Posts

Showing posts from November 23, 2018

অন্ধ্রপ্রদেশে তৈরি হবে নতুন বিধানসভা, যা হবে স্ট্যাচু অফ ইউনিটির থেকেও উঁচু

Image
‌দেশ জুড়ে বিতর্ক তুলে সম্প্রতি বিশ্বের উচ্চতম মূর্তি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপর থেকেই কে মাথা কত উঁচুতে তুলতে পারে, তার জন্য লড়াই চরমে। মহারাষ্ট্র চাইছে, মোদীর গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটিকে ছাপিয়ে যাক শিবাজির মূর্তি। আবার উত্তরপ্রদেশে রামের মূর্তি তৈরি হওয়ার ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশ্বের উচ্চতম শিবমূর্তিও তৈরি করার কথা শোনা যাচ্ছে। তবে এইসব বিতর্ককে ছাপিয়ে গেলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আস্ত একটা ভবন তৈরির ছক কষে ফেলেছেন তিনি, যেটা হবে প্যাটেলের ১৮২ মিটার মূর্তির থেকেও উঁচু। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে তৈরি হবে সেই ভবন। এটিই হবে অন্ধ্রপ্রদেশের  বিধানসভা। ডিজাইনও তৈরি করে ফেলা হয়েছে, যাতে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। স্ট্যাচু ইউনিটির থেকে ৬৮ মিটার উঁচু হবে এই ভবন। তিনতলা ভবন–এর মাথায় থাকবে লম্বা টাওয়ার। ভবনের মোট উচ্চতা হবে ২৫০ মিটার। ঠিক ওল্টানো লিলি ফুলের মত দেখতে হবে ওই ভবনটি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন ওই রাজ্যের পুরমন্ত্রী পি নারায়ণ। নভেম্বরের শেষেই বিধানসভা তৈরি টেন্ডারের–এর কাজ শুরু হবে

বিনা চিকিত্সায় শয্যাশায়ী বাংলাদেশী ক্রিকেটার চামেলিকে আনা হল ভারতে

Image
চিকিত্সার জন্য প্রয়োজন ছিল অন্তত দশ লক্ষ টাকা। পরিবারের লোকজন সেটা কিছুতেই জোগাড় করতে পারছিল না। শেষমেশ বিনা চিকিতসায় বিছানায় পড়ে ছিলেন চামেলি খাতুন। কে এই চামেলি খাতুন? একসময় দেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন। প্রতিনিধিত্ব করেছেন জাতীয় ফুটবল দলের হয়েও। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের পতাকা উঁচুতে তুলে ধরা অ্যাথলিট দীর্ঘদিন ধরে প্যারালাইসড হয়ে বিছানায়। চিকিত্সকরা জানিয়েছিলেন, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর সঠিক চিকিত্সার অভাবে চামেলি খাতুনের মেরুদণ্ড ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। যার ফলে উঠে দাঁড়ানোর শক্তিও হারিয়ে ফেলেছেন তিনি। বাংলাদেশে ফুটবল নিয়ে উন্মাদনা প্রচণ্ড। এমন ক্রিকেটপাগল দেশে একজন ক্রিকেটার বিনা চিকিত্সায় ভুগবেন, তা হয় নাকি! শেষমেশ চামেলিকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তাঁরই উদ্যোগ ও ব্যবস্থাপনায় চামেলিকে চিকিত্সার জন্য ভারতে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে চামেলি খাতুনকে ভারতে নিয়ে যাওয়ার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা থেকে কলকাতায় আনা হয়েছে এই প্রাক্তন ক্রিকেটারকে। জানা গিয়েছে, তাঁর সঙ্গে পরিবারে

সুইস ব্যাংকের ঋণ শুধতে ব্যর্থ, মালিয়ার ৮৮,০০০ পাউন্ড জরিমানা

Image
ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় বিজয় মালিয়াকে ৮৮,০০০ পাউন্ড অর্থাৎ ৮০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল ব্রিটেনের আদালত।  সুইৎজারল্যান্ডের ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকে নিজের লন্ডনের বাড়ি বন্ধক রেখে ২.০৪ কোটি পাউন্ড অর্থাত্‍ ১,৮৫,১৮,৪০,৬০০ টাকা ঋণ নিয়েছিলেন প্রাক্তন কিংফিশার এয়ারলাইন্স কর্ণধার। কিন্তু সময় মতো তা ফেরত দিতে না পারার কারণে আদালতের দ্বারস্থ হয় ইউবিএস। বুধবার জরিমানা হিসেবে মালিয়াকে আগামী ৪ জানুয়ারির মধ্যে ৮৮,০০০ পাউন্ড দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এর আগে ঋণ বাবদ বকেয়া অর্থ আদায়ের জন্য ব্রিটিশ হাইকোর্টে বিজয় মালিয়ার লন্ডনের প্রাসাদ দখলের আবেদন জানিয়েছিল সুইস ব্যাংকটি। রিজেন্ট পার্কের ওই সম্পত্তি মালিয়া ও তাঁর পরিবার বাসভবন হিসেবে ব্যবহার করতেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, প্রায় ৯ হাজার কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগে ২০১৭ সালে গ্রেফতার হওয়ার পরে জামিনে মুক্তি পান বিজয় মালিয়া। ২০১৬ সালের মার্চ মাস থেকে তিনি ব্রিটেনে বসবাস করছেন। বর্তমানে ভারতে তাঁকে প্রত্যার্পণ সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। এই প্রসঙ্গে আগামী ডিসেম্বর মাসে রায় ঘোষণা করার কথা ব্রিটেনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট'

খেলতে গিয়ে বন্ধুর বাবার লালসার শিকার ৩-এর শিশু

Image
বয়স তিনও পেরোয়নি। এরইমধ্যে বন্ধুর বাবার লালসার শিকার হতে হল এক শিশুকন্যাকে। বৃহস্পতিবার সকালে ইন্দোরে ঘটেছে এই ঘটনা। সকালবেলা পাড়ার মধ্যেই এক বন্ধুর বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি। সেখানে তাকে ধর্ষণ করে বন্ধুর ৪১ বছরের বাবা। বাড়ি ফিরে বিকেলে শিশুটি তাঁর যৌনাঙ্গে যন্ত্রণা করছে বলে জানায় বাবা-মাকে। তখনই তাঁদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ডাক্তাররা জানান সে ধর্ষণের শিকার। ঠিক কী হয়েছিল, তা জিজ্ঞাসা করার পর বাবা-মাকে সব জানায় শিশুটি। বন্ধুর বাবা তার সঙ্গে কী করেছে, তা খুলে বলে সে। তাকে যে ধর্ষণ করা হচ্ছে, এতকিছু সে বুঝতেও পারেনি। পুলিশকেও নিজের জবানবন্দিতে গোটা ঘটনা জানিয়েছে শিশুটি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে POCSO ধারায় মামলা করা হয়েছে। তার ছেলের বয়সও তিন বছর।

