Posts

Showing posts from November 24, 2018

ধর্ষণের অভিযোগ তুলতে এসে পুলিশের হাতেই ধর্ষিতা তরুণী!

Image
এ যেন রক্ষকই ভক্ষক! নিজের বন্ধুর বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ তুলে নিতে এসে পুলিশের লালসার শিকার হল এক তরুণী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। ঘটনায় অভিযুক্ত পুলিশ সাব-ইন্সপেক্টর রোশান গোঞ্জারির বিরুদ্ধে ধর্ষণ ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়েছে। তবে তাকে এখনও গ্রেফতার করা হয়নি।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩ বছর বয়সী ওই তরুণী কিছুদিন আগেই তার এক বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। সেই মতো তদন্তও এগোতে থাকে। কিন্তু কিছুদিন যেতেই সে ওই মামলাটি তুলে নিতে চায়। কারণ হিসেবে দুজনের বন্ধুত্বের কথাই তুলে ধরে সে। সেজন্য শান্তিনগর পুলিশ স্টেশনে নিয়মিত যাতায়াত করতে হত তাকে। সেইসূত্রেই ওই থানার সাব ইন্সপেক্টর রোশান গোঞ্জারি তাকে গত ২১ আগষ্ট রাজনলি বাইপাসে ডেকে পাঠায়। অভিযোগে, তরুণী আসার পরই তাকে জোর করে কাছের একটি গেস্ট হাউসে নিয়ে যান ওই পুলিশ কর্মী। সেখানেই তরুণীকে ধর্ষণ করা হয়। অনেক টালবাহনার পর গত ২১ নভেম্বর ওই ঘটনায় মামলা রুজু হয়েছে। তবে কবে গ্রেফতার করা হবে অভিযুক্তকে, সে বিষয়ে এখন কিছু জানাননি পুলিশকর্তারা।

বিশ্ব রেকর্ড! ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ছ’বার সোনা জয় ম্যাগনিফিসেন্ট মেরির

Image
সোনা জিতে আবেগপ্রবণ হয়ে পড়েন মেরি কম। আবারও তিনি ইতিহাস গড়লেন। ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ছ'বারের জন্য সোনা জিতলেন ম্যাগনিফিসেন্ট মেরি কম। আর সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন কিউবার কিংবদন্তি বক্সার ফেলিক্স স্যাভনকে। তিনি যে দমে যাওয়ার পাত্র নন, সেটা আগেও প্রমাণ করেছিলেন মণিপুরের প্রান্তিক গ্রাম কাঙ্গাথেইয়ের এই মেয়েটি। রিংয়ের ভিতরে কী ভাবে জ্বলে উঠতে হয় শনিবার নয়াদিল্লিতে দেখিয়ে দিলেন মেরি। প্রতিপক্ষ ইউক্রেনের হানা ওখোতাকে ৪৮ কেজি লাইটওয়েট বিভাগে ৫-০তে ধরাশায়ী করেন তিনি। সেই সঙ্গে একমাত্র মহিলা বক্সার হিসেবে ছ'বার সোনা জেতার নজির গড়লেন। এর আগে এই টুর্নামেন্টে ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮, এবং ২০১০-এ সোনা জেতেন মেরি। এ দিনের ম্যাচ জয়ের পর নিজের আবেগকে ধরে রাখতে পারেননি কাঙ্গাথেইয়ের মেয়েটি। চোখ ভিজে গিয়েছিল কান্নায়। তাঁর প্রতি অজস্র ভালবাসা ও সমর্থনের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে মেরি বলেন, "সেই সব ফ্যানদের ধন্যবাদ দিতে চাই যাঁরা এ দিন স্টেডিয়ামে এসে আমার জন্য গলা ফাটিয়েছেন, ভারতের হয়ে গলা ফাটিয়েছেন।" তিন মাস আগে পোলান্ডের এক প্রতিযোগিতায় এই হানার সঙ্গেই লড়েছিলেন মেরি। সে বারই

কিড স্ট্রিটের বিউটি পার্লারে গণধর্ষণ! ভিডিয়ো করলেন ২ মহিলা

Image
কিড স্ট্রিটে গণধর্ষণের ঘটনাটি ঘটে। বিউটি পার্লারে কাজ পাইয়ে দেওয়ার নামে গণধর্ষণ করার অভিযোগে গ্রেফতারকরা হল তিন জনকে। কিড স্ট্রিটেওই নির্যাতনের ঘটনাটি ঘটেছে কয়েক দিন আগে। সেই ঘটনার ভিডিয়ো করেছিলেন ২ মহিলা। পুলিশকে নিগৃহীতা জানিয়েছেন, থানায় অভিযোগ করলে ইন্টারনেটে গণধর্ষণের ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। এই ভয়ে কাউকে কিছু জানাননি তপসিয়া রোডের বাসিন্দা বছর বাইশের ওই তরুণী। ওই ঘটনায় তিন মহিলা-সহ মোট পাঁচজন অভিযুক্ত। গণধর্ষণের পর ওই তরুণী পার্ক স্ট্রিট থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয়েসেখানে অভিযোগ না জানিয়ে ফিরে আসেন। এর পর থেকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। শেষ পর্যন্ত শুক্রবার তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তার পরেই তদন্তে নামে পুলিশ। শনিবার সকালে গণধর্ষণে অভিযুক্ত দুই যুবক এবং এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা হল মহম্মদ শাকিল, মানওয়ার আলি এবং রিনা বেগম। তিনজনকেই এ দিন আদালতে তোলা হলে বিচারক আগামী ২৭ নভেম্বর পর্যন্ত তাদের পুলিশ হেফাজতেরাখার নির্দেশ দেন। আরও দুই মহিলার খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। অভিযুক্ত ম

শেয়াল মেরে ‘বীরত্ব’ ফেসবুকে, শ্রীঘরে ঠাঁই বাংলার যুবকের

Image
দু'টি শিয়ালকে নির্মম ভাবে হত্যা করে যেতে হল শ্রীঘরে। শিক্ষকের নির্দেশে দু-দু'টি শেয়ালকে পিটিয়ে হত্যা। তার পর মৃত শেয়ালের দেহ গাছে ঝুলিয়ে চামড়া ও মাংস কেটে নেওয়া। শুধু তাই নয়, নিজের ক্ষমতা জাহির করতে মৃত শেয়ালের ছবি ফেসবুকে পোস্ট করা। এমন কাণ্ড ঘটানোয় গ্রেফতার হতে হলো ঘাতক যুবককে। ধৃত যুবকের নাম ভিকি সরকার। তপন থানার ভাদ্রাইল এলাকায় বাড়ি তার।  বন দফতর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। ফেসবুকে দেওয়া মৃত দু'টি শেয়ালের পোস্টটি নজরে আসে কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধির। তিনি সরাসরি এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন বন দফতরকে। এর পরেই বন দফতর ও পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে ভাদ্রাইল এলাকা থেকে মৃত শেয়ালের চামড়া ও হাড় উদ্ধার করে। সেই সঙ্গে বন্যপ্রাণ আইনে ভিকির বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ঘটনায় স্থানীয় হাইমাদ্রাসার এক শিক্ষক-সহ আরও কয়েকজন জড়িত বলেও বন দফতর সূত্রে জানা গিয়েছে।  ভাদ্রাইল এলাকায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে আশপাশের জঙ্গল থেকে শেয়াল এসে মাঝেমধ্যে খাবার খেয়ে যায়। ভিকি দু'টি শেয়ালকে মেরে তাদের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করেছিল গত মঙ্গলবার। সেখানে নিজে

