীরাও পাবেন বর্ধিত ২৫ শতাংশ ডিএ


কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ১৮ শতাংশ ডিএ ঘোষণা করল রাজ্য সরকার ৷  এই বকেয়া ডিএ পাবেন শিক্ষক অশিক্ষক কর্মচারীরাও  ৷ এমনকী, পঞ্চায়েত-পুরসভা কর্মীরাও পাবেন এই বকেয়া ডিএ ৷ সবস্তরের রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন ৷ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

১৮‍% ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ ২০১৯-এর জানুয়ারি থেকে মিলবে ডিএ ৷  মিলবে ১০% অন্তর্বর্তীকালীন ভাতাও ৷ ১০% অন্তর্বর্তীকালীন ভাতা ৭% ডিএ-র সমান ৷ সব মিলিয়ে ২৫% ডিএ-র সুবিধা পাবেন কর্মীরা ৷

এমনই দাবি রাজ্য সরকারের ৷ বর্ধিত ডিএ পাবেন শিক্ষক-অশিক্ষক কর্মীরা
পঞ্চায়েত-পুরসভার কর্মীরা বর্ধিত ডিএ পাবেন ৷

সাংবাদিক বৈঠকে মমতা বলেন, বর্তমানে রাজ্যের আর্থিক পরিস্থিতি খুবই সমস্যার মধ্যে দিয়ে চলছে ৷ এর ফলে রাজ্য সরকারের কয়েক হাজার কোটি টাকা খরচ হলেও এই মহার্ঘ ভাতা ঘোষণা করল ডিএ ৷ যার জেরে রাজ্য সরকারি কর্মচারীদের ৯০ শতাংশ বকেয়া ভাতা মিটে গেল বলে দাবি করলেন মমতা ৷