কল্যাণীতে তৈরি হচ্ছে ₹১৭৫০ কোটির নতুন সেতু

Image
কল্যাণী: নদিয়ার কল্যাণীতে ঈশ্বরগুপ্ত সেতুর পাশেই তৈরি হচ্ছে একটি নতুন সেতু। ঈশ্বরগুপ্ত সেতুর বেহাল দশা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। সেকারণেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় ঈশ্বরগুপ্ত সেতুর পাশেই একটি নতুন সেতু তৈরি হবে। নতুন সেতু তৈরিতে রাজ্য সরকার সতেরোশো পঞ্চাশ কোটি টাকা মঞ্জুর করেছে। এর জন্য উচ্ছেদ হওয়া পরিবারগুলিকে জমির দলিল ও পরচা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ক্ষতিপূরণও। নদিয়ার কল্যাণীতে গঙ্গার উপর রাজ্য সরকার তৈরি করছে একটি নতুন সেতু। কল্যাণী ও বাঁশবেড়িয়ার মাঝে ঈশ্বরগুপ্ত সেতুর পাশেই নতুন সেতু তৈরি হচ্ছে। অনেকদিন ধরেই ঈশ্বরগুপ্ত সেতুর বেহাল অবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল। দুর্ঘটনা এড়াতে তাই ওই সেতুর পাশেই নতুন সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ডানকুনি থেকে মগরা হয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত এই সেতুর উপর দিয়ে ছয় লেনের নতুন রাস্তা তৈরি হচ্ছে। সেতু তৈরির জন্য মাঝেরচর দক্ষিণপাড়া এলাকায় কয়েকটি পরিবারকে উচ্ছেদ হতে হবে। এই পরিবারগুলিকেও জমির দলিল ও পরচা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ক্ষতিপূরণও। কল্যাণীতে নতুন সেতু - ঈশ্বরগুপ্ত সেতুর পাশে নতুন সেতু - সেতু তৈরিতে ১,৭৫০ কোটি টাকা মঞ্জুর করেছে রা

বিদ্যুৎ সংযোগই নেই, উলটে প্রৌঢ়কে ২,৭৪৭ টাকার বিল ধরাল দপ্তর!

Image
ফরাক্কা: বছর তিনেক আগে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেও মেলেনি বিদ্যুৎ। নেই মিটারও। অথচ হাতে এসে গিয়েছে বিদ্যুতের বিল! যা দেখে রাতের ঘুম ছুটে গিয়েছে বছর তেষট্টির প্রৌঢ় মইমুর শেখের। ফরাক্কার দক্ষিণ জিগড়ি লিচুবাগানের বাসিন্দাদের ঘরে এমন ভূতুড়ে বিলে ছড়িয়েছে আতঙ্ক৷ ফরাক্কা ব্লকের মহেশপুর পঞ্চায়েতের জিগড়ি গ্রাম। ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এই গ্রাম। প্রায় ৪০ বিঘের লিচুবাগান। দক্ষিণ জিগড়ি পাড়া লিচুবাগান বলেই পরিচিত এই বাগান। প্রায় ১০০ পরিবারের বসবাস সেখানে। বছর তিনেক আগে এলাকায় বিনা পয়সার বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ফরাক্কা বিদ্যুৎ দপ্তর থেকে আবেদন নেওয়া হয়। পেশায় দিনমজুর মইমুর শেখও বিদ্যুৎ সংযোগের আশায় যাবতীয় নথিপত্র-সহ আবেদনপত্র জমা দিয়েছিলেন। তিন বছর অতিক্রান্ত হলেও লিচুবাগানে বিদ্যুতের খুঁটি বসানোর সমস্যার কারণে গ্রামে বিদ্যুৎ পৌঁছয়নি। কিন্তু অভিযোগ, দিনমজুর মইমুর শেখ বিদ্যুৎ দপ্তর থেকে ২ হাজার ৭৪৭ টাকার বিদ্যুতের বিল পান (কাস্টমার আইডি নম্বর ৩৬১৬১৪৭৪৫, মিটার রিডিং ৪৩৭ ইউনিট)। যা হাতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন তিনি। মইমুর শেখ জানান, 'বছর তিনেক আগে যখন বাড়ি করি বিদ্যুৎ সংযোগের জন্য এলএনটি

২৫ কোটি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করতে চলেছে এয়ারটেল-ভোডাফোন

Image
ভোডাফোন আইডিয়া ও ভারতী এয়ারটেল মিসে ভারতীয় টেলিকম বাজারে একপ্রকার বনধ ঘোষণা করতে চলেছে। কারণ দুই সংস্থার এআরপিইউ বা অ্যাভারেজ রিয়ালিজেশন পার ইউজার - গ্রাহক যাঁরা মাসে ৩৫ টাকার কম একটি সংযোগে খরচ করেন - তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিতে চলেছে। এমনই ভাবনাচিন্তা চলছে। এই গ্রাহকদের সংখ্যা সবমিলিয়ে ২৫ কোটি। বেশিরভাগই ২জি গ্রাহক। তার মধ্যে এয়ারটেলের রয়েছে ১০ কোটি গ্রাহক যাঁরা মাসে ৩৫ টাকার কম একটি মোবাইল সংযোগে খরচ করেন। আর ভোডাফোনের এমন গ্রাহক রয়েছে প্রায় ১৫ কোটি। তবে দুই সংস্থাই ন্যূনতম ৩৫ টাকা মাসিক রিচার্জের প্ল্যান নিয়ে হাজির হয়েছে। ভারতীয় এয়ারটেলের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিট্টল জানিয়েছেন, সবমিলিয়ে ৩৩ কোটি গ্রাহকের মধ্যে একটি বড় সংস্থা টেলিনর থেকে এসেছিল। বাকী এয়ারটেলের ছিল। তবে সবমিলিয়ে এমন সংযোগের সংখ্যা ১০ কোটি। ভোডাফোন আইডিয়া সিইও বলেশ শর্মা বলেছেন, এই ব্যবহারকারীদের বেশিরভাগই আনলিমিটেড ইনকামিং ব্যবহার করেন গড়ে প্রতি মাসে ৩৫ টাকারও কম ব্যালান্স ভরে। এই দিকেই নজর দেওয়া হচ্ছে। তাদের অন্তত ৩৫ টাকা প্রতি মাসে প্যাকেজ ভরতে নতুন প্যাকেজ আনা হয়েছে। ঘটনা হল, মাসে ৩৫ টাকা রিচার্জের প

