Posts

Showing posts from January 13, 2019

শারজায় পরিত্যক্ত জাহাজে আটক ৮ ভারতীয়, সাহায্যের আর্তি

Image
আরব দেশের উপকূলে আটক আট ভারতীয়। টাকা-পয়সা নেই, আটক করা হয়েছে তাঁদের পাসপোর্টও। এই অবস্থায় অত্যন্ত দুর্দশার সঙ্গে দিন কাটছে এই নাবিকদের। সেখান থেকে তাঁদের উদ্ধার করার জন্য আবেদন জানিয়েছেন আটক ভারতীয়রা। শারজায় এমভি আজরাকমোয়া নামের জাহাজে গত ৩৩ মাস ধরে কার্যত বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন মোট ১০ জন নাবিক। তাঁদের মধ্যে আটজন ভারতীয়। বাকি দু-জনের মধ্যে একজন সুদান, অন্যজন তানজানিয়ার বাসিন্দা। এই আট ভারতীয় নাবিকের মধ্যে নস্কর সৌরভ নামে একজন বাঙালিও রয়েছেন। বাকি সাতজন হলেন অন্ধ‌্রপ্রদেশের রমেশ গাডেলা, ইয়াল্লা রাও চেক্কা, তামিলনাড়ুর ক্যাপ্টেন আয়াপ্পান স্বামীনাথন, ভারত হরিদাস, গুরুনাথন গনেশন, উত্তরপ্রদেশের অলোক পাল এবং অসমের রাজীব আলি। ২০১৬-র ১৫ এপ্রিল জাহাজটিকে আটক করে ইউএই-র উপকূলরক্ষী বাহিনী। নাবিকদের পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়। মুম্বইয়ের রসিয়া শিপিং সার্ভিস নামে যে কোম্পানির সঙ্গে তাঁরা যুক্ত, তারা আর্থিক অনটনের দোহাই দিয়ে বেশ কয়েক মাস ধরে টাকা-পয়সা পাঠানো বন্ধ কর দিয়েছে। এমনকি ভারতীয় দূতাবাসও তাঁদের বিশেষ সাহায্য করছে না বলে অভিযোগ। বাড়িতে টাকা পাঠাতে না পারায় এদের পরিবারের অবস্থাও তথৈবচ। এই

সার্ভারে হানা দিয়ে আফ্রিকার এই দেশের টেলিকম পরিষেবা বিপর্যস্ত করল হ্যাকার

Image
যেকোনও ব্যবসায় প্রতিযোগিতায় যে কতটা ভয়ংকর তার জলজ্যান্ত প্রমাণ লাইবেরিয়ার এই ঘটনা৷ গোটা দেশজুড়ে একটি টেলিকম সংস্থার সার্ভার হ্যাকিংয়ের অপরাধে সম্প্রতি একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে লাইবেরিয়ার একটি আদালত৷ জানা গিয়েছে, একটি টেলিকম সংস্থার কাছ থেকে টাকা নিয়ে প্রতিপক্ষ টেলিকম সংস্থার বিভিন্ন তথ্য হ্যাক করেছে অভিযুক্ত৷ এবং একটানা চারমাস বিভিন্ন ভাবে ওই সংস্থার উপভোক্তাদের যোগাযোগ ব্যাহত করেছে সে৷ পুলিশ সূত্রে খবর, ২০১৬-র অক্টোবরে বছর ত্রিশের ড্যানিয়েল কায়কে নিয়োগ করে লাইবেরিয়ার একটি টেলিকম সংস্থা৷ সংস্থার তরফ থেকে তাকে বলা হয়, প্রতিপক্ষ সংস্থার সার্ভার হ্যাক করতে হবে৷ যেন-তেন-প্রকারেণ তাঁদের লোকসান করাতে৷ বিনিময়ে কায়কে ৩০ হাজার মার্কিন ডলার পারিশ্রমিকও দেয় ওই সংস্থাটি৷ পুলিশ জানিয়েছে, ২০১৬ অক্টোবর থেকে ২০১৭-র ফেব্রুয়ারি পর্যন্ত একটানা চার মাস ওই সংস্থার সার্ভার হ্যাক করেছে ড্যানিয়েল কায়৷ বিভিন্ন রকম ভাবে উপভোক্তাদের কানেকশনে বাধার সৃষ্টি করেছে সে৷ বন্ধ করে দেয় ওই সংস্থার ই্টারনেট পরিষেবা৷ ফলে বাধ্য হয়ে উপভোক্তারা ওই সংস্থার কানেকশন ত্যাগ করেন৷ কার্য

জিও-কে টেক্কা দিতে এক বছরের জন্য আকর্ষণীয় অফার ভোডাফোনের

Image
জিও আসার পর থেকেই, প্রতিযোগিতার বাজারে কার্যত ভোল বদলে গিয়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলির৷ কারণ, শুরু থেকেই একের পর এক নিত্যনতুন অফার ও প্ল্যানের মাধ্যমে দেশের বেশিরভাগ গ্রাহকের মন জয় করেছে মুকেশ আম্বানির সংস্থা৷ ভয়েস কল থেকে শুরু করে ইন্টারনেট ডেটা সবক্ষেত্রেই ভোডাফোন, এয়ারটেল-সহ অন্যান্যদের পিছনে ফেলে দিয়েছে তাঁরা৷ তরতরিয়ে এগিয়ে চলেছে জিও৷ সম্প্রতি ১৬৯৯ টাকায় এক বছরের একটি লোভনীয় অফার বাজারে এনেছে সংস্থাটি৷ যা আবারও রাতের ঘুম কেড়ে নিয়েছে অন্যান্যদের৷ জিও-র তুলনায় পিছিয়ে থাকতে নারাজ ভোডাফোন৷ তাই, নয়া প্ল্যানের সাহায্যে বাজার মাতানোর কৌশল নিয়েছে সংস্থাটি৷ ১৬৯৯ টাকার প্ল্যানে এক বছরে জন্য আনলিমিটেড ভয়েজ কল, ডেটা ব্যবহারের সুযোগ করে দিয়েছে জিও৷ তাঁদের সঙ্গে পাল্লা দিতে বিশেষ অফার এনেছে বিএসএনএল-ও৷ ১৩১২ টাকায় আনলিমিটেড ভয়েস কল, মেসেজ এবং ৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ করে দিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে পিছিয়ে থাকতে নারাজ ভোডাফোন৷ এবার তারাও বাজারে আনল একটি প্ল্যান৷ ১৪৯৯ টাকার একটি অফার নিয়ে এসেছে সংস্থাটি। যার সাহায্যে এক বছরের আনলিমিটেড ভয়েস কল ও মেসেজ করার সুযোগ পাবেন

