Posts

Showing posts from February 8, 2019

মোবাইলে টোপ, পাচার হয়ে যাচ্ছে মেয়েরা, সতর্ক করছে পুলিশ

Image
মোবাইলে মন ডেকে না আনে বিপদ। কিছু দিন আগে রাতভর তল্লাশি চালিয়ে বাগদা থানার পুলিশ নদিয়া ও গাইঘাটা এলাকা থেকে তিন অপহৃত কিশোরীকে উদ্ধার করেছিল। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নবম ও দশম শ্রেণির পড়ুয়া ওই কিশোরীরা তাদের প্রেমিকদের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল। এ অবশ্য ব্যতিক্রমী ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে বনগাঁ মহকুমা এলাকায় একের পর এক কিশোরী অপহরণের ঘটনা ঘটেছে। বনগাঁর এসডিপিও অনিল রায় বলেন, ''সুপ্রিম কোর্টের নির্দেশে কোনও নাবালিকা নিখোঁজ হলে আমরা অপহরণের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করি। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, প্রেমের ফাঁদে পড়ে নাবালিকারা স্বেচ্ছায় তাদের প্রেমিকদের সঙ্গে পালায়।'' অনেক সময়ে এই মেয়েরা পাচার হয়ে যায় বলেও জানতে পেরেছে পুলিশ।  কেন এমন ঘটনা বাড়ছে? পুলিশ কর্তাদের দাবি, অল্পবয়সী মেয়েরা মূলত আবেগের বশে প্রলোভনে পা দিয়ে ফেলে। স্কুলে যাওয়ার পথে অচেনা ছেলেদের সঙ্গে যোগাযোগ ঘটে তাদের। ফোনে আসা মিসড্ কল থেকেও অনেক সময়ে সম্পর্ক তৈরি হয়। ফেসবুকের মাধ্যমে অচেনা যুবকদের সঙ্গে তো পরিচয় হচ্ছেই।  কয়েক মাস আগে মিসড্ কলের সূত্র ধরে বনগাঁর এক কলেজ ছাত্রীর সঙ্গে এক যুবকে...

আজ থেকে ৩ দিন শিয়ালদহ শাখায় বন্ধ বহু ট্রেন, যাত্রী দুর্ভোগের শঙ্কা

Image
কাঁকিনাড়া-নৈহাটি স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য তিন দিন শিয়ালদহ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করল পূর্ব রেল। ৮ ফেব্রুয়ারি শুক্রবার থেকে ১০ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত ওই শাখায় নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। সোমবার থেকে ট্রেন পরিষেবা ফের স্বাভাবিক হবে। পূর্ব রেল সূত্রে খবর, কাকিনাড়া এবং নৈহাটি স্টেশনে চতুর্থ লাইন চালু করতে নন-ইন্টারলকিংয়ের কাজ দ্রুত শেষ করতে চায় রেল। ওই শাখার যাত্রীদের আরও ভাল পরিষেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই জন্যই সাময়িক ভাবে অসুবিধা হবে যাত্রীদের। তবে নন-ইন্টারলকিংয়ের কাজ শেষ হয়ে গেলে পরিষেবা আরও ভাল হবে। যদিও এই ক'দিন যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা থাকছে। পূর্ব রেল সূত্রে খবর, শুক্রবার শিয়ালদহ-রানাঘাট শাখায় মোট ৩২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার বাতিল হয়েছে ৪০টি লোকাল। তার মধ্যে ৮টি শিয়ালদহ-রানাঘাট লোকাল, ২৪টি শিয়ালদহ-নৈহাটি লোকাল আর ৮টি শিয়ালদহ-কল্যাণী লোকাল রয়েছে। একই ভাবে ১০ ফেব্রুয়ারি, রবিবার বাতিল করা হয়েছে মোট ৪২ ট্রেন। সেই তালিকায় রয়েছে ৮টি শিয়ালদহ-রানাঘাট, ২৪টি শিয়ালদহ-নৈহাটি, দু'টি রানাঘাট-নৈহাটি এবং ৮টি শিয়ালদহ-কল্যাণী লোকাল।

ওটিপি না বলেও এটিএম থেকে উধাও ৩৮ হাজার!

Image
কার্ড যাঁর, তিনি বসে আছেন বীরভূমের দুবরাজপুরে। তাঁর এটিএম কার্ড ব্যবহার করে টাকা উঠে গেল ঝাড়খণ্ডের দেওঘরে! বৃহস্পতিবার দুবরাজপুর থানা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় এমনই একটি কার্ড জালিয়াতির অভিযোগ জানিয়েছেন নম্রতা চৌধুরী নামে এক ছাত্রী। নম্রতা ইন্দিরা গাঁধী ওপেন ইউনিভার্সিটি থেকে ইংরেজি অনার্স নিয়ে তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন। দুবরাজপুর থানায় নম্রতা লিখিত অভিযোগে জানিয়েছেন, সেখানকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। এটিএম কার্ডও ওই ব্যাঙ্কের। তিনি কারও সঙ্গে এটিএম কার্ডের পিন শেয়ার করেননি। মোবাইলে বা মেলে ওয়ান টাইম পাসওয়ার্ড পাননি বা কাউকে তা জানাননি। অথচ ওই কার্ড ব্যবহার করে বুধবার রাত ১১টা বেজে ৩৭ মিনিট ও ১১টা ৪০ মিনিটে পর পর দু'বারে ৩৮ হাজার টাকা তোলা হয়েছে। মোবাইলে টাকা কাটার মেজেস পাওয়ার পর থেকেই উদ্বেগের মধ্যে কাটাচ্ছিলেন। বৃহস্পতিবার বাবা পপু চৌধুরীর সঙ্গে ব্যাঙ্কে এসে দেখেন আশঙ্কাই সত্যি। দেওঘর মন্দিরের সামনের একটি এটিএম থেকে তোলা হয়েছে টাকা। ছাত্রীর আক্ষেপ, ''টিউশন দিয়ে এবং বাবার দেওয়া টাকা জমিয়ে অ্যাকাউন্টে ৩৯ হাজার ৬০০ টাকা জমিয়েছিলাম। কিন্তু, কে...

