Posts

Showing posts from October 1, 2018

জামাইয়ের কানে কামড় শ্বশুরের

Image
মালদহ: পাওয়া টাকা আদায় ঘিরে বিপত্তি৷ জামাইয়ের কানে কামড়ে দেওয়ার অভিযোগ শ্বশুড় ও শ্যালকের বিরুদ্ধে৷ জখম জামাই ভরতি মালদহ মেডিক্যাল কলেজে৷ মালদার মোথাবাড়ি থানা অন্তর্গত বালুটোলার ঘটনা৷ ঘটনার সূত্রপাত গত মাসের প্রথমদিকে৷ শ্যালককে রাজমিস্ত্রির কাজে পাঠিয়েছিলেন জামাইবাবু রিয়াউল শেখ(৩৪)৷ দিয়েছিলেন অগ্রিম অর্থও৷ কিন্তু শ্যালক কাজে না গিয়ে ফিরে আসে৷ বিষয়টি জানতে পেরে রবিবার শ্যাককে দেওয়া অগ্রিম ১৩,২০০ টাকা আদায়ের জন্য শ্বশুড় বাড়িতে যান রিয়াউল৷ পাওনা টাকা চাইতেই শ্যালক ও শ্বশুড়ের সঙ্গে বিবাদ বাধে জামাইয়ের৷ বিবাম ক্রমশ চরমে ওঠে৷ অভিযোগ এক সময় জামাই রিউল শেখ ধরে মারধর শুরু করেন শ্বশুড় এসারুদ্দিন শেখ৷ তাতে থেমে না থেকে জামাইয়ের কান কামড়ে দেন তিনি৷ রক্তাক্ত অবস্থায় জামাই রিউলকে উদ্দার করেন প্রতিবেশীরা৷ তাকে ভরতি করা হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে৷ তবে ডান কানের আঘাত গুরুতর হওয়ায় রিউল শেখকে রবিবার রাতেই মালদা মেডিক্যাল কলেজে ভরতি করা হয়৷ জামাইয়ের কানে কামড়ের দায়ে শ্বশুড় এসারুদ্দিন শেখ ও শ্যালকের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় অভিযোগ জানিয়েছে রিউলের পরিবার৷ ঘটনার তদন্তে নেমে

অপহরণ করে ৭ লাখ মুক্তিপণ দাবি! ৪ দিন পর লেকটাউন থেকে পুলিশ উদ্ধার করল অপহৃতদের

Image
শহরের বুকে দুই যুবককে জোর করে চার দিন ধরে আটকে রাখল দুষ্কৃতীরা। দাবি করল সাত লাখ টাকা মুক্তিপণের। শেষ পর্যন্ত পুলিশ দুই যুবককে রবিবার গভীর রাতে উদ্ধার করে জানতে পারে, টাকার জন্য ওই চার দিন ব্যাপক মারধর করা হয়েছে অপহৃতদের। নদিয়ার মদনপুরের বাসিন্দা তন্ময় বিশ্বাস এবং সোমনাথ ভট্টাচার্য লেকটাউন এলাকার একটি ওষুধের দোকানে কাজ করেন। বৃহস্পতিবার থেকে তাঁদের খোঁজ মিলছিল না। ছেলেকে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তন্ময়ের বাবা অরুণ বিশ্বাস। এর মধ্যেই ফোন আসে তাঁর কাছে। ফোনের ওপারের ব্যক্তি দাবি করেন, তন্ময় এবং সোমনাথ তাঁদের কাছেই রয়েছে। সাত লাখ টাকা দিলে দু'জনকেই মুক্তি দেওয়া হবে। প্রথমে ভয়ে পুলিশকে কিছু জানাননি অরুণ। পরে টাকার জন্য চাপ বাড়াতে থাকে 'অপহরণকারীরা'। শেষ পর্যন্ত রবিবার দুপুরে লেকটাউন থানায় অভিযোগ জানান তিনি। ফোন নম্বর এবং অরুণের দেওয়া তথ্যর সূত্র ধরে দমদম পার্কের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় দু'জনকেই। তন্ময় এবং সোমনাথকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চার দিন ধরে দমদম এবং লেকটাউন এলাকার বিভিন্ন জায়গায় ডেরা পাল্টে পাল্টে রাখা হচ্ছিল তাঁদের। পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত বিকাশ

৩২ হাজার কোটি টাকা বাজারে ছাড়ছে আরবিআই

Image
উৎসবের দিনে পর্যাপ্ত নগদের জোগান মেটাতে ৩২ হাজার কোটি টাকা বাজারে ছাড়ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া৷ চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে ধীরে ধীরে বাজারে বাড়ানো হবে নগদ টাকার জোগান৷ দুর্গাপুজো ও দীপাবলি উৎসবকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আরবিআই সূত্রে জানা গিয়েছে৷ তবে, এই সিদ্ধান্ত কার্যকর করতে ঋণ নীতিতেও বেশ খানিকটা বদল ঘটানো হয়েছে৷ বাজারে নগদের জোগানের বাড়াতে মাসে ৩৬০ বিলিয়ন ডলার খরচ করে বন্ড কিনতে চলেছে আরবিআই৷ ইতিমধ্যেই ঋণ নেওয়ার পরিমাণ একধাক্কায় অনেকটাই কমিয়ে আনার নির্দেশ জারি করেছে রিজার্ভ ব্যাংক৷ শুক্রবার অর্থমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, এখন থেকে ৭০০ কোটি টাকার বেশি ঋণ নিতে পারবে না কোনও সংস্থা বা ব্যক্তি৷ আরবিআই সূত্রে খবর, গত চার বছরে সাত গুণ বেড়েছে অনাদায়ী ঋণের পরিমাণ৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অনাদায়ী ঋণের পরিমাণ ৩ লক্ষ ১৬ হাজার কোটি টাকা বলেও জানানো হয়েছে৷ অনাদায়ী ঋণের বোঝা কমাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ মনে করা হচ্ছে, ঋণ নেওয়ার পরিমাণে লাগাম টানা সম্ভব হলে, বাজারে বাড়বে নগদের পরিমাণ৷ কেননা,  কোনও সংস্থা বা ব

ডিএ'র সঙ্গে বোনাসের ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের

Image
লখনউঃ  সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন বৃদ্ধি নিয়ে ক্রমশ অপেক্ষা বাড়ছে সরকারি কর্মীদের। শুধু তাই নয়, নুন্যতম বেতন বৃদ্ধি নিয়েও অপেক্ষা বাড়ছে। যদিও মনে করা হচ্ছে আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। একদিকে যখন এই সমস্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরা চিন্তায় রয়েছে ঠিক তখনই বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ডিএ'র সঙ্গে বোনাসের ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। চলতি মাস অর্থাৎ অক্টোবরের শেষেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ'র সঙ্গে বোনাস দেবে অর্থদফতর। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ১৮ লক্ষ কর্মী। অন্যদিকে, মুখ্যমন্ত্রী যোগীর এই সিদ্ধান্তে খুশির সরকারি কর্মীরা। সূত্র মোতাবেক জানা গিয়েছে, দিপাবলীর আগেই ডিএ এবং বোনাস দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। প্রত্যেকবছর দিপাবলী বড় করে উদযাপন করা হয় দিপাবলীতে। সেই সময় সরকারি কর্মীদের খুশি করতেই এই সিদ্ধান্ত। ডিএ জুলাই-২০১৮ সাল থেকেই কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত এর আগেও রাজ্য সরকারি কর্মীদের জন্যে ডিএ ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ সরকার। ৫ থেকে বাড়িয়ে ৭ শতাংশ বাড়ানো হয়েছিল। যা কিনা ২০১৮ ১ লা জানুয়ারি থেকে

১৫ দিনের মধ্যে আধার বিচ্ছিন্ন করতে টেলিকম সংস্থাগুলির থেকে প্ল্যান চাইল UIDAI

Image
সুপ্রিম রায়ের পর আধার বিষয়ে টেলকম সংস্থার পরিকল্পনা জানতে চাইল আধার কর্তৃপক্ষ (ইউআইডিএআই)। আধার তথ্য মুছে ফেলা বা নতুন সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত খসড়া জমা দেওয়ার জন্য সার্কুলার জারি করল আধার কর্তৃপক্ষ। বলা হয়েছে, ১৫ দিনের মধ্যেই বিচ্ছিন্ন করতে আধার সংযোগ। ভারতী এয়ারটেল, রিলায়্যান্স জিও, ভোডাফোন আইডিয়া-সহ দেশের অন্যান্য টেলিকম সংস্থাকে সার্কুলার পাঠায় আধার কর্তৃপক্ষ। আগামী অ্যাকশন প্ল্যান এবং এগজিট প্ল্যান জমা দিতে বলা হয়েছে। ইউআইডিএআই-র সিইও অজয় ভূষণ জানিয়েছেন, আধারের নিয়ম অনুযায়ী, আধার তথ্যের সংযুক্তিকরণকে বিচ্ছিন্ন করতে কয়েকটি পদক্ষেপ করতে হবে টেলিকম সংস্থাগুলিকে। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় আধারে সাংবিধানিক বৈধতা থাকলেও বেসরকারি সংস্থাগুলি নাগরিকের থেকে আধার তথ্য সংগ্রহ করতে পারবে না। আধার আইনে ৫৭ ধারা খারিজ করে শীর্ষ আদালত জানায়, আধার তথ্য নেওয়ার অধিকার নেই কোনও টেলিকম সংস্থার। গত বুধবার, আধারকে সাংবিধানিক বৈধতা দেয় প্রধান বিচারপতি দীপক মিশ্র-সহ পাঁচ বিচারপতির বেঞ্চ। তবে, আধারের প্রয়োগের ক্ষেত্রে নানা বিধি নিষেধ আরো

