শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ, ব্যারাকপুরে রেল অবরোধ

সপ্তাহের প্রথম দিনই রেল অবরোধে ভোগান্তিতে পড়লেন শিয়ালদহ মেইন লাইনের যাত্রীরা। এদিন সকালে ব্যারাকপুরে এক ঘণ্টা রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তার ফলে থমকে যায় ওই শাখার ট্রেন চলাচল। প্রায় এক ঘণ্টা চলে অবরোধ।

গত ২৯ সেপ্টেম্বর ব্যারাকপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই স্কুলেরই শিক্ষক সুজয় ধারার বিরুদ্ধে। আরও অভিযোগ, গত প্রায় ১২ দিন ধরে ওই ছাত্রীকে যৌন হেনস্থা করছিল শিক্ষক। পুলিস তাকে গ্রেপ্তার করলেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছে অভিযুক্ত শিক্ষক। এই ঘটনার জন্য প্রধানশিক্ষকই দায়ী, এই দাবিতে সোমবার সকাল থেকে স্কুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রধানশিক্ষকের অপসারণের দাবিও তোলা হয়। এদিন প্রধানশিক্ষক স্কুলে না আসায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এরপরই রেল অবরোধ করা হয়। পরে পুলিস গিয়ে অবরোধ তুলে দেয়। তারপর ক্রমে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।