মধ্যপ্রদেশে বন্ধুর বাবার যৌন লালসার শিকার তিন বছরের শিশু

Image
ইন্দোর: এখনও তিন বছর হয়নি ৷ কিন্তু তা সত্ত্বেও রেহাই মিলল না ৷ বন্ধুর বাবার যৌন লালসার শিকার হতে হল ছোট্ট শিশুটিকে ৷ বৃহস্পতিবার সকালে বন্ধুর বাড়িতে খেলতে গিয়েছিল ৷ সেই সময় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে ইন্দোরে ৷ বাড়ি ফিরে শিশুটি তার বাবা-মাকে জানায় যে তার তলপেট এবং যৌনাঙ্গে যন্ত্রণা করছে ৷ এরপরই ধর্ষণের ঘটনাটি প্রকাশ্যে এসেছে ৷ সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকেরা জানান যে তাকে ধর্ষণ করা হয়েছে ৷

লকারে চেক, সেই চেকেই চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে গায়েব ২০ লাখ

Image
চেকবই তাঁর কাছে। চেকের পাতাও তাঁর আলমারির লকারে। তারপরেও সেই চেকের মাধ্যমে গায়েব হয়ে গেল ২০ লাখ টাকা! ঘটনাটি ঘটেছে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের প্রাক্তন প্রধান প্রশান্ত কুমার গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এ বিষয়ে নেতাজী নগর থানাতে তিনি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু, এখনও পুলিশ সেই জালিয়াতের কোনও হদিশ করতে পারেনি। ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিজেন্ট পার্ক শাখাতে প্রশান্তবাবুর অ্যাকাউন্ট প্রায় চার দশকের পুরনো। তিনি এ দিন বলেন,"গত ২০ নভেম্বর দুপুরে মোবাইলে মেসেজ এল। দেখি আমার অ্যাকাউন্ট থেকে ২০ লাখ টাকা ডেবিট হয়ে গিয়েছে।" মেসেজ পেয়েই তিনি ব্যাঙ্কে যোগাযোগের চেষ্টা করেন। প্রশান্তবাবু বলেন, "বার বার ফোন করেও ব্যাঙ্কের কাউকে ধরতে পারিনি।" পরে তিনি ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন তাঁর সই করা চেকেই ওই টাকা চলে গিয়েছে অন্য কোনও অ্যাকাউন্টে। প্রবীণ এই চিকিৎসক বলেন,"আমি তাঁদের কাছে চেকের নম্বর জানতে চাই। ব্যাঙ্ক যে চেকের নম্বর দেয় সেই নম্বরের চেক আমার বাড়িতে।" তিনি আরও বলেন, "সেই নির্দিষ্ট চেকবই, চেকের পাতা সব আমি ব্যাঙ্কে গিয়ে দেখাই। তখন

আগামী সপ্তাহে ভারতে আসছে আসুস এর গেমিং স্মার্টফোন

Image
ভারতে আসতে চলেছে Asus ব্র্যান্ড ROG এর প্রথম স্মার্টফোন। ২৯ নভেম্বর ভারতে লঞ্চ হবে Asus ROG Phone। ইতিমধ্যেই সংবাদমাধ্যম দপ্তরে এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পৌঁছাতে শুরু করেছে। মাস খানেক আগে তাইওয়ানে প্রথম লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। কোম্পানি দাবি করেছে এটি প্রত্যথম স্মার্টফোন যেখানে 90Hz রিফ্রেশ রেট আত 1ms রেসপন্স টাইম ডিসপ্লে ব্যবহার হয়েছে। Asus ROG Phone এ রয়েছে ৬ ইঞ্চি AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট আর Adreno 630 GPU। Asus ROG Phone এ রয়েছে 8GB RAM আর 512GB স্টোরেজ। ফোনের ভিতরে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। ছবি তোলার জন্য থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। এছাড়াও সেলফি তোলার জন্য থাকবে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা। Asus ROG Phone এ ফোনে 'হাইড্রোচার্জ' টেকনোলজি সহ থাকবে একটি 4000 mAh ব্যাটারি। কোম্পানি দাবি করেছে মাত্র ৩৩ মিনিটে ৬০ শতাংশ ব্যাটারি চার্জ করা যাবে। এছাড়াও থাকবে ডুয়াল USB চার্জিং পোর্ট। একটি নীচে ও একটি ফোনের পাশে থাকবে। ল্যান্ডস্কেপ মো

করাচির চিনা দূতাবাসের কাছে দুষ্কৃতী হানা, মৃত ২ পুলিশকর্মী

Image
শুক্রবার ভোরে করাচিতে চিনা দূতাবাসের কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন দুই নিরাপত্তা রক্ষী।  করাচি পুলিশের ডিআইজি (দক্ষিণ) জাভেদ আলম ওধোকে উদ্ধৃত করে দ্য ডন সংবাদপত্র দুই নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর স্বীকার করেছে। এদিন কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা শহরের ক্লিফটন এলাকায় জোরালো বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। ঘটনার জেরে গোটা অঞ্চলে বিশাল পুলিশ বাহিনী এবং পাকিস্তান রেঞ্জার্সদের বহাল করা হয়েছে। সিন্ধ প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল বিষয়টির উপর নজর রাখছেন বলে জানা গিয়েছে। সিন্ধের পুলিশ ইনস্পেক্টর জেনারেলের কাছে তিনি রিপোর্ট তলব করেছেন। সিন্ধের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন গভর্নর। 

ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার, ডুয়ার্সে বিপন্ন নদীর বাস্তুতন্ত্র

Image
মালবাজার: শীত পড়তেই ডুয়ার্সের বিভিন্ন নদীতে ইনভার্টারের সাহায্যে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার প্রবণতা বেড়েই চলেছে। বৃহস্পতিবারও সেই ছবি দেখা গেল মালবাজার মহকুমার চেল নদীতে। এই সময় নদীর জল কম থাকে। সেই কারণে কিছু মৎস্য শিকারি এই পদ্ধতিতে মাছ ধরছে। জানা গিয়েছে, সাইকেল অথবা পিঠে করে ব্যাটারি নিয়ে ইনভার্টার দিয়ে বিদ্যুৎ তৈরি করে জলে দিতেই মরে যাচ্ছে নদীর মুল্যবান নদীয়ালি মাছ। আর এতেই বিপন্ন হচ্ছে নদীর বোরলি, পুঁটি, খোকসা, ট্যাংরার মত সুস্বাদু মাছ। বৃহস্পতিবার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যান স্বেচ্ছাসেবী সংগঠন হিমালয়ান ইকোলজি কনসার্ভেশন ফাউন্ডেশনের সদস্যরা। তাঁরাই ওই মৎস্যশিকারিদের তাড়িয়ে দেন। বৃহস্পতিবার সকাল থেকে চেল নদীর বিভিন্ন জায়গায় এই পদ্ধতিতে মাছ ধরছিল কিছু মৎস্য শিকারি। জানা গিয়েছে প্রতিদিন ইলেকট্রিক শক দিয়ে নদীর ছোট ছোট মাছ ১৫-২০ কেজি করে ধরে এই মৎস্য শিকারিরা। সংগঠনের সম্পাদক শেখর দে বলেন, মালবাজার মহকুমার চেল, ঘীস, লীস, মাল, জলঢাকা-সহ বিভিন্ন নদীতে এইভাবে মাছ ধরছে কিছু মৎস্য শিকারি। এব্যাপারে বনদপ্তর বা প্রশাসনকে এগিয়ে আসতে হবে। এই পদ্ধতিতে মাছ ধরলে ছোট মাছ যেমন মারা যাবে, পাশাপা

