Posts

Showing posts from August 24, 2018

আধারের সাথে লিঙ্ক সিম কার্ড লিঙ্ক করেছেন? দেখুন এবার কী করতে হবে আপনাকে

Image
নিজের আধার নম্বরের সাথে সিম কার্ড লিঙ্ক করিয়েছেন? তা যদি করিয়ে থাকেন তবে এবার আপনাকে ফেস অথেন্টিকেশান করতে হবে। সম্প্রতি UIDAI এর বায়োমেট্রিক ভেরিফিকেশানের নতুন এই উপায়ের কথা জানানো হয়েছে। এই বছরের শুরুতেই সব মোবাইল অপারেটার তাদের সিম কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পরামর্শ দিয়েছিল। কোন জায়গা থেকেই আধার নম্বর ছাড়া সিম কার্ড দেওয়া হচ্ছে না। তবে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই জানিয়েছে সিম কার্ড ব্যবহারের জন্য আধার বাধ্যতামুলক নয়। পরে সরকার এর বিরুদ্ধে পদক্ষেপ নিলে নড়েচড়ে বসে মোবাইল অপারেটাররা। এবার UIDAI জানিয়েছে যে সব গ্রাহক আধারের সাথে সিম কার্ড লিঙ্ক করিছেন তাঁদের 'ফেস অথেন্টিকেশান'করতে হবে। এর জন্য গ্রাহকের মুখের একটি ছবি তোলা হবে। এবং KYC তে যে ছবি দেওয়া হয়েছিল তার সাথে মিলিয়ে নেওয়া হবে এই ছবি। মোবাইল অপারেটারদের ১৫ সেপ্টেম্বরের আগে অন্তত ১০ শতাংশ গ্রাহকের ফেস অথেন্টিকেশান করতে নির্দেশ দিয়েছে UIDAI। নচেৎ বড় টাকা জরিমানা দিতে হবে টেলিকম কোম্পানিগুলিকে। অর্থাৎ এবার যুদ্ধকালীন পরিস্থিতিতে গ্রাহকের ছবি তোলা শুরু করবে টেলিকম কোম্পানিগুলি। তবে এই ছবি কোন ক্যামেরা দিয়ে তুলতে হবে তা জানানো হয়

গুপ্তধনের সন্ধানে! ঘরের মেঝের নীচেই নাকি 'লুকিয়ে' বহুমূল্য ধাতু, তারপর...

Image
গ্রামের লোক রোজই দেখেন, রোহিত নন্দীর বাড়িতে ২ জন অপরিচিত ব্যক্তি গাঁইতি, কোদাল নিয়ে ঢুকছেন। কারা কোথা থেকে আসছেন? কেন আসছেন? জিজ্ঞেস করলেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন রোহিত নন্দী। আর তাতেই সন্দেহটা আরও গাঢ় হয়। শেষমেশ সটান বাড়ির ভিতর ঢুকতেই নাটকের যবনিকা পতন। পর্দাফাঁস হল আসল ঘটনার। জানা গেল, বাড়ির ভিতর গুপ্তধনের খোঁজ চলছে। আর সেকারণেই ঘরের মেঝেতে কাটা হয়েছে ২০ ফুটের বিশাল সুড়ঙ্গ। বাঁকুড়ার কোতলপুরে চাতরা গ্রামের বুটবাড়ি এলাকায় বাড়ি রোহিত নন্দীর। পেশায় কৃষিজীবী রোহিত নন্দীর বাড়িতে দিন পনেরো আগে ২ জন অপরিচিত ব্যক্তি আসেন। নিজেদেরকে হুগলীর কামারপুকুরের বাসিন্দা বলে দাবি করেন অগুন্তকদ্বয়। এরপরই রোহিত নন্দীকে চমকে দিয়ে তাঁর কাছে এক অদ্ভূত দাবি করেন তাঁরা। রোহিত নন্দীকে তাঁরা বলেন, বাড়ির মেঝের ১৫ মিটার নীচে বহুমূল্য ধাতু লুকিয়ে রাখা আছে। খোলা বাজারে যার দাম কয়েক কোটি টাকা। অবিলম্বে ওই গুপ্তধন গোপনে বের করে না নিলে, সরকার সবটা হস্তগত করে নেবে। তখন আর কিছুই পাবেন না রোহিত নন্দী। আগুন্তকরা রোহিত নন্দীকে আশ্বাস দেন, ওই ধাতু তুলতে পারলে রোহিত নন্দীকে একটি পাকা বাড়ি করে দেওয়া হবে। সেইসঙ্গ

বধূবেশে তরুণীর নগ্ন ছবি তুলে বিপদ! মৃত্যু হুমকি পেয়ে পুলিসের দ্বারস্থ ফটোগ্রাফার

Image
কল্পনাও করতে পারেননি, একটা ছবি তুলে মৃত্যু হুমকি পর্যন্ত পেতে পারেন! গত ৪৮ ঘণ্টা ঘুম নেই। নাওয়া-খাওয়াও বন্ধ। ফোন ধরতে ভয় পাচ্ছেন। চেনা পরিচিত ছাড়া কাওর ফোনই রিসিভ করছেন না। মৃত্যু ভয়ে কার্যত থরহরি কম্প অবস্থা প্রীতমের। স্বাভাবিক থাকেই বা কী করে? একের পর এক উড়ো ফোন আসছে ওর মোবাইলে। কেও বলছে মেরে ফেলবে, কেও হুমকি দিচ্ছে মাথা কেটে নেওয়ার! এমন জীবন বিপন্ন অবস্থায় পেশাদার ওয়েডিং ফটোগ্রাফার দ্বারস্থ হয়েছেন লাল বাজারের সাইবার সেলে। আজ (শুক্রবার) কলকাতা পুলিসের সদর দফতরে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন প্রীতম মিত্র। ফটোগ্রাফারের সব কথা শোনার পর তদন্তও শুরু করেছে সাইবার সেলের অফিসাররা।  ঘটনার সূত্রপাত হয় দিন দুয়েক আগে। পাঁচ বছর ওয়েডিং ফটোগ্রাফির পেশায় থাকা প্রীতমের একটি ছবি বং ক্রাশ নামের এখটি ফেসবুক পেজে পোস্ট হতেই তা নিয়ে শোরগোল পড়ে যায়। ওই ছবিতে দেখা যায় এক তরুণী নগ্ন অবস্থায় দাঁড়িয়ে। মুখ ঢাকা রয়েছে পান পাতায়। স্রেফ উঁকি দিচ্ছে তরুণীর কাজল কালো চোখ। কপালে লাল টিপ, মাথায় বধূ সাজের মুকুট। এলোকেশী তরুণীর হাতে গাছকৌটো। আর সেটা দিয়ে তিনি ঢেকে রেখেছেন যৌনাঙ্গ। এই ছবি পোস্ট হওয়া মাত্রই শুরু হয় তর্জা।

স্কুল সার্ভিসের ওয়েট লিস্টে ‘চূড়ান্ত দুর্নীতি’, শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে তদন্তের দাবি অশোকের

