দীর্ঘদিন চুরি করার পর অবশেষে পুলিশের জালে ‘স্পাইডারম্যান’


শিলিগুড়ি: দেওয়াল বেয়ে মুহূর্তে উঠে যেতে পারে বহুতলে। ঘরের সামগ্রী লোপাট করে এক বহুতল থেকে অন্য বহুতল টপকে উধাও হয়ে যায়। নেশাখোর দাগী চোর। অবশেষে পুলিশের জালে সেই 'স্পাইডারম্যান'।

কয়েকবার খপ্পরে পেয়েও পুলিশ কবজা করতে পারেনি। অন্তত সাত বছর ধরে শিলিগুড়ি শহর জুড়ে দাপিয়ে বেড়িয়েছে পুর নিগমের পাতিকলোনির বাসিন্দা বয়স ২৯-এর এই দুষ্কৃতী। আসল নাম অমিত বাল্মীকি ওরফে মিথে। শেষমেশ সোমবার রাতে ফাঁদ পেতে মিথেকে ধরে ফেলে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ।

অদম্য সাহসের বহর দেখে মিথেকে 'স্পাইডারম্যান' খেতাব দিয়েছিল বন্ধুরা। সেটাই এক সময় 'কাল' হয়ে দাঁড়ায়। পুলিশের ঘুম কেড়ে ছাড়ে। শুধু পুলিশ নয়, শিলিগুড়ি শহরও এখন মিথেকে স্পাইডারম্যান নামেই বেশি জানে। মুখে মুখে ছড়িয়ে রয়েছে দুষ্কৃতীর রোমাঞ্চকর অভিযানের নানা গল্প। মিথের বিরুদ্ধে শিলিগুড়ির প্রায় ৪০টি বাড়িতে চুরির অভিযোগ রয়েছে। ধৃতের কাছ থেকে ১১টি দামী মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

শিলিগুড়ির এসিপি সিদ্ধার্থ রায় বলেন, "ধৃতের বিরুদ্ধে প্রচুর চুরির অভিযোগ।" দেওয়াল বেয়ে বহুতলে ওঠার জন্য মিথেকে অবশ্য তালিম নিতে হয়নি। লেখাপড়া চতুর্থ শ্রেণি পর্যন্ত। বাবা সেনা বাহিনীর সাফাই কর্মী ছিলেন। স্কুল ছেড়ে খুবই কম বয়সে মিথে ঢুকে পড়ে বাড়ি রং করার কাজে। কৈশোরেই দড়িতে ঝুলে বহুতল রং করায় পারদর্শী হয়ে ওঠে। মিথের বন্ধুরা জানিয়েছেন, ওই সময় সে কোনও রকম সাহায্য ছাড়া দেওয়াল বেয়ে বহুতলে ওঠার কৌশল রপ্ত করে। বছর সাতেক আগে রঙের কাজ ছেড়ে দিয়ে দেওয়াল বেয়ে বহুতলে উঠে চুরি শুরু করে মিথে। পুলিশের মতে, স্পাইডারম্যানের চেয়ে কোনও অংশে কম নয় সে৷