মুক্তিপণ না পেয়ে কুকুর লেলিয়ে দিল অপহরণকারীরা, গ্রেপ্তার ১

Image
'পুলিশকর্তার লোক' পরিচয় দিয়ে এক যুবককে বহুতলের ফ্ল্যাটে 'অপহরণ' করে আটকে রেখে তোলাবাজি। 'মুক্তিপণ' না দেওয়ায় তাঁর উপর হিংস্র কুকুর লেলিয়ে দেওয়ার অভিযোগ উঠল অপহরণকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে সুদীপ্ত জানা নামে এক যুবককে দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানার পুলিশ গ্রেপ্তার করেছে। যদিও ধৃতর দাবি, পাওনা টাকা আদায়ের জন্যই দু'জনকে ডেকে  নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ফলতার বাসিন্দা ও বিমা এজেন্ট প্রশান্ত মণ্ডল অভিযোগ জানান, কয়েকদিন আগে তাঁর মোবাইলে একটি ফোন আসে। সুমন জানা নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে একটি নতুন ব্যবসার বিষয়ে কথা বলতে চায়। ব্যবসার টোপ দিয়েই তাঁকে বাঘাযতীন স্টেশনের অদূরে বাইপাসের উপর একটি নামী বহুতল আবাসন তথা শপিং মলের কাছে আসতে বলে। প্রশান্তবাবু তাঁর অংশীদার প্রদীপ মাইতিকে সঙ্গে নিয়ে বাইকে করে সেখানে পৌঁছন। এক যুবক তাঁদের দু'জনকে শপিং মলের পিছনে একটি বহুতলের পাঁচতলায় একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে অপেক্ষা করছিল আরও তিনজন। এদের মধ্যে সুমন জানা নিজেকে ডিএসপি পদের এক পুলিশকর্তার লোক বলে পরিচয় দেয়। ত

৪৭ বছর বয়সে বিশ্বরেকর্ড ভারতীয় ক্রিকেটারের

Image
সারজা: বয়স ৪৭ পেড়িয়েছে, তাতে কী! এখনও বল হাতে বিপক্ষ দলে ব্যাটিংয়ে ধস নামাতে পারেন৷ দুবাইয়ের টি-১০ লিগে সেটাই করে দেখালেন ভারতীয় ক্রিকেটার প্রবীণ তাম্বে৷ টি-১০ ক্রিকেটে প্রবীণই প্রথম ক্রিকেটার যিনি এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নিলেন৷ গড়লেন বিশ্বরেকর্ড৷ এই পাঁচের মধ্যে রয়েছে হ্যাটট্রিকও৷ একনজরে প্রবীণের বোলিং ফিগার ২-১৫-৫   বৃহস্পতিবার সিন্ধিসের হয়ে কেরল কিংসের বিরুদ্ধে ২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৫ রান খরচ করে ৫ উইকেট পেয়েছেন তাম্বে৷ তিনটি হোয়াইড না করলে আরও কম রানে এই উইকেট তুলে নেওয়ার নজির গড়তে পারতেন প্রাক্তন আইপিএল ক্রিকেটার৷ অতীতে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন প্রবীণ৷ তাম্বের স্পিনের কুপোকাত হয়ে কেরালা কিংসের ইনিংস ১০৩ রানে গুটিয়ে যায়৷ ইনিংসের প্রথম ওভারেই বল করতে এসে তিনটি উইকেট তুলে নিয়ে জোর ধাক্কা দেন প্রবীণ৷ ওভারের শুরুতেই পরপর দুটি হোয়াইড৷ এরপর দ্বিতীয় বলেই সীমিত ওভারের স্পোশালিস্ট ক্রিস গেইলের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তাম্বে৷ এরপর এক বল বাদ দিয়ে টানা তিন বলে তিন উইকেট তুলে নেন ৪৭ বসয়ী এই ক্রিকেটার৷ তাম্বের শিকার হয়ে একে এক

অফিসে বেরিয়ে নিখোঁজ মহিলা ব্যাঙ্ক ম্যানেজার

Image
এক মহিলা ব্যাঙ্ক ম্যানেজারের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল রঘুনাথগঞ্জে। পুলিস সূত্রে জানা গেছে, নিখোঁজ ব্যাঙ্ক ম্যানেজারের নাম মীনাক্ষী বিশ্বাস (৩১)। বাবার বাড়ি নদিয়ার করিমপুরে। শ্বশুরবাড়ি রঘুনাথগঞ্জের উমরপুরে। তিনি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লালগোলা শাখার ম্যানেজার ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জে থানার পুলিস। বছর তিনেক আগে নদিয়ার করিমপুরের বাসিন্দা মীনাক্ষীর বিয়ে হয় রঘুনাথগঞ্জের উমরপুরের বাসিন্দা রাজু সরকারের সঙ্গে। তঁাদের একটি দেড় বছরের কন্যাসন্তান আছে। রাজু ব্যবসার সূত্রে কলকাতায় থাকেন। মীনাক্ষী রঘুনাথগঞ্জ থেকে নিত্যদিন লালগোলা ব্যাঙ্কে কাজে যাতায়াত করতেন। ১২ নভেম্বর সকালে মীনাক্ষী বাড়ি থেকে বের হন ব্যাঙ্কে যাওয়ার নাম করে। তারপর থেকে কোনও খোঁজ নেই তঁার। মীনাক্ষীর এক আত্মীয় দুলাল বিশ্বাস জানান, এবিষয়ে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যখনই মীনাক্ষীর মোবাইলে ফোন করা হয় উত্তর পাওয়া যায় সুইচ বন্ধ। লালগোলার এক ব্যক্তি লালগোলা সেন্ট্রাল ব্যাঙ্কে বাড়ির দলিল গচ্ছিত রেখে লোন নিয়েছিলেন। টাকা পরিশোধ না করায় ওই ব্যক্তির বাড়িটা ব্যাঙ্ক অধিগ্রহণ কর

লোকসভার আগেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট, জানিয়ে দিল নির্বাচন কমিশন

