Posts

Showing posts from September 19, 2018

১৭৮ টাকায় ১২৬জিবি ডেটা, বাকি সব ফ্রি মিলবে এয়ারটেলে

Image
উত্‍‌সবের মরশুমে একসঙ্গে ৫টি সস্তা প্রিপেড প্ল্যান বাজারে আনল মোবাইল নেটওয়ার্ক সংস্থা এয়ারটেল৷ নয়া প্রিপেড প্ল্যানে ১৭৮ টাকায় ১২৬ জিবি ডেটা দিচ্ছে সংস্থা৷ এছাড়া আনলিমিটেড কলিং ও ফ্রি এসএমএস তো আছেই৷ এয়ারটেলের ১৭০ টাকার FRC প্ল্যানে প্রতিদিন ১জিবি করে ৩জি/৪জি ডেটা মিলবে৷ সঙ্গে আনলিমিটেড লোকাল, STD ও রোমিং কল৷ গ্রাহক প্রতিদিন ১০০টি করে এসএমএস-ও ফ্রি পাবেন৷ এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন৷ এরপর ২২৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১.৪৫ জিবি করে ডেটা দেবে সংস্থা৷ এসএমএস ও ভয়েস কলের ক্ষেত্রেও আনলমিটেড৷ ৩৪৪ টাকার FRC প্ল্যানে প্রতিদিন মিলবে ২জিবি করে ডেটা, বাকিগুলি আগের প্ল্যানগুলির মতো একই পরিষেবা৷ এছাড়া ৪৯৫ টাকা ও ৫৫৯ টাকার প্ল্যানে ১.৪ জিবি করে প্রতিদিন ডেটা, আনলিমিটেড লোকাল, STD ও রোমিং কল, সঙ্গে ১০০টি করে এসএমএস৷ এই প্ল্যান দুটির আরও সুবিধে হল, দুটি প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ ও ৯০ দিন করে৷

রিয়্যালিটি শোয়ের নৃত্যশিল্পীর উপর অ্যাসিড হামলা

Image
বিয়ের প্রস্তাবে সাড়া দেননি। তার জেরে প্রকাশ্য দিবালোকে নৃত্যশিল্পীর ওপর অ্যাসিড হামলা। দৃষ্টিশক্তি হারাতে বসেছেন তিনি। হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় অপরাধ কবুল করেছে সে। বছর একুশের আক্রান্ত ওই তরুণীর নাম রূপালি নিরাপুরে। টেলিভিশনের একাধিক রিয়্যালিটি শো-তে অংশ গ্রহণ করেছেন। হামলাকারী তাঁর পরিচিত মহেন্দ্র ওরফে মনু সেন। নাচের ক্লাসে আলাপ দু'জনের। রূপালিকে একাধিকবার বিয়ের প্রস্তাব দেয় মনু। তবে প্রতিবারই তিনি তা প্রত্যাখ্যান করেন। তাতেই নাকি মেজাজ হারায় মনু। প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ডাক পান। মঙ্গলবার রাতে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। সেই মতো গোছগাছে ব্যস্ত ছিলেন। সেই সময় দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে তাঁকে ফোন করে দেখা করতে বলে মনু। জানায়, তাঁর বাড়ির বাইরেই দাঁড়িয়ে রয়েছে সে। প্রথমে রাজি না হলেও, বার বার অনুরোধে বাড়ি থেকে বেরিয়ে আসেন রূপালি। রাস্তার ওপরই গ্লাসে অ্যাসিড নিয়ে দাঁড়িয়েছিল মনু। কাপড়ে মুখ ঢাকা ছিল তার। রূপালি কাছে আসতেই তাঁর মুখে ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। রাস্তায় পডে় কাতরাতে থাকেন রূপালি। পরিবারের লোকজন

সপ্তম বেতন কমিশন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল হরিয়ানার রাজ্য সরকার

Image
চণ্ডীগড়: কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্যে দারুণ খবর। সপ্তম বেতন কমিশন লাঘু হতে চলেছে কর্মীদের জন্যে। এর ফলে বেতন বাড়তে চলেছে এই সমস্ত কর্মীদের। ইতিমধ্যে হরিয়ানা সরকার এই বিষয়টি অনুমোদন দিয়েছে। মনে করা হচ্ছে উৎসবের মরশুমের আগেই কর্মীদের অ্যাকাউন্টে পড়ে যেতে পারে বাড়তি বেতন। ২০১৬ সালের ১ লা জানুয়ারি থেকেই বর্ধিত বেতন কার্যকর করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বেতন বৃদ্ধির বিষয়টি অনুমোদন হলেও ২০১৬ সাল থেকেই কার্যকর হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই এই বিষয়ে অর্থ দফতর নিজের মতামত জানাবে বলে জানা গিয়েছে। নয়া এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার অশিক্ষক কর্মী উপকৃত হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত গত কয়েক বছর ধরে এই বিষয়ে আন্দোলন চালিয়ে জাচ্ছিলেন অশিক্ষক কর্মীরা। কেন তাদের জন্যেও সপ্তম বেতন কমিশন লাঘু হবে না তা নিয়ে চলছিল আন্দোলন। অবশেষে কর্মীদের আন্দোলনে নড়েচড়ে বসল রাজ্য সরকার। রাজ্যের কয়েক হাজার শিক্ষকের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিল হরিয়ানা সরকার।

হাসিনার জন্য মমতার উপহার আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ

Image
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাহায্য করতে বাংলাদেশের জাতীয় গ্রিডে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করল ভারত। পশ্চিমবঙ্গের বহরমপুর গ্রিড থেকে কুষ্টিয়ার ভেড়ামারার আন্তঃবিদ্যুৎ সংযোগ গ্রিডের মাধ্যমে এই বিদ্যুৎ বাংলাদেশে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। বর্তমানে ভারত থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। নতুন ৫০০ মেগাওয়াট যুক্ত হওয়ার পর ভারত থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানির পরিমাণ দাঁড়াচ্ছে ১ হাজার ১৬০ মেগাওয়াটে। অন্যদিকে, ভেড়ামারায় নবনির্মিত ৫০০ মেগাওয়াট ক্ষমতার 'হাই ভোল্টেজ ডিসি ব্যাক টু ব্যাক স্টেশনের দ্বিতীয় পর্যায়েরও উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও কলকাতা ও আগরতলা থেকে এ ভিডিও কনফারেন্সে অংশ নেন। জাতীয় গ্রিডে নতুন আসা ৫০০ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে ৩০০ মেগাওয়াট আসবে ভারতের সরকারি কোম্পানি 'ন্যাশনাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট' থেকে। বাকি ২০০ মেগাওয়াট

কুসংস্কারের বসে শ্বশুর খুন করলেন বৌমাকে

Image
নর্দমার মধ্যে পড়েছিল এক মহিলার দেহ। হাতে শাখা পলা, মাথায় সিঁদুর।  বস্তাবন্দি, হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছিল দেহ। পুলিস ঘটনার কিনারা করতে পারছিল না। প্রথমে মনে করা হচ্ছিল, দাম্পত্য কলহের জেরে খুন নয়তো কোনও বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে। কিন্তু তদন্ত যত এগোতে থাকে পুলিসের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় এই ঘটনায় জড়িত মহিলার শ্বশুর, শাশুড়িই। তাও কোনও অশান্তি বা রোষের কারণে নয়, কেবল তন্ত্রসাধনার কারণই কেড়ে নেওয়া হয়েছে ওই মহিলার প্রাণ। দুর্গাপুরের মহিষ্কাপুর প্লটে  ঘটল চাঞ্চল্যকর তথ্য। চলতি মাসের ২ তারিখে দুর্গাপুরের  হুচুকপাড়ায় তামলা নালাতে সোনিয়া মিদ্দা নামে বছর ৩৫-এর এক মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। ওই মহিলাকে পায়ে দড়ি বেঁধে বস্তায় ঢুকিয়ে খুন করে জলে ফেলে দেওয়া হয় বলে পুলিশ জানায়।  বুধবার সকালে দুর্গাপুর থানা এলাকার মহিষ্কাপুর প্লট থেকে মৃতার শ্বশুর ও শ্বাশুড়ি কে আটক করে। অভিযোগে ওই মহিলাকে তার শ্বশুর ও শ্বাশুড়ি খুন করে বস্তাবন্দি করে নর্দমায় ফেলে দেয়। সোনিয়ার স্বামী রাজেশ মিদ্দা বাইরে থাকতেন বলে জানা গেছে। দুর্গাপুর থানার পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।  শ্বশুর মলিন্

স্বামী ঘরে ঢুকেই আঙুল কেটে কুপিয়ে খুন করল ‘মুক্তমনা’ স্ত্রীকে!

