Posts

Showing posts from November 1, 2018

মাটির নীচ দিয়ে প্লেনের জ্বালানি যাবে বাংলাদেশ এয়ারপোর্টে

Image
ঢাকা: ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি আসবে৷ এমনই একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর জন্য নদীর তলা দিয়েই আসবে পাইপ লাইন৷ নির্বাচনের আগে এটা শেখ হাসিনা সরকারের অন্যতম চমক বলেই মনে করা হচ্ছে৷ জানা গিয়েছে, শীতলক্ষ্যা নদীর পিতলগঞ্জ এলাকা থেকে ঢাকার কুর্মিটোলা অ্যাভিয়েশন ডিপো পর্যন্ত ১৬ কিলোমিটারে বসবে আট ইঞ্চি ব্যসের পাইপ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এই প্রকল্পের ভিত্তিস্থাপন করবেন৷ প্রকল্পের আওতায় শীতলক্ষ্যার তীরে একটি জেটি নির্মাণ করা হবে। ছয় একর জমিতে পাম্পিং সুবিধাসহ তিনটি স্টোরেজ ট্যাংক নির্মাণ করা হবে, যেগুলোর ধারণ ক্ষমতা হবে ৯ হাজার টন। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২৮ কোটি ৪৯ লক্ষ টাকা৷ এই অর্থের যোগান দেবে পেট্রো বাংলা৷ আগামী দেড় বছরের মধ্যে প্রকল্পটি চালুর আশা করা হচ্ছে৷ পেট্রোলিয়াম কর্পোরেশন আমদানি করা 'জেট এ-১' জ্বালানি চট্টগ্রামে পদ্মা অয়েল কোম্পানির জেটি থেকে নদীপথে নারায়ণগঞ্জে আনা হয়৷ এখান থেকে প্রায় এক হাজার টন জ্বালানি আনা হয় কুর্মিটোলার এভিয়েশন ডিপোতে। নতুন প্রকল্পে এর চাপ অনেকটাই মুক্ত হবে বলে মনে

২৪ হাজার নিয়োগ বাংলায়! বিনামূল্যে দেওয়া হবে চাকরির প্রশিক্ষণও

Image
রায়গঞ্জঃ  পুলিশ ও সেনাবাহিনীর চাকরিতে উপযুক্ত করে তুলতে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে জেলার শিক্ষিত যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ। আর এমনটাই ভাবনা চিন্তা উত্তর দিনাজপুর জেলা পুলিশের। আজ বৃহস্পতিবার রায়গঞ্জ কর্নজোড়ায় জেলা পুলিশ লাইনে " প্রগতি " নামের এই জনমুখী প্রকল্পের উদ্বোধন করেন জেলা সভাধিপতি কবিতা বর্মণ ও জেলা পুলিশ সুপার সুমিত কুমার। এর পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের পড়ানোর ব্যবস্থা করছে উত্তর দিনাজপুর জেলার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বাসিন্দাদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে পুলিশ ও প্রশাসন "প্রগতি" নামের এই জনমুখী প্রকল্প গ্রহণ করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের তরফে এক সমীক্ষায় দেখা যায় উপযুক্ত প্রশিক্ষণের অভাবে বহু যুবক যুবতী পুলিশ ও সেনাবাহিনীর ও অন্যান্য চাকরিতে যোগদান করতে পারছেন না। এদের মধ্যে বহু আদিবাসীও যারা শিক্ষা লাভ করলেও প্রশিক্ষণের অভাবে বঞ্চিত হচ্ছেন। এদের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে উপযুক্ত চাকরিপ্রার্থী হিসেবে গড়ে তুলতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনে

দীপাবলির আগেই রেলযাত্রীদের জন্য সুখবর, কমছে রাজধানী-সহ দুরন্ত ও শতাব্দীর ভাড়া

Image
একেই বলে বুম্যেরাং! টিকিটের চাহিদা দেখে কিছু ট্রেনে টিকিটের দাম-বৃদ্ধি করার নিয়ম চালু করেছিল রেল। যার ফলে বেশকিছু রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস-এরক মতো প্রিমিয়াম ট্রেনগুলোতে যাত্রার সময় যত এগিয়ে আসত ততই দাম বেড়ে যেত টিকিটের। ফলতই সমস্য়ায় পড়ছিলেন যাত্রীরা। দেখা যেত যে দূরত্ব অতিক্রম করতে ৭০০ থেকে ৮০০ টাকা লাগে। সেই একই দূরত্ব ওই ট্রেনে পার করতে যাত্রীকে ২০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত ভাড়া দিতে হচ্ছে। কারণ, তিনি টিকিটটা যাত্রার কয়েক ঘণ্টা আগে অথবা দিন কয়েক আগে কেটেছিলেন। আয়-বৃদ্ধির জন্য রেল এই নিয়ম চালু করেছিল।  এই নিয়ম যে কতটা বুম্যেরাং হয়েছে তা এখন হাড়ে-হাড়ে টের পাচ্ছে রেল। রেলের নয়া এক পর্যালোচনায় উঠে এসেছে এই 'ফ্লেক্সি-ফেয়ার' সিস্টেম চালু করার জন্য কী ভাবে দিন দিন ওই সব প্রিমিয়াম ট্রেনে যাত্রী সংখ্যা কমে যাচ্ছে। শেষমেশ এই 'ফ্লেক্সি-ফেয়ার'-এর ছাড় দেওয়ার সিদ্ধান্ত-ই নিয়েছে রেল। রেলমন্ত্রী পীযূষ গোয়েল নিজে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। ফলে, দীপাবলির আগে এমন খবরে রেলযাত্রীদের মুখে হাসি ফুটতে পারে বলেই মনে করা হচ্ছে। ১৫টি প্রিমিয়াম ট্রেন যেখা

অন্তঃসত্ত্বা শ্যালিকার চাঞ্চল্যকর অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে, 'সম্পর্ক' ঘিরে যে পরিণতি ঘটল

Image
বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে লাগাতার শ্যালিকার সঙ্গে সহবাস করেছেন, এমন অভিযোগের জেরে শিলিগুড়িতে গ্রেফতার হন এক যুবক। ধৃতের নাম দিনা রায় মাহাত। গতকাল ভোররাতে তাঁকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। উল্লেখ্য, এনজেপি থানা এলাকার এক বস্তিতে পরিবারকে সঙ্গে নিয়ে বাস করতেন দিনা রায় মাহাত। তাঁর সঙ্গে থাকতেন তাঁর মেয়ে ও স্ত্রী। ওই একই এলাকায় থাকতেন তাঁর এক দূর সম্পর্কের শ্যালিকা। অভিযোগ, প্রায়ই শ্যালিকার বাড়ি যেতেন দিনা। এরপর থেকে সম্পর্ক গভীর হয়। বহুদিন ধরেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শ্যালিকার সঙ্গে সহবাসে লিপ্ত হন দিনা। এরপর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তাঁর শ্যালিকা। এই সমস্ত ঘটনা জানিয়ে থানার দ্বারস্থ হন তাঁর শ্যালিকা। শ্যালিকা অভিযোগ তোলেন ধর্ষণের। এই লিখিত অভিযোগ পেতেই দিনার খোঁজ শুরু করে এজেপি থানার পুলিশ। এদিকে, বহু দিন ধরে গা ঢাকা দিতে থাকে দিনা। শেষমেশ পুলিশের জালে পড়ে যায় সে। দিনাকে গ্রেফতার করে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দেশের প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করল আইআইটি মাদ্রাজ

Image
এখন থেকে প্রত্যেক ভারতীয়র ফোন বা সিসিটিভিতে থাকতে পারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি মাইক্রোপ্রসেসর। কারণ দেশের প্রথম মাইক্রোপ্রসেসর '‌শক্তি'‌ তৈরি করে ফেলেছে আইআইটি মাদ্রাজ। ইসরো চণ্ডীগড়ের সেমি কন্ডাক্টর ল্যাবরেটরিতে বানানো এই মাইক্রোচিপ ব্যবহারের ফলে বিদেশ থেকে মাইক্রোচিপ আমদানির প্রবণতা কমবে। একইসঙ্গে রেহাই মিলতে পারে সাইবার হামলার আতঙ্ক থেকেও। আইআইটি মাদ্রাজের আরআইএসই ল্যাবরেটরির প্রধান গবেষক কামকোটি বিজিনাথন বললেন, প্রসেসর বুঝতে পারে এমন পদ্ধতিতে ডিজাইন করা হয়েছে এই মাইক্রোচিপ। কারণ প্রতিটি যন্ত্রের নিজস্বতা আছে এবং তাদের হার্ডওয়্যারের ধরনও আলাদা। যাতে সব কিছুতেই সহজে ব্যবহার করা যায় শক্তি মাইক্রোচিপকে সেভাবেই এটা তৈরি হয়েছে। ওপেন–সোর্স হাই লেভেল সিন্থেসিস ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করা হয়েছে চিপে। দেশীয় এই মাইক্রোপ্রসেসরের ব্যাপারে ইতিমধ্যেই উৎসাহ প্রকাশ করেছে দেশের ১৩টি কোম্পানি। বাণিজ্যিক ক্ষেত্রে কীভাবে এই মাইক্রোপ্রসেসর ব্যবহার করা সম্ভব তা নিয়ে আইআইটি মাদ্রাজের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছে কোম্পানিগুলি। আগামী মাসের মধ্যেই দেশের প্রথম মাইক্রোপ্রসেসর '‌পরাশক্তি