কেবেল ও ডিটিএইচ কোম্পানিগুলিকে লজ্জায় ফেলে দিল জিও টিভি

Image
শুধু কম দামের প্ল্যান নয়, গ্রাহককে একাধিক বিশ্বমানের পরিষেবা বিনামূল্যে দিয়ে মন জয় করেছে জিও। এর মধ্যেই অন্যতম জিও টিভি। জিও কানেকশানের সাথে পাওয়া যায় একাধিক এক্সক্লিউসিভ জিও অ্যাপ। এর মধ্যেই অন্যতম জিও টিভি। জনপ্রিয় এই টিভি অ্যাপে গ্রাহকরা মোবাইল ডিভাইস থেকে লাইভ টিভি দেখতে পারেন। এই মুহুর্তে জিও টিভি অ্যাপে ৬২১ টি চ্যানেল বিনামূল্যে দেখা যায়। খেলা বিনোদন, খবর বা সিনেমা সব ধরনের চ্যানেল রয়েছে জিও টিভি তালিকায়। যে কোন কেবেল প্রাওভাইডার বা ডিটিএইচ প্রোভাইডারকে লজ্জায় ফেলে দেওয়ার ক্ষমতা রাখে জিও টিভি। এই সংখ্যা ভারতে যে কোন কেবেল প্রাওভাইডার ও ডিটিএইজ প্রোভাইডারের থেকে অনেক বেশি। সব প্রিপেড ও পোস্টপেড গ্রাহকদের বিনামূল্যে এই ৬২১ টি চ্যানেল দেখার সুযোগ দেয় জিও। এর জন্য আলাদা করে কোন টাকা খরচ করতে হয় না গ্রাহককে। জিও টিভিতে মোট ১৯৩ টি খবরের চ্যানেল ও ১২২ টি মনোরঞ্জন চ্যানেল রয়েছে। এছাড়াওর রয়েছে ৫০টি ধার্মিক চ্যানেল, ৪৯ টি শিক্ষামূলক চ্যানেল। জিও টিভির মাধ্যমে গ্রাহকরা ২৭ টি শিশুদের চ্যানেল, ৮ টি বিজনেস চ্যানেল আর ১০ টি লাইফস্টাইল চ্যানেল দেখতে পারেন। রিলায়েন্স জিও জানিয়েছে ৬২১ টি চ্যানেলই

সাউথ সিটির সামনে সাপ দেখিয়ে লুট, গ্রেফতার ৪

Image
কলকাতা : শহরে সাপ দেখিয়ে লুটের ঘটনার জেরে আতঙ্ক ছড়াল৷ বৃহস্পতিবার রাতে সাউথ সিটির সামনে অভিনব কাযদায় এক মহিলা কে সাপ ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় দুষ্কৃতিরা৷ অভিযোগ মোবাইল ফোন, নগদ টাকা লুট করে দুষ্কৃতিরা৷ ঘটনার পরেই মহিলা ১০০ ডায়েল করে পুলিশের কাছে ঘটনার অভিযোগ দায়ের করে৷ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের ধরতে রাতভর তল্লাশী অভিযান চালায় দুষ্কৃতিরা৷ শুক্রবার ভোরে ৪ অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ. তাদের আলিপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয় পুলিশ কর্তারা. সুত্রের খবর পুলিশ এই অভিযুক্তদের জেরা করে জানতে পেরেছে নতুন এই ছিন্তাইবাজদের গ্যাং শহরে সক্রিয় হয়ে উঠেছে৷ এই ঘটনা ছাড়াও শহরে আর কোনও ছিনতাই এর ঘটনার সঙ্গে এি ছিন্তাইবাজরা জড়িৎ রয়েছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা৷ দলের অন্য সদস্য়দের খোঁজ চালাচ্ছে পুলিশ৷

কর্ণাটকের মাণ্ড্যতে ভয়াবহ বাস দুর্ঘটনা! বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

Image
কর্নাটকে মাণ্ড্যতে ভয়াবহ বাস দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, একটি প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাবেরি নদীর সঙ্গে সংযুক্ত একটি খালে পড়ে যায়। দুর্ঘটনায় ২০ জনের ওপর যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রথমে স্থানীয় বাসিন্দা ও পরে প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, একটি বেসরকারি বাস মাণ্ড্য জেলায় কাবেরী নদীর খালে পড়ে যায়। জেলার পাণ্ডবপুরা তালুকের কাছে ঘটনাটি ঘটে। খালে পড়ে যাওয়ার পরেই বাসটি ডুবে যেতে শুরু করে। প্রাপ্ত খবর অনুযায়ী, মৃতের সংখ্যা আরও বাড়তে। মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছেন।

বন্ধুদের হাতেই নৃশংস খুন বন্ধু! তিনদিন নিখোঁজ যুবকের রক্তাক্ত দেহ পাঁচিলের ধারে

Image
তিনদিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল যুবকের দেহ। পাঁচিলের ধারে পড়েছিল রক্তাক্ত দেহ। বন্দর থানার রামনগর এলাকা থেকে বছর ২৬-এর যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সরফরাজ জাহাঙ্গির। মিঠাতলা এলাকার বাসিন্দা ওই যুবক খোঁজ চলছিল তিনদিন ধরে। বন্দর থানায় নিখোঁজ ডায়েরিও হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক অসামাজিক ক্রিয়াকলাপে জড়িয়ে ছিল। পুলিশের খাতাতেও তার নাম ছিল। ইদানিং ওই যুবক সেলাইয়ের কাজ করত। ভালো হওয়ার চেষ্টা করছিল। কিন্তু তার আগেই ঘটেছিল নির্মম ঘটনা। এই হত্যাকাণ্ডের পিছনে বন্ধুদের হাত রয়েছে বলে অভিযোগ। জাহাঙ্গিরের পরিবার সানি নামে এক বন্ধুর দিকে আঙুল তুলেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনদিন আগেই সরফরাজকে খুন করা হয়েছে। কী কারণে জাহাঙ্গিরকে খুন করা হয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এর পিছনে পুরনো কোনও শত্রুতা ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। সরফরাজের ঘনিষ্ঠ বন্ধু সানি ও অন্যান্যদের দিকে আঙুল ওঠায়, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