বিনামূল্যে WBCS পরীক্ষার কোচিং দিতে ‘লক্ষ্যভেদ’ ঝাড়গ্রাম পুলিশের

Image
ঝাড়গ্রাম: বেসরকারি কোচিং সেন্টারে WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার কোচিংয়ের জন্য বড় অঙ্কের টাকা নেওয়া হয়। নিম্ন মধ্যবিত্ত এবং গরীব বাড়ির ছেলেমেয়েদের ইচ্ছে থাকলেও তাই কোচিংয়ের সুবিধা নিতে পারেন না। এবার দুস্থ কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের চাকরি পেতে সাহায্যের উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য 'লক্ষ্যভেদ' নামের একটি কোচিং শুরু করতে চলেছে তারা। সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে এই মর্মে একটি বিজ্ঞাপন দিয়ে আবেপত্র চাওয়া হয়েছে ঝাড়গ্রাম পুলিশের পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়াতে দেওয়া বিজ্ঞাপনটিতে WBCS, SSC, PSC, Rail, সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। 'লক্ষ্যভেদ'-এ প্রশিক্ষণের সুযোগ নেওয়ার জন্য একটি প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষাটি ১৫/০১/২০১৯ মঙ্গলবার বিকেল চারটের সময় অনুষ্ঠিত হবে। বিনপুর PS (পরীক্ষাকেন্দ্র-১) বেলাবেড়িয়া PS (পরীক্ষাকেন্দ্র-২)। এই পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন করতে হবে www.jhargrampolice.in থেকে। আবেদন করার শেষ তারিখ ১৪/০১/২০১৯। এ

স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেটে বিশাল ছাড় নিয়ে আসছে অ্যামাজন

Image
ফিরে এসেছে অ্যামাজন 'দ্য গ্রেট ইন্ডিয়ান সেল'। ২০ থেকে ২৩ জানুয়ারি এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ সহ একাধিক গ্যাজেটে বিশাল ছাড় নিয়ে আসছে ই-কমার্স পোর্টাল। এই সেলে অ্যামাজনের ১৭ কোটি প্রোডাক্টে ছাড় পাওয়া যাবে। 'দ্য গ্রেট ইন্ডিয়ান সেল' এ স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেট সহ হোম অ্যাপলায়েন্স সহ একাধিক প্রোডাক্টে ছাড় দেবে অ্যামাজন। অ্যাপেল, ওয়ানপ্লাস, ডেল, অনর, রিয়েলমি, স্যামসাং, পিউমা, ভেরো মোডা, ফাস্ট্র্যাক টাইমেক্স, স্কাইব্যাক সহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের প্রোডাক্টে আকর্ষনীয় ছাড় পাওয়া যাবে। অন্যান্য প্রোডাক্ট ছাড়াও কোম্পানির নিজস্ব একো স্পিকার ও কিন্ডেলে বিশেষ ছাড় দেবে অ্যামাজন। এই প্রোডাক্টগুলিতে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ওয়েবসাইটে অ্যামাজন জানিয়েছে এই সেলে ল্যাপটপে ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও এক্সটারনাল হার্ড ড্রাইভে ৬০ শতাংশ ছাড় মিলবে। এছাড়াও রেফ্রিজারেটারে ৩৫,০০০ টাকা পর্যন্ত ও তিভিতে ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এয়ার কন্ডিশানারে থাকছে ২৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। HDFC ব্যাঙ্ক গ্রাহকরা অ্যামাজন 'দ্য গ্রেট ইন্ডিয়ান সেল' এ অতিরিক্ত ১০

'জোর করে সুন্দরী স্ত্রীর সঙ্গে বিকৃত যৌনসম্পর্ক করতাম', আদালতে কবুল স্বামীর

Image
পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ায় স্ত্রী ও দুই কন্যা সন্তানের উপর অ্যাসিড হামলার ঘটনায় অভিযুক্ত স্বামী দীনেশ মান্নাকে পুলিস হেফজতের নির্দেশ দিল আদালত। ৫ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি, ধৃত দীনেশ মান্নার দাদা খোকন মান্নাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পারিবারিক অশান্তির জেরে শুক্রবার স্ত্রী ও দুই মেয়ের ওপর অ্যাসিড হামলা করে দীনেশ। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দুই কন্যা সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন দীনেশ স্ত্রী। সন্তানদের বড় করতে কলকাতায় কাজ নেন তিনি। স্ত্রী বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকে বেশ কয়েকবার তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন দীনেশ। কিন্তু স্বামীর অনুরোধকে আর আমল দেননি গৃহবধূ। আর তাতেই ক্ষোভ বাড়তে থাকে। শেষে শুক্রবার শ্বশুরাবাড়ি গিয়ে স্ত্রীর উপর চড়াও হয় দীনেশ। অ্যাসিড ছুঁড়ে মারে স্ত্রীর মুখে। অ্যাসিড হামলায় জখম হয় ৬ বছর ও ১ বছরের দুই মেয়েও। ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্ত স্বামী দীনেশ মান্না। পরে তল্লাশি চালিয়ে শনিবার তাকে গ্রেফতার করে পুলিস। গ্রেফতার করা হয় দীনেশের দাদা খোকনকেও। এদিন ধৃতদের কাঁথি আদালতে তোলা হয়। আদালতে দীন

নয়াদিল্লির ইন্ডিয়া গেটে শোনা গেল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান

Image
'পাকিস্তান জিন্দাবাদ'। রবিবার সাতসকালে এই স্লোগান ঘিরে রীতিমতো হুলস্থুল পড়ে গেল। আর হইচই তো পড়ারই কথা। কারণ, পাকিস্তানের 'জয়ধ্বনি' ওয়াঘার ওপারে নয়, শোনা গিয়েছে এপারে। তাও আবার ভারত সরকারের নাকের ডগায়। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির ইন্ডিয়া গেটের সামনে। যেখান থেকে রাষ্ট্রপতি ভবন, সাউথ ব্লক, নর্থ ব্লক আর  সংসদভবন খুব বেশি দূরে নয়। ফলে এমন একটি হাই-সিকিউরিটি জোনে ছুটির সকালে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান শুনে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের মধ্যে কয়েকজন জানিয়েছেন, রবিবার সকালে তখন একটু একটু করে ভিড় জমতে শুরু করেছে ইন্ডিয়া গেটের সামনে। তখনই হঠাত্ শোনা যায় একজন মহিলা 'পাকিস্তান জিন্দাবাদ' বলে চেঁচাচ্ছেন। ইন্ডিয়া গেটের সামেন কেন এমন স্লোগান? এই প্রশ্নই তখন উপস্থিত সকলের মনে উঁকি দিতে শুরু করে। অনেকে বলাবলি করতে শুরু করেন যে, তাহলে কোনও বিক্ষোভ কর্মসূচি? নাকি জঙ্গি হামলা হল? ঠিক সেই সময়ই ছুটে আসেন উপস্থিত নিরাপত্তারক্ষীরা। তাঁরা দেখেন এক মহিলা ইন্ডিয়া গেটে জুতো ছুঁড়ে মারছে। আর 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দিচ্ছে। নিরাপত্তারক্ষীরা সঙ

