Posts

Showing posts from June 6, 2018

বাংলাদেশ কি সত্যিই মাথা পিছু আয়ে ভারতকে ছাপিয়ে যাবে?

Image
ভারতকে টপকে যাবে বাংলাদেশ? জিডিপি বা মোট জাতীয় উত্পাদনে যত ফারাকই থাক, মাথাপিছু গড় আয়ে ভারতকে ছুঁয়ে ফেলব ফেলব করছে বাংলাদেশ। শুধু তাই নয়, অনেকে পরিসংখ্যান বা স্ট্যাটিসটিকস দিয়ে বলছেন, বছর দুই-তিনেকের মধ্যে বাংলাদেশ ভারতের মাথা পিছু আয়কে ছাপিয়ে যাবে। যে প্রতিবেশী দেশ থেকে ক্রমাগত লোক এই দেশে আসছেন জীবনে উন্নতির জন্য, জীবিকার জন্য, সেই বাংলাদেশ 'মহা-ভারত'কে ডিঙ্গিয়ে যাবে ভাবলেই আমাদের জাতীয় গর্ব, একটু হলেও, খর্ব হয় বইকি। এ যেন বাংলাদেশের কাছে ক্রিকেট ম্যাচে নাস্তানাবুদ হওয়ার থেকেও লজ্জাজনক ব্যাপার! ভুল ভাববেন না। আমরা বাংলাদেশের উন্নতিকে হিংসা করি না। কিন্তু একটা অপেক্ষাকৃত তরুণ দেশ, দীর্ঘ সময় রাজনৈতিক অস্থিরতায় কাটানো একটা দেশ, কী করে মাথা পিছু আয়ের ক্ষেত্রে আমাদের মতন শক্তিশালী এবং প্রভাবশালী দেশকে ছাপিয়ে যেতে পারে? সত্যিই কি তা সম্ভব? আসুন দেখা যাক। অর্থনৈতিক বৃদ্ধির নিরিখে বাংলাদেশ গত ক'বছরে বেশ ভাল ফল দেখিয়েছে। ১৯৪৭ সালে ভারত বিভাজন হওয়ার ফলে পূর্ব পাকিস্তান হয়। পাকিস্তানের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলির মধ্যে বৃহত্তর স্বায়ত্তশাসন নিয়ে নানা বিদ্বেষ ছিল। অনেক বছর ধ

বীরভূমের নলহাটি থেকে উদ্ধার প্রচুর বিস্ফোরক

Image
সিউড়ি: বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হল বীরভূমের নলহাটি থেকে৷ এই ঘটনায় জড়িত তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে নলহাটি ও মুরারই থানার পুলিশ৷ তাদের থেকে পাওয়া গিয়েছে ২৭০০০ ডিটোনেটর ও ৬০০০ জিলেটিন স্টিক৷ দুষ্কৃতীরা বহুদিন ধরেই এই বিস্ফোরক পদার্থ পাচারচক্র চলছিল৷ নলহাটি ও মুরারই থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের ডেরায় অভিযান চালায়৷ সেখান থেকে এই বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ উদ্ধার করে পুলিশ৷ তবে উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য কত তা পুলিশ সূত্রে জানা যায়নি৷ প্রসঙ্গত, এর আগেও মহম্মদবাজার এলাকার তালবাঁধ থেকে উদ্ধার হয়েছিল প্রচুর বিস্ফোরক৷ এক খাদান ব্যবসায়ীর গুদাম থেকে জিলেটিন স্টিক ও প্রচুর পরিমাণে ডিটোনেটর উদ্ধার হয়েছিল৷ সেখানেও পুলিশ একজনকে গ্রেফতার করেছিল৷ পুলিশ জানিয়েছিল, পাথর খাদান এলাকায় এই ধরনের বিস্ফোরক উদ্ধার হওয়া কোনও বড় ঘটনা নয়৷ কিন্তু মহম্মদবাজারের তালবাঁধ এলাকায় কি করে ও কেন এই বিস্ফোরক মজুত করা হয়েছিল, তা নিয়ে চিন্তায় প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনার দিন তালবাঁধের আল আমিন ঘোষের গোডাউনে হানা দিয়েছিল মহম্মদবাজার থানার পুলিশ। পাথর ব্যবসায়ী আমিনের গোডাউন ভাড়া নিয

