বড় সিদ্ধান্ত: নির্বাচনের মুখেই গেরুয়া শিবির থেকে ছাঁটাই ১১ জনকে


জয়পুর: যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, ততই দলবদলের খেলা আরও স্পষ্ট হচ্ছে৷ বিধানসভা নির্বাচনেই যেন চলছে সেই চূড়ান্ত প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার পর্ব৷ রাজস্থানে গেরুয়া শিবির থেকে বহিষ্কার করা হল দলের ১১ জন নেতাকে৷

জানা গিয়েছে, ৬ বছরের জন্য তাদের বের করে দেওয়া হয়েছে৷ দলের পক্ষ থেকে সেই ১১ নেতার তালিকাও দিয়ে দেওয়া হয়েছে৷ এঁরা হলেন, সুরেন্দ্র গোয়েল, লক্ষ্মী নারায়ণ দবে, রাধেশ্যাম গঙ্গানগর, হেমসিং ভাড়ানা, রাজকুমার রিনওয়াঁ, রামেশ্বর ভাটি, কুলদীপ ধনকড়, দীনদয়াল কুমাওয়াত, কিষণরাম নাই, ধনসিং রাওয়াত এবং অমনিতা কাটারা৷

প্রসঙ্গত, আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ পর্ব চলবে রাজস্থানে৷ আর তারই আগে বিজেপি থেকে কখনও বিক্ষুব্ধ বিধায়কদের বেরিয়ে যাওয়া আবার কখনও নেতাদের বের করে দেওয়া, গেরুয়া শিবিরের মধ্যে চাপা গুঞ্জন সৃষ্টি করেছে৷

এদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কংগ্রেস প্রধানকে নিশানা করে বলেছেন, রাহুল গান্ধী ঘুরে ঘুরে জোট করছেন, তিনি ভাবছেন জোটের হাত ধরেই তিনি এগিয়ে যেতে পারবেন৷
উল্লেখ্য, রাজস্থান ছাড়া, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন রয়েছে৷ ছত্তিশগড়ের হাত ধরে ইতিমধ্যে তা শুরুও হয়ে গিয়েছে৷ আগামী ১১ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে৷