১২ বছর অপেক্ষার পর ভারতের নাগরিক হলেন ১০১ বছরের এই পাক হিন্দু মহিলা

Image
১০১ বছরের যমুনা মাই। ভারতের নাগরিক হওয়ার পর পরিবারের সঙ্গে যমুনা মাই। শুক্রবারের সূর্যাস্তই যেন সুর্যোদয় হয়ে এল ১০১ বছরের যমুনা মাইয়ের জীবনে। ১২ বছর অপেক্ষার পর শেষমেশ ভারতের বাসিন্দা হলেন পাকিস্তানে বসবাসকারী এই হিন্দু মহিলা। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, ১০১ বছর বয়সী যমুনা মাই প্রবীণতম মহিলা, যাঁকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হল। যোধপুরের ছোট্ট পল্লী সোধা রি ধানি-তে পরিবারের লোকজনদের সঙ্গে থাকবেন যমুনা। স্থানীয় সূত্রে খবর, এর আগে কখনও এত জাঁকজমক ভাবে অভ্যর্থনা আর কাউকে জানানো হয়নি, যতটা যমুনা মাইকে জানানো হল। ভারতীয় নাগরিকত্ব আইন ১৯৫৫ ধারায় ভারতের নাগরিক হতে আবেদন জানিয়েছিলেন যমুনা মাই। আর গত ১২ বছর ধরে অপেক্ষা করার পর গত শুক্রবারই যমুনা মাইকে ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য অনুমোদন জানায় পাক সরকার। পাকিস্তানের নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিক হওয়ার সমস্ত কাগজপত্র সে দিনই সই করেন যমুনা দেবী। পুরো প্রজেক্টের সঙ্গে যুক্ত এক ব্যক্তির কথায়, জোধপুরের নাগরিক ক্যাম্পে থাকাকালীনই তাঁরা জানতে পেরেছিলেন যে, ভারতের নাগরিক হতে এক পাকিস্তানী হিন্দু আবেদন জানিয়েছিলেন যাঁর জন্ম ১৯১৮ সালে। আবেদনকারীর রেকর

পাকিস্তানকে ৭০ হাজার কোটির সাহায্য সৌদির, নজর রাখছে চিন

Image
পাকিস্তানের গ্বাদর সমুদ্রবন্দর। দেনার দায়ে জর্জরিত পাকিস্তানের ডাকে সাড়া দিয়ে গ্বাদর সমুদ্রবন্দরে বিপুল পরিমান অর্থ বিনিয়োগ করে তৈল শোধনাগার বানানোর কথা জানাল সৌদি আরব। এই বিনিয়োগের পরিমান দশ বিলিয়ন ডলার, ভারতীয় অর্থমূল্যে যা প্রায় সত্তর হাজার কোটি টাকা। রবিবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের গ্বাদর বন্দরে দাঁড়িয়ে এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন সৌদি আরবের শক্তি মন্ত্রী খালিদ আল ফালি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, '' পাকিস্তানের আর্থিক উন্নয়নের শরিক হতে চায় সৌদি আরব। সেই জন্যই বানানো হচ্ছে তৈল শোধনাগার। পাশাপাশি চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অংশীদারও হতে চাই আমরা।'' আগামী ফেব্রুয়ারিতেই পাকিস্তান সফরে আসবেন সৌদির যুবরাজ তথা ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন। সেখানেই পাকিস্তানের সঙ্গে চুক্তি সই করা হবে বলে জানিয়েছেন সৌদির শক্তি মন্ত্রী। গ্বাদর সমুদ্রবন্দরে তৈল শোধনাগার ছাড়া অন্যান্য বেশ কিছু প্রকল্পেও পাকিস্তানকে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন খালিদ আল ফালি। অগস্টে ক্ষমতায় আসার পর থেকেই দেনার দায়ে জর্জরিত পাকিস্তানকে দেউলিয়া হয়ে যাওয়া থেকে উদ্ধার করতে পৃথিবীর বিভ

সেক্স চ্যাটের ফাঁদে পা দিয়েই গোপন অস্ত্রের ছবি পাচার করে ভারতীয় জওয়ান

Image
জয়পুর: সেনাবাহিনীর জওয়ানদের হানিট্র্যাপে ফেলে তথ্য আদায় করা কোনও নতুন ঘটনা নয়। একাধিকবার পাকিস্তানের পাতা এই ফাঁদে পা দিয়েছে জওয়ানেরা। এবার ফের একবার সেই একই ঘটনার শিকার হল আরও এক ভারতীয় জওয়ান। সোমবীর নামে ওই জওয়ানকে শনিবার গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই জওয়ান বেশ কিছু গোপন ছবি পাঠিয়ে দিয়েছে পাকিস্তানি এজেন্টকে। জম্মুর বাসিন্দা ছাত্রী বলেই তার সঙ্গে পরিচয় করেছিল ওই এজেন্ট। জানা গিয়েছে ওই জওয়ানকে ফাঁদে ফেলার জন্য পাঠানো হত নানা ধরনের অন্তরঙ্গ মেসেজ। এইভাবেই আলাপ জমে উঠেছিল। এরপরই ওই জওয়ান একের পর এক ছবি পাঠায় ওই এজেন্টকে। ভারতীয় সেনার ট্যাংক, অস্ত্র এমকি আর্মি কোম্পানির অবস্থানের ছবিও পাঠানো হয়েছে। তাঁর কিছু কাজকর্মে সন্দেহ হওয়াতেই শুরু হয় তদন্ত। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শুধু তথ্য পাঠানোই নয়, তার বদলে টাকাও পেতেন সোমবীর। কিছুদিন আগেই হাজার পাঁচেক টাকা জমা হয় তাঁর ভাইয়ের অ্যাকাউন্টে। এরপর নাকি দ্বিতীয়বার টাকাও চাইতে শুরু করেন সোমবীর। প্রথমবারের টাকাটা ট্রান্সফার করিয়ে নেন ই-ওয়ালেটে। সাত মাস আগে ফেসবুকে শুরু হয় আলাপ। অনিকা চোপড়া নামে

পাঁচিল টপকে ঢোকে ১১ জনের ডাকাতদল, দুঃসাহসিক ডাকাতি অবসরপ্রাপ্ত পুলিসকর্মীর বাড়িতে

