ছেলে–বৌমার অত্যাচারে আত্মঘাতী প্রৌঢ়


ছেলে–বৌমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন প্রৌঢ় দম্পতি। গাছের ডালে কাপড়ের ফাঁসে গলা দিলেন তাঁরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। এলাকার দক্ষিণ শিমুলিয়ার জেলে পাড়ার বিজয় মন্ডল এবং তাঁর স্ত্রী বাড়ির অদূরে ফাঁকা মাঠে একটি গাছে গলায় ফাঁস দেন বৃহস্পতিবার রাতে। শুক্রবার সকালে স্থানীয়দের নজরে বিষয়টি এলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিস।

এদিকে মদের আসর থেকে বাড়ি ফেরার পথে বন্ধুদের হাতে খুন হলেন এক ব্যক্তি। ঘটনা নন্দীগ্রাম থানার আমড়া তলার সিংপল্লীর। মৃতের নাম তপন সিং(৪৫)। পেশায় জনমজুর। বৃহস্পতিবার রাতে প্রতিবেশী দুই বন্ধু গুরুপদ সিং আর নাড়ুগোপাল মাইতির সঙ্গে বাড়ির কাছেই মদের আসর বসিয়েছিলেন তপন। সাড়ে ১১ টা নাগাদ আসর থেকে উঠে বাড়ি ফিরছিল তিনজন। আচমকা কোনও বিষয় নিয়ে নাড়ু আর গুরুপদের সঙ্গে ঝগড়া শুরু হয় তপনের। অভিযোগ, সেসময় এই দুজন তপনকে বেদম মারধর করে। তাতেই মৃত্যু হয় তপনের। এরপরই চম্পট দেয় গুরুপদ। কিন্তু স্থানীয় মানুষের হাতে ধরা পড়ে যায় নাড়ু। তাকে আটকে রাখা হয় স্থানীয় ক্লাবে। গুরুপদকে না পেয়ে তার স্ত্রী ও মাকে একইভাবে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিস এসে দেহ উদ্ধারের পাশাপাশি আটক তিনজনকে থানায় নিয়ে যায়। কী কারণে বচসা তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে।