Posts

Showing posts from November 18, 2018

নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীরে পড়ল বাস, নিহত অন্তত ১৪ যাত্রী

Image
উত্তরাখণ্ডের উত্তরকাশীতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই বাস ৩০০ মিটার গভীরে যমুনা নদীতে পড়ে যায়। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার দুপুরে দিল্লি-যমুনেত্রী ১২৩ নং জাতীয় সড়ক ধরে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। ডামরার কাছে পাহাড়ি রাস্তায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সঙ্গে সঙ্গে গাড়িটি পাহাড়ের ঢাল বেয়ে ৩০০ মিটার গভীরে নেমে যায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বাসটির কিছু অংশ নেমে যায় যমুনায়। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। যদিও, বাসটি অত্যন্ত গভীরে নেমে যাওয়ায় সাধারণ মানুষের পক্ষে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অবশ্য এনডিআরএফের দল সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয় হেলিকপ্টারও। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪টি দেহ উদ্ধার হয়েছে। এবং ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ৩ জনকেই হেলিকপ্টারে করে হৃষিকেশে এই

কুপ্রস্তাব প্রত্যাখ্যান, ছাত্রীকে অ্যাসিড ছোঁড়ার হুমকি আনোয়ারের

Image
ক্যানিং: এক কলেজ ছাত্রীকে দিনের পর দিন কলেজে যাওয়া আসার পথে উত্যক্ত করার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। কলেজ ছাত্রীর অভিযোগ প্রায় মাস তিনেকের বেশি সময় ধরে কলেজে যাওয়া আসার পথে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার তালদি এলাকার শিবনগর গ্রামের বাসিন্দা আনোয়ার সরদার নামে এক যুবক তাকে প্রতিনিয়ত উত্যক্ত করে। এমনকি বঙ্কিম সরদার কলেজের ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় কলেজ থেকে ফেরার পথে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এ বিষয়ে থানায় অভিযোগ জানালে তাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারারও হুমকি দিচ্ছে অভিযুক্ত।   ভয়ে বেশ কিছুদিন ধরে কলেজে যাওয়া আসা বন্ধ করে দিয়েছেন ওই ছাত্রী। এ বিষয়ে ইতিমধ্যেই ক্যানিং থানায় অভিযুক্ত আনোয়ার সরদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি৷ তবু আতঙ্ক কাটছে না ছাত্রীর পরিবারের৷ স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত আনোয়ার বিবাহিত৷ ফলে আনোয়ারকে কোনও ভাবেই পাত্তা দিতে রাজি হননি ওই ছাত্রী৷ ফলে এরপর থেকে আরও বেশি করে তাঁকে উত্যক্ত করতে শুরু করে আনোয়ার৷ কয়েকদিন আগে কলেজ থেকে হেঁটে বাড়ি ফেরার সময় আচমকা মোটর বাইকে চড়ে এসে ছাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালায় অ

‌৩০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, আইআইটি খড়গপুর ড্রপআউট সহ ধৃত ৯

Image
৩০ কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগে একটি বহুজাতিক ঋণ দানকারী কোম্পানির ৯ জন গ্রেপ্তার হল। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। সাইবারাবাদ পুলিস জানিয়েছে, আর্থিক দুর্নীতির অভিযোগে ওই কোম্পানির সিইও, দুজন ডিরেক্টর এবং আরও ৬ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজন আইআইটি খড়গপুরের ড্রপআউট। ধৃতদের মোট ৪০ লক্ষ টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। '‌প্রো হেল্দিওয়েজ্‌ ইন্টারন্যাশনাল'‌ নামে মালাকপেটের ওই কোম্পানিটি জিমের যন্ত্রপাতি, আযুর্বেদিক পণ্য বিক্রি করত। গত দু'‌বছর ধরে তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের কমপক্ষে ৪০০০০ মানুষকে কমিশনের টোপ দিয়ে তাঁদের কোম্পানির সদস্য করত অভিযুক্তরা। এজন্য নতুন সদস্যদের কোম্পানিকে নূন্যতম ৪০০০ টাকা দিতে হত। ৯ জনের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধি এবং ১৯৭৮ সালের প্রাইজ চিটস্‌ অ্যান্ড মনি সার্কুলেশন স্কিমস্‌(‌ব্যানিং)‌–এর আওতায় একাধিক অভিযোগ আনা হয়েছে। সাইবারাবাদ পুলিসের কমিশনার ভিসি সজ্জনার জানালেন, এক ব্যক্তির কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে শামিরপেট থানার পুলিস '‌প্রো হেল্দিওয়েজ্‌ ইন্টারন্যাশনাল'‌–এর ২৩ বছরের সিইও মহম্মদ রিজওয়ান ইউনুসকে গ্রেপ্তার ক

ম্যাকাও গ্রাঁপিতে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণে বাঁচলেন মহিলা চালক

Image
ম্যাকাও: ম্যাকাও গ্রাঁপিতে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণে বাঁচলেন মহিলা চালক৷ ফর্মুলা থ্রি রেসের মুহূর্তের এক ভাইরাল ভিডিও আপনার হাড় হিম করে দিতে পারে৷ কয়েক মুহূর্তের ভিডিও দেখলে মনে হতেই পারে এ যেন কোনও সিনেমার অ্যাকশন দৃশ্য৷ ১৭০ মাইল প্রতি ঘন্টায় ছুটে এসে মাথার উপর দিয়ে উড়ছে গাড়ি! সেই গাড়ি সোজা গিয়ে ধাক্কা মারল ফেন্সিংয়ে৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জার্মান ড্রাইভার সোফিয়া ফ্লোয়েস৷ ট্রাকের একটি বাঁকে হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ১৭ বছরের তরুণী সোফিয়া৷ ফলে ১৭০ মাইল/ঘন্টার বেশি গতিতে ফেন্সিংয়ের উপর দিয়ে উড়ে মিডিয়া সেন্টারের নিচে গিয়ে ধাক্কা মেরে মাটিতে আছড়ে পড়ে গাড়ি৷ স্লো মোশন ক্যামেরা ভয়াবহ দুর্ঘটনার এই চিত্র ধরা পড়েছে৷ চালক সোফিয়ার পাশাপাশি সেই সময় ফেন্সিংয়ে ধারে থাকা পাঁচজন গুরুতর আহত হয়েছে যার মধ্যে রয়েছেন দু'জন চিত্রগ্রাহক৷ প্রত্যেককেই চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়৷ জানা গিয়েছে সোফিয়ার স্লাইনাল কড ভেঙেছে৷ সোমবারই অস্ত্রোপচার হবে সোফিয়ার৷ পরে টুইটারে প্রাণ ফিরে পেয়েছেন জানিয়ে ফ্যানেদের আশ্বস্ত করেন তরুণ ড্রাইভার৷

নাগরিকপঞ্জীতে বাদ ৪০ লাখ, এখনও পর্যন্ত আবেদন করলেন সাড়ে ৪ লাখ মানুষ

Image
অসমে নাগরিকপঞ্জী থেকে বাদ পড়েছেন ৪০ লাখ মানুষ। ফলে দেশজুড়ে বিরোধীরা এনিয়ে তুমুল হইচই শুরু করে দিয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে নাগরিকপঞ্জীতে নাম লেখানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে মানুষের আবেদনের হার একেবারেই কম। নাম তোলার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। নাগরিকপঞ্জীতে নাম তোলার জন্য এখনও পর্যন্ত ৪০ লাখ মানুষের মধ্যে আবেদন করেছেন মাত্র ৪.৫ লাখ মানুষ। আবেদন করার সময়সীমা ইতিমধ্যেই দুমাস পার হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ২০০ আবেদনপত্রে কিছু নাম বাদ দেওয়ার আবেদন করা হয়েছে। এত কম মানুষ কেন নাগরিকপঞ্জীতে নাম তোলার আবেদন করছেন! বিষয়টি নিয়ে শনিবার নয়াদিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। ওই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সেনোয়াল, স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা ও আইবির ডিরেক্টর রাজীব জৈন। উল্লেখ্য, এবছর ৩০ জুলাই প্রকাশ করা হয় নাগরিকপঞ্জীর খসড়া। সেই তালিকায় রয়েছে ২.৯ কোটি মানুষ। আবেদন করেছিলেন ৩.২৯ কোটি। বাদ পড়ে যান বিপুল সংখ্যাক মানুষ যাদের দাবি তারা অসমের অধিবাসী। কিন্তু তাদের নাম নেই। এনিয় মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