Image
শনিবার রাতে ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানার পানিছড়া গ্রামে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী রাজীব রায়ের বাড়িতে শনিবার ১১ জনের একটি ডাকাতদল হানা দেয়। পরিবারের সদস্যদের মারধর করে কপালে বন্ধুক ঠেকিয়ে লুঠ করে নগদ ১৭ হাজার ও বাড়িতে থাকা কয়েক ভরি সোনার গয়না। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাতে হঠাত্ই তাঁরা গুলির শব্দ পায়। তারপর চিৎকার-চেঁচামেচি। তখনই গ্রামবাসীরা জানতে পারে যে  রাজীব রায়ের বাড়িতে ডাকাত পড়েছে। জানা গিয়েছে, রাত সাড়ে ৮টা নাগাদ হঠাৎ পাঁচিল টপকে বাড়ির মধ্যে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। সেইসময় বাড়ির বাইরে ছিল রাজীবের ১৪ বছরের ছেলে। দুষ্কৃতীরা প্রথমে রাজীব রায়ের ছেলের উপর চড়াও হয়। তাকে ধরে মাটিতে ফেলে দেয়। তারপর আতঙ্কিত কিশোরের মাথায় বন্দুক ঠেকিয়ে অবাধে লুঠপাট চালায়। আলামারি ভেঙে লুঠ করা হয় টাকা, গয়না। এমনকি, রাজীব রায়ের স্ত্রীর কানের সোনার দুলও ছিনিয়ে নেয় ডাকাতদল। রাজীব রায়ের স্ত্রীর চিত্কার শুনে এরপরই ছুটে আসে প্রতিবেশীরা। লোকজন জড়ো হতেই সুযোগ বুঝে চম্পট দেয় ডাকাতদল। স্থানীয়দের অভিযোগ, দিনদিন ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকা

ভয়ঙ্কর ঘটনা কড়েয়ায়, ব্লেড নিয়ে হামলা, ধাওয়া করে গুলি যুবককে

Image
খাস কলকাতায় ফের শুটআউট। এবার কড়েয়া লোহাপুলে গুলিতে খুন হল এক যুবক। এই ঘটনায় চরম আতঙ্কিত এলাকাবাসী। প্রথমে বচসা। তারপর সেই বচসা গড়ায় হাতাহাতিতে। ব্লেডের ঘায়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় এক ব্য়ক্তি। সেই হামলার বদলা নিতে চড়াও হয় আহত ব্যক্তির ভাগ্নে। অভিযুক্ত যুবককে ধাওয়া করে গুলি করে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গুলিবিদ্ধ যুবকের। শনিবার ভরসন্ধেয় কড়েয়া লোহাপুলে ঘটল এমনই এক ভয়ঙ্কর ঘটনা।   ঘটনার সূত্রপাত রাত ৯টা নাগাদ। কড়েয়া থানার লোহাপুলে স্থানীয় বাসিন্দা সেখ ময়না নামে একজনের সঙ্গে কয়েকজন মহিলার বচসা চলছিল। সে সময় সাকিল বলে এক ব্যক্তি এসে ময়নার সঙ্গে তর্কাতর্কিতে জড়ায়। বচসা চলাকালীন সাকিলকে ব্লেড দিয়ে আঘাত করে ময়না। তারপরই বদলা নিতে এলাকায় হাজির হয়  সাকিলের ভাগ্নে নওশাদ। বন্দুক নিয়ে সে ধাওয়া করে ময়নাকে। একটা সময় ছুটতে থাকা ময়নাকে গুলি করে নওশাদ। গুলি করেই পালিয়ে যায় সে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে পেশায় রংমিস্ত্রি ময়নাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। অন্যদিকে, হাসপাতলে চিকিত্সাধীন রয়েছে সাকিল। সাকিলকে জিজ্ঞাসাবাদ করে গুলি চলার ঘটনায় মূল অভিযুক্ত নওশাদের খোঁজ পেতে চাইছে পুলিস। গু

বিয়ের আগেই কালো শালে মুখ ঢেকে আয়নার সামনে 'আত্মহত্যা' যাদবপুরের গবেষক ছাত্রীর

Image
ফাঁসির আসামির মতো কালো কাপড়ে মুখ ঢেকে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঘাযতীনে। মৃতার নাম সুকন্যা পোদ্দার। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের ওই ছাত্রী বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষারত ছিলেন। চলতি বছরে তাঁর বিয়ের দিনও স্থির হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে ওই মেধাবী ছাত্রী কেন আত্মহত্যা করলেন? পরিবার থেকে প্রতিবেশী, কেউ-ই ঠাওর করতে পারছেন না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। বাঘাযতীনের বাসিন্দা সুকন্যা অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। মাইক্রোবায়োলজি নিয়ে স্নাতকোত্তর হওয়ার পর বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স নিয়ে পড়ছিলেন। পাশাপাশি একটি কলেজে পার্ট-টাইম শিক্ষকতার সঙ্গেও যুক্ত ছিলেন। পাড়া প্রতিবেশীরা জানিয়েছেন, পাড়ায় ভালো মেয়ে হিসেবে পরিচিতি ছিল সুকন্যার। তবে খুব বেশি কারও সঙ্গেই মেলামেশা করতেন না। সম্প্রতি তাঁর বিয়ে ঠিক হয়েছিল। এই বছরই বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। পুলিস জানিয়েছে, সুকন্যার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ধরে বাড়ির লোক তাঁকে ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায়, সন্দেহ দানা বাঁধে তাঁদের মনে। তারপরই দরজা ভেঙে সুকন্যার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিন্তু যে

ধর্ষণের পর মুখ বন্ধ রাখতে ধর্ষিতাকে বিষ খাওয়ালো অভিযুক্ত!

Image
টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক ধর্ষিতা কিশোরীর উপর ফের হামলা। কিশোরীকে জোর করে বিষ খাইয়ে অভিযুক্তের বিরুদ্ধে মুখ বন্ধ রাখার চেষ্টা করল কয়েকজন দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে দ্বারকায় এই ঘটনা ঘটেছে। ওই রাতে টিউশন থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন ১৭ বছরের ওই কিশোরী। তখনই পথের মধ্যে আচমকা তার উপর হামলা হয়। পুলিশের কাছে অভিযোগে কিশোরী জানিয়েছে, হামলাকারীরা বাইকে ছিল। একটি বাইকেই দু'জন আসে। তার পথ আটকে দাঁড়ায়। তারপর হুমকি দিয়ে ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে বয়ান না দিতে বলে। কিশোরী তাতে রাজি না হলে জোর করে তাকে বিষ খাইয়ে দেয়। এরপর এলাকা ছেড়ে চম্পট দেয় হামলাকারীরা। ঘটনাস্থল থেকেই অচৈতন্য অবস্থায় কিশোরীকে উদ্ধার করে নিকটবর্তী দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। কিশোরী এখন স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। পরদিন অর্থাৎ শুক্রবার থানায় দিয়ে পুরো বিষয় জানিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছে ওই কিশোরী। ২০১৮ সালে রানহোলা পুলিশ থানায় অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণের মামলা দায়ের করেছে ওই কিশোরী। বর্তমানে অভিযুক্ত জামিনে মুক্ত। কিশোরীর উপর বৃহস্পতিবার রাতে যে হামলা হয়েছে তার সঙ্গে অভিযুক্তের যোগসূত্র রয়

