মোদীর ঘুম ভাঙাতে আরও এক পদক্ষেপ রাহুলের দলের, এবার রাজস্থানে মকুব কৃষিঋণ


নির্বাচনের আগে রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় অলে কৃষি ঋণ মকুব করার। সেইমতো মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই কমলনাথ কৃষি ঋণ মকুব করেছিলেন। তারপর ছত্তিশগড়ে কষিঋণ মকুব করেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

বুধবার রাজস্থানের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দু-লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করা হচ্ছে। এ জন্য রাজস্থান সরকার ১৮ হাজার কোটি টাকা মকুব করে দিল কৃষকদের। একইসঙ্গে এই ঘোষণার সঙ্গে সঙ্গে ক্ষমতায় আসায় তিন রাজ্যেই ঋণ মকুব করে বিজেপি সরকার তথা মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করল।

শপথ নেওয়ার পর প্রথমে যে ফাইলে সই করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ তা হল কৃষকদের ঋণ মকুবের ফাইল। ২ লক্ষ টাকা পর্যন্ত রাজ্যের সমস্ত কৃষকের ঋণ মকুব করে দেওয়া হয়। তারপরই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এবং সবশেষে রাজস্থানের মুখ্যমন্ত্রী কৃষিঋণ মকুব করে দিল। রাহুলের এই চাপের ফলে অসমের বিজেপি সরকার ও গুজরাটের সরকারেও কৃষি ঋণ আংশিক মকুব করতে বাধ্য হয়। এরপর রাহুল টুইট করে, বিজেপিশাসিত রাজ্য সরকারের ঘুম ভাঙিয়েছি, এবার মোদীজির ঘুম ভাঙিয়ে ছাড়ব।

উল্লেখ্য, সব রাজ্যেই নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেন। প্রতিশ্রুতি দেন, সরকারে এলে ১০ দিনের মধ্যে রাজ্যের কৃষকদের ঋণ মকুব করে দেবে কংগ্রেস সরকার। একদিনে কৃষিঋণ মকুব করে রাহুল পাল্টা দেন, ১০ দিন লাগল না, একদিনেই ঋণ মকুব করে দিলাম আমরা। অর্থাৎ সরকারে এসেই ১০ গুণ কাজ করে দিলেন তাঁরা।