Posts

Showing posts from December 20, 2018

চিটফান্ড কাণ্ডে গ্রেফতার সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়

Image
চিটফান্ড কেলেঙ্কারি কাণ্ডে অভিযুক্ত বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। এদিন কলকাতায় সিবিআই কার্যালয়ে দীর্ঘক্ষণ জেরার পরে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তে অসহযোগিতা ও তথ্য গোপন করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে আইকোর নামে একটি চিটফান্ড সংস্থার টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে সুমনের বিরুদ্ধে। সুমন তার সংস্থা দিশা প্রোডাকশন অ্যান্ড মিডিয়া লিমিটেড ও আইকোর এর মধ্যে তার সম্পাদিত সংবাদপত্র প্রকাশ নিয়ে ৪০ কোটি টাকার চুক্তি করেছিলেন বলে অভিযোগ। সেজন্য ১২ কোটি টাকা আইকোর দেয় সুমনের সংস্থাকে। পরে পার্ক স্ট্রিট থানায় আইকোর অভিযোগে বলে, সুমন টাকা পাওয়ার পর সংবাদপত্র চালিয়ে তার ভাগ আইকোরকে দিতে অস্বীকার করেছেন। তবে শুধু আইকোর নয়, সারদা সহ বিভিন্ন চিটফান্ড থেকেও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রসঙ্গত এর আগে আইকোর কর্তা অনুকুল মাইতিকে গ্রেফতার করে সিবিআই। তাকে জেরা করে সুমনের নাম উঠে আসে। তারপরে সুমনকে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়। তবে বারবারই কঠিন প্রশ্ন এড়িয়ে তদন্তে অসহযোগিতা করছিলেন সুমন। এমন অভিযোগের পরই তাকে শেষ অবধি এদিন গ্রেফতার করেছে সিবিআই।

বিস্কুটের লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ

Image
দিল্লিতে প্রতিবেশীর লালসার শিকার শিশুকন্যা। বিস্কুটের লোভ দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার ভয়াবহতায় বেশ কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ে মেয়েটি। আপাতত হাসপাতালে চিকিৎসা চলছে তার। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মঙ্গলবারের ঘটনা। পূর্ব দিল্লির গাজিপুর এলাকায় বাড়ি সাত বছরের শিশুটির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ পাশের দোকান থেকে দুধ আনতে গিয়েছিল সে। সেই সময় গলিতে তাকে কাছে ডাকে পাড়ারই একজন। বিস্কুট খেতে দেয়। সঙ্গে গেলে আরও বিস্কুট দেবে বলে লোভ দেখায়। যার পর শিশুটিকে নিয়ে এলাকার একটি বাড়ির ছাদে উঠে যায় অভিযুক্ত। সেখানে ধর্ষণ করে। কাউকে কিছু বললে ছাদ থেকে ফেলে দেবে বলে হুমকিও দেয়। তার পর বিবস্ত্র অবস্থায় মেয়েটিকে রাস্তায় ছেড়ে দেয়। রাতের অন্ধকারে মেয়েটিকে ওইভাবে  হাঁটতে দেখে তড়িঘড়ি এগিয়ে আসেন এক দোকানদার। মেয়েটির গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। খবর দেন তার বাড়িতে। ঘটনার ভয়াবহতায় এতটাই ঘাবড়ে গিয়েছিল মেয়েটি যে, বেশ কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েছিল সে। পরিবারের লোকজন এবং পাড়া-পড়শিরা জিজ্ঞাসাবাদ শুরু করলে কেঁদে ফেলে। গোটা ঘটনা খুলে বলে। তড়িঘড়ি হাসপাতালে

ভিসা আইন ভাঙার অভিযোগ ৬০ চিনা প্রযুক্তিবিদকে দেশে ফেরাল ভারত

Image
যৌথ শিল্প উদ্যোগে মোবাইল ফোন নির্মাতা একটি ভারতীয় সংস্থার জন্য কাজ করতে এসে হেনস্থার শিকার হতে হল ৬০ জন চিনা প্রযুক্তিবিদকে। তাঁদের বক্তব্য না শুনে, ভিসা আইন ভাঙার অভিযোগ এনে যত তাড়াতাড়ি সম্ভব ভারত থেকে পাততাড়ি গুটিয়ে বেজিংয়ে ফিরে যেতে বলা হল ওই চিনা প্রযুক্তিবিদদের। তাঁদের 'ভারত ছাড়ো' নোটিস ধরিয়েছে মুম্বইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস' (এফআরআরও)। ওই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ভারতীয় সংস্থাটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচির পালে হাওয়া লাগাতেই ভারতীয় সংস্থা 'প্যাসিফিক সাইবার টেকনোলজি (পিসিটি)' যৌথ উদ্যোগে নেমেছে একটি চিনা তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে। ওই চিনা সংস্থাটি ভারতীয় সংস্থার বানানো পণ্যের ক্রেতা ও সরবরাহকারীও। তারই অঙ্গ হিসেবে দমন ও সিলভাসায় ভারতীয় সংস্থাটির দু'টি কারখানায় প্রযুক্তিগত কাজকর্মের জন্য এসেছিলেন ওই চিনা নাগরিকরা। দু'টি কারখানাই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা পায়। সেই দু'টি কারখানায় কাজের জন্য চিনা নাগরিকদের সর্বাধিক ৬

‌শর্ত সাপেক্ষে বিজেপির রথযাত্রার অনুমতি দিল হাইকোর্ট

Image
অবশেষে রথযাত্রার অনুমতি পেল বিজেপি। তবে তার জন্য চারটি শর্ত আরোপ করেছে আদালত। বিচারপতি তপব্রত চক্রবর্তী ১৫ ডিসেম্বর লালবাজারে পুলিসের সঙ্গে বৈঠকে হওয়া প্রশাসনিক নির্দেশ খারিজ করে দিয়ে বিজেপির রথযাত্রার অনুমতি দেন। বিচারপতি বিজেপিকে সতর্ক করে বলেছে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে। রথযাত্রার কারণে কোনওরকম ক্ষতি হলে সমানভাবে দায়ী থাকবে বিজেপি। এক জেলা থেকে আর এক জেলায় পৌছনোর অন্তত ১২ ঘণ্টা আগে সেই জেলার পুলিস প্রশাসনকে জানাতে হবে। রাজ্যে সরকারকে পর্যাপ্ত পুলিস মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ মেনেই সুশৃঙ্খলভাবে রথযাত্রা করা হবে বলে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। সাধারণ মানুষের কোনও রকম সমস্যা যাতে না হয় তা সুনিশ্চিত করেই রথযাত্রা করা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