Image
পুরুষ বন্ধুর  সঙ্গে মেলামেশা না পছন্দ ছিল স্বামীর।  ছেলেমেয়ে বড় হয়ে গিয়েছে, তাই স্ত্রীর  বর্হিমুখী জীবনযাত্রায় রাশ টানতে চেয়েছিলেন স্বামী। বারবার বারণ করেছিলেন স্ত্রীকে, শোনেননি।  বরং  মুক্তমনা স্ত্রী স্বামীর 'বারণ'কে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন। যা যা স্বামী নিষেধ করতেন, তাই করতেন তিনি। কিন্তু মাত্রা ছাড়াল বুধবার। স্বামী-দুই মেয়ের অনুপস্থিতিতে বাড়িতে পুরুষ বন্ধু ডেকে মদ্যপান করছিলেন স্ত্রী। আচমকাই ঘরে ঢুকে পড়েন স্বামী। স্ত্রীকে এই অবস্থায় দেখে মাথার ঠিক রাখতে পারেননি তিনি। ঘটে যায় মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনা। স্ত্রীয়ের হাতের আঙুল কেটে ফেলেন স্বামী, পরে চলে এলোপাথাড়ি কোপ। বীভত্স ঘটনাটি ঘটেছে বীরভূমের  সদাইপুরের সাহাপুর গ্রামে। বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত সাহাপুর গ্রাম।  এই গ্রামেরই সাতদুল দাসের সঙ্গে সতেরো বছর আগে বিয়ে হয়েছিল পানুরিয়া গ্রামের সনোকা দাসের।  এক ছেলে  ও  এক মেয়েকে নিয়ে ছিল তাঁদের সুখে সংসার।  কিন্তু বছর দুয়েক আগের থেকে হঠাত্ই  মদ্যপান করতে শুরু করেন সনোকা।  বিবাহ বর্হিভূত  সম্পর্ক জড়িয়ে যান স্থানীয় এক যুবকের সঙ্গে। ওই যুবককে প্রাইয়শই বাড়িতে ডাকতেন সনোক

মিশতে পারে Canara Bank, Syndicate Bank and UCO Bank

Image
নয়াদিল্লিঃ  দেশের ব্যাংকিং ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। গত এক বছর আগেই এসবিআইয়ের সঙ্গে বেশ কয়েকটি ব্যাংককে মিশিয়ে দেওয়া হয়েছিল। গত কয়েকদিন আগে একই ভাবে ব্যাংক অফ বরোদা, বিজয় ব্যাংক এবং দেনা ব্যাংককে মিশিয়ে দেওয়া হয়েছে। মূলত ক্ষতির পরিমাণ ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। মূলত খুব বড় ব্যাংক-মোটামুটি ব্যাংক এবং খারাপ ব্যাংক এই তিন ফর্মুলাতে ব্যাংকগুলিকে মার্জ করছে কেন্দ্রীয় সরকার। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি ব্যাংককে মিশিয়ে দেওয়া হতে পারে। মূলত আর্থিক লোকসানের বোঝা ক্রমশ যাতে কম করা যায় সেজন্যে এমন সাহসী সিদ্ধান্ত নিচ্ছে মোদী সরকার। আগামী কয়েকমাসের ব্যাংকিং ক্ষেত্রে দুটি পরিবর্তন আনা হতে পারে। মিশিয়ে দেওয়া হতে পারে 1. Punjab National Bank, Indian Bank, Indian Overseas Bank। শুধু তাই নয়, Canara Bank, Syndicate Bank and UCO Bank এই তিনটি ব্যাংকের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। Congress MPs Welcome Mamata's Foreign Tour1K viewsNews 1. Punjab National Bank, Indian Bank, Indian Overseas Bank The current business of PNB, Indian

অফিস টাইমে ফের সোদপুর স্টেশনে অবরোধ, বিপাকে যাত্রীরা

Image
শিয়ালদহ মেন শাখায় অবরোধের জেরে ব্যাপক দুর্ভোগের শিকার অফিস যাত্রীরা। বুধবার বিকেলে শিয়ালদহ মেন শাখার সোদপুরে হঠাৎই ট্রেন অবরোধ করেন নিত্যযাত্রীরা। বিকেল পাঁচটা নাগাদ অবরোধ শুরু হয়। নিত্যযাত্রীদের অভিযোগ, একটি ধর্মীয় মিছিলে যোগ দিতে যাওয়া কিছু যাত্রী দা, কাটারি, তরোয়ালের মতো ধারালো অস্ত্র নিয়ে ট্রেনে ওঠেন। সোদপুর স্টেশনের অবরোধকারী এক যুবক বলেন, "সাড়ে চারটে নাগাদ ডাউন নৈহাটি-মাঝেরহাট লোকালের জন্য সোদপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলাম। ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ঢুকছে তখন দেখি দরজায় কিছু যুবক ঝুলছেন। তাঁদের হাতে দা, কাটারির মতো ধারালো অস্ত্র।" অন্য যাত্রীদের অভিযোগ শুধু ওই ট্রেন নয়। বিভিন্ন ট্রেনেই একই ছবি। এক যাত্রীর অভিযোগ, ৪.৫০ মিনিটের আপ ব্যারাকপুর  লোকাল থেকে নামার সময় এক দল যাত্রী প্রতিবাদ করে। তাতে উল্টে তাঁদের শাসানো হয় বলে অভিযোগ। নিত্যযাত্রীদের অভিযোগ, কী ভাবে রেল পুলিশ এ ভাবে দা-কাটারি নিয়ে ট্রেনে উঠতে দেয় যাত্রীদের? রেল পুলিশের গাফিলতির অভিযোগ এবং যাত্রী সুরক্ষার দাবি তুলে অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ। ফলে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড় করি

৫০,০০০ ভারতীয় মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন

Image
নয়াদিল্লি: মার্কিন মুলুকে ট্রাম্প শাসনকালে কঠোর হয়েছে মার্কিন নাগরিকত্বের আইন । তবে পরিসংখ্যান বলছে অন্য কথা । গত এক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়ের সংখ্যা ছাড়িয়েছে ৫০,০০০ । এই বৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ । নাগরিকত্ব গ্রহণে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, শীর্ষে রয়েছে মেক্সিকো। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র-নিরাপত্তা দফতরের একটি রিপোর্ট অনুযায়ী ২০১৭তে প্রায় ৪,৫০০-এর বেশি ভারতীয় আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ভারতীয়ের সংখ্যা প্রায় ৫০,৮০২। নিউ ইয়র্ক টাইমসের মতে মার্কিন প্রেসিডেন্ট অভিবাসীর সংখ্যা হ্রাস করার জন্য পরিকল্পনা করছেন । এমতাবস্থায় এই পরিসংখ্যান যদিও অন্য কথাই বলছে । সাধারণত, নাগরিকত্ব অর্জন করার পরই ভোটাধিকার ও কাজ করার পারমিট পাওয়া যায়। মূলত গ্রীন কার্ড হোল্ডাররাই এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন ।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে হত্যার ছক কষছে মায়ানমারের মাদক কারবারিরা

Image
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকে হত্যার ছক করেছেন মাদক পাচারকারীরা। এই খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ত্রিপুরার রাজনীতিতে। মায়ানমারের মাদক পাচারকারীরা নাকি তাঁকে হত্যার ছক কষছিলেন। ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী এই দাবি করেছেন। তাঁর দাবি, মায়ানমারের রাজধানী নয়পিডাউতে মাদকচক্রীরা বৈঠক করে বিপ্লববাবুকে সরিয়ে দেওয়ার ছক কষেছিল। একে তো মুখ্যমন্ত্রীকে হত্যার ছক, তার ওপর মায়ানমার যোগ করায় জড়িয়ে গিয়েছে আন্তর্জাতিক রাজনীতির বলয়ও। বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয়ে আসার পর মাদক দ্রব্যের বিরুদ্ধে অপারেশন শুরু করেছিলেন। ইতিমধ্যে ত্রিপুরার নিরাপত্তাবাহিনী ৪১ হাজার কিলোগ্রাম মারিজুয়ানা, ৮০ হাজার বোতল অব্যবহৃত কাশির সিরাপ, ১ লাখ ৩৫ হাজার ট্যাবলেট, দুই কিলোগ্রাম হেরোইন এবং ৬২০ গ্রাম ব্রাউন সুগার সহ–২৫০ বেশি মাদক পাচারকারীকেকে আটক করেছে। বিজেপির সদর দপ্তরে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে রতনবাবু বলেন, '‌কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অত্যন্ত চিন্তিত। কারণ মাদক পাচারকারীরা মায়ানমারের রাজধানীতে একটি বৈঠক করেছিল। সেই বৈঠকে বিপ্লবকুমার দেবকে উৎখাত করার সি