Image
রাতারাতি এসএসসি-র ওয়েট লিস্ট পাল্টে যাওয়া নিয়ে এ বার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিলেন অশোক ভট্টাচার্য। 'চূড়ান্ত দুর্নীতি' বলে উল্লেখ করে শিলিগুড়ির মেয়র এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন। সঠিক তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই তালিকা থেকে নিয়োগ বন্ধ রাখার আর্জিও জানিয়েছেন বাম বিধায়ক। সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের (তফসিলি জাতি, মহিলা) মেধাতালিকার ওয়েট লিস্ট প্রকাশ করা হয়। সেখানে তালিকায় প্রথম নামটিই ছিল ববিতা বর্মন। কিন্তু দু'দিন পর সেই তালিকায় পরিবর্তন করা হয়। তাতে ববিতা বর্মনের নাম সরে গিয়ে এক নম্বরে না প্রকাশিত হয় অঙ্কিতা অধিকারীর। পরে জানা যায়, এই অঙ্কিতা অধিকারী প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা তথা সদ্য তৃণমূলে যোগ দেওয়া পরেশ অধিকারীর মেয়ে। স্কুল সার্ভিস কমিশনে যোগাযোগ করা হলে জানানো হয়, 'টেকনিক্যাল ফল্ট'। কিন্তু এই খবর প্রকাশিত হওয়ার পরই হইচই পড়ে যায়। স্কুল সার্ভিসে পরীক্ষায় বসা প্রার্থীরা এবং ওয়েট লিস্টে নাম থাকা অন্য প্রার্থীরা অভিযোগ তোলেন, নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী তৃণমূলে যোগ দেওয়ার পরই

ছেলে–বৌমার অত্যাচারে আত্মঘাতী প্রৌঢ়

Image
ছেলে–বৌমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন প্রৌঢ় দম্পতি। গাছের ডালে কাপড়ের ফাঁসে গলা দিলেন তাঁরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। এলাকার দক্ষিণ শিমুলিয়ার জেলে পাড়ার বিজয় মন্ডল এবং তাঁর স্ত্রী বাড়ির অদূরে ফাঁকা মাঠে একটি গাছে গলায় ফাঁস দেন বৃহস্পতিবার রাতে। শুক্রবার সকালে স্থানীয়দের নজরে বিষয়টি এলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিস। এদিকে মদের আসর থেকে বাড়ি ফেরার পথে বন্ধুদের হাতে খুন হলেন এক ব্যক্তি। ঘটনা নন্দীগ্রাম থানার আমড়া তলার সিংপল্লীর। মৃতের নাম তপন সিং(৪৫)। পেশায় জনমজুর। বৃহস্পতিবার রাতে প্রতিবেশী দুই বন্ধু গুরুপদ সিং আর নাড়ুগোপাল মাইতির সঙ্গে বাড়ির কাছেই মদের আসর বসিয়েছিলেন তপন। সাড়ে ১১ টা নাগাদ আসর থেকে উঠে বাড়ি ফিরছিল তিনজন। আচমকা কোনও বিষয় নিয়ে নাড়ু আর গুরুপদের সঙ্গে ঝগড়া শুরু হয় তপনের। অভিযোগ, সেসময় এই দুজন তপনকে বেদম মারধর করে। তাতেই মৃত্যু হয় তপনের। এরপরই চম্পট দেয় গুরুপদ। কিন্তু স্থানীয় মানুষের হাতে ধরা পড়ে যায় নাড়ু। তাকে আটকে রাখা হয় স্থানীয় ক্লাবে। গুরুপদকে না পেয়ে তার স্ত্রী ও মাকে একইভাবে আটকে রাখা হয়। খবর পেয়ে প

জঙ্গলের মধ্যে ধর্ষণ নাবালিকাকে

Image
চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় এক যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে দক্ষিণ দিল্লির রঙপুরি এলাকার এক জঙ্গলে এই ঘটনা ঘটেছে। পুলিস সূত্রে জানা গেছে, ১১ বছরের ওই নাবালিকা শৌচকার্য করতে একটি জঙ্গলের সামনে চলে গিয়েছিল। তখন রাত প্রায় সাড়ে আটটা। এক অজ্ঞাতপরিচয় যুবক ওই নাবালিকাকে অপহরণ করে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। তাঁকে ধর্ষণ করে। প্রমাণ লোপাট করার জন্য মেয়েটিকে হত্যার চেষ্টাও করা হয়েছিল। ধর্ষণের পর মেয়েটিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা সংজ্ঞাহীন অবস্থায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে তাঁর বাবাকে খবর দেয়। মেয়েটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচারও করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। অবশ্য বৃহস্পতিবার নাবালিকাটি পুলিসের কাছে নিজের বক্তব্য জানিয়েছে। মেয়েটির বর্ণনা অনুযায়ী আততায়ীর ছবি এঁকেছে পুলিস। সন্দেহে থাকা ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মূল আততায়ীকে খোঁজার চেষ্টা চলছে। পুলিস ইতিমধ্যেই অপহরণ ও ধর্ষণের মামলা রুজু করেছে। নাবালিকার বাবা জানিয়েছেন, '‌বুধবার রাতে মেয়ে শৌচকার্য করতে জঙ্গলের দিকে যায়। আমি বলেছিলাম স্থানীয় শৌচালয়ে যেত

₹ ৮ লাখ কোটির চৌকাঠ টপকে আম্বানিই সুপারবস!

Image
ভারতীয় সংস্থা হিসেবে এই প্রথম কোনও কোম্পানি পেরলো ৮ লাখ কোটি টাকার মার্কেট ক্যাপ (বাজার মূল্যায়ন)। এই বিরল নজির গড়ল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)। চলতি বছরে ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সংস্থার শেয়ার দর।  বৃহস্পতিবার রেকর্ড দর উঠল RIL-এর শেয়ারের। ১.৭৮ শতাংশ বেড়ে শেয়ার পিছু দর উঠল ১২৬৯.৪৫ টাকা। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বৃহস্পতিবারই একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে রিলায়েন্স জিও-র গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে। এই খবর সামনে আসার পরেই এক ধাক্কায় বেড়ে যায় RIL-এর শেয়ার দর। সেনসেক্সেও এর প্রভাব পড়েছে। শেয়ার বাজার বৃহস্পতিবার বন্ধ হয়েছে ৩৮,৩৩৬.৭৬ পয়েন্টে।  Trai-এর তথ্য অনুযায়ী শুধুমাত্র জুন মাসেই ৯৭ লাখ ১০ হাজার গ্রাহক সংখ্যা বেড়েছে রিলায়েন্স জিও-র। বর্তমানে জিও-র গ্রাহক সংখ্যা ২১ কোটি ৫০ লাখ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রেড অ্যানালিস্ট জানিয়েছেন, প্রত্যাশা মতোই জিও-র গ্রাহক সংখ্যা দ্রুত গতিতে বেড়েই চলেছে। আগামীদিনেও প্রধান লক্ষ্যই হল আরও বেশি গ্রাহককে এই পরিষেবার আওতায় নিয়ে আসা। আশা করা যাচ্ছে দাম সামান্য বাড়লেও কমবে না জিও-র প্রতি গ্রাহকদের উত