মোদির কল্যাণে লোকসানে চলা অনিল আম্বানির সংস্থা লাভ করল ২৮৪ কোটি টাকা

Image
রাফাল বিমান কিনতে হলে অনিল আম্বানির সংস্থা থেকেই কিনতে হবে। ওলাঁদেকে এমনই বলেছিলেন মোদি। বিরোধীরা তাই দাবি করেছিলেন। বিরোধীদের সেই অভিযোগ তাহলে মিথ্যে ছিল না। কোটি কোটি টাকার লোকসানে চলা অনিল আম্বানির সংস্থা এতদিনে লাভের মুখ দেখল। তাও এক দু লাখ নয়। একধাক্কায় ২৮৪ কোটি টাকা লাভ করেছে অনিলের রিলায়েন্স এয়ারপোর্ট ডেভলপমেন্ট লিমিটেড।  এতদিন নাকি রিলায়েন্সের অন্যসংস্থার ভর্তুকিতে চলছিল রিলায়েন্স এয়ারপোর্ট ডেভলপমেন্ট লিমিটেড। হঠাৎ করে কীভাবে এতটা লাভের মুখ দেখল সংস্থা তা নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন বিরোধীরা। রাফাল নিয়ে অভিযোগটা যে একেবারেই মিথ্যে নয় তা ক্রমশ প্রকট হচ্ছে না কী?‌ জল্পনা উস্কে দিয়েছেন রাজনৈতিক সমালোচকরা।  রিলায়েন্স অবশ্য দাবি করেছে সংস্থার ২৪, ৮৩, ৯২৩টি শোয়ার বিক্রি করেই নাকি লাভের মুখ দেখা দিয়েছে। কিন্তু গত কয়েক বছর ধরে লোকসানে চলা সংস্থার শেয়ার কি করে চড়া দামে বিক্রি হল এবং কেই বা কিনল তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০১৭ অর্থবর্ষের শেষে রিলায়েন্স এয়ারপোর্ট ডেভলপমেন্ট লিমিটেডের তরফে জানানো হয়েছিল ১০.‌৩৫ লাখ টাকা লোকসানে চলছে সংস্থা। মাত্র ছ'‌লাখ টাকা উপার্জ

দুরন্ত জাডেজার চার উইকেট, ১০৪ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজ

Image
জাডেজাকে অভিনন্দন কোহালির। তিরুঅনন্তপুরমে ভারতীয় বোলারদের দাপটে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ। একদিনের সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ক্যারিবিয়ানরা শেষ হল ১০৪ রানে। পাঁচ ম্যাচের সিরিজে বিরাট কোহালির ভারত এমনিতেই এগিয়ে ছিল ২-১ ফলে। বৃহস্পতিবার জিতে সিরিজ ৩-১ করা তাই স্রেফ আর কিছুক্ষণের অপেক্ষা বলে মনে করছে ক্রিকেটমহল। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডাররা। কিন্তু শুরু থেকেই নিয়মিত ব্যবধানে পড়তে থাকে উইকেট। মাত্র তিনজন ব্যাটসম্যান দশের গণ্ডি পার করতে পেরেছিলেন। ৩১.৫ ওভারে ১০৪ রানে দাঁড়ি পড়ে ইনিংসে। ভারতের সফলতম বোলার হলেন বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। তিনি ৩৪ রানে নেন চার উইকেট। জশপ্রীত বুমরা (২-১১), খলিল আহমেদ (২-২৯), ভুনেশ্বর কুমার (১-১১), কুলদীপ যাদব (১-১৮) বাকি উইকেট ভাগ করে নেন।

বাথরুমে পড়ে ৪০ মিনিট, দেখলই না কেউ! প্রসূতির মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

Image
একা একা হাসপাতালের শৌচালয়ে গিয়েছিলেন। সেখানেই পড়ে গিয়ে মৃত্যু হল এক প্রসূতির। শর্মিষ্ঠা বসু ভট্টাচার্য নামে ওই রোগীর মৃত্যুতে ফের কাঠগড়ায় সরকারি হাসপাতাল। বুধবার রাতে হাসপাতালে কোনও নার্স বা আয়ার দেখা না পেয়ে একাই শৌচালয়ে গিয়েছিলেন হরিদেবপুরের বাসিন্দা শর্মিষ্ঠা। দু'দিন আগেই তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। ওই অবস্থাতে তিনি একাই শৌচালয়ে যান। ফেরার পথে আচমকা পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন শর্মিষ্ঠা। এ ভাবেই শৌচালয়ের মেঝেতে প্রায় ৪০ মিনিট পড়েছিলেন। ঘণ্টাখানেক পর তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু, শেষ পর্যন্ত শর্মিষ্ঠাকে বাঁচানো যায়নি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার চিত্তরঞ্জন সেবা সদনে। ওই মৃত্যুর ঘটনায় ভবানীপুর থানায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছেন তাঁর পরিবারের লোকজন। গাফিলতি আদৌ হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে হাসপাতালের তরফে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বুধবার রাতে প্রসূতি বিভাগের ওই ওয়ার্ডে কারা ডিউটিতে ছিলেন, তা-ও দেখা হচ্ছে। রাতে প্রতিটি ওয়ার্ডেই নার্স, আয়া থেকে শুরু করে চিকিৎসকদের ডিউটি থাকে। কিন্তু ঘটনার সময় কারও দেখা পাওয়া গেল না কেন, সে বিষয়ে ইতিমধ্যে

৮২৭ সাইট বন্ধের ফতোয়া কেন! ক্ষুব্ধ পর্নপ্রেমীরা...

Image
উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ইতমধ্যে ৮২৭টি পর্ন সাইটের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। নির্দেশ পাওয়া মাত্রই মোবাইল কানেকশন সার্ভিস প্রোভাইডারগুলিও তা অক্ষরে অক্ষরে পালন করেছে। অন্যতম বড় প্রোভাইডার জিও, ভোডাফোন, এয়ারটেল কানেকশন থেকে গত পাঁচদিন হল পর্নোগ্রাফি সাইটগুলি আর খোলা যাচ্ছে না। ঘটনা হল, এই প্রেক্ষিতে বিতর্ক ফের দানা বেঁধেছে দেশজুড়ে। একইসঙ্গে বেজায় চটেছেন যারা বার্ষিক ফি অর্থাৎ পেড সাবস্ক্রাইব-এর বিনিময়ে এতকাল নীল বিনদনের স্বাদ নিচ্ছিলেন, সেই পর্নপ্রেমীরা। পর্ন সাইট দেখায় বিশ্বের প্রথম সারিতেই স্থান রয়েছে ভারতের। আমেরিকা, ব্রিটেনের ঠিক পরেই তৃতীয় স্থানে বেশ অলোকিত করে এতকাল বসে আছে ভারত। কিন্তু এপার সেই আসনও খোয়া যেতে বসেছে। অনেকেই মনে করছেন, এ ভাবে পর্ন সাইট বন্ধ করে দেওয়ার অর্থ ব্যক্তিগত পরিসরে রাষ্ট্রের হস্তক্ষেপ। অনেকরই আবার আশঙ্কা, এর ফলে অপরাধপ্রবণতা বাড়তে পারে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়ে ইতমধ্যে টুইটারে মুখ খুলেছেন অনেকেই। #pornban লিখে টুইটে বলছেন, সরকারের তরফে চাইল্ড পর্ন, রেপ পর্ন এবং BDSM এর মত পর্ন সাইট গুলি বন্ধ করার

ভারতীয় পছন্দের ব্র্যান্ডের তকমা পেল Samsung!