রাত ১০টা ২০-র ব্যান্ডেল লোকাল, চলন্ত ট্রেনে ফাঁকা মহিলা কামরায় শ্লীলতাহানির চেষ্টা

Image
চলন্ত ট্রেনে মহিলার হার ছিনতাই ও শ্লীলতাহানির চেষ্টা করল দুষ্কৃতী। বাধা দিতে গেলে ওই মহিলা যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে আপ ব্যান্ডেল লোকালে। ওই মহিলা জানিয়েছেন, শুক্রবার রাতে ১০টা ২০-র আপ ব্যান্ডেল লোকালে করে বাড়ি ফিরছিলেন তিনি। মহিলা কামরাতে উঠেছিলেন। রাত হয়ে যাওয়ায় কামরা ফাঁকা ছিল। তিনি একাই ছিলেন কামরায়। হাওড়া স্টেশন ছাড়ার পর পরই ট্রেনের গতি একটু কম থাকে। সেই সুযোগে চাঁদমারি ব্রিজের কাছে এক দুষ্কৃতী লাফিয়ে ট্রেনে উঠে পড়ে। ট্রেনে উঠেই ফাঁকা কামরায় তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতী। অভিযোগ, হার ছিনতাইয়ের চেষ্টা করে গুড্ডু সিং নামে ওই দুষ্কৃতী।  বাধা দিতে ওই মহিলার শ্লীলতাহানি করে অভিযুক্ত। শুধু তাই-ই নয়। গুড্ডু সিং নামে ওই দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে ওই মহিলাকে। আক্রান্ত মহিলা অভিযুক্ত ধরে ফেলেন। সাহায্য চেয়ে চিৎকার করতে থাকেন। চলন্ত ট্রেনে মহিলার চিত্কার শুনে টেন ট্রেনে অন্য কমারার যাত্রীরা চেন টেনে ট্রেন থামান। এদিকে সুযোগ বুঝে মহিলাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালায় গুড্ডু সিং। অন্য কামরার যাত্রীরা তখন তাকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর তা

ছুটি বঞ্চিত দেশের তালিকায় শীর্ষে ভারত

Image
অফিসে রোজকার কাজের চাপে প্রাণ ওষ্ঠাগত। শরীর-মন দুই ক্নান্ত, অবসন্ন। ছুটি ভীষণ প্রয়োজন। কিন্তু, ছুটি আর পাচ্ছেন কই? বরং স্রেফ ছুটি না পাওয়ার কারণে পারিবারিক অনুষ্ঠানেও থাকতে পারছেন না। যদি ভেবে থাকেন শুধু আপনার সঙ্গে এমনটা হচ্ছে, তাহলে কিন্তু ভুল করবেন। এদেশে যাঁরা চাকরি করেন, তাদের সকলেরই একই অবস্থা। সমীক্ষা বলছে, ছুটি বঞ্চিত দেশের তালিকায় শীর্ষে ভারত। বেকার থাকতে আর কারই বা  ভাল লাগে! পড়াশোনা শেষ হতে না হতেই চাকরি সন্ধানে নেমে পড়েন সকলেই। বহু চেষ্টার পর চাকরিও পেয়ে যান অনেকেই। কারও কারও বেতন বেশ ঈর্ষণীয়। কিন্তু, ছুটি? সেটা তো কম গুরুত্বপূর্ণ নয়। পুজো-পার্বণ কিংবা পারিবারিক অনুষ্ঠানের কথা না হয় ছেড়েই দিন, নিজের মন ও শরীরকে সতেজ রাখতেও ছুটির প্রয়োজন। কিন্তু, ভারতে অন্তত চাইলেই ছুটি পাওয়া যায় না। বরং উলটোটা হয়। কখনও কাজের চাপে পাওনা ছুটিও নেওয়া যায় না, তো কখনও আবার ছুটি নেওয়ার পরিকল্পনা পিছিয়ে দিতে হয়, এমনকী বাতিলও হয়ে যায়। সারা বিশ্বের চাকরিজীবীদের বার্ষিক ছুটি নিয়ে সমীক্ষা চালিয়েছে একটি আন্তর্জাতিক পর্যটন সংস্থা। সমীক্ষায় ছুটি বঞ্চিত দেশের তালিকায় শীর্ষে ভারত। গত বছর তালিকায় ভারতের

বন্ধুর হাতে খুন যুবক, তিন দিন পর উদ্ধার হল দেহ

Image
পশ্চিম বন্দর থানার রামনগর এলাকায় কর্পোরেশন অফিসের পাঁচিলের গায়ে উদ্ধার হল এক যুবকের দেহ। বছর ছাব্বিশের যুবকের নাম সারফরোজ জাহাঙ্গির।  স্থানীয় মিঠাতালাও এলাকার বাসিন্দা ওই যুবক। জানা গিয়েছে, কয়েক দিন ধরেই নিখোঁজ ছিল সারফরোজ। শনিবার সকালে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিসে। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে। পুলিস সূত্রে খবর, অসামাজিক কাজকর্মে বেশ কয়েকবার নাম জড়িয়েছিল এই যুবকের। তবে ইদানিং ওইযুবক সেলাইয়ের কাজ করত বলে জানিয়েছে তার পরিবার। খুনের ঘটনায় সারফরোদজের পরিবার সানি নামে এক যুবকের দিকে আঙুল তুলেছে। মেটিয়াবুরুজ অঞ্চলের ওই যুবক ও তার বন্ধুরাই সারফারোজকে খুন করেছে বলে অভিযোগ তাঁদের। প্রসঙ্গত, সানি নিজেও সারফরোজের বন্ধু। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। অনুমান, দিন তিনেক আগে খুন করা হয়েছে ওই যুবককে। কী কারণে জাহাঙ্গিরকে খুন করা হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস। এর পিছনে পুরনো শত্রুতা থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।