বিশ্বনাথ মন্দিরে হামলার হুমকি লস্করের, উত্তরপ্রদেশে অ্যালার্ট জারি করা হল

Image
লখনউ: কাশী বিশ্বনাথ মন্দির, কৃষ্ণ জন্মভূমি সহ একাধিক রেল স্টেশন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে লস্কর-ই-তৈবা চিঠি পাঠিয়েছে বলে জানিয়ে রাজ্যব্যাপী অ্যালার্ট জারি করল উত্তরপ্রদেশ পুলিশ। সম্ভবত, লস্করের এরিয়া 'কমান্ডার' মৌলানা আম্বু শেখ গত মাসে নর্দার্ন রেলওয়েকে ওই চিঠি পাঠায় বলে জানান জনৈক শীর্ষ পুলিশকর্তা। গত ২৯ মে চিঠিটি নয়াদিল্লির নর্দার্ন রেলওয়ে দপ্তরে আসা চিঠিতে সাহারানপুর, হাপুর ও আরও স্টেশন নাশকতা ঘটিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি রয়েছে। এডিজিপি (আইনশৃঙ্খলা) আনন্দ কুমার বলেন, ফিরোজপুরের ডিআরএম চিঠি গ্রহণ করেছেন। তাতে উত্তরপ্রদেশ ছাড়াও হরিয়ানা, পঞ্জাব ও রাজস্থানে নাশকতার হুমকিও দেওয়া হয়েছে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই, যদিও আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গোটা রাজ্যে অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে তিনি এও জানান, গোয়েন্দা সংস্থাগুলির কাছে আম্বু শেখ নামে কোনও লস্কর কমান্ডারের ব্যাপারে তথ্য নেই। হতে পারে, কেউ এমন নাম দিয়ে তামাশা করছে। তবে চিঠিতে ৮-১০ জুনের মধ্যে মথুরার কৃষ্ণ জন্মভূমি ও বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে বিস্ফোরণের হুমকি থাকায় প্রশাসন নিরাপত্তা

গুয়াতেমালায় ফের অগ্নুৎপাত! মৃত কমপক্ষে ৭৫ জন, ১৯২ জন নিখোঁজ

Image
ফের ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটালো গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরি। এর ফলে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫। এখনও নিখোঁজ আরও অন্তত ১৯২ জন। রবিবার ফুয়েগোতে বড় রকমের অগ্নুৎপাত হয়েছিল। এর পর আপাতত আর নতুন করে আঘাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু তাঁদের সেই ধারণা কে ভুল প্রমাণ করে মঙ্গলবার নতুন করে অগ্নুৎপাত হয় ফুয়েগো আগ্নেয়গিরিতে। এইবারে লাভা-উদগীরণ পরিমাণ আরও বেশি ছিল। গত রবিবার (৩ জুন) ভোরে আচমকাই আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতটাই জোরে বিস্ফোরণ ঘটে যে মাটি থেকে প্রায় ১০ কিলেমিটার বা ৩৩ হাজার ফুট উপরে ছাই, উত্তপ্ত কাদামাটি ও বিষাক্ত গ্যাস নিক্ষিপ্ত হয়েছিল। ক্ষতিগ্রস্থ হয় এস্কুনতলা, সাকাতেপেকুয়েজ ও চিমাল্তেনাঙ্গো ডিভিশনের ১৭ লক্ষেরও বেশি মানুষ। প্রায় ৩ হাজার ২৭১ জনকে নিরাপদ এলাকায় স্থানান্তরিত করা হয়। ১ হাজার ৭৮৭ জনের জায়গা হয় সরকারি আশ্রয় শিবিরে। এরপর সেদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব সিসমোলজির প্রধান এডি স্যানচেজ জানিয়েছিলেন সোমবার সন্ধ্যা থেকে অগ্ন্যুৎপাতের তীব্রতা কমতে শুরু করেছে। তা থেকে বিশেষজ্ঞদের ধারণা ছিল পরবর্তী কয়েকদিনে তা আরও কমে যাবে। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্

ব্লাউজ-বিভীষিকা! বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর, মৃত স্বামী, কারণ শুনলে অবাক হবেন

Image
স্বামীর কাছে স্ত্রীর আবদার, হাট থেকে এনে দিতে হবে নতুন ব্লাউজ। স্বামী ব্লাউজের বায়না না মেটানোয়, বিষ খেয়ে  আত্নহত্যার চেষ্টা করে স্ত্রী। আর স্ত্রীর আচরণে ক্ষুব্ধ হয়ে আধ খাওয়া বিষের বাকিটা খেয়ে মৃত্যু হল স্বামীর।  এমন বেনজির আত্মঘাতীর ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের  কালিয়াগঞ্জের বকদুয়ার গ্রামে। ঘটনার সূত্রপাত সোমবার। উদয় রায় নামে ওই ব্যক্তি ধনকৈল হাটে গিয়েছিলেন ধান বিক্রি করতে। হাট থেকে ব্লাউজ কিনে আনার আবদার করেন তাঁর স্ত্রী লতিকা। কিন্তু ভুলবশত ব্লাউজের বদলে মুরগির মাংস কিনে বাড়ি ফেরেন তিনি। স্বামীক কাণ্ড দেখে  রীতিমতো খাপ্পা হন স্ত্রী। ব্লাউজ নিয়ে এতটাই বচসা চরমে ওঠে যে উদয়ের আনা মাংস রান্না করতে অস্বীকার করেন লতিকা। পরিস্থিতি বেগতিক দেখে সেই মাংস রান্না করে নেন উদয়ের মা। অনেক আগেই হাঁড়ি ভাগ হয়ে গিয়েছে মা-ছেলের। উদয়ের মায়ের এই কাণ্ডে আগুনে ঘি পড়ে। এরপর লতিকা দোকান থেকে বিষ এনে তা খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বছর বাইশের লতিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসাপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের কথায়, স্ত্রীর খাওয়া বাকি বিষ নিয়ে ব

