Posts

Showing posts from December 28, 2018

নির্যাতিত বধূ যা বললেন, তা শুনে বাকরুদ্ধ হয়ে যাবেন আপনিও...

Image
পুলিস সদর দপ্তরে এসে জেলা পুলিস সুপারের কাছে আক্রমণের বর্ণনা দিলেন খয়েরপুরে নির্যাতিত তরুণী বধূ পূর্ণিমা দাস এবং তার ১০ বছরের কন্যা। তাঁদের শরীরের আঘাত এবং আক্রমণের বর্ণনা শুনে রীতিমতো বাকরুদ্ধ খোদ পশ্চিম জেলার পুলিস সুপার রাজীব প্রতাপ সিং। তিনি বোধজংনগর থানার ওসি এবং এসডিপিও–কে নির্দেশ দিলেন অভিযুক্তদের রাতের মধ্যে গ্রেপ্তার করার জন্য। ঘটনা মঙ্গলবার সাড়ে দশটার পর। খয়েরপুরের পশ্চিম নোয়াবাদীর লস্করপাড়ায় পিন্টু দাসের বাড়ির সামনে দুটি মারুতি করে কুড়ি–পঁচিশজন দুষ্কৃতী নামে। গেট, দরজা ভেঙে ঢুকে যায় ব্যবসায়ী পিন্টু দাসের বাড়িতে। মারাত্মকভাবে জখম করে পিন্টু দাসের বৃদ্ধ মা লক্ষ্মীরানি দাসকে। বৃদ্ধ বাবাও আক্রান্ত হয়েছেন। এরপরই দুষ্কৃতীরা পিন্টু দাসের স্ত্রী পূর্ণিমা দাস এবং ১০ বছরের কন্যার ওপর হামলে পড়ে বলে অভিযোগ। চতুর্থ শ্রেণির ছাত্রী ওই শিশুটিও রেহাই পায়নি। তার কান ছিঁড়ে সোনার গয়না নিয়ে গেছে দুষ্কৃতীরা। পূর্ণিমার হাতের শাঁখা পর্যন্ত খুলে নিয়েছে সমাজদ্রোহীরা। রীতিমতো একঘণ্টা ধরে চলে অত্যাচার। প্রতিবেশী যাঁরা চিৎকার শুনে এসেছিলেন তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। নগদ টাকা, সোনার গয়না–‌সহ যাবতীয়

ভারতীয়দের মহাকাশে পাঠাতে ১০,০০০ কোটি দেওয়ার কথা জানাল কেন্দ্র

Image
নয়াদিল্লি: মহাকাশে যাবে ভারতীয় মহাকাশচারীরা। ২০১৮-র ১৫ অগাস্ট সেকথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই প্রজেক্টের জন্য ১০,০০০ কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই প্রজেক্টের পরিকল্পনার কথা প্রকাশ্যে আনলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ইসরোর চেয়ারম্যান ড. কে শিবান জানিয়েছেন, ২০২২-এ সেই অভিযানে যাবেন মহাকাশচারীরা। তিনজন ভারতীয় মহাকাশচারী সাতদিন কাটাবেন মহাকাশে। ইসরো তাদের সবথেকে বড় লঞ্চ ভেইকল GSLV Mk III ব্যবহার করে পাঠাবেন মহাকাশচারীদের। আগামী ৪০ মাসের মধ্যেই লঞ্চ করা হবে প্রথম মিশন। এই মিশনে যাবে দুটি আনম্যানড বা মানববিহীন বিমান ও একটি মনুষ্যচালিত। অ্যাস্ট্রোনট নয় ভারতীয় মহাকাশচারীদের বলা হবে 'ব্যোমনটস'। সংস্কৃতের ব্যোম শব্দের অর্থ মহাকাশ। মহাকাশচারীদের এই অভিযানের জন্য ইতিমধ্যেই ইসরো খরচ করেছে ১৭৩ কোটি। ২০০৮-এ প্রথম এই পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু, আর্থিক কারণেই পিছিয়ে যায় সেই প্রজেক্ট। ৩০০ থেকে ৪০০ কিলোমিটারের একটি কক্ষপথে অবস্থান করবে সেই স্পেসক্রাফট। আসল অভিযানের আগে মানুষ ছাড়াই দু'বার এই গগনায়ন পাঠানো হবে মহাকাশে। স্বাধীনতা দিবসের ভাষণ

পাহাড় জুড়ে বরফ, কাঁপছে দার্জিলিং, কলকাতাতেও শীতলতম দিন

Image
বরফে ঢাকা রাবাংলা। পাহাড় ঢেকে গিয়েছে বরফে। ঝির ঝির করে পড়ছে তুষারগুঁড়ো। একইসঙ্গে কলকাতাও কাঁপছে। শহরে আজ মরসুমের শীতলতম দিন। রাজ্যের বিভিন্ন প্রান্তও কার্যত জবুথবু হয়ে গিয়েছে ঠান্ডায়। হাড়কাঁপানো ঠান্ডা পড়েছে পাহাড়ে। সঙ্গে বরফ। কাঁপছে উত্তরবঙ্গের সঙ্গে সিকিমও। শুক্রবার বরফ পড়ে কালিম্পং জেলার লাভা, রিষপ,রামধুরাতেও। পর্যটকরা বরফ যেমন উপভোগ করছেন, তেমন ঠান্ডায় কষ্টও পাচ্ছেন। উত্তরবঙ্গের লাভা, রিষপে সকাল থেকেই ছিল ঝিরঝিরে বৃষ্টি। দুপুর সাড়ে ১২টা নাগাদ পড়ে বরফ। বরফ পড়েছে রামধুরাতেও। উত্তর সিকিমের লাচেন-লাচুংয়েও বরফ পড়েছে এদিন। বরফ পড়েছে সিকিমের গ্যাংটকে। বরফের জন্য রাস্তা অনেকটাই ঢেকে গিয়েছে বরফে। পশ্চিমবঙ্গের সান্দাকফুতেও হয়েছেতুষারপাত। দার্জিলিঙের পেডং এবং ঘুমেও বরফ পড়েছে। কাঁপছে দার্জিলিংও। সিকিম এবং দার্জিলিঙের অনেক জায়গাতেই তাপমাত্রা নেমে গিয়েছে শূন্যের নীচে। পূর্ব সিকিমের নাথুলায় এখন যেমন সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস।সান্দাকফুতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস। খুব একটা পিছিয়ে নেই দার্জিলিং। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ২ থেকে ৩ ডিগ্রি সেল

শিশুদের যৌন নিগ্রহে এ বার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ঘোষণা আইনমন্ত্রীর