Image
নয়াদিল্লি: ভারতীয়দের পছন্দের তালিকায় স্থান করে নিল Samsung৷ সম্প্রতি, সামনে এসেছে ব্র্যান্ড এশিয়ার সার্ভের তথ্য৷ সেই রির্পোটেরই তথ্য জানাচ্ছে, স্যামসাং মোবাইল (ফোন ব্র্যান্ডটি) তালিকাতে রয়েছে একেবারে প্রথমস্থানে৷ স্যামসাংকে ফলো করে দ্বিতীয় স্থানে পৌঁছেছে স্যামসাং ইলেকট্রনিক্স এবং আইটি ব্র্যান্ডটি (স্যামসাং)৷ অন্যদিকে, আগুন্তুকের ন্যায় জিওর অনুপ্রবেশ পুরোপুরিভাবে বদলেছে টেলিকম মার্কেটের ছবিকে৷ যেখানে একেবারে জলের দামে ভয়েস কল, ডেটা পেয়েছেন ইউজাররা৷ ব্র্যান্ড এশিয়া সার্ভে ২০১৮ তথ্য অনুসারে, দেশের মধ্যে প্রথম সারির ১০ টি ব্র্যান্ডের মধ্যে অষ্টম স্থানে রয়েছে জিও৷ টেলিকম সংস্থাটির (জিও) অষ্টম স্থান পাওয়ার পিছনে রয়েছে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ৷ মার্কেটে জিও আসার ফলে টেলিকম সেক্টরের পরিচিত জীর্ণপ্রায় ধারণাতে এসেছে আমুল পরিবর্তন৷ ইতিমধ্যেই জিওর দাপটের সামনে পড়ে পিছু হটেছে বেশ কিছু ছোট বড় টেলিকম সংস্থা৷ প্রতিযোগীতার বাজারে টিকে থাকার জন্য বিভিন্ন টেলিকম সংস্থা জিওর সঙ্গে পাল্লা দিয়ে এনেছে নিত্যনতুন অফারের তালিকা৷ কিছুদিন আগেই আইডিয়া যুক্ত হয়েছে ভোডাফোনের সঙ্গে৷ সূত্রের

১১ বছর বয়সেই ইঞ্জিনিয়ারিং ছাত্রদের পড়িয়ে তাক লাগাল মহম্মদ হাসান আলি

Image
হায়দরাবাদ: বয়স শুধুমাত্র একটা সংখ্যা! কথাটা হয়তো খুব একটা ভুল নয়৷ অসমবয়সী প্রেমের ক্ষেত্রে অনেক সময় কথাটা অনেকে বলে থাকলেও, তার বাইরেও উদাহরণ থেকে যায়৷ আর সেইরকমই উদাহরণ বা নজির হিসেবে নাম উঠে এসেছে মহম্মদ হাসান আলি৷ ১১বছরের মহম্মদ হাসান আলি নিজে সপ্তম শ্রেণিতে পড়লেও সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের ডিজাইন এবং ড্রাফ্টিংয়ের কোচিং দিচ্ছে সে৷ শুধু তাই নয় ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের বিদেশে গিয়ে যাতে ছোটখাটো চাকরি করতে না হয় সেই নিয়েও সে চিন্তিত৷ তার থেকে বয়সে প্রায় দ্বিগুণ এই ছাত্রদের বিনামূল্যেই এই কোচিং দেয় সে৷ এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে আলি জানান, আমি ইন্টারনেটে একটি ভিডিও দেখেছিলাম৷ এই ভিডিওতে দেখানো হয়েছিল কিভাবে লেখাপড়ার পরেও ভারতীয় নাগরিকরা বিদেশে গিয়ে ছোটখাটো চাকরি করতে বাধ্য হয়৷ তখনই আমার মনে হয়, আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে কোথায় ত্রুটি রয়েছে? আর সেখান থেকে ডিজাইন আমার প্রিয় বিষয় হওয়ায় আমি তা শিখতে এবং পড়তে শুরু করে দিই৷ আর এভাবেই তাঁর প্রশ্নের উত্তর সে খুঁজে পায় তার সিদ্ধান্তে৷ কিন্তু কেমন জীবনযাপন মহম্মদ হাসা

ফের মহার্ঘ গ্যাস সিলিন্ডার

Image
 কলকাতা: উৎসবে'র মরসুমে ফের মহার্ঘ গ্যাস সিলিন্ডার৷ ভর্তুকিযুক্ত সিলিন্ডার পিছু দাম বাড়ল ২.৯৪ টাকা৷ ভর্তুকিবিহীন গ্যাসের সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়ল৷ বুধবার মধ্য রাত থেকেই কার্যকর হবে নয়া দাম৷ এই বৃদ্ধির ফলে কলকাতা'য় ভর্তুকিযুক্ত সিলিন্ডারে'র দাম হচ্ছে ৫০৫.৩৪ টাকা৷ আগে দাম ছিল ৫০২. ৪০ টাকা৷ ৬০ টাকা বেড়ে যাওয়ায় কলকাতা'য় ভর্তুকিবিহীন গ্যাসের সিলিন্ডারের দাম পৌঁছল ৮৮০ টাকা৷ এই নিয়ে জুন মাস থেকে টানা ছয়'বার বাড়ল গ্যাসের দাম৷ গত ছয়'মাসে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম বেড়েছে ১৪.১৩ টাকা৷ ফের দাম বাড়ায় মাথায় হাত দেশের আম আদমির৷

রাজধানীতে নাভিশ্বাস! ১০ দিনের ‘পলিউশন ইমার্জেন্সি’ ঘোষণা, বন্ধ নির্মাণ, গণ পরিবহণে জোর

Image
দূষণ মোকাবিলার আগাম প্রস্তুতি হিসাবে আজ বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হল ১০ দিনের দূষণ জনিত আপৎকালীন ব্যবস্থা। বন্ধ রাখা হয়েছে সব রকম নির্মাণ কাজ, কয়লা নির্ভর শিল্প ও কল-কারখানা। ব্যক্তগত গাড়ির বদলে গণ পরিবহণ ব্যবহারের আর্জি জানানো হয়েছিল। তার জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে সব রকম গণ পরিবহণের সংখ্যা। চলছে অতিরিক্ত ট্রেন ও মেট্রো। দূষণের নিয়ম ভঙ্গ করলে ফৌজদারি আইনে মামলা দায়েরের সুপারিশ করেছেন দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। দিল্লির পাশাপাশি পঞ্জাব এবং হরিয়ানাতেও এই নিয়ম কার্যকর করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দিল্লি সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দূষণ-যুদ্ধে তারা সব রকম ভাবে প্রস্তুত। বুধবার দিল্লিতে মোটের উপর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৬৬। দূষণের নির্ধারক হিসাবে যা 'সিভিয়ার' বা মারাত্মক। তবে বৃহস্পতিবার প্রাকৃতিক ভাবে কিছুটা স্বস্তির হাওয়া নিয়ে এসেছে পশ্চিমী ঝঞ্ঝা। সকাল থেকেই হাওয়ার গতি থাকায় বাতাসে ধুলিকণার পরিমাণ কিছুটা কমেছে। কেন্দ্রের সিস্টেম অব এয়ার কোয়ালিটি ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (সফর)-এর এক কর্তা বলেন, ''দিল্লির বায়

কলকাতা-সহ সব বড় শহরের আকাশে ক্ষেপনাস্ত্র-রোধী ঢাল তৈরি করছে ভারত

Image
চিনের রক্তচক্ষু রয়েছে। সঙ্গে 'চিরশত্রু' পাকিস্তান তো আছেই। এবার তাই দেশের মহানগরগুলির আকাশসীমা অভেদ্য করতে একটি বিরাট পরিকল্পনা নিয়েছে ভারত। দেশীয় প্রযুক্তির অগ্নি ও ব্রাহ্মসের সঙ্গে মার্কিন-রুশ ক্ষেপণাস্ত্র কিনে এবার দেশের মহানগরগুলির আকাশসীমা অভেদ্য করতে ঢেলে সাজছে প্রতিরক্ষা ব্যবস্থা। সেনার একটি পদস্থ সূত্র এই খবর নিশ্চিত করেছে। ওই সূত্রের দাবি, রাজধানী দিল্লির সঙ্গেই মুম্বই, কলকাতার মতো মহানগর ও বড় শহরকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার পাল্লার মধ্যে নিয়ে আসা হচ্ছে, যাতে হামলা হলে সুরক্ষিত থাকে এই সব শহর। ''আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে প্রতিবেশী দেশগুলির সামরিক নিরাপত্তা ব্যবস্থা বিবেচনা করে রাজধানী-সহ সব বড় শহরেই  আকাশসীমার নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পের অঙ্গ হিসেবে ক্ষেপণাস্ত্র-সহ অন্যান্য যুদ্ধাস্ত্র যোগ হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থায়।'' জানিয়েছেন সেনাবাহিনীর এক পদস্থ কর্তা। গত কয়েক বছরে চিন আকাশসীমার নিরাপত্তা উল্লেখযোগ্য ভাবে বাড়িয়ে ফেলেছে। নয়াদিল্লিও সেই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল। গোয়েন্দারাও সেই ক্ষমতার পরিমাপ এবং খুঁটিয়ে

