ঋণ নিয়ে 'বিশেষ' বার্তা! আরবিআইকে জানাল মোদীর অর্থমন্ত্রক


মাঝে মাত্র একটা দিন। তার পরেই রিজার্ভ ব্যাঙ্কের বোর্ড মিটিং। তার আগেই দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ককে বার্তা অর্থমন্ত্রকের। ঋণদান এবং অর্থপ্রবাহ যাতে শ্বাসরোধকারী না হয়ে যায় তা নিশ্চিত করুন। সূত্রের খবর অনুযায়ী, এমনই বার্তা দেওয়া হয়েছে। বিষয়টিকে মূল ইস্যু বলে বর্ণনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সংবাদ মাধ্যমের একটি অনুষ্ঠানে অরুণ জেটলি আরবিআই-এর অ্যাসেট কোয়ালিটি রিভিউকে সমর্থন করেন। যা শুরু করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। জেটলি বলেন, অ্যাসেট কোয়ালিটি রিভিউ জানিয়ে দেয় খারাপ ঋণ লুকনো রয়েছে কার্পেটের নিচে। যা প্রকাশ করা হচ্ছে তা স্বচ্ছ্ব নয়, এই জিনিসটি প্রকাশ করে দেয়।

জেটলি বলেন,অ্যাসেট কোয়ালিটি রিভিউ-এর মাদ্যমে ৮.৫ লক্ষ কোটির খারাপ ঋণ প্রকাশিত হয়েছে। ২০১৪ সালে যা ছিল ২.৫ লক্ষ কোটি টাকা। এই পরিস্থিতিতেও ঋণদান এবং অর্থপ্রবাহ নিশ্চিত করতে বলেছেন তিনি। দ্রুত অগ্রসর অর্থনীতির জন্য তা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।