‌অযোধ্যায় পৌঁছল ২৫ হাজার শিবসেনা কর্মী, জারি ১৪৪ ধারা

Image
অযোধ্যায় রাম মন্দির নির্মানের দাবিতে আগামী ২৫ নভেম্বর জমায়েতের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা–সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। আর সেজন্য ইতিমধ্যে অযোধ্যা পৌঁছে গিয়েছেন ২৫ হাজার শিবসেনা কর্মী। শনিবার দুপুরে সেখানে যাবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও। সন্ধ্যায় সরযূ নদীর তীরে বিশেষ আরতিতে অংশ নেবেন তিনি। আর এই পরিস্থিতিতে এলাকায় শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে অযোধ্যায় জারি হয়েছে ১৪৪ ধারা। মনে করা হচ্ছে, আগামী রবিবার প্রায় ২ লক্ষ মানুষের জমায়েত হতে চলেছে অযোধ্যায়। আর তাই পরিস্থিতি সামলাতে অযোধ্যায় রয়েছেন উত্তরপ্রদেশ পুলিসের এডিজি–সহ একাধিক উচ্চপদস্থ পুলিস আধিকারিক। এছাড়া রয়েছেন ১৬০ জন ইন্সপেক্টর, ৭০০ কনস্টেবল, ৪২ কোম্পানি পিএসি, ৫ কোম্পানি র‌্যাফ, এটিএস কমান্ডো। শুধু তাই নয়, গোটা এলাকায় নজরদারি চালানোর জন্য রয়েছে ড্রোন ক্যামেরাও। এর মধ্যেই দলের শীর্ষ নেতা সঞ্জয় রাউত শুক্রবার বলেন, '‌আমরা ১৭ মিনিটে গোটা বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলাম৷ আর অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স আনতে এত সময় লাগছে কেন?‌'‌ এখানেই শেষ নয়, সেনার শীর্ষ এই নেতা

মিশরে উদ্ধার হল গর্ভবতী কঙ্কাল, হাজার হাজার বছরের পুরনো দেহাবশেষ নিয়ে চাঞ্চল্য

Image
মাটির তলা থেকে উদ্ধার হল ৩৭০০ বছর আগের কঙ্কাল। ৩৭০০ বছর ধরে মাটির তলায় চিরঘুমে শায়িত মা ও সন্তান। মাটি খুঁড়ে মিলল তাঁদের কঙ্কাল। ঘটনা মিশরের। প্রত্নতাত্ত্বিকদের মতে, দু'টি কঙ্কালের একটি বছর পঁচিশের এক যুবতীর। অন্য কঙ্কালটি তাঁর গর্ভস্থ ভ্রুণের। সম্ভবত ওই মহিলা আসন্নপ্রসবা ছিলেন। সেই সময়ই মৃত্যু হয় তাঁর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'লাইভসায়েন্স'-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মিশর রাজধানী কায়রো থেকে ৫৩০ মাইল দূরে অবস্থিত আসওয়ান নামের এক স্থান থেকে ওই কঙ্কাল দু'টির সন্ধান পাওয়া গিয়েছে।   ইয়েল বিশ্ববিদ্যালয় ও বোলোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ওই কঙ্কালগুলি উদ্ধার করেন। ওই গর্ভবতী মহিলাকে ১৭৫০ থেকে ১৫৫০ খ্রিস্ট পূর্বাব্দের মধ্যবর্তী কোনও এক সময়ে কবর দেওয়া হয়েছিল বলে জানিয়েছে মিশরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকিউটিস-এর তরফে সচিব মোস্তাফা ওয়াজিরি এক বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছেন। কীভাবে মৃত্যু হয়েছিল ওই মহিলার? জানাচ্ছেন তাঁর কোমরের হাড়ে সমস্যা ছিল। সেটিকে হয়তো ঠিক ভাবে শুশ্রুষা করা সম্ভব হয়নি। সেই কারণেই সন্তানের জন্ম দেওয়ার সময়ে সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে। আর তাই শেষমে

প্রধানমন্ত্রী মোদীকে খুনের পরিকল্পনা লস্করের স্লিপার সেলের, নেপথ্যে মাস্টারমাইন্ড হাফিজ সঈদ

Image
ইন্টারনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ব্যুরোর একটি রিপোর্ট সকলকে চমকে দিয়েছে। তাতে বলা হয়েছে, লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেলের সদস্যরা দেশের সবচেয়ে সুরক্ষিত এলাকা ল্যুটয়েন জোন-এ নজরদারি চালাচ্ছে। সেখানে নরেন্দ্র মোদীর গতিবিধির ওপরে নজর রাখা হচ্ছে। কোন কোন পথে এই এলাকায় মোদী যাতায়াত করেন তা ছকে ফেলা হচ্ছে। মোদীকে টার্গেট মোদীর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গ থেকে সাউথ ব্লকের অফিস পর্যন্ত যে রাস্তা তা জঙ্গিদের নজরে রয়েছে। লস্করের আত্মঘাতী জঙ্গিদের নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করার জন্য। টাইমস নাও সংবাদমাধ্যমে এমনই খবর ফাঁস করা হয়েছে।     হাফিজের নির্দেশ আর এক্ষেত্রেও নির্দেশ এসেছে মুম্বই হামলার মূল চক্রী তথা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হাফিজ সঈদের কাছ থেকে। এই হাফিজই নাকি লস্করের জঙ্গিদের নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে খুন করার জন্য। হেডলির রেইকি এর আগে মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলি দিল্লি ও মুম্বইয়ে রেইকি করে গিয়েছে। তাকে বিভিন্ন সরকারি অফিস, দফতর ও দ্রষ্টব্য স্থান রেইকি করার নির্দেশ দেওয়া হয়। সে দিল্লি ও মুম্বই দুই জায়গাতেই রেইকি চালায়।     নজরে অনেক

মৃত্যুর পর হাহুতাশ করে কী লাভ?

Image
মোবাইলে ভিডিয়ো দেখতে দেখতে বাস চালাচ্ছেন চালক। আপাতদৃষ্টিতে কতটা 'তুচ্ছ' হলে একটা অন্যায় চালিয়ে যাওয়া যায়? কতটা 'শান্তিপ্রিয়' হলে মানুষ ঘোর অন্যায় দেখেও চুপ থাকতে পারেন, নিজের জীবনের আশঙ্কা সত্ত্বেও? কতটা নিষ্ক্রিয় প্রশাসনিক ব্যবস্থা হলে কলকাতার বুকে নিশ্চিন্তে প্রাণনাশী অন্যায় করে যাওয়া যায়? এতগুলো প্রশ্ন একটি বাস এবং তার চালকের অবিমৃষ্যকারী এক আচরণকে কেন্দ্র করে। রাজ্য জুড়ে 'সেফ ড্রাইভ, সেভ লাইভ' প্রচারের ঢক্কানিনাদের আড়ালে বাস্তবে পরিস্থিতি কতটা ফাঁপা, তা প্রমাণ করে ধর্মতলা-ব্যারাকপুর রুটের এক বাসচালক গোটা রাস্তা বাস চালিয়ে গেলেন মোবাইলে ডান্স আইটেমে মনোনিবেশ করে! শাসনের তোয়াক্কা নেই কোথাও, পটভূমিকায় নেই মুর্শিদাবাদের দৌলতাবাদে ৪৬ জনের প্রাণ কেড়ে নেওয়া বাসচালকের মোবাইল কলের দুঃসহ স্মৃতি! এবং বস্তুত, কোথাও শিক্ষা নেওয়ার চেষ্টাও নেই, না ব্যক্তির, না সমাজের, না প্রশাসনের! কলকাতার ভিড়সঙ্কুল অফিসফেরত রাস্তায় সামান্যতম অমনোযোগ কী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, সেটা বোঝার জন্য রকেটবিজ্ঞানী হওয়ার দরকার পড়ে না। সেখানে মোবাইলের ভিডিয়োতে চোখ রেখে বাস চালানোর স্পর্ধা