‘আপনার মেয়েকে অপহরণ করব, বাঁচাতে যা পারেন করুন’! হুমকি মেল পেলেন কেজরীওয়াল

Image
মেয়েকে অপহরণের হুমকি দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ই-মেল। মাস তিনেক আগেই সচিবালয়ে ঢুকে উপর দিল্লির মুখ্যমন্ত্রীর উপর লঙ্কার গুঁড়ো নিয়ে আক্রমণ করেছিল এক ব্যক্তি। এ বার সেই অরবিন্দ কেজরীওয়ালের বছর তেইশের মেয়ে হর্ষিতাকে অপহরণের হুমকি। দিল্লির মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ই-মেলে এই হুমকি দেওয়া হয়েছে। হুমকি মেল পাওয়ার পরই হর্ষিতার নিরাপত্তায় এক জন বিশেষ ব্যক্তিগত নিরাপত্তা অফিসার নিযুক্ত করেছে পুলিশ। বাড়ি থেকে বাইরে বেরোলেই হর্ষিতার সঙ্গে সর্বক্ষণ থাকছেন ওই অফিসার। বাড়িতেও ২৪ ঘণ্টার জন্য মোতায়েন হয়েছে কড়া পুলিশি প্রহরা। তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার সেল। ''আপনার মেয়েকে অপহরণ করব। তাঁকে বাঁচাতে আপনি যা পারেন করুন!'' গত ৯ জানুয়ারি বুধবার কেজরীওয়ালের সরকারি ই-মেল অ্যাকাউন্টে এ রকমই দু'টি হুমকি ই-মেল আসে। কিন্তু তাতে প্রেরকের নাম নেই। যে আইডি থেকে পাঠানো হয়েছিল তার সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। জানার চেষ্টা চলছে যে কম্পিউটার থেকে মেল পাঠানো হয়েছে, তার আইপি অ্যাড্রেস। কিন্তু এখনও পর্যন্ত মামলায় তেমন কোনও অগ্রগতি নেই বলেই দিল্লি পুলিশের একটি সূত্রে খবর

কুলগামে ‌খতম আইইডি বিশেষজ্ঞ জঙ্গি সহ দুই

Image
সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ হল ওয়ান্টেড জঙ্গি সহ দুজন। তাদের মধ্যে জিনাত–উল–ইসলাম ওরফে জিনাত ওরফে উসমান আল–বদর জঙ্গি গোষ্ঠীর প্রধান এবং আইইডি তৈরিতে সিদ্ধহস্ত। অপর জঙ্গি শাকিল আহমেদ দারও অনেক উপত্যকায় নাশকতামূলক কাজে জড়িত। জম্মু–কাশ্মীরের কুলগাম জেলার কাঠপোরায় শনিবার রাতে দুই বড় জঙ্গির আত্মগোপন করে থাকার খবর, গোপন সূত্রে পেয়ে তল্লাশি শুরু করে সেনাবাহিনী, সিআরপিএফ এবং রাজ্য পুলিসের বাহিনী। তল্লাশির সময় বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেয় বাহিনী। রাতভর চলা সংঘর্ষ শেষে নিকেশ হয় জিনাত এবং শাকিল। রাজ্য পুলিস পরে বিবৃতি দিয়ে জানিয়েছে, খতম দুই জঙ্গিকেই দীর্ঘদিন ধরে খুঁজছিল সেনা এবং পুলিস। তাদের বিরুদ্ধে উপত্যকায় নৃশংস জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগ আছে। সোপিয়ানের বাসিন্দা গুলাম হাসান শাহ্‌–এর ছেলে জিনাত ২০০৬ সালেই আল–বদরে যোগ দিয়েছিল। একবার গ্রেপ্তারও হয়েছিল সে। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও ফের ২০১৬ সালে হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সংস্পর্শে আসে এবং তারপর ফের সোপিয়ানে আল–বদরে যোগ দেয়। পরে ওই গোষ্ঠীর প্রধান হয়ে উঠেছিল আইইডি বিস্ফোরক বানানোয় বিশেষজ্ঞ জিনাত। তার নামে বহু ন

ওপেনারের সেঞ্চুরি সত্ত্বেও হার ভারতের, ধোনিকে চারে চান রোহিত

Image
আউট হওয়ার পরে রোহিতকে অভিনন্দন ফিঞ্চের। সিডনিতে। দেশ থেকে ফিরে এসেই দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। কিন্তু রোহিত শর্মার ১২৯ বলে ১৩৩ রান ভারতকে প্রথম ওয়ান ডে জেতাতে পারল না। অস্ট্রেলিয়ার পাঁচ উইকেটে ২৮৮ রানের জবাবে ভারত থেমে গেল নয় উইকেটে ২৫৪ রানে।  নিজের বাইশতম ওয়ান ডে সেঞ্চুরি করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছুঁলেন রোহিত। কিন্তু তাঁর আক্ষেপ যাচ্ছে না। ভারতীয় ওপেনার বলছেন, ''অস্ট্রেলিয়ার মাটিতে চারটে সেঞ্চুরি করলাম। কিন্তু একটাতেও জিততে পারিনি। এই একটা পরিসংখ্যান আমি বদলাতে চাই।'' মহেন্দ্র সিংহ ধোনি প্রসঙ্গে রোহিতের মন্তব্য, ''আমার ব্যক্তিগত মত হল, ধোনি চার নম্বরে ব্যাট করলেই দলের ভাল হবে। তবে আমাদের রায়ডুও আছে। যে আবার চার নম্বরে ভাল ব্যাট করছে। এখন অধিনায়ক এবং কোচকেই সিদ্ধান্ত নিতে হবে চারে কে খেলবে।'' ধোনি ও তাঁর যুগলবন্দি নিয়ে রোহিত বলেছেন, ''আমরা একটু সময় নিয়ে খেলছিলাম। ওই সময় উইকেট পড়ে গেলে তখনই হার নিশ্চিত হয়ে যেত।'' ধোনি কি একটু মন্থর ব্যাটিং করেননি? রোহিতের ব্যাখ্যা, ''কেরিয়ারে ধোনির স্ট্রাইক রেট নব্বইয়ের আশে পাশে। এ দিনের পরিস্থিতি