কবরের নীচে খাজানা, হিরে, সোনা, নগদ-সহ ৪৩৩ কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর

Image
যেখানে চালানো হয় আয়কর দফতরের হানাদারি। চেন্নাইয়ে। ছবি- পিটিআই আয়কর দফতরের রক্তচক্ষু এড়াতে মাটির নীচে পুঁতে রাখা হয়েছিল রাশি রাশি সোনা, হিরে। বড় কয়েকটি কবরে ঢুকিয়ে রাখা হয়েছিল হিসাব বহির্ভূত কোটি কোটি টাকা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র। মাটিতে পুঁতে রাখা সেই সোনা, হিরে আর টাকার মোট মূল্য ৪৩৩ কোটি টাকা। চেন্নাই আর কোয়মবত্তূরে 'ব্রহ্মাণ্ডমাই' নামে একটি  'সারাভানা স্টোর' এবং দু'টি প্রোমোটার সংস্থা 'লোটাস গ্রুপ' ও 'জিস্কোয়্যার'-এর অফিসে এক সপ্তাহেরও বেশি ধরে তল্লাশি চালিয়ে কবর খুঁড়ে ওই 'গুপ্তধনে'র হদিশ পেয়েছেন আয়কর কর্তারা। আয়কর কর্তারা জানিয়েছেন, সেই টাকা, হিরে, সোনা রাখা হয়েছিল কয়েকটি কবরে। সেগুলি খুঁড়ে হিসাব বহির্ভূত নগদ ২৫ কোটি টাকা, ১২ কিলোগ্রাম ওজনের সোনা এবং ৬২৬ ক্যারাট ওজনের হিরে উদ্ধার করা হয়েছে। আয়কর হানাদারি একই সঙ্গে চালানো হয়েছিল চেন্নাই ও কোয়মবত্তূরের ৭২টি জায়গায়। সবক'টি জায়গাতেই রয়েছে ওই সারাভানা স্টোরের মালিক যোগারাথিনাম পোন্ডুরাই ও তাঁর সহযোগী রামজায়াম ওরফে বালার স্থাবর সম্পত্তি। বালা দু'টি প্রোমোটার সংস্থা 'লোটাস...

সাত উইকেটে জিতে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালেন রোহিতরা

Image
ম্যাচের সেরা ক্রুনাল পান্ড্যকে অভিনন্দন সতীর্থদের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ভারত। শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে সাত বল বাকি থাকতে সাত উইকেটে নিউজিল্যান্ডকে হারাল টিম ইন্ডিয়া। সিরিজ এখন ১-১। রবিবার হ্যামিলটনের সিডন পার্কে হবে সিরিজের ফয়সালা। জেতার জন্য ১৫৯ করতে হত ভারতকে। ১৮.৫ ওভারে লক্ষ্যে পৌঁছল ভারত (১৬২/৩)। জয়ের নায়ক অধিনায়ক রোহিত শর্মা। তিনি ২৯ বলে করলেন ৫০। শিখর ধওয়ন ( ৩১ বলে ৩০), ঋষভ পন্থ (২৮ বলে অপরাজিত ৪০) রান পেলেন। বিজয় শঙ্কর (আট বলে ১৪) চালাতে গিয়ে ফিরলেও নির্ভরতা দিলেন মহেন্দ্র সিংহ ধোনি (১৭ বলে অপরাজিত ২০)। টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছিল। ছয় নম্বরে নেমে ঝড় তুলেছিলেন কলিন ডি গ্র্যান্ডহোমি (২৮ বলে ৫০)। যাতে ছিল চারটি ছয়। রস টেলরও (৩৬ বলে ৪২) সঙ্গতে ছিলেন। ৫০ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর গ্র্যান্ডহোমি-টেলর পঞ্চম উইকেটে ৭৭ রান যোগ করেছিলেন। কিন্তু, তারপর ভারতীয় বোলারদের নিখুঁত নিশানা আটকে রাখে কিউই ব্যাটসম্যানদের। আট উইকেট হারিয়ে ১৫৮ রানে থামে নিউজিল্যান্ড। ভারতের সফলতম বোলার ক্রুনাল পান্ড্য (৩/২৮)। ...