গোয়ায় ৯২% ধর্ষকই ধর্ষিতার পরিচিত, অভিযুক্তরা বাবা-আত্মীয়-বন্ধু-প্রতিবেশী

Image
গোয়ায় ৯২% ধর্ষণের ক্ষেত্রে ধর্ষিতার পরিচিত কেউই ধর্ষক। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল গোয়া পুলিশ।  মহিলাদের উপর ক্রমবর্ধমান অপরাধের ঘটনায় সংবাদমাধ্যমের চাপে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের পুলিশ সুপার কার্তিক কাশ্যপ জানিয়েছেন, 'গোয়ার ধর্ষণের ঘটনাগুলি খতিয়ে দেখার পর জানা গিয়েছে ৯২% ক্ষেত্রে ধর্ষকরা ধর্ষিতার বন্ধু। কেবলমাত্র ৮% মামলায় ধর্ষণ করেছে সম্পূর্ণ অপরিচিতরা।'  তিনি আরও জানান, ২০১৫ সাল থেকে চলতি বছর ৩১ মে পর্যন্ত ২৫৬টি ধর্ষণের মামলা রুজু করেছে গোয়া পুলিশ। এর মধ্যে ১৬২ জন অভিযুক্ত ধর্ষিতার বন্ধু, ২৬ জন অভিযুক্ত ধর্ষিতার আত্মীয়, ১৭ জন প্রতিবেশী, ৬ জন অভিযুক্ত বাবা, একজন দাদা আর ২৩ জন অপরিচিত ব্যক্তি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টও বলছে, ৯৫% ধর্ষণের ঘটনায় ধর্ষিতার পরিচিত কেউই তাঁকে ধর্ষণ করে। গোয়ার ডিজি মুক্তেশ চান্দের জানিয়েছেন, অভিযুক্তরা বেশিরভাগ ক্ষেত্রে গোয়ার বাসিন্দা না বাইরের, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে চলতি বছরে গোয়ায় ধর্ষণ ১৩% কমেছে বলে জানিয়েছে পুলিশ। 

বিশ্বের ৮৩ তম ধনী অ্যাথলিট বিরাট, আয় কত কোটি জানেন?

Image
বিশ্বের সবচেয়ে ধনী অ্যাথলিটদের তালিকায় জায়গা করে নিলেন বিরাট কোহলি। ফোর্বসের তালিকায় একমাত্র ভারতীয় অ্যাথলিট হিসেবে একমাত্র তিনিই রয়েছেন। শুধু তাই নয়, রোজগারের নিরিখে কোহলি পেছনে ফেলে দিয়েছেন টেনিস স্টার নোভাক জকোভিচ ও ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার সের্গিয়ো আগুয়েরোকে।  ২৪ মিলিয়ন মার্কিন ডলার উপার্জনকারী বিরাট এই তালিকার ৮৩ নম্বরে রয়েছেন। অর্থাত্‍‌ ভারতীয় মুদ্রায় তাঁর আয় প্রায় ১৬০ কোটি। ২৩ মিলিয়ন মার্কিন ডলার আয়ের জকোভিচ ও আগুয়েরো দুজনেই রয়েছেন ৮৬ নম্বরে। ফোর্বসের এই তালিকায় সবার উপরে রয়েছেন আমেরিকান বক্সার ফ্লয়েড মেওয়েদার। তাঁর বার্ষিক আয় ভারতীয় মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা। তবে আশ্চর্যজনকভাবে চলতি বছরে বিশ্বের হায়েস্ট-পেইড অ্যাথলিটদের তালিকায় নাম নেই কোনও মহিলার। গত বছর ১০০ জনের তালিকায় একমাত্র মহিলা হিসেবে নাম ছিল সেরেনা উইলিয়ামসের। কোহলি সম্পর্কে ফোর্বসে বলা হয়েছে, কোহলি শুধু ভারতেই একটা বড় নাম নয়, তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলিটদের মধ্যে অন্যতম। গত বছর ২২ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করে ফোর্বসের এই তালিকায় ৮৯ নম্বরে ছিলেন ২৯ বছরের এই ক্রিকেটার। চলতি বছর BCCI যে পাঁচজন ক্র