১৫-তেই বিয়ে, বন্দি করে যৌন নিগ্রহ! মুম্বইতে উদ্ধার বঙ্গকন্যা

Image
১৫ বছরের এক কিশোরীকে এ রাজ্য থেকে মুম্বই নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল মেয়েটিক কাকাকে। সে ওই কিশোরীকে বন্দি করে রেখে বিক্রি করে দেওয়ার পরিকল্পনাও করেছিল বলে অনুমান করছে পুলিশ।  বাল্য বিবাহ করানো ও যৌন হেনস্থার অভিযোগে বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। খর ইস্ট থেকে উদ্ধার করা হয় মেয়েটিকে। পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় ক্রাইম ব্রাঞ্চের ৯ নং ইউনিট। তাদেরই সূত্রের দাবি, মেয়েটি বুঝতে পেরেছিল যে তাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, সে জন্য সে কোনওক্রমে পালিয়েছিল। সে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল যে, কোনও কথাই বলতে পারছিল না। বাংলা ছাড়া কোনও ভাষাতেই বলতে পারছিল না। তখন একজন দোভাষীকে ডেকে মেয়েটির জবানবন্দি নেওয়া হয়। সে পুলিশকে জানিয়েছে, চলতি বছরের ৫ জুলাই তার ৪০ বছরের কাকা তাকে বলে, পড়াশোনা ছেড়ে দিতে। কারণ সে তাকে মুম্বই নিয়ে যাবে। মেয়েটির বাবা-মাও তাতে আপত্তি করেননি। ৭ জুলাই মুম্বই পৌঁছে কাকা বলে, ১৯ বছরের একটি ছেলের সঙ্গে মেয়েটির বিয়ের ব্যবস্থা করেছে সে। তাতে আপত্তি জানায় মেয়েটি। বিষয়টি ফোন

মুখোশ পরে নাবালিকাকে ধর্ষণ, ফেলে দেওয়া হল গর্তে

Image
মুখোশ পরে ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির রংপুরি পাহাড় এলাকায়। পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার রাত সাড়ে আটটা নাগাদ ওই নাবালিকা শৌচকর্ম করতে বাইরে গেছিল। তখন মুখোশ পরা এক যুবক তাকে জোর করে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ দেবেন্দ্র আরিয়া বলেন, "ধর্ষণের পর অভিযুক্ত নাবালিকাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে। প্রমাণ লোপাট করার উদ্দেশ্য ছিল তার। নাবালিকা অচৈতন্য হয়ে পড়লে তাকে গর্তের মধ্যে ফেলে পালায়।" পুলিশ আধিকারিক জানান, কয়েকজন পথচারী নাবালিকাকে পড়ে থাকতে দেখে। এরপর তার বাবাকে খবর দেওয়া হয়। পরে নাবালিকাকে উদ্ধার করে AIIMS-এ নিয়ে যাওয়া হয়। সেখানে নাবালিকার অস্ত্রোপচার হয়েছে। ঘটনার তদন্তে নেমে ১৫ জন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আরও জানান DCP।

এমএ পাশ করেও মেলেনি গ্রুপ ডি-র চাকরি, শান্তিপুরে আত্মঘাতী যুবক

Image
এমএ পাশ করেও চতুর্থ শ্রেণির কর্মীর চাকরি পেতে পরীক্ষা দিয়েছিলেন তিনি। লাগাতার চেষ্টা সত্ত্বেও  চাকরি না জোটায় ভুগছিলেন অবসাদে। বৃহস্পতিবার ভোরে নিজের ঘরেই দড়ির ফাঁসে ঝুলন্ত অবস্থায় দেহ মিলল সেই যুবকের। মৃতের নাম সাধন বিশ্বাস (২৮)। বাড়ি শান্তিপুরের বাবলা পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকায়। তাঁর বাবা শম্ভু বিশ্বাস চাষবাস করেন। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। দুই ছেলের মধ্যে সাধনই বড়। ছোট জন ভিন্ রাজ্যে থাকে। সাধন রাতে ময়ের সঙ্গে  ঘুমোতেন। কিন্তু বুধবার এক রকম জোর করেই মাকে অন্য ঘরে শুতে পাঠিয়েছিলেন। চাকরি না পাওয়ার অবসাদেই সাধন আত্মঘাতী হয়েছেন থাকতে পারেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। পরিবার সূত্রে জানা যায়, ২০১৩ সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছিলেন সাধন। তার পর থেকেই নানা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিলেন। সম্প্রতি রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের পরীক্ষাও দেন। আশা ছিল, এ বার হয়তো চাকরি হয়ে যাবে। কিন্তু বৃহস্পতিবার ভোরে ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকে মা সবিতা বিশ্বাস তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। সাধনের মা সবিতা বিশ্বাস বলেন, "চাকরির পরীক্ষায় পাশ করতে না পেরে কয়েক দি

ডোনার না পেলে নিজেই ভিকি..... না জানিয়ে রোগীদের নিজের স্পার্ম, জেল চিকিৎসকের

Image
ভিকি ডোনার ছবিতে চিকিৎসক অন্নু কপূরের সহায় ছিলেন ভিকি ডোনার। ছবির শেষ ভাগে বারান্দা থেকে নীচের লনে হেঁটে চলে বেড়ানো গুণতিহীন সন্তানকে দেখে ভিকি ডোনারের অভিব্যক্তি মনে আছে দর্শকদের। কিন্তু যাঁরা ভিকির মতো কাউকে পান না? তাঁরা কি আমেরিকার ইন্ডিয়ানার ফার্টিলিটি চিকিৎসকের মতো কাজ করেন? কী করেছিলেন তিনি? মহিলাদের না জানিয়ে নিজের বীর্য (স্পার্ম) দান করতেন। আর তার জেরেই শ্রীঘরে যেতে হল ওই চিকিৎসককে। বৃহস্পতিবার প্রতারক বাবাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। সুবিচার চেয়ে বায়োলজিক্যাল বাবার বিরুদ্ধে  আদালতে গিয়েছিলেন সন্তানেরা। তিনি পেশায় একজন ফার্টিলিটি চিকিৎসক। এখনও পর্যন্ত যা তথ্য পেয়েছে পুলিশ, তাতে এমন মোট ২০ জনেরও বায়োলজিক্যাল বাবা ওই চিকিৎসক। তাঁর কনিষ্ঠতম সন্তানের বয়স ৩০ বছর। পুলিশ সূত্রে খবর, সন্তানলাভের আশা নিয়ে তাঁর ক্লিনিকে যত মহিলা আসতেন, তাঁরা কেউই বিষণ্ণ হয়ে ফিরতেন না। স্পার্মের জন্য উপযুক্ত দাতা পাওয়া না গেলে নিজেই দাতার ভূমিকায় অবতীর্ণ হতেন। তবে মহিলাদের অন্ধকারে রেখেই স্পার্ম দান করতেন ওই চিকিৎসক। এ ভাবেই চলছিল। ফার্টিলিটি চিকিৎসক হিসেবে নামধামের পাশাপাশি সন্তানের সংখ্যাও ক্

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় স্বামীর চোখে ছুরি ঢোকাল প্রতিবেশী যুবক