ঠাকুরনগর থেকে শিক্ষা নিয়ে কড়া নিরাপত্তার চাদরে মোদীর ময়নাগুড়ি সভা

Image
কলকাতা: দুপুর ২টো নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমে, সেখান থেকে হেলিকপ্টারে ময়নাগুড়ির সভায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ১০০ মিটারের মধ্যে তিনটি হেলিপ্যাড রয়েছে৷ ময়নাগুড়ির চূড়াভান্ডারে দুটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে৷ তার একটিতে বুলেটপ্রুফ পোডিয়ামে ভাষণ দেবেন মোদী৷ সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে মঞ্চ ও তার চারপাশ৷ ঠাকুরনগরের বিশৃঙ্খলাকে মাথায় রেখেই এবার আরও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে৷ কাঠের সঙ্গে লোহার বিম ব্যবহার করে ব্লক তৈরি করা হয়েছে৷ ব্যারিকেড এবং এলইডি বালবে এলাকা ঘিরে ফেলা হয়েছে৷ সেই সঙ্গে নিরাপত্তার দায়িত্বে বিশাল পুলিশবাহিনী, স্পেশাল প্রোটেকশন গ্রুপ রয়েছে৷   দুটি মঞ্চতেই রয়েছে পুলিশি প্রহরা৷ মোদীর এই সবাকে ঘিরে যাতে কোনওরকমের সমস্যা না হয় সেইদিকে কড়া নজর রাখা হলেও, প্রকৃতি সেখানে কপালে ভাঁজ ফেলছে৷ কালো মেঘে অনিশ্চয়তা দেখা দিয়েছে এই সভাকে ঘিরে৷ তবে সে সবের মধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ব্যস্ত সকলেই৷ ইতিমধ্যেই সেখানে জনসমাবেশ শুরু হয়েছে বলে সূত্রের খবর৷ এরইমধ্যে প্রশাসনিক সভায় সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী৷ আর এই নিয়ে নতুন করে কেন...

বেনামী সম্পত্তি মামলায় রবার্ট ভদরাকে ৯ ঘণ্টা জেরা ED-র

Image
অবৈধ বিদেশি সম্পত্তি কেনার জন্য হিসেব বহির্ভূত খরচের অভিযোগে রবার্ট ভদরাকে টানা নয় ঘণ্টা জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। শনিবারও তাঁকে জেরা করা হতে পারে। বুধবারের পরে বৃহস্পতিবার ফের রবার্ট ভদরাকে জেরা করল ইডি। দীর্ঘ প্রশ্নোত্তর পর্ব মিটলে সন্ধ্যায় স্ত্রী প্রিয়াঙ্কা গাড়ি নিয়ে এসে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। সূত্রে খবর, প্রথম দিন সমস্ত প্রশ্ন করা যায়নি বলেই পরের দিনও ভদরাকে তলব করা হয়। মনে করা হচ্ছে, ব্রিটেনে কেনা সম্পত্তি সম্পর্কে ইডি-র হাতে যে সমস্ত নথি এসেছে, তার ভিত্তিতেই এদিন তাঁকে জেরা করা হয়েছে। জানা গিয়েছে, ইডি-র হস্তগত কাগজপত্রের মধ্যে নিখোঁজ অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারি সম্পর্কে বিশদ তথ্য রয়েছে। এর মধ্যে বেশ কিছু নথি ইডি-র হাতে তুলে দিয়েছেন ভদরা। এদিন প্রশ্নের মুখে তিনি জানিয়েছেন, তদন্তের স্বার্থে ভবিষ্যতে আরও তথ্য হাতে এলে সে সবই তিনি জমা দেবেন। এদিন সকাল ১১.২৫ মিনিট নাগাদ ইডি অফিসে পৌঁছান ভদরা। তার ঘণ্টা খানেক আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন তাঁর আইনজীবীরা। জেরার পরে আইনজীবীরা জানিয়েছেন, জেরার মুখে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন রবার্ট। রবার্ট ভদরার বিরুদ্ধে লন্ডনে একাধিক সম...

পেনশন নিয়ে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image
জয়পুর: স্বাধীনতা সংগ্রামীদের পেনশন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার এক বড়সড় ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনা, শহিদের স্ত্রীরা ডবলেরও বেশি এই পেনশন পাবেন প্রতি মাসে ৪,০০০ থেকে তা ১০,০০০ টাকা হবে৷ স্বাধীনতা সংগ্রামীদের পেনশন বেড়ে ২৫,০০০ টাকা এবং চিকিৎসা ভাতা প্রতি মাসে ৫,০০০টাকা দেওয়া হবে৷ সমাজকর্মী এবং গান্ধীবাদী এসএন সুব্বা রাওয়ের জন্মবার্ষিকীর একট অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি৷ তিনি বলেন স্বাধীনতা সংগ্রামীরা আগে প্রতি মাসে ২০,০০০টাকা পেনশন পেতেন, তবে এবার থেকে তাঁরা ২৫,০০০টাকা করে পাবেন৷ চিকিৎসা ভাতা প্রতি মাসে ১,০০০টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করে দেওয়া হয়৷   প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি বাজেটের দিন পেনশন সংক্রান্ত ঘোষণা করেন পীযূশ গোয়েল৷ দেশের অসংরক্ষিত শ্রমিকদের জন্য সুখবর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল অসংরক্ষিত শ্রমিক-কর্মচারীদের জন্য পেনশন চালু করার কথা ঘোষণা করেন৷ প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী শ্রমযোগী যোজনা৷ গোয়েলের ঘোষণা অনুযায়ী, প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন পাওয়া যাবে৷ তবে এই ...