পাকিস্তানে ভারতীয় দূতাবাস কর্মীদের হেনস্তা, গর্জে উঠল দিল্লি

Image
পাকিস্তানের মাটিতে ভারতীয় দূতাবাস কর্মীদের হেনস্তার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল ভারত। পাকিস্তানে তীর্থ করতে যাওয়া ভারতীয় শিখ পুণ্যার্থীদের সঙ্গে ভারতীয় দূতাবাস কর্মীদের দেখা করতে না দেওয়া নিয়ে বিবাদের সূত্রপাত। ওয়াকিবহাল মহলের মতে, কর্তারপুর সীমান্ত খোলা নিয়ে ভারত-পাকিস্তানের ঐকমত্যে পৌঁছনোর ২৪ ঘণ্টার মধ্যেই সম্পর্কের এই ছন্দপতন অস্বাভাবিক ঘটনা। শুক্রবার ভারতীয় বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, "পাক বিদেশমন্ত্রকের থেকে অনুমতি পাওয়ার পরও ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের আধিকারিকদের ২১ ও ২২ নভেম্বর নানকানা সাহিব গুরুদ্বার এবং সাচ্চা সৌদায় প্রবেশ করতে দেওয়া হয়নি। ভারত এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। পাকিস্তানের এই আচরণ নিন্দনীয় ও অভিসন্ধিমূলক।" শিখ তীর্থযাত্রীদের সঙ্গে ভারতীয় দূতাবাসের কর্মীদের যোগাযোগ করতে না দিয়ে ইসলামাবাদ ফেরত পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেছে সুষমা স্বরাজের মন্ত্রক। ভারতীয় তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়েও গভীর সংশয় প্রকাশ করেছে নয়াদিল্লি। এক বিবৃতিতে ভারত সরকার বলেছে, "তীর্থ চলাকালীন অসহিষ্ণুতার প্রকাশ ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে এবার যাত্র

আর কোনও বুলেট নয়, ভরসা সেমি-হাইস্পিডে

Image
আপাতত এ ধরনের বুলেট ট্রেনের পরিবর্তে সেমি-হাইস্পিড ট্রেন চালাতে আগ্রহ দেখাচ্ছে রেল। জাপানের হাকাতা শহরে এএফপি-র তোলা ছবি। আপাতত আর বুলেট ট্রেন নয়! বরং সেমি-হাইস্পিড ট্রেন চালাতে আগ্রহ দেখাচ্ছে রেল। চেন্নাই ও মহীশূরের মধ্যে একটি সেমি-হাইস্পিড রেল করিডর গড়ার প্রস্তাব জমা দিয়েছে জার্মান সরকার। তাতে বলা হয়েছে, এই ট্রেন যাত্রার সময় পাঁচ ঘণ্টা কমিয়ে দেবে। মহীশূর থেকে বেঙ্গালুরু হয়ে চেন্নাই, মোট ৪৩৫ কিলোমিটার পথ যেতে এখন লাগে ৭ ঘণ্টা। ঘণ্টায় ৩২০ কিমি গতিতে সেমি-হাইস্পিড ট্রেন পৌঁছবে ২ ঘণ্টা ২০ মিনিটে। নয়া করিডরে ৮৫ শতাংশ লাইন যাবে থামের উপর দিয়ে, বাকি ১৫ শতাংশ অংশ সুড়ঙ্গ দিয়ে। এর পরিকাঠামো গড়তে ১ লক্ষ কোটি এবং কামরা আর ইঞ্জিনের জন্য আরও ১৫০ কোটি টাকা প্রয়োজন। রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেন, ''প্রাথমিক সমীক্ষায় ওই লাইনটি লাভজনক বলে মনে হওয়ায় এতে বিনিয়োগ করতে জার্মানি নীতিগত ভাবে রাজি।'' পরবর্তী ধাপে এই লাইন মুম্বই পর্যন্ত নিয়ে যাওয়ারও পরিকল্পনা রয়েছে। খরচ কমানো ও জমি অধিগ্রহণের সমস্যা এড়াতে বর্তমান লাইনেই সেমি-হাইস্পিড ট্রেন চালানোর  প্রস্তাব দেওয়া হয়েছিল রিপোর্

ফরাক্কায় পুলিসি তল্লাশিতে মিলল বিরল প্রজাতির তক্ষকের, দাম ৯কোটি!

Image
বহরমপুর: ১৪ইঞ্চি লম্বা একটি তক্ষকের দাম প্রায় ৯কোটি টাকা! হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও বাস্তবে এমন এক বিরল তক্ষকের সন্ধান মিলেছে মুর্শিদাবাদ-মালদহ সীমান্তবর্তী ফরাক্কা থানা এলাকা থেকে। আজব এই তক্ষকে গুণাগুণ একেবারে চমকে দেওয়ার মতো। এইডস, ক্যানসার সহ বলবর্ধক ওষুধ তৈরি হয় ওই বিরল প্রজাতির তক্ষকের দেহাংশ থেকেই তৈরি হয়। আর তা শুনে রীতিমতো চমকে গিয়েছেন জেলা পুলিসের গোয়েন্দা শাখার অফিসাররা। দিনভর ফরাক্কার নানা জায়গায় ওঁত পেতে বিকেলে ধোসাঘাট এলাকা থেকে ওই বিরল প্রজাতির তক্ষকসহ এক জনকে পুলিস পাকড়াও করে। গোটা ঘটনাটি জানাজানি হওয়ায় পর পুলিস মহলে রীতিমতো হুলস্থূল পড়ে গিয়েছে। শুক্রবার বিকেলে জালনোটের তল্লাশিতে গিয়েছিল ফরাক্কা থানার পুলিস। সেই সময় ধোসাঘাট থেকে ওই বিরল প্রজাতির তক্ষক উদ্ধার হয়। ওই ঘটনায় মালদহের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম মহম্মদ ইসমাইল শেখ(২৩)। তাকে জেরা করে পুলিস জানতে পেরেছে, মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে সেটি এখানে আনা হয়েছিল। বিহার দিয়ে সেটি চীনে পাচার করার ছক ছিল। ধৃত যুবকের দাবি, ওই তক্ষক থেকে এইচআইভি ও ক্যানসারের মতো মারণ রোগের সঙ্গে বলবর্ধক ওষুধও প্রস্তুত কর

টার্গেট পেয়িং গেস্টরা, ৬০০ ল্যাপটপ হাতানোর পর পুলিসের জালে বাগুইঅাটির ‘চোর দম্পতি’