পঞ্জাবে নিষিদ্ধ হচ্ছে হুক্কা বার

Image
নয়াদিল্লি: গুজরাত, মহারাষ্ট্রের পর দেশের তৃতীয় রাজ্য হিসাবে পঞ্জাবে নিষিদ্ধ হল হুক্কা বার৷ ইতিমধ্যেই রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, পঞ্জাবে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, উৎপাদন, সরবরাহ ও বিতরণ নিয়ন্ত্রণ বিলে সাক্ষর করে সম্মতি জানিয়েছেন৷ হুক্কা বারের মাধ্যেমে যুব সম্প্রদায়ের মধ্যে নেশার প্রবণতা বাড়ছে৷ শরীরে প্রবেশ করছে মারাত্মক বিশ৷ তা বন্ধ করতেই পঞ্জাব সরকারের বার বন্ধের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে৷ নবপ্রজন্মের কাছে বর্তমানে খুব পছন্দের এই হুক্কা বার৷ কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের কাছে বিনোদনের নয়া ঠিকানা এই বার৷ কিন্তু বিনোদনের আড়ালেই শরীরে মেশে বিশ৷ নিকোটিনের প্রবাবে শরীরে বাঁসা বাঁধে মারাত্মক সব রোগ৷ সমাজে যার উদাহরণ ভুরিভুরি৷ পঞ্জাবের যুব সম্প্রদায়কে এর থেকে রক্ষার জন্য তাই আইন করে বন্ধ করা হল হুক্কা বার৷ রাজ্যে একটি সমীক্ষায় উঠে আসে ভয়াবহ তথ্য৷ দেখা যাতচ্ছে একশো জনের মধ্যে ৮০ জনই মারাত্মক এই নেশায় আশক্ত৷ তাদের কাছে বিনোদন মানেই হুক্কার টান৷ জানা গিয়েছে, এক ঘন্টায় প্রায় ২০০ বার হুক্কায় টান দেওয়া যায়৷ যার মাধ্যমে শরীরে প্রবেশ করে ৫০ লিটার বিষাক্ত ধোঁয়া৷ শুধু বিনোদন

শিলিগুড়িতে ফের উদ্ধার কয়েক কোটি টাকার সোনা

Image
শিলিগুড়ি: ফের শিলিগুড়ি থেকে উদ্ধার প্রায় ১০ কেজি সোনা৷ বেআইনি সোনা পাচারের দায়ে গোয়েন্দাদের জালে পাকড়াও একজন৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনে ডাউন কামরূপ এক্সপ্রেস থেকে রাজু আদর্শ নামে এক ব্যক্তিকে আটক করেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা৷ পরে, ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ১০ কেজি সোনা উদ্ধার হয়৷ সোনা কেনার কোনও নথিপত্র দেখাতে না পারায় অভিযুক্তকে পাকড়াও করেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকার বেশি। ধৃত সোনা পাচারকারী রাজু আদর্শ হুগলির বাসিন্দা৷ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা জানতে পেরেছেন, ভুটান থেকে কম দামে সোনা কিনে অসম হয়ে পাচারের জন্য কলকাতায় আনা হচ্ছিল৷ গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে ডাউন কামরূপ এক্সপ্রেসে হানা দেন গোয়েন্দারা৷ পরে সোনা-সহ অভিযুক্ত গ্রেপ্তার করা হয়৷ রবিবার ধৃত রাজুকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়৷ ধৃতকে জেরা করে সোনা পাচারচক্রের পাণ্ডাদের সন্ধান শুরু করেছেন গোয়েন্দারা৷ এই ঘটনার পিছনে আন্তর্জাতিক সোনা পাচারচক্রের মদত রয়েছে বলেও জান

এবার অনলাইনে রেলের টিকিট কাটতে পরিচয়পত্র বাধ্যতামূলক করার উদ্যোগ

Image
নয়াদিল্লি : অনলাইনে রেলের টিকিট বুক করার জন্য এবার সচিত্র পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। টিকিট বুকিং নিয়ে ক্রমবর্ধমান দালালরাজ ঠেকানোর জন্যই এমন চিন্তাভাবনা করছে রেলমন্ত্রক। সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ডের মতো একাধিক পরিচয়পত্রের ব্যবহার আবশ্যিক হতে পারে। যদিও আধার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর অনলাইনে টিকিট কাটার সময় সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের ব্যবহার চালু করা নিয়ে দোলাচলে রয়েছে রেলমন্ত্রক। সরকারি সূত্রের খবর, অনলাইনে প্রচুর ভুয়ো অ্যাকাউন্ট খুলে দালালরা গুচ্ছ গুচ্ছ টিকিট কেটে নিচ্ছে। যার জেরে অনেক সময়ই টিকিটের আকাল তৈরি হচ্ছে। তারপর আগে থেকে কেটে রাখা টিকিট চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে ওইসব দালাল চক্র। অনলাইনে টিকিট বুকিংয়ের সময় সচিত্র পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হলে এভাবে ভুয়ো আইডি খুলে প্রচুর পরিমাণে টিকিট কেনার সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, এই মুহূর্তে আইআরসিটিসির (ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন) ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বুক করার সময় কোনওরকম

এই রাজ্যগুলিতে আগে পৌঁছাবে জিও গিগাফাইবার, কত নম্বরে পশ্চিমবঙ্গ?

Image
৫ জুন কোম্পানির বার্ষিক সাধারন সভায় ফাইবার বেসড ব্রডব্যান্ড কানেকশান Jio GigaFiber লঞ্চ করেছে রিলায়েন্স জিও। তবে লঞ্চের সময় Jio GigaFiber দাম সম্পর্কে কিছুই জানায়নি জিও। সেই সময় কোম্পানি জানিয়েছিল দেশজুড়ে ১১০০ টি শহরে Jio GigaFiber লঞ্চ হবে। দেশের ৫ কোটি ঘরে Jio GigaFiber কানেকশান দেওয়ার কথা ঘোষনা করা হয়েছিল। সম্প্রতিএই রিপোর্টে জানানো হয়েছে নভেম্বর মাসের শুরু থেকে Jio GigaFiber কানেকশান দেওয়া শুরু হবে। এবার রেজিস্ট্রেশানের ভিত্তিতে এই রাজ্যগুলিতে জিও জিগাফাইবার লঞ্চ হবে। তিনটি আলাদা ধাপে ভারত জুড়ে গিগা ফাইবার লঞ্চ করবে জিও। প্রথম ধাপে এই রাজ্যগুলিতে জিও গিগাফাইবার লঞ্চ হবে গুজরাট দিল্লি তেলঙ্গানা রাজস্থান পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র দ্বিতীয় ধাপে এই রাজ্যগুলিতে জিও গিগাফাইবার লঞ্চ হবে পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশ তামিলনাড়ু কর্ণাটক তৃতীয় ধাপে এই রাজ্যগুলিতে জিও গিগাফাইবার লঞ্চ হবে মধ্যপ্রদেশ কেরল জম্মু ও কাশ্মীর বিহার গোয়া ঝাড়খন্ড উত্তরাখণ্ড উড়িষ্যা হিমাচল প্রদেশ ছত্তিশগড় কোম্পানির মতে প্রথম তিন মাস বিনামূল্যে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করা যাবে। এর জন্য শুরুতে ৪,৫০০ টাকা স

স্টেজ থ্রি ক্যানসারে আক্রান্ত নাফিসা আলি, জানালেন নিজেই

Image
নাফিসা আলি। ইরফান খান, সোনালি বেন্দ্রের পর ফের দুঃসংবাদ সিনেপ্রেমীদের জন্য। ক্যানসারে আক্রান্ত বলি অভিনেত্রী নাফিসা আলি। ধরা পড়েছে মারণ রোগ। এ কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন নাফিসা। সনিয়া গাঁধীর সঙ্গে সম্প্রতি নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নাফিসা। তিনি লিখেছেন, 'আমার মূল্যবান বন্ধুর সঙ্গে দেখা হল। আমার সবে ক্যানসার ধরা পড়েছে। স্টেজ থ্রি। তা থেকে সেরে ওঠার জন্য আমাকে ও শুভেচ্ছা জানাল।' নাফিসার এই খবর পাওয়ার পরই প্রার্থনা শুরু করেছেন তাঁর অনুরাগীরা। 'জুনুন', 'মেজর সাহাব, 'বেওয়াফা', 'সাহেব বিবি অউর গ্যাংস্টার থ্রি', 'ইয়ামলা পাগলা দিওয়ানা', 'লাইফ… ইন আ মেট্রো'র মতো ছবিতে অভিনয় করেছেন নাফিসা। তাঁর দুই মেয়ে আরমানা, পিয়া এবং এক ছেলে অজিত রয়েছে। নাফিসার জন্ম কলকাতায়। পড়াশোনা করেছেন লা মার্টিনিয়রে। ১৯৭২ থেকে ১৯৭৪ পর্যন্ত জাতীয় স্তরে সুইমিং চ্যাম্পিয়ন ছিলেন তিনি। ১৯৭৬-এ মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় তৃতীয় স্থানাধিকারী ছিলেন। আবার সক্রিয় রাজনীতিতেও যোগ দিয়েছিলেন তিনি। ২০০৪-এ দক্ষিণ কলকাতা থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ

‘পাল্টি খাওয়াই রাজনীতির অঙ্গ’, নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করলেন ইমরান