‘সাপ আপকা পয়সা খা গিয়া’… ছিনতাইয়ের নয়া কায়দা কলকাতায়

Image
অরিত্র সেন। সাপুড়েরা অরিত্রর কাছ থেকেই টাকা ছিনিয়ে নেয়। রাস্তা দিয়ে হাঁটছেন। হঠাৎই দেখলেন সামনে পথ আটকে এক জন। মাথায় কালো পাগড়ি। গায়ে নানা রঙের খোপ কাটা জোব্বা। কপালে লম্বা গেরুয়া তিলক। কিছু বোঝার আগেই লোকটির হাতে ধরা ঝুড়ির ঢাকাটা খুলে গেল আপনার মুখের সামনে। ভেতরে কুণ্ডলি পাকিয়ে একটা সাপ! তিনি তখন আপনার কাছে মনসাপুজোর জন্য টাকা চাইবেন। কেউ হয়তো পাশ কাটিয়ে এগনোর চেষ্টা করলেন। যেমন করেছিলেন, ভবানীপুর এডুকেশন সোসাইটির ছাত্র অরিত্র সেন। শনিবার সকাল দশটা নাগাদ অরিত্র কলেজে যাওয়ার জন্য ল্যান্সডাউন এবং এলগিন রোডের মুখে বাস থেকে নামেন। আর তার পরেই তাঁর রাস্তা আটকে দাঁড়ান এ রকমই এক জন। পাশ কাটিয়ে বেরোনোর চেষ্টা করলে একই চেহারার আরও দু'জন তাঁর রাস্তা আটকে দাঁড়ান। অরিত্রের অভিযোগ, জোব্বা পরা লোকগুলো পুজোর জন্য টাকা চাইছিলেন। শেষ পর্যন্ত পাঁচ টাকা দিতে নিজের 'ওয়ালেট' খোলেন অরিত্র। আর তখনই সামনের সাপুড়েদের চোখে পড়ে ওয়ালেটে রাখা পাঁচশো টাকার নোটটি। অভিযোগ, তখনই প্রায় জোর করে সেই নোটটি ছিনিয়ে নেন ওই সাপুড়েরা। অরিত্র চিৎকার করে প্রতিবাদ করলে হঠাৎই তিন জনের মধ্যে এক জন তাঁর গলায় জড়

পুলিশের স্পেশ্যাল অফিসার হিজবুলে যোগ দিলেন

Image
আবারও একই ঘটনার পুনরাবৃত্তি৷ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দিল জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অফিসার আদিল বাসির৷ গত সপ্তাহে কাশ্মীর পুলিশের এই শীর্ষ আধিকারিকই পিডিপি বিধায়ক আইজাজ আহমেদের বাড়ি থেকে ছয়টি একে-৪৭ রাইফেল চুরি করে চম্পট দেয়৷ এরপর তাঁর খোঁজও শুরু করে পুলিশ৷ এবার পুলিশের চোখে ফাঁকি দিয়ে সোজা হিজবুলের সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন আদিল বাসির৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ছবি৷ যেখানে তাঁকে দেখা যাচ্ছে হিজবুল কমান্ডারদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে এবং তাঁর হাতে রয়েছে খোয়া যাওয়া দুটি একে-৪৭ রাইফেল৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সোপিয়ান জেলায় ওই বিধায়কের বাড়ি থেকে মোট ১০টি রাইফেল চুরি করার৷ যার মধ্যে রয়েছে ছয়টি একে-৪৭ রাইফেল, চারটি ইনসাস রাইফেল ও একটি পিস্তল৷ তার খোঁজে, উপত্যকায় হাই  অ্যালার্ট জারি করে কাশ্মীর পুলিশ৷ কেউ তার খোঁজ দিতে পারলেই সেই ব্যক্তির জন্য ২ লক্ষ টাকা পুরষ্কারও ঘোষিত হয়৷ তবে পুলিশের সব চেষ্টাই বৃথা গেল৷ প্রশাসনের নাকের ডগা দিয়ে জঙ্গি সংগঠনের সঙ্গে হাত শক্ত করলেন এই পুলিশ আধিকারিক৷ তবে এই ঘটনা উপত্যকায় নতুন নয়৷ গত জু

‌গ্রহাণুর উপর যন্ত্রচালিত যান নামাল জাপান

Image
গ্রহাণুর উপর সফলভাবে আনম্যান্ড বা যন্ত্রচালিত রোভার নামাল জাপান। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাশা বিবৃতিতে জানিয়েছে, হায়াবুসা–২ মহাকাশযান থেকে পৃথক হওয়ার পর স্থানীয় সময় গত শনিবার, রিয়ুগু গ্রহাণুর পর সফলভাবে অবতরণ করেছে মহাকাশ অভিযানকারী রোবট বা রোভার দুটি। মিনার্ভা–টু১ নামের ওই দুটি রোভারই এখনও পর্যন্ত বিশ্বের প্রথম রোভার যা কোনও গ্রহাণুর উপর নামল। বিবৃতিতে আরও বলা হয়েছে, দুটি রোভারই ভালো অবস্থায় আছে এবং অবতরণের কিছু সময় পর থেকেই সেগুলি পৃথিবীতে ব্রহ্মাণ্ডের বিভিন্ন তথ্য এবং ছবি পাঠাতে শুরু করেছে। একটি হীরক খণ্ডের মতো দেখতে রিয়ুগু গ্রহাণুতে প্রচুর খনিজ পদার্থ রয়েছে, যা কয়েক কোটি বছর আগে তৈরি হওয়া আমাদের সৌরমণ্ডলের উৎপত্তি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে। সেই তথ্য এবং ছবি নিয়ে ইতিমধ্যে পরীক্ষানিরীক্ষা এবং গবেষণাও শুরু করে দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। প্রকল্পের দায়িত্বে থাকা বিজ্ঞানী তাকাশি কুবোটা অভিযানের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, তাঁদের সকলর দীর্ঘ  দিনের প্রয়াস সাফল্য লাভ করায় তিনি খুশি। দুটি রোভারেই সাতটা করে ক্যামেরা, তাপমাত্রার গজ, অপ্টিক্যাল সেন্সর, এক সেট করে

একই মেয়ের সঙ্গে প্রেম দুই ছাত্রের, প্রতিহিংসায় আগুন লাগাল একে–অপরের দেহে

Image
একই মেয়ের সঙ্গে প্রেম চলছিল দুই বন্ধুর। তা প্রকাশ্যে আসতেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল। দশম শ্রেণীর দুই ছাত্রই জীবন্ত আগুনে জ্বলে যায়। ঘটনাটি ঘটেছে তেলঙ্গনার জাগতিয়াল শহরে। পুলিসের অনুমান, রবিবার মদ্যপ অবস্থায় ওই দুই ছাত্র একে–অপরের শরীরে আগুন ধরিয়ে দেয়। হায়দরাবাদ থেকে ১৯০ কিমি দূরে এই ঘটনাটি ঘটেছে। দুই ছাত্রের মধ্যে এক ছাত্র কে মহেন্দরের মৃত্যু হয় ঘটনাস্থলেই। অন্যদিরে রবি তেজাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই ছাত্র ছাড়াও তৃতীয় এক ছাত্র ওই ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে দুই পরিবারের পক্ষ থেকে পুলিসকে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিয়ারের বোতল এবং মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিস। জানা গিয়েছে, মিশনারি স্কুলের দশম শ্রেণীর ছাত্র মহেন্দ্র এবং রবি। দু'‌জনেই একই মেয়ের প্রেমে পড়ে, যে ওই স্কুলেরই ছাত্রী। মৃত ছাত্রের মোবাইল ফোনের খতিয়ে দেখা হচ্ছে। আগুন ধরানোর আগে একে–অপরের শরীরে পেট্রোল ধরায়। তবে এটা হত্যা না আত্মহত্যা তা নিয়ে ধন্ধে রয়েছে পুলিস। চলছে তদন্ত।

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ, ব্যারাকপুরে রেল অবরোধ

Image
সপ্তাহের প্রথম দিনই রেল অবরোধে ভোগান্তিতে পড়লেন শিয়ালদহ মেইন লাইনের যাত্রীরা। এদিন সকালে ব্যারাকপুরে এক ঘণ্টা রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তার ফলে থমকে যায় ওই শাখার ট্রেন চলাচল। প্রায় এক ঘণ্টা চলে অবরোধ। গত ২৯ সেপ্টেম্বর ব্যারাকপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই স্কুলেরই শিক্ষক সুজয় ধারার বিরুদ্ধে। আরও অভিযোগ, গত প্রায় ১২ দিন ধরে ওই ছাত্রীকে যৌন হেনস্থা করছিল শিক্ষক। পুলিস তাকে গ্রেপ্তার করলেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছে অভিযুক্ত শিক্ষক। এই ঘটনার জন্য প্রধানশিক্ষকই দায়ী, এই দাবিতে সোমবার সকাল থেকে স্কুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রধানশিক্ষকের অপসারণের দাবিও তোলা হয়। এদিন প্রধানশিক্ষক স্কুলে না আসায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এরপরই রেল অবরোধ করা হয়। পরে পুলিস গিয়ে অবরোধ তুলে দেয়। তারপর ক্রমে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