ট্রাকচালক বলে বাড়িতে ডেকে যুবকের গায়ে আগুন লাগালেন প্রেমিকার আত্মীয়রা

Image
সেই অর্ধদগ্ধ যুবক নরেন্দ্র শাক্য। বিয়ের কথা বলবেন বলে বাড়িতে ডেকে এনে এক যুবকের গায়ে কেরোসিন ঢেলে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করলেন প্রণয়ীর বাড়ির লোকজন। ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় যুবকটিকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। যুবকটি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে। আরও এক জন পলাতক। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটাহ জেলার আলিগঞ্জে। পুলিশ জানাচ্ছে, ২২ বছরের ওই যুবকটির নাম নরেন্দ্র শাক্য। আলিগঞ্জের রেশমির সঙ্গে তাঁর প্রেম ছিল দীর্ঘ দিনের। কিন্তু রেশমির বাড়ির লোকজন কিছুতেই পেশায় ট্রাকচালক নরেন্দ্রকে মেনে নিচ্ছিলেন না। এটাহর সিনিয়র পুলিশ অফিসার সঞ্জয় কুমার বলেছেন, ''বিয়ের কথা বলবেন বলে নরেন্দ্রকে বাড়িতে ডেকেছিলেন রেশমির আত্মীয়রা। নরেন্দ্র তাঁর প্রণয়ীর বাড়িতে পৌঁছনোর পরেই তাঁকে ঘিরে ফেলে প্রচণ্ড মারধর করতে শুরু করেন রেশমির বাড়ির তিন জন। মারতে মারতে নরেন্দ্রকে একটি ঘরে ঢুকিয়ে তার দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। তার পর সেই বন্ধ ঘরে নরেন্দ্রকে একটি খাটে শুইয়ে তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়।'' বন্ধ ঘরে অর্ধদ

বর্বর গৃহকর্তা! অসুস্থ বৃদ্ধা হাসপাতালের বিছানায় শুয়ে খুঁজছেন আত্মীয়ের হাত

Image
অসহায় পরিচারিকা সন্ধ্যা মুখোপাধ্যায়। বেশ কিছু দিন ধরেই শরীরটা খারাপ। তাই, ঠিক করে বাড়ির কাজ করতে পারছিলেন না। কিন্তু, বাড়ির পরিচারিকার এই কাজ না করাটা মানতে অসুবিধা হচ্ছিল গৃহকর্তার। আবার বাড়িতে অসুস্থ মানুষকে ফেলে রাখাও ঠিক নয়। তাই, বৃদ্ধা পরিচারিকাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু, কলকাতা মেডিক্যাল কলেজে গিয়ে ওই পরিচারিকার হাতে নিজের নাম-ঠিকানা, ফোন নম্বর লেখা একটা কাগজ ধরিয়েই তিনি তাঁকে ফেলে চলে আসেন। পরে জানা যায়, সেই কাগজে লেখা সব তথ্যই আসলে ভুয়ো! এর পর কোনও রকমে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ষাটোর্ধ সন্ধ্যা মুখোপাধ্যায়। যে নাম-ঠিকানা-ফোন নম্বর দেখিয়ে তিনি ভর্তি হয়েছিলেন, সেখানে হাসপাতালের তরফে যোগাযোগ করা হয়। কিন্তু দেখা যায়, সবটাই ভুয়ো। তাই দিন দুয়েক পর ওই প্রৌঢ়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এমনটাই অভিযোগ ওই বৃদ্ধার। এর পর থেকেই সন্ধ্যা দেবীর ঠাঁই হয় মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিং-এর সামনে। সহায়-সম্বলহীন এক বৃদ্ধা অসুস্থ অবস্থায় ইডেন বিল্ডিং-এর সামনে পড়ে রয়েছে বলে খবর যায় বৌবাজার থানায়। বুধবার গভীর রাতে পুলিশ স্বতপ্রণোদিত ভাবে ওই প্রৌঢ়াকে মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভ

আড়াই লাখের সুপারি! টিটাগড়ের মণীশ-সতীশ জুটিকে সরাতে ষড়যন্ত্র আরও গভীরে

Image
টিটাগড়ের তৃণমূল নেতা সতীশ মিশ্র খুনের ঘটনায় ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর সেই ধৃতদের মধ্যেই রয়েছে ভোলা প্রসাদ। এলাকায় ভোলার পরিচয় বড় মাপের পরিবহণ ব্যবসায়ী হিসাবে। পুলিশের দাবি, আড়াই লাখ টাকার সুপারি দিয়ে সতীশ খুনের ব্লু-প্রিন্ট ছকেছিল সে। পুলিশের আরও দাবি, সতীশের সঙ্গে তৃণমূল কাউন্সিলর মণীশ শুক্লকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার। ভোলার পরিবহণ সংস্থায় প্রায় দুশো ট্রাক রয়েছে। এলাকায় ব্যবসায়ী হিসাবে ভালই  প্রতিপত্তি। বিভিন্ন সময়ে প্রাক্তন এবং বর্তমান ক্ষমতাসীন দলের তাবড় নেতাদের দেখা গিয়েছে ভোলার সঙ্গে। কিন্তু সরাসরি রাজনীতির ময়দানে কখনওই দেখা যায়নি তাকে। সেই ভোলা, টিটাগড়-ব্যারাকপুর এলাকার সবচেয়ে দাপুটে নেতা মণীশ এবং তাঁর ছায়াসঙ্গী সতীশকে কেন খুন করবে? সেই প্রশ্নের উত্তর নিয়ে যদিও পুলিশ মুখে কুলুপ এঁটেছে। তবে পুলিশ সূত্রেরই খবর, ভোলাকে জেরা করে উঠে এসেছে আরও বড় ষড়যন্ত্রের ইঙ্গিত। এই খুনের তদন্তের সঙ্গে যুক্ত এক পুলিশ আধিকারিকের ছোট্ট উত্তর,"ভোলা মুখ খুললে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে।" কথাটা যে অমূলক নয় তার ইঙ্গিত পাওয়া গেল ওই এলাকার এক মাঝারি মাপের তৃণম

#MeToo বিতর্কে অল ইন্ডিয়া রেডিওয় উলটপুরাণ! চাকরি গেল অভিযোগকারী ৯ মহিলার

Image
সারা দেশে যৌন হেনস্থা বা কর্মস্থলে হেনস্থা নিয়ে উত্তাল অবস্থা চলছে। তার মধ্যেই উল্টো চিত্র দেখা গেল অল ইন্ডিয়া রেডিও-য়। মধ্যপ্রদেশে এআইআর-এর শাহদোল স্টেশন থেকে অভিযোগকারী ৯ মহিলাকে সরিয়ে দেওয়া হয়েছে চাকরি থেকে। এঁরা স্টেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রত্নাকর ভারতীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। তবে তিনি বহাল তবিয়েত কাজ করছেন। সরে যেতে হয়েছে এতজন মহিলা নির্যাতিতাকে। গতবছরে রেডিও-র অভ্যন্তরীণ অভিযোগ কমিটি রত্নাকরকে দোষী সাব্যস্ত করে। পুলিশে অভিযোগ দায়ের হয়। তাকে দিল্লিতে হেড কোয়ার্টারে বদলি করা হয়। দাবি করা হয়েছে, তার ওপরে কড়া নজর রাখা হচ্ছে। তবে পাশাপাশি এতজন মহিলাকে তাড়িয়ে দেওয়া হয়েছে যাঁরা কোনও না কোনও সময় যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। শুধু শাহদোল স্টেশন থেকে নয়, ধর্মশালা, ওব্রা, সাগর, রামপুর, কুরুক্ষেত্র, দিল্লি স্টেশন থেকেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এআইআর ইউনিয়ন জানিয়েছে. সব ক্ষেত্রেই অভিযুক্তকে সামান্য ধমক দিয়ে চাড়া হয়েছে। অভিযোগকারিনীদের চাকরি ছাড়তে বলা হয়েছে। অল ইন্ডিয়া রেডিও-র ডিরেক্টর জেনারেল ফৈয়াজ শাহরিয়র সব দাবি উড়িয়ে বলেছেন, সব অভিযোগের তদন্ত হয়েছে। রত্নাকরকে ট্রান