Image
বেজিং-এ চিনা সেনার অভিবাদন নিচ্ছেন ইমরান। রাজনীতিতে 'ইউ টার্ন' অর্থাৎ পাল্টি খাওয়াই দস্তুর। সময় মতো পাল্টি না খাওয়ার জন্যই হিটলার ও নেপোলিয়নকে যুদ্ধ হারতে হয়েছিল। এ ভাবেই নিজেকে নাৎসি নেতা হিটলারের থেকেও স্মার্ট বলে বিতর্কে জড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনটাই জানাচ্ছে পাক সংবাদ মাধ্যম জিও নিউজ। গত বেশ কিছু দিন ধরেই নীতির প্রশ্নে বিভিন্ন জায়গায় আপোস করার জন্য ঘরে বাইরে সমালোচনার মুখে পড়ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। যে সব প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচনে জিতেছিলেন, আর ক্ষমতায় আসার পর তিনি যা করছেন, তার মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি। কখনও ধর্মীয় মৌলবাদীদের দাবি মেনে নেওয়া, কখনও সন্ত্রাসে মদত দেওয়া, কখনও ঋণের ভিক্ষা পাত্র নিয়ে সউদি আরব বা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের দরজার সামনে দাঁড়ানো, বাদ নেই কিছুই। অথচ, নির্বাচনের আগে ঠিক উল্টো কথাই বলতেন ইমরান। এই ইউ টার্ন বা পাল্টি খাওয়া নিয়েই তাঁকে শুক্রবার প্রশ্ন করেন সাংবাদিকেরা। সেখানেই বেফাঁস মন্তব্য করে বসেন ইমরান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ''পরিস্থিতি অনুযায়ী পাল্টি খেতেই হয়, এটাই রাজনীতি। যে পাল্টি খেতে পা

প্রাক্তন প্রেমিকের কাছে ফিরতেই ধর্ষণের অভিযোগ করেন মহিলারা:‌ মনোহর লাল খট্টর

Image
ফের বিতর্কে জড়ালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তাঁর মনে হয়, প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে যেতেই ধর্ষণের অভিযোগ দায়ের করেন মহিলারা। কয়েক বছরের মধ্যে হরিয়ানায় ধর্ষণের ঘটনা বেড়েছে বলে বিভিন্ন মহলের দাবি। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সেই অভিযোগ খারিজ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ধর্ষণ আগেও হত, এখনও হয়। এই ব্যাপারে সচেতনতা বেড়েছে শুধু। দায়ের হওয়া ধর্ষণের অভিযোগের মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ অভিযোগই দায়ের হয় পরিচিতদের বিরুদ্ধে। তাঁর একে অপরের সঙ্গে  ঘনিষ্ঠভাবে মেলামেশা  করেন। এরপর আচমকা একদিন মহিলা বলেন তাঁকে ধর্ষণ করা হয়েছে।'‌  মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার দাবি, এই মন্তব্য থেকেই সরকারের নারী বিরোধী মানসিকতার পরিচয় পাওয়া যায়। নিজের রাজ্যে ধর্ষণ এবং গণধর্ষণের মতো ঘটনা রুখতে না পেরে মহিলাদের দুষছেন মুখ্যমন্ত্রী। তবে এই প্রথম নয়। এই রাজ্যে ধর্ষণের ঘটনা বাড়ার নেপথ্যে আগেও মহিলাদের ঘাড়েই দোষ চাপিয়েছেন খট্টর। ২০১৪ সালে তিনি বলেছিলেন, মহিলারা এমন পোশাক পরেন যাতে ছেলেদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সেটা যৌন হেনস্থার কারণ। এ

মহিলা কনস্টেবলকে ধর্ষণ করার অভিযোগ উঠল সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে

Image
রক্ষকই ভক্ষক। মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চের এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগ করল এক মহিলা কনস্টেবল। শনিবার ওই মহিলা পুলিসের কাছে অভিযোগ জানিয়েছেন। মহিলা কনস্টেবলের অভিযোগ অনুযায়ী, এসআই অমিত শেলার গত বছরের মার্চ মাসে তাঁকে ধর্ষণ করে। মহিলার নরম পানীয়তে কিছু মিশিয়ে দিয়ে তাঁকে অচৈতন্য করে ধর্ষণ করা হয় তাঁকে। ওই মহিলা কনস্টেবল জানিয়েছেন, পুরো ঘটনার ভিডিও করে ওই পুলিস কর্মী তাকে হুমকি দিচ্ছে। কাউকে ধর্ষণের কথা জানালে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। ক্রাইম ব্রাঞ্চের ওই এসআই বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ওই মহিলা পুলিসকে ধর্ষণ করে। ধর্ষণের পাশাপাশি তাঁকে মারধোর করার অভিযোগও উঠেছে। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিস অমিত শেলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। যদিও এখনও অভিযুক্ত গ্রেপ্তার হয়নি বলে জানা গিয়েছে। ২০১০ সাল থেকে অভিযুক্ত চেনে অভিযোগকারী মহিলাকে। তারা দু'‌জনেই একই পুলিস থানায় কাজ করত।

কিডনি সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন লালু

Image
পাটনাঃ উঠতে বসতে সমস্যা হচ্ছে লালুর। কিডনির সমস্যাতেও ভুগছেন। চড়চড় করে বেড়ে চলেছে রক্তচাপ, সুগার। শনিবার প্রাক্তন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের অসুস্থতার কথা জানিয়েছেন আরজেডি বিধায়ক রেখা দেবী। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে(রিমস)-এ চিকিত্‍সাধীন লালু। রেখা দেবী জানিয়েছেন, '‌লালুজীর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তিনি বসতে বা দাঁড়াতে পারছেন না। রক্তে শর্করার পরিমাণ মাত্রাতিরিক্ত। আমরা চাই সঠিক চিকিৎসার জন্য তাঁকে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। এখানে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই।'‌ রিমস-এ লালুর চিকিত্‍সা করছেন উমেশ যাদব। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, প্রাক্তন আরজেডি সুপ্রিমো একাধিক রোগে আক্রান্ত। তাঁর রক্তচাপ বেড়েছে, কিডনির সমস্যা দেখা দিয়েছে, হৃদযন্ত্রের অবস্থাও খুব একটা ভালো নয়। আগামী দু'তিন দিনের মধ্যে তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হলে অন্য কোথাও স্থানান্তরিত করতে হতে পারে।

৩০শে নভেম্বরের আগে গ্যাস বুকিং না করলে সংযোগ বিচ্ছন্ন হবে ?

Image
নয়াদিলি:  গ্যাস বুকিং হয়নি, তাই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ৷   প্রায় ১ কোটি গ্রাহকের গ্যাস পরিষেবা বিচ্ছিন্ন করা হবে ৷ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা এমন জ্বালানির সংযোগই বিচ্ছিন্ন হচ্ছে ৷ তথ্য বলছে, প্রায় ৮০ শতাংশ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোগতা দ্বিতীয়বার গ্যাস বুকিং করেছেন ৷ কিন্তু প্রায় ২০ শতাংশ সে পথে হাঁটেননি ৷ এই সংখ্যাটাই দাঁড়াচ্ছে ১ কোটির কাছাকাছি যাদের গ্যাস পরিষেবা বন্ধ করতে চলেছে সরকার ৷ গ্যাস বুকিং-এর শেষ সময় রাখা হয়েছে ৩০শে নভেম্বর ৷ এর মধ্যেও যদি কোন গ্রাহক গ্যাস বুকিং না করেন, তাহলে ১লা ডিসেম্বর থেকে জ্বলানির পরিষেবা বন্ধ হবে তাঁর বাড়িতে ৷ জনকল্যাণ মূলক প্রকল্প হিসেবে শুরু হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৷ দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলোর জন্য এই বিশেষ সুবিধা চালু করা হয় ৷ খুবই অল্প দামে গ্যাস পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছিল তাদের কাছে ৷ প্রায় ৮ কোটি মানুষ এই যোজনার আওতায় পড়েন ৷