Image
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আরও কড়া হল শিশুদের যৌন নিগ্রহ প্রতিরোধী আইন। শিশুদের যৌন নিগ্রহের ঘটনায় এ বার অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যদণ্ড। সংশ্লিষ্ট আইনে মৃত্যুদণ্ডকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। অপরাধ গুরুতর হলে এ বার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া যাবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুক্রবার এ কথা জানিয়ে বলেছেন, ''যৌন নিগ্রহের হাত থেকে আমাদের শিশুদের রক্ষা করতে হবে। তাই যৌন নিগ্রহ থেকে শিশুদের নিরাপত্তা আইন ('পকসো') সংশোধন করা হয়েছে। সেই সংশোধনীর প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে।'' ২০১২ সালে নির্ভয়া কাণ্ডের পর চালু হয় এই আইন। ২০১১ সালের জনগণনা অনুযায়ী দেশে শিশুর (১৮ বছর বয়সের কম) সংখ্যা ৪৭ কোটি ২০ লক্ষ। তার মধ্যে কন্যা শিশুর সংখ্যা ২২ কোটি ৫০ লক্ষ। রাষ্ট্রপুঞ্জের শিশু অধিকার রক্ষা সম্মেলনে স্বাক্ষরকারী দেশ হিসেবে ভারতে ওই আইন আরও কঠোর হোক, এমন দাবি ছিল বহু দনের।

শাক-সব্জির রপ্তানি বাড়াতে চাষিদের পাশে রাজ্য

Image
মাঠে ফলেছে দেদার সব্জি। দামও যথেষ্ট কম। চাষিরা যাতে আরও খানিকটা ভালো দাম পান, সে কারণে শাক-সব্জির রপ্তানি বাড়াতে চাইছে রাজ্য। ইতিমধ্যেই রাজ্যের কৃষিপণ্য রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করেছে রাজ্যের উদ্যান পালন দপ্তর। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারি সংস্থা অ্যাপডার প্রতিনিধিরাও। রপ্তানি বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপও চাইছে রপ্তানিকারকদের সংগঠন। রাজ্যের তরফে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, রাজ্যের চাষিদের আয় বাড়াতে প্রয়োজনীয় সহায়তা করবে রাজ্য। ওয়েস্টবেঙ্গল এফএফভি এক্সপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অঙ্কুশ সাহা জানান, গত পাঁচ বছর ধরেই এ দেশ থেকে কমেছে কৃষিপণ্য রপ্তানির পরিমাণ। এ রাজ্যেও গত বছর তা খানিকটা মার খেলেও, এ বছর পরিস্থিতির খানিকটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। রপ্তানিকারকদের বক্তব্য, কৃষিপণ্য রপ্তানির জন্য প্রয়োজন স্বাস্থ্যসম্মত উপায়ে চাষ, তার প্রক্রিয়াকরণের ব্যবস্থা এবং উন্নত প্যাকেজিং পরিকাঠামো। এই পরিকাঠামো গড়ে না-তোলা গেলে গতি পাবে না রপ্তানির মাত্রা। এবিষয়েই রাজ্যের এবং অ্যাপেডার সহযোগিতা চাইছেন তারা। মুখ্যমন্ত্রীর কৃষি বিষয়ক প

কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ১ জেহাদি

Image
কাশ্মীরে জঙ্গিবিরোধী অভিযানে ফের সাফল্য৷ পুলওয়ামা জেলায় এক জঙ্গিকে নিকেশ করলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷ কাশ্মীরের পুলওয়ামা জেলার বান্দিপুর-রিনজিপুরায় ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা৷ গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার সকালে গোটা এলাকা ঘিরে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী৷ পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা যে তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছেন, তা টের পেয়ে যায় জঙ্গিরা৷ গুলি চালাতে শুরু করে তারা, পালটা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও৷ বেশ কিছুক্ষণ ধরে দু'পক্ষের গুলির লড়াই চলে৷ গুলিবিদ্ধ হয়ে এখনও পর্যন্ত একজন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ জানা গিয়েছে, মৃত জঙ্গির নাম ইউসুফ ওয়ানি৷ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলারই বাসিন্দা সে৷ দিন কয়েক আগে পুলওয়ামাতেই অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী৷ এনকাউন্টার চলাকালীন সেনার গুলিতে নিকেশ হয় তিন জঙ্গি৷ শহিদ হন এক জওয়ানও৷ এদিকে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মাঝে পড়ে মারা যান সাতজন সাধারণ নাগরিকও৷ বস্তুত, রাজ্যপাল শাসন জারি হওয়ার পর থেকেই কাশ্মীরে জঙ্গিদমনে তৎপরতা বেড়েছে৷ ধারাবাহিক অভিযানে সাফল্যও মিলছে নিয়মিত৷ এদিকে আবার উপত্যকার হিংসার জন্য প্রশাসনকেই দায়ী করেছেন

কেবল টিভির গ্রাহকদের জন্য সুখবর! পছন্দের চ্যানেল বেছে নিতে সময় বাড়াল ট্রাই

Image
২৯ নভেম্বর কেবল টিভির নতুন নিয়ম চালু হচ্ছে না। টেলিফোন রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাইয়ের নির্দেশিকা অনুযায়ী পছন্দের চ্যানেল বেছে না নিলে ২৯ ডিসেম্বর শনিবার থেকে পে-চ্যানেলগুলি বন্ধ হয়ে যাওযার কথা। কেবল টিভির গ্রাহকদের স্বস্তি দিতে ওই নতুন নিয়ম চালু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে। সুতরাং গ্রাহকরা তাদের পছন্দের চ্যানেল বেছে নিতে সময় পেয়ে যাবেন আরও ৩৩ দিন। ট্রাইয়ের সেক্টেটারি এস কে গুপ্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, বৃহস্পতিবার এমএসও ও ডিটিএইচ অপারেটরদের সঙ্গে ট্রাইয়ের একটি বৈঠক হয়। প্রত্যেকেই নতুন নিয়ম চালু করতে রাজী হয়েছেন। তবে পছন্দের চ্যানেল বেছে নেওয়ার জন্য গ্রাহকদের তাঁরা কিছু সময় দিতে অনুরোধ করেছেন। এস কে গুপ্তা আরও বলেন, পছন্দের চ্যানেল বেছে নেওয়ার জন্য গ্রাহকদের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ফলে ১ ফেব্রুয়ারি থেকে গ্রাহকরা তাদের পছন্দের চ্যানেল দেখতে পাবেন।

