রাম মন্দিরের দাবিতে রবিবার আরএসএসের হুঙ্কার র‍্যালি, থমথমে অযোধ্যায় জারি ১৪৪ ধারা


রাম মন্দির তৈরির দাবিতে আরএসএস ও শিবসেনার কর্মসূচিকে ঘিরে থমথমে অযোধ্যা। রবিবার অযোধ্যায় হুঙ্কার র‍্যালির আয়োজন করেছে আরএসএস।

অন্যদিকে এদিন অযোধ্যায় একটি সমাবেশ করবেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। রাম মন্দিরের দাবিতে রাজ্যের ২৮৮টি বিধানসভা কেন্দ্রে আরতির আয়োজন করেছে শিবসেনা। সবেমিলিয়ে আগামীকাল অর্থাত্ রবিবার অযোধ্যায় এক সুপার সানডে।

আরএসএস ও শিবসেনার অনুষ্ঠান উপলক্ষ্যে অযোধ্যায় জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। শনিবার সকালেও অযোধ্যা জাংশন স্টেশনে নেমেছেন ২৫০০০ শিবসেনা সমর্থক। পুলিসের অনুমান কমপক্ষে এক লাখ লোকের সমাবেশ হতে পারে অযোধ্যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অযোধ্যায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।