কাশ্মীরে যুবককে অপহরণ করে নিয়ে গেল জঙ্গিরা

Image
শ্রীনগর: আরও এক যুবককে অপহরণ করে নিয়ে গেল জঙ্গিরা৷ আবারও সেই কাশ্মীরের সোপিয়ান৷ গত কয়েকদিন ধরে সোপিয়ান জেলা থেকে একের পর এক যুবককে অপহরণ করে নিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীরা৷ পরে তাদের নিথর দেহ উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে৷ একের পর এক যুবক অপহরণের ঘটনায় কাশ্মীর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে পুলিশ প্রশাসনের কপালে৷ পুলিশ জানিয়েছে, রবিবার অজ্ঞাতপরিচয় জঙ্গিরা সোপিয়ানের মীমান্দার গ্রাম থেকে সুহেল আহমেদ ঘনাই নামে এক যুবককে অপহরণ করে৷ এখনও অবধি তাঁর কোনও হদিশ মেলেনি৷ ঘটনায় ভেঙে পড়েছে আহমেদের পরিবার৷ ছেলের মুক্তির জন্য জঙ্গিদের কাছে আবেদন জানিয়েছেন তারা৷   এদিকে গত চারদিনে এটি তৃতীয় অপহরণের ঘটনা৷ এর আগে বৃহস্পতিবার রাতে ১৮ বছরের নদিম মনজুর দরকেও সোপিয়ান থেকে অপহরণ করা হয়৷ পরে পুলওয়ামা থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়৷ পরে জঙ্গিরা একটি ভিডিও প্রকাশ করে৷ সেখানে দেখা গিয়েছে নদিমকে কীভাবে নৃশংস ভাবে খুন করেছে জঙ্গিরা৷ এই খুনের ঘটনার কিনারা হতে না হতেই শনিবার সকালে সোপিয়ান থেকে আরও তিনজনকে অপহরণ করা হয়৷ অপহৃত তিনজনের মধ্যে একজনকে খুন করে জঙ্গিরা৷ কিন্ত

আজ মিকি মাউস-এর শুভ জন্মদিন

Image
সালটা ১৯২৮, দিনটি ১৮ নভেম্বর৷ ৯০ বছর আগে এই দিনটিতে পালটে গিয়েছিল কার্টুন জগত৷ আর্বিভাব হয়েছিল একটি ছোট ইঁদুরের৷ 'স্টিমবোট উইলি' নামের একটি শটে তাকে প্রথম দেখতে পাওয়া যায়৷ সেই সময় এতো গ্রাফিক্স কোথায় ছিল৷ তাই হাতে আঁকাই ছিল ভরসা৷ ধীরে ধীরে হাতে আঁকা এই কার্টুনে একের পর এক চলমান দৃশ্যের সঙ্গে মিউজিক যোগ হল৷ ওয়াল্ট ডিজনি ট্রেনে বসেই এঁকে ফেললেন এই ইঁদুর৷ নাম দিলেন মর্টিমার মাউস৷ তাঁর স্ত্রী লিলিয়ান মর্টিমারকে বদলে দিল মিকি৷ সেই থেকে হয়ে গেল মিকি মাউস৷ এরপর থেকে প্রজন্মের পর প্রজন্ম শৈশবের বন্ধু হয়ে উঠল এই মিকি৷ সবার বয়স বেড়ে গেলেও মিকি মাউসের বয়স যেন বাড়েই না৷ একই রকম রয়ে গিয়েছে এই ছোট্ট ইঁদুর৷ কিন্তু দেখতে দেখতে সে বুড়ো হচ্ছে ! এখন হয়ে গেল নব্বই বছর৷ সময়ের সঙ্গে সঙ্গে মিকির সাম্রাজ্য বিস্তার লাভ করতে চেয়েছে অনেক কার্টুন৷ কিন্তু মিকি তার জায়গায় অটুট৷ দিনের দিনের পর দিন দর্শকের মন জয় করে নিয়েছে৷   অন্যান্য কার্টুনের থেকে মিকিতে রয়েছে শিক্ষনীয় বার্তা এমনটাই মনে করছেন অনেকে৷ এক কথায় বলতে গেলে মিকি আসলে আমাদেরই মতো৷ সে আমাদের মতোই ছোট ছোট ভুল করে ফেলে৷ আবার স

আমেরিকায় নাবালক আততায়ীর গুলিতে হত ভারতীয়

Image
সুনীল এডলা। বড়দিনের ছুটিতে দেশে ফেরার কথা ছিল। মায়ের ৯৫ বছরের জন্মদিন আসন্ন। তাই আমেরিকা থেকে মাস দুয়েকের ছুটি নিয়ে ভারতে ফেরার কথা ছিল সুনীল এডলার। কিন্তু, মায়ের সঙ্গে আর দেখা হল না তাঁর। আমেরিকার নিউ জার্সিতে এক নাবালক আততায়ীর গুলিতে নিহত হলেন ৬১ বছরের ভারতীয় নাগরিক সুনীল। নিউ জার্সি সিটি পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার ভেন্টনর সিটিতে সুনীলের অ্যাপার্টমেন্টের কাছেই পড়েছিল তাঁর নিথর দেহটি। হ্যান্ডগানের একাধিক গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল তা। পুলিশ আসার আগেই আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছিল সুনীলের। ইতিমধ্যেই তাঁর আততায়ীকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। ১৬ বছরের ওই নাবালককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি হ্যান্ডগানও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তেলঙ্গানার মেদক জেলায় ফিজিক্যাল এডুকেশন টিচার ছিলেন সুনীল। বছর তিরিশেক আগে চাকুরিতে ইস্তফা দিয়ে আমেরিকায় পাড়ি দেন সুনীল। ভেন্টনর সিটিতে একটি রেস্তরাঁয় হিসাবরক্ষকের কাজ করতেন তিনি। সেখানে নাইট ডিউটিতে যাওয়ার জন্য বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বাড়ি থেকে বার হয়েছিলেন। পুলিশের দাবি, সুনীলের বাড়ির কাছে আগে থেকেই ঘাপটি মেরে বসেছিল ওই নাবালক। সিসিটি

অমৃতসরে ধর্মীয় অনুষ্ঠানে গুলি-গ্রেনেড, হত অন্তত তিন, জখম বহু

Image
অমৃতসরের আদিলওয়াল গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় বাইকে করে এসে জনতার উপর গুলিবৃষ্টি চালাল অজ্ঞাতপরিচয় আততায়ীরা। গ্রামের গুরুদ্বারে নিরাঙ্কারি সম্প্রদায়ের একটি অনুষ্ঠান চলার সময়ই হামলার ঘটনাটি ঘটে। দুপুর বারোটার সময় এই হামলা চালানো হয়। জনতার ওপর বুলেট বৃষ্টির পাশাপাশি ছোঁড়া হয় গ্রেনেডও। দু'টি বাইকে করে এসে মুখোশধারী আততায়ীরা এই হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অন্তত ২৫ জন এই হামলায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কোনও কোনও সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী বেশ কয়েক জন মারাও গিয়েছেন এই নাশকতায়। ঘটনার কথা স্বীকার করেছে পঞ্জাব পুলিশ। এলাকায় পাঠানো হয়েছে পুলিশ বাহিনী। তিন জনের মৃত্যুর কথা জানিয়েছেন পঞ্জাব পুলিশের ডেপুটি কমিশনার কমলদীপ সিংহ।

আগামিকাল থেকে কলকাতায় কমছে মেট্রোর সংখ্যা

Image
কলকাতা: উৎসবের মরশুম কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে কলকাতার অফিসগুলি৷ এবার ফের ছন্দে ব্যাঘাত ঘটার সম্ভাবনা তৈরি হল৷ সৌজন্যে কলকাতার মেট্রো পরিষেবা৷ সোমবার থেকেই তিলোত্তমার লাইফলাইনে কোপ বসাতে কর্তৃপক্ষ৷ এতদিন সপ্তাহের কাজের দিনে ৩০০টি করে মেট্রো চলত৷ এবার সেই সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে৷ এখন থেকে রোজ ২৮৪টি করে মেট্রো চলবে৷ মেট্রো কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, এই বন্দোবস্ত চিরস্থায়ী নয়৷ এটা চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত৷ আর মাসখানেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) মেট্রো স্টেশন সংলগ্ন রেলইয়ার্ডের খোলনলচে বদলে ফেলা হবে৷ সেই কারণেই ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে৷ তবে শনি ও রবিবার পরিষেবা আগের মতোই থাকবে৷ কিন্তু শনি-রবিবার মেট্রোর যাত্রী সংখ্যা অনেক কম থাকে৷ বরং অন্যদিন ভিড়ের চাপে মেট্রোয় ওঠাই দায় হয়ে যায়৷ ফলে দৈনিক ১৬টি ট্রেন কমে গেলে, পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে বলে অনেকে আশঙ্কা করছেন৷ যদিও মেট্রো সূত্রে খবর, কর্তৃপক্ষ পরিষেবা স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর৷ তাই ট্রেনের সংখ্যা কমলেও অফিস টাইমে ট্রেনের সময়ের ব্যবধান একই রাখতে মরিয়া তারা৷ কিন্তু শেষপর্যন্ত কী হবে, তা এই বন্দোবস্