না জেনেই অন্তঃসত্ত্বাকে রক্তদান, আত্মহত্যার চেষ্টা এইচআইভি পজিটিভ কিশোরের

Image
সরকারি হাসপাতালের গাফিলতিতে এইচআইভি পজিটিভ কিশোরের রক্ত দেওয়া হয় অন্তঃসত্ত্বাকে। বছর দুয়েক আগে থেকেই এইচআইভি পজিটিভ কিশোরটি। কিন্তু, তা জানা ছিল না কারও। এক অন্তঃসত্ত্বাকে রক্তদান করার পর তা প্রকাশ্যে আসে। তবে তত ক্ষণে বিপদ ঘটে গিয়েছে। এইচআইভি পজিটিভ ওই রক্ত চলে গিয়েছে অন্তঃসত্ত্বা মহিলার দেহে। তামিলনাড়ুতে এক সরকারি হাসপাতালের গাফিলতিতে এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার আত্মহত্যার চেষ্টা করল রক্তদানকারী ওই কিশোর। আপাতত মাদুরাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন সে। পুলিশ জানিয়েছে, গত ৩ ডিসেম্বর বিরুধুনগর জেলায় সত্তুরে একটি সরকারি হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে এসেছিলেন এক অন্তঃসত্ত্বা। তাতে ধরা পড়ে,তাঁর রক্তাল্পতা রয়েছে। হাসপাতাল থেকে রক্তদানের ব্যবস্থা করা হয়। সে সময় ওই কিশোরের রক্ত মহিলাকে দেওয়া হয়েছিল। রক্তদানের চার দিন পর ধরা পড়ে, ওই রক্ত এক এইচআইভি পজিটিভ কিশোরের। ঘটনার পরই রাজ্যের চিকিৎসা ব্যবস্থার রুগ্‌ণ চেহারা নিয়ে সরব হয়েছেন অনেকে। এ নিয়ে প্রশাসনিক তৎপরতাও শুরু হয়। প্রাথমিক তদন্তের পর ওই হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কের তিন জন স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খব

খাস কলকাতায় থানার পাশেই চলছিল মধুচক্র, হানা দিল লালবাজার

Image
এই স্পা-তেই হানা দেয় পুলিশ। থানার নাকের ডগায় রমরমিয়ে চলছিল মধুচক্র। ঝকঝকে স্পা-এর সাইন বোর্ডের আড়ালে যে দেহ ব্যবসা চলছে তা অনেক দিনই বুঝেছিলেন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক বার থানার আধিকারিকদের জানানোও হয়েছিল মৌখিক ভাবে। কিন্তু তাতে আদৌ কোনও কাজ হয়নি। শেষ পর্যন্ত লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকদের আচমকা হানায় ফাঁস গেল চক্র। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই পি ৬১ সিআইটি রোডে, ভিআইপি মার্কেটের গায়েই বহুতলের এক তলায় 'মাইন্ড টাচ তাই স্পা'তে হানা দেন গোয়েন্দারা। গোয়েন্দাদের সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই তাঁরা খবর পাচ্ছিলেন যে ওই স্পা-এর আড়ালে চলছে দেহ ব্যবসা। গোয়েন্দাদের দাবি, সেখানে হানা দিয়ে দু'জন গ্রাহক সহ মোট সাত জনকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃতদের মধ্যে রয়েছেন ওই স্পা-এর ম্যানেজার রিঙ্কু দাস। গোয়েন্দাদের দাবি, রিঙ্কুই গোটা চক্রটি চালাত। তাঁর বাড়ি ওই এলাকাতেই। ধৃত গ্রাহকরা বাঙুর অ্যাভিনিউ এবং নারকেলডাঙা এলাকার বাসিন্দা। চার জন তরুণীকেও গ্রেফতার করা হয়েছে দেহ ব্যবসা চালানোর অভিযোগে। তাঁরা কসবা এবং মধ্যমগ্রামের বাসিন্দা। তদন্তকারীদের দাবি, প্রায় এক ব

অফিসে ঋতুকালীন ছুটি, মহিলাকর্মীদের পাশে কলকাতার সংস্থা

Image
এই প্রথমবার ঋতুকালীন ছুটি চালু করছে কলকাতার কোনও সংস্থা। এ যেন নববর্ষের উপহার। নতুন বছর থেকে ওঁরা আরও ১২টা ছুটি পাচ্ছেন। এবং এ ছুটি অনেকটাই ব্যতিক্রমী, বলা ভাল 'স্পেশাল'। প্রতি মাসে ওই দিনটা এলে ওঁরা এবার নিশ্চিন্তে অফিস থেকে ছুটি নিতে পারবেন। পিরিয়ডসের কষ্ট মুখ বুজে সয়ে কাঁধে ব্যাগ নিয়ে ওঁদের আর অফিস ছুটতে হবে না কিংবা ঋতুকালে ছুটির দরবার করার জন্য বসের কাছে 'কিন্তু কিন্তু' করতেও হবে না। মাসের সেদিন নি:সঙ্কোচে ছুটি নিতে পারবেন ওঁরা। ঋতুমতী মহিলাদের জন্য এবার সেরকমই ছুটির ব্যবস্থা করে দৃষ্টান্ত তৈরি করল কলকাতার একটি সংস্থা। প্রতি মাসে একটি করে ঋতুকালীন ছুটি পাবেন মহিলা কর্মীরা। এমন অভিনব সিদ্ধান্তই নিয়েছে 'ফ্লাই মাই বিজ' নামে এ শহরের একটি ডিজিটাল মিডিয়া কোম্পানি, যার বয়স মাত্র এক বছর। এ প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা ও কর্ণধার সাম্য দত্ত ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "আমার কোম্পানিতে যেসব মহিলা কর্মী রয়েছেন, তাঁরা অন্য ছুটির পাশাপাশি ঋতুকালে প্রতি মাসে একটি করে বাড়তি ছুটি পাবেন। অর্থাৎ বছরে ১২টি করে ঋতুকালীন ছুটি পাবেন মহিলা কর্মীরা। আগামী জানুয়ারি থেকেই

কেন্দ্রীয় ওয়েবসাইট হ্যাক করে গ্রেপ্তার রায়গঞ্জের যুবক

Image
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের ওয়েবসাইট হ্যাক করে গ্রেপ্তার হল রায়গঞ্জের যুবক। পুলিস সূত্রে খবর, বাবুল হুসেন নামে ওই যুবক ওয়েবসাইট হ্যাক করে তাতে এমন কয়েকটি বৃত্তির কথা লিখে দিয়েছে যার বাস্তবে কোনও অস্তিত্ব নেই। কেরলের এক শিক্ষা অধিকর্তা বাবুলের নামে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ ওয়েবসাইট হ্যাক করার পর বাবুল সেখানে 'পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ'‌ নামে একটি স্কলারশিপের কথা উল্লেখ করে। কিন্তু আদতে এমন কোনও স্কলারশিপ নেই। কেরল পুলিসের তদন্তেই বাবুলের নাম উঠে আসে। রাজ্য পুলিসের সঙ্গে যোগাযোগ করা হয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তাকে সাতদিনের ট্রানজিট রিমান্ডে কেরলে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া তার ল্যাপটপ এবং মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিস। কেরালার শিক্ষা অধিকর্তা জানান, ওই স্কলারশিপের কথা উল্লেখ করায় অনেকেই সেটি পেতে আগ্রহী হয়। আর আবেদনও করে। এই ধরনের একাধিক অভিযোগ পেয়ে পুলিসে অভিযোগ  দায়ের করেন অধিকর্তা। শুরু হয় তদন্ত। গ্রেপ্তার করে কেরল নিয়ে যাওয়ার আগে যুবককে কয়েক দফায় জেরা করা হয়েছে। সে ঠিক কেন এমন করল তাও জানার চেষ্টা করা হচ্ছে।