চার বছর বয়সেই আস্ত গল্পের বই লিখে তাক লাগিয়ে দিল অয়ন

Image
শিশু বয়সে বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে হেঁটে মেদিনীপুর থেকে কলকাতায় আসার পথে মাইলক্রোশের ফলক দেখে সংখ্যা জ্ঞান হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়৷ পরে তিনি বর্ণ পরিচয়ও সৃষ্টি করেছিলেন৷ চার বছরের ছোট্ট এক শিশুর মধ্যে বর্ণ পরিচয় স্রষ্টার প্রতিভায় খুঁজে পাচ্ছেন পরিজন থেকে স্কুলের শিক্ষকেরা৷ কারণ, এই বয়সে অন্যান্য শিশুরা যখন খেলাধুলোয় ব্যস্ত থাকে, হয়তো বা সামান্য অক্ষর জ্ঞান রপ্ত করতে শুরু করে৷ ঠিক তখনই কি না ৪ বছর বয়সে আস্ত একখানা গল্পের বই লিখে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন অসমের লখিমপুর জেলার অয়ন গোয়ান৷ স্বভাবতই মনে করা হচ্ছে, অয়নই ভারতের সব থেকে কনিষ্টতম লেখক৷ অয়নের লেখা বইয়ের নাম 'হ্যানিকম্ব'৷ বইটিতে আছে ৩০টি ছোটদের গল্প৷ বইটিকে ছোটোদের কাছে আর্কষর্ণীয় করে তুলতে গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে সঙ্গে ছাপা হয়েছে বেশ কিছু ছবিও৷ সেগুলিও অয়নেরই আঁকা৷ বইটির মূল্য মাত্র ২৫০ টাকা৷   জানা গিয়েছে, অসমের লখিমপুর জেলার সেন্ট মেরি স্কুলের ছাত্র সে৷ চলতি বছরের জানুয়ারি মাসে তার বইটি প্রকাশিত হয়৷ মাত্র ৪ বছর বয়সেই আস্ত একটি গল্পের বই লিখে ফেলার অসাধার

মাধ্যমিকের মেধা তালিকা একনজরে !

Image
মাধ্যমিকে প্রথম কোচবিহারের সঞ্জীবনী, দ্বিতীয় বর্ধমানের শীর্ষেন্দু এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৫.৪৯ শতাংশ। পাশের হারে সবার উপরে পূর্ব মেদিনীপুর। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ, প্রাপ্ত নম্বর ৬৮৯। দ্বিতীয় হয়েছে শীর্ষেন্দু সাহা। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। শীর্ষেন্দু বর্ধমানের সাতগাছিয়া হাইস্কুলের পড়ুয়া। ৬৮৭ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে তিন জন— কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা স্কুলের নীলব্জ দাস এবং মৃণ্ময় মণ্ডল।  চতুর্থ হয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রফুল্লনগর বিদ্যামন্দিরের দীপ গায়েন (৬৮৬)। ৬৮৫ নম্বর পেয়ে মাধ্যমিকে পঞ্চম হয়েছে পাঁচ জন— উত্তর ২৪ পরগনার সুনীতি অ্যাকাডেমির অঙ্কিতা দাস, বাঁকুড়ার গোগড়া হাই স্কুলের সৌমি নন্দী, বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতনের সৃজা পাত্র, পশ্চিম মেদিনীপুরের শ্রীরামকৃষ্ণমিশন বিদ্যাভবনের অনীক জানা ও নদিয়ার কাঁচড়াপাড়া হারনেট হাই স্কুলের প্রথমকান্তি মজুমদার। ৬৮৪ নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে পাঁচ জন। কোচবিহারের দিনহাটা হাই স্কুলের সুমিত বাগচি, জলপাইগুড়ির সেন্ট্রাল গার্লস হাই স্কুলের নীধি চৌধুরী,

রেলে কমছে খাবার-লাগেজের ওজন, নিয়ম ভাঙলে জরিমানা ছ’গুণ

Image
ওজন নিয়ে এ বার দু'ভাবে কড়া হচ্ছে রেল। এক, যাত্রীর মালপত্রের ওজন। দুই, ট্রেনে বিক্রি করা খাবারের ওজন। বরাদ্দের চেয়ে ৩৮ টাকা বেশি খরচ করে রেলের মিলে এখন যে খাবার দেওয়া হয়, তার চেয়ে ওজনে অন্তত ১৫০ গ্রাম কমছে প্রতি প্লেট। আর মালপত্রের ক্ষেত্রে, বুক না করে নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি মালপত্র নিলে এখনকার চেয়ে অনেক বেশি জরিমানা দিতে হবে এ বার থেকে। দূরপাল্লার ট্রেনে অতিরিক্ত মালপত্রের বোঝা কমাতেই এই ব্যবস্থা। যাত্রী পিছু বর্তমানে স্লিপার ক্লাসে ৪০ কেজি ও দ্বিতীয় শ্রেণিতে ৩৫ কেজি মালপত্র নেওয়া যায়। তার বেশি নিতে হলে তা বুক করতে হয়। তার জন্য মাসুলের নির্দিষ্ট হার রয়েছে। বুক না করে ছাড়ের চেয়ে বেশি মাল নিলে বাড়তি ওজনের জন্য ওই মাসুলের দেড় গুণ জরিমানা নেওয়া হত এত দিন। এ বার নেওয়া হবে পণ্য মাসুলের ছ'গুণ। ধরা যাক, স্লিপার শ্রেণির কোনও যাত্রী ৮০ কেজি মাল নিয়ে ৫০০ কিমি যাবেন। বাড়তি ৪০ কেজি মাল তিনি ১০৯ টাকা মাসুল দিয়ে লাগেজ ভ্যানে নিয়ে যেতে পারেন। কিন্তু বুক না করে ধরা পড়লে জরিমানা দিতে হবে ৬৫৪ টাকা। প্রত্যেক বিমানযাত্রীর ব্যাগপত্র ওজন করা হয়। রেলে তা চালু করা কঠিন। তবে রেল এ বার মালের