স্বামীরা বেঁচে, তাও উত্তরপ্রদেশে বিধবা ভাতা পাচ্ছেন মহিলারা

Image
লখনউ: চলতি মাসে সন্দীপ কুমারের স্ত্রীর মোবাইলে ব্যাংক থেকে একটি মেসেজ আসে৷ তাতে লেখা, তাঁর অ্যাকাউন্টে তিন হাজার টাকা ক্রেডিট হয়েছে৷ হঠাৎ স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ঢোকায় সন্দেহ হয় সন্দীপের৷ টাকার উৎস জানতে ব্যাংকে হাজির হন তিনি৷ সেখানে গিয়ে খোঁজ করতেই চোখ কপালে ওঠে৷ জানতে পারেন বিধবা ভাতা প্রকল্প থেকে তিন হাজার টাকা সন্দীপের স্ত্রীর অ্যাকাউন্টে দেওয়া হয়েছে৷ অথচ সন্দীপ এখনও জীবিত৷ এমনটা শুধু সন্দীপের স্ত্রীর সঙ্গে নয় আরও ২১ জন সধবা মহিলার সঙ্গে হয়েছে৷ তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা ক্রেডিট হয়েছে৷ এবং সেই টাকা বিধবা ভাতা প্রকল্পের টাকা৷ বিষয়টি জানতে পেরে উত্তরপ্রদেশের সীতাপুর জেলা প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে৷ জানানো হয়েছে, কেউ দোষী প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না৷ ঘটনায় বিস্ময় প্রকাশ করে সন্দীপ জানান, তাঁর স্ত্রী ছাড়া শাশুড়ি ও বৌদি এরকম মেসেজ পায়৷ মেসেজে জানানো হয়, তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা ঢুকেছে৷ পরে ব্যাংকে গিয়ে জানতে পারেন ওটা আসলে বিধবা ভাতা প্রকল্পের টাকা৷ স্বামী মারা গেলে তাঁর বিধবা স্ত্রী এই অর্থ পায়৷ কিন্তু যাদের অ্যাকাউন্টে টাকা ঢু

চিপ ছাড়া কার্ড নেই তো? সাবধান, হতে পারে এই সমস্যাগুলি

Image
ডেবিট কিংবা ক্রেডিট কার্ডে চিপ না থাকলে, তা আর ব্যবহার করা যাবে না নতুন বছরের প্রথম দিন থেকেই। সেই কারণে ৩১ ডিসেম্বরের মধ্যে ওই কার্ড সকলের কাছে পৌঁছে দিতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। অনেকে এই কার্ড ইতিমধ্যেই ব্যবহার করছেন। কারও বাড়িতে তা সবে এসে পৌঁছেছে। বাকিদেরও তা হাতে পাওয়ার কথা এ বছরের মধ্যে। ব্যাঙ্কগুলির দাবি, ওটিপি-র ধাঁচের তিন সংখ্যার কোডের কারণে এই কার্ডে লেনদেন পুরনো কার্ডের থেকে অনেক বেশি সুরক্ষিত। স্টেট ব্যাঙ্ক আবার জানাচ্ছে, এই কার্ড পেতে আলাদা করে একটি টাকাও গুনতে হবে না গ্রাহককে। চিপ ছাড়া কার্ড বাতিল করে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকেই এই নতুন কার্ড দেওয়ার কথা বলেছিল শীর্ষ ব্যাঙ্ক। কিন্তু তখন কিছু ব্যাঙ্ক জানায়, এর জন্য তৈরি হতে আরও কিছুটা সময় লাগবে তাদের। শুধু তা-ই নয়, ব্যাঙ্কগুলির দাবি, নতুন কার্ড চালু করার পথে আগে বড় বাধা ছিল তার খরচও। ম্যাগনেটিক স্ট্রিপ কার্ডের গড় খরচ যেখানে ১২-১৭ টাকা, সেখানে স্ট্রিপ কার্ডে তা ৪০ থেকে ৬০ টাকা। এই দুই যুক্তি তুলে ধরে ব্যাঙ্কগুলির দাবি ছিল, চিপযুক্ত কার্ড চালু করা ব্যয় ও সময়সাপেক্ষ। এর পরেই ওই বছরের ২৭ অগস্

এবার লালবাজারেই শুরু ফরেনসিক পরীক্ষা, নিয়োগ হবে আরও সহকারী

Image
কাপড়ে শুক্রের চিহ্ন থেকে মিলবে ধর্ষণের প্রমাণ। কিন্তু জানা যাবে কীভাবে? কোনও ঘটনাস্থলে রয়েছে লাল দাগ। কিন্তু তা রক্ত না পানের পিক? যে বস্তুটি উদ্ধার হয়েছে, তার মধ্যে কী ধরনের বিস্ফোরক রয়েছে? এত প্রশ্নের উত্তর এবার মিলবে নিমেষেই। উত্তর পেতে পুলিশকে আর বেশিদূর যেতে হবে না। লালবাজারের মধ্যেই ল্যাবরেটরিতে পরীক্ষার পর পুলিশের হাতে রেজাল্ট তুলে দেবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। সেই প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিজ্ঞানীদের সাহায্যের জন্য তাঁদের আরও ৬ জন সহকারী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন লালবাজারের কর্তারা। তাঁরা ফরেনসিক বিশেষজ্ঞদের টেকনিক্যাল সহকারী হিসাবেই কাজ করবেন। লালবাজারের সূত্র জানিয়েছে, মূলত চুক্তির ভিত্তিতেই তাঁদের নিয়োগ করা হবে। 'ওয়াক ইন ইন্টারভিউ'-এর মাধ্যমে বাছাই করা হবে তাঁদের। এখন শহরের মধ্যে যে কোনও খুন বা অস্বাভাবিক মৃত্যু, অগ্নিকাণ্ড, এমনকী, পথ দুর্ঘটনা ঘটলেও সেখানে তাড়াতাড়ি হাজির হন ফরেনসিক বিশেষজ্ঞরা। তার জন্য লালবাজারেই তৈরি হয়েছে ফরেনসিকের মোবাইল ইউনিট। এবার লালবাজারের মধ্যেই তৈরি হয়েছে ফরেনসিক পরীক্ষাগার। সেখানে বিভিন্ন নমুনা পরীক্ষার কাজও শুরু হয়েছে।

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ধোনির অনন্য রেকর্ড ছুঁলেন হরমনপ্রিত

Image
আসন্ন অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়া কেমন পারফর্ম করে, ইতিমধ্যেই তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে সেই কঠিন চ্যালেঞ্জ শুরুর আগেই দেশবাসীকে গর্বিত করলেন ভারতীয় মহিলারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচে অজিবাহিনীকে রীতিমতো নাকানি-চোবানি খাইয়ে ছাড়লেন হরমনপ্রিত কৌররা। আর সেই সঙ্গেই তৈরি হল একটি অনন্য নজির। চলতি কুড়ি-বিশের বিশ্বকাপে গ্রুপ বি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগেই সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছিল ভারতীয় প্রমীলাবাহিনী। তবে এই ম্যাচই ঠিক করে দিত গ্রুপ শীর্ষে থেকে কোন দল পৌঁছবে শেষ চারে। আর সেই লড়াইয়ে নেমেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অনবদ্য একটি ইনিংস উপহার দিলেন স্মৃতি মন্দনা। কেরিয়ারের সেরা ৮৩ রান করে জয়ের পথ প্রসস্থ করে দেন তিনি। যাঁর যোগ্য সঙ্গ দেন অধিনায়ক হরমনপ্রিত (৪৩)। বাকি কাজটা করেন ভারতীয় মহিলা স্পিনাররা। ক্যাঙারুর দেশের বিরুদ্ধে ৪৮ রানে জয়টা কিন্তু মুখের কথা নয়। আর অজিবাহিনীকে হারিয়ে এদিন এস এম ধোনির সঙ্গে একই আসনে বসলেন হরমনপ্রিত। ক্যাপ্টেন কুলের গড়া এক অনন্য রেকর্ড ছুঁয়ে ফেললেন মহিলা দলের অধিনায়ক। নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া, গ্

ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

Image
ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ। বিজ্ঞান বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানিয়ে উপাচার্যকে চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক সহকারী মহিলা গবেষক। তাঁর দাবি, যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করাই শুধু নয়, ট্যুরে গিয়ে একই ঘরে থাকতেও চেয়েছিলেন ওই অধ্যাপক। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সহকারী গবেষকের পদ থেকে ইস্তফা দেন তিনি। অভিযোগ খতিয়ে দেখার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গিয়েছে। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলির অন্যতম যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুধু পঠনপাঠনই নয়, এই বিশ্ববিদ্যালয়ে গবেষণাও করেন অনেকেই। গবেষণার কাজ চলে বিভিন্ন বিভাগের অধ্যাপকদের তত্ত্বাবধানে। বিজ্ঞান বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক মহিলা সহকারী গবেষক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, ''সহকারী গবেষকের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। কিন্তু আতঙ্ক কাটেনি। প্রায় রোজই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অভিযুক্ত অধ্যাপকদের সঙ্গে দেখা হয়। মানসিক চাপ আর সহ্য করতে পারছেন না