RSS আনছে গোমূত্র ও গোবরের সাবান-ফেসপ্যাক, মিলবে অ্যামাজনে

Image
গোমূত্র ও গোবর দিয়ে তৈরি সাবান ও ফেসপ্যাক। আরও নানা কসমেটিক্স। সবই পেয়ে যাবেন অ্যামাজনে। এই পুজো থেকেই। থাকছে মোদী কুর্তা ও যোগী কুর্তা এবং হরেক রকমের ওষুধও। সৌজন্যে উত্তরপ্রদেশে RSS পরিচালিত একটি ফার্মেসি।  মথুরায় RSS-এর সংস্থা দীন দয়াল ধাম প্রাথমিকভাবে ৩০টি অন্য রকমের ব্যক্তিগত যত্ন ও হজমের দাওয়াই কামধেনু আর্কের মতো চিকিত্‍‌সা সংক্রান্ত দ্রব্য অনলাইনে বিক্রি করবে অক্টোবর মাস থেকে। এর দর্জি শাখা আবার ১০ রকমের জিনিসও বিক্রি করবে। RSS-এর মুখপাত্র অরুণ কুমার জানিয়েছেন, স্থানীয়দের চাকরির সুযোগ করে দিতেই অনলাইনে এই সব দ্রব্য বিক্রি করার কথা ভাবা হয়েছে। দীন দয়াল ধাম প্রতি মাসে ১ লাখ টাকার সাজগোজের জিনিস ও ওষুধ এবং ৩ লাখ টাকার অ্যাপারেল বিক্রি করবে বলে জানিয়েছেন তিনি।  গোমূত্র ও মেথি দিয়ে তৈরি কামধেনু আর্ক ছাড়াও এই ধাম বিক্রি করবে গোলমরিচ, আমলা, তুলসী, কামধেনু মধুনাশক চুর দিয়ে তৈরি টনিক ঘনবতী। এটি ডায়বটিস ও স্থূলতায় বিশেষ কার্যকরী বলে দাবি করা হয়েছে। এছাড়াও থাকছে শ্যাম্পু, ফেসপ্যাক, টুথপেস্ট-সহ নানা জিনিস। ধামের ডেপুটি সেক্রেটারি মণীশ গুপ্তা জানিয়েছেন, কোনও সিন্থেটিক জিনিস এই দ্রব্যে ব্যবহ

মেয়েদের ছিঁড়ে খেতে আমি মাস্টার! FB পোস্টে বীর-দাবি ধর্ষকের

Image
'সবাই মনে করে যে আমার প্রচুর গার্লফ্রেন্ড। তবে তারা জানে না, আমি অন্য মহিলাদের শ্লীলতাহানি করাটাও একইসঙ্গে চালিয়ে যাই।' নিজের ফেসবুক প্রোফাইলে বুক ঠুকে এমনই নানা কথা লিখে রেখেছেন নিশু ফোগট। হরিয়ানার রেওয়ারিতে CBSE টপারকে গণধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত নিশু। নিশুর ফেসবুক আপডেট ঠাসা মহিলাদের প্রতি অপমানজনক ও যৌন অশ্লীল মন্তব্য এবং কুরুচিকর ছবি ও ভিডিয়োতে। তার একটি পোস্টে লেখা রয়েছে, 'এই জলের ফিল্টার বাজারে আসার পর থেকে গ্রামের কুয়োয় জল তুলতে আসা মেয়েদের শ্লীলতাহানি করা থেকে বঞ্চিত হচ্ছে ছেলেরা।' এই সব পোস্ট দেখে সহজেই অনুমেয় যে, মহিলাদের প্রতি কী ধারণা পোষণ করে এই নিশু। তার বেশিরভাগ পোস্ট এতটাই কুরুচিকর যে তা প্রতিবেদনে লেখা সম্ভব হচ্ছে না। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে অসফল হওয়ার হতাশা ধরা পড়েছে তার বিভিন্ন পোস্টে। রয়েছে সেনা জওয়ান বন্ধু পঙ্কজের সঙ্গে তার বেশকিছু ছবি ও ভিডিয়ো। এই ধর্ষণকাণ্ডে অভিযুক্ত পঙ্কজ পলাতক। যে গাড়িতে ধর্ষিতাকে অপহরণ করা হয়েছিল, সেই গাড়িটির ছবিও রয়েছে নিশুর বিভিন্ন পোস্টে।

দীর্ঘদিন চুরি করার পর অবশেষে পুলিশের জালে ‘স্পাইডারম্যান’

Image
শিলিগুড়ি: দেওয়াল বেয়ে মুহূর্তে উঠে যেতে পারে বহুতলে। ঘরের সামগ্রী লোপাট করে এক বহুতল থেকে অন্য বহুতল টপকে উধাও হয়ে যায়। নেশাখোর দাগী চোর। অবশেষে পুলিশের জালে সেই 'স্পাইডারম্যান'। কয়েকবার খপ্পরে পেয়েও পুলিশ কবজা করতে পারেনি। অন্তত সাত বছর ধরে শিলিগুড়ি শহর জুড়ে দাপিয়ে বেড়িয়েছে পুর নিগমের পাতিকলোনির বাসিন্দা বয়স ২৯-এর এই দুষ্কৃতী। আসল নাম অমিত বাল্মীকি ওরফে মিথে। শেষমেশ সোমবার রাতে ফাঁদ পেতে মিথেকে ধরে ফেলে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। অদম্য সাহসের বহর দেখে মিথেকে 'স্পাইডারম্যান' খেতাব দিয়েছিল বন্ধুরা। সেটাই এক সময় 'কাল' হয়ে দাঁড়ায়। পুলিশের ঘুম কেড়ে ছাড়ে। শুধু পুলিশ নয়, শিলিগুড়ি শহরও এখন মিথেকে স্পাইডারম্যান নামেই বেশি জানে। মুখে মুখে ছড়িয়ে রয়েছে দুষ্কৃতীর রোমাঞ্চকর অভিযানের নানা গল্প। মিথের বিরুদ্ধে শিলিগুড়ির প্রায় ৪০টি বাড়িতে চুরির অভিযোগ রয়েছে। ধৃতের কাছ থেকে ১১টি দামী মোবাইল ফোন উদ্ধার হয়েছে। শিলিগুড়ির এসিপি সিদ্ধার্থ রায় বলেন, "ধৃতের বিরুদ্ধে প্রচুর চুরির অভিযোগ।" দেওয়াল বেয়ে বহুতলে ওঠার জন্য মিথেকে অবশ্য তালিম নিতে হয়নি। লেখাপড়া

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নিজের বক্তব্যের জন্য পুনরায় সমালোচনার মুখে

Image
নিউ দিল্লি : পুনরায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সমালোচনার মুখে। পশ্চিম বঙ্গের আসানসোলে প্রতিবন্দীদের নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাবুল সুপ্রিয়।  সেখানে তিনি এক ব্যক্তিকে 'পা ভেঙে' দেওয়ার হুমকি দেন।  প্রতিবন্দীদের হুইল চেয়ার সহ অন্যান্য কিছু প্রয়োজনীয় উপকরণ বিতরণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাবুল সুপ্রিয়কে।  এই অনুষ্ঠানে তিনি কোনো এক ব্যক্তির জন্য অসন্তুষ্ট য়েহে যান। তিনি বলে ওঠেন, ''নড়ছেন কেন...? দয়া করে বসে যান...''   এরপর সেই ব্যক্তি বারংবার নড়তে থাকেন, যার ফলে বিজেপি নেতার মনোসংযোগ-এ বিঘ্ন ঘটছিল। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুসারে সেই সময় ওনার মাথা গরম হয়ে যায় এবং তিনি রাগের মাথায় এই ব্যক্তিকে বলে বসেন, ''আপনার কি হয়েছে...? কোনো সমস্যা হচ্ছে ...? আমি আপনার একটা পা ভেঙে হাতে লাঠি ধরিয়ে দিতে পারি। '' এরপর বাবুল সুপ্রিয় নিজের নিরাপত্তা রক্ষীদের বলেন, যদি এই ব্যক্তি আর নড়েন তাহলে যেন এই ব্যক্তির পা ভেঙে দিয়ে হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয়। তারপর তিনি সেখানে উপস্থিত জনতাকে এই ব্যক্তির উদ্দেশ্য হাততালি দিতে বল

ত্রিপুরার পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল বিজেপি, একহাত নিল তৃণমূল

Image
কলকাতা: এ যেন ইটের বদলে পাটকেল! রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছিল বিরোধীরা, ঠিক সেই অভিযোগই এবার বিজেপির বিরুদ্ধে করল তৃণমূল। ত্রিপুরাতে পঞ্চায়েতের উপনির্বাচনে 96 শতাংশ আসনেই জিতে গিয়েছে বিজেপি। বিনা প্রতিদ্বন্দ্বিতায়। যা নিয়ে প্রবলভাবে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ক্ষেত্রে সংখ্যাটা ছিল মোট আসনের 30 শতাংশ। গেরুয়া বাহিনীকে আক্রমণ করার এই 'সুবর্ণ সুযোগ' তাই হাতছাড়া করল না রাজ্যের শাসক দল। ত্রিপুরার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে মোট 3000টি আসনের মধ্যে 96% আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল শাসক দল বিজেপি। "এই জয় নিয়ে বিজেপি চুপ করে আছে কেন? আমরা যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলাম, তখন তো ওরা কোর্টে চলে গিয়েছিল। কত অভিযোগ! আমরা নাকি দাঙ্গা করেছি, হিংসা ছড়িয়েছি! কিন্তু এখন তো ত্রিপুরায় প্রায় সব আসন জিতে ওরা বসে আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এখন কী বলবে বিজেপি"? প্রশ্ন করেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ববি হাকিম। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যা