স্বপন কোলে হত্যা মামলায় ১৩ জন বেকসুর খালাস

Image
কলকাতা ও হাওড়া: আট বছর পর মামলার রায়দান৷ আন্দুলের প্রভু জগবন্ধু কলেজের ছাত্র স্বপন কোলে হত্যা মামলায় ১৩জন অভিযুক্তকেই বেকসুর খালাস করল আদালত৷ হাওড়ার সেকেন্ড ফাস্ট ট্র‍্যাক কোর্ট এই রায় দেয়৷ আদালতসূত্রে খবর, উপযুক্ত সাক্ষ্য না থাকায় মুক্তি পায় অভিযুক্তরা৷ ২০১০ সালে ১৬ ডিসেম্বর৷ কলেজের মনোনয়নপর্ব ঘিরে সংঘর্ষে জড়ায় এসএফআই ও টিএমসিপির সদস্যরা৷ সেই সংঘর্ষে আহত হন বিকম দ্বিতীয় বর্ষের ছাত্র এসএফআই সদস্য স্বপন কোলে৷ তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে৷ মাটিতে লুটিয়ে পড়েন স্বপন৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর৷ এই ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি৷ এই ঘটনায় তৃণমূল সমর্থিত ছাত্রনেতাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে৷ এর মধ্যে নাম ছিল বর্তমানের হাওড়া জেলা তৃণমূলের ক্রীড়া সেলের সভাপতিরও৷   পুলিশ ১৩ জনকেই গ্রেফতার করে৷ হাওড়ার অ্যাডিশনাল পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদির নেতৃত্বে শিলিগুড়ি এবং বর্ধমান থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের৷ ২০১২ সালে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ৷ ঘটনার তদন্তে যেন কোনও গাফিলতি না থাকে তার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন

নব প্রজন্মের আবিস্কারকদের সঙ্গে আলাপচারিতায় মোদি

Image
নতুন প্রজন্মের আবিস্কারকদের সঙ্গে এক আলাপচারিতায় আজ অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে অংশ নেবেন দেশ-বিদেশের আবিস্কারকরাও। গতকাল প্রধানমন্ত্রী টুইট করেন, "গোটা বিশ্ব থেকে আগত নতুন প্রজন্মের আবিস্কারকরা আলাপচারিতায় অংশ নেবেন। এই রোমাঞ্চকর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। নতুন প্রজন্মের এই তারকাদের আবিস্কারের গল্প তাদের মুখ থেকে শোনা একটা দারুন সুযোগ।" প্রধানমন্ত্রী বলেন, "ভারতের নতুন প্রজন্মের এই তারকাদের রয়েছে স্বতন্ত্র চিন্তাধারা। আমার নতুন বন্ধুদের এই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনার যদি কোনও স্বতন্ত্র ভাবনা থাকে, তবে আপনিও যোগ দিতে পারেন এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদি মোবাইল অ্যাপের মাধ্যমে।" 

দু’দফায় অফিস খুলে প্রতারণা, গ্রেফতার চার

Image
প্রতারণার ফাঁদ পাতার জন্য ভিন্ন কৌশল নিয়েও শেষরক্ষা হল না!চাকরি দেওয়ার নামে ভুয়ো সংস্থা খুলে টাকা হাতানোই ছিল তাদের লক্ষ্য। প্রতারণার ফাঁদ পাততে সংস্থার নাম, ঠিকানা পাল্টালেও প্রতারকেরা বদলায়নি। ফলে চাকরিপ্রার্থী যুবক পুরনো প্রতারকদের দেখেই সটান হাজির হন থানায়। অভিযোগ পেয়ে চার প্রতারককে হাতেনাতে ধরে এন্টালি থানার পুলিশ। সোমবার রাতে, শিয়ালদহ এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম, মানবেন্দ্র সরকার, পীযূষকান্তি সাহা, বিশ্বজিৎ গায়েন এবং সোমনাথ বিশ্বাস। পুলিশ সূত্রে খবর, বছরখানেক ধরে মেট্রো রেল ও বিমানবন্দরে চাকরির টোপ দিয়ে এন্টালিতে প্রথমে একটি অফিস খুলে শ'খানেক যুবকের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়েছিল ধৃতেরা। প্রায় এক বছর পরে প্রথম অফিসের ঠিকানা, সংস্থার নাম পাল্টে একই কায়দায় ফের প্রতারণা চক্র চালানোর চেষ্টা করেছিল ধৃতেরা। বিজ্ঞাপন দেখে চাকরির খোঁজে নতুন অফিসে গিয়ে আগের প্রতারকদের দেখতে পান বালির বাসিন্দা অভিযোগকারী, অশোক অধিকারী। তদন্তকারীরা জানিয়েছে, চক্রের মূল পাণ্ডা মানবেন্দ্র। তার নেতৃত্বেই বাকি তিন জন বছরখানেক আগে প্রথমে এন্টালি থানা এলাকার দেব লেনে একটি অফিস তৈরি কর

৯টায় প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, জানা যাবে এই ওয়েবসাইটে