২০২০ সালে রাজ্যে মুখ্যমন্ত্রীর পদ খালি হবে, ঘোষণা কেন্দ্রের মন্ত্রী

Image
পাটনা: ১৫ বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী তিনি৷ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করে গিয়েছেন নীতীশ কুমার৷ কিন্তু এখন তাঁর মনে হচ্ছে অনেক ক্ষমতা ভোগ করেছেন৷ সময় এসেছে সরে দাঁড়ানোর৷ তাই ২০২০ সালের পর মুখ্যমন্ত্রী পদের দাবিদার থেকে নিজেকে সরিয়ে নিতে চান নীতীশ কুমার৷ এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র খুশওয়াহা৷ রাজনীতির অলিন্দ্যে নীতীশ ও খুশওয়াহা দু'জনেই এনডিএ শিবিরের লোক৷ কিন্তু খুশওয়াহা ও নীতীশের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুব একটা মসৃণ নয়৷ সেই খুশওয়াহা আবার কেন্দ্রীয় মন্ত্রী৷ বুধবার তিনি তাঁর দল আরএলএসপি'র একটি সভায় দাবি করেন, নীতীশ কুমার ক্ষমতার সম্পৃক্তিকরণের জায়গায় পৌঁছে গিয়েছেন৷ সেই জায়গা থেকে তাঁর আর বিশেষ কিছু করার নেই৷ তাই এখন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা চিন্তা করছেন৷ উপেন্দ্র জানান, নীতীশ কুমারকে তাঁকে ছাড়া ভালো কেউ চেনেন না৷ কিন্তু তাই বলে তিনি ৬৭ বছরের বিহারের মুখ্যমন্ত্রীকে জোর করে ইস্তফা দিতেও বলছেন না৷ তাঁর যখন ইচ্ছে হবে সরে যাবেন৷ কিন্তু ১৫ বছর ক্ষমতায় থাকার পর নীতীশ এখন সরে দাঁড়াতে চান৷ একবার তাঁর কাছে সেই ইচ্ছা

টেকনোলজি সম্পর্কে পাঁচটি ভুল ধারনা

Image
প্রযুক্তি ও আমাদের জীবনে তার প্রভাব সম্পর্কে অনেক প্রচলিত ধারণা হয় ভুল, অথবা আংশিকভাবে সত্য৷ সামগ্রিক প্রেক্ষাপটে এ বিষয়ে স্পষ্ট চিত্র পাওয়া যেতে পারে৷ এমনই কয়েকটি দৃষ্টান্ত নিয়ে আলোচনা করা যাক৷ ১। ডেক্সটপ রিফ্রেস যবে থেকে উইন্ডোজ ব্যবহার করি কেউ একজন আমাদের শিখিয়েছিল ডেস্কটপ রিফ্রেশ করলে কম্পিউটার ফাস্ট হয়। ডেস্কটপে রাঈত ক্লিক করে বা F5 বাটন টিপে পাই ঘন ঘন ডেস্কটপ রিফ্রেস করতে থাকি আমরা। ডেস্কটপে কিছু যোগ করার পরে তা যদি সেখানে না দেখায় একমাত্র তখনই কাজ করে ডেস্কটপ রিফ্রেশ ফিচার। ২। যত বেশি মেগাপিক্সেল ততো ভালো ক্যামেরা আমরা অনেকেই মনে করি যে ক্যামেরায় যত বেশি মেগাপিক্সেল সেন্সার থাকে সেই ক্যামেরা তত ভালো। কিন্তু এই ধারনা সম্পূর্ণ ভুল। ক্যামেরার গুণমানের সাথে মেগাপিক্সেলের কোন সম্পর্ক নেই। মেগাপিক্সেলের মাধ্যমে জানান যায় ছবিতে কতোগুলি পিক্সেল থাকবে। অর্থাৎ কতো বড় আকারে ছবি তোলা যাবে। ৩। মোবাইলে ব্যাকগ্রাউন্ড টাস্ক কিলার অনেকেই নিজের স্মার্টফোনে ঘনঘন ব্যাকগ্রাউন্ড টাস্ক কিল করতে থাকেন। অনেকে তো আবার এই কাজের জন্য আলাদা অ্যাপ ইনস্টল করে রাখেন। কিন্তু আদতে মোবাইলের ব্যাকগ্রাউন্ড টাস্ক কি

রামশাইতে ভেটরেনারি কলেজে খরচ ৩৪৬ কোটি!‌ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Image
মালবাজার: ময়নাগুড়ির রামশাইতে ভেটরেনারি কলেজ ও হাসপাতাল তৈরির ডিপিআরে ৩৪৬ কোটি টাকা ব্যয় দেখানোয় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ির গরুমারার কাছে টিয়াবন এলাকায় আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার প্রশাসনিক সভা থেকে এনিয়ে ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারিকে রীতিমতো ভর্ৎসনা করেন তিনি।  মুখ্যমন্ত্রীই রামশাইতে এই প্রকল্পটির কথা ঘোষণা করেছিলেন। এখনও কাজ শুরু না হওয়ায় অভিযোগ আকারে বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানান অনন্তদেব। সঙ্গে সঙ্গেই বিষয়টি মঞ্চে উপস্থিত পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে জানতে চান তিনি। অরূপ বলেন, প্রকল্প ব্যয় বেশি হওয়ায় তিনি সেটি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব অনিল ভার্মাকে পুনরায় খতিয়ে দেখতে বলেছেন। অনিল ভার্মাও মুখ্যমন্ত্রীকে প্রকল্প রিপোর্টে কিছু ত্রুটি থাকার কথা জানান। এরপরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানতে চান, কেন এমন অত্যাধিক ব্যয় বহুল প্রকল্প রিপোর্ট তৈরি করা হয়েছে ?‌ তিনি বলেন, একটি ভেটরেনারি কলেজ নির্মাণে এত টাকা লাগে নাকি?‌ একটা মেডিক্যাল কলেজ নির্মাণেও এত টাকা লাগে না বলে জানান তিনি। অত্যাধিক প্রকল্প ব্যয় দেখানোর জন্যই অনেক কাজ আটকে থাকে বলে ক্ষোভের সঙ্গে তিনি জানা

বিদ্যুতের বিল আড়াই লক্ষ থেকে কমে হল ৩৫৪ টাকা!‌

Image
ফরাক্কা:  খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসল বিদ্যুৎ দপ্তর। মিটার পরীক্ষা করে বিড়ি শ্রমিক মহিলার বিদ্যুতের বিল ২ লক্ষ ৬৩ হাজার টাকা থেকে কমে হল মাত্র ৩৫৪ টাকা। ঘটনায় খুশি মহিলা বিড়ি শ্রমিক হুসনেরা বিবি ও তাঁর পরিবার। প্রসঙ্গত, বছর দশেক আগে হুসনেরার স্বামী অভিমানে ঘর ছেড়ে ফেরার হয়েছেন। দুই মেয়ে ও এক সন্তানকে নিয়ে কোনও রকমে বিড়ি বেঁধে অভাব–‌অনটনে সংসার চালান। সম্বল বলতে শুধুমাত্র বসতভিটে। এক কথায় নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। ফরাক্কা বিদ্যুৎ পর্ষদ থেকে বাড়ির বিদ্যুতের বিল হাতে পেয়ে রাতের ঘুম ছুটে গিয়েছিল বছর পঞ্চাশের হুসনেরা বিবির। এক সঙ্গে এত টাকা কখনও দেখেননি তিনি। তা–‌ও আবার বিদ্যুতের বিল ২ লক্ষ ৬৩ হাজার ৪৭ টাকা ৭৬ পয়সা!‌ এত বিপুল রাশির বিদ্যুতের বিল দেবেন কী করে?‌ ঘটনাটি ঘটেছিল ফরাক্কা ব্লকের অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের জয়রামপুর দক্ষিণ বাগানে। বিদ্যুৎ দপ্তরের এই ভুতুড়ে বিলের খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। '‌আজকাল'‌ সংবাদপত্রে এই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসে বিদ্যুৎ দপ্তর। ফরাক্কার অর্জুনপুরের জয়রামপুর বাগানটোলার বাসিন্দা আলম শেখ। পেশায় ছিলেন দিনমজুর। অভাব–‌অনটনের কারণে

কমল পেট্রোলের দাম, তবে ডিজেল রইল অপরিবর্তিত

Image
গত কয়েকমাসে ক্রমশ উর্ধ্বমুখী হয়েছিল পেট্রোল, ডিজেলের দাম। তবে এবার কিছুটা হলেও কমছে পেট্রোপণ্যের দাম। বৃহস্পতিবারও কমল পেট্রোলের দাম। ফলে দিওয়ালির আগে কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। তবে ডিজেলের দাম রয়েছে অপরিবর্তিত। কলকাতায় পেট্রোলের দাম কমেছে লিটার পিছু ১৮ পয়সা। নয়া দাম প্রতি লিটার ৮১.২৫ টাকা। অন্যদিকে, দেশের বাকি তিন মহানগরেও কমেছে পেট্রোলের দাম। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম কমে দাঁড়িয়েছে লিটার প্রতি ৭৯.৩৭ টাকা। মুম্বই এবং চেন্নাইয়ে লিটার প্রতি দাম যথাক্রমে ৮৪.‌৮৬ টাকা এবং ৮২. ৪৬ টাকা। তবে, পেট্রোলের দামে স্বস্তি ফিরলেও, ডিজেলের দাম একই রয়েছে দেশের চার মহানগরে। দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ৭৩.৭৮ টাকা। অন্যদিকে, মুম্বইয়ে দাম লিটার প্রতি ৭৭.৩২ টাকা। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি ৭৫.৬৩ টাকা এবং চেন্নাইয়ে দাম লিটার প্রতি ৭৮ টাকা।