তিন তালাক একটি অপরাধ, জানিয়ে দিল মন্ত্রিসভা

Image
নিউ দিল্লি: অবশেষে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিন তালাক বিলের সংশোধনী পাশ হয়ে গেল। গতমাসেই রাজ্যসভার সদস্যরা তিন তালাক বিল নিয়ে সিদ্ধান্তে আসতে ব্যর্থ হয়েছিল। তিন তালাক আইন, সরকারিভাবে যার আরেক নাম- মুসলমান মহিলা বিল 2017, তিনটি বিতর্কিত বিধানকে এখন থেকে সংশোধিত করে দিল। প্রথম বদল হল, একমাত্র কোনও মহিলা বা তাঁর ঘনিষ্ঠ আত্মীয় বা আত্মীয়াই তিন তালাক নিয়ে স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারবে। এতদিন এই ইসলামিক অনুশীলন 'তিন তালাক'-এর ফলে কোনও স্বামী তার স্ত্রী'কে তিনবার 'তালাক' বলে দিলে বা লিখে দিলেই সে তার স্ত্রী'কে বিবাহ বিচ্ছিন্না করে দিতে পারত। দ্বিতীয় সংশোধনীর ফলে স্বামী যদি কোনও আপোষে আসতে রাজি হয় তাহলে সংশ্লিষ্ট মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে করা মামলাটি তুলে নিতে পারবেন।     তৃতীয় সংশোধনীর ফলে, ধৃত স্বামীকে আদালত একমাত্র জামিন দিতে পারবে তার বিবাহবিচ্ছিন্না স্ত্রী'র বয়ান নেওয়ার পরেই। তার আগে কোনওভাবেই নয়।

"জমি জরিপে লাগবে ২৫ হাজার", ঘুষ চাইছেন সরকারি কর্মীরা

Image
জলপাইগুড়ি : জমি জরিপ করার জন্য প্রকাশ্যে ২৫ হাজার টাকা ঘুষ নিচ্ছেন সরকারি কর্মীরা। সামনে এল ভিডিয়ো। টাকা না দিলে সাহেবরা সই করবেন না। দাবি করছেন কর্মীরা। জলপাইগুড়ি সদর মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের কর্মীদের টাকা চাইবার ভিডিয়ো ভাইরাল। ভূমি ও ভূমিরাজস্ব বিভাগের কর্মীরাই জমির মালিকের কাছ থেকে টাকা চাইছেন। কর্মীরা ভিডিয়োতে বলছেন, "জমি জরিপের জন্য চাই ২৫ হাজার টাকা। কোনও কম হবে না। জমি জরিপ করতে হলে করুন, না হলে ছেড়ে দিন।" অফিসের ছাদে নিয়ে গিয়ে জমি জরিপের কাজের জন্য ২৫ হাজার টাকা চাইলেন দপ্তরের কর্মীরা। অভিযুক্ত দুই কর্মী। জলপাইগুড়ি জেলাজুড়েই জরিপের কাজ হচ্ছে। বিবেকানন্দ পল্লির বাসিন্দাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে। জমি জরিপের কথা হলেই বিভাগের কর্মীরা নানা অছিলায় টাকা দাবি করছেন বলে অভিযোগ।  বিষয়টি নিয়ে ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের আধিকারিক ডিচেনমিট লোকসাম বলেন, "অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হবে।"

বর্বরোচিত: বিএসএফ জওয়ানের দেহ ক্ষতবিক্ষত করল পাক সেনা

Image
শ্রীনগর: বিএসএফ-এর এক জওয়ান শহিদ হন মঙ্গলবারে পাক সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনে৷ জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরের ঘটনা৷ ১৮ অগস্ট, ইন্দো-পাক সীমান্তে ওই বিএসএফ জওয়ানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন ওই জওয়ান৷ সূত্রের খবর, পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম তাকে নৃশংসভাবে হত্যা করে৷ জওয়ানের অস্ত্র কেড়ে নেওয়া হয়, চিরে দেওয়া হয় গলা৷ দেহে একাধিক ছুরির আঘাতও রয়েছে৷ শরীর থেকে মাথা আলাদা করে দেওয়ার মতো বর্বরোচিত প্রচেষ্টাও বাদ যায়নি বলে জানা গিয়েছে৷ অনুসন্ধানের সময় শহিদ জওয়ানের দেহ উদ্ধার হয়৷ এদিকে ইন্দো-পাক ক্রিকেট ম্যাচের আগে এই ধরণের বর্বরোচিত ঘটনা দুই দেশের খেলায় প্রশ্ন তুলে দিয়েছে৷ এদিকে সূত্রের খবর, পাক প্রধানমন্ত্রী এবং প্রাক্তন ক্রিকেট তারকা ইমরান খান বুধবার দুবাইয়ে এই ম্যাচ উপলক্ষ্যে উপস্থিত থাকবেন৷ প্রসঙ্গত, তিনদিন আগে জম্মুর রাজৌরির নৌসেরা সেক্টরে পাক সেনার গুলিতে এক ভারতীয় সেনা আহত হন৷ এদিকে, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার জেলার ঘটনা। সেখানকার কাকাপোরা রেলওয়ে স্টেশনের কাছে ১৮৩ ব্যাটেলিয়ানের এক সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। বেশ কিছ

এবার এসে গেল হাইড্রোজেন ট্রেন! কী ভাবে কাজ করে, জেনে নিন বিস্তারিত

Image
বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করল জার্মানি। প্রথমে দুটি ট্রেন নামানো হয়েছে। ট্রেন দুটি তৈরি করেছে ফ্রান্সের কোম্পানি অ্যালস্টম। ব্যয়বহুল হলেও, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার হওয়ায় এই ট্রেন দূষণ সৃষ্টিকারী ডিজেল ট্রেনকে যে চ্যালেঞ্জ জানাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। উজ্জ্বল নীল রঙের কোরাডিয়া লিন্ট ট্রেন দুটি উত্তর জার্মানির ১০০ কিমি রুটে চলাচল শুরু করেছে। কাক্সহাভেন, ব্রেমারহাভেন, ব্রেমারভোয়ারডে এবং বাক্সটহুডের মধ্যে চলাচল করছে ট্রেন দুটি। এই রুটে মূলত ডিজেল ট্রেন চালানো হত। বিশ্বের প্রথম হাইড্রোজেন ট্রেন বাণিজ্যিক পরিষেবা শুরু করেছে। এছাড়াও পরবর্তী ট্রেন তৈরিতেও তারা তৈরি। ব্রেমারভোয়ারডে-তে উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন প্রস্তুতকারী অ্যালস্টমের সিইও হেনরি পৌপার্ট লাফার্জ। ব্রেমারভোয়ারডে-তে হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ভরার বন্দোবস্ত রাখা হয়েছে। অ্যালস্টমের তরফে জানানো হয়েছে, ২০২১ সাল নাগাদ তারা আরও ১৪ টি ট্রেন সরবরাহ করতে পারবে। জার্মানির অপর একটি প্রদেশও এই ট্রেন নিয়ে আগ্রহ দেখিয়েছে। হাইড্রোজেন ট্রেনগুলিতে জ্বালানির জন্য আলাদা প্রকোষ্ঠ রয়েছে। যেখানে হাইড

ইভ-টিজিংয়ের প্রতিবাদ করে একাদশ শ্রেণির ছাত্র খুন! গ্রেফতার নবম শ্রেণির পড়ুয়া

Image
একই স্কুলের  জুনিয়র-সিনিয়রের মধ্যে বচসা। তারপর হাতাহাতি, আর তারপর ছুরিকাঘাতে মৃত্যু সিনিয়রের। ঘটনায় গ্রেফতার জুনিয়র ছাত্র। হরিয়ানার পঞ্চকুলা জেলার এই ঘটনায় বিস্মিত গোটা দেশ। জি নিউজ প্রকাশিত খবর অনুযায়ী, গত সোমবার সরকারি উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে ছুরিকাহত হয় একাদশ শ্রেণির ছাত্র বিকাশ কুমার। এই ঘটনায় তদন্ত শুরু করে ৪৮ ঘণ্টার মধ্যেই হরিয়ানা পুলিস গ্রেফতার করেছে ওই বিদ্যালয়েরই নবম শ্রেণির ছাত্রকে। জানা গিয়েছে, বিকাশের সঙ্গে তার অনুজের বচসার সময় সামনে উপস্থিত ছিল আরও এক ছাত্র। সে নিজেও সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেমির ছাত্র। প্রত্যক্ষদর্শী ওই ছাত্রের বয়ান অনুযায়ী এই ঘটনার সূত্রপাত হয় শহরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের সামনে থেকে। ইভ-টিজিংয়ের প্রতিবাদ করাতেই দুই ছাত্রের মধ্যে বচসা বাঁধে। এরপর তাদের মধ্যে হাতাহাতি হয়। গণ্ডগোল সামাল দিতে গিয়ে আহত হয় দশম শ্রেণির ছাত্রও। এই ঘটনায় বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে তদন্তকারীরা। হরিয়ানা পুলিসের ডেপুটি কমিশনার জানিয়েছেন, "এই খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এবং অভিযুক্তদের বিরুদ্ধে জুভেনাইল অ্যাক্ট ২০১