Image
কলকাতা:  আগামিকাল সকাল ৯টায় ফলপ্রকাশ হবে ২০১৮-র মাধ্যমিক পরীক্ষার৷ মধ্যশিক্ষা পর্ষদের অফিস থেকে ঘোষিত হবে এই ফল৷ জীবনের প্রথম বড় পরীক্ষার ফলের জন্য আরও কিছু ঘণ্টার অপেক্ষা পরীক্ষার্থীদের৷ এবছরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২ হাজারের বেশি৷ আগামিকালই প্রকাশ করা হবে ২০জনের মেধাতালিকা৷ কালই স্কুল থেকে পরীক্ষার্থীরা নিজেদের মার্কশিট তুলে নিতে পারবেন৷ কাল স্কুল থেকে শংসাপত্রও পাওয়া যাবে৷ যদিও তার আগে সকাল ১০টায় ওয়েবসাইট থেকেই জানা যাবে ফল৷ যেই ওয়েবসাইট থেকে ফল জানা যাবে, সেগুলি হল--- www.wbbse.org http://wbresults.nic.in www.exametc.co www.indiaresults.com http://timesofindia.com www.school.gradeup.co www.schools9.com www.vidyavision.com www.jagranjosh.com www.results.shiksha www.westbengalonline.in

দশ বছরের ছোট হলেও নিকের সঙ্গে দারুন যৌন জীবন উপভোগ করছেন প্রিয়ঙ্কা

Image
এখন তাদেরকে বেশিরভাগ অনুষ্ঠানে দেখা যাচ্ছে, ঘনিষ্ঠ ভাবেই দেখা যাচ্ছে তাদের। এমনকি শোনা যাচ্ছে তাঁরা নাকি দারুন যৌন জীবন উপভোগ করছেন দুজনে। এই মুহূর্তে নিকের বিয়ে করার কোনও পরিকল্পনা নেই, বরং নানা মহিলার সঙ্গে জীবনটা উপভোগ করতে চান তিনি। তবে প্রিয়ঙ্কাকে দুর্দান্ত লাগে তাঁর, বয়সে বড় মেয়েদের পছন্দ করেন তিনি। তাছাড়া প্রিয়ঙ্কা আন্তর্জাতিক তারকা, অত্যন্ত অভিজাত। নিক বলেন, প্রিয়ঙ্কার মত কোনও মহিলা তিনি আগে দেখেননি। যদিও তার মানে এই নয় যে তিনি বিয়ে করার কথা ভাবছেন। প্রিয়ঙ্কার বন্ধুরাও এই সম্পর্ক নিয়ে বেশ উদ্বিগ্নও বটে, তাঁরা প্রিয়ঙ্কাকে নিকের সঙ্গে ঘনিষ্ঠ হতে মানা করলেওশোনার পাত্রী নন প্রিয়ঙ্কা, যৌনতায় নিক যে পারদর্শী তার কথাও স্বীকার করেছে প্রিয়ঙ্কা

ফোনে হুমকি, ফেসবুকে কটূক্তি, আতঙ্ক কাটছে না নিগৃহীত ছাত্রের

Image
খোদ শিক্ষামন্ত্রী বলছেন, ''অভিযুক্তদের ধরতেই হবে।'' পুলিশ দাবি করছে, অভিযুক্ত ছাত্রদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। কলেজের সামনে মোতায়েন রয়েছে পুলিশও। তবু তাদের সন্ধান মিলছে না। কিন্তু, চার-চারটি দিন পার হয়ে গেলেও সেন্ট পলসের সেই নিগৃহীত ছাত্রের আতঙ্ক কাটেনি। তাঁর কথায়: "আতঙ্কে আছি। চার দিন হয়ে গেলেও অধরা অর্ণব ঘোষেরা। ফোনে হুমকি দিচ্ছে। ফেসবুকে কটূক্তি করছে। তা-ও কেন গ্রেফতার করা যাচ্ছে না?" পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এ ভাবেই ক্ষোভ উগরে দিলেন সেন্ট পলস কলেজের নিগৃহীত সেই ছাত্র। মঙ্গলবারেও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, "অভিযুক্তদের ধরতেই হবে।" বাস্তব চিত্রটা অবশ্য অন্য। পুলিশ এখনও 'চারমূর্তি'র খোঁজ পাচ্ছে না। যদিও আমহার্স্ট স্ট্রিট থানার দাবি, ইতিমধ্যেই ট্যাংরা, হাওড়া-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। অভিযুক্তের বাড়ি তো বটেই, এমনকি তাদের আত্মীদের বাড়িতেও খোঁজখবর করা হয়েছে। তবুও সন্ধান মিলছে না। আর তাতেই ক্ষোভ বাড়ছে কলেজ পড়ুয়াদের মধ্যে। ঘটনার পর কলেজে আসতে কিছুটা দ্বিধাবোধ করছিলেন নিগৃহীত ছাত্র। লজ্জায়, কিছুট