পিঠের ব্যাগ বুকে নিন, ভিড়েও সুষ্ঠু যাতায়াতে প্রচারে ঝাঁপাচ্ছে মেট্রো

Image
কলকাতা: মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকেই এক লাফে বেড়ে গিয়েছে মেট্রো রেলে যাত্রী সংখ্যা। পুজোর জন্য সেই সংখ্যা ক্রমবর্ধমান। শনিবারও মেট্রোয় যাত্রী সংখ্যা সাত লক্ষ ছাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার যাত্রীদের পিঠের ব্যাগ নিয়ে নয়া উদ্যোমে প্রচার শুরু করেছে মেট্রো। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ছবি দিয়ে এই সংক্রান্ত একাধিক পোস্ট করেছে তারা। যা ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের কাছে।  মেট্রো সূত্রের খবর, ব্রিজ ভাঙার জেরে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বেহালার দিকে যাতায়াতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। বাসের সংখ্যা বাড়ানো হলেও যানজটে ভুগতে হচ্ছে তাঁদের। তার উপরে চক্ররেলের চলাচলও একাংশে বন্ধ। সার্বিক এই প্রেক্ষাপটে বহু যাত্রীই দমদম সহ বিভিন্ন স্টেশন থেকে পাতাল সফর করে মহানায়ক উত্তমকুমার স্টেশন বা অন্যান্য স্টেশনে নামছেন এবং বাস-অটোয় বাকি রাস্তা যাচ্ছেন। তার সঙ্গে মিলেছে পুজোর কেনাকাটা করতে আসা যাত্রীদের ভিড়। বর্তমানে কত যাত্রী হচ্ছে মেট্রোয়? সূত্রের খবর, কাজের দিনে আগে মেট্রোয় যাত্রী সংখ্যা ঘোরাফেরা করত সাড়ে ৬ লক্ষ থেকে ৬ লক্ষ ৭০ হাজারের মধ্যে। শনিবারের গড় যাত্রী সংখ্যা ছিল ৫ লক্ষ

পেনশন দিতে হবে অবসরের ৭ দিনেই

Image
সব পাওনাগণ্ডাও ওই সময়ে মেটাতে আঞ্চলিক অফিসকে নির্দেশ ইপিএফওর কলকাতা: পিএফ গ্রাহকের অবসরের পর পেনশন চালু করতে হবে সাতদিনের মধ্যে। যদি কোনও সদস্য মারা যান, তাহলে মৃতের পরিবারকে পাওনাগণ্ডা মেটাতে হবে ওই এক সপ্তাহের মধ্যে। দেশের সব আঞ্চলিক অফিসকে এই নির্দেশ দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। তারা জানিয়েছে, কেন্দ্রীয় পিএফ কমিশনাররা এই বিষয়ে প্রতিদিন তদারকি করবেন এবং কোনও সমস্যা হলে, তা নিজে মেটাবেন। পিএফ নিয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। সমস্যা মেটাতে এখনও জুতোর শুকতলা খোয়াতে হয় অনেককে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে ডেথ ক্লেম এবং পেনশন। কোনও গ্রাহক যদি মারা যান, তাহলে তাঁর মৃত্যুর পর পরিবারের যা কিছু পাওনা, সেই টাকা পেতে অনেককেই বিরাট ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হয়, এমনটাই অভিযোগ। পেনশন চালু হতেও অনেক সময় দেরি হয়। মৃত্যুর পর বকেয়া টাকা মেটাতে ২০১৬ সালের ৩১ অক্টোবর একটি নির্দেশিকা জারি ক রে ইপিএফও। সেখানে বলা হয়, যত তাড়াতাড়ি সম্ভব মৃতের পরিবারকে বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। তাতে যে কাজ হয়নি, তা নয়। কিন্তু সব ক্ষেত্রেই যে সমস্যার দ্রুত সমাধান হয়েছে, এমনটাও নয়। সমস্যা যে আছে, তা মে

পেটিএম অ্যাকাউন্ট থেকে আধার সংযোগ বিছিন্ন করবেন কীভাবে?

Image
সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে আধার বাধ্যতামূলক নয়। অর্থাৎ এবার থেকে নাগরিককে ব্যাঙ্ক, ফোন ডিজিটাল ওয়ালেটে আধার লিঙ্ক না করলেও চলবে। এবার থেকে আধার ছাড়াই নতুন ব্যাঙ্ক অয়াকাউন্ট খোলা যাবে বা নতুন সিম কার্ড নেওয়া যাবে। অনেকেই নিজেদের আধার ইতিমধ্যেই পেটিএম অ্যাকাউন্টে লিঙ্ক করেছেন। পেটিএম অ্যাকাউন্ট থেকে আধার লিঙ্ক সরিয়ে নিতে নিচের পদ্ধতি অনুসরন করুন। স্টেপ ১। শুরুতেই পেটিএম কাস্টোমার কেয়ারে কল করুন। পেটিএম কাস্টোমার কেয়ার নম্বর ০১২০৪৪৫৬৪৫৬ স্টেপ ২। এরপরে আইভিয়ার এ ভাষা সিলেক্টের জন্য ১ প্রেস করুন। স্টেপ ৩। এরপরে KYC তে বদল আনার জন্য ২ সিলেক্ট করুন। স্টেপ ৪। আবার ১ সিলেক্ট করে যে নম্বর থেকে ফোন করছেন সেই নম্বরের KYC বদল করা শুরু করুন। স্টেপ ৫। অন্য ফোন নম্বরের KYC বদল করার জন্য ২ সিলেক্ট করুন ও নম্বরটি দিন। স্টেপ ৬। এবার ১ সিলেক্ট করে কাস্টোমার কেয়ারের সাথে যোগাযোগ করুন। স্টেপ ৭। এবার পেটিএম অ্যাকাউন্টের পাসকোড দিন। স্টেপ ৮। এবার ৯ প্রেস করে কাস্টোমার কেয়ার এক্সিকিউটিভের সাথে কথা বলুন। স্টেপ ৯। এবার কাটোমার কেয়ার এক্সিকিউটিভকে নিজের পেটিএম অ্যাকাউন্টের সাথে আধার সংযোগ বিচ্ছিন্ন করার অনুর

শিক্ষক মোবাইলে বুঁদ, ছাত্রী শিখছে ‘বৃত্ত গোল গোল’...

Image
নবম শ্রেণিতে অঙ্কের ক্লাস চলছে। পরিমিতি করাচ্ছেন শিক্ষিকা। ছাত্রীরা কেমন পড়াশোনা করছে দেখার জন্য ক্লাস চলাকালীনই ভিতরে ঢুকল পরিদর্শক-দল। পরিচয় পর্ব সেরে দলের এক সদস্য ছাত্রীদের প্রশ্ন করলেন, ''বৃত্তের সংজ্ঞা কেউ বলতে পারবে?'' প্রশ্ন শুনে মুখ চাওয়া-চাওয়ি শুরু করল ছাত্রীরা। কারও কারও আবার মাথা নিচু। শিক্ষিকার মাথায় তখন প্রায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কিছু ক্ষণ পরে এক ছাত্রী সাহস করে উঠে দাঁড়িয়ে বলল, ''ওটা হল গোল গোল জিনিস! এটুকুই জানি।'' অনেক চেষ্টা করেও আর এক ধাপও এগোতে পারল না সে। প্রশ্নকর্তা বললেন, ''বইয়ের ভাষা ছেড়ে নিজের ভাষায় বললেও হবে।'' কিন্তু ওই ছাত্রীর মুখ দিয়ে আর টুঁ শব্দ বেরোল না। একই ভাবে অন্য একটি স্কুলে অষ্টম শ্রেণিতে ভূগোলের ক্লাস চলার সময়ে হাজির হয়েছিলেন পরিদর্শকেরা। দলের এক সদস্য ছাত্রদের প্রশ্ন করেন, ''আহ্নিক ও বার্ষিক গতি কী, জান?'' সটান উঠে দাঁড়িয়ে এক ছাত্রের উত্তর, ''আগেরটা বইয়ে আছে বলে মনে পড়ছে না। কিন্তু বার্ষিক গতিটা খুব চেনা।'' শিক্ষকের মুখ থেকে তখন আর কথা সরছে না। পরিদর্শক-

৫ বছরের নাবালিকাকে ধর্ষণ করে পাইপে ঢুকিয়ে রেখে পালাল ধর্ষক

Image
সুরাট: ১৯ বছরের প্রতিবেশীর লালসার শিকার পাঁচ বছরের নাবালিকা ৷ ধর্ষণ করার পর পাইপের মধ্যে তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা ৷ তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাটে ৷ নাবালিকা নিখোঁজ হওয়ার প্রায় ১১ ঘণ্টা পর তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ একটি পাইপের মধ্যে তাকে ঢুকিয়ে রেখে পালিয়ে যায় ধর্ষক ৷ পাইপলাইন তৈরির জন্য বড় বড় পাইপ ওই এলাকায় রাখা ছিল ৷ শনিবার রাতে ধর্ষণের পর ওই পাইপে নাবালিকাকে ফেলে রেখে পালিয়ে যা ১৯ বছরের যুবক ৷ এরপর রবিবার দুপুরে তাকে উদ্ধার করা হয়েছে ৷ শনিবার রাতেই অভিযুক্ত কালুকে আটক করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করা হয়েছে ৷ ধর্ষণের কথা স্বীকার করে নিলেও প্রথমে নাবালিকাকে কোথায় নিয়ে গিয়েছিল সেই বিষয়ে বিপথে চালিত করার চেষ্টা করে ৷