শিশুকে অপহরণের পর ধর্ষণ করে খুন, নৃশংসতার সাক্ষী মুম্বই

Image
ক্রমশই বাড়ছে ধর্ষণের মতো ঘটনা৷ শিশু থেকে বৃদ্ধা,  বিকৃত যৌন লালসার শিকার হচ্ছেন অনেকেই৷ ঘৃণ্য অপরাধীদের হাত থেকে রেহাই পেল না বছর পাঁচেকের একটি শিশুও৷ ধর্ষণের পর খুন করা হয় ওই শিশুটিকে৷ নির্মম এই ঘটনার সাক্ষী মুম্বইয়ের মাহিম এলাকা৷ পুলিশ সূত্রে খবর, দিনমজুর বাবার একমাত্র সন্তান বছর পাঁচেকের ওই শিশুটি৷ মাহিমের এল জে রোডের পাশে ঝুপড়িতেই তার বাস৷ বুধবার রাতে বাবার সঙ্গে সেখানেই ঘুমোচ্ছিল সে৷ পরেরদিন ভোরে ঘুম থেকে উঠে মেয়েকে আর দেখতে পাননি ওই ব্যক্তি৷ কোথায় গেল মেয়ে দুশ্চিন্তায় পড়ে যান শিশুর বাবা৷ শুরু হয় খোঁজাখুঁজি৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি৷ বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন শিশুর বাবা৷ ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শিশুর খোঁজ শুরু হয়৷ অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে এল জে রোডের ঝুপড়ি থেকে কিছুটা দূরে শিশুর দেহ উদ্ধার করে পুলিশ৷ জে জে হাসপাতালে শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়৷ পুলিশসূত্রে খবর, ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের স্পষ্ট প্রমাণ মিলেছে৷ ধর্ষণের পরই প্রমাণ লোপাটের জন্য শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের৷ ডেপুটি কমিশনার অফ পুলিশ (জোন-৫) বিক্...

জয়নগরে অস্ত্র কারখানার পর্দাফাঁস, গ্রেপ্তার ২

Image
কেরোসিন তেলের ব্যবসার আড়ালে চলত 'অন্য' কারবার। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে অস্ত্র কারখানার পর্দাফাঁস করল পুলিশ। গভীর রাতে বিপুল অস্ত্র-সহ গ্রেপ্তার দুই। গোপনসূত্রে খবর এসেছিল। বৃহস্পতিবার গভীর রাতে জয়নগরের খাকুড়দহ বাজার এলাকায় যৌথ অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশন গ্রুপ ও জয়নগর থানার পুলিশ। আর তাতেই মিলল সাফল্য। অস্ত্র কেনাবেচা করার সময়ে হাতেনাতে ধরা পড়ে গেল দু'জন। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু'টি একনলা বন্দুক ও বেশ কয়েক রাউন্ড গুলি। ধৃতদের কাছ থেকে নগদ একটি বাইক, দু'টি মোবাইল ও নগদ ন'হাজার টাকাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতেরা হল আব্দুল জলিল মণ্ডল ও আব্দুল রোউপ লস্কর। প্রথমজন জয়নগরের খাকুড়দহ এলাকায় থাকে। আর দ্বিতীয়জনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে। তদন্তকারীরা জানিয়েছেন, আব্দুল জলিল মণ্ডল কেরোসিন তেলের ডিলার। তবে সেই ব্যবসার আড়ালে বেআইনিভাবে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত সে। বৃহস্পতিবার রাতে তার কাছ থেকে অস্ত্র কিনে এসেছিল অপর অভিযুক্ত আব্দুল রোউপ মণ্ডল। দু'জনকেই হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে অস্ত্র আইনে...

সমকামী সম্পর্কে বাধা পরিবার, সঙ্গিনীকে ফিরে পেতে কোর্টে তরুণী

Image
সমকাম অপরাধ নয়। তা সত্ত্বেও মেয়েকে 'অসুস্থ' সাজিয়ে সমকাম সম্পর্কে বাধা দিচ্ছে পরিবার। সঙ্গিনীকে ফিরে পেতে এহেন দাবি নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক তরুণী। অবশেষে মেডিক্যাল রিপোর্ট হাতে পেতেই উদঘাটিত হল সত্য। আদালত জানিয়ে দিল, সুস্থ-স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মেয়েকে 'অসুস্থ' তকমা দিয়ে সমকামী সম্পর্ক থেকে দূরে রাখার কোনও এক্তিয়ার পরিবারের নেই। কলকাতা হাই কোর্টের এহেন হস্তক্ষেপের দৌলতে নিজের পছন্দের সঙ্গিনীকে কাছে পেলেন সুষমা সিংহ (নাম পরিবর্তিত) নামে সেই তরুণী। সমকামী যৌন সম্পর্কের পথে অন্তরায় সেই ৩৭৭ ধারা রদ হওয়ার পর হাই কোর্টের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আইনীজীবী মহলের ব্যাখ্যা। সমকামের সম্পর্ক জেনে ফেলায় সঙ্গিনীকে তাঁর বাড়ির লোক জবরদস্তি আটকে রেখেছে। মেয়েকে 'অসুস্থ' সাজিয়ে মেলামেশায় বাধা দেওয়া হচ্ছে। সঙ্গিনী পারমিতা রায়কে (নাম পরিবর্তিত) ফিরে পেতে এমন দাবি নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি রবিকিষান কাপুরের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সুষমা। সওয়ালে সুষমার কৌঁসুলি দাবি করেন, সুষমা ও পারমিতার মধে্য সমকামী যৌন সম্পর্ক রয়েছে, যা এখন কোনও অপরা...