Image
জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সক্রিয় হল নির্বাচন কমিশন। নতুন করে সরকার গঠন নয় বরং বিধানসভা নির্বাচন করা হবে রাজ্যে। এমনটাই জানিয়ে দিল কমিশন। উল্লেখ্য, বুধবার রাজ্য বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল সত্যপাল মালিক। তার পর থেকেই জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে চাপান উতোর শুরু হয়েছে। মেহবুবা মুফতির পিডিপি তার চিরশত্রু ন্যাশন্যাল কন্ফারেন্সে ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করতে চেয়েছিল। কিন্তু রাজ্যপাল তাদের সেই সুযোগ দেয়নি। পাশাপাশি বিজেপি দাবি করে আসছিল নতুন করে নির্বাচন হোক রাজ্যে। এবার সেটাই হতে চলেছে। বৃহস্পতিবার মুখ্য নির্বাচান কমিশনার ও পি রাওয়াত জানিয়ে দেন, আগামী বছর মে মাসের আগে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন সেরে ফেলতে হবে। তা করতে হবে লোকসভা নির্বাচনের আগেই। প্রসঙ্গত আগামী বছর লোকসভা নির্বাচন। পাশাপাশি কোনও বিধানসভা ভাঙার ৬ মাসের মধ্যেই নির্বাচন করাতে হবে এমনটাই নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের। একই নিয়মে তেলেঙ্গানাতেও এবার বিধানসভা নির্বাচন হচ্ছে। বুধবার সরকার গঠন করার দাবি করেন মেহবুবা মুফতি। তিনি দাবি করেন ৮৭ আসনের রাজ্য বিধানসভায় তাঁর সঙ্গে রয়েছে

শেষ চারে ইংল্যান্ডের কাছে হার, টি২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

Image
শেষ চারে হেরে বিদায় হরমনপ্রীতদের। 'ইংল্যান্ড কাঁটা' থেকে মিলছে না মুক্তি। শেষরক্ষা হল না। গ্রুপ লিগের প্রতিটা ম্যাচে ভাল পারফরম্যান্স সত্ত্বেও টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে আটকে গেলেন হরমনপ্রীতরা। আট বছর পর ভারতের মহিলা দল টি২০ বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। গায়ানায় অনুষ্ঠিত গ্রুপ বি-এর ম্যাচে তারা আয়ারল্যান্ডকে হারায় ৫২ রানে।কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত হল তারা। ১৭ বল বাকি থাকতে ইংল্যান্ডের কাছে আট উইকেটে হেরে গেলেন মহিলা ভারতীয় দল। ৪৭ বলে ৫৩ রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন ইংল্যান্ডের অ্যামি জোনস। ভারতীয় সময় শুক্রবার ভোরে অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিল ভারত। টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১১২ রান তোলে ভারত।  ওপেনার স্মৃতি মন্দানা ৩৪ রান করে আউট হন।তানিয়া ভাটিয়া ১১ রানে আউট হয়ে গেলে দলের হাল ধরেন জেমাইমা রডরিগেস৷ ২৬ রান করে দলকে ভাল জায়গায় নিয়ে গেলেও ইংল্যান্ডের দুর্দান্ত ফিল্ডিংয়ে

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনার গুলিতে নিহত ৬ লস্কর জঙ্গি, চলছে তল্লাশি অভিযান

Image
জম্মু-কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তীদের সঙ্গে সংঘর্ষে ছয় লস্কর জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার সাত সকালের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বিজবেহেরার সেকিপোরা গ্রামে অভিযান চালায় সেনা। ওই গ্রামেই একটি বাড়িতে আত্মগোপন করে ছিল জঙ্গিরা। অভিযান চালানোর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনন্তনাগে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ভোরের আলো ফুটতেই গোটা গ্রামকে ঘিরে ফেলে সেনা। যে বাড়িতে আত্মগোপন করে ছিল জঙ্গিরা সেই বাড়ির কাছাকাছি আসতেই সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দফায় দফায় দু'পক্ষের মধ্যে সকাল থেকেই গুলির সংঘর্ষ হয়। ঘণ্টা দু'য়েক গুলির সংঘর্ষে ছয় জঙ্গির মৃত্যু হয়। আশপাশে আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা। চার দিন আগেই শোপিয়ানে সেনার গুলিতে চার জঙ্গির মৃত্যু হয়। সেই সংঘর্ষে এক জওয়ানের মৃত্যু হয়, গুরুতর আহত হন আরও তিন জওয়ান।

সৌদি আরবে মৃত্যু, ১৩ দিন পর শ্রমিকের দেহ ফিরল নদিয়ার বাড়িতে

Image
তেহট্ট:  পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে কাজের সন্ধানে ভিনদেশে গিয়েছিলেন। বৃহস্পতিবার তেহট্টের অজয় মণ্ডলের নিথর দেহ ফিরল মুরুটিয়ার বাড়িতে। কফিনের সামনে কান্নায় ভেঙে পড়লেন মৃতের স্ত্রী, সন্তান ও বৃদ্ধা মা। তেহট্টের মুরুটিয়ার রাখালগাছি গ্রামে বাড়ি অজয় মণ্ডলের। পরিবারের লোকেরা জানিয়েছেন, বছর দুয়েক আগেই কাজের সন্ধানে সৌদি আরবে গিয়েছিলেন অজয়। ভিনদেশে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। এ বছরের শুরুতে  বাড়িতে এসেছিলেন অজয়। এপ্রিলে ফের সৌদি আরবে ফিরে যান। চলতি মাসের নয় তারিখে অজয় মণ্ডলের মৃত্যু সংবাদ পান পরিবারের লোকেরা। তাঁদের দাবি, এপ্রিলে সৌদি আরবে ফিরে যাওয়ার পরই জ্বরে আক্রান্ত হন অজয়। কিন্তু পাছে বাড়ির লোক দুঃশ্চিন্তা করেন, তাই স্ত্রীকেও অসুস্থতার কথা জানাননি। এদিকে একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে কার্যত দিশোহারা অজয় মণ্ডলের পরিবারের লোকেরা। তাঁর দেহ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাজে আরজি জানিয়েছিলেন তাঁরা। মৃত্যুর তেরো দিনের মাথায় বৃহস্পতিবার মুরুটিয়া রাখালগাছি গ্রামের বাড়িতে ফিরল অজয় মণ্ডলের নিথর দেহ। এদিন সকালে সৌদি আরব থেকে দমদম বিমানবন্দরে পৌঁছায় কফিনবন্দী দেহ। কলকাতা  থেকে অ্যাম্