১০০ ফ্রি টিভি চ্যানেলের তালিকা হবে আপনার মতে, বিবৃতি ট্রাই-এর

Image
গ্রাহক নিজের পছন্দ অনুযায়ী ১০০টি ফ্রি চ্যানেল (স্টান্ডার্ড ডেফিনেশন) বেছে নিতে পারবেন এবং তা ১৩০ টাকার 'বেস প্যাকে'ই মিলবে। সদ্য এমনটাই জানাল দ্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। ট্রাই-এর ১০ জানুয়ারির প্রেস বিবৃতিতে অনুযায়ী, ১৩০ টাকার বেস প্যাকে ১০০ টি ফ্রি চ্যানেল (স্ট্যানডার্ড ডেফিনেশন চ্যানেল) বেছে নেওয়ার পূর্ণ অধিকার থাকবে আপনার হাতে। ট্রাই-এর নয়া নিয়ম নিয়ে দেশ জুড়ে চর্চা শুরু হতেই বেশ কিছু সম্প্রচারকারী তাদের নেটওয়ার্কের একাধিক চ্যানেল নিয়ে একটি 'বোকে' বানিয়ে গ্রাহকদের সামগ্রিক দাম জানাচ্ছে। সেক্ষেত্রে এদিনের বিবৃতিতে ট্রাই-এর স্পষ্ট নির্দেশ, আলা-কার্টে অর্থাৎ আলাদা করে চ্যানেল বেছে নিতে পারবেন গ্রাহকরা। সুতরাং সম্পূর্ণ 'বোকে' নয়, একটি নির্দিষ্ট চ্যানেলকেও বেছে নিতে পারবেন আপনি। গত বছর ডিসেম্বর মাসে হঠাৎ চ্যানেলের দাম বেড়ে যাওয়ায় মাথায় হাত উঠেছিল গ্রাহকদের। তারপরই ট্রাই জানায়, নতুন কাঠামো অনুযায়ী, ব্যবহারকারীরা পছন্দের ও সাধ্যের ভিত্তিতে কেবল বা ডিটিএইচ পরিষেবা গ্রহণ করতে পারবেন। একইসঙ্গে সকল ডিটিএইচ এবং কেবল সংস্থাকে ১৩০ টাকার বিনিময়ে ১০০টি ফ্রি টু এয়ার

১৩,০০০ টাকা সস্তা হল স্যামসাং গ্যালাক্সি নোট ৮

Image
এখনও বাজারে অন্যতম সেরা স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি নোট ৮ । বছর দুই আগে লঞ্চ হওয়া এই ফোনে রয়েছে দারুন ডিসপ্লে, ক্যামেরা, S Pen সহ একাধিক আকর্ষণীয় ফিচার। লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি নোট ৮ ফোনের দাম ছিল ৬৭,৯০০ টাকা। এত দাম দিয়ে এক বছরের পুরনো ফোন অনেকেই কিনতে চান না। এবার আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাবে স্যামসাং Galaxy Note8। দাম কমে মাত্র ৪২,৯০০ টাকায় কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি নোট ৮। অনলাইন ও অফলাইনে নতুন দামে এই ফোন কেনা যাবে। মাত্র ৩,৬২৮ টাকা থেকে শুরু হচ্ছে ইএমআই। পেটিএম থেকে পেমেন্ট করলে থাকছে ১,০০০ টাকা ক্যাশব্যাক। স্যামসাং গ্যালাক্সি নোট ৮ স্পেসিফিকেশান স্যামসাং গ্যালাক্সি নোট ৮ এ রয়েছে ৬.৩ ইঞ্চি OLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টা-কোর Exynos 8895 চিপসেট 6GB RAM আর 64GB স্টোরেজ। গ্যালাক্সি নোট ৮ এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় 2X অপ্টিকাল জুম ও বোকেহ এফেক্ট পাওয়া যায়। গ্যালাক্সি নোট ৮ এ অ্যানড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম চলে। কোম্পানি জানিয়েছে ২০১৯ সালের শুরুতেই এই ফোনে Android P আপডেট চলে আসবে। ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং এর মতো সুবিধা সহ গ্যালাক্

এবার ফুসফুস প্রতিস্থাপন SSKM হাসপাতালে ?

Image
কিডনি, লিভার ও হার্টের পর এবার ফুসফুস প্রতিস্থাপনও হওয়ার সম্ভাবনা SSKM হাসপাতালে। এর জন্য পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ বলে জানা গেছে। পূর্ব ভারতে এই প্রথম ফুসফুস প্রতিস্থাপনের জন্য শিগগিরই তারা লাইসেন্স পেতে চলেছেন বলে আশায় SSKM হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি এই হাসপাতালে কিডনি এবং লিভার প্রতিস্থাপন হয়েছে অতীতে। এবার ফুসফুস প্রতিস্থাপনের সম্ভাবনা। তবে শুধু ফুসফুস প্রতিস্থাপন নয়, হার্ট প্রতিস্থাপনের জন্যেও SSKM হাসপাতাল শিগগিরই লাইসেন্স পেতে পারে বলে আশায় কর্তৃপক্ষ। হার্ট প্রতিস্থাপনের জন্য গতবছরের আগাস্ট মাসে আবেদন জানিয়েছিল SSKM হাসপাতাল কর্তৃপক্ষ। সেই আবেদনের ভিত্তিতে চলতি মাসেই হার্ট এবং ফুসফুস প্রতিস্থাপনের জন্য লাইসেন্স পেয়ে যাবে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।  এখনও পর্যন্ত এরাজ্যের ৫টি হাসপাতাল হার্ট প্রতিস্থাপনের লাইসেন্স পেয়েছে। এর মধ্যে একমাত্র সরকারি প্রতিষ্ঠান হিসাবে রয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এরপর, ফুসফুস এবং হার্ট প্রতিস্থাপনে যাতে সফল হতে পারে তারা, তার জন্য SSKM হাসপাতাল কর্তৃপক্ষ তৎপর বলে জানা গেছে।  কিন্তু, ফুসফুস প্রতিস্থাপনের ক্ষেত্রে গোটা দেশের অবস্থা এখ

ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদ্ধার প্রায় ১০০টি বিষাক্ত সাপ

Image
মালদহ: ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছে প্রচুর সাপ। সবগুলিকে বনদফতরের হাতে তুলে দিয়েছে রেল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহ টাউন স্টেশনে। যদিও কোন পাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ। পাচারকারীদের খোঁজ শুরু করেছে রেল পুলিশ।   জানা গিয়েছে, এদিন এই সাপগুলিকে বস্তায় কাঠের বাক্সো প্যাকিং করে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কামরায় নিয়ে যাওয়া হচ্ছিল। মালদহ জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে ট্রেনটি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে এসে পৌঁছলে অভিযান চালায়। জেনারেল কামরায় সিটের পাশেই ব্যাগগুলি পড়েছিল। সেখান থেকে ব্যাগগুলি উদ্ধার করে রেল পুলিশ৷ খুলতেই দেখা যায় প্রচুর সাপ রয়েছে। সেগুলিকে উদ্ধার করার পর খবর দেওয়া হয় বনদফরে৷ বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সেখানে চার প্রজাতির সাপ রয়েছে। পাহাড়ি চিতি নামে এক প্রজাতির সাপ রয়েছে ৮০ টি, বাতা চিঠি রয়েছে ১২ টি, কিং কোবরা দুটি ও ইন্ডিয়ান কোবরা রয়েছে দশটি। মূলত এই সাপগুলির বিষ বহুমূল্যবান। তাই এগুলোকে পাচার করা হচ্ছিল। রেল পুলিশের আইসি ভাস্কর প্রধান জানান, গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে এই সাপগুলিকে উদ্ধার করা হয়েছে। যদিও কাউকে গ্রেফতার ব

