‌এবার থেকে জন্মসূত্রে পাওয়া যাবে না আমেরিকার নাগরিকত্ব!‌


অভিবাসীরা যাতে সহজে আমেরিকার নাগরিকত্ব না পায়, সেজন্য বরাবর সওয়াল করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই নাগরিকত্ব পাওয়া রুখতে আরও কড়া আনার পথে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতে বিপাকে পড়ার পথে আমেরিকার সাধারণ মানুষও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, জন্মসূত্রে সে দেশের নাগরিকত্ব পাওয়ার যে নিয়ম রয়েছে, তা আগামিদিনে বাতিল করার পথে হাঁটতে পারে তাঁর প্রশাসন। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন মার্কিন নাগরিকরা। সম্প্রতি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, '‌আমেরিকাই এমন একটি দেশ, যেখানে কেউ এসে সন্তানের জন্ম দিলে সেই সন্তান জন্মসূত্রে মার্কিন নাগরিক হয়ে যায়। পাশাপাশি ৮৫ বছর পর্যন্ত মার্কিন নাগরিক হওয়ার যেকোনও সুবিধা ভোগ করতে পারে। এটা খুবই বাজে। অবিলম্বে তা বন্ধ হওয়া দরকার।' এমনকি তিনি এটাও বলেন, খুব শিগগিরি এগজিকিউটিভ অর্ডার পাশ করিয়ে এই নিয়ম আনবেন। আর এরপরই তৈরি হয়েছে নয়া বিতর্ক। অনেকেই প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন। বিরোধীরা সমালোচনায় মুখরও হয়েছেন।‌‌