বাজারে আসছে জিও স্মার্টফোন

Image
বড় ডিসপ্লের স্মার্টফোন বাজারে নিয়ে আসছে জিও। সম্প্রতি এক প্রথম শ্রেণীর দৈনিকে এই খবর প্রকাশিত হয়েছে। এখনও ভারতে যে সব গ্রাহক 4G নেটওয়ার্কের সাথে যুক্ত হন নি তাদের আধুনিক নেটওয়ার্কে যুক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই একাধিক কোম্পানির সাথগে স্মার্টফোন নিয়ে আলোচনা শুরু করেছে জিও। কম দামে বাজারে আসবে এই স্মার্টফোন। জিওর অন্যান্য প্রোডাক্টের মতোই সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এই স্মার্টফোন। মার্কিন স্মার্টফোন কোম্পানি 'ফ্লেক্স' এর সাথে হাত মিলিয়ে ভারতে স্মার্টফোন আনতে চাইছে জিও। এই বিষয়ে ইতিমধ্যেই কথা শুরু করেছে মুম্বাইয়ের কোম্পানিটি। ইকনিমিক টাইমসে এক রিপোর্টে এক সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, "শিঘ্রই স্মার্টফোনের একটি বড় অর্ডার দিতে চলেছে জিও। এই অর্ডার বাজারে প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলবে।" ফিচার ফোন গ্রাহকদের হাতে স্মার্টফোন তুলে দিতে এই স্মার্টফোন নিয়ে আসতে চলেছে জিও। এই মুহুর্তে সারা দেশে ৫০০ মিলিয়ান গ্রাহক ফিচার ফোন ব্যবহার করেন। কম দামে এই গ্রাহকদের হাতে স্মার্টফোন তুলে দেওয়াই লক্ষ্য জিওর। ইতিমধ্যেই মার্কিন কোম্পানি ফ্লেক্সের চেন্নাইতে কারখানা

৩১ ডিসেম্বর থেকে অকেজো চিপ ছাড়া SBI কার্ড! নতুন কার্ডের আবেদন কীভাবে?

Image
চিপ নেই এমন ডেবিট বা ক্রেডিট কার্ড আর ব্যবহার করা যাবে না নতুন বছর থেকে। এই কারণেই ৩১ ডিসেম্বরের মধ্যেই চিপ নেই এমন কার্ড পাল্টে নয়া কার্ড নিতে গ্রাহকদের অনুরোধ করেছে ভারতীয় স্টেট ব্যাংক (SBI)। পুরনো কার্ডের পরিবর্তে নতুন EMV চিপযুক্ত কার্ড দেওয়া হবে গ্রাহকদের। বর্তমানে ডেবিট ও ক্রেডিট কার্ডে শুধু ম্যাগনেটিক স্ট্রিপ রয়েছে। তা সরিয়ে চিপযুক্ত কার্ড চালু করা ব্যয় ও সময়সাপেক্ষ বলে RBI-কে জানিয়েছিল ব্য়াংকগুলি। সূত্রের খবর, ম্যাগনেটিক স্ট্রিপ কার্ডের গড় খরচ যেখানে ₹১২-১৭, সেখানে স্ট্রিপ কার্ডে তা ₹৪০-৭০। SBI-এর তরফে জানানো হয়েছে, নতুন কার্ডের জন্য ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে। ১. SBI-এর অনলাইন ব্যাংকিং থাকলে, www.onlinesbi.com-এ লগ ইন করুন। ২. সেখানে ই-সার্ভিস (e-Service) গিয়ে ATM কার্ড সার্ভিস (ATM Card Services)-এ ক্লিক করুন। ৩. এরপর ATM/ডেবিট কার্ড রিক্যুয়েস্ট (Request ATM/Debit Card) অপশন সিলেক্ট করুন। ৪. নতুন পেজ খুললে, নিজের সেভিংস অ্যাকাউন্ট বেছে নিন। এরপর যেই ধরনের ATM কার্ড পেতে চান, তা বেছে নিন। ৫. সাবমিটে ক্লিক করুন। নতুন ATM

রোবট বেডে মাতৃত্বের স্বাদ! বিপ্লব মেডিক্যালের লেবার রুমে

Image
এবার রোবট বিছানায় শুয়ে মা হওয়ার স্বাদ পাবেন প্রসূতিরা। বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিংয়ের তিনতলায় নতুন লেবার রুমের উদ্বোধন হয়। সেখানেই বারোটি শয্যার মধ্যে রয়েছে দু'টি রিমোট চালিত 'রোবট বেড'। রোগী বিছানায় শুয়ে কারও সাহায্য না নিয়ে শয্যা উপরে তুলতে বা নামাতে পারবেন। ডাক্তার-নার্স দূরে বসেও নিয়ন্ত্রণ করতে পারবেন শয্যার গতিবিধি। এমনটাই জানালেন মেডিক্যালের সুপার ডা. ইন্দ্রনীল বিশ্বাস। আপাতত 'নর্মাল ডেলিভারি' করানোর কাজে ব্যবহার করা হবে এই দু'টি বেড। কিন্তু প্রয়োজনে প্রসূতিকে এই বেডে চড়িয়ে ওয়ার্ডে বা 'হাই ডিপেডেন্সি ইউনিট'-এ স্থানান্তরিত করা যাবে। রাজ্যের সরকারি হাসপাতালে লেবার রুমে এমন রিমোট চালিত শয্যা এই প্রথম। এমনটাই দাবি করলেন মেডিক্যালের গাইনি বিভাগের প্রধান ডা. পার্থ মুখোপাধ্যায়। জানালেন, "আশা করছি এই শয্যা প্রসূতিদের সাহায্য করবে। উপকৃত হবেন ডাক্তার-নার্সরাও।" মেডিক্যালের ইডেন হাসপাতালে প্রায় তিনশো বেড রয়েছে। সবটাই প্রসূতিদের জন্য। বছরে প্রায় ১৪ হাজার প্রসব হয় এখানে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ নর্মাল ডেলিভারি। সুতরাং