Image
কলকাতা: হাত ভর্তি সোনার আংটি। স্ত্রীর গায়েও দামি দামি গয়না। বাড়িতে ৫২ ইঞ্চি টিভি। দেড় লাখ টাকা দামের ফ্রিজ। ঘরে সোনায় মোড়া কালী ঠাকুর। ফ্ল্যাটভর্তি মূল্যবান সামগ্রী। বিলাসবহুল জীবনযাত্রা। সপ্তাহে পাঁচদিন কাজ করে, শনি-রবি ছুটির দিন। সকলে জানেন পেশায় রংমিস্ত্রির জোগাড়ে। বাগুইআটিতে ভাড়া ফ্ল্যাটে থাকা কাটোয়ার বাসিন্দা ওই যুবক ও বনগাঁর বাসিন্দা তার স্ত্রীকে নিয়ে চোখ কপালে উঠে গিয়েছে পুলিস মহলের। কারণ এই দম্পতির একটাই ধ্যানজ্ঞান কেবলমাত্র ল্যাপটপ চুরি করা। ল্যাপটপ ছাড়া ঘরে থাকা অন্য কোনও দামি সামগ্রী পড়ে থাকলেও তারা ছুঁয়ে দেখে না। ওই দম্পতিকে গ্রেপ্তারের পর জেরায় পুলিস এসব জানতে পেরেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ভিনরাজ্য ও জেলা থেকে কলকাতায় চাকরি সূত্রে ও পড়াশুনো করতে আসা প্রায় ৭০০ যুবক-যুবতী তাদের 'শিকার' হয়েছে। তালার মধ্যে লোহার রড ঢুকিয়ে তাতে পাথর দিয়ে শব্দ বন্ধ করতে টাওয়াল মুড়িয়ে অভিনব কায়দায় শিকার করে গিয়েছে বেশ কয়েক বছর ধরে। ল্যাপটপ চোর এই দম্পতির মাসে আয় ১-৩ লক্ষ টাকা। কোথায় পেয়িংগেস্ট রয়েছে, তার খোঁজ আনা ও চুরির মাল বিক্রি করতে সাহায্য করত তার স্ত্রী। আপাতত শ্রীঘরে থাকা সৌ

২৭শে নভেম্বর জব ফেয়ার, সরাসরি চাকরির সুযোগ

Image
কলকাতা: দক্ষ কর্মীদের কাজের সুযোগ করে দিতে জব ফেয়ার বা কাজের মেলা করছে রাজ্য সরকার। আগামী ২৭ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই মেলা হবে। সেখানে বিভিন্ন সংস্থা হাজির থাকবে। হাজির থাকবেন কর্মপ্রার্থীরা। কারিগরি দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গ স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি এই মেলার আয়োজন করেছে। সরকারি উদ্যোগে এই ধরনের কাজের বা চাকরির সুযোগ করে দিতে মেলার আয়োজন রাজ্যে প্রথম।  সাধারণত নামীদামি আইটি সংস্থা পেশাদার নিয়োগ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসিংয়ের আয়োজন করে। সেই ধাঁচেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারের তরফ থেকে ক্যাম্পাসিংয়ের আয়োজন করা হচ্ছে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে জব ফেয়ার। ইতিমধ্যে কারিগরি শিক্ষা দপ্তরের অধীনস্থ রাজ্যের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলির ছাত্রছাত্রীদের জব ফেয়ারে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। আগে যাঁরা কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদেরও জব ফেয়ারে আসতে বলা হয়েছে। এর জন্য গত সেপ্টেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রী ও কাজের সংস্থান করে দেওয়া প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেন শিক্ষাদপ্তরের মন্ত্রী পূর্ণেন্দু বসু ও কারিগরি শিক্ষা দপ্তরের প্রধান

বেতনে বৈষম্যের প্রতিবাদে মহামিছিল, তৃণমূল সরকারের বিরুদ্ধে গর্জালেন প্রাথমিক শিক্ষকরা

Image
বেতন বৈষম্যের অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। আগেই রাজ্যপালে কাছে ডেপুটেশন দিয়ে এই সংগঠন দাবি করেছিল প্রাথমিক শিক্ষকদের ন্যায্য অধিকারের। এবার সেই একই দাবিতে পথে নামলেন শিক্ষকরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মহামিছিলে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন শিক্ষকরা। এদিনের অনুষ্ঠানে গ্রেফতার হওয়া শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। মহামিছিলে প্রাথমিক শিক্ষকরা বেতন বৈষম্য নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কড়া সমালোচনা করায় হয় উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এই প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্য মইদুল ইসলাম বলেন, যেভাবে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা নিয়ে নজরুল মঞ্চে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল, তার বিরোধিতা করেই এদিন মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল। এদিন মহামিছিলেল গর্জে উঠেছেন শিক্ষকরা বেতন-বৈষম্যের প্রতিবাদ শিক্ষকদের দাবি, প্রাথমিক শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার মান উচ্চবিদ্যালয়ের সমান করা হলেও বেতন বৈষম্য অব্যাহত রয়ে গিয়েছে। হাইস্কুল শিক্ষকদের তুলনায় প্রাইমারি শিক

কাশ্মীরে ফের নৃশংসতা, পুলিশ আধিকারিককে অপহরণ করে খুন জঙ্গিদের

Image
ছজন জঙ্গিকে নিকেশের পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও উত্তপ্ত উপত্যকা৷ প্রাক্তন এক পুলিশকর্মীকে অপহরণ করে খুন করল জঙ্গিরা৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত সোপিয়ান৷ নিহত বাসারাত আহমেদ ওয়াঘা৷ তিনি জম্মু-কাশ্মীরের প্রাক্তন পুলিশ আধিকারিক ছিলেন৷ সোপিয়ানে কর্তব্যরত ছিলেন বাসারাত৷ শুক্রবার বেশ কয়েকজন জঙ্গি তাঁর বাড়ির কাছে আসে৷ রেবান গ্রাম থেকে জোর করে অপহরণ করে নিয়ে যায় তাঁকে৷ বাসারাতের সঙ্গে থাকা জাহিদ আহমেদ ওয়াগায় এবং রেয়াজ আহমেদ ওয়াগায় নামে দুজনকেও অপহরণ করে জঙ্গিরা৷ প্রত্যেকের মুখ কালো কাপড়ে ঢাকা থাকায় জঙ্গিদের কাউকেই চিহ্নিত করা সম্ভব হয়নি৷ অপহরণের খবর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ শুরু হয় ওই তিন অপহৃতের খোঁজে তল্লাশি৷ অপহরণের কয়েকঘণ্টা পর জাহিদ এবং রেয়াজ বাড়ি ফিরে আসেন৷ তবে খোঁজ মেলেনি ওই প্রাক্তন পুলিশ আধিকারিকের৷ পুলিশ সূত্রে খবর, পুলওয়ামায় নিকলুরা গ্রাম থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়৷ পরিজনেরা ওই পুলিশ কর্মীর দেহ শনাক্ত করেন৷ এরপরই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ পুলিশের দাবি, নির্মম অত্যাচারের পর খুন করা হয়েছে ওই প্রাক্তন পুলিশ আধ

আধার কার্ড ছাড়াই নতুন সিম কার্ড নেবেন কীভাবে?