জিএসটির জটে বিপাকে পড়েছেন মিষ্টি বিক্রেতারা

Image
জিএসটি–র জটিলতায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন রাজ্যের ছোট ও মাঝারি মিষ্টি ব্যবসায়ীরা। অনেকেই এখনও জিএসটি (‌পণ্য ও পরিষেবা কর)‌ নিয়ে বিভ্রান্ত। নিয়মকানুনের অনেক ফাঁকফোকর বুঝতে পারছেন না। যে কারণে গুনতে হচ্ছে জরিমানা। তাঁদের সচেতন করতে শনিবার আলোচনাসভার আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি। জিএসটি চালু হওয়ার পর তাঁদের ব্যবসায় কী প্রভাব পড়ল, তা নিয়েই মূলত পর্যালোচনা হয় এদিন। যোগ দিয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা। অনেকেই এখনও জিএসটি নম্বর ছাড়াই ব্যবসা করছেন বলে জানিয়েছেন। এবার থেকে তাঁদের জিএসটি নম্বর নিয়ে ব্যবসা করার পরামর্শ দিয়েছে সমিতি। উল্লেখ্য, প্রথম থেকেই মিষ্টিতে জিএসটি চালু করার প্রতিবাদ জানিয়ে আসছে সমিতি। এর প্রতিবাদে অনশন ছাড়াও রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ীরা রাস্তায় নেমে মিছিল–মিটিং করেছেন। গত বছর রাজ্য জুড়ে একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল সমস্ত মিষ্টির দোকান। পাশাপাশি ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকেও। নোনতা ও মিষ্টির ওপর কেন্দ্রের জিএসটি চালুর প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে দুর্গাপুরের মিষ্টান্ন ব্যবসায়ীরাও একদিনের প্রতীক ধর্মঘট পালন করল। মি

‘প্রাক্তন সঙ্গীকে ফিরে পেতেই মেয়েরা ধর্ষণের অভিযোগ করে’

Image
ফের বিতর্কে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।  এবার আরও এক ভয়ঙ্কর মন্তব্য মুখ্যমন্ত্রীর মুখে। মনোহরলাল খট্টরের  দাবি, শুধুমাত্র প্রাক্তন বয়ফ্রেন্ডদের ফিরে পেতেই মেয়েরা ধর্ষণের ভুয়ো অভিযোগ করে।  শনিবার এমনই মন্তব্য করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে ফের দেশজুড়ে বিতর্কের ঝড়। সাম্প্রতিক কয়েক বছরে হরিয়ানায় ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে অনেকেরই অভিযোগ।  এই বক্তব্যের সঙ্গে সহমত পোষন করেননি মুখ্যমন্ত্রী।  এক জনসভায় মনোহরলাল বলেন, " ধর্ষণের ঘটনা আগেও ঘটত,এখনও ঘটে।  শুধুমাত্র এ বিষয়ে মানুষের সচেতনতা বেড়েছে।" এরপরেই বিতর্কিত মন্তব্যটি করেন খট্টর। এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, " ধর্ষণের দায়ের হওয়ায় মামলার ৮০ শতাংশ ক্ষেত্রেই খতিয়ে দেখা গিয়েছে  অভিযুক্ত ও অভিযোগকারী আগে থেকে একে অপরকে চিনতেন। তাঁরা হয়তো বহুদিন একসঙ্গে বহু সময় কাটিয়েছেন, ঘোরাফেরা করেছেন। হয়তো পরে কোনও একদিন ঝগড়া হল, ব্যস। তাতেই হয়তো মহিলা সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে দিলেন।" একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এধরনের বিবৃতি শুনে বিস্মিত গোটা রাজ্য। শুধু হরিয়

আর্থিক সঙ্কটে কেন্দ্রীয় সরকার, নাভিশ্বাস উঠছে আম জনতার!

Image
চরম আর্থিক সঙ্কটে কেন্দ্রীয় সরকার। পরিত্রাণের পথ খুঁজতে প্রতিদিন নেওয়া হচ্ছে এমন সব সিদ্ধান্ত, যাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বাজপেয়ী জমানার পাঁচ বছর শেষে ভারত উদয় স্লোগানে ভোটে গিয়ে হেরেছিল বিজেপি।এ বার আর লোকসভা ভোটের আগে, আচ্ছে দিন এল কিনা তা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করছেন না প্রধানমন্ত্রী। বরং মোদী জমানায় কাজের সুযোগ সেভাবে না বাড়া, জিনিসের দামে লাগাম না পড়া - ভোটের আগে এসবই বিরোধীদের কাছে গরম ইস্যু। গত সাড়ে চার বছরে কেন্দ্রীয় সরকারের নানা সিদ্ধান্তে সাধারণ মানুষের রোজকার জীবনে চাপ অনেকটাই বেড়ে গেছে বলে মনে করছে নানা মহল। মূল্যবৃদ্ধিতে নাজেহাল আমজনতা... চড়া উত্‍পাদন শুল্কের জেরে আকাশ ছুঁয়েছে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম  রেলে কয়লা, আকরিক লোহা, ইস্পাতের পণ্য মাসুল প্রায় ৯% বাড়ায় মূল্যবৃদ্ধির আশঙ্কা স্বল্প সঞ্চয়ে লাগাতার সুদ ছাঁটাইয়ের জেরে সমস্যায় প্রবীণ নাগরিকরা সরকার ভর্তুকির পরিমাণ ক্রমশ কমিয়ে আনায় সমস্যায় গরিব মানুষ চরম আর্থিক সঙ্কটের জেরেই মোদী সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বলে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ঋণ নিয়ে 'বিশেষ' বার্তা! আরবিআইকে জানাল মোদীর অর্থমন্ত্রক

Image
মাঝে মাত্র একটা দিন। তার পরেই রিজার্ভ ব্যাঙ্কের বোর্ড মিটিং। তার আগেই দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ককে বার্তা অর্থমন্ত্রকের। ঋণদান এবং অর্থপ্রবাহ যাতে শ্বাসরোধকারী না হয়ে যায় তা নিশ্চিত করুন। সূত্রের খবর অনুযায়ী, এমনই বার্তা দেওয়া হয়েছে। বিষয়টিকে মূল ইস্যু বলে বর্ণনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সংবাদ মাধ্যমের একটি অনুষ্ঠানে অরুণ জেটলি আরবিআই-এর অ্যাসেট কোয়ালিটি রিভিউকে সমর্থন করেন। যা শুরু করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। জেটলি বলেন, অ্যাসেট কোয়ালিটি রিভিউ জানিয়ে দেয় খারাপ ঋণ লুকনো রয়েছে কার্পেটের নিচে। যা প্রকাশ করা হচ্ছে তা স্বচ্ছ্ব নয়, এই জিনিসটি প্রকাশ করে দেয়। জেটলি বলেন,অ্যাসেট কোয়ালিটি রিভিউ-এর মাদ্যমে ৮.৫ লক্ষ কোটির খারাপ ঋণ প্রকাশিত হয়েছে। ২০১৪ সালে যা ছিল ২.৫ লক্ষ কোটি টাকা। এই পরিস্থিতিতেও ঋণদান এবং অর্থপ্রবাহ নিশ্চিত করতে বলেছেন তিনি। দ্রুত অগ্রসর অর্থনীতির জন্য তা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

জিও, এয়ারটেল, ভোডাফোন বা বিএসএনএল গ্রাহকদের এই পরিষেবা বন্ধ হতে চলেছে

Image
নয়াদিল্লি: আপনি কী রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন বা বিএসএনএল গ্রাহক ? তাহলে দ্রুত এই পরিষেবা বন্ধ হতে চলেছে আপনার জন্য ৷ ট্রাইয়ের সিদ্ধান্তে এমনই হতে চলেছে ৷ পোস্টপেইড পরিষবায় বন্ধ হোক পেপার বিল ৷ সবকটি টেলিকম অপোরেটর্সের কাছে আর্জি ট্রাইয়ের ৷ এই বিষয় গ্রাহকদের মতামতও চেয়েছে টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া ৷ পোস্টপেইড পরিষেবার ক্ষেত্রে বিপুল পরিমাণ পেপার বিল ছাপাতে হয় প্রতিটি টেলিকম অপোরেটরকেই ৷ যার খরচ যেমন অনেক বেশি, সঙ্গে পেপারের প্রয়োজনীয়তাও অনেক ৷ পরিবেষ সুরক্ষার কারণেই পেপারের কম ব্যবহারের কথা উল্লেখ করেছে ট্রাই ৷ অনলাইন বিল পেতে হলে পোস্টপেইড গ্রাহকদের এই বিশেষ পরিষেবার জন্য আবেদন জানাতে হয় ৷ এই পরিষেবাই যাতে সকলে গ্রহণ করে, সেটাই আর্জি রাখছে ট্রাই ৷ তবে ট্রাইয়ের এই আর্জির পিছনে অন্য যুক্তি আনছেন অনেকেই ৷ অনলাইন বিলের মাধ্যমে ডিজিটাল ভারতের পক্ষে সওয়াল করছে ট্রাই ৷ এমন বক্তব্যও উঠে এসেছে ৷ এই বিষয় গ্রাহকদের মতামত সব থেকে গুরুত্বপূর্ণ ৷ তাই সেই দিকে তাকিয়ে রয়েছে টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া ৷