আগুনে বোলিং বুমরাহর, মেলবোর্নে ১৫১ রানে শেষ অজিদের প্রথম ইনিংস

Image
ভারত- প্রথম ইনিংস ৪৪৩/৭ দ্বিতীয় ইনিংস ২৮/১ অস্ট্রেলিয়া- প্রথম ইনিংস ১৫১ (হ্যারিস ২২, বুমরাহ ৩৩/৬) মেলবোর্ন : বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনেই বেকায়দায় অজিরা। মেলবোর্নে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৫১ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। দুর্দান্ত বোলিং জশপ্রিত বুমরাহর। মাত্র ৩৩ রান দিয়ে ৬ উইকেট নেন ভারতীয় পেসার। অজিরা ধরাশায়ী হওয়ায় ২৯২ রানের লিড পেয়ে গেল ভারত। কিন্তু টিম পেইনদের ফলো অন না করিয়ে ফের ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শেষ খবর পাওয়া অনুযায়ী, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট খুইয়ে ভারতের স্কোর ২৮/১। বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে ৪৪৩ রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। জবাবে তৃতীয় দিনে বুমরাহর সামনে ধুঁকতে দেখা গেল অস্ট্রেলিয়াকে। বুমরাহর আগুনে বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করলেন অজি ব্যাটসম্যানরা। চলতি বছরেই দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। এ বার নিলেন অস্ট্রেলিয়ায়। এটা তাঁর টেস্ট কেরিয়ারের তৃতীয় পাঁচ উইকেট। এদিকে, মেলবোর্ন টেস্টের আগে যাঁর দলে অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল, সেই রবীন্দ্র জাদেজা নিলেন ২টি উইকেট। আগের পার্থ টেস

সকালেই সেনসেক্স ৩৬,০০০-এ, আর নিফটি ১০,৮৫০ ছাড়াল

Image
মুম্বই: শুক্রবার সকালেও শেয়ার সূচক উর্ধ্বমুখী৷ গত দুদিন বাজার ওঠার পর এদিন সকালেও সেনসেক্স এবং নিফটি উপরে উঠতে দেখা গিয়েছে৷ বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স ৩৬,০০০এ আর নিফটি ১০,৮৫০ ছাড়িয়েছে৷ এদিন সকাল সাড়ে দশটা নাগাদ সেনসেক্স গত দিনের তুলনায় ৩২৭ পয়েন্ট উঠে অবস্থান করছে ৩৬,১৩৫ পয়েন্টে এবং নিফটি ৯১ পয়েন্ট উঠে অবস্থান করছে ১০৮৭১ পয়েন্টে৷ বিভিন্ন ব্যাংকের শেয়ারের দাম এদিন খুব বাড়তে দেখা গিয়েছে৷ এদিন সকালে টাকার দামও বেড়েছে ফলে যেখানে গতকাল দিনের শেষে ডলারের বিনিময় মূল্য ৭০.৩৫ টাকা ছিল সেখানে এদিন সকালে ডলারের বিনিময় মূল্য ৭০.০৫ টাকা৷

দীঘার কাছে ৩টি বাস দুর্ঘটনা, আহত শতাধিক

Image
সাত সকালে দীঘার কাছে এদিন ৩ বাস দুর্ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। ৩ টি দুর্ঘটনার নেপথ্যেই রয়েছে চালকের নিয়ন্ত্রণহীনতা । আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে একটি বাস দীঘার উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে আরেকটি বাস ঝাড়গ্রাম থেকে পর্যচক নিয়ে দীঘা যাচ্ছিল দীঘার কাছে রামনগরে, এই দুটি বাসের মুখোমপখি সংঘর্ষ হয়। এরফলে অন্তত ৩৫-৪০ জন যাত্রী জখম হন। যাত্রীদের অভিযোগ ঝাড়গ্রাম থেকে দীঘামুখী বাসের চালক মত্ত অবস্থায় ছিলেন। যার জেরে হাবড়া থেকে যাওয়া ভলভো বাসের সামনে সরাসরি ধাক্কা মারে ঝাড়গ্রামের বাসটি। এদিকে, দীঘার কাছে কাঁথি বাইপাসে একটি বাস রাস্তার ধারের বটগাছে ধাক্কা মারে। এই ঘটনায় বাসে থাকা প্রায় ৩৫ জন যাত্রীর আঘাত লাগে। এই বাসের চালক ও খালাসির আগাত গুরুতর বলে জানা গিয়েছে। চালকের দাবি ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা ঘটে। তৃতীয় বাস দুর্ঘটনায় খবর মিলেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরমপুরে। জানা গিয়েছে, পর্যটকভর্তি একটি বাস এই রাজ্য থেকে উড়িষ্যা গিয়েছিল, ফেরার পথে বাসটি মকরমপুরে নিয়ন

মেঘালয়ের খনিতে আটক ১৫জন শ্রমিকের খোঁজে নামল বায়ুসেনা

Image
দুই সপ্তাহের বেশি সময় ধরে কোনও খোঁজ মেলেনি। সরকারি গড়িমসিতে বিপদ আরও বেড়েছে। অবশেষে বাড়ল তৎপরতা। ভারতীয় বায়ুসেনা, কোল ইন্ডিয়া লিমিটেড ও পাম্প ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিরলোসকর ব্রাদার্স লিমিটেড একসঙ্গে হাত লাগিয়েছে এতজন শ্রমিককে তুলে আনার জন্য। মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ি এলাকায় একটি অবৈধ খনিতে কয়লা তুলতে গিয়ে শ্রমিকরা আটকে গিয়েছেন। তাঁরা বেঁচে আছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিরলোসকর ব্রাদার্স বলছে, শ্রমিকদের আটকে থাকা নিয়ে তাঁরা চিন্তিত। তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মেঘালয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এদিন ভারতীয় বায়ুসেনা ও কোল ইন্ডিয়াও উদ্ধারের কাজে নামছে। বায়ুসেনা মুখপাত্র রত্নাকর সিং বলেছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর বায়ুসেনার সাহায্য চেয়েছে। মোট দশজনের দলে থাকছেন চারজন ইঞ্জিনিয়ার, ছয় সার্ভেয়ার। এছাড়া কোল ইন্ডিয়ার দুই শীর্ষ আধিকারিক তাদের সঙ্গে দেবেন। প্রসঙ্গত, সবমিলিয়ে মোট ১৫জন শ্রমিক আটকে রয়েছেন পূর্ব জয়ন্তিয়া এলাকার সাইপুংয়ে। বুধবার থেকে খনির ভিতর থেকে দুর্গন্ধ উঠে আসছে বলে টের পেয়েছেন এনডিআরএফ এর কর্মীরা। এনডিআরএফ এর সহযোগী কম্যান্ডান্ট সন্তোষ সিং বলেছেন, এট