পাইপলাইনে বাড়ি বাড়ি গ্যাস, চালু CGD প্রকল্প

Image
দিল্লি : সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন(CGD) প্রজেক্টের গতকাল শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, "সরকার গ্যাস নির্ভর অর্থনীতির উপর জোর দিচ্ছে। দেশে গ্যাস সরবরাহের পরিকাঠামোয় নজর দেওয়া হচ্ছে।" দেশজুড়ে প্রাকৃতিক গ্যাসের টার্মিনাল ও গ্যাস সরবরাহের নেটওয়ার্ক তৈরির কাজ অনেকটাই এগিয়েছে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। এই প্রকল্পে দেশের বিভিন্ন এলাকায় পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি দেশে CNG স্টেশনের সংখ্যাও বাড়ানো হবে। শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আগামী দুই-তিন বছরের মধ্যে দেশের ৪০০টি জেলাকে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (CGD)-এর আওতায় আনা হবে। পাশাপাশি CNG স্টেশনগুলির সংখ্যা বাড়িয়ে ১০ হাজার করা হবে। দেশে CNG-র ব্যবহার বাড়লে দূষণ কমবে এবং COP21(দূষণ তালিকায় কোন দেশের অবস্থান কোথায়) -তে ভারতের ব়্যাঙ্কিং আরও ভালো হবে।" মোদি বলেন, "সরকার গত চার বছরে দেশে মোট ১২ কোটি LPG সংযোগ দিয়েছে। এর মধ্যে ছ'কোটি সংযোগ উজ্জ্বলা যোজনার অন্তর্গত।"

সাতসকালে এনকাউন্টারে খতম ছয় সন্ত্রাসবাদী

Image
শ্রীনগর: জঙ্গি নিধন অভিযানে আবারও বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর৷ এনকাউন্টারে খতম ছয় সন্ত্রাসবাদী৷ এখনও তাদের পরিচয় জানা যায়নি৷ তারা কোন জঙ্গি সংগঠনের সদস্য সেই ব্যাপারেও সেনার তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি৷ শুক্রবার সকালে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় জঙ্গিরা৷ কিন্তু জওয়ানদের আগ্রাসী হামলার কাছে ক্রমশ তারা পিছু হটতে শুরু করে৷ এবং একটা সময় তাদের ঘিরে ফেলে জওয়ানরা৷ এরপরই ঝাঁকে ঝাঁকে গুলি উড়ে যায় জঙ্গিদের দিকে৷ ঘটনাস্থলেই নিকেষ করা হয় ছয় জঙ্গিকে৷ উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র৷ এনকাউন্টারস্থলে আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ চলছে তল্লাশি৷ এই এলাকা বরাবরই সেনা ও নিরাপত্তা বাহিনীর নজরে থাকে৷ অতিস্পর্শকাতর এলাকা বলে পরিচিত অনন্তনাগ, সোপিয়ান ইত্যাদি জায়গাগুলি৷ এর আগে মঙ্গলবার সোপিয়ানের নাদিগাম গ্রামে এনকাউন্টারে চার জঙ্গি খতম হয়৷ শহিদ হন এক জওয়ান৷ অপরদিকে ওইদিনই দক্ষিণ কাশ্মীরের আছাবল এলাকায় হুরিয়ত নেতা হাফিজুল্লা মীর গুলিবিদ্ধ হন৷ অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাঁকে গুলি করে খুন করার চেষ্টা করে৷ গুলিবিদ্ধ অবস্থায় মীরকে

বড় সিদ্ধান্ত: নির্বাচনের মুখেই গেরুয়া শিবির থেকে ছাঁটাই ১১ জনকে

Image
জয়পুর: যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, ততই দলবদলের খেলা আরও স্পষ্ট হচ্ছে৷ বিধানসভা নির্বাচনেই যেন চলছে সেই চূড়ান্ত প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার পর্ব৷ রাজস্থানে গেরুয়া শিবির থেকে বহিষ্কার করা হল দলের ১১ জন নেতাকে৷ জানা গিয়েছে, ৬ বছরের জন্য তাদের বের করে দেওয়া হয়েছে৷ দলের পক্ষ থেকে সেই ১১ নেতার তালিকাও দিয়ে দেওয়া হয়েছে৷ এঁরা হলেন, সুরেন্দ্র গোয়েল, লক্ষ্মী নারায়ণ দবে, রাধেশ্যাম গঙ্গানগর, হেমসিং ভাড়ানা, রাজকুমার রিনওয়াঁ, রামেশ্বর ভাটি, কুলদীপ ধনকড়, দীনদয়াল কুমাওয়াত, কিষণরাম নাই, ধনসিং রাওয়াত এবং অমনিতা কাটারা৷ প্রসঙ্গত, আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ পর্ব চলবে রাজস্থানে৷ আর তারই আগে বিজেপি থেকে কখনও বিক্ষুব্ধ বিধায়কদের বেরিয়ে যাওয়া আবার কখনও নেতাদের বের করে দেওয়া, গেরুয়া শিবিরের মধ্যে চাপা গুঞ্জন সৃষ্টি করেছে৷ এদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কংগ্রেস প্রধানকে নিশানা করে বলেছেন, রাহুল গান্ধী ঘুরে ঘুরে জোট করছেন, তিনি ভাবছেন জোটের হাত ধরেই তিনি এগিয়ে যেতে পারবেন৷ উল্লেখ্য, রাজস্থান ছাড়া, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, ছত্তিশগড়ে বিধানসভা ন

দেশবাসীর জন্য মোদীর বড়সড় ঘোষণা

Image
নয়াদিল্লি: দেশের প্রায় ৪০০ জেলাতে গ্যাস বিতরণে(সিজিডি) বড়সড় ভূমিকা নিচ্ছে মোদীর সরকার৷ আগামী ২-৩ বছরে এই ব্যবস্থা অর্থনীতির উন্নয়নেও অনেকটা সাহায্য করবে বলে আশা করা হচ্ছে৷ মোদী জানিয়েছেন, দেশে হাজারটা নতুন সিএনজি স্টেশন হবে যার পলে কোনও বাধা বিঘ্ন ছাড়াই গ্যাস পাওয়া যাবে৷ পাশাপাশি, ট্যাক্সি, অটো, গাড়িতে গ্যাস ভরাও আরও অনেক সহজ হয়ে যাবে৷ সেই সঙ্গে দূষণও কম হবে৷ প্রধানমন্ত্রী আরও জানান, গত চার বছরে ১২কোটির বেশি এলপিজি কানেকশন দেওয়া হয়েছে৷ এর মধ্যে ৬ কোটি কানেকশন বিনামূল্যে উজ্জ্বলা যোজনার ভিত্তিতে দরিদ্র মহিলাদের দেওয়া হয়৷ এতে ৯০ শতাংশ এলাকায় রান্নার গ্যাস পৌঁছে যায়৷ মোদী আরও জানান, ২০১৪ পর্যন্ত ২৪ লক্ষ পাইপ গ্যাস কানেকশন দেওয়া হয়েছে৷ বর্তমানে সেই সংখ্যা দুকোটি পার করে ফেলেছে৷