ভারতে এই পাঁচটি স্মার্টফোনের দাম কমালো শাওমি

Image
সবে শেষ হয়েছে দীপাবলী সেল। আর দীপাবলী সেলের পরেই ভারতে জনপ্রিয় পাঁচটি স্মার্টফোনের দাম কমালো শাওমি। শুক্রবার থেকে নতুন দাম প্রযোজ্য হবে। দাম কমেছে 4GB ও 6GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro, 4GB ও 6GB RAM ভেরিয়েন্টে Mi A2 আর Redmi Y2 ফোনের। এই পাঁচটি ফোনের দাম ওক হাজার টাকা কমিয়েছে চিনের কোম্পানিটি। "আমরা সবসময় গ্রাহকের কাছ থেকে সঠিক মূল্য নিতে চাই। আমরা কোন স্মার্টফোনে ৫ শতাংশের বেশি লাভ করি না। এর বেশি লাভ করলে তা আমরা গ্রাহকদের ফিরিয়ে দিই" এক বিবৃতিতে জানিয়েছে শাওমি। এক নজরে এই পাঁচটি ফোনের নতুন দাম দেখে নেওয়া যাক: Xiaomi Redmi Note 5 Pro (4GB+64GB) আগে Redmi 5 Pro 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হত ১৪,৯৯৯ টাকা। ১০০০ টাকা দাম কমে এবার এই ফোন কিনতে ১৩,৯৯৯ টাকা খরচ হবে। Xiaomi Redmi Note 5 Pro (6GB+64GB) আগে Redmi 5 Pro 6GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হত ১৫,৯৯৯ টাকা। ১০০০ টাকা দাম কমে এবার এই ফোন কিনতে ১৪,৯৯৯ টাকা খরচ হবে। Mi A2 (4GB+64GB) আগে Mi A2 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হত ১৬,৯৯৯ টাকা। ১০০০ টাকা দাম কমে এবার এই ফোন কিনতে ১৫,৯৯৯ টাক

‘যাদের অনেক কিছু লুকনোর আছে, তারাই CBI-কে আটকাচ্ছে’

Image
যাদের প্রচুর কিছু রয়েছে লুকনোর মতো, তারাই CBI-কে ভয় পাচ্ছে। মধ্যপ্রদেশে নির্বাচনী ইস্তাহার প্রকাশের মঞ্চ থেকে একযোগে মমতা এবং চন্দ্রবাবুকে বিঁধলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। শনিবার সভার ভোপালের মঞ্চ থেকে তিনি জানান, জেনারেল কনসেন্ট সে সমস্ত রাজ্য প্রত্যাহার করছে যাদের অনেক কিছু লুকনোর রয়েছে।  জেটলি বলেন, 'যাদের প্রচুর লুকনোর রয়েছে তারাই জেবারেল কনসেন্ট প্রত্যাহার করে সিবিআই-কে রাজ্যে ঢুকতে বাধা দেবে। আমার বিশ্বাস অন্ধ্রপ্রদেশ জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছে কোনও মামলা বা বিশেষ কোনও দুর্নীতির ভয়ে নয়, বরং নির্বাচনের পর রাজ্যে কী হতে চলেছে তার ভয়ে এ কাজ করা হয়েছে। আমি এখন এর চেয়ে বেশি কিছু বলছি না।' তিনি আরও বলেন, 'আমাদের দেশে একটি গণতান্ত্রিক পরিকাঠামো রয়েছে। সেই কাঠামোর ওপর ভিত্তি করে প্রথমে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য তৈরি করা হয়েছিল সিবিআই। পরে বিশেষ জটিল ধরনের মামলার তদন্ত করার জন্য বিভিন্ন রাজ্যের দাবি এবং আদালতের নির্দেশ মেনে তদন্ত করে এসেছে সিবিআই। সারদা এবং নারদার মতো মামলা এ ভাবে থামানো যাবে না।'

রবিবার থেকে দাম বাড়ছে পাউরুটির

Image
কাঁচামালের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। যার জেরে রাজ্যে পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেন বেকারি মালিকরা। এ ছাড়াও বেকারিজাত অন্যান্য দ্রব্যের দাম বাড়ানোর কথাও জানানো হয়েছে।  এই মুহূর্তে রাজ্যে ১ পাউন্ড বা ৪০০ গ্রাম পাউরুটির দাম ২০ টাকা। তা বেড়ে হতে চলেছে ২৪ টাকা। অর্থাৎ, প্রতি পাউন্ড পাউরুটি কিনতে গেলে এবার থেকে ৪ টাকা করে বেশি গুনতে হবে গ্রাহককে। এ ছাড়া কেক-বিস্কুটের মতো অন্যান্য় বেকারিজাত পণ্যের দাম গড়ে ২০ শতাংশ হারে বর্ধিত করা হয়েছে। রবিবার থেকেই রাজ্যজুড়ে বর্ধিত দাম কার্যকর হবে বলে রাজ্যের বেকারি মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, রাজ্যে ২০১৬ সালের নভেম্বরে শেষবার পাউরুটির দাম বেড়েছিল। সে বার প্রতি পাউন্ড পাউরুটির দাম ২ টাকা করে বাড়ানো হয়েছিল।

‘শুধু কাশ্মীর নয়, লালকেল্লাও দখল করব’, হুমকি পাক মন্ত্রীর

Image
কাশ্মীর সামলানোর ক্ষমতা পাকিস্তানের নেই, শাহিদ আফ্রিদির এই বেফাঁস মন্তব্যের পরই উত্তাল পাকিস্তানের রাজনীতি। পাক শাসকদল এখন যেনতেন প্রকারেণ নিজেদের মান বাঁচাতে চাইছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতারা আফ্রিদির মন্তব্যের ড্যামেজ কন্ট্রোলের জন্য একের পর এক বেঁফাস মন্তব্য করে চলেছেন। এবার তেমনই এক দাবি উঠে এল ইসলামিক দেশটির বিদেশ প্রতিমন্ত্রী আলি মহম্মদ খানের টুইটে। পাক বিদেশ প্রতিমন্ত্রীর দাবি, কাশ্মীর তো বটেই একদিন লালকেল্লাও দখল করবে ইমরানের দেশ। কয়েকদিন আগে কাশ্মীর ইস্যু নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি।  তিনি সেখানে সাফ জানিয়ে দেন, কাশ্মীরকে সামলানোর ক্ষমতা পাকিস্তানের নেই। তবে, কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত না করে স্বশাসন দেওয়ার দাবি জানান পাক ক্রিকেটার। তিনি বলেন, "পাকিস্তান তাঁর নিজের চারটি প্রদেশকেই শান্তিতে রাখতে পারে না, কাশ্মীরের দিকে পাকিস্তানের লোভ নেই। কাশ্মীরকে স্বশাসন দেওয়া হোক, তাহলে অন্তত মানবিকতা বাঁচবে।" প্রাক্তন ক্রিকেটারের এই মন্তব্যের পরই নতুন করে কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে আন্তর্জাতিক রাজনীতি। বেশ

জুকারবার্গের পদত্যাগের দাবিতে বিদ্রোহ শুরু ফেসবুকের অন্দরে

Image
কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কে মুখ পুড়েছিল ফেসবুক প্রতিষ্ঠাতা তথা সিইও মার্ক জুকারবার্গের৷ সেই বিতর্কের মাঝে অ্যাপল-এর সিইও টিম কুকের তির্যক মন্তব্য আরও বিড়ম্বনা বাড়িয়েছিল ফেসবুক কর্তার৷ জোড়া বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নিজের ঘরে বিদ্রোহের মুখে পড়ে চূড়ান্ত অপদস্থ হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা৷ ফেসবুক চেয়ারম্যান পদ থেকে জুকারবার্গের পদত্যাগের দাবি তুললেন সংস্থার লগ্নিকারীরাই৷ ফেসবুকের অন্দরে জুকারবার্গের অপসারণের দাবি ওঠায় হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ রাজনৈতিক পরামর্শ ও জনসংযোগকারী সংস্থা ডিফাইনার্স পাবলিক অ্যাফেয়ার্সকে নিয়োগ করেন ফেসবুক কর্তা৷ অভিযোগ, লগ্নিকারীদের অনুমতি না নিয়েই নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছেন জুকেরবার্গ৷ আর এই সিদ্ধান্ত কার্যকর হতেই সিইও-র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সংস্থার লগ্নিকারীদের একাংশ৷ প্রকাশ্যে ফেসবুকের মতো গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ায় রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠদের নিয়োগের বিরোধিতাও করা হয়৷ ফেসবুকের অন্যতম স্বত্ত্বাধিকারী ইয়োনাস ক্রোন সংস্থার তরফেও জুকেরবার্গকে সরাসরি পদত্যা