‌উঠে গেল বেশ কয়েকটি ট্রেনের ‘‌ফ্লেক্সি ফেয়ার’,‌ দিওয়ালির আগেই কমছে ভাড়া

Image
সামনেই দিওয়ালি। তার আগে সাধারণ মানুষের জন্য সুখবর শোনাল ভারতীয় রেল মন্ত্রক। উঠে গেল ১৫টি ট্রেনের ফ্লেক্সি ফেয়ার। এছাড়া আরও ৩২টি ট্রেনে তিন মাসের জন্য তুলে দেওয়া হচ্ছে ফ্লেক্সি ফেয়ার। যার মধ্যে রয়েছে হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস। শুধু তাই নয়, ১.‌৫ গুণ থেকে কমিয়ে ১.‌৪ গুণ করা হচ্ছে ফ্লেক্সি ফেয়ারের ভাড়া। আয় বাড়াতে ২০১৬ সালে রাজধানী, দুরন্ত, শতাব্দী, হামসাফরের মতো ১৪২টি এক্সপ্রেস ট্রেনে চালু হয়েছিল এই ফ্লেক্সি ফেয়ার ব্যবস্থা। এই ব্যবস্থা অনুযায়ী, কোনও দিন ১০ শতাংশ টিকিট বিক্রি হওয়ার পর বাকি টিকিটে দাম প্রায় ১০ শতাংশ হারে বেড়ে যায়। শুরুর দিকে এই পদ্ধতিতে রেলের আয় বাড়তে থাকলেও পরে দেখা যায়, এসি প্রথম শ্রেণি ও টু টিয়ারে টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ার যাত্রী সংখ্যা অনেক কমে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই বর্ধিত টিকিট মূল্যের কারণে যাত্রী সংখ্যা একেবারে তলানিতে এসে ঠেকেছিল। বাড়তি আয়ের লক্ষ্যে চালু করা ফ্লেক্সি ভাড়ার কারণে লাভের বদলে ক্ষতির সম্মুখীন হতে থাকে ভারতীয় রেল। এরপরই সেপ্টেম্বরের মাঝামাঝি রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বর্ধিত ভাড়া তুলে দেওয়া হবে। বুধবার রেলমন্ত্রী জানান, কিছু ক্ষ

কী ক্ষতি করছে অ্যান্টিবায়োটিক

Image
অতিরিক্ত পরিমানে অ্যান্টিবায়োটিক নেওয়ার ফলে ওজনবৃদ্ধি হতে পারে শিশুদের৷ এমনই জানাচ্ছে গবেষণার তথ্য৷ শুধু তাই নয়, দীর্ঘদিন যাবদ এই ধরণের অ্যান্টিবায়োটিক এবং অ্যাসিড দমনকারী ওষুধ নেওয়ার ফলে অন্ত্রের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে পারে৷ কারণ, এই ধরণের ওষুধে থাকা উপাদানগুলি অন্ত্রমধ্যস্থ ব্যাকটেরিয়ার ধরন এবং স্বাভাবিক সংখ্যায় আনতে পারে পরিবর্তন৷ যেটি মোটেও স্বাভাবিক নয়৷ বাচ্চাদের ওজনবৃদ্ধির সঙ্গে এই ধরণের ওষুধ খাওয়ার প্রবণতার ঠিক কী সম্পর্ক রয়েছে, সেই অনুসন্ধানে নামেন গবেষকরা৷ আর, সেখান থেকেই উঠে আসে এই তথ্য৷ যেখানে দেখা গিয়েছে ২০০৬ থেকে ২০১৩ সালের মধ্যে ৩৩৩,৩৫৩ জন শিশুদের এই ধরণের ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে৷ যাদের বয়স ০-২ বছর৷ গ্রুপ মধ্যস্থ ৭২.৫ শতাংশ শিশুদের দেওয়া হয়েছিল অ্যান্টিবায়োটিকস৷ বাকিদের দেওয়া হয়েছিল অন্যান্য অ্যাসিড দমনকারী ওষুধ৷ গ্রুপের ১৪ শতাংশ (প্রায় ৪৬,৯৯৩ জন) শিশুর ক্ষেত্রে দেখা গিয়েছিল ওজনবৃদ্ধির সমস্যা৷ গবেষণার তথ্য জানাচ্ছে, খুব কমবয়সে অ্যান্টিবায়োটিক নেওয়া ওজনবৃদ্ধিকে বাড়াতে পারে ২৬ শতাংশ পর্যন্ত৷ তাই, অকারণে ওষুধ খাওয়ার প্রবণতা থেকে দূরে থা

রাজ্যের ২৮টা আসনে নজর! লোকসভায় সংখ্যালঘুদের কাছে টানতে মোক্ষম কৌশল বঙ্গ বিজেপির

Image
বছর ঘুরলেই শুরু হয়ে যাবে লোকসভা ভোটের হইচই। এখন থেকেই সেই রেশ টের পাওয়া যাচ্ছে। সেকথা মাথায় রেখে এগোচ্ছে বঙ্গ বিজেপিও। দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা-রা আগের বারের চেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছেন। চার বছরে ধারে-ভারে অনেকটা বেড়েছে বিজেপি। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল বলতে গেলে এখন গেরুয়া শিবিরই। সেই জায়গা থেকেই আরও বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন দিলীপ ঘোষরা। সংখ্যালঘুরা বিবেচ্য এই অবস্থায় বিবেচ্য হল, রাজ্যের এক তৃতীয়াংশ জনসংখ্যা সংখ্যালঘু। তাদের মন জুগিয়ে চলতে হলে বিজেপিকে কিছুটা নমনীয় হতে হবে। এবং লোকসভা ভোটে রাজ্যের দিকে তাকিয়ে সংখ্যালঘু প্রার্থী বেশি করে দিতে হবে। একমাত্র তাহলেই রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে লড়া সম্ভব হবে। নতুন রণকৌশল এবছরে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অপেক্ষাকৃত ভালো ফলাফল করেছে। রাজ্যে তৃণমূলের ব্যাপক জয় হলেও বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অনেক আসনে বিজেপি জয়ী হয়েছে। যার মধ্যে অনেক আসনে মুসলিম প্রার্থী জয়যুক্ত হয়েছে। আর এই রণকৌশলকে সামনে রেখেই সারা রাজ্যে লোকসভা ভোটের প্রার্থী বাছাইয়ে সংখ্যালঘুদের ওপরে জোর দিতে চাইছে দল। মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি ২০১৪ সালের লোকসভা ভো

পুলিশকে খুন করে নরমাংস খেল বাবা-ছেলে! ভয়ানক এই কাহিনি শুনলে শিউরে উঠবেন

Image
পুলিশ কর্মীকে খুন করে তাঁর মাংস রান্না করে খেল বাবা-ছেলে। খুন করে নরমাংস খাওয়ার এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইউক্রেনে। মুণ্ডু কেটে খুন করার পর মধ্যযুগীয় এই নৃশংস কাণ্ডকারখানার কথা ধৃতরা স্বীকারও করেছে জেরায়। পুলিশকর্মীকে খুনের অভিযোগে বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তারপরই এই নির্মম ঘটনা প্রকাশ্যে আসে। স্থানীয়রা অবশ্য মুণ্ডুহীন দেহাংশ দেখে চমকে গিয়েছিলেন। ইউক্রেনের সালটিভকার শহরের একটি অ্যাপার্টমেন্টের গেটের সামনে রাখা ছিল ওই মাথাবিহীন দেহ। তা দেখে চমকানোর কারণ শুধু মুণ্ডহীন অবস্থাই ছিল না, চমকানোর কারণ ছিল ধড়ের বিভিন্ন অংশ থেকে কেটে নেওয়া মাংসপিণ্ড। স্লাইস করে মাংস কাটা দেখে অনেকের সন্দেহ হয়েছিল। আর এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বাবা-ছেলের ফ্ল্যাট থেকে উদ্ধার করে কাটা মুণ্ড। পরে পুলিশ ওই বিচ্ছিন্ন মুণ্ড ও দেহকে এক পুলিশকর্মীর বলে চিহ্নিত করে। পুলিশ জানিয়েছে একটি বাক্সের ভিতরে রাখা ছিল মাথাটি। বছর ৪৫-এর ওই পুলিশকর্মী গত ৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। আর শেষবার তাঁকে দেখা গিয়েছিল ওই বাবা-ছেলের সঙ্গে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই পুলিশকর্মীর মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়