তোলাবাজির অভিযোগে সাসপেন্ড ট্র্যাফিকের ASI

Image
জলপাইগুড়ি : জাতীয় সড়কে লরি আটকে তোলাবাজির অভিযোগে সদর ট্র্যাফিকের ASI কমল দাসকে সাসপেন্ড করা হল। তাঁকে সাসপেনশনের নির্দেশ দেন জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি। ASI-এর সঙ্গে আর কারা জড়িত আছেন তারও তদন্ত চলছে। ঘটনাকে কেন্দ্র করে জেলার পুলিশ মহলে শোরগোল পড়েছে। দীর্ঘদিন ধরে কমল দাস সদর ট্র্যাফিক পুলিশের ASI পদে কর্মরত। অভিযোগ, বেশ কিছুদিন ধরে তিনি জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে দূরপাল্লার বড় ট্রাক থামিয়ে তোলা তোলেন। সম্প্রতি নাগাল্যান্ডের দুটি গাড়িকে আটকে তিনি তোলা চান। ট্রাকগুলিকে জলপাইগুড়ি শহরে নিয়ে এসে রেখেছিলেন। ঘটনাটি নিয়ে ট্রাক মালিক রাজ্যের অ্যান্টি করাপশন বিওরোতে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তে কমল দাসের বিরুদ্ধে তথ্য পাওয়া যায়। এরপরই কমল দাসকে সাসপেন্ড করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়। জলপাইগুড়ির পুলিশ সুপার বলেন, "অ্যান্টি করাপশন বিওরো তদন্ত করে কমল দাসকে দোষী পেয়েছে।" এদিকে সাসপেন্ডেড ASI-এর সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

কুপ্রস্তাবে রাজি হয়নি মা, প্রতিশোধ নিয়ে মহিলার শিশু কন্যাকে ধর্ষণ যুবকের

Image
শুনলে চমকে উঠতে হয়। মা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার শিশু কন্যাকে ধর্ষণ করল এক ব্যক্তি। মধ্যপ্রদেশের ইন্দোরের ঘটনা। শুধু তাই নয়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ওই শিশুর বড় বোনেরও শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। ইন্দোরের ওই ঘটনায় পুলিসের কাছে বয়ান দিয়েছে নিগৃহীত শিশুটির চার বছরের দিদি। তার শ্লীলতাহানি করা হয়। ঘটনার বেশ কয়েকদিন পর বিষয়টি সামনে আসে। বছর কুড়ির ওই অভিযুক্ত শিশুটির পরিবারের পূর্ব পরিচিত বলে জানা যাচ্ছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিযুক্ত যুবকটি বেশকিছুদিন ধরেই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সম্প্রতি ওই মহিলা ওই যুবককে এড়িয়েই চলছিলেন। এতেই খেপে যায় ওই যুবক। ঘটনার দিন ওই মহিলার ঘরে আসে ওই যুবক। কিন্তু সে সময় ওই গৃহবধূ ঘরে ছিলেন না। সব রাগ গিয়ে পড়ে তার ১ বছরের শিশুর ওপরে। দুধের শিশুকে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয় মাহিলার চার বছরের মেয়ের শ্লীলতাহানিও করে বলে অভিযোগ। পসকো আইনে ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশের রেহলিতে একটি ৯ বছরের শিশুর ধর্ষণের ঘটনা ঘটে। মাত্র ৪৬ দিনের মধ্যে সেই মামলায় রায় বেরিয়ে যায়। দোষী সাব্যস্ত যুবককে মৃত্য

বড় সিদ্ধান্ত দেশের সব থেকে বড় ব্যাঙ্কের, জেনে নিন কী সেই সিদ্ধান্ত

Image
নয়াদিল্লি: দেশের সব থেকে বড় ব্যাঙ্ক এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বড় সিদ্ধান্ত ৷ দিনে ৪০,০০০ নয়, এবার থেকে প্রতিদিন স্টেট ব্যাঙ্কের গ্রাহকেরা ATM থেকে ২০,০০০ টাকা তুলতে পারবেন ৷ এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ৩১ অক্টোবর থেকে ৷ কেন এই সিদ্ধান্ত ? সেই খবর নিতে গিয়ে জানা গিয়েছে বিভিন্ন ATM থেকে নানান রকমের অনিয়ম বেনিয়ম ও জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ৷ এছাড়াও ডিজিট্যাল লেনদনকে আরও শক্তপোক্ত করতেও এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷ ক্ল্যাসিক ও মায়েস্ট্রো প্ল্যাটফর্মের মাধ্যমে উন্নতর পরিষেবা গ্রাহকদের ঘরে ঘরে পৌঁছতেই বড় উদ্যোগ দেশের সব থেকে বড় ব্যাঙ্কের ৷ এক প্রশ্নের উত্তরে ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন প্ল্যাটফর্মে ডেবিট কার্ডের পিন আরও বেশি সুরক্ষিত থাকবে এবং গ্রাহকেরা নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারবেন ৷

বানচাল বড়সড় ডাকাতির ছক, গভীর রাতে নিউটাউনে ধৃত ৬ দুষ্কৃতী

Image
বড়সড় ডাকাতির ছক বানচাল করল নিউটাউন থানার পুলিশ। গ্রেফতার করা হল ছয় দুষ্কৃতীকে। রবিবার গভীর রাতে গ্রেফতার করা হয় তাদের। উদ্ধার করা হয়েছে ভোজলি-চপার-ছুরি-তালা ভাঙার রড-সহ আরও সামগ্রী। ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যবহার করত বলে অনুমান পুলিশের। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে বেশ কিছু যুবক নিউটাউনের বালিগুড়ি ভাঙার মোড়ের কাছে একটি অন্ধকার জায়গায় জড়ো হয়েছে। তাদের হাতে ধারালো অস্ত্র রয়েছে। এই খবরের ভিত্তিতে নিউটাউন থানার পুলিশের একটি দল সেখানে যায়। যদিও সেখানে কাউকে দেখতে পাননি তাঁরা। এর পর সেখানে বেশ কিছুক্ষণ ওৎ পেতে অপেক্ষা করতে থাকেন পুলিশ আধিকারিকরা। বেশ কিছুক্ষণ পর দেখা যায়, এক এক করে সেখানে জড়ো হচ্ছে বেশ কয়েক জন যুবক। তাদের সংখ্যা বাড়তে বাড়তে  পৌঁছয় ১৫-১৬-য়। তাদের প্রত্যেকের হাতেই ছিল ধারালো অস্ত্র। এর পরই পুলিশ তাদের ঘিরে ফেলে। যদিও সুযোগ বুঝে তাদের মধ্যে কয়েক জন পালিয়ে যায়। পুলিশ গ্রেফতার করে ছ' জনকে। বাজেয়াপ্ত করা হয় অস্ত্রশস্ত্র। নিউটাউন থানার এক আধিকারিক জানিয়েছেন, ধৃতদের জেরা করে জানা গিয়েছে, আশেপাশের বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। সে জন্যই জড়ো হচ্ছিল তারা। ধৃতদের ম

অপরহণ করে ৭ লাখ মুক্তিপণ দাবি! ৪ দিন পর লেকটাউন থেকে পুলিশ উদ্ধার করল অপহৃতদের

Image
শহরের বুকে দুই যুবককে জোর করে চার দিন ধরে আটকে রাখল দুষ্কৃতীরা। দাবি করল সাত লাখ টাকা মুক্তিপণের। শেষ পর্যন্ত পুলিশ দুই যুবককে রবিবার গভীর রাতে উদ্ধার করে জানতে পারে, টাকার জন্য ওই চার দিন ব্যাপক মারধর করা হয়েছে অপহৃতদের। নদিয়ার মদনপুরের বাসিন্দা তন্ময় বিশ্বাস এবং সোমনাথ ভট্টাচার্য লেকটাউন এলাকার একটি ওষুধের দোকানে কাজ করেন। বৃহস্পতিবার থেকে তাঁদের খোঁজ মিলছিল না। ছেলেকে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তন্ময়ের বাবা অরুণ বিশ্বাস। এর মধ্যেই ফোন আসে তাঁর কাছে। ফোনের ওপারের ব্যক্তি দাবি করেন, তন্ময় এবং সোমনাথ তাঁদের কাছেই রয়েছে। সাত লাখ টাকা দিলে দু'জনকেই মুক্তি দেওয়া হবে। প্রথমে ভয়ে পুলিশকে কিছু জানাননি অরুণ। পরে টাকার জন্য চাপ বাড়াতে থাকে 'অপহরণকারীরা'। শেষ পর্যন্ত রবিবার দুপুরে লেকটাউন থানায় অভিযোগ জানান তিনি। ফোন নম্বর এবং অরুণের দেওয়া তথ্যর সূত্র ধরে দমদম পার্কের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় দু'জনকেই। তন্ময় এবং সোমনাথকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চার দিন ধরে দমদম এবং লেকটাউন এলাকার বিভিন্ন জায়গায় ডেরা পাল্টে পাল্টে রাখা হচ্ছিল তাঁদের। পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত বিকাশ