ঢাকা-দিল্লি তেল লাইনের শিলান্যাস

Image
নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা।  সরাসরি ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের প্রকল্পের শিলান্যাস হল। মঙ্গলবার সকালে ভারত-বাংলাদেশ 'ফ্রেন্ডশিপ প্রোডাক্ট পাইপলাইন প্রোজেক্ট'-এর সূচনা হয় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। নয়াদিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ঢাকা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিয়োর মাধ্যমে শিলন্যাসে অংশ নেন। উদ্বোধনের পরে মোদী বলেন, এর ফলে বাংলাদেশের অর্থনীতিই শুধু নয়, দু'দেশের মধ্যে সম্পর্কও মজবুত হবে। শিলিগুড়ি শহরের উপকণ্ঠে ফাঁসিদেওয়ার রাঙাপানি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর পর্যন্ত যাবে ওই পাইপলাইন। পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে জ্বালানি সরবরাহ করবে ভারত সরকার। প্রকল্পের জন্য ব্যয় হবে ৩৪৬ কোটি টাকা। প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা সংস্থা রয়েছে নুমালিগড় রিফাইনারি। তার কর্তারা জানিয়েছেন, ৩০ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে। ২০১৬ সালে তৈরি হয়েছিল ফ্রেন্ডশিপ পাইপলাইনের পরিকল্পনা। সম্প্রতি ভারত-বাংলাদেশ যৌথ সমীক্ষার পরে চূড়ান্ত হয়েছে এর নকশা এবং যে পথ দিয়ে যাবে তার মানচিত্র। নুমালিগড় রিফাইনারিজ

মাছি ভনভন করছে চারপাশে, নোংরার মধ্যে পড়ে আছেন অস্থিচর্মসার মহিলা, তার পর…

Image
এই মহিলাকেই ভাইয়ের কবল থেকে উদ্ধার করা হয়।   মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের টুইটার অ্যাকাউন্ট। খোলা ছাদ, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা। কটূ গন্ধে ম-ম করছে। আর সেখানেই নিজের মল-মূত্রের মধ্যে জবুথবু হয়ে পড়ে রয়েছেন অস্থিচর্মসার এক বৃদ্ধা। কয়েকশো মাছি ভনভন করছে তাঁর চারপাশে। উদ্ধার করতে গিয়ে শিউরে ওঠেন মহিলা কমিশনের সদস্যরা। বয়স মেরেকেটে ৫০ হবে। কিন্তু দীর্ঘ দিন অনাহার, অনাদর আর অবহেলায় তাঁর বয়সটা একলাফে যেন ৯০ হয়ে গিয়েছে। দিল্লির রোহিণী এলাকার একটি বাড়ি থেকে মহিলা কমিশনের সদস্যরা ওই মহিলাকে উদ্ধার করেন। দাদার হাত থেকে দিদিকে উদ্ধার করার সাহায্য চেয়ে কমিশনের কাছে ফোনটা করেছিলেন আর এক ভাই। রোহিণীতে নিজের বাড়িতে দিদিকে আটকে রেখে অত্যাচার চালাচ্ছেন দাদা, এই অভিযোগ জানিয়ে কমিশনের ফোন করেন তিনি। সেই ফোন পেয়েই ওই বাড়িতে হানা দেন মহিলা কমিশনের সদস্যরা। অভিযোগ, বাড়ির মালিক কিছুতেই গেট খুলতে চাইছিলেন না। বাধ্য হয়েই তখন পুলিশকে ডাকতে হয় বলেই জানিয়েছেন কমিশনের এক সদস্য।পুলিশ এসে লাগোয়া বাড়ির ছাদ থেকে ওই ব্যক্তির বাড়িতে ঢোকে। যেখানে মহিলা পড়ে ছিলেন, সেখানকার অবস্থা দেখে পুলিশও আঁ

'জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সমস্যা বেড়েছে সাধারণ মানুষের':নীতিন গড়কড়ি

Image
মুম্বই: রেকর্ড ছাড়িয়ে গিয়েছে পেট্রোপণ্যের দাম । মুম্বই শহরে ৯০ টাকা ছুঁয়ে ফেলেছে পেট্রোলের দাম । এবিষয় নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি । একটি অর্থনৈতিক সংস্থার বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন জ্বালানির দাম অত্যন্ত বেশি ও এই কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে । কিন্তু এই প্রসঙ্গে জ্বালানির উপর করের ছাড় সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি জানান সেই ক্ষমতা একমাত্র অর্থমন্ত্রকের রয়েছে । ৩১ অগস্ট থেকেই মুম্বই শহরে পেট্রোলের দাম বেড়েছে প্রায় ২টাকা ৬০ পয়সা করে ও ডিজেলের দাম বেড়েছে ৪টাকা ৩ পয়সা প্রতি লিটারে । রবিবারে লাটুর, জলাগাঁও, প্রভানি, রত্নগিরি ও ঔরঙ্গাবাদে পেট্রোলের দাম ছাড়িয়েছে ৯০ টাকা । এবিষয়ে গড়কড়ি জানিয়েছেন ২০১৯-এ মোদি ফের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলে বেশ কয়েকটি প্রকল্প আনবে বিজেপি সরকার যার সাহায্যে এই সমস্যা মোকাবিলা করা যায় । এছাড়াও ২লাখ-কোটির নদী সংযুক্তিকরণ প্রকল্প নিয়ে বেশ আশাবাদী গড়কড়ি । বিজেপির শাসনকালে প্রায় ১০ লক্ষ কোটি কাজের সুযোগ তৈরি হয়েছে ও আগামী দু'বছরে আরও এক কোটি টাকা কাজের সুযোগ তৈরি করা হবে, জানিয়েছেন গড়কড়ি ।

বাগরি মার্কেটে কি তবে কেউ আগুন ধরিয়েছিল? পুলিসের হাতে বিস্ফোরক ভিডিও !

Image
রাত আড়াইটে। বাগরি মার্কেটের সামনের ঝুপড়ি দোকানেই প্রথম আগুন লাগে।  দাউ দাউ করে জ্বলতে থাকে  দোকান।  রাস্তায় দাঁড়িয়ে থাকা জনা কয়েক ব্যক্তি তখন হতভম্ব। আকস্মিকতার ঘোর কাটিয়ে উঠেই আগুন নেভানোর চেষ্টা করছিলেন তাঁরা। দুটো যুবক দৌড়ে যাচ্ছিলেন, হয়তো জলের খোঁজে। কিন্তু এরই মধ্যে দেখা যায়, দুই যুবক বাইকে পালিয়ে যায়। গোটা ঘটনাটি ধরা পড়েছে রাস্তার সিসিটিভিতে।  আর তাতেই পুলিসকে ভাবাচ্ছে। কেন পালাল ওই দুই যুবক? কারা তারা? জি ২৪ ঘণ্টার হাতে এসেছে এক্সক্লুসিভ সেই ভিডিও। তবে কি বাগরি মার্কেটের আগুন নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র? প্রথমে মনে করা হয়েছিল বাগরি মার্কেটের  তিন তলায় একটি  পারফিউমের দোকানে আগুন লাগে। সামনেই ল্যাম্প পোস্ট থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। পারফিউমের দোকানে একের পর এক ডিওডের্যান্টের  ক্যান ফাটে।  মার্কেটের ভিতরে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। ছড়িয়ে পড়তে থাকে আগুন। মার্কেটে প্রচুর  দাহ্য পদার্থ মজুত থাকায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। টানা চার দিন ধরে জ্বলছে বাগরি। এরই মধ্যে পুলিসের হাতে এসেছে বিস্ফোরক তথ্য। যা যথেষ্টই ইঙ্গিতবাহী।  রাস্তার সামনের একটি সিসি

"অগ্নিনির্বাপণ ব্যবস্থার নামে আইওয়াশ করে টাকা নেওয়া হয়েছে।

Image
কলকাতা : ১০ হাজার, ১৫ হাজার বা ২০ হাজার টাকা। অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নত করতে বাগরি মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে বছর দুই আগে এইভাবেই হাজার হাজার টাকা নেওয়া হয়েছিল। এখন তারা মনে করছে এটা ছিল একরকম "আইওয়াশ"। গত শনিবার রাত ২টো নাগাদ বাগরি মার্কেটে আগুন লাগে। ঘটনার পরে দমকল জানিয়েছে এই মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। কিন্তু এই মার্কেটের দোকানিদের অবশ্য অন্য কথা। তাঁরা কেউ জানেন না যে কেন এই উন্নত অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করল না। মার্কেটের এক ব্যবসায়ী রামকৃষ্ণ পাল বলেন, "দুই বছর আগে রুম প্রতি ১০, ১৫ হাজার টাকা নেওয়া হয়েছিল অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নত করার জন্য। তখন অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নত করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন সেগুলো কেন কাজ করল না?" তিনি আরও বলেন, "শনিবার রাতে আগুন লাগার পরে জানা গেছে ট্যাংকে জল ছিল না। কেন জল ছিল না?" প্রসঙ্গত, আগুন নেভানোর জন্য আনা হয়েছিল হাইড্রোলিক ল্যাডার। কিন্তু কাজে লাগানো যায়নি। কারণ ওখানে রয়েছে অনেক ইলেক্ট্রিকের তার। এই‌ তারের জন্য কাজ করতে পারল না ল্যাডার। এক্ষেত্রে রামকৃষ্ণবাবুর প্রশ্ন, "পুজোর