তৃণমূল নেতা খুনে রণক্ষেত্র বাগনান, মার খেলেন সাংবাদিকরাও

Image
বাড়ি ফেরার পথে ঘিরে ধরে তিন দুষ্কৃতী। খুব কাছ থেকে কানের পাশে তিনটি গুলি করে বাইকে উঠে পালায়। রক্তাক্ত তৃণমূল নেতা মহসিন আলি খান (৪৯) মারা যান হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই। সোমবার রাত ৯টা নাগাদ হাওড়া জেলার বাগনানের ন'পাড়ার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। রাতে দেহ নিয়ে মুম্বই রোড অবরোধ করে তৃণমূল। মঙ্গলবার অবরোধ হয় বাগনান-আমতা রোডে। বিজেপি-ঘনিষ্ঠ বলে পরিচিত আশরাফ আলি মিদ্যা ও তার সাঙ্গোপাঙ্গদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে ভাঙচুর চলে কয়েকটি বাড়িতে। কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার এলাকায় ঢুকতে গেলে বাধা দেওয়া হয় তৃণমূলের সাংসদ-বিধায়ককেও। প্রহৃত হয়েছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। আশরাফ-সহ ১২ জনের নামে খুনের অভিযোগ দায়ের হয়েছে থানায়। তিন জনকে আটক করে তদন্ত এগোচ্ছে বলে জানিয়েছেন হাওড়ার (গ্রামীণ) পুলিশ সুপার গৌরব শর্মা। বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন বলেন, ''বিজেপির লোকজনই খুন করেছে আমাদের জনপ্রিয় নেতাকে। আমরা খুনিদের কঠোর শাস্তি চাই।'' বিজেপির গ্রামীণ জেলা তৃণমূল সভাপতি অনুপম মল্লিক অবশ্য বলেছেন, ''আশরাফ বিজেপির কেউ নয়। এটা তৃণমূলের গোষ্ঠীদ

তিন মন্ত্রীকে সরালেন মমতা

Image
তিন মন্ত্রীকে সরানো হল। পঞ্চায়েতের ফল প্রকাশের পর থেকেই রদবদল নিয়ে জল্পনা শুরু হয়েছিল শাসক শিবিরে। অপসারিত দুই মন্ত্রী জেমস কুজুর ও চূড়ামণি হাঁসদা পদ খোয়ালেন তাঁদের এলাকায় দলের ফল খারাপ হওয়ায়। আর শারীরিক কারণে মন্ত্রিত্ব থেকে সরতে হল কৃষ্ণনগর ( উত্তর) এর অবনী জোয়ারদারকে। রদবদল সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, ''ওঁরা আমাকে আগেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। দলের কাজ করবেন।''   অবসরপ্রাপ্ত পুলিশকর্তা জেমসের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল পরিবর্তনের পরেই। ২০১৬ সালে আলিপুরদুয়ারের কুমারগ্রাম বিধানসভা থেকে জিতলে তাঁকে মন্ত্রিসভায় নিয়ে আসেন মমতা। কিন্তু রাজনীতির বাইরের লোক হিসাবে তখন থেকেই তাঁকে ঘিরে দলের অন্দরে নানা গুঞ্জন ছিল। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে জেমসকে নিয়ে জেলার নেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রচারে গিয়ে সেই আঁচ পেয়েছিলেন জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। ভোটে জেমসের কেন্দ্রে ভাল ফল করেছে বিজেপি। তারপরই তাঁকে সরতে হল। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি হাঁসদার কাজকর্মে দলের শীর্ষ স্তরে অসন্তোষ ছিল। ওই জেলায়, এমনকি চূড়ামণির

ভাগ্নির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে মামার মর্মান্তিক পরিণতি

Image
সিউড়ি: তিনি নিজে বিবাহিত৷ বয়স ৩০৷ ঘরে স্ত্রীও রয়েছে৷ তবু দূর সম্পর্কের ২৭ বছরের ভাগ্নির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন পরকীয়ায়৷ বিষয়টি জানতে পেরে ওই তরুণীর ভাই আলাদা করে মামাকে ডেকে সাবধানও করেছিল৷ তা নিয়ে মাস খানেক আগে তর্কাতর্কি থেকে হাতাহাতিও হয় মামা-ভাগ্নের মধ্যে৷ অভিযোগ, তারপরেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাননি বিবাহিত মামা৷ আর তার জেরে মর্মান্তিক পরিণতি হল ওই যুবকের৷ প্রাণের বিনিময়ে পরকীয়ার মূল্য চোকাতে তাঁকে৷ সিউড়ির কড়িধ্যায় সুব্রত ওরফে পিন্টু অঙ্কুরকে নৃশংসভাবে খুনের নেপথ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশি তদন্তে৷ পুলিশ সূত্রের খবর, সিউড়ির মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাকদহতে বাড়ি সুব্রতর৷ তিনি সিউড়ি শহরের একটি বাইকের শোরুমে কাজ করতেন৷ বাড়িতে স্ত্রী থাকা স্বত্ত্বেও সিউড়ি শহরের অদূরে কড়িধ্যার ডোমপাড়ার সম্পর্কিত ভাগ্নির সঙ্গে সুব্রত পরীকায়ার সম্পর্ক গড়ে তুলেছিলেন বলে অভিযোগ৷ ইতিমধ্যে ওই ঘটনায় নিহত সুব্রতর দূর সম্পর্কের নাবালক ভাগ্নে ও তার এক বন্ধুকে গ্রেফতারও করেছে পুলিশ৷ ধৃতদের জেরা করেই পুলিশ ওই সম্পর্কের কথা জানতে পেরেছে৷ পুলিশের দাবি, জেরায় নিহত সুব্র

পায়ুপথে বেগুন ঢুকিয়ে বিপাকে!