‌সরকারের কাছে কৃষক আত্মহত্যার কোনও তথ্য নেই, সংসদে বললেন কৃষিমন্ত্রী

Image
মোদি জমানায় কোনও কৃষক আত্মহত্যা করেনি। সংসদে দাঁড়িয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিং। বৃহস্পতিবার কৃষকদের সংকট নিয়ে আলোচনা চলার সময় তিনি বলেন গত তিন বছরে দেশে কোনও কৃষক আত্মহত্যার তথ্য সরকারের কাছে নেই। তিনি দাবি করেছেন ২০১৬ থেকে আজ পর্যন্ত কোনও কৃষক আত্মহত্যার ঘটনা প্রকাশ করেনি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী সংসদে প্রশ্ন তুলেছিলেন, ২০১৬ সাল থেকে দেশে যে কৃষকরা আত্মঘাতী হয়েছেন তাঁদের পরিবারের জন্য কী করেছে কেন্দ্র সরকার। সেই প্রশ্নের প্রেক্ষিতেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর এই অবাক করা উত্তর। দেশের কৃষক আত্মহত্যার ঘটনা নথিভুক্ত করে থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো(‌এনসিআরবি)‌। তাদের ওয়েবসাইটে ২০১৫–র পর আর কোনও কৃষক আত্মহত্যার ঘটনা উল্লেখ করা নেই। ২০১৬ সালের রিপোর্ট এখনও পর্যন্ত প্রকাশই করে উঠতে পারেনি তারা। যেখানে দেশের জনসংখ্যার ৭০ শতাংশ কৃষিজীবী সেখানে গত তিন বছরে কোনও কৃষক আত্মহত্যা করেনি এটা কীভাবে সম্ভব।

‌গোয়ায় ব্রিটিশ মহিলা পর্যটককে ধর্ষণ করে লুঠ

Image
বৃহস্পতিবার সকালে গোয়ার পালোলেম সৈকতে যাওয়ার পথে ধর্ষিতা হলেন ব্রিটিশ মহিলা পর্যটক(‌৪৮)‌। দুষ্কৃতীরা পর্যটককে ধর্ষণের পর তার সর্বস্ব লুঠ করে চম্পট দেয় বলে অভিযোগ। ভোর সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে পানাজি থেকে ১০০ কিলোমিটার দূরে ক্যানাকোনা শহরে। পুলিস ইন্সপেক্টর রাজেন্দ্র প্রভুদেশাই জানিয়েছেন, নির্যাতিতা তাঁর বয়ানে বলেছেন ক্যানাকোনা রেল স্টেশন থেকে পালোলেম সৈকত যাওয়ার পথেই কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর পথ আটকায়। জোর করে রাস্তার ধারের একটি জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপর সর্বস্ব লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিস জানিয়েছে ক্যানাকোনা স্টেশন থেকে ট্রেন ধরে উত্তর গোয়ার থিভিম স্টেশনে যাওয়ার কথা ছিল বিদেশি ওই পর্যটকের। কিন্তু ট্রেন আসতে দেরি হচ্ছে দেখে  পালোলেম সৈকতের কাছে যেখানে ছিলেন সেখানে ফিরে যাচ্ছিলেন। তখনই পথে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা হামলা চালায়। নির্যাতিতার বয়ানের উপর ভিত্তি করে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিস। সন্দেহভাজন কয়েকজনকে আটক করে চলছে জেরা। ইন্সপেক্টর প্রভু দেশাই জানিয়েছেন গত ১০ বছর ধরে ওই ব্রিটিশ মহিলা গোয়ায় বেড়াতে আসছেন।

নারী-পুরুষ একসঙ্গে খাওয়া ইসলাম-বিরোধী, ফতোয়া দারুল উলুমের

Image
'বিয়ে বা অন্য কোনওরকম অনুষ্ঠানে পুরুষ ও মহিলা একসঙ্গে খেতে পারবেন না। ইসলামিক আইনে অচেনা নারী-পুরুষ একসঙ্গে খাওয়া ঘোর পাপ।' এই নয়া ফতোয়া জারি করেছে দেওবন্দের ইসলামিক সংগঠন হারুল উলুম। এমনকি দাঁড়িয়ে খাওয়াই ইসলামিক সংস্কৃতির বিরোধী বলে জানিয়েছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক দেওবন্দের এক বাসিন্দা দারুল উলুমের কাছে জানতে চেয়েছিল যে নারী-পুরুষের একসঙ্গে খাওয়া দাওয়া করাকে ইসলাম সমর্থন করে কিনা? তার উত্তরেই এই নয়া ফতোয়া জারি করেছে দারুল উলুম। বিয়ে বা অন্য যে কোনও সামাজিক অনুষ্ঠানে অচেনা নারী-পুরুষ একসঙ্গে খাওয়া দাওয়া করে। এই প্রথা ইসলাম-বিরোধী বলে জানিয়েছে তারা। এতে নারী ওপুরুষ, উভয়েই পাপের ভাগী হয় বলে তাদের মত। এমনকি দাঁড়িয়ে খাওয়া যে প্রথা আজকাল বহুল প্রচলিত, তাও ইসলাম সমর্থন করে না বলে জানিয়েছে দারুল উলুম। এর আগে দেওবন্দের এক ব্যক্তির আবেদনের ভিত্তিতে দোকানদারের কাছে থেকে মুসলিম মহিলাদের চুরি পরার ওপরও নিষেধাজ্ঞা জারি করে দারুল উলুম। চুরি পরানোর অছিলায় নারীর শরীরে অচেনা পুরুষের স্পর্শ ইসলাম বিরোধী বলে জানায় তারা।