পাঁচশো টাকায় ছোট্ট দোকান খুলে তেলেভাজা বিক্রির পরামর্শ মমতার

Image
চাকরির অপেক্ষায় থাকলেই হবে না, অল্প টাকাতেও ব্যবসা শুরু করে স্বনির্ভর হওয়া যায়। কোচবিহারে রাসমেলা ময়দানের সভায় এমন বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরামর্শ, পাঁচশো টাকাতেই ছোট্ট দোকান খোলা সম্ভব।           কোচবিহারের রাসমেলার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''আমাদের পাড়ায় ছোট্ট দুটো তেলেভাজার দোকান আছে। তাঁরা আজকে এতো তাঁদের বিক্রি। বড় বড় তিন চারতলা বাড়ি করেছে। ছোট্ট জায়গায় বিক্রি করে। একেবারে ছোট্ট''। মুখ্যমন্ত্রীর পরামর্শ, ''পাঁচশো টাকাতেই শুরু করুন। আগামীদিনে হয়তো পাঁচশো কোটি হতে পারে। নিশ্চয়ই পারে। ইচ্ছে থাকা চাই। সদিচ্ছা থাকা চাই। আর মনের জোর রাখুন। এগিয়ে চলুন। কেউ আপনাকে কিচ্ছু করতে পারবে না''।    এর আগেও মুখ্যমন্ত্রী ছোট ব্যবসার পক্ষে সওয়াল করেছিলেন। তখন বিরোধী কটাক্ষ করেছিলেন, রাজ্যের শিক্ষিত বেকারদের তেলেভাজা বিক্রি করতে বলছেন মুখ্যমন্ত্রী। এটা তাঁর শিল্প আনতে না পারার ব্যর্থতাকে প্রতিফলিত করছে। তবে বিরোধীদের সমালোচনা গায়ে মাখছেন মমতা। তা কোচবিহারে আরও একবার স্পষ্ট করলেন তিনি। শুধু মমতাই নন, তেলেভাজা বিক্রির কথা বলেছিলেন নর

‌এবার থেকে জন্মসূত্রে পাওয়া যাবে না আমেরিকার নাগরিকত্ব!‌

Image
অভিবাসীরা যাতে সহজে আমেরিকার নাগরিকত্ব না পায়, সেজন্য বরাবর সওয়াল করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই নাগরিকত্ব পাওয়া রুখতে আরও কড়া আনার পথে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতে বিপাকে পড়ার পথে আমেরিকার সাধারণ মানুষও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, জন্মসূত্রে সে দেশের নাগরিকত্ব পাওয়ার যে নিয়ম রয়েছে, তা আগামিদিনে বাতিল করার পথে হাঁটতে পারে তাঁর প্রশাসন। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন মার্কিন নাগরিকরা। সম্প্রতি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, '‌আমেরিকাই এমন একটি দেশ, যেখানে কেউ এসে সন্তানের জন্ম দিলে সেই সন্তান জন্মসূত্রে মার্কিন নাগরিক হয়ে যায়। পাশাপাশি ৮৫ বছর পর্যন্ত মার্কিন নাগরিক হওয়ার যেকোনও সুবিধা ভোগ করতে পারে। এটা খুবই বাজে। অবিলম্বে তা বন্ধ হওয়া দরকার।' এমনকি তিনি এটাও বলেন, খুব শিগগিরি এগজিকিউটিভ অর্ডার পাশ করিয়ে এই নিয়ম আনবেন। আর এরপরই তৈরি হয়েছে নয়া বিতর্ক। অনেকেই প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন। বিরোধীরা সমালোচনায় মুখরও হয়েছেন।‌‌

ইরান থেকে কলকাতায় ফিরলেন ১১জন শ্রমিক

Image
প্রাণে বাঁচতে চেয়ে ভিডিও ফুটেজে ওদের আর্জি ছিল, '‌আমাদের বাঁচান।'‌ ২৩ অক্টোবরের সেই ভিডিও ফুটেজই বাঁচিয়ে দিল ১১ জন শ্রমিককে। যাঁরা প্রায় তিন মাস ধরে ইরানে নরক যন্ত্রণা সহ্য করেছিলেন। বাংলা থেকে রোজগারের আশায় ইরানের চাবাহার পাড়ি দিয়েছিলেন প্রায় ২২ জন স্বর্ণ কারিগর। তাঁদের অনেকেই রাজ্যে ফিরলেও ১১ জনকে আটকে দেয় ইরানের বেসরকারি সংস্থা। তাদের পাসপোর্ট, ভিসা, ভোটার কার্ড বাজেয়াপ্ত করে অসহায় করে দেওয়া হয়। বুধবার সকালে সেই ১১ জনই ফিরলেন। কলকাতা বিমানবন্দর থেকে ১১ জনকে নিয়ে গেল অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট। ফেরার আশা ক্রমশ ক্ষীণ হতে থাকায় ভিডিও কল, ভয়েস মেসেজে নিজেদের দুঃসহ যন্ত্রণার কথা জানাতে থাকেন কারিগররা। বুধবার কলকাতায় ফিরে এসে তাঁরা জানালেন, শেষ ২০ দিন ১১জনই কার্যত অভুক্ত ছিলেন। পানীয় জলও জোটেনি। একটা ঘরে কোনওরকমে থাকতে হত। তিন মাস ধরে বেতন বন্ধ থাকায় বাইরে গিয়েও কিছু কেনার মত পরিস্থিতি ছিল না। এছাড়া অনুপ্রবেশকারী সন্দেহে তাঁদের গ্রেপ্তার করবে ইরান পুলিস বলেও ভয় দেখানো হয়। প্রাণ নিয়ে ফিরতে পেরেছেন তাঁরা।  ১১ জনের বেশিরভাগই হুগলি, হাওড়া এবং বীরভূমের বাসিন্দা। ২৩ অক্টোবর

ভোটের আগেই ২৫১৫ কিমি গ্রামীণ রাস্তা সম্প্রসারণে হাত

Image
লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাজি হতে চলেছে গ্রামের ৫০ হাজার কিলোমিটার পাকা রাস্তার সম্প্রসারণ। ওই একই প্রকল্প নিয়ে এ রাজ্যে আড়াই হাজার কিমি রাস্তা সম্প্রসারণে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবং কৃতিত্ব তিনি শুধু দিল্লিকে দিতে নারাজ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-দুই এর অধীনে রাজ্যে রাজ্যে গ্রামের পাকা রাস্তা সম্প্রসারণের যে ৪৭ হাজার কোটির প্রকল্প হতে চলেছে, তার অর্ধেক টাকা দেবে সংশ্লিষ্ট রাজ্যগুলিও। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ''সম্প্রসারণের এত বড় প্রকল্প আগে কখনও হয়নি। রাজ্যের জন্য আড়াই হাজার কিমি রাস্তা সম্প্রসারণের কাজ আমরা আনতে পেরেছি। কিন্তু যেহেতু কেন্দ্র-রাজ্য অর্ধেক টাকা ভাগাভাগি করে দেব, ফলে প্রকল্পে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর অবদানও সমান সমান হওয়া উচিত।'' পঞ্চায়েত দফতর সূত্রের খবর, এ রাজ্যে ২৫১৫ কিমি রাস্তার দরপত্র চাওয়ার কাজ হবে জানুয়ারিতেই। লোকসভা ভোটের সময় গ্রামে গ্রামে রাস্তা সম্প্রসারণের কাজ চলবে। এ জন্য প্রায় ৩০০০ কোটি টাকা খরচ হবে। কিন্তু সম্প্রসারণের জন্য জমি মিলবে কোথা থেকে, তা নিয়ে চিন্তায় দফতরে

৯৬ বছরে পরীক্ষায় বসে ৯৮ শতাংশ নম্বর পেলেন কেরলের এই বৃদ্ধা

Image
শেখার কোনও বয়স নেই। ফের প্রমাণিত হল কেরলে। ৯৬ বছরে পড়াশোনা শুরু করে কার্তিয়ানি আম্মা ৯৮ শতাংশ নম্বর পেয়ে তাক লাগালেন। কেরলের আলাপুজার মুট্টম গ্রামের বাসিন্দা কার্তিয়ানি আম্মা কৃষ্ণাপিল্লা। স্থানীয় মন্দিরগুলিতে ধোয়া-মোছার কাজ করেন। ছোটবেলায় কখনও স্কুলে যাননি। সরকারি উদ্যোগে সম্প্রতি এমন কৃতিত্ব অর্জন করতে পেরেছেন তিনি। নিরক্ষরতা দূরীকরণে এ বছর প্রজাতন্ত্র দিবসে 'অক্ষরলক্ষ্যম' প্রকল্প চালু করে কেরল সরকার, যাতে রাজ্যে সাক্ষরতার হার ১০০ শতাংশে পৌঁছয়। প্রথম দফায় ৪৭ হাজার ২৪১ জনকে নিয়ে ক্লাস শুরু হয়। পড়তে, লিখতে এবং সাধারণ গণিত শেখানো হয় সেখানে। পঠন পাঠন শেষ হলে, পরীক্ষার আয়োজন করা হয় চতুর্থ, সপ্তম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য। চতুর্থ শ্রেণিতে পরীক্ষায় বসেন কার্তিয়ানি আম্মা। তাতে ১০০-র মধ্যে ৯৮ পেয়ে প্রথম হয়েছেন তিনি। ১ নভেম্বর তাঁর হাতে মেরিট সার্টিফিকেট তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আম্মা জানান, ''ভাল নম্বর পেয়েছি। তাতেই খুশি আমি। এখন লিখতে পড়তে পারছি। হিসাব করছি নিজে নিজে।'' দুই নাতনি, ১২ বছরের অপর্ণা এবং ৯ বছরের অঞ্জনা তাঁকে পড

কঙ্কালসার, অনাহারক্লিষ্ট, উলঙ্গ শিশুর ছবি ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ ভাবল ফেসবুক!