Image
সম্প্রতি এক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল নতুন সিম কার্ড নিতে আধার বাধ্যতামূলক নয়। এর পর থেকেই নতুন e-KYC এর জন্য ভাবনা চিন্তা শুরু হয়েছিল। এক নজরে আধার কার্ড ছাড়া নতুন সিম কার্ড নেওয়ার উপায়ে নজর রাখা যাক। টেলিকম দপ্তর জানিয়েছে আধার কার্ড ছাড়াও ড্রাইভার লাইসেন্স, পাসপোর্ট ও ভোটার আইডি ব্যবহার করে সিম কার্ড তোলা যাবে। সিম কার্ড বিক্রেতা আপনার আই কার্ড স্ক্যান করবেন। রেজিস্ট্রেশানের সময় কোম্পানির নিজস্ব অ্যাপ থেকে সিম কার্ড বিক্রেতা আপনার একটি ছবি তুলবেন। গোটা প্রক্রিয়া ডিজিটালি হবে। এর ফলে জলদি গ্রাহকের সইম কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। ইতিমধ্যেই নতুন দিল্লি ও উত্তর প্রদেশের একাধিক শহরে নতুন পদ্ধতিতে সিম কার্ড বিক্রি শুরু করেছে এয়ারটেল ও ভোডাফোন। এছাড়াও যে সব নম্বরের সাথে এখনও আধার লিঙ্ক করা নেই সেই নম্বর কোন ভাবেই ডি-অ্যাক্টিভেট হবে না। তবে আগের মতোই আধার কার্ড ব্যবহার করেও নতুন সিম নেওয়া যাবে। কোন সিম কার্ড বিক্রেতা যদি আধার ছাড়া উপরে উল্লেখ করা ডকুমেনন্টের মাধ্যমে নতুন সিম কার্ড বিক্রি করতে অস্বীকার করে তবে গ্রাহক টেলিকম দপ্তর অথবা কোম্পানির কাছে অভিযোগ জানাতে পারবেন। তবে শুধুমাত্র সিম

রাম মন্দিরের দাবিতে রবিবার আরএসএসের হুঙ্কার র‍্যালি, থমথমে অযোধ্যায় জারি ১৪৪ ধারা

Image
রাম মন্দির তৈরির দাবিতে আরএসএস ও শিবসেনার কর্মসূচিকে ঘিরে থমথমে অযোধ্যা। রবিবার অযোধ্যায় হুঙ্কার র‍্যালির আয়োজন করেছে আরএসএস। অন্যদিকে এদিন অযোধ্যায় একটি সমাবেশ করবেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। রাম মন্দিরের দাবিতে রাজ্যের ২৮৮টি বিধানসভা কেন্দ্রে আরতির আয়োজন করেছে শিবসেনা। সবেমিলিয়ে আগামীকাল অর্থাত্ রবিবার অযোধ্যায় এক সুপার সানডে। আরএসএস ও শিবসেনার অনুষ্ঠান উপলক্ষ্যে অযোধ্যায় জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। শনিবার সকালেও অযোধ্যা জাংশন স্টেশনে নেমেছেন ২৫০০০ শিবসেনা সমর্থক। পুলিসের অনুমান কমপক্ষে এক লাখ লোকের সমাবেশ হতে পারে অযোধ্যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অযোধ্যায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

দলের স্বার্থেই বাদ মিতালি, আফসোস নেই অধিনায়কের

Image
বিতর্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তন চাননি হরমনপ্রীত। মিতালি রাজকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে নামায় এতটুকু অনুতপ্ত নন ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। বরং বলছেন, ''এই সিদ্ধান্তের জন্য কোনও আফসোস নেই আমাদের।''  শুক্রবার টস জেতার পরে যখন হরমনপ্রীত জানান, মিতালি খেলছেন না, তখন টিভি ধারাভাষ্য বক্সে থাকা দুই প্রাক্তন ক্রিকেটার নাসের হুসেন ও সঞ্জয় মঞ্জরেকর বিস্ময় প্রকাশ করেন। ভারত শুক্রবার ৮৯-২ থেকে ১১২ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ডের কাছে আট উইকেটে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায়। এর পরেই সোশ্যাল মিডিয়ায় মিতালিকে বাদ দেওয়া নিয়ে ঝড় ওঠে। বিরাট কোহালিরা বিশ্বকাপ সেমিফাইনালে মহেন্দ্র সিংহ ধোনিকে বাদ দিয়ে নামলে যা হতে পারে, তার সঙ্গে মিতালির বাদ পড়ার তুলনাও শুরু হয়ে যায় টুইটার, ফেসবুকে। কিন্তু ভারত অধিনায়ক হরমনপ্রীত ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ''যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলের কথা ভেবেই নেওয়া হয়েছে। কখনও এ রকম সিদ্ধান্ত কাজে লাগে, কখনও কাজে লাগে না। এ জন্য কোনও আফসোস নেই আমাদের। বিশ্বকাপে দল যা খেলেছে, সে জন্য আমি গ

১০-২০ টাকার দিন শেষ! ন্যূনতম ৩৫ টাকার রিচার্জ না করালে বন্ধ হবে নম্বর

Image
শুধুমাত্র ফোন নম্বরটাকে চালু রাখার জন্য ১০ টাকা বা ২০ টাকার রিচার্জ করাচ্ছেন অনেকেই। বা শুধুমাত্র কল রিসিভ করার জন্যই নামমাত্র টাকায় রিচার্জ করিয়েই দিব্যি চালিয়ে দিচ্ছেন। তবে আর নয়, এ সুবিধায় এ বার রাশ টানতে চলেছে ভোডাফোন, এয়ারটেল। সংস্থা দু'টি সম্প্রতি জানিয়েছে, যে সব গ্রাহক মাসিক ৩৫ টাকার নীচে রিচার্জ করছেন, খুব শীঘ্রই তাঁদের ফোন নম্বরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হিসেব বলছে, ভোডাফোন ও এয়ারটেল যদি এই পদক্ষেপ করে, তা হলে টুজি ব্যবহারকারী ২৫ কোটি গ্রাহকের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে। ৩৫ টাকার নীচে রিচার্জ করেন ভারতী এয়ারটেলের এমন গ্রাহকের সংখ্যা প্রায় ১০ কোটি। অন্য দিকে, ভোডাফোন আইডিয়ার এই সংখ্যাটা আরও বেশি। প্রায় ১৫ কোটি। দু'টি সংস্থারই মাসিক ৩৫ টাকার প্ল্যান আছে। কিন্তু তার পরেও দেখা যাচ্ছে নির্ধারিত ওই প্ল্যানের থেকে কম টাকায় রিচার্জ করাচ্ছেন গ্রাহকেরা! ভারতী এয়ারটেলের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর (ভারত ও দক্ষিণ এশিয়া) বলেন, "আমাদের ৩৩ কোটি গ্রাহক রয়েছেন। কিন্তু পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে যে, একটা বিশাল সংখ্যক গ্রাহক খুব কম টাকার রিচার্জ করছেন। সংখ্যাটা প্রায় ১০ কোটি।&

স্ত্রী জীবিত, খুনের ছক কষে আগাম মাথা মুড়িয়ে শ্রাদ্ধ করলেন স্বামী!