চিটফান্ড কাণ্ড! রাজীব কুমারের পর এবার শিলং-এ তলব কুণাল ঘোষকেও

Image
শুধু নগরপাল রাজীব কুমারই নন, শিলং-এ ডেকে পাঠানো হয়েছে কুণাল ঘোষকেও। তাঁকে সেখানে হাজিরা দিতে বলা হয়েছে রবিবার। কুণাল ঘোষ জানিয়েছেন, তিনি শিলং যাবেন। কেননা, তাঁর জামিনের অন্যতম শর্তই ছিল তদন্তে সহযোগিতা করবন। সূত্রের খবর অনুযায়ী, কুণাল ঘোষ যেমন তদন্ত সংক্রান্ত কিছু কাগজ জমা দিতে পারেন, আবার তাঁর কাছে নতুন তথ্যও চাওয়া হতে পারে। সারদা কাণ্ডে কুণাল ঘোষের বয়ান যথেষ্টই গুরুত্বপূর্ণ। কেননা সিটের অধীনে অর্থাৎ রাজীব কুমারের নেতৃত্বে তদন্তের সময় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তী সময়ে সিবিআই কুণাল ঘোষকে হেফাজতে নিয়েছিল। হেফাজতে থাকাকালীন যেমন কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, বাইরে আসার পরও তদন্তে সাহায্য করতে চান বলে  জানিয়েছিলেন কুণাল ঘোষ। কেননা সারদা মিডিয়ার প্রধান হওয়ার সুবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির ছিলেন কুণাল ঘোষ। তথ্যপ্রমাণ লোপাট থেকে প্রভাবশালী যোগ, কুণাল ঘোষ তদন্তে সাহায্য করতে পারেন বলেও মনে করছে সিবিআই। শিলং-এ হাজির হওয়ার তলব পাওয়ার পর নিজের আইনজীবীর সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। সঙ্গে সঙ্গে জানান, তিনি শিলং-এ হাজির হবেন। তবে, রাজীব কুমার এবং কুণাল ঘোষকে মুখোম...

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বরে চাই মন্দির, উপাচার্যকে ১৫ দিন সময় দিল

Image
পনের দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে। তা করতে না পারলে নিজেদের মতে সিদ্ধান্ত নেবে সংগঠন। এমনই ঘোষণা করল আলিগড়ের বিজেপির যুব শাখা। জেলা বিজেপি যুবশাখার পক্ষ থেকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে জানিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে তারা মন্দির তৈরি করতে চায়। এর জন্য জায়গা দিতে হবে। এনিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। তাদের দাবি বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে গেলে মন্দির নির্মাণ জরুরি। ওই চিঠিতে বলা হয়েছে মন্দির নির্মাণ নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে যুব কর্মীরা নিজেরাই তা করবে। সংবাদসংস্থা এএনআইকে বিজেপি যুব শাখার প্রেসিডেন্ট মুকেশ সিং লোধি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়কে পনের দিন সময় দেওয়া হল। চিঠির জবাব দিতে হবে। তা না করলে আমরাই ক্যাম্পাসে মূর্তি স্থাপন করব। বিজেপি যুব শাখার প্রেসিডেন্ট ভাইস চ্যান্সেলকে আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যাল চত্বরে কোনও মন্দির না থাকায় পুজোর সময় ছাত্রদের প্রবল অসুবিধে হয়। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের মুখে তপসিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ না দেওয়া জন্য আলিগড় মুসিলম বিশ্ববিদ্যালয়কে নিশানা করেছেন রা...

কাশ্মীরিদের জঙ্গি বানাতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করছে পাকিস্তান, সতর্কতা সেনাবাহিনীর

Image
জম্মু-কাশ্মীরের জন্য বড়সড় সতর্কতা জারি করল সেনাবাহিনী। সেনার দাবি, কাশ্মীরের যুবক-যুবতীদের বিপথে চালিত করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এর জন্য তারা ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া। সেনাবাহিনীর নর্দান কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং এই সতর্কতা জারি করেছেন। তাঁর বার্তা, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে পাকিস্তান কাশ্মীরি যুবক-যুবতীদের সন্ত্রাসের পথে নিয়ে যাচ্ছে। তিনি জানান, পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ বহাল রয়েছে। এমনকী, কাশ্মীর নিয়ে বিরুদ্ধ মত সংগঠনের প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে তারা। তাদের উদ্দেশ্যে কাশ্মীরকে আবার অশান্ত করে তোলা। তিনি জানান, বিষয়টি নিয়ে ভারত সরকার ও সেনাবাহিনী সতর্ক। আর সন্ত্রাসবাদের বিষয়টি শুধু ভারতের নয় গোটা বিশ্বের কাছেই একটি উদ্বেগের বিষয়। এ নিয়ে যে ভারতীয় সেনা দ্বিমুখী কৌশল নিতে চলেছে, তাও স্পষ্ট হয়েছে রণবীর সিংয়ের কথায়। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহারে তত্পরতা জারি রয়েছে। তাছাড়া বিভিন্নভাবে কাশ্মীরি যুবক-যুবতীদের বুঝিয়ে বিপথে না যাওয়ার প্রচেষ্টাও করা হচ্ছে। তাঁর আশা, খুব...

