৩১ ডিসেম্বর থেকে অকেজো চিপ ছাড়া SBI কার্ড! নতুন কার্ডের আবেদন কীভাবে?


চিপ নেই এমন ডেবিট বা ক্রেডিট কার্ড আর ব্যবহার করা যাবে না নতুন বছর থেকে। এই কারণেই ৩১ ডিসেম্বরের মধ্যেই চিপ নেই এমন কার্ড পাল্টে নয়া কার্ড নিতে গ্রাহকদের অনুরোধ করেছে ভারতীয় স্টেট ব্যাংক (SBI)। পুরনো কার্ডের পরিবর্তে নতুন EMV চিপযুক্ত কার্ড দেওয়া হবে গ্রাহকদের।

বর্তমানে ডেবিট ও ক্রেডিট কার্ডে শুধু ম্যাগনেটিক স্ট্রিপ রয়েছে। তা সরিয়ে চিপযুক্ত কার্ড চালু করা ব্যয় ও সময়সাপেক্ষ বলে RBI-কে জানিয়েছিল ব্য়াংকগুলি। সূত্রের খবর, ম্যাগনেটিক স্ট্রিপ কার্ডের গড় খরচ যেখানে ₹১২-১৭, সেখানে স্ট্রিপ কার্ডে তা ₹৪০-৭০।
SBI-এর তরফে জানানো হয়েছে, নতুন কার্ডের জন্য ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে।

১. SBI-এর অনলাইন ব্যাংকিং থাকলে, www.onlinesbi.com-এ লগ ইন করুন।

২. সেখানে ই-সার্ভিস (e-Service) গিয়ে ATM কার্ড সার্ভিস (ATM Card Services)-এ ক্লিক করুন।

৩. এরপর ATM/ডেবিট কার্ড রিক্যুয়েস্ট (Request ATM/Debit Card) অপশন সিলেক্ট করুন।

৪. নতুন পেজ খুললে, নিজের সেভিংস অ্যাকাউন্ট বেছে নিন। এরপর যেই ধরনের ATM কার্ড পেতে চান, তা বেছে নিন।

৫. সাবমিটে ক্লিক করুন। নতুন ATM কার্ড আপনার বাড়িতে পৌঁছে যাবে।
মনে রাখবেন SBI অনলাইন ব্যাংকিং সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবহার করা যাবে।