১৯ জানুয়ারির ব্রিগেডকে সফল করতে নাওয়া খাওয়া ভুলেছেন নেতারা

Image
কলকাতা: শিয়রে লোকসভা নির্বাচন৷ সেই কথা মাথায় রেখেই, ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ব্রিগেডে সমাবেশে দেশের অ-বিজেপি দলের শীর্ষ নেতৃত্বদের আমন্ত্রণ জানানো কথা বলা হয়েছে৷ লক্ষ্য একটাই, একজোট হয়ে স্বমূলে উপড়ে ফেলতে হবে নরেন্দ্র মোদীর সরকারকে৷ আর সেজন্য মোদী বিরোধী বিক্ষুব্ধ বিজেপি নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে৷ পাশাপাশি বাংলায় ৪২ টির মধ্য ৪২টি আসন নিজেদের দখলে রাখার জন্য দলের নেতা-নেত্রীদের লক্ষ্যমাত্রা বেঁধে দেন তৃণমূল নেত্রী৷ আর তাই লোকসভাকে মনে রেখে তৃণমূলের 'বড় উৎসব' ব্রিগেডকে সফল করতে নাওয়া-খাওয়া ভুলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা৷ ময়দানের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলছে জোর প্রস্তুতি৷ দায়িত্ব ভাগ করে নিয়ে কাজে লেগে পড়েছেন নেতারা৷ কাজের দায়িত্ব থেকে অব্যহতি নেই ছাত্রদেরও৷ মোট কথা নিরাপত্তায় খামতি রাখতে নারাজ তৃণমূল নেতৃত্ব৷ আর সেই কারণেই পালা করে চলছে তদারকির কাজ৷ ব্রিগেড ময়দানে গেলেই চোখে পড়বে বিভিন্ন সময়ে দলের বিভিন্ন নেতারা প্রস্তুতির তদারকিতে ব্যস্ত৷ কাজের

ইতিহাস বলছে সপা-বিএসপি-র জোট বিজেপি-র কাছে আতঙ্কের, কেন, জানুন সেই কাহিনি

Image
একেই বলে অদৃষ্ট। একদিন যে মায়াবতী হাত ধরে সপা-র সঙ্গে বিচ্ছেদের রেখা টেনেছিল বিএসপি, আজ সেই মায়াবতী পাশে বসালেন সপা-র প্রাক্তন সুপ্রিমো মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশকে। আর সেই সঙ্গে ঘোষণা করে দিলেন নতুন জোটের। লোকসভা নির্বাচনে যে জোট-কে নিয়ে বিজেপি রীতিমতো আতঙ্কে থাকবে বলেই অধিকাংশ জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে।  ২৫ বছর আগেও যখন বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি একে অপরের হাত ধরেছিল তখন প্রবল বেগে দৌড়চ্ছিল বিজেপি-র জয়রথ। কিন্তু, ১৯৯৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-র সেই বিজয়রথ আটকে গিয়েছিল বিএসপি-সপা জোটের কাছে। সে সময় বিএসপি-র সুপ্রিমো কাঁশিরাম। আর সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব।  ১৯৯৩ সালের বিধানসভা নির্বাচনে বিএসপি ও সপা একে অপরের হাত ধরার আগে রয়েছে আরও কিছু ঘটনা। যেখান থেকেই আসলে সূত্রপাত হয়েছিল এই জোটের। ১৯৯১ সালে জাতীয় রাজনীতিতে তখন এক উথাল-পাতাল পরিস্থিতি। কেন্দ্রে শক্তিশালী সরকার না থাকায় জাতীয় রাজনীতিতে এক সঙ্কটকাল। এরমধ্য়ে জনতা দল ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। উত্তর প্রদেশে সমাজতন্ত্রের রাজনীতিকরা পড়েছেন অথই জলে। যার জেরে ১৯৯১ সালে বিজেপি প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা

কুলগাঁওয়ে এনকাউন্টার! মৃত্যু আইইডি বিশেষজ্ঞ জঙ্গির

Image
দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওয়ে জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ নিরাপত্তা বাহিনীর। এই সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থল ছিল  কুলগাঁও-এৎ ইয়ারিপোরা এলাকার কাটাপোড়া গ্রাম। মৃতদের একজনকে জিনাত-উল-ইসলাম বলে শনাক্ত করা গিয়েছে। সে আইইডি বিশেষজ্ঞ বলে দাবি পুলিশ সূত্রের। গুলি যুদ্ধের সময় ইটবৃষ্টি গুলিযুদ্ধ চলার সময় কাছেই নিরাপত্তা বাহিনীকে ঘিরে ইট বৃষ্টি করা হয়। বিক্ষোভকারীদের দিকে টিয়ার স্মোক নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী।     গ্রাম ঘিরে তল্লাশি জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে কাটাপোড়া গ্রাম ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। শুরু হয় তল্লাশি। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ কুলগাঁও এবং সোপিয়ানে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।     মৃত জঙ্গির শনাক্তকরণ মৃত দুই জঙ্গির মধ্যে একজনকে জিনাত-উল-ইসলাম বলে শনাক্ত করা গিয়েছে। সে আইইডি বিশেষজ্ঞ বলে দাবি পুলিশ সূত্রের। ওই জঙ্গি বর্তমানে অলবদর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। আগে সে হিজবুল মুজাহিদিন-এর হয়ে কাজ করত।

সাধারণদের ১০% সংরক্ষণ বিলে মঞ্জুরি রাষ্ট্রপতির, ১ সপ্তাহেই মিলবে লাভ

Image
আরও একটা ধাপ পার করে ফেলল উচ্চশ্রেণির আর্থিক সংরক্ষণ বিল। বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরইসঙ্গে সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের রাস্তা মসৃণ হয়ে গেল। এক সপ্তাহের মধ্যেই বিলটি আইনে পরিণত হবে বলে খবর। আইনটিকে চূড়ান্ত রূপ দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে  সামাজিক ন্যায় মন্ত্রক।  বুধবার রাজ্যসভায় সর্বসম্মতিতে পাশ হয় সংবিধানের ১২৪তম সংশোধনী। ১৬৫টি ভোট পেয়েছিল বিলটি। বিপক্ষে ভোট দিয়েছিলেন ৫জন সাংসদ। তার আগেরদিন অর্থাত্ মঙ্গলবার লোকসভায় বিলটি পাশ করায় শাসক দল। লোকসভায় ৩২৩টি ভোট পায় বিলটি। বিপক্ষে যায় ৩টি।  ইতিমধ্যে আবার বিলটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে মামলাকারীর বক্তব্য, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সংরক্ষণের ৫০ শতাংশ সীমা ছাড়িয়ে গিয়েছে। ইউথ ফর ইক্যুয়ালিটি নামের একটি সংস্থার সভাপতি কৌশলকান্ত মিশ্র আর্জি করেছেন, বিলটি পাশের ফলে সংরক্ষণ ৬০ শতাংশে পৌঁছে যাবে। এতে সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন করা হয়েছে। এর পাশাপাশি আর্থিকভাবে সংরক্ষণ সংবিধানের অবমাননা বলেও দাবি করেছেন কৌশলকান্ত। আর্থিক সংরক্ষণের জেরে পরিবারের বার্ষ

২০ লক্ষ টাকায় বিক্রির আগেই কলকাতায় উদ্ধার চিতাবাঘের ছাল!

