হাতের কাছে এই ৬ হিলস্টেশনে না গেলে বড় মিস কিন্তু…


আসছে শীতে বেড়িয়ে আসুন পাহাড়ে। কোথায় যাবেন? আমরা দিচ্ছি এমন কয়েকটি হিলস্টেশনের খোঁজ যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবেই।

কার্শিয়াং: শিলিগুড়ি থেকে মাত্র ১৫ কিমি ও দার্জিলিং থেকে ৩০ কিমি দূরে কার্শিয়াংয়ের প্রধান আকর্ষণ এখানকার টয়ট্রেন।

চোপতা: ট্রেকিং করতে ভালবাসেন? তাহলে চোপতাই আপানর আদর্শ। হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ হয়ে পৌঁছানো যায় চোপতায়। ঋষিকেশ থেকে বাসে লাগে ৯ ঘণ্টা।
 
জিরো: অরুণাচল প্রদেশের ইটানগর থেকে ১৬৭ কিলোমিটার দূরে জিরোয় দেখা মিলবে আদিবাসীদের গ্রামের। ফেব্রুবারি থেকে অক্টোবর মাস যাওয়ার জন্য আদর্শ।

আলমোরা: ছবির মত সুন্দর আলমোরা গ্রাম। দেখা মেলে হরেক পাখির। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত যাওয়ার আদর্শ সময়। পাটনাগর বিমানবন্দর থেকে খুব একটা সূরে নয়, ১২৫ কিমি।

পাঁচমারি: ভোপাল বিমানবন্দর থেকে প্রায় ২০০ কিমি দূরে পাঁচমারি অ্যাডভেঞ্চারের জন্য আদর্শ ডেস্টিনেশন।

মাথেরন: মোটরগাড়ি নিয়ে মাথেরনের পাহাড়ি জঙ্গলে ঢোকা মানা। সভ্যতার পা না পড়ায় এখনও সতেজ রয়েছে মাথেরন। মুম্বই থেকে ৮৭ কিমি দূরে এই হিল স্টেশনে সড়কপথে যাওয়া যায়।