Image
এক্স রে মেশিনে দৃষ্ট বেগুন। প্রবল কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন তিনি। ভেবেছিলেন, লম্বাটে, মসৃণ কিছু পায়ুপথে চালনা করলে স্বস্তি মিলবে। কিন্তু ফল হল বিপরীত। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'মিরর'-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ঘটনাটি চিনের। কোষ্ঠকাঠিন্যের হাত থেকে মুক্তি পেতে ওই ব্যক্তি পায়ুপথে এক ফুট লম্বা একটি অবারজাইন (বেগুন-জাতীয় ফল) প্রবেশ করান। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মেলা দূর অস্ত, বেগুন গিয়ে ঠেকে অন্ত্রের ভিতরে। বিপাকে পড়ে ভদ্রলোক হাসপাতালে পৌঁছন। সেখানে স্ক্যান করে দেখা যায়, পেটের ভিতরে এক বিশেষ কোণে আটকে রয়েছে বেগুনটি। দু'দিন ধরে তিনি পেটের ব্যথায় কাতরাতে থাকেন, বমি হয় বেশ কয়েক বার। শেষে অস্ত্রোপচার করেই বের করতে হয় বেগুনটিকে। চিকিৎসকরা জানিয়েছেন, আর একটু হলে বেগুনটি ভদ্রলোকের ফুসফুসে গিয়ে ঠেকত। তখন অন্য বিপদ ঘটতে পারত। জানা গিয়েছে, ভদ্রলোক এখন বিপন্মুক্ত। তবে, তাঁর কোষ্ঠকাঠিন্য দূর হয়েছে কি না, জানা যায়নি। চিনা সোশ্যাল মিডিয়া 'ওয়েইবো'-তে ঘটনাটি এখন ভাইরাল। তুমুল হই-হল্লা চলছে বিষয়টি ঘিরে।

ওলায় শ্লীলতাহানি, তরুণীর বিবস্ত্র ছবি হোয়াটসঅ্যাপে!

Image
বিমানবন্দর যাওয়ার পথে ২৬ বছর বয়সী এক তরুণীর শ্লীলতাহানি করল বেঙ্গালুরুর এক ওলা চালক। পরে ওই মহিলার শ্লীলতাহানির ছবি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয় ওই ওলা চালক। মুম্বইয়ের বিমান ধরতে ওই তরুণী গত শুক্রবার রাত ২টো নাগাদ ওই ওলায় চড়েন। কিছুটা দূরত্ব যাওয়ার পর শর্ট কাটে যাবেন বলে অন্য পথ ধরে ওই ওলা চালক। সেখানেই ওই তরুণীকে বিবস্ত্র করে তাঁর ছবি তোলা হয়। চালকের হাতের মোবাইল কেড়ে নিয়ে তরুণী তাঁর বন্ধুদের ডাকবেন বললে, তাঁকে গণধর্ষণের হুমকি দেওয়া হয় বলে তরুণীর অভিযোগ। তরুণী জানিয়েছেন, পরে অনুনয় বিনয় করলে ওই তরুণীকে বিমানবন্দরে গিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যায় ওই ওলা চালক। তরুণীটি তার পর পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান।

ভাড়া না বাড়ালে বাস বন্ধ, হুমকি মালিকদের

Image
হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আগেই। তা সত্ত্বেও রাজ্য সরকার বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়ায় আগামী কাল, বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাস ও মিনিবাসের মালিকেরা। মঙ্গলবার 'জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস', 'মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি' এবং 'ইনট্রা অ্যান্ড ইন্টার রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন'-এর তরফে একটি চিঠি রাজ্যের পরিবহণমন্ত্রীকে পাঠানো হয়েছে। তাতে বাসমালিকেরা স্পষ্টই জানিয়েছেন, সরকার যদি বুধবারের মধ্যে ভাড়া বৃদ্ধির বিষয়ে ইতিবাচক কোনও সিদ্ধান্ত না নেয়, তা হলে বাস তুলে নেওয়া ছাড়া উপায় থাকবে না। কলকাতা, দুই ২৪ পরগনা এবং হাওড়া মিলে দিনে প্রায় সাড়ে সাত হাজার বেসরকারি বাস প্রতিদিন রাস্তায় নামে। আর কলকাতা ও শহরতলি মিলিয়ে চলে প্রায় ১২০০ মিনিবাস। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বিভিন্ন রুটে বাসের সংখ্যা কমেছে বলে দাবি বাসমালিক সংগঠনগুলির। এখন বহু রুটে সকালের দিকে বাস চললেও দুপুরে বাস নিয়ে বেরোতে চাইছেন না চালক ও কন্ডাক্টরেরা। তাঁদের যুক্তি, সে সময়ে যে যাত্রী হয়, তাতে লাভ তো দূরের কথা, তেলের টাকাও ভাল কর