পেট্রোল ডিজেলের পর এবার দাম বাড়ল রান্নার গ্যাসেরও

Image
নয়াদিল্লি: পেট্রোল ডিজেলের দামে নাভিশ্বাসের মাঝেই ফের কোপ পড়ল মধ্যবিত্তের ওপর ৷ বাড়ল চলেছে রান্নার গ্যাসের দামও ৷ ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ছে ৫৯ টাকা এবং ভর্তুকিযুক্ত গ্যাস সিলেন্ডারের দাম বাড়ছে ২.৮৯ টাকা ৷ একধাক্কায় প্রায় অনেকটা দাম বাড়াতে বেশ চিন্তায় সাধারণ মানুষ ৷ মূলত আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং বিদেশি মুদ্রার দামের ওঠা নামার ফলে বাড়ছে গ্যাসের দাম, মত ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের ৷ রবিবার বিজ্ঞপ্তি জারি করে এই দাম বৃদ্ধির বিষয়ে জানিয়ে দিয়েছেন তারা ৷ দাম বাড়ার ফলে এখন থেকে প্রতি সিলেন্ডার পিছু গুণতে হবে ৫০২টাকা ৪০ পয়সা (ভর্তুকিযুক্ত গ্যাস সিলেন্ডারে) ৷ অন্যদিকে ভর্তুকির যে টাকা ব্যাঙ্কে পৌঁছে যেত তা এখন থেকে হতে চলেছে ৩৭৬ টাকা ৬০ পয়সা ৷ আপাতত দিল্লি ও সংলগ্ন এলাকায় কার্যকর হয়েছে এই বাড়তি দাম ৷ একই সঙ্গে বেড়েছে দাম বেড়েছে গাড়িতে ব্যবহৃত সিএনজি-রও ৷ ১টাকা ৯৫ পয়সা দাম বেড়েছে সিএনজির ৷ শুধুমাত্র সিলেন্ডার বা সিএনজি-র দাম বাড়া নয়, এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে চলেছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রেও, মত বিশেষজ্ঞদের ৷

ইডি বাজেয়াপ্ত করল নীরব মোদির ৬৩৭ কোটির সম্পত্তি

Image
পিএনবি কাণ্ডে বড় সাফল্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। দেশ ও বিদেশ মিলিয়ে মোদির মোট ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। পিএনবি কাণ্ডের পর থেকেই বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন নীরব। আপাতত তিনি লন্ডনে আছেন বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে একাধিক দেশ থেকে নীরবের সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। ইডির তরফে জানানো হয়েছে, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে নিউ ইয়র্কে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, প্রচুর সোনা ও হীরের গয়না, ইংল্যান্ডের একাধিক বাড়ি এবং একাধিক ভারতীয় ব্যাংকে তাঁর জমা রাখা আমানত। এর আগে সাধারণত ঋণখেলাপিদের বিদেশে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারতো না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ভারতের ইতিহাসে এই ঘটনা বিরল। সম্প্রতি সংসদে 'ফিউজিটিভ ইকনমিক অফেন্ডার্স বিল' নামে একটি বিল পাশ করানো হয়েছে। এই আইন অনুযায়ী পলাতক ঋণখেলাপিদের বিদেশের সম্পত্তিও বাজেয়াপ্ত করার অধিকার পায় ভারতীয় এজেন্সিগুলি। এই আইনে বলীয়ান হয়েই নীরবের সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। এর আগে পিএনবি দুর্নীতির মূল অভিযুক্তের মাত্র ৩৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছিল ইডি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় ২০ হাজার কোটি টাকা প

পুজোর কেনাকাটায় রেকর্ড ভিড় হল নিউমার্কেটে

Image
কলকাতা : হাতে গুনে আর ১৫ দিন। তারপরই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ৮ থেকে ৮০ সবাই যে এই সময় পুজোর কেনাকাটায় মাতবে একথা তো জানা। ছুটির দিন হলে তো কোনও কথা নেই। রবিবার, ছুটির দিন। নিউ মার্কেটে কেনাকাটা করার জন্য উপচে পড়ল ভিড়। শহরের অন্য শপিংমলগুলিতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড় সামাল দিতে নাজেহাল হতে হল কলকাতা ট্র্যাফিক পুলিশকে। দুপুরের দিকে ভিড় অবশ্য কম ছিল। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যে নামতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ভিড়। শহরের একাধিক মোড়ে মোতায়েন ছিল পুলিশ। ভিড় সামাল দিতে পথে নামানো হয় অতিরিক্ত পুলিশও। হাতিবাগান থেকে শুরু করে নিউ মার্কেট চত্বর, গড়িয়াহাট, যানজট তৈরি হয় সর্বত্রই। পুজোর কেনাকাটা করতে এসেছেন গড়িয়াহাটের বাসিন্দা পিয়া রায়। ভিড় হোক বা যানজট সব কিছুকে থোড়াই কেয়ার করেছেন তিনি। করেছেন জমিয়ে কেনাকাটা। আর এনিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। বললেন "অন্যদিনের তুলনায় আজ ভিড়ের চাপ অনেক বেশি ছিল। কিন্তু. তারপরও বাড়ির জন্য কেনাকাটা করলাম। পুজো তো বছরে একবার। ভিড় থাকবেই। কিন্তু, কেনাকাটা করার একটা আলাদা মজা আছে।" বাবার হাত ধরে পুজোর কোনাকাটা করতে এসেছে টিংকু পাল। ত

প্রয়াত রাজ কাপুরের স্ত্রী

Image
মুম্বই:  প্রয়াত রাজ কপূরের স্ত্রীর কৃষ্ণা রাজ কপূর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল  ৮৭ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোর ৪টের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ কপূরের স্ত্রী। শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের চেম্বুর শ্মশানে। বলিউডের কিংবদন্তী অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা রাজ কপূরের সঙ্গে ১৯৪৬ সালের মে মাসে বিয়ে হয় কৃষ্ণা রাজ কপূরের। পাঁচ সন্তান রয়েছে রাজ এবং কৃষ্ণা কপূরের। ঋষি কপূর, রণধীর কপূর, রাজীব কপূর, রীতু নন্দা এবং রীমা কপূর। রবিনা টন্ডন তাঁর টুইটার অ্যাকাউন্টে আজ সকালে এই খবরটি প্রথম শেয়ার করেন। তারপর একে একে বলিউডের বিভিন্ন সদস্য টুইটারে শোকজ্ঞাপন করেন।

মদ্যপানের পুরুষদের সঙ্গে পাল্লা দিচ্ছে আধুনিক মহিলারা !

Image
মদ্যপানের নিরিখে পুরুষদের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে আধুনিক মহিলারা। ভারতের মতো রক্ষণশীল দেশেও এর ব্যতিক্রম নেই। সপ্তাহান্তে বা আচার-অনুষ্ঠানে মহিলাদের সুরাপানের প্রবণতা ক্রমবর্ধমান। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট বলছে, ভারতে একজন পুরুষ গড়ে ৪.২ লিটার মদ্যপান করেন। সেখানে মহিলারাও গড়ে ১.৫ লিটার মদ্যপান করছেন এখন। এ প্রসঙ্গে, ভারতের একমাত্র মাস্টার অব ওয়াইন (স্বীকৃতিপ্রাপ্ত ককটেল প্রস্তুতকারী) সোনাল হল্যান্ড বলছেন, "ছেলেদের তুলনায় মেয়েরা এখন মদ্যপানে খরচ বাড়াচ্ছে। মদ্যপান মেয়েরা এখন দেখছে, আধুনিকতা, ক্ষমতায়ন এবং উন্নতির প্রতীক হিসেবে। আমাদের সমাজে মেয়েদের মদ্যপান আর অচ্যুত নয়। মেয়েরা এখন ছেলেদের মতোই সমস্ত অনুষ্ঠনে মদ কিনছে। ব্যবসায়ীরাও এখন বাজার ধরার জন্য মহিলা গ্রাহকদেরই টার্গেট করছে। এই মুহূর্ত মদ শিল্পের অন্যতম লক্ষ্যই হয়ে উঠেছে মেয়েদের জন্য অ্যালকোহল প্রস্তুত করা। সমাজে লিঙ্গবৈষম্য যত কমছে ততই মদ্যপানে এগিয়ে আসার সাহস পাচ্ছে মেয়েরা।" পরিসংখ্যান বলছে, গত এক দশকে ভারতে মদ্যপায়ীদের সংখ্যা এবং মদ্যপানের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০০৫ সালের আগে ভারতে মাথা পিছু মদ্যপানের প

স্কুলে নার্সারি পড়ুয়ার যৌন হেনস্তার প্রতিবাদে বারাকপুরে রেল অবরোধ !