স্টেট ব্যাংকের ক্রেডিট কিংবা ডেবিট কার্ড ব্যবহার করেন? তাহলে অবশ্যই পড়ুন

Image
ব্যালেন্স শেষ? কাছকাছি রিচার্জ শপের অভাব? চিন্তা নেই৷ মোবাইলের টপ-আপ রিচার্জের জন্য পৌঁছে যেতে পারেন নিকটবর্তী এসবিআই এটিএম কাউন্টারে৷ লগ্নির দিক থেকে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে ভারতীয় স্টেট ব্যাংক৷ সারা দেশ জুড়ে ব্যাংকটির ৫৯,৫৪১ টি (৩১ মার্চ, ২০১৮) এটিএম কাউন্টার জালের ন্যায় ছড়িয়ে রয়েছে৷ গ্রাহকদের চাহিদা মেটাতেই এসবিআই বিভিন্ন সময়ে এনেছে একাধিক পরিষেবা৷ যেগুলি সর্ম্পকে এখনও অনেকেই অবগত৷ রইল সেই রকমই বেশ কিছু অজানা পরিষবার হদিশ৷ ১) এসবিআই ক্লাসিক ডেবিট কার্ড ব্যবহার করে গ্রাহক দিনে সর্বোচ্চ ৪০,০০০ টাকা তুলতে পারবেন৷ এছাড়া, অন্যান্য উচ্চমানের কার্ড ব্যবহার করে এক লাখ (দিনে) পর্যন্ত টাকা তুলতে পারবেন গ্রাহকরা৷ কয়েক মুহূর্তে টাকা পেতে সাহায্য করবে'ফাস্ট ক্যাস'পরিষেবাটি৷ ২) অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বদলে ফেলতে পারেন অ্যাকাউন্ট পিন নম্বর৷ তবে, নতুন নির্দেশিকা অনুযায়ী সেজন্য দিতে হবে একটি চার্জ৷ ৩) এটিএম কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষা করার সুযোগ পান গ্রাহকেরা৷ ব্যালেন্স-চেক করার পর গ্রাহক একটি রিসিপ্টও পেয়ে থাকেন৷ ৪) যে কো

সরকারি কর্মীদের জন্যে ঘোষণা: ৪৫ বছর হলেই মিলবে স্বেচ্ছাবসর

Image
কলকাতা:  নতুন করে ফের সরকারি পরিবহণ নিগমগুলিতে স্বেচ্ছাবসর প্রকল্প চালু হচ্ছে। এই প্রকল্প চালু হওয়াতে বেশ কয়েকটি ক্ষেত্রে রদবদল আনা হচ্ছে। যেমন এই প্রকল্পে অংশ নেওয়ার জন্য বয়সসীমা পাঁচ বছর কমানো হয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত বিভিন্ন সময়ে মোটা চারবার স্বেচ্ছাবসর প্রকল্প চালু হয়েছে। এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে। সেই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, গত বছরে এই প্রকল্পে অংশ নেওয়ার জন্য কর্মীদের বয়সসীমা রাখা হয়েছিল ৫০ বছর। এই বছর তা কমিয়ে ৪৫ বছর করা হয়েছে। এই নিয়ে পরিবহণ দফতরের এক আধিকারিক বাংলা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছন, অনেক সময় দেখা যায় দু'-এক বছরের জন্য প্রকল্পে অংশ নিতে পারেন না কেউ কেউ। তাই এবার বয়সসীমা কিছুটা কমানো হয়েছে। অন্যদিকে, গত বছরের স্বেচ্ছাবসর প্রকল্পে আর্থিক পাওনাগণ্ডা নিয়ে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের দফতরের বিক্ষোভ দেখান কিছু প্রাক্তন কর্মী। যদিও এনিয়ে নিগমের এক কর্তা বলেন, নিয়ম মতো যা প্রাপ্য, তা কর্মীরা পেয়েছেন। বাকি যদি কোনও বকেয়া থাকে তা শীঘ্রই মিটে যাবে।

ক্লার্কের পদের জন্যে প্রচুর কর্মী নিয়োগের সিদ্ধান্ত এই ব্যাংকের

Image
ভারতে তরতরিয়ে বাড়ছে বেকারত্বের সংখ্যা৷ অনেকেই কারণ হিসেবে দায়ী করেন সঠিক সুযোগের অভাবকে৷ কিন্তু, সুযোগ রয়েছে একেবারে আপনার হাতের নাগালে৷ ইন্সটিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন (আইবিপিএস) ১৯ টি ব্যাংকে কেরানি (ক্ল্যারিক্যাল) পদের জন্য শুরু করল আবেদন প্রক্রিয়া৷ শূন্যপদের জন্য অনলাইন আবেদন শুরু  ১৮ সেপ্টেম্বর, আবেদনের শেষ দিন থাকছে ১০ অক্টোবর, ২০১৮৷ মোট শূন্যপদের সংখ্যা থাকছে ৭২৬০ টি৷ প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে আগামী ৮, ৯, ১৫, ১৬ ডিসেম্বর৷ মেন পরীক্ষাটির জন্য সঠিক কোন তারিখ এখনও জানা যায়নি৷ তবে, আগামী জানুয়ারীতে হতে পারে ক্ল্যারিক্যাল ক্যাডর পোস্টের মেন পরীক্ষাটি৷ চলতি বছরের নভেম্বর মাসেই আবেদনকারীরা ট্রেনিং কল লেটার ডাউনলোড করতে পারবেন৷ ট্রেনিংটি ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে হতে চলেছে৷ সরকারি ব্যাংকগুলিতে কেরানি পদের নিয়োগের জন্য প্রার্থীকে দুটি পরীক্ষাতেই (প্রিলিমিনারি এবং মেন) উত্তীর্ণ হতে হবে৷ এখানে থাকছে না কোন ইন্টারভিউ সেকশন৷ শুধুমাত্র লিখিত পরীক্ষার মধ্যে দিয়েই নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীকে৷ বিশদ জানতে চোখ রাখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (ww

Group C পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিল ভারতীয় রেল

Image
আবারও, নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল রেল৷ এবার 'গ্রুপ-সি'র একাধিক শূন্যপদের জন্য নোটিফিকেশন দিল নর্থ ইস্টার্ন রেলওয়ে (এনইআর)৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদনের প্রক্রিয়াটি৷ আবেদনের শেষ দিন থাকছে ১৫ অক্টোবর৷ আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট (ner.indianrailways.gov.ইন) মাধ্যমে আবেদন জানাতে পারবেন৷ মোট শূন্যপদের সংখ্যা থাকছে ২১ টি৷ উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা গ্রেড-পে পাবেন ১৯০০/২০০০ টাকা৷ বিজ্ঞান, অংক, পদার্থবিদ্যার উচ্চ-মাধ্যমিক প্রার্থীরা গ্রেড-পে হিসেবে পাবেন ২৪০০ টাকা৷ অন্যদিকে, স্নাতকোত্তীর্ণ আবেদনকারীদের পে-গ্রেড থাকছে ২৮০০ টাকা৷ আবেদনকারীদের বয়সসীমা থাকছে ১৮-২৫ বছর৷ বয়সসীমাতে ছাড়ের কোন বিষয় এখানে থাকছে না৷ পরীক্ষা, খেলাধুলার মূল্যায়ন এবং শিক্ষাগত যোগ্যতা সবকিছুর নিরিখেই নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীকে৷ জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি থাকছে ৪০০ টাকা৷ অন্যদিকে, তফশিলি জাতি-উপজাতি, মহিলা, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের আবেদন ফি দিতে হবে ২৫০ টাকা৷ তবে, যেসব প্রার্থীরা পরীক্ষাতে উপস্থিত থাকবেন৷ তাদের সকলকেই ফিরিয়ে দেওয়া হবে তাদের জমা করা আবে

বাংলার শিক্ষকদের জন্যে সুখবর! মিটতে চলেছে দীর্ঘদিনের সমস্যা

Image
কলকাতাঃ  বাংলার শিক্ষকদের জন্যে সুখবর! বাংলার বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষিকাদের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বিশেষ করে শিক্ষিকাদের পোস্টিংয়ের ক্ষেত্রে বিশেষ নজর দেবে রাজ্য সরকার। শিক্ষিকা পদে নির্বাচিত মহিলা রাজ্যের যে জেলারই বাসিন্দা হন না কেন, তাঁকে সেই জেলারই কোনও না কোন সরকারি স্কুলে নিযুক্ত করা হবে। এর ফলে বাড়ি থেকে দূরে থাকার সমস্যা থেকে রেহাই পাবেন শিক্ষিকারা ৷ গত কয়েকদিন আগে এই বিষয়ে বড়সড় ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত কয়েকদিন আগে পার্থবাবু জানান, এবার থেকে প্রাথমিক, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক সব স্কুলের শিক্ষিকাদের ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখবে শিক্ষা দফতর। মূলত অনেক সময়ে শিক্ষিকাদের পোস্টিং নিয়ে সমস্যা থাকে। এক জেলায় থেকে অন্য জেলাতে গিয়ে স্কুলে পড়াতে যেতে হয় শিক্ষিকাদের। যার জন্যে যাতায়াতেই অনেকটা সময় কেটে যায় বলে অভিযোগ ওঠে মাঝে মধ্যেই। এবার তা থেকেই মুক্তি পেতে চলেছেন বাংলার শিক্ষিকারা। এতদিন চাকরিতে যোগ দেওয়ার পর নিজের বাড়ির কাছের কর্মস্থলে ট্রান্সফার নিতে শিক্ষিকাদের মিউচুয়াল ট্রান্সফারের উপর নির্ভরশীল হতে হত ৷ এবার