পরকীয়ায় জড়িয়ে স্ত্রী? সন্দেহে গোপনাঙ্গে ছুরি ঢুকিয়ে খুনের চেষ্টা স্বামীর

Image
পরকীয়া সম্পর্কের সন্দেহে স্ত্রীর গোপনাঙ্গে চাকু ঢুকিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কাজিগ্রামে খোয়ারমোড় এলাকায়। ক্ষতবিক্ষত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক। গোপনাঙ্গে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। দশটি সেলাই পড়েছে । এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পর পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত স্বামী বিমল যাদব পেশায় দিনমজুর। বেশ কিছুদিন ধরে হাতে কাজ ছিল না। বাড়িতে বসেছিল বিমল। তাঁর বছর ২৪-এর স্ত্রী বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন। দম্পতির ৫ বছরের এক পুত্র সন্তান রয়েছে। কিন্তু স্ত্রীর স্বভাব-চরিত্র নিয়ে সন্দেহপ্রবণ ছিল স্বামী বিমল। সন্দেহ করত, তার স্ত্রী একাধিক পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িত। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্য অশান্তি লেগে থাকত। এদিন সকালেও স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলে বিমল। এই নিয়ে তুমুল বচসা বাধে দম্পতির মধ্যে। অভিযোগ, কথা কাটাকাটি হাতাহাতি পর্যন্ত গড

যৌন হেনস্থার অভিযোগ সহকর্মীর, নয়ডায় অপমানে আত্মঘাতী বহুজাতিক সংস্থার কর্তা

Image
অপমানে আত্মঘাতী স্বরূপ রাজ। যৌন হেনস্থার অভিযোগের অপমান সইতে না পেরে নয়ডায় নিজের বাড়িতে আত্মঘাতী হলেন বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা জেনপ্যাক্টের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। ৩৫ বছরের তরুণ স্বরূপ রাজ নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন সুইসাইড নোটে। যৌন হেনস্থার অভিযোগ সামনে আসার পর কিছু দিন আগেই তাঁকে সাময়িক ভাবে বরখাস্ত করেছিল জেনপ্যাক্ট। ২০০৭ সালে এক জন প্রসেস ডেভেলপার হিসেবে জেনপ্যাক্টে যোগ দিয়েছিলেন স্বরূপ। পর পর পদোন্নতির পর ২০১৫ সালে হয়েছিলেন সিনিয়র ম্যানেজার। কিছু দিন আগেইঅ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হন এই ৩৫ বছরের তরুণ। এর পরই তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন দুই মহিলা সহকর্মী। নয়ডা পুলিশ জানিয়েছে, '' অভিযোগ সামনে আসার পরই স্বরূপকে পরিচয়পত্র জমা দিতে বলেছিল তাঁর সংস্থা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর ল্যাপটপও জমা নিয়ে নেয় জেনপ্যাক্ট। তাঁকে সাময়িক ভাবে বরখাস্তও করা হয়েছিল। '' বৃহস্পতিবার নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বরূপ রাজ। অপমান সহ্য করতে না পেরেই নিজেকে শেষ করার সিদ্ধান্ত বলে সুইসাইড নোটে জানিয়েছেন এই তরুণ। স্ত্রী-র উদ্দেশে লেখা শ

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দগ্ধ কলেজছাত্রী, অবস্থা সংকটজনক

Image
বার বার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য তরুণীর গায়ে আগুন জ্বালল দুষ্কৃতী। সংকটজনক অবস্থায় দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি উত্তরাখণ্ডবাসী সেই তরুণী। পুলিশ জানিয়েছে, বছর আঠেরোর কলেজছাত্রীকে বেশ কয়েক বার প্রেম নিবেদন করেছিল ৩১ বছর বয়েসি হৃষীকেশের বাসিন্দা এক ট্যাক্সিচালক। কিন্তু তার প্রস্তাবে রাজি না হওয়া গত সোমবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে তরুণীকে সে আক্রমণ করে। তাঁর গায়ে পেট্রল ঢেলে সে আগুন জ্বেলে দেয় বলে অভিযোগ। শরীরের ৭০-৮০% অংশ দগ্ধ অবস্থায় তড়িঘড়ি তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি নিয়ে গিয়ে এইমস হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হৃষীকেশের মেডিক্যাল সুপার ব্রহ্ম প্রকাশ। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সফদরজং হাসপাতালের বার্ন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তরুণীর ফুসফুস ও মুখমণ্ডলে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। দিনের সেরা খবর এবার হোয়াটসঅ্যাপে কলেজছাত্রীটিকে প্রতিদিন অনুসরণ করতে শুরু করে ওই ট্যাক্সিচালক। সোমবার সকালে হঠাৎ তাঁর উপর সে ঝাঁপিয়ে পড়ে। জ্বলন্ত অবস্থায় আর্তনাদ করে উঠলে স্থানীয় মানুষ ছুটে এসে নিগৃহীতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাতের মুঠোয় ‘স্কিমার’, পুলিশের জালে এটিএম জালিয়াতির নয়া চক্র

Image
এবার জালিয়াতদের হাতের মুঠোয় স্কিমার। এটিএম যন্ত্রে স্কিমার বসিয়ে জালিয়াতির পুরনো পদ্ধতিকে পিছনে ফেলে অনেক দূরে এগিয়ে গেল জালিয়াতরা। হাতের মুঠোয় লুকানো স্কিমারে এটিএম কার্ডটি ছুঁইয়ে নিলেই কেল্লা ফতে। তার পর শুধু আড়চোখে পিন নম্বরটি দেখে মুখস্থ করে নেওয়ার অপেক্ষা। মুহূর্তের মধ্যে উধাও গ্রাহকের অ্যাকাউন্টের টাকা। শহরে নতুন পদ্ধতিতে এটিএমে স্কিমিং। অভিনব স্কিমার-সহ বিহারের গয়া থেকে ধরা পড়ল দুই যুবক। বুধবার গোয়েন্দাপ্রধান প্রবীণ ত্রিপাঠী জানান, সুরিন্দর সিং ও সুলতান খান নামে দু'জনকে গ্রেপ্তার করেছেন লালবাজারের গোয়েন্দারা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এমন স্কিমার, যা এটিএম যন্ত্রে বসানোর কোনও প্রয়োজন নেই। 'ম্যাগনেটিক স্ট্রিপ রিডার' বা এমএসআর নামে অভিনব এই বিদেশি স্কিমার যন্ত্রটি থাকে জালিয়াতের হাতের মুঠোয়। দু'টি পেন ড্রাইভ পাশাপাশি রাখলে যেমন দেখতে হয়, এই স্কিমারের চেহারাটি অনেকটা সেইরকম। গত কয়েক মাস আগেই স্কিমার ব্যবহার করে জালিয়াতরা শতাধিক শহরবাসীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে লাখ লাখ টাকা। এই ঘটনায় রোমানিয়ান ও নাইজেরীয় এটিএম জালিয়াতরা গ্রেপ্তার হয়েছে। এরপ