Image
স্ত্রীকে হেনস্থার প্রতিবাদ করায় গুরুতর আহত হতে হল এক যুবককে। তাঁর চোখে ছুরি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানা এলাকায়। আহতকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তের দাবি, সাহেব শেখ নামে প্রতিবেশী যুবক বেশ কিছুদিন ধরেই ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে চলেছিল। তার আগের বছরও উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল সাহেবের বিরুদ্ধে। সেইসময়ে পঞ্চায়েতে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়। তবে আবার নতুন করে একই ঘটনা ঘটায় যুবতীর স্বামী প্রতিবাদ করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় যুবতীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত। যুবতীর চিৎকার শুনে স্বামী ছুটে যান। শুরু হয় বচসা, হাতাহাতি। অভিযোগ, তখনই আচমকা ছুরি বের করে চোখে বসিয়ে দেয় সাহেব। তারপরে পালিয়ে যায়। ঘটনার পর প্রতিবেশীরা আহত যুবককে মানিকচকের হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাম চোখে দৃষ্টিশক্তি খোয়ানোর আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এদিকে পুলিশ পলাতক সাহেবকে ধরতে তল্লাশি শুরু করেছে।

রাখিবন্ধনে ১ লাখ বোনকে নরেন্দ্র মোদীর উপহার, স্বপ্ন দেখালেন জনগণের টাকায়

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখিবন্ধনের উপহার দিলেন। ১ লাখ মহিলাকে ১ লাখ বাড়ি। গুজরাতের ভালসাড জেলায় একটি অনুষ্ঠানে তিনি এই উপহারই তুলে দিলেন 'বোনেদের' হাতে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি করা এই বাড়িগুলিই রাখির উপহার হিসেবে দেখার জন্য অনুরোধ করলেন মোদী।   ভিডিওর মাধ্যমে ২৬টি জেলার মহিলাদের সম্বোধন করে নরেন্দ্র মোদী বলেন, ' আমি রাজ্যের সেই সব মহিলাদের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম, যাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির চাবি পেলেন। গুজরাতের বোনেদের জন্য এটাই আমার রাখির উপহার।'' গুজরাতের ২৬টি জেলায় ১.১৫ লাখ বাড়ি বানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায়। খরচ হয়েছে ১,৭২৭ কোটি টাকা। বৃহস্পতিবার নরেন্দ্র মোদী এই বাড়িগুলির 'ই-গৃহপ্রবেশ' করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ''রাখির আগে ১ লাখ বাড়ি তৈরি করে দেওয়া আমার কাছে সন্তুষ্ট হওয়ার মুহূর্ত'', বলেন মোদী।   একই সঙ্গে তিনি বলেন, ২০২২ সালের মধ্যে প্রত্যেক ভারতবাসী যাতে তাঁর নিজের বাড়িতে থাকতে পারেন, এটাই তাঁর স্বপ্ন। গত নভেম্বরে কেন্দ্রীয় সরকার সারা দেশে গরিবদের জন্য ৫০ লক্ষেরও বেশি বাড়ি তৈরি করা

ভিনরাজ্যের যৌনপল্লীতে বিক্রির ছক, বুদ্ধির জোরে বেঁচে ফিরলো কিশোরী

Image
হুগলি: পক্ষাঘাতে পঙ্গু বাবা। মা দিনমজুরের কাজ করে কোনওরকমে সংসার চালানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও সংসার চলে না। রোজগারের আশায় তাই আত্মীয় উপর ভরসা করেই ভিনরাজ্যে পাড়ি দিয়েছিল খানাকুলের দশম শ্রেণির ছাত্রী। কিন্তু রক্ষকই ছিল ভক্ষক। জোর করে নাবালিকাকে দেহব্যবসায় নামানোর চেষ্টা করে আত্মীয়ই। কিন্তু বুদ্ধি থাকলে উপায়ও মেলে। আর সেই উপস্থিত বুদ্ধির জোরেই পাচারকারীদের হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হল ১৬ বছরের কিশোরী। খানাকুলের ঠাকুরানিচকে বাড়ি ওই কিশোরীর। জানা গিয়েছে, চরম দারিদ্রতার সুযোগ নিয়ে পশ্চিম মেদিনীপুরের এক যুবক নির্মল কর তাকে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তামিলনাড়ুর নারী পাচারকারীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি থেকে পাচারকারীদের হাতে চরম নির্যাতনের শিকার ওই কিশোরী। দেহব্যবসায় তাকে নামানোর চেষ্টা করা হয়। রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধরও করা হত। জানা গিয়েছে, দূর সম্পর্কের আত্মীয় নির্মল ওরফে আকাশের নিয়মিত যাতায়াত ছিল কিশোরীর বাড়িতে। তামিলনাড়ুতে নির্মলের পোশাকের ব্যবসার পাশাপাশি সোনার দোকানও রয়েছে। কিশোরীর অভিযোগ, তাদের পরিবারের অভাব অনটনের সুযোগ নিয়ে নির্মল

ফেস রেকগনিশন বাধ্যতামূলক! আধার প্রমাণীকরণে জুড়ল অতিরিক্ত নিরাপত্তার স্তর

Image
আধারে জুড়ল বাড়তি নিরাপত্তা স্তর - ফেস রেকগনিশন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই জানিয়েছে এবার থেকে মোবাইলের সিম, ব্যাঙ্ক, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, সরকারি অফিসে হাজিরার মত, যেসব জায়গায় আধার অথিন্টিকেশনের দরকার হয়, সেসব জায়গায় ফেস রেকগনিশনও বাধ্যতামূলক করা হয়েছে। এতদিন অবধি আধারে সনাক্তকরণ বৈশিষ্ট হিসেবে আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান করা হত। এবার তার সঙ্গে বাড়তি অথেন্টিকেশন প্রক্রিয়া হিসেবে জুড়ল ফেস রেকগনিশন। ইতিমধ্যেই অথেন্টিকেশন ইউসার এজেন্সি ও অথেন্টিকেশন সার্ভিসস এজেন্সিগুলির কাছে এ নিয়ে সার্কুলার পাঠিয়েছে ইউআইডিএআই। এই নয়া নির্দেশ না মানা হলে তাকে ফৌজদারি অপরাধ হিসেবে গন্য করা হবে। সূত্রের খবর সেক্ষেত্রে ২০১৬ সালের আধার অ্যাক্টের ৪২ ও ৪৩ ন্মবর ধারা অনুযায়ি জরিমানা ও জেল হতে পারে। ইউআইডিএআই জানিয়েছে এই নয়া বৈশিষ্ট যুক্ত করা হল, আরও বেশি সংখ্যক মানুষকে আধার প্রক্রিয়ার আওতায় আনার লক্ষ্যে। ইউআইডিএআই-এর সিইও অজয় ভূষণ পান্ডে জানিয়েছেন, 'অনেক ক্ষেত্রেই দেখা যায় বয়সের কারণে বা কায়িক শ্রম বা কৃষি ক্ষেত্রে কাজ করার জন্য অনেক ব্যক্তির আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে গিয়েছে