এবার 'বাঙালি'দেরও নাগরিকত্ব! আফগানিস্তান নিয়েও বড় সিদ্ধান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর

Image
দেশে থাকা আফগান ও বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে পাকিস্তান। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। দশকের পর দশক ধরে নাগরিকত্বের দাবি করে আসছিলেন সেখানে থাকা আফগান ও বাঙালি উদ্বাস্তুরা। বিশ্বে পাকিস্তান হল দ্বিতীয় বড় দেশ যেখানে উদ্বাস্তু সমস্যা রয়েছে। প্রায় ২৫ লক্ষ আফগান উদ্বাস্তু পাকিস্তানে বসবাস করে। ১৯৭৯ সালে সোভিয়েত-আফগান যুদ্ধের সময় থেকে আফগানরা পাকিস্তানে আশ্রয় নিতে থাকে। এরপর ২০০১ সালে আফগানিস্তানে আমেরিকার সেনা প্রবেশের পর থেকে উদ্বাস্তুদের ঢল নামে পাকিস্তানে। অন্যদিকে, উর্দুভাষী বিহারী, যাদের পাকিস্তানে বাঙালি বলা হয়, তাদের নাগরিকত্ব নিয়েও সমস্যা ছিল। ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এদের সংখ্যা বাড়তে থাকে পাকিস্তানে। মূলত ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া উর্দুভাষীরা ১৯৭১-এর পর পালিয়ে পাকিস্তানে আশ্রয় নেন। পাকিস্তান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২-এ যাঁদের সংখ্যাটা ছিল প্রায় ২ লক্ষের মতো। বাংলাদেশ থেকে পালিয়ে পাকিস্তানে যাওয়া পর ৪০ বছর অতিক্রান্ত। এইসব মানুষদের সন্তানরা বড় হচ্ছে। তাদের পাসপোর্ট এবং পরিচয়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বিশ্বসভায় বাংলাকে তুলে ধরলেন মমতা! জার্মান উদ্যোগপতিদের কাছে লগ্নির আবেদন

Image
জার্মানির শিল্পসভায় বাংলাকে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আহ্বান জানালেন বাংলায় জার্মান বিনিয়োগের। মুখ্যমন্ত্রী নিজে ব্যাখ্যা করলেন বাংলায় শিল্পের পরিবেশের বিষয়ে। জার্মানির ৮০ জন উদ্যোগপতির সামনে প্রথমেই তুলে ধরলেন বাংলা-জার্মানির সম্পর্কের কথা। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র হল ফুটবল। গর্বের সঙ্গে মমতা বললেন, জার্মানি আর বাংলায় উভয়েই ফুটবল-পাগল। শুধু জার্মান শিল্পোদ্যোগীরা নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে এই সম্মেলেন উপস্থিত ছিলেন ভারতীয় বণিক সংস্থা সিআইআই-এর শীর্ষ আধিকারিকরাও। সবার সামনে জার্মানির ফ্রাঙ্কফুটের অপরিসীম শিল্প গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিংয়ে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে জার্মানির। ভারী শিল্পের পীঠস্থান বললেও কম বলা হয় জার্মানিকে। তাই আমি আশা করব, জার্মান উদ্যোগপতিরা বাংলাকে তাঁদের পছন্দের তালিকায় স্থান দেবেন। জার্মানির ফ্রাঙ্কফুটে এই প্রথম শিল্প সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জার্মান বিনিয়োগকারীদের মধ্যেও বাংলাকে নিয়ে বিশেষ উৎসাহ ছিল। তার মূল কারণ গতবার জার্মানি ছিল বাংলায় বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের পার্টনার কান্ট্রি। সম্মেলনের শুরুতেই তথ্যচ

রাজ্যে ৪,৪০০ কোটি ঢালতে চান পূর্ণেন্দু

Image
দু'বছর আগে যখন মিৎসুবিশি কেমিক্যালের কাছ থেকে হলদিয়ার কারখানা হাতে নিচ্ছেন, তখন তা বিআইএফআরে। টানা তিন অর্থবর্ষে শূন্যের নীচে নেমেছে নিট সম্পদ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হলদিয়ায় পিউরিফায়েড টেরিপথ্যালিক অ্যাসিডের (পিটিএ) উৎপাদন দ্বিগুণ করার কথা ঘোষণা করলেন চ্যাটার্জি গোষ্ঠীর কর্ণধার পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। সম্ভাব্য লগ্নির অঙ্ক প্রায় ৪,৪০০ কোটি টাকা। জার্মানি থেকে লগ্নি টানতে মঙ্গলবার ফ্রাঙ্কফুর্টে শিল্প সভার আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। তার মঞ্চ থেকেই পূর্ণেন্দুবাবুর ঘোষণা, এই মুহূর্তে হলদিয়ায় ওই কমপ্লেক্সে বছরে ১২.৫ লক্ষ টন পিটিএ উৎপাদন হয়। কিন্তু ফি বছর চাহিদা বাড়ছে ৮-১০%। তা পূরণের পাশাপাশি রফতানি বাড়ানোর লক্ষ্যেই উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করার সিদ্ধান্ত। তিনি জানান, জমিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য। সরকারি সূত্রে খবর, ৯০ একর শীঘ্রই সংস্থার হাতে তুলে দেওয়া হবে। হলদিয়ার কারখানায় তৈরি পিটিএ মূলত ব্যবহার হয় পলিয়েস্টার কাপড় ও প্লাস্টিক বোতল তৈরিতে। ২০০৮ সালের বিশ্ব জোড়া মন্দার পর থেকে তা সমস্যার মুখে পড়ে। তার উপরে প্রয়োজনের থেকে অনেক বেশি পিটিএ উৎপাদন শুরু করে চিন। সঙ্গে দোসর শ্রমিক অসন্ত

হংকং ম্যাচে বড়সড় অঘটন আটকাল ভারত

Image
ভারত-পাকিস্তানের এর চেয়ে বড় মেলবন্ধনের ছবি আর কী হতে পারে? এক জন পাকিস্তানি বংশোদ্ভূত, অন্য জন ভারতীয়। নিজাকত খান (১১৫ বলে ৯২, ১২টি চার, একটি ছয়) ও অংশুমান রথ (৯৭ বল, চারটে চার, একটি ছয়)। এই দুইয়ের ব্যাটিংয়ের সামনে প্রায় আড়ালে চলে গিয়েছিল শিখর ধওয়নের (১২০ বলে ১২৭) সেঞ্চুরি। এক জনের জন্ম পাক-পঞ্জাবের শিনকায়। সেখান থেকে চলে আসেন হংকং। অন্য জনের পরিবার ভুবনেশ্বর থেকে চলে এসেছিল ওই একই দেশে। এবং, এই দুই প্রতিবেশী দেশের দুই প্রতিনিধি অসম্ভব একটা স্বপ্ন প্রায় সত্যি করে দিয়েছিলেন। দু'জনে মিলে যোগ করেন ১৭৪ রান! যা একটা সময় দুবাই স্টেডিয়ামে ঘুম ছুটিয়ে দিয়েছিল রোহিত শর্মার দলের। যে জুটি শেষ পর্যন্ত ভাঙলেন কুলদীপ যাদব। পরপর দু'দিনে দুটো ম্যাচ। তার মধ্যে একটা পাকিস্তান। তাই ইংল্যান্ডে লম্বা সিরিজ খেলে আসা যশপ্রীত বুমরা, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্যকে বিশ্রাম দেওয়া হয়েছিল মঙ্গলবারের ম্যাচে। আগের দিন নেটে দলের নতুন মুখ খলিল আহমেদের বোলিং মুগ্ধ করেছিল ভারত অধিনায়ক রোহিতকে। সেই খলিলের এ দিন অভিষেক হল দুবাইয়ের মাঠে। প্রথম স্পেলে নজর কাড়তে না পারলেও দ্বিতীয় স্পেলে ফিরে এসে নিজাকত-সহ তিনটি উইক