Image
একটি মার্কিন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল খবরটি। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে অনাহারে ভুগছে হাজার হাজার শিশু। খবরের সঙ্গে ছিল বেশ কয়েকটি ছবিও। তার মধ্যে একটি কঙ্কালসার ছবির নীচে লেখা— 'সাত বছরের ইয়েমেনি কন্যা আমাল হুসেন, কয়েক মাস ধরে বিন্দুমাত্র পুষ্টিকর খাবার জোটে না ওর'। দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই ছবি। ফেসবুক 'ব্লক' করে দেয় সেটা। সেই ছবি ও খবর যাঁরা শেয়ার করেছেন, তাঁদের কাছে বার্তা যায়— 'ফেসবুকের নীতিতে স্পষ্ট বলা রয়েছে, উলঙ্গ শিশুর ছবি ছাপা যাবে না। কোনও নাবালক বা নাবালিকার সম্পর্কে যৌন ইঙ্গিতও করা যাবে না। শালীনতা বজায় রাখার সেই নিয়ম লঙ্ঘন করার জন্য আপনার পোস্টটি ব্লক করে দেওয়া হল।' উলঙ্গ শিশু? হ্যাঁ, মেয়েটির গায়ে জামাকাপড় নেই বটে। কিন্তু সে যে 'উলঙ্গ', ছবি দেখে এই ভাবনা আসা দুষ্কর। শীর্ণকায় শরীর, পিতপিতে চামড়া ঠেলে বেরিয়ে আসছে হাড়। কাঠির মতো হাত-পাগুলো বাঁকা। দৃষ্টি প্রাণহীন। এই মর্মান্তিক ছবিতে ফেসবুক 'উলঙ্গ, তাই যৌন ইঙ্গিতপূর্ণ এবং অশালীন' তকমা লাগানোয় আপত্তি জানাতে শুরু করেন অসংখ্য নেটিজ়েন। ওয়াশিংটনের কলেজপড়ুয়া জারজে ফ্যাংয়ের ক

অনেকে সরকারি চাকরি খোঁজেন নিশ্চয়তার টানে, ফাঁকি দিতেও

Image
অর্থনীতির চত্বরে কর্মসংস্থানের সমস্যা নিয়ে বিস্তর গবেষণা চলে। আর, বাস্তবেও, আমাদের দেশ-সহ সমগ্র বিশ্বের প্রতিটি দেশের সরকার কর্মসংস্থান বাড়াতে বদ্ধপরিকর। সেটাই স্বাভাবিক, এক দিকে দেশের আয় ও মানুষের শ্রীবৃদ্ধি, অন্য দিকে ক্ষমতায় টিকে থাকা— দুই দিক থেকেই কর্মসংস্থানের সাফল্য একটি বিশেষ শর্ত। কিন্তু এই বিষয়ে অনেক সময়েই যে আলোচনা বা শোরগোল হয়, তাতে যুক্তির ভাগ কম থাকে। এই লেখা প্রধানত তা নিয়েই। এখানে মূলত দু'টি বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমত, প্রায়ই দেখি, অল্পসংখ্যক সরকারি পদে প্রচুর আবেদন জমা পড়লে সেটাকে বেকার সমস্যার একটা পরিচায়ক হিসেবে গণ্য করা হয়। সেটা ঠিক নয়। সমস্যাটা অনেক সময়েই মনের মতো কাজ না পাওয়ার সমস্যা। এই 'মনের মতো' কাজের ব্যাপারটা অনেকাংশেই কাজকে অসম্মান বা উপেক্ষা করার মধ্যে নিহিত। একটা দৃষ্টান্ত দিই। এক জন একটি কোম্পানিতে ভাল কাজ করে, বেশ খানিকটা মাইনে পায়। সে হঠাৎ বিশ্ববিদ্যালয়ে ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরি করার পরীক্ষায় বসল। তার সঙ্গে মাঝে মাঝে কথা হয়। কেন সে চাকরির আবেদন করছে, জিজ্ঞেস করায় বলল, সরকারি চাকরি, তাই পেনশন পাবে। তা ছাড়া, প্রতি দিন যেতে হবে

‘গাঁধীজির চশমা চুরি করেছেন, এখন জহরকোটকে নিজের জ্যাকেট বলে চালাচ্ছেন মোদী!’

Image
হ্যাঙারে ঝুলছে রংবেরঙের জ্যাকেট। যার মধ্যে দু'টো গায়ে চড়িয়ে ছবি তুলিয়ে টুইট করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।  ভারত থেকে তাঁরই জন্য এসেছে ওই 'জহরকোটের' সারি। জহরকোট, না মোদী-জ্যাকেট? জ্যাকেটের গলায় জ্বলজ্বল করছে গেরুয়া লেবেল। তাতে বড় হরফে লেখা 'মোদী', তলায় লেখা 'জ্যাকেট'। টুইটারে ছবি দিয়ে মুন লিখেছেন, ''ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমায় দারুণ কিছু পোশাক পাঠিয়েছেন। এগুলো সনাতন ভারতীয় পোশাকেরই আধুনিক সংস্করণ— সবাই বলে 'মোদী-ভেস্ট'। কোরিয়াতেও দিব্যি পরা যায়। পারফেক্ট ফিট।''  মুন উৎফুল্ল হলেও বিরোধীরা এই নামাবলি-জ্যাকেট নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি বলেছেন, ''মোদী তো গোড়া থেকেই সব কিছু চুরি করে নিজের বলে চালাতে চান। কংগ্রেসের প্রকল্পগুলোর নাম পাল্টে নিজের বলে দাবি করেছেন। গাঁধীজির চশমা চুরি করেছেন। এখন জহরকোটকে নিজের জ্যাকেট বলে চালাচ্ছেন।''  কংগ্রেসের অভিযোগ, জওহরলাল নেহরু যে রকম গলাবন্ধ জ্যাকেট পরতেন, তারই নকশায় কিছু অদলবদল করে নিজের নামে চালাচ্ছেন মোদী। মোদীও দীর্ঘদিন এমন জ্যাক

মূর্তি আকাশছোঁয়া, সঙ্কটও, বিক্ষোভের মাঝেই পটেলপুজো প্রধানমন্ত্রীর

Image
সর্বোচ্চ: পিছনে বল্লভভাই পটেলের মূর্তি, সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার গুজরাতের নর্মদা জেলায় 'স্ট্যাচু অব ইউনিটি'র উদ্বোধন অনুষ্ঠানের পরে এই ছবি টুইট করল প্রধানমন্ত্রীরই দফতর। বায়ুসেনার বিমান থেকে ফেলা হল ফুল। সর্দার বল্লভভাই পটেলের মূর্তির বিশাল পায়ের নীচে ত্রিশটি নদী থেকে আনা জল অর্পণ করলেন নরেন্দ্র মোদী। তার পরেই লিফটে চেপে অমিত শাহকে নিয়ে পৌঁছে গেলেন পটেলের মূর্তির বুকের কাছে। সেখান থেকে ঘুলঘুলি দিয়ে দেখলেন নর্মদা। আর সেই সময়েই প্রায় গোটা নর্মদা জেলায় বন্‌ধের পরিবেশ। মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসীরা। কালো বেলুন উড়ছে আকাশে। আগুন হাইওয়েতে। পুলিশ তাঁদের তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু মোদী মজে রইলেন পটেলে। আজই ইন্দিরা গাঁধীর মৃত্যুদিন। শক্তিস্থল, ১ আকবর রোডে হাজির ছিলেন রাহুল-সনিয়া গাঁধী-মনমোহন সিংহেরা। কিন্তু বিজেপি পটেল-বন্দনায় ম্লান করতে চাইল ইন্দিরাকে। রাহুল কিন্তু মোদীকে স্মরণ করিয়ে দিলেন, ''অন্তর থেকে কংগ্রেসি সর্দার পটেল স্বাধীন, অখণ্ড ও ধর্মনিরপেক্ষ ভারতের জন্য লড়েছিলেন। ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা বরদাস্ত করতেন না। আজ সব চেয়ে উঁচু মূর্তির উদ্বে