ভারতের দাবি খারিজ, ভুয়ো খবরের উৎস জানাতে নারাজ হোয়াটসঅ্যাপ

Image
ভারতের দাবি মতো ভুয়ো খবরের উৎস জানানো সম্ভব নয়। তা হলে হোয়াটসঅ্যাপের শুরু থেকে শেষ পর্যন্ত তথ্যসুরক্ষার মূল নীতিটিই প্রশ্নের মুখে পড়বে। পাশাপাশি, লঙ্ঘিত হবে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গোপন রাখার বিষয়টিও। দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রককে এই কথা জানিয়ে দিল হোয়াটসঅ্যাপ। গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপে গুজব ও ভুয়ো খবর ছড়ানোর জেরে মেঘালয়ের প্রত্যন্ত এলাকা থেকে দক্ষিণের কর্নাটক— দেশজুড়ে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন গণপিটুনিতে। মোবাইল অ্যাপটির বিপজ্জনক ভূমিকার বিরুদ্ধে প্রবল সমালোচনাও শুরু হয়েছে দেশে। এ নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রক বেশ কয়েক বার চিঠি পাঠায় হোয়াটসঅ্যাপকে। এই সপ্তাহের শুরুতেই ভারতে এসেছিলেন হোয়াটসঅ্যাপের প্রধান ক্রিস ড্যানিয়েলস। তাঁকেও ভুয়ো খবর নিয়ে উদ্বেগের বিষয়টি স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এমনও বলা হয়েছিল, যেহেতু হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, তাই এ সবে মদত জোগানো হচ্ছে বলে হোয়াটসঅ্যাপকেই দায়ী ধরে নেওয়া হবে। কিন্তু ভারতের দাবি মেনে নিলে হোয়াটসঅ্যাপের ব্যবসার মূল নীতিটিই প্রশ্নের মুখে পড়বে। তা

‌সাবধান!‌ নারকেল তেল বিষ, বলছেন হাভার্ডের গবেষক

Image
ঘি, সরষের তেলে ভেজালের খবর তো অনেক শুনেছেন। এবার চমকে দেওয়ার মত খবর দিলেন হাভার্ডের এক গবেষক। তাঁর দাবি নারকেল তেল নাকি মারত্মক বিষ। ইউটিউবে ভাইরাল হয়েছে হাভার্ডের সেই গবেষকের সতর্কবার্তা। নারকেল তেলে যে বিষ রয়েছে একথা আগে কখনও কেউ ভাবতেই পারেননি। এতদিন সকলেই বিশ্বাস করতেন নারকেল তেলে বিপদ কম। কিন্তু হাভার্ডের গবেষকের এই ভিডিও বার্তা চমকে দিয়েছে সকলকে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে এই খবর। এই বিপদবার্তা ভারতের পক্ষে সবথেকে বেশি বিপজ্জনক। কারণ দেশের শতকরা ৯৯ শতাংশ মানুষই নারকেল তেল ব্যবহার করে থাকেন। দক্ষিণ ভারতে তো রান্নাই হয় নারকেল তেলে। হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেরিন মিশেল তাঁর ভিডিও বার্তায় বলেছেন, যাঁরা নারকেল তেলকে নিরাপদ বলে মনে করছেন তাঁরা জীবনে সবথেকে বড় বিপদ ডেকে আনছেন। কারণ তাঁরা জানেনই না প্রতিদিন কী মারাত্মক বিষ তাঁদের শরীরে ঢুকছে। অবিলম্বে নারকেল তেলে রান্না করা বন্ধ করুন। জার্মান ভাষায় ভিডিও বার্তাটিতে তিনি জনসাধারণকে সতর্ক করে বলেছেন, মারাত্ম বিষ রয়েছে নারকেল তেলে। যাকে একেবারে বিশুদ্ধ বিষ। একাবার নয় পর পর তিনবার বিষ শব্দটি উচ্চারণ করেছেন তিনি। বৈজ্ঞানিক ক

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করে আক্রান্ত স্বামী

Image
স্ত্রীর শ্লীলতাহানীর প্রতিবাদ করায় আক্রান্ত হলেন স্বামী। তাঁর বাঁ চোখে ছুরি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানা এলাকার পুরানি গ্রামে। আক্রান্ত যুবকের পরিবারের দাবি, বিগত বেশ কিছুদিন ধরেই ওই গৃহবধূকে উত্ত্যক্ত করছিল প্রতিবেশী যুবক সাহেব শেখ। একবছর আগেও একটি মেলায় ওই গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে সাহেবের বিরুদ্ধে। সেসময় গ্রামেই আলোচনার মাধ্যমে বিষয়টি মিটমাট করে নেওয়া হয়েছিল। সম্প্রতি আবার ওই মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে সাহেবের বিরুদ্ধে। আক্রান্তের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধেয় যখন ওই গৃহবধূ বাড়ির সামনে বসেছিলেন, তখন আচমকাই সেখানে এসে তাঁর হাত ধরে টানা হ্যাঁচড়া শুরু করে সাহেব। মহিলার চিৎকারে সেখানে ছুটে আসেন তাঁর স্বামী। স্ত্রীর শ্লীলতাহানীর প্রতিবাদ করে বচসায় জড়িয়ে পড়েন দু'জনে। অভিযোগ, এই সময় মহিলার স্বামীর চোখে ছুরি ঢুকিয়ে দেয় সাহেব। এরপরই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। স্বামী–স্ত্রীর চিৎকার শুনে সেখানে ছুটে আসেন এলাকার মানুষ। পরিবারের অন্যান্য সদস্যরা এবং প্রতিবেশীরা মিলে গুরুতর আহত ওই যুবককে প্র

ফের উত্তপ্ত উপত্যকা, অনন্তনাগে জঙ্গী বনাম সেনার গুলি বিনিময়, বন্ধ ইন্টারনেট

Image
কোকেরনাগ এলাকায় গা ঢাকা দিয়ে আছে ৩জন জঙ্গী । শ্রীনগর: আরও একবার কাশ্মীর উপত্যকার অনন্তনাগ । অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় নিরাপত্তারক্ষী ও সন্ত্রাসবাদীর মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই ।কোকেরনাগ এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে ৩জন জঙ্গী । সকাল থেকেই কোকেরনাগ এলাকার গাদোল ও ভাইলু গ্রামে জঙ্গী বনাম নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় শুরু হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনা ও নিরাপত্তারক্ষীরা । বন্ধ রয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা । এদিন সন্ত্রাসবাদীদের চারটি গুপ্ত ঘাঁটি ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী । এরপরই জঙ্গী বনাম সেনা এনকাউন্টার শুরু হয় । জম্মু-কাশ্মীরের ডিসিপি এস পি বৈদ জানিয়েছেন কয়েক রাউন্ড গুলিবিনিময়ের পর আপাতত বন্ধ হয়েছে সংঘর্ষ । জঙ্গীদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী । ঘটনায় আহত হয়েছেন এক যুবক । চিকিৎসা চলছে ওই যুবকের।

কেরলে ভয়াবহ বন্যার আসল কারণ এতদিনে সামনে এল, সুপ্রিম কোর্টে কী জানাল রাজ্য সরকার