মুম্বইয়ের কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার বসিরহাটে

Image
বাংলাদেশ যাওয়ার পথে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে গ্রেফতার হল কুখ্যাত অস্ত্র কারবারি শান্তনু পাল। মুম্বই পুলিসের হাত থেকে পালিয়ে বাংলাদেশ যাচ্ছিল শান্তনু। সেইসময়ই তাকে ধরে ফেলে বসিরহাট থানার পুলিস। ২০১৫ সালে আগ্নেয়াস্ত্র বিক্রি ও গুলি চালানোর অভিযোগে ৩ বছরের জেল হয় কুখ্যাত দুষ্কৃতী শান্তনু পালের। ২০১৬ জুন মাসে আর্থার রোড জেল থেকে প্যারোলে মুক্তি পায় সে। বাড়ি ফেরার পথে পুলিসের গাড়ি থেকে পালিয়ে যায় শান্তনু। তারপর থেকে দীর্ঘদিন আত্মগোপন করেছিল। গোপন সূত্রে মুম্বইয়ের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড খবর পায়, ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর ছক কষছে শান্তনু। সোর্স মারফত সেই খবর পেয়েই বসিরহাট থানার পুলিসের সঙ্গে যোগাযোগ করে মুম্বই এটিএস। এরপর বৃহস্পতিবার ভোর রাতে যৌথ অভিযান চালায় মুম্বইয়ের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ও বসিরহাট থানার পুলিস। ঘোজাডাঙা সীমান্ত থেকে গ্রেফতার করা হয় শান্তনুকে। আজ বসিরহাট মহকুমা আদালত তোলা হয় কুখ্যাত অস্ত্র কারবারিকে। ট্রানজিট রিমাইন্ডে ফের মুম্বইয়ে নিয়ে যাওয়া হচ্ছে শান্তনু পালকে।

জিও ব্যবহার করেন? আপনার জন্য রয়েছে খারাপ খবর

Image
দিল্লি, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে যে কোন সময় সব জিও কানেকশান বন্ধ হয়ে সেতে পারে। আনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশানের কাছ থেকে স্প্রেকটার্ম না কিনলে জিও কানেকশান বন্ধ হয়ে যেতে পারে। জিওর প্রয়োজন পাঁচটি ৮০০ মেগাহার্তজ স্পেকটার্ম। যে কোন 4G LTE নেটওয়ার্কের জন্য যা বাধ্যতামুলক। অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিল নাডু ও কেরালার মতো গুরুত্বপূর্ণ সার্কেলগুলিতেও জিওর কাছে রয়েছে ৩.৮ ইউনিট ৮০০ মেগাহার্তজ স্পেকটার্ম। তাই গ্রাহককে ভালো পরিষেবা দেওয়ার জন্য আরও ইউনিট প্রয়োজন জিওর। তাই জিওকে বাজারে টিকে থাকতে জলদি অতিরিক্ত স্পেকটার্ম কিনতে হবে। গুরুত্বপূর্ণ এই সার্কেলগুলিতে আরও ভালো পরিষেবার জন্য যা বাধ্যতামুলক। ২০১৭ সালে এই স্পেকটার্ম কেনার প্রক্রিয়া শুরু হয়েছিল। ১২২.4 ইউনিট স্পেকটার্ম আরকমের কাছ থেকে কেনার কথা ছিল জিওর। এর মধ্যে রয়েছে ৮০০ মেগাহার্তজের স্পেকটার্মগুলি। এই স্পেকটার্মগুলি বিক্রি করেই বাজারে ৪৬,০০০ কোটি টাকা দেনা শোধ করার পরিকল্পনা করেছিল আনিল আম্বানির কোম্পানি। তাই এই কেনা বেচা জিও ও আর কম দুই কোম্পানির কাছেই খুব গুরুত্বপূর্ণ। এই কাজ না হলে মুম্বাই, গুজরাট, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশ, বিহা

তালাক বিল পাশ, সংসদে নিশানা মোদী

Image
গুজরাতের কোনও মহিলাকে যদি তাঁর স্বামী ছেড়ে চলে যান, সেই মহিলা যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে আর্জি জানান, ''আমার স্বামীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করুন''— তা হলে রবিশঙ্কর প্রসাদ কি সেটা করবেন? লোকসভায় তিন তালাক বিল নিয়ে বিতর্কে কংগ্রেসের সুস্মিতা দেব প্রশ্নটা তুললেন। কারও নাম করেননি। রবিশঙ্করও জবাব দেননি। কিন্তু সবাই বুঝে গেলেন, ইঙ্গিত কোন দিকে।  আরও সরাসরি ইঙ্গিত করেছেন আসাদউদ্দিন ওয়েইসি। তাৎক্ষণিক তিন তালাককে ফৌজদারি অপরাধের তকমা দিয়ে তিন বছর পর্যন্ত শাস্তির নিদান-সহ বিল এনেছে মোদী সরকার। স্ত্রী-দের ত্যাগ করাকেও সেই বিলে অপরাধের তালিকায় ফেলায় দাবি তুলেছেন ওয়েইসি। সঙ্গে যুক্তি, ''সম্মাননীয়া ভাবীজি গুজরাত থেকে দিল্লিতে এসে থাকতে চাইছেন।'' ওয়েইসি-ও নাম বলেননি। কিন্তু সকলেই বুঝলেন, ইঙ্গিত কোন দিকে!  নরেন্দ্র মোদী আজ লোকসভায় ছিলেন না। যশোদাবেনের সঙ্গে বিয়ের পরেই তিনি গৃহত্যাগ করেছিলেন। তবে ২০১৪-র লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় যশোদাবেনের নাম 'স্ত্রী' বলে লিখেছিলেন। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে যশোদাবেন বলেছিলেন, ডাক পেলে ত

বিয়ের সাত মাসের মাথায় মৃত্যু তরুণীর

Image
রিঙ্কু ও সৌম্যদেব কুন্ডুচৌধুরী মেয়ে সুন্দরী এবং বিদূষী হওয়ায় শ্বশুরবাড়ি থেকেই বিয়ের প্রস্তাব এসেছিল। শিক্ষিত ও অবস্থাপন্ন হওয়ায় ওই পরিবারে একমাত্র মেয়ের বিয়ে দিতে দ্বিধা করেননি বাবা-মা। কিন্তু, বিয়ের মাত্র সাত মাসের মাথায় সেই মেয়ের অস্বাভাবিক মৃত্যুর খবর এল শ্বশুরবাড়ির পাড়া থেকে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আন্দুলের মহিয়াড়ি রায়বাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রিঙ্কু কুন্ডুচৌধুরী (২১)। তিনি হাওড়ার দীনবন্ধু কলেজে বিকম তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গত ২১ মে রিঙ্কুর সঙ্গে বিয়ে হয়েছিল মহিয়াড়ির বাসিন্দা সৌম্যদেব কুন্ডুচৌধুরীর। এ দিন সকালে স্থানীয় লোকজন জানতে পারেন, ওই তরুণী গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। অভিযোগ, এর পরেই তাঁরা রিঙ্কুর শ্বশুরবাড়িতে চড়াও হয়ে শাশুড়ি ও ননদকে মারধর করেন। ভাঙচুর করা হয় ঘরের আসবাব। পরে পুলিশ গিয়ে রিঙ্কুর শাশুড়ি সুমনা কুন্ডুচৌধুরী ও ননদ দিশারী কুন্ডুচৌধুরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে গ্রেফতার করা হয় সৌম্যদেব ও দিশারীকে। বাসিন্দাদের অভিযোগ, নিত্যদিন ওই তরুণীর উপরে অত্যাচার চালাতেন শ্বশুরবাড়ির লোকজন। বুধবার রাতেও তাঁকে মারধর করা হয়। তাঁদের আরও অভিযো