দুই তরুণীর প্রাণ বাঁচিয়ে মৃত্যুর মুখে, নৈহাটির যুবকের জন্য সাহায্যের আবেদন নেটদুনিয়ায়

Image
জীবন বাজি রেখে মৃত্যুর মুখ থেকে দুই তরুণীকে রক্ষা করেছিলেন। সেই পরিত্রাতাই এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। একেকটা দিন পেরিয়ে যাচ্ছে, যমে-মানুষে টানাটানির শেষ নেই। গত ১৩ ডিসেম্বরের পর থেকে এক সপ্তাহ নার্সিংহোমে ভরতি জীবনবাবু। তাঁর প্রাণ বাঁচাতে ২০ লক্ষ টাকার প্রয়োজন। সামান্য কেক-বিস্কুটের দোকানের মালিক জীবনবাবু ও তাঁর পরিবারের এত টাকা জোগাড় করার সামর্থ্য নেই। নৈহাটির বাসিন্দা জীবন সরকারের করুণ পরিণতিতে পাশে দাঁড়াচ্ছেন সব শ্রেণির মানুষ। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা বাকিদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আরজি জানাচ্ছেন। মানবিক আবেদনে সাড়া দিতে সবাইকে অনুরোধ করছেন তাঁর শুভাকাঙ্খীরা। নৈহাটির জীবন সরকার গত ১৩ ডিসেম্বর শ্যামনগর স্টেশনে নিজের জীবনকে বাজি রেখে কানে মোবাইল নিয়ে রেললাইন পার হওয়া দুই তরুণীকে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচান। তাঁদের ধাক্কা দিয়ে বাঁচিয়ে দিলেও নিজে সেই ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁকে বাঁচাতে হলে এই মুহূর্তে ২০ লক্ষ টাকার প্রয়োজন, যা তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। জীবন

শুধু মালিয়া নয়, মোট ৫৮ জনকে দেশে ফেরাতে সচেষ্ট কেন্দ্র

Image
দিল্লি : বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদি সহ আর্থিক প্রতারণার দায়ে অভিযুক্ত ৫৮ জনকে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। লুক আউট নোটিশ, ইন্টারপোল রেড কর্নার নোটিশের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পাশাপাশি অন্য দেশগুলির কাছে প্রত্যপর্ণের অনুরোধও করা হয়েছে। গতকাল সংসদে কেন্দ্রীয় সরকারের তরফে একথা জানানো হয়। অভিযুক্ত ৫৮ জনের মধ্যে বর্তমানে ব্রিটেন, বেলজিয়াম, ইজিপ্ট, অ্যামেরিকা, অ্যান্টিগা ও বারবুডা থেকে কমপক্ষে ১৬ জনের প্রত্যপর্ণের বিষয়টি দেখছে CBI, ED। গতকাল বিদেশমন্ত্রকের তরফে লোকসভায় এই সংক্রান্ত তথ্য জমা দেওয়া হয়। তাতে বলা হয়, অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অভিযুক্ত মধ্যস্থতাকারী গিডো হাসকে ও কার্লো জেরোসাকে দেশে ফেরানোর জন্য ফের ইট্যালির কাছে আবেদন জানানো হয়েছে। এর আগে ২০১৭ সালের নভেম্বরে জেরোসাকে দেশে প্রত্যপর্ণের আবেদন জানায় CBI। তারপর চলতি বছরের জানুয়ারিতে হাসকে প্রত্যপর্ণের আবেদন জানানো হয়। তদন্তকারীদের বক্তব্য, VVIP চপার কেলেঙ্কারিতে ক্রিশ্চিয়ান মিশেলের বক্তব্যে মিসিং লিঙ্কের হদিশ পেতে হাসকে ও জেরোসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ৫ ডিসেম্বর দুবাই থে

"মা তুমি নিয়ে যাও, নাহলে আত্মহত্যা করব"; আর্তি দুবাইয়ে বন্দী যুবকের

Image
বহরমপুর : কাজ দেওয়ার নাম করে মুর্শিদাবাদের দুই যুবককে জোর করে দুবাইতে আটকে রাখার অভিযোগ উঠল দালাল চক্রের বিরুদ্ধে। একজনের নাম সন্তু দাস। তার বাড়ি সালার থানার কাটুন্দি গ্রামে। ছেলেকে ফিরিয়ে আনতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন সন্তুর মা-বাবা। বছর ২০-র সন্তু মাধ্যমিক পাশ করার পর স্কুলে ভরতি হলেও পরে পড়াশোনা ছেড়ে দেয়। তারপর থেকে কাজের সন্ধানে ছিল। ইতিমধ্যে এক দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করে। দালালরা সন্তুকে দুবাইতে কাজের প্রতিশ্রুতি দেয়। তারপর সন্তু সহ মুর্শিদাবাদের পাঁচজনকে মুম্বই নিয়ে যাওয়া হয়। তারা হল- হরিহর বায়েন, মিরাজ মির্জা, মহম্মদ কুতুবউদ্দিন, মহম্মদ আসগর আলম। সেখান থেকে ২ ডিসেম্বর রাতে বিমানে করে পাঁচজনকে দুবাইয়ে পাঠানো হয়। অভিযোগ, দুবাই পৌঁছনোর পর সন্তু সহ আরও এক যুবকের ভিসা কেড়ে নেওয়া হয়। চারদিন রাস্তায় ফেলে রাখা হয়। তারপর একটি ঘরে নিয়ে যাওয়া হয়। বলা হয়, কাজ করতে যেতে। কিন্তু, কাজ করতে যেতে অস্বীকার করে সন্তু। তখন থেকেই তাকে সেই ঘরে আটকে রাখা হয়েছে। সন্তুর মা অঞ্জলি দাস বলেন, "প্রথম চারদিন কিছু খেতে পারেনি। পরে ছেলেকে বলে কাজ করতে যেতে। কিন্তু, ছেলে বলে এরকম কষ্টের ম

সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলায় বিস্ফোরক দাবি প্রত্যক্ষদর্শীর! উঠছে চাঞ্চল্যকর তথ্য

Image
সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলায় প্রকাশ্যে বেশ কিছু বিস্ফোরক তথ্য পেশ করলেন ঘটনার প্রত্যক্ষদর্শী। এই এনকাউন্টারকে 'ভুয়ো' দাবি করে অভিযোগ ওঠে। সেই নিয়ে দায়ের হয় মামলা। আর সেই মামলার অন্যতম প্রত্যক্ষদর্শীকে টানা ২০ দিন ধরে অত্যাচার করা হয় বলে দাবি করা হয়েছে। যার ফলে একাধিক আইপিএস ও নামী রাজনৈতিক নেতার নাম তিনি আদালতে বলতে পারেননি বলে দাবি করেন প্রত্যক্ষদর্শী। এবার ফের একবার প্রত্যক্ষদর্শীকে পুনরায় পরীক্ষা করার দাবী তুলেছেন সোহরাবুদ্দিনের সঙ্গী আজম খান ও তুলসীরাম প্রজাপতি। উল্লেখ্য, সোহরাবুদ্দিন শেখ জঙ্গি সংগঠন লস্কর -ই-তৈবার সদস্য বলে খবর ছিল গুজরাত পুলিশের কাছে। সেই তথ্য পেয়েই ২০০৫ এ এনকাউন্টার হয় সোহরাবুদ্দিনের। এরপরই দাবি ওঠে, এই এনকাউন্টার 'ভুয়ো'। সেই নিয়ে দায়ের হয় মামলা। মামলায় আজম খান অভিযুক্ত হিসাবে এক অবসরপ্রাপ্ত আইপিএস-এর নাম বলেন। তবে বাকিদের নাম তিনি আতঙ্কের বশে বলেননি বলে দাবি করা হয়। তাঁকে রাজস্থান পুলিশের তরফেও হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেন আজম খান। উল্লেখ্য, সোহরাবুদ্দিন এনকাউন্টার কাণ্ডে অভিযুক্তের তালিকায় ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহও। ঘটনায় ২০১০ সাল

বাইক নিয়ে ভলভোর নীচে ঢুকে গেলেন রেল কর্মী, পিষে দিল বাস

Image
মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক রেল কর্মী। মৃতের নাম সন্দীপ ব্যানার্জি। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আসানসোলে। এদিন সকালে আসানসোল কোর্ট মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। কলকাতাগামী একটি ভলভো বাস পিষে দেয় ওই রেল কর্মীকে। জানা গিয়েছে, সন্দীপ ব্যানার্জি নামে ওই রেল কর্মী অন্ডালে কর্মরত ছিলেন। রোজের মত এদিন সকালেও অফিস যাওয়ার জন্য বেরিয়েছিলেন তিনি। নিজের বাইকে করেই রোজ অফিস যেতেন। এদিনও বাইক নিয়ে বেরিয়েছিলেন তিনি। আসানসোল কোর্ট মোড়ের কাছে একটি ভলভো বাস সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে সন্দীপবাবুর। বাইক নিয়ে বাসের নীচে ঢুকে যান তিনি। বাস পিষে দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্দীপ ব্যানার্জির। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটে।

কেওয়াইসি জমার নামে টাকা গায়েব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে

Image
পেটিএম-এর কেওয়াইসি জমা দেওয়ার ফাঁদে পা দিয়ে ব্যাঙ্ক প্রতারণার স্বীকার হলেন এক যুবক। সুব্রত দাস নামে ওই যুবক হুগলীর চন্দননগরের ৮ নম্বর ওয়ার্ডের নাড়ুয়া পঞ্চাননতলার বাসিন্দা। সুব্রত দাস জানিয়েছেন, তিনটি অচেনা নম্বর থেকে তিনবার ফোন আসে তাঁর মোবাইলে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে রাজকুমার বলে পরিচয় দেন। তাঁকে বলেন, পেটিএম-এর জন্য কেওয়াইসি জমা নেওয়া হচ্ছে। সেইজন্য আধার ও প্যান কার্ডের তথ্য লাগবে। অজ্ঞাতপরিচয় রাজকুমারের ফাঁদে পা দিয়ে ওই ব্যক্তিকে নিজের আধার ও পান কার্ডের তথ্য দিয়ে দেন সুব্রত। আর তারপরই ঘটে বিপত্তি। আধঘণ্টার মধ্যে মধ্যে ৩টি মেসেজ আসে সুব্রত দাসের মোবাইলে। দেখা যায়, ৩ বারে মোট ৪০ হাজার ৪৮৩ টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে। এরপরই সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের চন্দননগর শাখার সঙ্গে যোগাযোগ করেন সুব্রত দাস। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

কর্নাটকে দাস প্রথা! ৫২ জন আদিবাসীকে আটকে রেখে চাবুকপেটা, যৌন নির্যাতন

Image
১৯ ঘণ্টা কঠোর পরিশ্রম। বিনিময়ে শুধু দু'বেলা কোনওক্রমে ক্ষিদে মেটানোর মতো খাবার। রাত কাটানো আরও ভয়ঙ্কর। ছোট্ট একটি চালাঘরে গাদাগাদি করে ৫০-৫২ জন। বাইরে থেকে তালাবন্ধ। ভিতরের এক কোণে একটি গর্ত। টয়লেটের ব্যবস্থা সেটাই। বাইরে প্রহরায় চার রক্ষী। কাজে ফাঁকি বা পালানোর চেষ্টা করলেই জুটত চাবুক দিয়ে নির্মম প্রহার। মহিলাদের যৌন অত্যাচার। মধ্যযুগীয় দাসপ্রথাকেও কার্যত হার মানানো হাড় হিম করা নির্যাতনের এই ঘটনা কর্নাটকের হাসান এলাকার। ৫২ জন আদিবাসী ও দলিতকে উদ্ধারের পর পুলিশ প্রশাসনের কর্তাদেরও কার্যত চোখ কপালে উঠেছে। উদ্ধার ৫২ জনের মধ্যে ১৬ জন মহিলা এবং চার জন শিশুও রয়েছে। বেশিরভাগই কর্নাটকের বাসিন্দা হলেও কয়েক জনের বাড়ি সংলগ্ন রাজ্য তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে। সবচেয়ে প্রবীণ বৃদ্ধার বয়স ৬২ বছর। আর সবচেয়ে ছোট বছর ছয়েকের দুই শিশু। কেউ তিন বছর, কেউ বা তার কম সময় ধরে নির্যাতনের শিকার। ঘটনা সামনে এসেছে নাটকীয় ভাবে। ওই শেডে বন্দি এক শ্রমিক কোনওক্রমে রক্ষীদের নজর এড়িয়ে ১২ ফুট উঁচু পাঁচিল টপকে পালান। থানায় গিয়ে আর্জি জানান সাহায্যের। রবিবার পুলিশ ওই খামারবাড়িতে অভিযান চালায়। উদ্ধার হয় ওই ৫২ জন। তা

নেশার টাকা না দিতেই স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল স্বামী!