Image
কেরলে ভয়াবহ বন্যায় চারশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন কয়েক লক্ষ মানুষ। ভয়াল প্রাকৃতিক বিপর্যয়ে দাক্ষিণাত্য জুড়ে বিপর্যয়ের চিত্র। কেরলে হঠাৎ করে মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়েছে ঠিকই তবে আচমকা তামিলনাড়ুর মুল্লাপেরিয়ার বাঁধ থেকে বেশি করে জল ছেড়ে দেওয়াতেই কেরলে মহা বিপর্যয় নেমে এসেছে। পিনারাই বিজয়ন সরকার সুপ্রিম কোর্টে সেই মর্মেই রিপোর্ট দিয়েছে। কেরলে বন্যার পরে মুল্লাপেরিয়ার বাঁধের রিসার্ভার কত জল রয়েছে তা কীভাবে ছাড়া হচ্ছে তা পর্যবেক্ষণে সাব কমিটি তৈরি হয়। এবং তামিলনাড়ু সরকারকে বলা হয় ১৪২ ফুটের ফুল রিসার্ভার লেভেলের চেয়ে ২-৩ ফুট নিচ অবধি জলের মাত্রা রাখতে। অন্তত ৩১ অগাস্ট পর্যন্ত সেই নির্দেশই দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। এই কমিটিতে রয়েছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের আধিকারিক, কেরল ও তামিলনাড়ু সরকারের প্রতিনিধিরা। রিসার্ভারে জলের মাত্রা কতটা থাকবে তা এই কমিটি নির্ণয় করে। এখনও বর্ষা পুরোদমে রয়েছে। ফলে এখনও অনেক বৃষ্টি হতে পারে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তামিলনাড়ু রিসার্ভারের জল ছাড়ার কাজ করলেও পুরো মাত্রার চেয়ে ২-৩ ফুট নিচ অবধি জল রাখার কথা বল

শুধু ৬০০ কোটি নয়, প্রয়োজনে আরও বেশি অর্থসাহায্যের আশ্বাস কেন্দ্রের

Image
একটি বিবৃতি দিয়েছে কেন্দ্র যেখানে বলা হয়েছে কেবলমাত্র তাৎক্ষণিক সাহায্যের জন্যই ৬০০ কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছে, প্রয়োজনে আরও বেশি দিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরশাহির ৭০০কোটি টাকা অর্থ সাহায্যের প্রস্তাব প্রত্যাখান করেছে ভারত । সেই নিয়ে সরগরম গোটা দেশ । এই সিদ্ধান্তকে সমালোচনা করে অনেকেরই প্রশ্ন যে কেরল বন্যায় ক্ষতির পরিমাণ যেখানে ২,০০০ কোটি টাকারও বেশি সেখানে কেন্দ্রের ৬০০ কোটি টাকা অর্থসাহায্য কতটা সংগত? এবার সেই বিষয় নিয়ে আরও একটি বিবৃতি দিয়েছে কেন্দ্র যেখানে বলা হয়েছে কেবলমাত্র তাৎক্ষণিক সাহায্যের জন্যই ৬০০ কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছে, প্রয়োজনে আরও বেশি দিতে প্রস্তুত কেন্দ্র । মঙ্গলবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে ৫০০ কোটি টাকা ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর নির্দেশে ১০০ কোটি টাকা অর্থসাহায্য অনুমোদন করা হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে কেরলর পরিস্থিতির উন্নতির সবরকম জরুরী সাহায্য ও ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে কেরলের বন্যাপরিস্থিতি প্রতিদিন পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী । ওই বিবৃতিতে আরও বলা হয়েছে

তৃণমূলে নাম লেখাতেই মেয়ের চাকরি, দুর্নীতির অভিযোগ পরেশের বিরুদ্ধে

Image
কোচবিহার: তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেই আশ্চর্য ভাবে প্রাক্তন খাদ্যমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অংকিতা অধিকারীর নাম স্কুল সার্ভিস কমিশনের ওয়েটিং লিস্টে চলে আসায় বিতর্ক দেখা দিয়েছে। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন পরেশ বাবু। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। স্কুল সার্ভিস কমিশনের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে কিছুদিন আগে একটি ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছিল। স্কুল সার্ভিস কমিশনের ওয়েব সাইটে প্রকাশিত সেই সাইটে প্রথমে অংকিতার নাম ছিল না। সেখানে এক নম্বরে নাম ছিল জনৈক ববিতা বর্মনের।   কিন্তু বুধবার দেখে যায় এক নম্বরে নাম রয়েছে অংকিতা অধিকারীর। পরে জানা যায় যে এই অংকিতা অধিকারী সদ্য ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করা প্রাক্তন খাদ্যমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। যদিও এই বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেননি পরেশ বাবু। তবে ঘটনার নিন্দা করেছে অনেকেই। এদিন মেখলিগঞ্জে সভা করতে আসেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় তিনি বলেন পরেশ অধিকারীকে দলে নিয়ে মেখলীগঞ্জে তৃণমূল কংগ্রেসের কিছু লাভ হবে না বরং ক্ষতি হবে। তিনি আরও অভিযোগ করেন যে পরেশ অধিকারীর মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য আগেও লক

ক্যাম্পাসে জাঙ্ক ফুড বিক্রি নিষিদ্ধ করতে বিশ্ববিদ্যালয়, কলেজগুলিকে নির্দেশ ইউজিসি-র

Image
নয়াদিল্লি: সব বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের ক্যাম্পাসের মধ্যে জাঙ্ক ফুডের বিক্রি নিষিদ্ধ করতে বলল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা ইউজিসি। জাঙ্ক ফুডে নিষেধাজ্ঞার ফলে স্বাস্থ্যকর খাবার সংক্রান্ত নতুন মান তৈরি হবে, পড়ুয়ারা আরও ভালভাবে জীবনযাপন করবে ও শিখতে পারবে, তাদের ওবেসিটি বা মেদবহুলতা, স্থূলতার মাত্রা কমবে এবং এতে লাইফস্টাইল সংক্রান্ত নানা অসুখ-বিসুখ, যেগুলির সঙ্গে অতিরিক্ত ওজনের স্পষ্ট যোগ রয়েছে, সেগুলিও ঠেকানো যাবে বলে অভিমত ইউজিসি-র। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের নির্দেশেই সার্কুলার দিয়ে এই অভিমত জানিয়েছে তারা। কেন্দ্রীয় মন্ত্রক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে জাঙ্ক ফুড বিক্রি নিষিদ্ধ করতে বলেছিল ইউজিসি-কে। সার্কুলারে বলা হয়েছে, এই অ্যাডভাইসরি বা পরামর্শ কঠোর ভাবে মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। বিপন্ন তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা ছড়ান। এর আগে এই ধরনের উদ্যোগ নিয়ে নিজেদের অনুমোদিত সব স্কুলকে ক্যান্টিনের মেনু থেকে জাঙ্ক ফুড বাদ দিতে নির্দেশ দিয়েছিল সিবিএসই। স্কুলগুলিকে ছাত্রছাত্রীদের টিফিন বাক্স পরীক্ষা করে দেখতে, পুষ্টিকর খাবারের ব্যাপারে তাদের সচেতন কর