Image
কবর: স্ত্রীকে পুড়িয়ে মেরে এখানেই পুঁততে চেয়েছিল নরেশ। স্ত্রী মারা যাওয়ার আগেই শ্মশানে গিয়ে মাথা মুড়িয়ে তাঁর জন্য শ্রাদ্ধ করেছেন। বাড়িতে ঘরের মধ্যে কবর খুঁড়ে রেখেছেন। তারপরে গত বুধবার দুপুরে স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিতে গিয়েছিলেন। তখনই টের পেয়ে লাগোয়া বাড়ি থেকে এসে আত্মীয়রা ছুটে এসে বাঁচান সেই মহিলাকে। রায়গঞ্জের মিলনপাড়ার সেই মহিলা পরে জানান, সবই তিনি জানতেন। কিন্তু অভিমানে কাউকে কিছু বলতে পারেননি। শেষ পর্যন্ত গায়ে আগুন লাগানোর চেষ্টা হলে তাঁর জা এসে তাঁকে বাঁচিয়েছেন। ওই মহিলার স্বামী নরেশ মোদককে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, নরেশবাবু কাঠের মিস্ত্রি। কিন্তু মদ খেয়ে রাতে ফিরে বাড়িতে প্রায়ই অশান্তি করেন বলে অভিযোগ। পড়শিরাও তাঁকে নিয়ে বিরক্ত। তার স্ত্রী জ্যোৎস্নাদেবী পরিচারিকার কাজ করেন। তাঁদের দুই ছেলের এক জন শহরের একটি নামী স্কুলে পঞ্চম শ্রেণির এবং অন্য জন অষ্টম শ্রেণির ছাত্র।  অভিযোগ, রবিবার থেকেই জ্যোৎস্নাদেবীকে মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন নরেশ। পাকা ঘর হলেও মেঝে মাটির। সেখানেই ঘরের মধ্যে দুই দিন আগে কবর খোঁড়েন স্ত্রীর জন্য। এ সব

সীমান্ত বন্ধ হবে, দরকারে গুলি চলবে, শরনার্থী রুখতে হুঙ্কার ট্রাম্পের

Image
মধ্য আমেরিকা থেকে কয়েকশো শরণার্থী জড়ো হয়েছেন দেশের দক্ষিণে, মেক্সিকো সীমান্ত ঘেঁষা শহরে। এ খবর হোয়াইট হাউসে পৌঁছতে বিশেষ সময় লাগেনি। ফের ফুঁসে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শরণার্থীদের ঢুকতে দেওয়া তো হবেই না, প্রয়োজনে অনির্দিষ্ট কালের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়া হবে, জানিয়ে দিলেন তিনি। মেক্সিকোর তিহুয়ানার এল শাপার‌্যালের শিবির থেকে এক সপ্তাহ হল ক্যালিফর্নিয়ার সান ডিয়েগো সীমান্ত বরাবর এগোচ্ছেন শরণার্থীদের একটি বড় দল। এ খবর মিলতেই ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন, ওঁদের ঢুকতে দেওয়া যাবে না। প্রেসিডেন্টের নির্দেশে সীমান্তে আকাশপথে নজরদারি চালাচ্ছে মার্কিন হেলিকপ্টার।  ছ'হাজার সেনার কড়া পাহারা বসানো হয়েছে সীমান্তে। সাংবাদিকদের কাছে ট্রাম্প আজ বলেন, ''যদি দেখি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তা হলে একটা দীর্ঘ সময়ের জন্য এ দেশে প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। যত দিন না আবার সব কিছু ঠিক হচ্ছে।'' মেক্সিকোর উদ্দেশে বেশ হুমকির সুরেই তিনি যোগ করেন— ''গোটা সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। বাড়িয়ে বলছি না, গোটা সীমান্ত। আমেরিকায় মেক্সিকোর গাড়ি বিক্রিও বন্ধ করে দে

রাতে বাড়ি ফেরার পথে মহিলার যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে মার, নেতৃত্ব দিলেন গ্রামের মহিলা প্রধান!

Image
নিজের চায়ের দোকান বন্ধ করে রাতের দিকে বাড়ি ফিরছিলেন বছর পঁয়ত্রিশের মহিলা। সঙ্গে ছিলেন শ্বশুর-শাশুড়ি। অভিযোগ, হঠাৎই সেখানে হাজির হন স্থানীয় পঞ্চায়েতের মহিলা প্রধান-সহ কয়েক জন। মহিলাকে ধরে ফেলে পেটাতে থাকে সকলে। মহিলার অভিযোগ, তাঁর যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে দেওয়া হয়। বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকেও রেয়াত করেনি হামলাকারীরা। মারধরে জখম হন তাঁরাও। বৃহস্পতিবার কুলতলির মৈপীঠ কোস্টাল থানার বিনোদপুর গ্রামের এই ঘটনায় অভিযোগ উঠেছে যুব তৃণমূলের কয়েক জনের দিকে। প্রধানও শাসক দলের। তাঁর মদতেই হামলা চলেছে বলে অভিযোগ। মহিলার পরিবার এসইউসি-র সক্রিয় কর্মী। তিনি বলেন, ''আমরা এসইউসি করি বলেই ওরা হামলা করেছে। হামলাকারীদের মধ্যে প্রধান-সহ কয়েক জন মহিলা ছিল। কয়েক জনের মুখ ঢাকা ছিল বলে চিনতে পারিনি। যে ক'জনকে চিনতে পেরেছি, তাদের নামে থানায় লিখিত অভিযোগ করেছি।''  ঘটনার খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে তিন জনকে। তাঁদের চিকিৎসা হয়েছে জয়নগর গ্রামীণ হাসপাতালে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ দিকে, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সকালে মৈপীঠ কোস্টাল থানার সামনে বিক্ষোভ দেখান এসইউসি কর্মীরা। অভিযু