‘নম্র ব্যবহার করুন’, বিরাটকে সতর্ক করল বিসিসিআই

Image
সম্প্রতি এক ভক্তকে "ভারত ছাড়ো" মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন বিরাট। নেটদুনিয়ায় বিতর্কের ঝড় ওঠে। বলিউড অভিনেতা থেকে প্রাক্তন ক্রিকেটার, অনেকেই তাঁর এমন মন্তব্যের নিন্দা করেন। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই ভারত অধিনায়ককে সতর্ক করল বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটি (সিওএ)। কমিটির কর্তারা বিরাটকে সাফ জানিয়ে দিয়েছেন, সংবাদমাধ্যম এবং সমর্থকদের সঙ্গে যেন কোনওরকম অভব্য আচরণ না করেন তিনি। সম্প্রতি এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, বিরাট কিংবা ভারতীয় ব্যাটসম্যানদের থেকে তিনি বেশি পছন্দ করেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডদের ক্রিকেটারদের খেলা। আর এতেই মেজাজ হারান ক্যাপ্টেন কোহলি। ভিডিও বার্তায় বলেন, "তাহলে তো আপনার ভারতে থাকাই উচিত নয়। যান, অন্য কোনও দেশে গিয়ে থাকুন।" যে মন্তব্য নিয়ে সরগরম ছিল নেটদুনিয়া। ঠিক সেই কারণেই সিওএ-র তরফে বিরাটকে সতর্ক করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়কের কোনও মন্তব্য বিতর্ক তৈরি করেছে, অতীতের এমন অনেক উদাহরণই রয়েছে। তাই সিওএ কর্তারা তাঁকে বলেছেন, মাঠের বাইরে যেন তাঁর আগ্রাসী মনোভাব প্রকাশ না পায়। প্রত্যেকের সঙ্গে যেন শালীনতা বজায় রেখ

ছেলেদের সঙ্গে মেয়েরা ঘুরে বেড়ায় বলে ধর্ষিতা হয়, মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়

Image
চন্ডীগড়: ধর্ষণের দায়ভার মেয়েদের ঘাড়েই চাপালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর৷ তাঁর মতে, ৯০ শতাংশ ধর্ষণের ঘটনার ক্ষেত্রে মেয়েরাই দায়ী হয়৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য দেশজুড়ে প্রবল ঝড় তোলে৷ একটি রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে তিনি আদপে মহিলাদের সম্মান ক্ষুন্ন করেছেন বলে অভিযোগ৷ মুখ্যমন্ত্রীর ধর্ষণ নিয়ে মন্তব্যের পর তোপ দেগেছে কংগ্রেসও৷ জানিয়েছে, এটা হল খট্টর সরকারের মহিলা বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ৷ ঠিক কী বলেছেন মনোহর লাল খট্টর? বৃহস্পতিবার একটি জনসভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''এই যে এত ধর্ষণ ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে, ৮০ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রে চেনা পরিচিতরা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকে৷ কোনও অচেনা ছেলের সঙ্গে পরিচয় হওয়ার পর বেশ কিছুদিন তাদের সঙ্গে ঘুরে বেড়ায় মেয়েরা৷ তারপর কোনও কারণে তাদের মধ্যে তুচ্ছ ঝামেলা হলে হঠাৎ একদিন মেয়েটি সটান থানায় চলে যায়৷ ছেলেটির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এফআইআর করে৷'' স্বাভাবিকভাবে মনোহরলাল খট্টরের এমন মন্তব্য সোশ্যাল মিডিয়া থেকে সর্বত্র তীব্র আলোড়ন ফেলে দিয়েছে৷ বিরোধ

টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকেও চূর্ণ করে চারে চার করল ভারতের মেয়েরা

Image
মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতের সামনে ন্যূনতম চ্যালেঞ্জও ছুড়তে পারছে না প্রতিদ্বন্দ্বীরা। প্রতিটি ম্যাচেই আগে থেকেই ফলাফল কী হতে চলেছে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার ম্যাচেও একই ছবি দেখা গেল। শনিবার অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারাল টিম ইন্ডিয়া। ৮৩ রান করে ম্যান অব ম্যাচ হলেন স্মৃতি মন্ধানা।  এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। মিতালি রাজ বিশ্রামে থাকায় ইনিংসের সূচনা করেন স্মৃতি মন্ধানা ও তানিয়া ভাটিয়া। শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন উদ্বোধনী ব্যাটম্যান স্মৃতি। ৫৫ বলে করেন ৮৩ রান। স্মৃতি মন্ধনাকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি করেন ২৭ বলে ৪৩ রান। দুই ব্যাটসম্যানের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যেই নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ১৬৭।  ওভার পিছু আটের বেশি রান তাড়া করা টিটোয়েন্টিতে সবসময়ই কঠিন। তবে শুরুটা অস্ট্রেলিয়ানরা খারাপ করেননি। উদ্বোধনী ব্যাটসম্যান বেন মুনি ১৭ বলে ১৯ করেন। এরপর তিন নম্বরে নেমে অ্যাসলেঘ গার্ডনার করেন ১৯ বলে ২০। কিন্তু রানরেট না বাড়ায় অস্ট্রেলিয়ানদের উপরে চাপ বাড়তে থাকে। আর সেই চাপের মুখে নিয়মিত ব্যবধানে পড়তে থাকে উইকেট। এলসি

অনুমতি ছাড়া তদন্ত নয় কেন্দ্রকে জানাল রাজ্য

Image
সিবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির রাজ্যে তদন্ত করতে আসার বিষয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে জানিয়ে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। শুধু মন্ত্রীকেই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সিবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থাকেও সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। শনিবারই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রশাসনের বিনা অনুমতিতে সিবিআই–‌সহ কোনও কেন্দ্রীয় সংস্থাই রাজ্যে তদন্ত করতে আসতে পারবে না। ১৯৮৯ সালে  সিবিআই–‌কে দেওয়া সাধারণ সম্মতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দিল্লির স্পেশ্যাল পুলিস এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (‌সিবিআই)‌ গঠিত হয়েছে। সেই আইন অনুযায়ী সিবিআই–‌কে কোনও রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মী বা কোনও কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে গেলে অথবা কেন্দ্রীয় সরকারের কোনও দপ্তরে তল্লাশি চালাতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতি নিতে হয়। অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যও ১৯৮৯ সালে আগাম সম্মতি দিয়ে রেখেছিল। যার ফলে প্রতিটি ক্ষেত্রে আর কেন্দ্রীয় সংস্থাগুলিকে আর আলাদা করে রাজ্যগুলির অনুমতি ন

বাংলাদেশের লিটন দাসকে কিনতে আগ্রহী তিন ফ্র্যাঞ্চাইজি

Image
আইপিএল নিয়ে ইতিমধ্যেই ঘর গোছানো শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। শোনা যাচ্ছে, এবার বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসকে কিনতে আগ্রহ প্রকাশ করতে পারে পঞ্জাব। এমনকি তাঁকে নেওয়ার জন্য আইপিএলের আরও তিন ফ্র্যাঞ্চাইজিও এই দৌড়ে নাকি পা মিলিয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে পঞ্জাবে কোনও নিয়মিত উইকেটকিপার-ব্যাটসম্যান না থাকায় দলের এই অভাব পূরণ করতে চায় তাঁরা। সে কারণেই লিটন দাসের কথা নাকি আলোচনায় উঠে এসেছে।সম্প্রতি বেশ কয়েকটি সিরিজে লিটনের পারফরম্যান্স ফ্র্যাঞ্চাইজি কর্তাদের নজর কেড়েছে।

খাশোগি হত্যার পেছনে রয়েছেন সৌদি যুবরাজ, দাবি সিআইএ-র

Image
শুক্রবার সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি(সিআইএ)-র রিপোর্টে বলা হয়েছে, জামাল খাশোগির হত্যার পিছনে হাত রয়েছে সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমানের। সম্প্রতি যুবরাজ জড়িত না বলে দাবি করেছিলেন খাশোগি মামলায় সৌদি আরবের আইনজীবী। সিআইএ রিপোর্ট উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সরকারি বিমানে ইস্তানবুলে গিয়ে সাংবাদিক খাশোগিকে হত্যা করে ১৫ সৌদি এজেন্ট। সৌদি দূতাবাসের ভিতরেই হত্যা করা হয়। এই হত্যার পেছনে সরাসরি মদত ছিল যুবরাজ সলমানের। তবে সিআইএ রিপোর্টকে ভুল বলে দাবি করেছে রিয়াধ। টার্কিও এর আগে অভিযোগ করেছিল খাশোগি হত্যার পিছনে হাত রয়েছে যুবরাজ সলমানের। খাশোগির হত্যার পর থেকে বহুবার নিজেদের বয়ান বদলানোর অভিযোগ উঠেছে সৌদি প্রশাসনের বিরুদ্ধে।