পড়ুয়াদের বোঝা কমাতে লকার

Image
অবশেষে টনক নড়ল বিভিন্ন স্কুলের। স্কুলব্যাগের অতিরিক্ত ওজন নিয়ে বিতর্কের মধ্যে আইসিএসই স্কুল সংগঠনের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, অন্তত পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলে লকার সিস্টেম যাতে চালু করা যায়, সেই চেষ্টা করছে বিভিন্ন স্কুল। অর্থাৎ ওই শ্রেণি পর্যন্ত অতিরিক্ত খাতা ও বই স্কুলেই রাখতে পারবে পড়ুয়ারা। এ দিনই ক্যালকাটা গার্লস স্কুলে পড়ুয়াদের ব্যাগে ওজন যাচাই করা হয়েছে। রাজ্যের স্কুলশিক্ষা দফতর জানাচ্ছে, ২০০৬ সালের কেন্দ্রীয় আইন অনুযায়ী ছাত্রছাত্রীদের দেহের ওজনের ১০ শতাংশের বেশি ভারী ব্যাগ পিঠে নেওয়া উচিত নয়। চতুর্থ শ্রেণির ক্ষেত্রে তিন কিলোগ্রামের কম, ষষ্ঠ শ্রেণির ক্ষেত্রে চার কেজির কম এবং অষ্টম শ্রেণির ক্ষেত্রে সাড়ে চার কেজি পর্যন্ত ওজনের ব্যাগ দেওয়া যেতে পারে। কিন্তু ইংরেজি মাধ্যমের স্কুলে সেই ওজন মাত্রা ছাড়িয়ে যায়। অধিকাংশ স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আসে পড়ুয়ারা। একই ভাবে বাড়তি খাতা, পেনসিল বাক্স, এমনকি স্কুল থেকে সরাসরি প্রাইভেট টিউশনে যাওয়ার জন্য বাড়তি পোশাকও থাকে ব্যাগে। সেই জন্য ব্যাগের ওজন অনেকটাই বেড়ে যায়। এই অবস্থায় স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত লকারের

দালালদের দিন শেষ: মোদী

Image
তাঁর সরকারে দালালদের কোনও জায়গা নেই— দাবি করলেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার গুজরাতে একটি অনুষ্ঠানে মোদী বলেন, ''দিল্লি থেকে এখন যদি ১ টাকা বরাদ্দ হয়, ১০০ পয়সাই পৌঁছয় গরিবের ঘরে।'' এ ব্যাপারে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর বিখ্যাত মন্তব্যকে টেনে আনেন মোদী। রাজীব একবার ক্ষোভ জানিয়ে বলেছিলেন, ''কোনও প্রকল্পে কেন্দ্র যদি ১০০ টাকা বরাদ্দ করে, আমজনতার হাতে পৌঁছয় মাত্র ১৫ টাকা।'' আজ গুজরাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত বাড়িগুলির 'ই-গৃহপ্রবেশ' অনুষ্ঠানে মোদীর দাবি, কেন্দ্রের বরাদ্দ টাকার সবটাই সরাসরি গরিব মানুষের কাছে পৌঁছনোর কারণ, সরকারি সুবিধা পেতে এখন আর মানুষকে ঘুষ দিতে হয় না। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাপ্রাপকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে তাঁর কথাবার্তাকেও এ দিন তুলে ধরেন মোদী। বলেন, ''ওই মহিলাদের সঙ্গে কথা বলার সময়ে পিছনে থাকা বাড়িগুলিকে দেখছিলাম আমি। সত্যিই অবাক করার মতো ভাল বাড়ি হয়েছে। এটা সম্ভব হয়েছে কারণ দালালদের কোনও জায়গা ছিল না।'' প্রধানমন্ত্রী জানান, ওই মহিলাদের তিনি সরাসরি প্রশ্ন করেছিলেন, সরকারি সুবি

মোদীর ডিগ্রি নিয়ে শুনানি পিছোল

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নাতক স্তরের ডিগ্রি নিয়ে মামলা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হয়ে সওয়াল করবেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেটা। তাই গোটা রাজধানীরই চোখ ছিল দিল্লি হাইকোর্টের দিকে। কিন্তু মামলা ওঠার আগেই তুষার মেটা দিল্লি হাইকোর্টের বিচারপতি বিভু বাকরুকে অনুরোধ জানালেন, তাঁর একটু অসুবিধা রয়েছে। আজ তাঁর পক্ষে সওয়াল করা মুশকিল। কারণ, জরুরি কাজে এখনই তাঁকে দিল্লির বাইরে যেতে হবে। বিচারপতি বাকরু সম্মতি জানিয়ে দিলেন। মামলার শুনানি হল না। জমাটি নাটক দেখতে ভিড়টাও হালকা হয়ে গেল বিচারপতি বাকরুর এজলাসে। কেন এই মামলা ঘিরে এত আগ্রহ? নির্বাচনী হলফনামা অনুযায়ী, নরেন্দ্র মোদী দিল্লি বিশ্ববিদ্যালয়ের বহিরাগত ছাত্র হিসেবে ১৯৭৮-এ তৃতীয় ডিভিশিনে বিএ পাশ করেন। ১৯৮৩-তে গুজরাত থেকে প্রথম ডিভিশনে এমএ পাশ করেন। তথ্যের অধিকার আইনে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মোদীর ডিগ্রির নথি প্রকাশের আর্জি জানানো হয়। মুখ্য তথ্য কমিশনার বিশ্ববিদ্যালয়কে তা প্রকাশের নির্দেশ দেন। কিন্তু বিশ্ববিদ্যালয় তাতে আপত্তি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের অভিযোগ ছিল, প্রধানমন্ত্রীই প্রভা

কেরলের জন্য বিদেশি অর্থ নিতে ‘ঘুর’ পথ

Image
নেওয়া যেতেই পারে, কিন্তু তাতে দেশের মান যাবে— এই যুক্তিতেই কেরল পুনর্গঠনে বিদেশি রাষ্ট্রের থেকে সরাসরি অর্থ সাহায্য নেওয়া হবে না বলে ফের স্পষ্ট করে দিল কেন্দ্র। আজ কেরলের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী আলফোন্স কান্নানথানাম বলেন, ''সুনামির পরে মনমোহন সরকার বিদেশি সাহায্য না নেওয়ার প্রশ্নে যে নীতি নিয়েছিল, আমাদের সরকার তাই মেনে চলছে।'' তবে বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ত্রাণ গ্রহণের একটি রাস্তা খোলা হয়েছে। এখন মূল নীতিতেও পরিবর্তনের কথা ভাবা হচ্ছে সরকারের অন্দরে। কেরলের বন্যায় নরেন্দ্র মোদী সরকার সব মিলিয়ে ৬০০ কোটি টাকা প্রাথমিক অনুদান ঘোষণা করে। তার ক'দিন পরেই কেরল পুনর্গঠনে ৭০০ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেন আমিরশাহির শাসক। কেন্দ্র সেই সাহায্য ফিরিয়ে দেয়। তার পর থেকেই মোদী সরকারের বিরুদ্ধে ঘৃণা ও বিভেদের রাজনীতির অভিযোগ উঠেছে। জাতীয় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা নীতিতে বিদেশি সাহায্যের প্রশ্নে বলা রয়েছে, 'নীতিগত ভাবে ভারত প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় কোনও দেশের সাহায্য চাইবে না। তবে কোনও দেশের সরকার নিজে থেকে বিপন্নদের সাহায্যে এগিয়ে এলে কেন