মেট্রোকে কাজ শুরু করতে বলবে রাজ্য

Image
মাঝেরহাটে সেতুভঙ্গের অভিঘাতে জোকা-বি বা দী বাগ মেট্রো প্রকল্পের কাজ তদন্তের জন্য বন্ধ রাখার কথা বলেছিল রাজ্য সরকার। কিন্তু এ বার মেট্রোর কাজ ফের শুরু করতে বলে রেলকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফ্রাঙ্কফুর্টে সফরসঙ্গী সাংবাদিকদের মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ''ফরেন্সিক তদন্তের জন্য মেট্রোর কাজের একটা অংশ কিছু দিন বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু আমরা চাই, উন্নয়নের কাজ যেন থমকে না থাকে। সেই কারণে মেট্রো রেল তৈরির কাজ ফের শুরু করতে বলা হবে। ইতিমধ্যেই কাজ শুরুর জন্য নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মুখ্যসচিব চিঠি মারফত তা রেলকে জানিয়ে দেবেন।'' তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য, মেট্রোর কাজের জন্য মাঝেরহাট সেতু নতুন করে গড়তে অসুবিধা যাতে না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। আবার মাঝেরহাটের পুরনো সেতু ভাঙা বা নতুন সেতু গড়ার কাজের জন্য মেট্রোর কাজে ব্যাঘাত ঘটানোও চলবে না। মুখ্যমন্ত্রীর কথায়, ''পারস্পরিক বোঝাপড়া জরুরি। আমি দীর্ঘদিন রেল মন্ত্রকে কাজ করেছি। তাই মেট্রো বা রেলের কাজে ব্যাঘাত ঘটুক, কখনও চাইব না।'' দুর্ঘটনার জেরে মাঝেরহাট সেতু বন

৬২ ঘণ্টা পার করে অবশেষে এফআইআর, মালিকেরা বেপাত্তা, ক্ষুব্ধ ব্যবসায়ী মহল

Image
পরিকাঠামোর অভাবে আগুন নেভাতে নাস্তানাবুদ হওয়া তো আছেই! আগুনের পিছনে কার গাফিলতি, তা চিহ্নিত করে অভিযোগ দায়ের করতেই  তিন দিন গড়িয়ে গেল। শনিবার গভীর রাতে বাগড়ি মার্কেটে আগুন লাগার প্রায় ৬২ ঘণ্টা বাদে মঙ্গলবার বিকেলে পুলিশের কাছে অভিযোগ জমা দেয় দমকল। তাতে ডিভিশনাল অফিসার দীপঙ্কর পাঠক বাগড়ি মার্কেটের দুই মালিক রাধা বাগড়ি, তাঁর ছেলে বরুণরাজ বাগড়ি এবং বাগড়ি এস্টেটের চিফ এগ্‌জিকিউটিভ অফিসার কৃষ্ণকুমার কোঠারির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন। দমকলের দাবি, আগুন নেভানোর ব্যবস্থায় ইচ্ছাকৃত ভাবে খামতি রেখেছিলেন মালিকেরা। তাঁদের বিরুদ্ধে আগুন লাগানোর ষড়যন্ত্র, ধ্বংসের জন্য দাহ্য পদার্থ বা বিস্ফোরক রাখা, রক্ষণাবেক্ষণ না করা-সহ দমকল আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, শনিবার রাতে আগুন লাগার পরে একটি মোটরবাইকে চড়ে দুই যুবকের পালিয়ে যাওয়ার ভিডিয়ো ফুটেজ পুলিশের হাতে এসেছে। ওই যুবকদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তিন অভিযুক্ত • রাধা বাগড়ি  • বরুণরাজ বাগড়ি (ডিরেক্টর, বাগড়ি এস্টেট প্রাইভেট লিমিটেড) • কৃষ্ণকুমার কোঠারি • (সিইও, বাগড়ি এস্টেট প্রাইভেট লিমিটেড) এফআইআর • ৪৩৬ ধারা (ধ্বংসের উদ

অষ্টম পাশ বিধায়কদের আয় সবচেয়ে বেশি! অন্যদের কত জানেন?

Image
ফেসবুক-হোয়াটসঅ্যাপে মাঝেমধ্যেই একটা মেসেজ ঘোরাফেরা করে। তার সারকথা, র‌্যাঙ্ক করা বা সবচেয়ে ভাল ছাত্ররা ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে। দ্বিতীয় বিভাগ বা কম মেধাবীরা বিবিএ-এমবিএ-র মতো পেশাদার কোর্স করে এই ডাক্তার-ইঞ্জিনিয়ারদের মাথায় বসে পরিচালনা করবে। আর ফেল করা ছাত্রছাত্রীরা নেতা হয়ে সবাইকে নিয়ন্ত্রণ করবে। এই মেসেজের মধ্যে কোথাও কোথাও সত্যের অপলাপ থাকতে পারে। অতিরঞ্জনও হতে পারে। কিন্তু বিধায়কদের গড় আয়ের পরিসংখ্যান কার্যত সেদিকেই ইঙ্গিত দিল। একটি সমীক্ষায় উঠে এসেছে, অষ্টম শ্রেণির গণ্ডি পেরনো বিধায়কদের বাৎসরিক গড় আয় সবচেয়ে বেশি। আর এই তালিকায় সবেচেয়ে নীচের এক ধাপ উপরে ডক্টরেট বিধায়করা। ন্যাশনাল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) সোমবারই সারা দেশের বিধায়কদের গড় আয়ের একটি রিপোর্ট প্রকাশ করেছে। বর্তমানে দেশে বিধায়ক সংখ্যা ৪০৮৬। নির্বাচন কমিশনে বিধায়করা যে হলফনামা পেশ করেন তার ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। তবে ৯৪১ জন বিধায়ক তাঁদের হলফনামা কমিশনে জমা দেননি। তাই এই বিধায়কদের বাদ দিয়ে ৩১৪৫ জন বিধায়কের তথ্য-পরিসংখ্যানই বিশ্লেষনে আনা হয়েছে এবং তার ভিত্তিতেই

নিচু জাতের জামাই খুনে সুপারি ১ কোটি! মিলল আইএসআই যোগও

Image
বারার সঙ্গে অম্রুতা বর্ষিণী। নালগোন্ডা অনার কিলিংয়ে সুপারি দেওয়া হয়েছিল এক কোটি টাকা! আগাম দেওয়া হয়েছিল ৫০ লাখ। ভাড়াটে খুনি দিয়ে নিজের জামাইকে হত্যার ছক কষেছিল অম্রুতাবর্ষিণীর বাবা টি মারুথি রাও। সিসিটিভি ফুটেজে ধরা পড়া ভাড়াটে খুনি সুভাষ শর্মাকে বিহার থেকে গ্রেফতারের পর এই বিস্ফোরক দাবি করেছে তেলঙ্গানা পুলিশ। সুপারি দেওয়া হয়েছিল কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ আবদুল বারির মাধ্যমে। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। এই খুনে জড়িত সন্দেহে স্থানীয় কংগ্রেস নেতা মহম্মদ করিমও পুলিশের জালে। পুলিশের দাবি, গোটা বিষয়টিতে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছিলেন এই কংগ্রেস নেতা। গত ১৪ সেপ্টেম্বর তেলঙ্গানার মিরিয়ালগুড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রী অম্রুতাবর্ষিণীর রুটিন চেক আপ সেরে ফিরছিলেন প্রণয় পেরুমাল্লা। সঙ্গে ছিলেন তাঁর মা-ও। হাসপাতাল থেকে বেরোতেই পিছন থেকে একটি মুগুর জাতীয় মোটা লাঠি দিয়ে আঘাত করে এক দুষ্কৃতী। পড়ে যাওয়ার পর ফের আঘাত করে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। ঘটনাস্থলেই মারা যান প্রণয়। গোটা ঘটনা ধরা পড়ে হাসপাতালের বাইরে লাগানো সিসিটিভিতে। ঘটনার পরই অম্রুতাবর্ষিণী অভিযোগ করেন, নিচু জাতের ছেলেকে ভালবেসে বিয়ে

‘২০ লাখ দেব, বিজেপি নেত্রীদের কেউ ধর্ষিতা হবেন?’ বেলাগাম আপ নেতা

Image
করছিলেন ধর্ষণ নিয়ে মনোহরলাল খট্টর সরকারের তুমুল সমালোচনা। কিন্তু সেটা করতে গিয়ে এমনই বেফাঁস মন্তব্য করে বসলেন হরিয়ানার আপ নেতা, যে সেটা সামাল দিতে হিমশিম কেজরীবালের দল। আপ নেতা নবীন জয়হিন্দের প্রস্তাব, তিনি ২০ লাখ টাকা দিতে রাজি, তাতে কি বিজেপির কোনও নেত্রী নিজেকে গণধর্ষিতা হতে রাজি হবেন? হরিয়ানার আপ প্রধানের এই মন্তব্যের পরই শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রসঙ্গ ছিল হরিয়ানার ছাত্রীকে গণধর্ষণ। আর তারপর হরিয়ানা রাজ্য সরকারের দু'লক্ষ টাকার চেক দেওয়া এবং তরুণীর পরিবারের সেই চেক ফিরিয়ে দেওয়া। তাই নিয়ে মনোহরলাল খট্টরের সরকারকে তীব্র আক্রমণ শুরু করেন নবীন জয়হিন্দ। রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করতে পারছে না সরকার, মহিলাদের নিরাপত্তা নেই—ইত্যাদি একের পর এক তোপ দাগছিলেন তিনি।  কিন্তু আচমকাই রাজনীতির চেনা ভাষণের বাইরে বেরিয়ে পড়েন নবীন জয়হিন্দ। বলেন, ''বিজেপি নেত্রীদের কেউ যদি ১০ জনকে দিয়ে 'কুকর্মে' রাজি হন, তা হলে আমি ২০ লাখ টাকা দিতে রাজি।'' নির্যাতিতার পরিবারকে চেক দেওয়া নিয়ে নবীনের তোপ, ''এক জন মহিলার সম্মানের দাম মাত্র দু'