Image
স্কুলে নার্সারি পড়ুয়ার যৌন হেনস্তার অভিযোগ৷ প্রতিবাদে বারাকপুর স্টেশনের ১৩ নম্বর রেলগেটের কাছে রেল অবরোধ করলেন অভিভাবকরা৷ অবরোধের জেরে সপ্তাহের প্রথম কাজের দিনেই শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল৷ বারাকপুর থেকে শিয়ালদহ ও কৃষ্ণনগর থেকে শিয়ালদহগামী ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে৷ শেষ  খবর অনুযায়ী, অবরোধ এখনও চলছে৷ অবরোধকারীদের সঙ্গে কথাবার্তা বলছেন আধিকারিকরা৷ শনিবার সকালে রণক্ষেত্রের চেহারা নেয় বারাকপুর গার্লস স্কুল চত্বর৷ যদিও গোটা ঘটনার সূত্রপাত শুক্রবার৷ প্রতিদিনের  মতো সেদিনও স্কুলে গিয়েছিল নার্সারি এক ছাত্রী৷ কিন্তু  ছুটির পর বেশ কিছুটা দেরি করেই স্কুল থেকে বেরোয় সে৷ দুরন্ত শিশুটি বাড়িতে এসে অন্যরকম আচরণ করতেও শুরু করে৷ বিনা কারণে বাড়িতে কান্নাকাটিও করে সে৷ মেয়ে কেন এমন আচরণ করছে, তা বুঝতে পারছিলেন তার বাবা ও মা৷ অনেক জিজ্ঞাসাবাদের পর শিশুটি জানায়, স্কুলে শারীরশিক্ষার শিক্ষক তার সঙ্গে অভব্য আচরণ করেছে৷ আর স্কুলে যাবে না সে৷ নার্সারি ওই পড়ুয়ার সঙ্গে যা ঘটেছে, তা  স্কুলের অন্য অভিভাবকদের জানান শিশুটির বাবা-মা৷  শনিবার  বারাকপুর গার্লস স্কুল চত্বরে জড়ো হয়ে তু

মাকে যৌন হেনস্থা করায় বন্ধুর মাথা কেটে কাটা মুণ্ডু পুলিশকে দিলেন এই ব্যক্তি

Image
কর্ণাটক : বেশ কয়েকবছর আগে কলকাতা কেঁপে উঠছিল এক বীভৎস ঘটনা দেখে। স্ত্রীয়ের সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক জেনে স্ত্রীয়ের মাথা কেটে সেই কাটা মুণ্ড হাতে ঝুলিয়ে পুলিশ স্টেশনে জমা দিয়ে এসেছিলেন এক ব্যক্তি। একই রকম ঘটনার সাক্ষ্মী রইল কর্ণাটকও। মাকে যৌন নিগ্রহ করার অভিযোগে নিজের বন্ধুর মাথা কেটে ফেললেন এক ব্যক্তি। ঘটনাটি কর্ণাটকের মাণ্ড্য জেলার। মাকে যৌন নির্যাতনের চেষ্টা করার পর বন্ধু গিরীশের মাথা কেটে ফেলেন পশুপতি নামের ওই ব্যক্তি। এই ঘটনার পর, পশুপতি গিরিশের মুণ্ডু ও লাশটি স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং আত্মসমর্পণ করে। গত এক মাসে এই নিয়ে এরকম তিনটি ঘটনা ঘটল এই রাজ্যে। বৃহস্পতিবারই শ্রীনিবাসপুরের বাসিন্দা আজিজ খান একজন নারীর কাটা মুণ্ডু নিয়ে থানায় পৌঁছান। সূত্রের খবর ওই মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। এই মাসের গোড়ার দিকে, চিকমাঙ্গালুরুর পুলিশ স্টেশনে এসে পৌঁছান সতীশ নামের এক ব্যক্তি। পুলিশকে জানান, তাঁর স্ত্রীকে অন্য একজন পুরুষের সঙ্গে দেখেছিলেন তিনি, সেই কারণেই শাস্তি দিতে মাথা কেটে ফেলেন। অন্য পুরুষ্টি অবশ্য ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়। পুলিশ স্টেশন অব্দি মোটর সাইকেল করে আসেন

ইসলামপুরে দুই ছাত্রের মৃত্যু, আজ রাষ্ট্রপতির কাছে পরিবার

Image
কলকাতা: উত্তর দিনাজপুরের ইসলামপুরের ছাত্র মৃত্যুর ঘটনার রেশ পৌঁছল রাষ্ট্রপতি ভবনে। আজ সোমবার  রামনাথ কোবিন্দের দ্বারস্থ হচ্ছে দুই  পরিবার।  এর আগে  রবিবার  বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে দেখা করেন ওই দুই ছাত্রের বাবা। জাতীয় মানবাধিকার কমিশনে স্মারক লিপিও জমা পড়েছে ইতিমধ্যে। আর আজ তাঁদের রাষ্ট্রপতি ভবনে যাওয়ার কথা। দিল্লিতে এই সমস্ত  বৈঠক যাতে বাস্তবায়িত হয় তার জন্য উদ্যোগ নিয়েছেন সাংসদ এস এস আলুআলিয়া। মানবাধিকার কমিশনেও গিয়েছিলেন তিনি। দিন কয়েক আগে ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের জেরে তাপস এবং রাজেশ নামে দুই ছাত্রের মৃত্যু হয়। ইসলামপুরে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভ চলল দফায় দফায় গোটা ঘটনায় ক্ষোভে ফুটছে এলাকা। স্থানীয়দের দাবি এই দুজনের প্রাণ গিয়েছে পুলিশের গুলিতে। যদিও পুলিশের দাবি তারা গুলি চালায়নি। ঘটনার তদন্ত চেয়ে শুরু হয়েছে  আন্দোলন। তারই অংশ হিসেবে ওই দুই  ছাত্রের শেষকৃত্য পর্যন্ত করা হয়নি। দেহ মাটিতে পোঁতা আছে। ইসলামপুরে দুই ছাত্রের মৃত্যুর জন্য RSS ও BJP-কে দায়ি করলেন মুখ্যমন্ত্রী এই ঘটনায় রাজনৈতিক ভাবে সক্রিয় হয়েছে বিজেপি। দ

পুজোর মাসেও হাতে ছ্যাঁকা! চড়চড় করে বাড়ল তেলের দাম

Image
নয়াদিল্লি: অক্টোবরের শুরুতেও জ্বালানির মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত৷ বিগত বেশ কয়েকদিন দরেই এমন অবস্থা চলছে৷ সোমবারও তার ব্যতিক্রম দেখা গেল না৷ ০.২৪ পয়সা বেড়েছে পেট্রলের দাম এবং ৩২ পয়সা বেড়েছে ডিজেলে৷ পেট্রলের দাম বেড়ে হয়েছে- কলকাতা- ৮৫.৫৩টাকা প্রতি লিটার দিল্লি- ৮৩.৭৩টাকা প্রতি লিটার মুম্বই- ৯১.০৮টাকা প্রতি লিটার চেন্নাই- ৮৭.০৫টাকা প্রতি লিটার   ডিজেলের দাম বেড়ে হয়েছে- কলকাতা- ৭৬.৯৪টাকা প্রতি লিটার দিল্লি- ৭৫.০৯টাকা প্রতি লিটার মুম্বই- ৭৯.৭২টাকা প্রতি লিটার চেন্নাই- ৭৯.৪০টাকা প্রতি লিটার এর আগে, রবিবার লিটার পিছু পেট্রল ও ডিজেলের দাম বাড়ে যথাক্রমে ৯ ও ১৬ পয়সা৷ এদিন সকাল হতেই জ্বালানির নয়া দাম ঘোষণা করে তেল কোম্পানিগুলির৷ ফলে আরও মহার্ঘ পেট্রল ও ডিজেল৷ ক্রমবর্ধমান পেট্রল, ডিজেলের দাম৷ আর তা নিয়ে রোজই মোদী সরকারকে নিশানা করছে বিরোধী শিবিরগুলি৷ বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় এ দেশের পেট্রোপণ্যের বাজারে এই মূল্যবৃদ্ধি বলে দাবি ওয়াকিবহাল মহলের৷ জ্বালানির দামবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে৷ বাস মালিকরা আবারও ভাড়া বাড়ানোর দাবি তুলছ

Redmi Note 5 pro এর থেকে কতোটা আলাদা নতুন Redmi Note 6 pro?

Image
সম্প্রতি লঞ্চ হয়েছে শাওমির লেটেস্ট বাজেট ফোন Redmi Note 6 pro। শুক্রবার থাইল্যান্ডে এই ফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিট। এখনো ভারতে চুটিয়ে বিক্রি হচ্ছে Redmi Note 5 pro। এক নজরে দেখে নেওয়া যাক Redmi Note 5 pro এর থেকে কতটা আলাদা Redmi Note 6 pro? ডিসপ্লে Redmi Note 5 pro ও Redmi Note 6 ফোনের সবথেকে পার্থক্য ফোনের ডিসপ্লেতে। Redmi Note 5 pro ফোনের ব্যবহার হয়েছিল একটি ১৮:৯ অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে কোন নচ ছিল না। Redmi Note 6 pro ফোনের ডিসপ্লের উপরে থাকছে একটি কালো নচ। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। দুটি ফোনের ডিসপ্লেতে রয়েছে Full HD+ রেসোলিউশান। হার্ডওয়্যার ও সফটওয়্যার হার্ডওয়্যার বিভাগে এই দুই ফোনে কোন পার্থক্য নেই। দুটি ফোনের ভিতরেই থাকছে Snapdragon 636 চিপসেট। 4GB/6GB RAM ভেরিয়েন্টে Redmi Note 5 pro পাওয়া গেলেও আপাতত শুধুমাত্র 4GB RAM সহ লঞ্চ হয়েছে Redmi Note 6 pro। আশা করা হচ্ছে শিঘ্রই বড় RAM সহ বাজারে আসবে এই ফোন। এছাড়াও দুটি ফোনেই রয়েছে 64GB স্টোরেজ ও 4000 mAh ব্যাটারি। হার্ডওয়্যারের মতোই এই দুই ফোনে ব্যবহার হয়েছে একই সফটওয়্যার। এই দুটি ফোনেই চলবে Android 8.1 O