Image
নেশা করার টাকা না দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে খুন করল স্বামী। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এরপরই মৃতার দেহ নিয়ে থানায় বিক্ষোভ দেখান পরিজনরা। ঘটনাটি বীরভূমের নানুরের। নানুরের পাপুরি গ্রামের আর্জিনা বিবির সঙ্গে বছর দুয়েক আগে বিয়ে হয় বোলপুরের দর্জিপটির বাসিন্দা চাঁদ শেখের। দম্পতির ৭ মাসের একটি পুত্র সন্তানও রয়েছে। মৃতার বাবা আজিদ খানের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য আর্জিনার উপর অত্যাচার শুরু করে স্বামী চাঁদ শেখ সহ শ্বশুরবাড়ির বাকি লোকেরা। অভিযোগ, চাঁদ শেখ বিভিন্ন রকম নেশা করত। আর প্রতিদিন সেই নেশার টাকা চাইত আর্জিনার কাছে। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। এরপরই ৭ ডিসেম্বর চাঁদ শেখ আর্জিনার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। তারপর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন আর্জিনা। বেশ কয়েকদিন ধরে যমে মানুষে টানাটানি চলে। কিন্তু শেষপর্যন্ত জীবনযুদ্ধে হার স্বীকার করে নেন আর্জিনা। মঙ্গলবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়  আর্জিনা বিবির। এই ঘটনায় মৃতার পরিবারের তরফে স্বামী চাঁদ শেখ সহ শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার

লোকেশান শেয়ার সহজ হল গুগল ম্যাপসে

Image
সাম্প্রতিক আপডেটে দিল্লিতে আটো ভাড়া অগ্রিম জানাতে শুরু করেছে গুগল ম্যাপস। তবে কয়েকটি দেশের একই আপডেটে নতুন একটি ফিচার যোগ হয়েছে। সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে বড় কোন পরিবর্তন না এলেও অ্যানড্রয়েড ফোনকে স্লো করে দেওয়ার সমস্যার সমাধান হয়েছে এই আপডেটে। সম্প্রতি প্লে স্টোরে গুগল ম্যাপস ভার্সান ১০.৬.১ আপডেট পৌঁছেছে। নতুন আপডেটে শেয়ারিং মেনুতে পরিবর্তন এসেছে। আগে এই শেয়ার অপশান ট্যাপ করলে সোশ্যাল আইকনগুলি আসতে বেশ সময় লেগে যেত। নতুন আপডেটে শেয়ার বাটনে ট্যাপ করলে নিমেশে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আইকনগুলি স্ক্রিনে চলে আসছে। নতুন ডিজাইনে থাকছে শেয়ারিং বাটনগুলির লেআউট বদল করে যোগ হয়েছে সম্পূর্ণ নতুন ডিজাইন। এখানে উপরে জনপ্রিয় কনট্যাক্টগুলি থাকবে আর নীচে থাকবে বিভিন্ন সোশ্যাল অ্যাপের আইকন। এর ফলেই আগের থেকে অনেক দ্রুত লোড হবে শেয়ারিং অপশান। এছাড়াও শেয়ার শিটে আগের তুলনায় রাউন্ডেড কর্ণার যোগ হয়েছে। সেখানে উপরে নাম ও নীচে ফোন নম্বর যোগ করার অপশান থাকছে। এই শিটের উপরে রয়েছে আলাদা লোকেশান বাটন। এই বাটনে ক্লিক করেই গুগল ম্যাপস থেকে লোকেশান শেয়ার করা যাবে। আপাতত সীমিত কিছু দেশে এই ফিচার লঞ্চ হয়েছে।

ভাগাড়ের স্থানান্তর, নতুন ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে

Image
কল্যাণী-দমদম এক্সপ্রেসওয়ের দুই ধার যেন এখন এক ভাগাড়। এক্সপ্রেসওয়ে সংলগ্ন পঞ্চায়েত থেকে পৌরসভার বিভিন্ন জায়গার আবর্জনা ফেলা হচ্ছে এই হাইওয়ের দু'ধারে। তবে কলকাতায় ভাগাড় কান্ডের পর থেকে এক্সপ্রেসওয়ের দুধারের আবর্জনার উৎপাত যেন বেড়েই চলছে। গোদের উপর বিষফোঁড়ার মতো রয়েছে মৃত জীবজন্তুর দেহ। রাতের অন্ধকারে কে বা কারা যে গরু, ছাগল, কুকুর, বেড়াল থেকে শুরু করে যে কোন মৃত জীবজন্তুর দেহ ফেলে দিয়ে যাচ্ছে এক্সপ্রেসওয়ের ধারে, তা জানা নেই প্রশাসনের। ফেলে যাওয়া সেই মৃতদেহ পচে গিয়ে দুর্গন্ধ বের হয়ে দূষণ ছড়াচ্ছে, হচ্ছে দৃশ্য দূষণও। নিত্যযাত্রীরা নাকে রুমাল চাপা দিয়ে রাস্তা পারাপার করছেন। কাঁচড়াপাড়া থেকে নিমতা দীর্ঘ ৩০ কিমি রাস্তার প্রতিদিনই একই দৃশ্য নজরে পড়ছে তাঁদের। নিত্যযাত্রী শিবু দাসের অভিযোগ, রাতের অন্ধকারে কারা এই পশুদের মৃতদেহ রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে তা বুঝে উঠতে পারছে না প্রশাসন। মাস ছয়েক আগে ভাগাড় কান্ডের সূত্রপাত। কলকাতা সহ জেলার বিভিন্ন ভাগাড়ে ফেলে দেওয়া জীবজন্তুর পচা দেহাবশেষ রাতারাতি উধাও হয়ে যাচ্ছিল। আর সেই পচে যাওয়া দেহাবশেষই পৌঁছে যাচ্ছিল নামিদামী রেস্তোরাঁয়। জেলাগুলির মধ্যে উত্তর ২

জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি !

Image
শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। আজ ২২ বছর পর ফের রাষ্ট্রপতি শাসন জারি হলো জম্মু কাশ্মীরে। যা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সই করা আদেশের জোরে বলবৎ হবে আজ মধ্যরাত্রি থেকেই, জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। উল্লেখ্য, জম্মু কাশ্মীরে রাজ্যপালের শাসনের অবসান ঘটেছে ১৯ ডিসেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয় সোমবার রাতেই। সিদ্ধান্তের ভিত্তি ছিল রাজ্যপাল সত্যপাল মালিকের পাঠানো একটি রিপোর্ট, যাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করার পরামর্শ দেওয়া হয়। এই ঘোষণার ফলে রাজ্য বিধানসভার সমস্ত ক্ষমতা এবার ন্যস্ত থাকবে রাজ্যপালের ওপর। উল্লেখ্য, গত জুন মাসে বিজেপি-পিডিপি জোট ভেঙে যাওয়ার পর জম্মু কাশ্মীরে রাজ্যপালের শাসন কায়েম হয়। গত মাসে অর্থাৎ নভেম্বরে রাজ্যপাল মালিক বিধানসভা ভেঙে দেন এই বলে যে "বিরোধী মতাদর্শের রাজনৈতিক দল জোট বেঁধে কখনও স্থিতিশীল সরকার গঠন করতে পারে না"। এই মন্তব্যের প্রেক্ষিত ছিল মেহবুবা মুফতির পিডিপি এবং সাজ্জাদ লোনের পিপলস কনফারেন্সের যৌথভাবে রাজ্যে সরকার গঠনের দাবি। এই মাসের ১১ তারিখে সুপ্রিম কোর্টে রাজ্যপালের বিধানসভা ভেঙে দেওয়ার সি

‌কমছে জিএসটি, কোন দ্রব্যের দাম কমল?‌

Image
মঙ্গলবারই ৯৯ শতাংশ জিনিসের জিএসটি কমানোর ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেটা চূড়ান্ত করতে শনিবারই জিএসটি কাউন্সিলের বৈঠক বসছে। সূত্রের খবর ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, ডিজিটাল ক্যামেরা সহ একাধিক বিলাবহুল সামগ্রিস জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হবে। এমনকী ১৮ শতাংশের কমও হতে পারে জিএসটি। এতে দাম কমতে পারে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, ওয়াটার হিটার, রং, পারফিউম, ট্রাক্টর, অটো পাক্টস, অ্যাক্সেসারিজ সহ একাধিক জিনিসের। এরসঙ্গে দাম কমতে পারে ভ্যাকিউম ক্লিনারস, শেভার্স, হেয়ার ক্লিপ, সিমেন্ট, পুট্টি, বার্নিস, মার্বেলেরও। তবে লাক্সারি অটোমোবাইলস, ইয়ট, প্রাইভেট এয়ারক্রাফট, সিগারেট, পান মশলা, তামাকজাত দ্রব্য, নরম পানীয়ের জিএসটি ২৮ শতাংশই থাকছে বলে জানা গিয়েছে। বিরোধীরা মনে করছেন ২০১৯–এর লোকসভা নির্বাচনের আগে জনগণের মন জয় করতেই মোদি এই নয়া চাল। কারণ ক্ষমতায় আসার পর থেকে জনমোহিনী একাধিক প্রতিশ্রুতি দিলেও মোদি যে কার্যত তার কিছুই পূরণ করেননি তা প্রকাশ্যে এসে গেছে। যার ফল পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিলক্ষণ বুঝতে পেরেছে বিজেপি। ৯৯ শতাংশ জিএসটির হার কমিয়ে তাই আবারও

২৬ মে হতে চলেছে রাজ্য জয়েন্ট পরীক্ষা

Image
কলকাতা : রাজ্য জয়েন্ট পরীক্ষা (WBJEE) হবে ২০১৯ সালের ২৬ মে। গতকাল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত দিন ঘোষণা করা হয়। অনলাইনে পরীক্ষার ফি সহ আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। চলবে ২২ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আর আবেদনপত্রে কোনও ত্রুটি থাকলে তা সংশোধন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমপত্রের বিষয় অঙ্ক ও দ্বিতীয়পত্রের বিষয় পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা। প্রথমপত্র সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও দ্বিতীয়পত্র দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। অ্যাডমিট কার্ড প্রকাশের সম্ভাব্য তারিখ ১৪ মে। সম্ভাব্য ফল প্রকাশের দিন ২ জুলাই। রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান এবং সেল্ফ ফাইন্যান্সিং প্রতিষ্ঠানগুলিতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারের স্নাতক কোর্সে ভর্তি হওয়ার জন্য এই প্রবেশিকা পরীক্ষাটি নেওয়া হয়। এই বছর জয়েন্ট পরীক্ষার ফল প্রকাশের দিন বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছিলেন, আগামী বছরের পরীক্ষার সম্ভাব্য তারিখ ২১ এপ্রিল। এরপর ১২ ডিসেম্বর একটি বি