রাজস্থানে বিজেপির হার-জিতের চাবিকাঠি বাহ্মণ ও রাজপুতদের হাতেই

Image
আসন্ন রাজস্থান নির্বাচনে জয়লাভ করা বিজেপির কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে বিভিন্ন ফ্যাক্টরগুলি। তার মধ্যে শোনা যাচ্ছে, বাহ্মণ ও রাজপুতদের ভোটের ওপরেই বিজেপির হার-জিত নির্ভর করছে রাজস্থানে। সেকথা আঁচ করে গেরুয়া শিবির আগেভাগেই ব্রাহ্মণ, রাজপুত ও উচ্চ-বর্ণের হিন্দুদের ভোট পেতে উঠেপড়ে লেগেছিল। তবে তাতে কতটা ফল হয়েছে তা সময়ই বলবে। মুখ ফিরিয়েছে ব্রাহ্মণরা তবে ব্রাহ্মণ, রাজপুত ও উচ্চ-বর্ণের হিন্দুরা অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে বিজেপির কাছ থেকে। তাদের ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। সকলে ক্ষেপে বসুন্ধরার ওপরে এক্ষেত্রেও রাজপুত ও ব্রাহ্মণরা ক্ষেপে রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ওপরে। বহু প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন যা পূরণ করতে পারেননি। যা এই দুই গোষ্ঠীকে ক্ষুব্ধ করেছে। বিজেপির প্রতি ততোধিক বিদ্বেষ নেই, যতটা রয়েছে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে নিয়ে। বিরুদ্ধে ভোট দেবে রাজপুতরা অনেকেই মনে করছেন, রাজস্থানে যে হাওয়া বইছে তাতে ব্রাহ্মণ ও রাজপুতরা ৭ ডিসেম্বরের ভোটে রাজ্যের ২০০টি বিধানসভা আসনেই বিজেপির বিরুদ্ধে ভোট দিতে পারেন। আর তেমন হলে পরাজয় আটকানো সম্ভব হবে ন

লোকসভার আগেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন! ভোটের ঘণ্টা বাজিয়ে দিল কমিশন

Image
পিডিপি-এনসির জোট ভেঙে দিয়ে রাজ্যপাল সত্যপাল মালিক জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভেঙে দিয়েছেন। যা নিয়ে তুমুল তর্ক চলছে কাশ্মীরে। বিতর্কে অংশগ্রহণ করে বিজেপি পাকিস্তান প্রসঙ্গ টেনে এনেছে যা নিয়ে ব্যাপক রাজনৈতিক বিরোধ চলছে। এই সবের মাঝেই নির্বাচন কমিশন ভোটের ঘণ্টা বাজিয়ে দিল। কমিশন জানিয়ে দিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে কাশ্মীরে বিধানসভা নির্বাচন সম্পন্ন করা হবে। যার অর্থ দাঁড়ায়, লোকসভা ভোটের আগেই সম্ভবত হতে চলেছে উপত্যকার ভোট। মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত বলেছেন, মে মাসের আগে কাশ্মীরের নির্বাচন হওয়া উচিত। ফলে তা লোকসভা নির্বাচনের আগেই হবে সম্ভবত। আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে বিধানসভা ভেঙে দিলে ছয় মাসের মধ্যে ভোট করতে হয়। সেই হিসাব ধরলে সময় শেষ হচ্ছে মে মাসে। অর্থাৎ তার আগেই নির্বাচন করতে হবে। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে পিডিপি ও বিজেপির জোট সরকার ভেঙে যাওয়ার পরে সেখানে রাজ্যপালের শাসন চলছিল। এদিকে পিডিপি, ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস একজোট হয়ে সরকার গড়তে গেলে তার আগেই রাজ্যপাল সত্যপাল মালিক বিধানসভা ভেঙে দিয়েছেন। যার ফলে নতুন করে ভোট না হলে কেউ সরকার গঠন করতে পারবে না। যা নিয়েই বিতর্

গাড়িতে চড়লেই মাথা ঘোরে, বমি পায়? এ সব মানলে রেহাই মিলবে সহজে

Image
বাস-ট্রাম-ট্যাক্সি চড়ার কথা শুনলেই ভয় করে? একা আপনি নন, প্রবল মাথার যন্ত্রণা বা বমি ভাবের জ্বালায় অনেকেই এই যানবাহনগুলো থেকে দূরে থাকেন। সারা বছর আলাদা করে হজম সংক্রান্ত কোনও সমস্যা না থাকলেও বাসে-ট্রাম-ট্যাক্সি একটু গতিতে চললেই অনেকের এমনটা হয়। দূরের কোনও ভ্রমণে তাই অনেকেরই ট্রেন ছাড়া গতি থাকে না। পাহাড়ি রাস্তায় গাড়িতে চড়লে তো এই সমস্যা হু হু করে বাড়তে থাকে। কিন্তু কেন এমন হয়? অন্য সময় স্বাভাবিক থাকলেও নির্দিষ্ট একটি গতির মধ্যেথাকলেই শরীরে এমন সমস্যা হওয়ার কারণই বা কী? চিকিৎসকদের মতে, মানুষের শরীরের তিনটি অংশ গতি নির্ণয় করে। চোখ, অন্তঃকর্ণ ও ত্বক। এই তিনটি অংশকেই 'সেনসরি রিসেপ্টর' বলা হয়। এরাই এই গতির অনুভূতিকে পাঠিয়ে দেয় মস্তিষ্কে। এই তিন সেনসরি রিসেপ্টরের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কোনও অসামঞ্জস্য থাকলে তখনই এমন 'মোশন সিকনেস'-এর সমস্যা হয়। সকলের ক্ষেত্রে এই অসামঞ্জস্য দেখা যায় না বলেই তাঁরা মোশন সিকনেসের শিকার হন না। তবে চিকিৎসকদের মতে, এই অসুখ কিছুটা যেমন শারীরবৃত্তীয় তেমন কিছুটা মানসিকও বটে। পূর্বের অভিজ্ঞতা ভাল না হওয়ায় গাড়িতে ওঠার আগেই একটা 'প্যানিক সিকন