পোশাক-আশাক আলুথালু ছাত্রীটি বাড়ির সামনে পড়ে! তারপরের ঘটনা আরও নির্মম

Image
সেই যে স্কুলে গিয়েছিল বছর ১৫-র মেয়েটা, রাত গড়িয়ে গেলেও ফেরেনি সে। শুরু হয়েছিল খোঁজাখুঁজি। কিন্তু মেলেনি হদিশ। শেষমেশ ভোর রাতে দাদুর বাড়ির সামনে কারা যেন ফেলে যায় ছাত্রীটিকে। পোশাক-আশাক ছিন্নভিন্ন, আলুথালু অবস্থা। শুক্রবার রাতের সেই ঘটনার পর একদিনও কাটেনি, শনিবার আপমানে আত্মঘাতী হল ছাত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার কুলতলির। নবমশ্রেণির ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে তুলে নিয়ে ধর্ষণ করে তিন যুবক। গণধর্ষণের পর তাকে গভীর রাতে ফেলে যায় ছাত্রীটির দাদুর বাড়ির সামনে। তারপর শনিবার কীটনাশক খেয়ে আত্মহত্যা করে সে। এই ঘটনায় অভিযুক্ত তিনজনের মধ্যে গ্রেফতার করা হয়েছে একজনকে। শুক্রবার রাতে ছাত্রীটি বাড়িতে সব জানানোর পর থানায় অভিযোগ দায়ের করা হয়। এলাকাবাসী এক অভিযুক্তকে হাতেনাতে ধরেও ফেলে। তারপর গণধোলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। বাকি দুজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এরই মধ্যে ঘটে গেল নির্মম ঘটনা। অপমানে আত্মঘাতী হয় ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, অপমান সহ্য করতে না পেরেই কীটনাশক খেয়ে নেয় কিশোরী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটন

ধর্ষণের পর অ্যাসিড ঢেলে দেওয়া হল শরীরে, তিনদিন নিখোঁজ ছাত্রী উদ্ধার ধানক্ষেতে

Image
বৃহস্পতিবার সকালে টিউশন পড়তে বেরিয়েছিল, তিনদিন তিনরাত কেটে গিয়েছে বাড়ি ফেরেনি ছাত্রীটি। রবিবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ধানক্ষেতে তার দেহ উদ্ধার হল। অভিযোগ, ধর্ষণের পর শরীরে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। পূর্ব বর্ধমানের গলসিতে ঘটে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় ছাত্রীর স্কুলব্যাগ-সাইকেল। বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার পর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। কিন্তু তন্নতন্ন করেও খুঁজেও হদিশ মেলেনি ছাত্রীর। রবিবার সকালে স্থানীয়রাই লক্ষ্য করে ধানক্ষেতে পড়ে রয়েছে দেহ। খানিক দূরে পড়ে রয়েছে স্কুলব্যাগ-সাইকেল। ছাত্রীটির পুরো শরীর ঝলসে গিয়েছে। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করেন। অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে ছাত্রীটিকে। যাতে কেউ তাকে চিনতে না পারে, তার জন্য খুনের পর শরীরে ঢেলে দেওয়া হয়েছে অ্যাসিড। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। কারা এই ঘটনায় জড়িত, তা জানতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ছাত্রীটি যে টিউটরের কাছে পড়তে গিয়েছিল, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছাত্রীটি কখন বাড়ি থেকে

ঋণের ফাঁদ! চিনা প্রকল্পে দোটানায় পাকিস্তান

Image
চিনের 'চেক বুক কূটনীতি'ই ফের চিন্তা বাড়াচ্ছে পাকিস্তানের। আরব সাগরের উপকূলবর্তী শহর করাচি থেকে উত্তর-পশ্চিমের পেশোয়ার পর্যন্ত ঔপনিবেশিক আমলের রেললাইন ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছে বেজিং। প্রায় আটশো কোটির এই প্রকল্পের পোশাকি নাম 'চিনা সিল্ক রোড'। তাদের 'বেল্ট অ্যান্ড রোডে'র আওতায় এই প্রকল্পের কথা ঘোষণা করতে গিয়ে চিনা প্রেসিডেন্ট ২০১৩-তেই ঘোষণা করেছিলেন যে, এই খরচের একটা বড় অংশ দেবে বেজিং। কিন্তু এ সব ঋণের ফাঁদ নয় তো— সদ্য ক্ষমতায় আসা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মাথায় এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। ইমরানের দাবি, তাঁর পূর্বসূরি নওয়াজ শরিফ ক্ষমতাচ্যুত হওয়ার আগেই দেশের মাথায় বিস্তর ঋণের বোঝা চাপিয়ে গিয়েছেন। নগদ সঙ্কটে জেরবার তাঁর প্রশাসন গত কালই বাঁধ তৈরির জন্য ১৪০০ কোটি ডলার দানের আর্জি রেখেছে আমজনতার কাছে। চিনের প্রস্তাবিত সিল্ক রোডের 'অনুদান' নিয়েও তাই কোনও রকম ঝুঁকির পথে হাঁটতে নারাজ ইসলামাবাদ। পাক নীতি ও পরিকল্পনা মন্ত্রকের মন্ত্রী খুশরো বখতিয়ারের কথায়, ''এ ক্ষেত্রে আমাদের এমন কোনও বিশেষ মডেলের কথা ভাবতে হবে, যাতে পাক সরকারকে ফের কোনও ঋণের ধা

রায়ে মাতব্বরি বন্ধ হবে কি? প্রশ্ন নির্যাতিতার

Image
এক জনের মাথা কামিয়ে দেওয়া হয় গত জুলাইয়ে। আর এক জনকে বিবস্ত্র করে পেটানো হয়েছিল গত বছর। ওঁদের এখনও দিন কাটছে আতঙ্কে। 'অপরাধ'— পরকীয়ায় জড়ানো। এ রাজ্যের নানা প্রান্তে পরকীয়ার কথা জানতে পারলেই এতদিন স্বঘোষিত মাতব্বররা শাস্তির বিধান দিত। সুপ্রিম কোর্টের পরকীয়া-রায়ের পরে সেই সালিশি বা মাতব্বরি কি বন্ধ হবে? প্রশ্নটা তুলেছেন খানাকুলের দুই নির্যাতিতা। কারণ, প্রত্যন্ত গ্রামাঞ্চলের বহু জায়গায় এখনও যে 'মোড়ল' বা 'মাতব্বর'রা দণ্ডমুণ্ডের কর্তা! খানাকুলের ধরমপুরের সেই নির্যাতিতার কথা ধরা যাক। পরকীয়ায় জড়ানোর অভিযোগে যাঁর মাথা কামিয়ে দেওয়া হয়েছিল গত ১১ জুলাই রাতে। বেঁধে রাখা হয়েছিল সারারাত। শীর্ষ আদালতের রায় শুনে তিনি বলেন, ''কেউ আর মেয়েদের মাথা কামাতে পারবে না, ভেবে ভাল লাগছে। আমার বা স্বামীর অন্যায় থাকলে আমরা বুঝে নেব। কিন্তু প্রতিবেশীদের জুলুম থাকবে কেন? সেটা কি বন্ধ হবে এ বার?" কী হয়েছিল ওই রাতে? বছর তিরিশের ওই মহিলা জানান, সন্ধ্যায় ছেলের পাশে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগে এলাকার কয়েক জন ঘুম থেকে তুলে তাঁকে মারতে মারতে সালিশি সভা

১০০ মহিলা চাষিকে নিয়ে শুরু, ‘শেতকরী’র গল্প নিয়ে রাষ্ট্রপুঞ্জে গোদাবরী

Image
তাঁরা খেতে কাজ করেন। অথচ তাঁদের কেউ 'শেতকরী' বলেন না। মরাঠি ভাষায় যার অর্থ চাষি। সেই পরিচয় অর্জনেই লড়াই শুরু মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার মহিলা চাষিদের। আর যাঁকে কেন্দ্র করে এই জোট বাঁধা, তিনি নিজেই সেই লড়াইয়ের কথা পৌঁছে দিলেন রাষ্ট্রপুঞ্জের মঞ্চে। ওসমানাবাদের তুলজাপুরের বাসিন্দা গোদাবরী ডাঙ্গে। ব্যক্তিজীবনের ঘটনাপ্রবাহেই গোদাবরীর অধিকার বুঝে নেওয়ার লড়াই শুরু। বাড়িতে চার বোনের মধ্যে তিনিই বড়়। গ্রাম থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হাইস্কুল। সপ্তম শ্রেণিতে স্কুলের পাঠ শেষ। তার পরে বিয়ে। তুলজাপুর থেকে ফোনে মাঝবয়সি গোদাবরী বলেন, ''স্বামী গাড়ির চালক। দুই ছেলেও হল। ভাবলাম, সংসার করব।'' কিন্তু তা হল না। বিয়ের চার বছরের মাথায় দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হল। পাশে থাকলেন বাবা-মা, শ্বশুর-শাশুড়ি। কিন্তু গোদাবরী? তিনি ডুকরে কাঁদেন চৌহদ্দির মধ্যে। তবে এক বছর বাদে উঠে দাঁড়ালেন। গ্রামের স্বয়ম্ভর গোষ্ঠীতে যোগ দিয়ে মিলল সাফল্য। একটি স্বেচ্ছাসেবী সংস্থা গোদাবরীকে সম্পাদক হিসেবে নিয়োগ করল। সেই সঙ্গে ২০০০ সালে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করলেন। কাজের সূত্রেই গোদাবরী দেখছিলেন চারপাশে