গরুমারায় বিষ প্রয়োগে মৃত্যু গণ্ডারের? শুট অ্যাট সাইটের দাবি পরিবেশকর্মীদের

Image
ময়নাতদন্তর পর গরুমারা জাতীয় উদ্যানের খড়্গ কাটা গণ্ডারের দেহে পাওয়া গেল না গুলির চিহ্ন। তবে কি বিষপ্রয়োগ করে খুন করা হয়েছে গণ্ডারটিকে? তাই নিয়ে দুশ্চিন্তায় আছেন বন কর্তারা। অন্যদিকে জাতীয় উদ্যানে রাতে সন্দেহজনক কার্যকলাপ দেখলেই গুলি চালানোর, অর্থাৎ 'শুট অ্যাট সাইটের' দাবী তুলেছেন স্থানীয় পরিবেশকর্মীরা। গরুমারা জাতীয় উদ্যানের গড়াতি এলাকায় গত মঙ্গলবার টহলদারির সময় উদ্ধার হয় খড়্গ কাটা অবস্থায় একটি পুরুষ গণ্ডারের মৃতদেহ। দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে ছুটে আসেন জলপাইগুড়ির পুলিশ সুপার ও বনকর্তারা। শুরু হয় ময়নাতদন্ত। ময়নাতদন্ত শেষে দেহে কোনো গুলির চিহ্ন না মেলায় বনাধিকারিক ও তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, বিষপ্রয়োগ করে মারা হয়েছে বিশালদেহী এই পুরুষ গণ্ডারটিকে। ভিসেরা (অভ্যন্তরীণ অঙ্গ) পরীক্ষার জন্য পাঠানো হয় কলকাতায়। এরপর বক্সা ও জলদাপাড়া থেকে তদন্তের জন্য আনা হয় রানী ও করিম নামে বনদপ্তরের দুই স্নিফার ডগকে। উল্লেখ্য, এর আগে গরুমারায় ২০১৪ ও ২০১৭ সালে দুটি পৃথক ঘটনায় তিনটি গণ্ডার পোচিংয়ের ঘটনা সামনে এসেছিলো। ২০১৭ সালে পোচিং কাণ্ডের তদন্তে নেমে সিআইডির বিশেষ দল আসাম থেকে লিংডং মোয়াং নামে

তিন বছর পর থামল হেঁচকি, বাংলাদেশি যুবককে বাঁচালেন কলকাতার চিকিৎসক

Image
'‌হিচকি'‌ সিনেমার অভিনেত্রী রানি মুখার্জি চেয়েছিলেন স্কুলের শিক্ষিকা হতে। কিন্তু অনবরত হেঁচকি উঠত। তার জন্য নিজের আত্মবিশ্বাসও হারাতে বসেছিলেন। মনের জোরে সমস্যা থেকে বেরোনোর রাস্তা খুঁজে পান। একই সমস্যায় তিন বছর ভুগছিলেন বাংলাদেশের গোপালগঞ্জের ২৪ বছরের যুবক হাসিবুল হাসান। হেঁচকি কোনও কিছুতেই কমছিল না। বহু চিকিৎসক দেখিয়েও কাজ হয়নি। অবশেষে কলকাতায় ইনস্টিটিউট অফ সাইক্রিয়াট্রিতে (‌আইওপি)‌ দু ‌মাসেই শাপমুক্তি ঘটল। হাসিবুল বাংলাদেশে একটি বৈদ্যুতিক সংস্থায় কাজ করতেন। সেই চাকরিও যেতে বসেছিল। মিনিটে ৬০–৭০ বার হেঁচকি ওঠার ঠেলায় প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল। লজ্জায় বাইরে বেরোতেন না। হতাশায় ভুগছিলেন। অবশেষে বাংলাদেশের এক চিকিৎসকের পরামর্শে কলকাতায় আইওপি–তে আসেন। বহির্বিভাগে দেখামাত্রই আইওপি–র অধিকর্তা ডাঃ প্রদীপকুমার সাহা ধরে ফেলেন '‌হেঁচকি'র কারণ শারীরিক নয়, মানসিক। চিকিৎসা পরিভাষায় '‌পার্সিস্ট্যান্ট হিচকক ডিসঅর্ডার উইথ সাইকোটিক ডিসঅর্ডার'‌। ডাঃ প্রদীপকুমার সাহা বলেন, '‌এটা একশোভাগ মানসিক সমস্যা। সকলে স্নায়ুরোগ ভেবে চিকিৎসা করেছিল বলে কাজ হচ্ছিল না। আউটডোরে রোগীকে দেখি হেঁ

মোট নম্বর ৫৫, পরীক্ষার্থী পেয়েছেন ৫৯! আজব কাণ্ড এসএসসিতে

Image
পরীক্ষার মোট নম্বর ৫৫। অথচ পরীক্ষার্থী পেয়েছেন ৫৯! তথ্য জানার অধিকার আইনে নিজের প্রাপ্ত নম্বর জানতে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে এমনই জানতে পারলেন ঋতু বেরা। অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন মেধা তালিকা প্রকাশ না করেই কাউন্সেলিং শুরু করেছে। এই অভিযোগ ছাড়াও আরও একটি অভিযোগ ছিল। দ্বিতীয় মেধাতালিকায় পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ না করে শূন্যপদ কমিয়ে দেওয়া হয়েছে। গত অক্টোবরে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন আশরাফুল নিশা—সহ বেশ কিছু পরীক্ষার্থী। তাঁদের আইনজীবী আশিস কুমার চৌধুরি অভিযোগ করেন, কোনওরকম মেধা তালিকা প্রকাশ না করেই কাউন্সেলিং শুরু করেছে এসএসসি কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার নম্বর জানানো হচ্ছে না। এরপরই বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় এসএসসি কর্তৃপক্ষকে আগামী ২ জানুয়ারির মধ্যে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর—সহ যাবতীয় তথ্য আদালতের কাছে হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তার আগেই কেঁচো খুঁড়তে কেউটে। নিজের প্রাপ্ত নম্বর জানতে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন ঋতু বেরা নামে এক ছাত্রী। সেই আবেদনের উত্তরে এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর প্রাপ্ত নম্বর ৫