চনমনে ফিঞ্চরা, চাপে ভারত

Image
পরীক্ষা : প্রথম ম্যাচে হারার পরে দ্রুত ভুল শুধরে নিতে হবে কোহালিদের। কাছাকাছি এসেও ব্রিসবেনে জয়ের মুখ দেখা হয়নি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাঁচিয়ে রাখতে গেলে আজ, শুক্রবার মেলবোর্নে জিততেই হবে বিরাট কোহালিদের। টানা সাতটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। সেই কারণে অনেকেই একটি ম্যাচের হারের ভিত্তিতে তাঁদের সম্ভাবনা খারিজ করে দিতে নারাজ। ব্রিসবেনের ফলাফল দু'টি দলের অবস্থানকেও যেন রাতারাতি পাল্টে দিয়ে গিয়েছে। বল-বিকৃতি কেলেঙ্কারির জেরে নির্বাসিত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া প্রবল চাপে ছিল এই ম্যাচের আগে পর্যন্ত। আর কোহালির ভারতকে মনে করা হচ্ছিল, হট ফেভারিট। কিন্তু ব্রিসবেনে জেতার পরে অস্ট্রেলিয়া অনেকটাই তাদের পুরনো সম্মান উদ্ধার করতে পেরেছে। তেমনই কোহালিরা প্রথম ম্যাচ হেরে যাওয়ায় নানা প্রশ্নের মুখে পড়েছেন।  এমনকি, শেন ওয়ার্ন পর্যন্ত তোপ দাগা বন্ধ করে অস্ট্রেলিয়ার এই জয়ের প্রশংসা করেছেন। ওয়ার্ন দু'দিন আগেও বলেছেন, ম্যাচ পরিস্থিতি সম্পর্কে কোনও জ্ঞানই নেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। কাণ্ডজ্ঞানহীন ক্রিকেট খেলে তাঁরা প্রায় রোজই হারছেন। কিংবদন্ত

ছেলেমেয়েরা রাস্তায় ছুড়ে ফেলেছে, ঠাঁই দিল এক মুসলিম পরিবার

Image
আপনজন: সাকিনার সঙ্গে বেলারানি (বাঁ দিকে)। তেরো সন্তানের জননী তিনি। তবু ছেলেমেয়েদের সংসারে ঠাঁই হয়নি বিধবা বৃদ্ধার। অবিবাহিত এক মেয়েকে নিয়ে প্রায় রাস্তায় এসে দাঁড়ানোর জোগাড় হয়েছিল। কিন্তু মানবিকতা তো মুছে যায়নি। ফুরিয়ে যায়নি ভাল মানুষও। নবতিপর বৃদ্ধা বেলারানি দত্ত তাই নতুন ঘর পেয়েছেন। সাকিনা বিবির ঝুপড়িই এখন তাঁর ঠিকানা।     পূর্ব মেদিনীপুরের কাঁথির খড়কি গ্রামের বাসিন্দা পঁচানব্বই ছুঁইছুঁই বেলারানিদেবী। বৃদ্ধা জানিয়েছেন, স্বামীর মৃত্যুর পরে তিন ছেলে ও চার মেয়ের মধ্যে জমিজমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে অশান্তি শুরু হয়। আর তার জেরেই বছর চারেক আগে ছেলে-বউমারা তাঁকে বাড়ি থেকে বার করে দেন বলে বেলারানিদেবীর অভিযোগ। সেই সময় কাঁথির মহকুমাশাসকের কাছে নালিশ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে বৃদ্ধার দাবি। এর পর অবিবাহিত মেয়ে শোভারানিকে নিয়ে জুনপুটের রামপুরের কাছে বাড়ি ভাড়া নিয়ে চলে আসেন বেলারানিদেবী। শোভারানি পরিচারিকার কাজ করতেন। কোনওরকমে মা-মেয়ের চলে যেত। তবে বাদ সাধে শরীর। স্নায়ুর রোগে আক্রান্ত হন শোভারানি। আর পথ দুর্ঘটনায় হাত-পা ভাঙে বেলারানিদেবী। অর্থাভাবে বাড়ি ভাড়া মেটাতে পারেননি। বাড়ি ছাড়তে

‘আমি মারা গেলে এদের উপরে রাগ কোরো না’, বাবা-মাকে লেখা জনের শেষ চিঠি

Image
জন অ্যালেন চাউ। আঁকাবাঁকা লেখায় ভরা ক'টা কাগজ। ধীবরেরা তা পৌঁছে দিয়েছিলেন পোর্ট ব্লেয়ারে। বলেছিলেন, ১৫ নভেম্বর মধ্যরাতে সমুদ্রে তাঁদের ডিঙিতে বসে ডায়েরি লিখেছিলেন সেন্টিনেলিজ জনজাতির হাতে নিহত মার্কিন নাগরিক জন অ্যালেন চাউ। এগুলো সেই ডায়েরিরই পাতা। সঙ্গে একটা চিঠিও। তাতে জন তাঁর বাবা-মাকে লিখেছেন, ''এদের কাছে যিশুকে নিয়ে যাওয়াটা জরুরি। আমি মারা গেলে এদের উপরে বা ঈশ্বরের উপরে রাগ কোরো না। আমি দেখতে চাই, এরা নিজেদের ভাষায় ঈশ্বরের উপাসনা করছে।''  আন্দামানের ডিজি দীপেন্দ্র পাঠক জানান, ২৫ হাজার টাকায় সাত ধীবরকে ভাড়া করেছিলেন জন। ঠিক হয়েছিল, সেন্টিনেলিজ জনজাতির দ্বীপ নর্থ সেন্টিনেলের কাছাকাছি জনকে পৌঁছে দেবেন তাঁরা। একটি সূত্রের দাবি, ১৪ নভেম্বর রাত ৮টা নাগাদ রওনা হন জন। নৌকায় ছিলেন তাঁর ক'জন বন্ধুও। পরের দিন ভোর সাড়ে ৪টে নাগাদ জন একাই দ্বীপে নামেন এবং তাঁকে দু'দিন বন্দি রাখার পরে খুন করে বালিতে পুঁতে দেন সেন্টিনেলিজ জনজাতির মানুষেরা।  কিন্তু ডায়েরি বলছে, ১৫ নভেম্বর কিছু মাছ, মাছ ধরার জাল, কাঁচি আর একটা ফুটবল নিয়ে দ্বীপে নামার পরেও জন বাধ্য হয়েছিলেন নৌকায় ফিরে আ

সাবধান!‌ এবার রাস্তায় পানের পিক–থুতু ফেললে জরিমানা হবে লাখ টাকা

Image
শহরের পরিচ্ছন্নতা রক্ষায় তৎপর হয়েছে রাজ্য সরকার। কয়েকদিন আগেই নবান্নে বৈঠক করে এই নিয়ে কী কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। শহরবাসীকে পরিচ্ছন্নতা নিয়ে সচেতন করতে এবার কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।  চলতি বিধানসভা অধিবেশনেই এই আইনের বিল পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এই আইনের আওতায় শহরের যত্রতত্র পানের পিক, থুতু, জঞ্জাল ফেললে ৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। যত্রতত্র পানের পিক–থুতু ফেলার কারণে শহরের পরিচ্ছন্নতা নষ্ট হচ্ছে। দক্ষিণেশ্বর স্কাইওয়াক তৈরির কয়েকদিনের মধ্যেই পানের পিক ফেলা শুরু হয়েছিস। তাতে অত্যন্ত রুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই স্কাইওয়াকে নোংরা করলে মোটা টাকা জরিমানার নির্দেশিকা জারি করা হয়।