২৯ ডিসেম্বর যাত্রা শুরু ট্রেন ১৮

Image
নয়াদিল্লি: গতির পরীক্ষায় সবাইকে পিছনে ফেলে দিয়েছে৷ এবার ময়দানে নেমে ছোটার পালা৷ সব কিছু ঠিকঠাক থাকলে ২৯ ডিসেম্বর হতে চলেছে ভারতীয় রেলের ইতিহাসে এক ঐতিহাসিক দিন৷ ওই দিন থেকে রেললাইনে দুরন্ত গতিতে ছোটা শুরু করবে দেশের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেন- ট্রেন ১৮৷ ফিনান্সিয়াল এক্সপ্রেসের খবর অনুযায়ী, ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধন করবেন৷ দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন চলবে দিল্লি-বারাণসী রুটে৷ উদ্বোধনী অনুষ্ঠানটি দিল্লিতে হবে নাকি প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীতে হবে তা এখনও ঠিক হয়নি৷ শতাব্দী এক্সপ্রেস চালুর ৩০ বছর পর ভারতীয় রেলে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে৷ ভারতীয় রেল আগেই সিদ্ধান্ত নিয়েছিল শতাব্দী ও রাজধানী এক্সপ্রেস বন্ধ করে তার জায়গায় দুটি নতুন আনার৷ সেই মতো শতাব্দী এক্সপ্রেসের উত্তরসূরি হল ট্রেন ১৮৷ রাজধানীর উত্তরসূরি হবে ট্রেন ২০৷ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন দুটি তৈরি হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে৷ তাদের দাবি, এই ট্রেন দুটি ভারতীয় প্রযুক্তিতে তৈরি৷ ফলে খরচ হয়েছে অনেক কম৷ ট্রেনে চেয়ার কার কোচ থাকবে৷ ১৩৪ জন যাত্রী ট্র

মোদীর ঘুম ভাঙাতে আরও এক পদক্ষেপ রাহুলের দলের, এবার রাজস্থানে মকুব কৃষিঋণ

Image
নির্বাচনের আগে রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় অলে কৃষি ঋণ মকুব করার। সেইমতো মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই কমলনাথ কৃষি ঋণ মকুব করেছিলেন। তারপর ছত্তিশগড়ে কষিঋণ মকুব করেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বুধবার রাজস্থানের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দু-লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করা হচ্ছে। এ জন্য রাজস্থান সরকার ১৮ হাজার কোটি টাকা মকুব করে দিল কৃষকদের। একইসঙ্গে এই ঘোষণার সঙ্গে সঙ্গে ক্ষমতায় আসায় তিন রাজ্যেই ঋণ মকুব করে বিজেপি সরকার তথা মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করল। শপথ নেওয়ার পর প্রথমে যে ফাইলে সই করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ তা হল কৃষকদের ঋণ মকুবের ফাইল। ২ লক্ষ টাকা পর্যন্ত রাজ্যের সমস্ত কৃষকের ঋণ মকুব করে দেওয়া হয়। তারপরই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এবং সবশেষে রাজস্থানের মুখ্যমন্ত্রী কৃষিঋণ মকুব করে দিল। রাহুলের এই চাপের ফলে অসমের বিজেপি সরকার ও গুজরাটের সরকারেও কৃষি ঋণ আংশিক মকুব করতে বাধ্য হয়। এরপর রাহুল টুইট করে, বিজেপিশাসিত রাজ্য সরকারের ঘুম ভাঙিয়েছি, এবার মোদীজ

ভারতের বিরুদ্ধে ৪৯২ কোটি টাকার মামলায় হার, মাথায় হাত পাকিস্তানের

Image
নিজেদের অস্ত্র বুমেরাং হয়ে আঘাত হানল পাকিস্তানের উপর। আর সেই অস্ত্রের ঘায়ে আপাতত যন্ত্রণায় ছটফট করছেন ইমরান খানের দেশের ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের বিরুদ্ধে ৪৯২ কোটি টাকার মামলা করেছিল পাক ক্রিকেট বোর্ড। সেই মামলায় হেরে এখন তাঁদের কার্যত কোনঠাঁসা অবস্থা। আইসিসির তরফে বলা হয়েছে, বিসিসিআই-এর আইনি খরচের ৬০ শতাংশ দিতে হবে পাক বোর্ডকে। ৭০ মিলিয়ন ডলার-এর মামলা করে শেষপর্যন্ত নিজেদেরকেই এভাবে ফেঁসে যেতে হবে, তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি পাক বোর্ডের কর্তারা। ২০১৪ সালে ভারত-পাকিস্তান দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে মউ চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির শর্ত মেনে ভারতীয় বোর্ড তাদের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলছে না। এমনটাই অভিযোগ করেছিল পাক বোর্ড। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এতটাই জটিল আকার নিয়েছিল যে ভারত কোনওভাবেই পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলত রাজি হয়নি। ফলে সিরিজ বাতিল হওয়ায় তাদের বড়সড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল। এমনটাই অভিযোগ জানিয়েছিল পিসিবি। তারই পরিপ্রেক্ষিতে ০ মিলিয়ন ডলার-এর মামলা করে তারা। কিন্তু আইসিসির ডিসপুট প্যানেল শেষমেশ পিসিবির অভিযোগ খারিজ করে দেয়। তার পর

শ্বশুরকে অপহরণ করে ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ধৃত জামাই

Image
তপন দাস এবং প্রদীপ ঘোষ (ডান দিকে)। প্রথমে নিজের অপহরণের গল্প ফেঁদে টাকা আদায়ের চেষ্টা। পরে শ্বশুরকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ধৃতের নাম প্রদীপ ঘোষ। তিনি দুর্গাপুরের বেনাচিতি গোঁসাইপাড়ার বাসিন্দা। বুধবার বালি থানায় প্রদীপবাবুর স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, সাত বছর আগে রান্নার মশলার ব্যবসায়ী প্রদীপবাবুর সঙ্গে দুর্গাপুর স্টিল প্লান্টের অবসরপ্রাপ্ত কর্মী, রামকৃষ্ণপল্লির বাসিন্দা তপন দাসের বড় মেয়ে ছন্দবাণীর বিয়ে হয়। দম্পতির একটি ছ'বছরের মেয়েও রয়েছে। ছন্দবাণীর দাবি, কয়েক জন বন্ধুর সঙ্গে মিলে প্রদীপ চার বছর আগে চাকরি দেওয়ার একটি সংস্থা খুলেছিলেন। তাঁর অভিযোগ, ''দুর্গাপুর, মুর্শিদাবাদ, কলকাতার অনেক ছেলেমেয়ের থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে তারা প্রতারণা করে। এ ভাবে এক কোটি টাকা প্রতারণা করে পালিয়ে বেড়াচ্ছিল।'' ছন্দবাণী জানান, গত ২৭ নভেম্বর থেকে প্রদীপ আচমকা গায়েব হয়ে যান। তাঁকে অপহরণ করা হয়েছে বলে প্রদীপের একটি ফোনও আসে ছন্দবাণীর কাছে। প্রদীপের মুক্তির দাবিতে ৬০ লক্ষ টাকা চেয়ে