ভারত ছাড়তে হতে পারে হোয়াটসঅ্যাপকে

Image
সোশ্যাল মিডিয়ার জন্য বেশ কিছু নতুন আইন নিয়ে আসার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। আর সে সব বলবৎ হলে হোয়াটসঅ্যাপের এ দেশে টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলেই বুধবার জানালেন হোয়াটসঅ্যাপের এক উচ্চ পর্যায়ের আধিকারিক। হোয়াটসঅ্যাপের অন্যতম বড় বাজার ভারত। এই মুহূর্তে বিশ্ব জুড়ে অন্তত ১৫০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তার মধ্যে ২০ কোটি ব্যবহারকারীই ভারতের। হোয়াটসঅ্যাপ সংস্থার কর্তা কার্ল উগ বুধবার নয়াদিল্লিতে জানান, প্রস্তাবিত ওই বিধিনিষেধে সব চেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, বার্তার উৎস জানার উপরে। এ দিকে, হোয়াটসঅ্যাপ  'এন্ড টু এন্ড এনক্রিপশন'-কে বিশেষ গুরুত্ব দেয়। যার অর্থ প্রেরক ও গ্রাহক ছাড়া কোনও তৃতীয় ব্যক্তি সেই বার্তাটি দেখতে পারেন না। গোটা পৃথিবী ব্যক্তিগত তথ্য সুরক্ষাকে আরও জোরাল করতে চাইছে।  ফেসবুকের নিয়ন্ত্রণে থাকা হোয়াটসঅ্যাপও সেই  দিশা মেনেই চলছে। হোয়াটসঅ্যাপকে যদি নতুন আইন মেনে ভারতে ব্যবসা করতে হয়, তবে সম্পূর্ণ ভোলবদল করতে হবে। আর তা কার্যত কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে নয়া আইন বলবৎ হলে ভারতীয় বাজার থেকে নিজেদের গুটিয়ে নিতে হতে পারে বলেই আশঙ্কা হোয়াটসঅ্যাপ কর্তাদের।  আইন ...

কাশ্মীরের কুলগমে ব্যাপক তুষারধস, আটকে কমপক্ষে ১০ পুলিশকর্মী

Image
কাশ্মীরের কুলগমে শ্রীনগর-জম্মু ন্যাশনাল হাইওয়ের উপর বৃহস্পতিবার সন্ধ্যায় এক তুষারধসে কমপক্ষে ১০ পুলিশকর্মী আটকে পড়েছেন। জানা গিয়েছে, জওহর টানেলের কাছে ধসে নামলে, কর্তব্যরত ওই পুলিশকর্মীরা আটকা পড়েন। তবে, সেখান পুলিশের আরও ১০ জন ছিলেন। তাঁরা অবশ্য নিরাপদেই রয়েছেন। তুষারধসে কর্তব্যরত পুলিশকর্মীরা আটকে পড়েছেন খবর আসার পরেই, সেখানে উদ্ধারকারী দল রওনা হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের কুলগমে বুধবার থেকেই ব্যাপক তুষারপাত শুরু হয়েছে। জেলার কয়েকটা জায়গায় পাঁচ ফুট পুরু তুষার জমে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীরের ২২টি জেলার মধ্যে ১৬টি জেলায় ব্যাপক তুষারপাত হতে পারে সতর্ক করা হয়েছে। অনন্তনাগ, বান্দিপোরা, বরামুল্লা, বুদগম, গান্দেরবল, কুলগম ও কুপওয়ারায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের মঞ্চে মমতা যেন জাতীয় নেত্রী

Image
কলকাতা: আর রাজ্যের জন্য নয় এবার যেন জাতীয় নেত্রী তিনি ৷ সেই ঢঙেই বৃহস্পতিবার বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের মঞ্চে লগ্নির আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যের জন্যও লগ্নি চাইতে দেখা গেল তাঁকে৷ তখন ওই মঞ্চে রয়েছে রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানী, আদানি গোষ্ঠীর করণ আদানির পাশাপাশি সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কা রাজন ভারতী মিত্তাল সঞ্জীব পুরীরা৷ এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায় শোনা গিয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি শিল্পপতিরা গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ সব রাজ্যে লগ্নি করুন। এদিন তিনি এ রাজ্যের পাশাপাশি ওই সব রাজ্যের সম্বৃদ্ধির মাধ্যমে গোটা দেশের সমৃদ্ধি চেয়েছেন৷   বর্তমান কেন্দ্রীয় সরকারের আচরণের জন্য অনেক শিল্পপতি দেশে লগ্নি না করে বাইরে চলে গিয়েছেন বলে মনে করেন তিনি৷ বাংলার মুখ্যমন্ত্রী তাদের দেশে ফিরতে অনুরোধ করেছেন৷ আর সে কথা বলতে গিয়ে মন করিয়ে দিয়েছেন আর কিছুদিন বাদে ভোট এবং তারপরে সরকার বদলে যাবে৷ আর নতুন সরকারের নতুন নীতি হবে বলেই জানিয়েছেন তিনি৷ তাঁর বক্তৃতায় যেন বার্তা রয়েছে সরকার বদলের বিষয়ে তিনি একশো ভাগ নিশ্চিত এবং সেজ...