কর ফাঁকির অভিযোগে অভিনেতা মহেশ বাবুর দুটি অ্যাকাউন্ট ক্লোজ়

Image
হায়দরাবাদ : তেলাঙ্গানার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জি মহেশ বাবুর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ় করল GST কমিশনারেট। ২০০৭-০৮ অর্থবর্ষে আয়কর না দেওয়ায় গতকাল তার দুটি অ্যাকাউন্ট ক্লোজ় করা হয়েছে। মহেশ বাবু কয়েকটি কম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন। সেই সব কম্পানি থেকে তিনি যা উপার্জন করেছেন তার উপর কর দেননি বলে অভিযোগ। আর সেই অপরাধেই তার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ় করা হয়েছে। GST কমিশনারেটের রিপোর্ট অনুযায়ী মহেশ বাবু ১৮.৫ লাখ টাকা কর প্রদান করেননি। তাই GST কমিশনারেট তাঁর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ় করেছে। সেই অ্যাকাউন্টগুলিতে মোট ৭৩.৫ লাখ টাকা ছিল। ২০০৫ সাল থেকে বিভিন্ন কম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন মহেশ বাবু। সম্প্রতি তাঁর কর ফাঁকি দেওয়ার বিষয়টি নজরে আসে কমিশনের। এরপরেই তাঁর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ করা হয়। এর আগে তেলাঙ্গানার অন্য এক অভিনেতা নন্দামুরি তারকা রামা রাও আয়কর ফাঁকির অপরাধে অভিযুক্ত হন।

লাগাম কেন্দ্রের, ফ্লিপকার্ট অ্যামাজ়নে কমতে পারে ডিসকাউন্ট

Image
দিল্লি : ই কমার্স সাইটের ধাক্কায় মার খাচ্ছে ছোটো ব্যবসায়ীরা। এমন অভিযোগ ছিল দীর্ঘদিনের। এবার সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে ই কমার্স সাইটগুলোর জন্য একাধিক নিয়মনীতি জারি করল কেন্দ্রীয় সরকার। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশিকা। এরফলে ই কমার্স সাইটগুলোতে বন্ধ হতে পারে এক্সক্লুসিভ অফার এবং কমতে পারে পণ্যের উপর ছাড়ের পরিমাণ। ভারতের বাজারে ক্রমে ব্যবসা বাড়াচ্ছে ফ্লিপকার্ট, অ্যামাজ়ন সহ বিভিন্ন ই কমার্স সাইট। ইতিমধ্যে মার্কিন বহুজাতিক ওয়ালমার্ট অধিগ্রহণ করেছে ফ্লিপকার্টকে। বাজার ধরতে চোখ ধাঁধানো ছাড় দিচ্ছে সংস্থাগুলো। এরফলে ছোটো ও মাঝারি ব্যবসায়ীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কোনও ই কমার্স সাইটের সঙ্গে যে সংস্থার চুক্তি নেই তারা তাদের পণ্যের সর্বোচ্চ ২৫ শতাংশ অনলাইন সংস্থার মাধ্যমে বিক্রি করতে পারবে। বাকি পণ্য সাধারণ বাজারে খুচরো ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রি করতে হবে। ফলে নির্দিষ্ট কোনও পণ্য নিয়ে ই কমার্স সাইটগুলি একচেটিয়া ব্যবসা করতে পারবে না। অর্থাৎ, এক্সক্লুসিভ সেল বন্ধ হতে চলেছে। যেমন, যদি ওয়ানপ্লাস ও শিয়াওমি কোনও ফোন বাজারে আনে তাহলে তা

ইভটিজিংয়ের জবাবে যুবকের যৌনাঙ্গে কোপ যুবতীর

Image
মুম্বই : মুম্বই-এর ডোমবিভালি এলাকার এক মহিলাকে প্রতিদিন ইভটিজিংয়ের শিকার হতে হচ্ছিল বলে অভিযোগ৷ শেষমেষ বিরক্ত হয়ে নিজেই অভিযুক্তকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল ওই মহিলা৷ জানা গিয়েছে, ওই মহিলা পরিকল্পনা করে বন্ধুদের সঙ্গে মিলে একটি ফাঁকা এলাকায় ডেকে পাঠায় যুবককে৷ সেখানেই তার সঙ্গীদের নিয়ে এই অভিযুক্ত যুবকের পুরুষাঙ্গ কেটে নেয় বলে অভিযোগ৷ শুধু তাই নয় তার আগে এই যুবককে মহিলা বেধড়ক মারধর করে বলে সূত্রের খবর৷ গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়৷ তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা যাচ্ছে৷ এই মহিলা এবং তার দুই বান্ধবীকে গ্রেফতার করল পুলিশ৷ মহিলার বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা রুজু করল পুলিশ৷ জেরা এই মহিলা পুলিশকে জানায় শুধু শ্লীলতাহানি নয় রীতিমতো প্রতিদিন এই যুবক হেনস্তা করত মহিলাকে৷ ভবিষ্যতে এই মহিলার মতো আর কোনও মেয়ে কে এই পরিস্থিতি এই যুবক যাতে না ফেলে সেই কারণে এই ভাবে সে প্রতিশোধ নেওয়া সিদ্ধান্ত নিয়েছে বলে পুলিশকে জানায়৷

‘ঘুম ছুটেছে’ ঋণ নিয়ে, গভীর রাতে বৈঠক প্রধানমন্ত্রীর

Image
কৃষিঋণ মকুব নিয়ে বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী। তিন রাজ্যে গদি হারিয়ে লোকসভা ভোটের মুখে এ বার নিজেই কৃষিঋণ মকুব নিয়ে বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী। বুধবার রাতে নিজের বাসভবনে বিজেপি সভাপতি অমিত শাহ, অর্থমন্ত্রী অরুণ জেটলি ও কৃষিমন্ত্রী রাধামোহন সিংহের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় তিন ঘণ্টার ওই বৈঠকে কৃষকদের ঋণ মকুব ও সুরাহা দেওয়ার জন্য মূলত তিনটি পথ খতিয়ে দেখা হয়েছে। এক, মধ্যপ্রদেশের 'ভাবান্তর যোজনা'-র ধাঁচে ফসলের সহায়ক মূল্যের থেকে বাজারের দাম পড়ে গেলে সেই ফারাক চাষিদের দেওয়া। দুই, তেলঙ্গানার 'রায়তু বন্ধু' প্রকল্পের মতো চাষের মরসুমের শুরুতেই চাষিদের সার-বীজ কেনার জন্য অর্থ দেওয়া। যাতে তাঁদের ঋণ নিতেই না হয়। তিন, গোটা দেশে চাষিদের ঋণ মকুব করে দেওয়া। তবে বিপুল অর্থের প্রয়োজনে যা কার্যত নাগালের বাইরে বলেই মনে করছেন মন্ত্রীরা। এর সঙ্গে কিসান ক্রেডিট কার্ড প্রকল্পে ঋণের অঙ্কের ঊর্ধ্বসীমা বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে। গভীর রাত পর্যন্ত হওয়া এই বৈঠকের খবর শুনে কংগ্রেসের প্রতিক্রিয়া, রাহুল গাঁধীর কথাই তা হলে সত্যি হল। প্রধানমন্ত্রীর সত্যিই ঘুম ছুটে গিয়েছে! মোদী অবশ্য আজ হিমাচল প্রদেশে গিয়