খাটের তলায় শিশুর দেহ, ধৃত মা

Image
দরজা-জানলা বন্ধ করে এক চিলতে ঘরেই জন্ম হয় শিশুপুত্রের। অভিযোগ, এর পরেই শ্বাসরোধ করে মেরে ফেলা হয় সেই সদ্যোজাতকে। প্লাস্টিক জড়িয়ে দেহটি লুকিয়ে রাখা হয় খাটের নীচের একটি বাক্সে। হরিদেবপুরের দরগাতলা এলাকায় এক সদ্যোজাতের মৃতদেহ উদ্ধারের পরে মায়ের বিরুদ্ধে এ ভাবেই সন্তানকে 'খুনের' অভিযোগ উঠেছে। গ্রেফতার করা হয়েছে সেই মা, বছর সাঁইত্রিশের মানোয়ারা বিবিকে। বৃহস্পতিবার এই ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। মানোয়ারার বড় মেয়ে দাবি করেছে, তার চোখের সামনেই ঘটেছে গোটা ঘটনা। কিন্তু স্ত্রী কেন 'খুন' করলেন সন্তানকে, সে সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই বলে দাবি স্বামীর। চিকিৎসকদের অবশ্য বক্তব্য, সন্তান প্রসবের পরে অনেক মা-ই ভোগেন চরম অবসাদে। তার থেকে সন্তানকে খুন কিংবা আত্মহত্যার প্রবণতা দেখা দেয় অনেকের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, দরগাতলায় কয়েক মাস আগে দু'টি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন শেখ হান্নান ও তাঁর সন্তানসম্ভবা স্ত্রী মানোয়ারা। শহরের এক বইয়ের দোকানের কর্মী হান্নানের পরিবারে ছিল তাঁদের দুই মেয়ে ও এক ছেলেও। মানোয়ারা গ্রেফতার হওয়ার পরে ছ'বছরের ভাই আর সাড়ে তিন বছ

গলায় কলা আটকে মৃত্যু আট মাসের শিশুর

Image
অন্য দিনের মতোই আট মাসের ছেলেকে কোলে বসিয়ে কলা খাওয়াচ্ছিলেন বাবা। হঠাৎই গিলতে গিয়ে শিশুটির শ্বাসনালীতে তা আটকে যায়। ছোট্ট শিশু বোঝাতে পারেনি কষ্ট। ছটফট করতে শুরু করে সে। পরিজনেরা বুঝতে পারেন শিশুর শ্বাসনালীতে খাবার আটকে গিয়েছে। তৎক্ষণাৎ মুখে আঙুল দিয়ে কলা বার করার আপ্রাণ চেষ্টা শুরু করেন তাঁরা। কিন্তু তা-ও আটকে যাওয়া কলা বার করা যায়নি। অবশেষে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কয়েক মিনিট অক্সিজেন দেওয়ার পরেই মৃত্যু হয় ওই শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ পর্ণশ্রী থানা এলাকার অরবিন্দ পল্লিতে। মৃত শিশুটির নাম অঙ্কিত সাউ। তার বয়স আট মাস। পরিবার সূত্রের খবর, আগেও কলা খাওয়ানো হয়েছিল অঙ্কিতকে। কিন্তু কোনও অসুবিধা হয়নি। এ দিন চোখের সামনে ছেলের এমন পরিণতি দেখে অসুস্থ হয়ে পড়েন মা পুনম সাউ এবং বাবা প্রদীপ সাউ। কিছু ক্ষণ হাসপাতালে চিকিৎসকদের নজরদারিতে রেখে ছেড়ে দেওয়া হয় তাঁদের। একমাত্র সন্তানকে হারিয়ে দিশাহারা গোটা পরিবার। হাসপাতাল সূত্রের খবর, এ দিন দুপুরে যখন অঙ্কিতকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন শিশুটি প্রায় নেতিয়ে পড়েছিল। কিছু ক্ষণ অক্সিজেনও দেওয়া হয় তাকে

দিনে ১ লক্ষ ২০ হাজার! লুঠের দখল ধরে রাখতে গিয়েই কি বিস্ফোরণ নারায়ণগড়ে?

Image
একটা কারখানাকে ঘিরে আবর্তিত হচ্ছিল তিনটি অঞ্চলের রাজনৈতিক সমীকরণ। আরও নির্দিষ্ট করে বললে, শাসক দলের অন্দরের সমীকরণ। শ্রমিকদের মজুরি কেটে নিয়ে লক্ষ লক্ষ টাকা লুঠ চলছিল প্রতি মাসে। মকরামপুর, পাকুড়সেনী, নারায়ণগড় থেকে অন্তত তেমনই অভিযোগ উঠে আসছে বৃহস্পতিবার সকালের বিস্ফোরণের পরে। ওই অভিযোগকে ঘিরেই জমছিল ক্ষোভের আগুন। পাল্টা বারুদও জমা করা হচ্ছিল বলে খবর। সেই বারুদেই কি উড়ে গেল তৃণমূলের মকরামপুর পার্টি অফিস? জল্পনা তেমনই। দুষ্কৃতীদের যে জড়ো করা হয়েছিল, সে ইঙ্গিত মিলছে স্থানীয় বিধায়কের মন্তব্যেও। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে তৃণমূলের একটি পার্টি অফিসে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ঝাঁ-চকচকে পার্টি অফিস মুহূর্তে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সুদীপ্ত ঘোষ নামে এক তৃণমূল কর্মী ঘটনাস্থলেই মারা গিয়েছেন। আরও চার জন গুরুতর জখম। এক জন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দু'জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতায়। আর এক জনকে ওডিশার কটকে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর একটি হাত ও একটি পা বিস্ফোরণে উড়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। রাতে তাঁর মৃত্যু হয়। তৃণমূল অবশ্য সে বিষয়ে কোনও মন

‘সহায়’ মমতাই, আজ থেকে ফের চালু হচ্ছে শুটিং

Image
সমাধান: নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে গত ছ'দিনের টেলি সমস্যার সমাধান হল। এক পাশে প্রবীণ সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ এবং অন্য পাশে মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রযোজক শ্রীকান্ত মোহতা, কলাকুশলীদের সংগঠনের নেতা তথা অরূপের ভাই স্বরূপ বিশ্বাসদের সঙ্গে নিয়ে বসে বৃহস্পতিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ''প্রবলেম একটা হয়েছিল। এখন সব মিটে গিয়েছে। কাল (শুক্রবার) থেকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শুটিং করবে।'' সমস্যার নিষ্পত্তির লক্ষ্যে যুযুধান সব শিবিরকে এক ছাতার নীচে টানতে এ দিনই টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রির একটি জয়েন্ট কনসিলিয়েশন কমিটি গড়ে দিয়েছেন মমতা। প্রতি মাসে সভা করবে কমিটি। আপাতত, সমস্যা সমাধানের সূত্র হল, প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে আগের মাসের বকেয়া মেটানো হবে। অভিনেতাদের কাজের সময়সীমা ১০ ঘণ্টা, কলাকুশলীদের ১৪ ঘণ্টা। বকেয়া মেটানো হবে ১৫ অক্টোবরের মধ্যে। পাশাপাশি মুখ্যমন্ত্রী চান, সব পক্ষের মূলত প্রযোজকদের সুযোগ-সুবিধাও দেখা হোক। নবান্নের ১৪ তলায় ঘণ্টা