হাতের কাছে এই ৬ হিলস্টেশনে না গেলে বড় মিস কিন্তু…

Image
আসছে শীতে বেড়িয়ে আসুন পাহাড়ে। কোথায় যাবেন? আমরা দিচ্ছি এমন কয়েকটি হিলস্টেশনের খোঁজ যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবেই। কার্শিয়াং : শিলিগুড়ি থেকে মাত্র ১৫ কিমি ও দার্জিলিং থেকে ৩০ কিমি দূরে কার্শিয়াংয়ের প্রধান আকর্ষণ এখানকার টয়ট্রেন। চোপতা : ট্রেকিং করতে ভালবাসেন? তাহলে চোপতাই আপানর আদর্শ। হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ হয়ে পৌঁছানো যায় চোপতায়। ঋষিকেশ থেকে বাসে লাগে ৯ ঘণ্টা।   জিরো : অরুণাচল প্রদেশের ইটানগর থেকে ১৬৭ কিলোমিটার দূরে জিরোয় দেখা মিলবে আদিবাসীদের গ্রামের। ফেব্রুবারি থেকে অক্টোবর মাস যাওয়ার জন্য আদর্শ। আলমোরা : ছবির মত সুন্দর আলমোরা গ্রাম। দেখা মেলে হরেক পাখির। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত যাওয়ার আদর্শ সময়। পাটনাগর বিমানবন্দর থেকে খুব একটা সূরে নয়, ১২৫ কিমি। পাঁচমারি : ভোপাল বিমানবন্দর থেকে প্রায় ২০০ কিমি দূরে পাঁচমারি অ্যাডভেঞ্চারের জন্য আদর্শ ডেস্টিনেশন। মাথেরন : মোটরগাড়ি নিয়ে মাথেরনের পাহাড়ি জঙ্গলে ঢোকা মানা। সভ্যতার পা না পড়ায় এখনও সতেজ রয়েছে মাথেরন। মুম্বই থেকে ৮৭ কিমি দূরে এই হিল স্টেশনে সড়কপথে যাওয়া যায়।

লাইনে ইন্টারলকিংয়ের কাজ, শিয়ালদহ মেন শাখায় বাতিল ১১৪টি লোকাল ট্রেন

Image
কাঁকিনাড়া ও নৈহাটি স্টেশনের মাঝে চতুর্থ লাইনের কাজ চলছে। তিন দিন ধরে চলবে নন ইন্টারলকিংয়ের কাজ। শিয়ালদহ-রানাঘাট শাখায় আটচল্লিশ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। বাতিল ১১৪টি ট্রেন, বহু ট্রেন চলবে স্বল্প দূরত্বে। দূরপাল্লার প্রায় সব ট্রেনই চালানো হবে ডানকুনি দিয়ে। শিয়ালদহ-রানাঘাট শাখায়  ট্রেন চলাচল বন্ধ থাকবে আজ রাত ১২ টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত। যাত্রীদের দুর্ভোগে কমাতে শিয়ালদহ স্টেশনে আগাম ঘোষণার ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। ঘোষণা করা হচ্ছে অন্যন্য বড় স্টেশনগুলিতেও। পূর্ব রেল জানিয়েছে,  শুক্রবার সকালে ৪টি শিয়ালদহ-রানাঘাট লোকাল, ২০টি শিয়ালদহ-নৈহাটি লোকাল ও ৮টি শিয়ালদহ-কল্যাণী লোকাল-সহ বাতিল ৩২টি ট্রেন। একটি করে নৈহাটি ও বজবজ লোকাল চলবে স্বল্প দূরত্বে। গোরক্ষপুর-কলকাতা এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, বালিয়া এক্সপ্রেস, কলকাতা-পাটনা ও কলকাতা- মুজফফরপুর ফাস্ট প্যাসেঞ্জারকে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। শনিবার ও রবিবার শিয়ালদহ-রানাঘাট রুটে বাতিল করা হয়েছে যথাক্রমে  ৪০ ও ৪২টি লোকাল ট্রেন। ওই দুইদিনও দূরপাল্লার ট্রেনগুলি ডানকুনি হয়ে যাবে।

৯ ফেব্রুয়ারি রাজীব কুমারকে তলব CBI-এর, শিলংয়ে হাজিরা দেওয়ার নির্দেশ

Image
১০ ফেব্রুয়ারি নয়, ৯ ফেব্রুয়ারিই রাজীব কুমারকে হাজিরা দিতে হবে শিলংয়ে। জানিয়ে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনারকে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। ইমেল এবং ফ্যাক্সের মাধ্যমে এই বার্তা পাঠানো হয়েছে। ৯ ফেব্রুয়ারি তাঁকে শিলংয়ে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ সূত্রের খবর, ওইদিনই সিবিআইয়ের সামনে হাজিরা দেবেন রাজীব কুমার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, আগামী ১০ ফেব্রুয়ারি রাজীব কুমারকে তলব করা হতে পারে। কিন্তু একদিন আগেই তাঁকে ডেকে পাঠাল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ইমেল এবং ফ্যাক্স পাঠিয়ে আগামী শনিবার রাজীব কুমারকে শিলংয়ে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেই সিবিআইকে চিঠি লিখে রাজীব কুমার জানিয়ে দিয়েছিলেন, তিনি ৮ ফেব্রুয়ারির পর হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত। এদিকে, ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি হয়েছে ১০ সদস্যের একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য ১০ জন দুঁদে আধিকারিকের তালিকা তৈরি করা হয়েছে বলেও সূত্রের খবর। দলের সামনের সারিতে থাকছেন এসপি পদমর্যাদার অফিসাররা। থাকবেন ডিএসপি এবং এএসপি পদমর্যাদার আধিকারিক। আগামিকাল অর্থাৎ শুক্রবার কলকাতা...