বিবেককে খুন করল পুলিশ? তীব্র প্রশ্নের মুখে আদিত্যনাথ

Image
অ্যাপল কর্মী বিবেক তিওয়ারির মৃত্যুর পরে ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও ছোট মেয়ে শানু জানে না, বাবা আর ফিরবে না!  রবিবার ভৈসাকুণ্ডে বিবেকের শেষকৃত্য হয়। সেখানে ছিলেন  তাঁর আত্মীয়, প্রতিবেশী, বন্ধু ও সহকর্মীরা। ছিলেন যোগী সরকারের কয়েক জন নেতা-মন্ত্রীও। বিবেকের এমন পরিণতি মেনে নিতে পারছেন না তাঁর আত্মীয়-পরিজনদের কেউই। তাঁদের মনে একটাই প্রশ্ন— বিবেককে গুলি করে মারার জন্য অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবলকে কে লাইসেন্স দিল?  শুক্রবার গভীর রাতে এক মহিলা সহকর্মীকে নিয়ে বিবেক যখন ফিরছিলেন, তখন গোমতীনগর এক্সটেনশন এলাকায় রুটিন তল্লাশি চালাচ্ছিলেন কনস্টেবল প্রশান্ত চৌধুরি ও তাঁর এক সহকর্মী। প্রশান্তের দাবি, সেখানে আলো নিভিয়ে দাঁড়িয়েছিল গাড়িটি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা গাড়ির কাছে যান। তখনই গাড়ি স্টার্ট করেন বিবেক। মোটরবাইক গাড়ির সামনে রেখে আটকানোর চেষ্টা করেন প্রশান্ত। কিন্তু গাড়িটি না থেমে ধাক্কা মারে বাইকে। অভিযুক্ত ওই কনস্টেবলের দাবি, তিনি পড়ে যান। এর পরে বিবেক তাঁর উপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করলে আত্মরক্ষার জন্য গুলি চালান তিনি। ঘটনার পরেই গ্রেফতার হন প্রশান্ত ও তাঁর সহকর্মী। চাকরি

নবান্ন থেকে সারদার ফাইল তলব করল সিবিআই

Image
প্রধানমন্ত্রীর দফতর বলার পরে বেআইনি অর্থ লগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা জানতে চেয়ে নবান্ন থেকে সারদা-ফাইল তলব করল সিবিআই। গত ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কলকাতাস্থিত যুগ্ম-অধিকর্তা পঙ্কজকুমার শ্রীবাস্তব রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে এই মর্মে একটি চিঠি লিখেছেন। তাতেই বিশেষ দূত মারফত ওই নির্দিষ্ট ফাইলটি সিবিআইয়ের হাতে দ্রুত তুলে দিতে বলা হয়েছে। যদিও নবান্ন মনে করছে,  সিবিআইয়ের ফাইল চাওয়ার ঘটনা অনৈতিক। ফলে আপাতত ওই ফাইল সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে না। প্রয়োজনে পাল্টা জবাব দেওয়া হবে। নবান্নের খবর, সিবিআইয়ের চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দফতর ২০১১-র ১২জুলাই রাজ্যের তৎকালীন স্বরাষ্ট্র সচিব জ্ঞানদত্ত গৌতমের কাছে সারদার কাজকর্ম নিয়ে বিস্তারিত তদন্ত করে রিপোর্ট চেয়েছিলেন। কারণ, কংগ্রেসের সাংসদ এ এইচ খান চৌধুরী ওই সংস্থার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে লক্ষ লক্ষ আমানতকারীর টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন। সেই চিঠি পেয়ে রাজ্য সরকার কী করেছিল, তা জানতে চেয়ে সিবিআই স্বরাষ্ট্র দফতরে শেষ চিঠিটি দিয়েছিল ২০১৪-র ১৯ সেপ্টেম্বর। কারণ, রাজ্য এ নিয়ে জবাব দ

শুধুমাত্র ইঞ্জিনিয়াররাই নন, এনবিএ শংসাপত্র না-থাকলে বিপদে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানও!

Image
কুয়েতে চাকরি করতে গিয়ে বিপদে পড়েছিলেন ভারতের বহু ইঞ্জিনিয়ার। কেননা তাঁদের কাছে ন্যাশনাল বোর্ড অব অ্যাক্রেডিটেশন (এনবিএ)-এর শংসাপত্র ছিল না। এ বার শুধু ইঞ্জিনিয়ারেরা নয়, বিপদে পড়তে চলেছে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানও। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটিই জানিয়ে দিয়েছে, আগামী চার বছরের মধ্যে পৃথক ভাবে ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি বিষয়ে এনবিএ-র শংসাপত্র সংগ্রহ করতে হবে। নইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। চূড়ান্ত শাস্তি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধও করে দেওয়া হতে পারে বলে রবিবার কলকাতায় বসে কড়া বার্তা দিয়েছেন এআইসিটিই-র চেয়ারম্যান অনিল সহস্রবুদ্ধে। কলকাতায় অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস (আপাই) ও এডুকেশন প্রোমোশন সোসাইটি ফর ইন্ডিয়া (এপসি) আয়োজিত 'ইন হায়ার এডুকেশন: কোয়ালিটি অ্যাসিওরেন্স, অ্যাক্রেডিটেশন অ্যান্ড র‌্যাঙ্কিং' শীর্ষক আলোচনাসভার শেষে সহস্রবুদ্ধে জানান, দ্রুত এই বিষয়ে নির্দেশিকা প্রকাশ করা হবে। ২০২১ সালের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি বিষয়ের অনুমোদন নিতে হবে এবং সেটা জানাতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ওয়

আলোচনার সদিচ্ছা আদৌ রয়েছে তো পাকিস্তানের?

Image
'কথা' কি শুধুই 'কথার কথা'? দ্বিপাক্ষিক 'কথা' শুরু করার যে কথা পাকিস্তান বলছে, তা কি 'কাজের কথা' হয়ে উঠবে না কোনও দিনই? এক দিকে নানা আন্তর্জাতিক মঞ্চে এবং আন্তর্জাতিক মহলকে শুনিয়ে বলার নানা মাধ্যমে পাকিস্তান বলছে, ভারত ভেস্তে দিচ্ছে দ্বিপাক্ষিক আলোচনা বা শান্তি স্থাপনের যাবতীয় প্রচেষ্টা। অন্য দিকে ক্রমাগত চলছে প্ররোচনা, হিংসা, সন্ত্রাসে মদত। ইমরান খান কি সত্যিই কোনও নতুন পাকিস্তান রচনা করতে চাইছেন? নাকি পুরনো পাকিস্তানকেই নতুন ভাবে দেখানোর কূটকৌশল রচনা করতে চাইছেন? ভারত ও পাকিস্তানের মধ্যে ইতিবাচক আলোচনা হওয়া অত্যন্ত জরুরি। জন্মলগ্ন থেকে পরস্পরের সঙ্গে বিবদমান ভারত ও পাকিস্তান। এই বিবাদে কোনও পক্ষেরই লাভ নেই। দু'পক্ষেরই ক্ষতি, কারও একটু কম, কারও একটু বেশি। তাই শান্তির পথে বা বিবাদ মেটানোর পথে পা ফেলাই যে শ্রেয় তা বোঝার জন্য কূটনীতি বা রাষ্ট্রনীতির বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। আর বিবাদ মেটানোর জন্য দ্বিপাক্ষিক আলোচনা বা কথোপকথন বাড়ানোই যে একমাত্র পথ, তাও সম্ভবত দু'পক্ষই বোঝে। তবু আলোচনা হয় না, আলোচনার প্রয়াস বারবার ভেস্তে যায়। ভারত-পাক দ্বিপাক্

অফিস ফেঁদে কিডনি বিক্রির চক্র মহিলার, বিশ্বাসই করতে পারছেন না জগাছার প্রতিবেশীরা

Image
আপাতদৃষ্টিতে দেখলে একটি সাধারণ দোতলা বাড়ি। স্বামী ও মেয়েকে নিয়ে সেখানে থাকতেন এক মহিলা। পাড়ার লোকজন জানতেন, তিনি চিকিৎসা সংক্রান্ত পেশায় যুক্ত। লোকজনেরও আনাগোনা ছিল বাড়িটিতে। গভীর রাতে পুলিশ আসতে দেখে তাই একটু অবাকই হয়েছিলেন বাসিন্দারা। ওই মহিলাকে পুলিশ গ্রেফতার করার পরে তাঁরা জানতে পারলেন, বাড়ির মধ্যে রীতিমতো অফিস খুলে বসে চলছিল কিডনি বিক্রির চক্র! এমনই অভিযোগে শনিবার হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ ও উত্তরাখণ্ড পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে জগাছার মহিয়াড়ি রোডে জিআইপি কলোনির বাড়ি থেকে গ্রেফতার করেছে চন্দনা গুড়িয়া নামে ওই মহিলাকে। রবিবার আদালতে তোলা হলে তাঁকে ট্রানজিট রিমান্ডে উত্তরাখণ্ডের দহিওলা থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারক। ১০ অক্টোবর ফের অভিযুক্তকে হাওড়া আদালতে হাজির করা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ২০১৭ সালে দহিওলা থানা এলাকার এক হাসপাতাল থেকে কিডনি পাচারের অভিযোগে এক মহিলা চিকিৎসক-সহ তিন চিকিৎসক এবং আরও তিন ব্যক্তিকে গ্রেফতার করেছিল উত্তরাখণ্ড পুলিশ। ওই ঘটনার তদন্তে চন্দনার নাম উঠে আসে। তদন্তকারীরা জানতে পারেন, তাঁর বিরুদ্ধে ২০১৭ সালে হরিদ্বারে নিয়