গোয়ায় ৯২% ধর্ষকই ধর্ষিতার পরিচিত, অভিযুক্তরা বাবা-আত্মীয়-বন্ধু-প্রতিবেশী


গোয়ায় ৯২% ধর্ষণের ক্ষেত্রে ধর্ষিতার পরিচিত কেউই ধর্ষক। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল গোয়া পুলিশ। 

মহিলাদের উপর ক্রমবর্ধমান অপরাধের ঘটনায় সংবাদমাধ্যমের চাপে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের পুলিশ সুপার কার্তিক কাশ্যপ জানিয়েছেন, 'গোয়ার ধর্ষণের ঘটনাগুলি খতিয়ে দেখার পর জানা গিয়েছে ৯২% ক্ষেত্রে ধর্ষকরা ধর্ষিতার বন্ধু। কেবলমাত্র ৮% মামলায় ধর্ষণ করেছে সম্পূর্ণ অপরিচিতরা।' 

তিনি আরও জানান, ২০১৫ সাল থেকে চলতি বছর ৩১ মে পর্যন্ত ২৫৬টি ধর্ষণের মামলা রুজু করেছে গোয়া পুলিশ। এর মধ্যে ১৬২ জন অভিযুক্ত ধর্ষিতার বন্ধু, ২৬ জন অভিযুক্ত ধর্ষিতার আত্মীয়, ১৭ জন প্রতিবেশী, ৬ জন অভিযুক্ত বাবা, একজন দাদা আর ২৩ জন অপরিচিত ব্যক্তি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টও বলছে, ৯৫% ধর্ষণের ঘটনায় ধর্ষিতার পরিচিত কেউই তাঁকে ধর্ষণ করে।

গোয়ার ডিজি মুক্তেশ চান্দের জানিয়েছেন, অভিযুক্তরা বেশিরভাগ ক্ষেত্রে গোয়ার বাসিন্দা না বাইরের, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে চলতি বছরে গোয়ায় ধর্ষণ ১৩% কমেছে বলে জানিয়েছে পুলিশ।