দেশে কর্মসংস্থানের হাল খারাপ নয়, তথ্য দিয়ে সংসদে বোঝালেন মোদী

Image
কয়েকদিন আগে সরকারি একটি রিপোর্ট ফাঁস হয়। তাতে বলা হয়, গত ৪৫ বছরে সর্বোচ্চ হারে পৌঁছেছে বেকারত্বের হার। যা নিয়ে সারা দেশে হইচই পড়ে যায়। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কড়া আক্রমণ করে বিরোধীরা। জানান, যেভাবে প্রচার করা হয়েছে পরিস্থিতি ততটা গুরুতর নয়। যথেষ্ট পরিমাণে সারা দেশে কর্মসংস্থান হয়েছে। কীভাবে তার খতিয়ানও পেশ করেছেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান নিয়ে কথা বলতে গিয়ে শুরুতেই নরেন্দ্র মোদী জানান, দেশে অসংগঠিত ক্ষেত্রেই ৮৫-৯০ শতাংশ মানুষ কাজ করেন। সংগঠিত ক্ষেত্রে মাত্র ১০-১৫ শতাংশ মানুষ কাজ করেন। যদি দেশে কর্মসংস্থান না হয় তাহলে কীভাবে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের নভেম্বরের মধ্যে ১ কোটি ৮০ লক্ষ মানুষ প্রথমবার প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটিয়েছেন। এবং এর মধ্যে ৬৪ শতাংশের বয়স ২৮ বছরের নিচে। অর্থাত তাঁরা সিংহভাগ প্রথমবার জীবনে চাকরি করছেন। এনপিএসে ২০১৪ সালের মার্চ মাসে ৬৫ লক্ষ লোক রেজিস্টার করেছিলেন, ২০১৮ সালের অক্টোবর ১ কোটি ২০ লক্ষ রেজিস্টার করেছেন। নন কর্পোরেট ট্যাক্সপেয়ার ৪ বছরে ৬ লক্ষ ৩৫ হাজার লোক কর দিয়েছেন। এঁরা সকলেরই কিছু কিছু লোককে চাকরি দিয়েছেন যা তথ্য তৈরির সময় জরিপে ধরা ...

সরকার লটারি বন্ধ করলে বাবা মরত না

Image
দীপকের ছবি হাতে কন্যা। বাড়ির কাছে স্কুলঘরে পাওয়া গিয়েছিল দীপক হালদারের ঝুলন্ত দেহ। দু'মাস আগে ওই ঘটনার পর থেকে দীপকের বড় মেয়ে সুপ্রিয়া অনেককে জিজ্ঞাসা করেছেন, ''সরকার লটারি খেলা বন্ধ করে দেয় না কেন? তা হলে তো বাবাকে মরতে হত না!'' গাইঘাটার দিঘা সুকান্তপল্লির বাসিন্দা ছিলেন দীপক। রাজমিস্ত্রির কাজ করতেন। হিমশিম খেতেন স্ত্রী এবং চার মেয়ের সংসার চালাতে। ফাটকা রোজগারের আশায় লটারির টিকিট কেনা নেশা হয়ে গিয়েছিল তাঁর। তদন্তে পুলিশ জেনেছে, ধার করেও টিকিট কাটতেন দীপক। সেই ধার শোধ করতে না-পারার জন্য ভুগছিলেন মানসিক অবসাদে। ঘটনার মাস চারেক আগে বাবার ট্রাউজার্সের পকেট থেকে গোছা গোছা লটারির টিকিট পেয়েছিলেন সুপ্রিয়া। তাঁর কথায়, ''টিকিট কেনার কারণে বাবা সংসার চালাতে পারছিল না। কথা দিয়েছিল, আর টিকিট কিনবে না। শেষ পর্যন্ত তা রাখতে পারেনি।'' দীপকের স্ত্রী শিপ্রা এখন পরিচারিকার কাজ করেন। লটারির টিকিট সর্বনাশ ডেকেছে প্রৌঢ়া শঙ্করী বিশ্বাসের ঘরেও। বাগুইআটির বাজারে আনাজের বড় ব্যবসা ছিল শঙ্করীদেবীর স্বামী সুখময়ের। এখন সামান্য আলু-পেঁয়াজ আর ডিম বেচে সংসার চলে বিশ্বাস পরিবার...

গরুর দুধের চেয়ে মূত্রের দাম বেশি কলকাতায়

Image
কলকাতাতেই গরুর দুধের দামকে পিছনে ফেলে দিয়েছে গোমূত্রের দাম! আধুনিক চিকিৎসাশাস্ত্র গোমূত্রের রোগ প্রতিরোধক গুণের দাবিকে বিন্দুমাত্র স্বীকৃতি না দিলেও ব্যবসায়ী মহলের খবর, গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো রাজ্যের পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গ তথা কলকাতায় গত তিন-চার বছরে তুঙ্গে উঠেছে গোমূত্রের বিক্রি। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে 'গোমূত্র চিকিৎসা ক্লিনিক'। বিক্রি হচ্ছে 'গোমূত্র ক্যাপসুল' এবং 'ডিস্টিল্ড' ও 'মেডিকেটেড' গোমূত্র!  ন্যাশনাল মেডিক্যাল কলেজে ফার্মাকোলজির শিক্ষক স্বপন জানার কথায়, ''গোটাটাই ভণ্ডামি। গাছগাছালি থেকে রাসায়নিক বের করে ওষুধ হতে পারে। তার ফার্মাকো কাইনেটিক্স ও ডায়নামিক্স রয়েছে। গোমূত্রের এমন কিছুই নেই।'' অথচ কলকাতা শহরেই এর চাহিদা দেখে ভিন রাজ্যের নামী গোশালা থেকে গোমূত্র আনিয়ে ব্যবসা করছেন একাধিক এজেন্ট। তাঁদেরই অন্যতম ললিত আগরওয়াল বললেন, ''গত কয়েক বছরে এখানে গোমূত্রের চাহিদা পাঁচ গুণ বেড়েছে। মাসে প্রায় ১০ হাজার লিটার গোমূত্র বিক্রি হয় পশ্চিমবঙ্গে। এ রাজ্যে তেমন উৎপাদন নেই। তাই আমরা নাগপুর থেকে আনিয়ে দিই।...