Image
প্রলোভন দেখাতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ে চিতা বাঘের ছাল। খাস কলকাতা থেকে উদ্ধার হল চিতাবাঘের ছাল। বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল কলকাতাকে কেন্দ্র বন্য পশুপাখির চোরাচালানকারীরা সক্রিয়। একইসঙ্গে বাঘের ছাল পাচারও চলছে। কিন্তু কিছুতেই হাতেনাতে পাচারকারীদের পাকড়াও করতে পারছিলেন না বন্যপ্রাণ শাখার অফিসারেরা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ক্রেতা সেজে হাতিবাগানে একটি বাড়িতে হাজির হন অফিসারেরা। কয়েক লাখ টাকার প্রলোভন দেখানোর পরই ঝুলি থেকে চিতা বাঘের ছাল বেরিয়ে পড়ে। গ্রেফতার করা হয় সৌরভ দাস ওরফে গোপাল এবং তপব্রত মজুমদার নামে দু'জনকে। ধৃতদের জেরা করে ওই চক্রের আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। দু'জনের বাড়িই শ্যামবাজারে। বন্যপ্রাণ শাখা সূত্রে খবর, উদ্ধার হওয়া চিতাবাঘের ছালটির ২০ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করার চেষ্টা চলছিল। ধৃতদের আগামীকাল ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। বন্যপ্রাণ শাখার এক অফিসার বলেন, ''দীর্ঘদিন ধরেই কলকাতাকে কেন্দ্র করে পশু-পাখি চোরাচালানের চেষ্টা করে চলেছে পাচারকারীরা। এর আগেও অনেকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে সক্রিয় হয়ে উঠেছিল চোরা চালানকারীরা। আ

‘হাড় হিম করা জলে হাবুডুবু খেতে খেতে বাসের বাইরে এলাম’

Image
শীতের রাত। লালবাগ যুব আবাসের বড় ঘরে কেউ শেষ রাতে একটু ঘুমিয়েছিল, কেউ আবার না ঘুমিয়ে আড্ডায় মজেছিল। আমার ছেলেবেলার বন্ধু আরেজুল ইসলাম রোজা রাখবে শুনে তার খাবারের ব্যবস্থা করেছিলেন সনাতন স্যর। তার খাওয়া শেষ হতেই আমরা আর অপেক্ষা করিনি। সকাল সকাল বাড়ি ফিরব ভেবে একে একে বাসে উঠলাম সকলেই। বাস ছাড়ার পরে সকলেই ঘুমিয়ে কাদা। গর্তে চাকা পড়লেই ঘুমটা ভেঙে যাচ্ছে। বুঝতে পারছিলাম, ঘন কুয়াশায় মোড়া রাস্তায় ধীরে ধীরেই চলছে আমাদের বাস। তার পরে ফের ঘুম। আচমকা একটা বিকট শব্দ। চারপাশে কান্না, চিৎকার। হাড় হিম করা জলে হাবুডুবু খেতে খেতে কী ভাবে বাসের বাইরে এসেছি, সাঁতার না জানার পরেও কী ভাবে পাড়ে এলাম, আজও আমি জানি না। মনে হয়, বরাত জোরেই বেঁচে গিয়েছি। পাড়ে উঠতেই এক প্রৌঢ়া আমার হাত ধরে পাড় লাগোয়া একটি বাড়িতে নিয়ে গেলেন। চাদর জড়িয়ে দিলেন গায়ে। তখন বাড়িতে আরও জনা কয়েক মহিলা হাজির হয়েছেন। কেউ আগুন জ্বেলে দিলেন, কেউ আবার একটু তেল এনে মাখিয়ে দিলেন হাতে পায়ে। একটু পরে এক গ্লাস গরম দুধ এনে দিলেন আরও এক জন। আমি তখন একাদশ শ্রেণিতে পড়ি। সনাতন স্যরের কোচিংয়ে পড়াতাম। সেখান থেকেই সকলে লালবাগে পিকনিক করতে গিয়েছিলাম। পদ্মা

কমোডের চেয়ে বেশি জীবাণু স্মার্টফোনে!

Image
এ দেশে শৌচাগারের অভাব থাকতে পারে, মোবাইল ফোনের নেই! হাটেবাজারে, মাঠেঘাটে, এমনকি শৌচাগারেও মোবাইল নিয়ে যাওয়া কার্যত রেওয়াজ হয়ে গিয়েছে। প্রযুক্তির উপরে এই নির্ভরতায় যোগাযোগ হয়তো নিবি়ড় হয়েছে। কিন্তু জনস্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন, মোবাইলের দৌলতে বা়ড়ছে জীবাণুঘটিত সংক্রমণের বিপদও! সম্প্রতি বিদেশের বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে, উন্নত দেশের নাগরিকদের স্মার্টফোনে লেগে থাকা জীবাণুর পরিমাণ নাকি শৌচাগারের কমোডের থেকেও বেশি! সেই সব জীবাণুর মধ্যে রয়েছে 'ই কোলাই'-সহ নানা ধরনের রোগ সৃষ্টিকারী ব্যাক্টিরিয়াও। এ দেশে এমন সবিস্তার সমীক্ষা এখনও হয়নি। তবে নাগরিক অভ্যাস যে-পথে হাঁটছে, তাতে এখানেও সমীক্ষা করলে ফলাফল একই, বড়জোর উনিশ-বিশ হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ২০১১ সালে লন্ডন স্কুল অব হাইজিন এবং ট্রপিক্যাল মেডিসিনের সমীক্ষায় ধরা পড়েছিল, সে-দেশে প্রতি ছ'টি মোবাইলের মধ্যে একটিতে ফিক্যাল ব্যাক্টিরিয়া (মল থেকে উৎপন্ন) রয়েছে। সেই সঙ্গে পাওয়া গিয়েছিল ই-কোলাইয়ের মতো ব্যাক্টিরিয়াও। জনস্বাস্থ্য বিজ্ঞানী এবং পরিবেশবিদদের অনেকেই বলছেন, তরুণ প্রজন্ম মোবাইল নিয়ে সর্বত্র যাতায়াত তো করছেই। অনেকে বা়

আমি সিবিআইকে আটকাইনি: মোদী

Image
ইস্তফা দিয়েছেন অলোক বর্মা। তা গৃহীত হয়েছে কি না স্পষ্ট নয়। ঝামেলা চলছে সিবিআইয়ের অন্দরেও। এমনই পরিস্থিতিতে আজ সিবিআই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। দাবি করলেন, তিনি আইন মেনে চলারই পক্ষপাতী। বরং কংগ্রেসই তা মানে না। রামলীলা ময়দানে দলীয় সম্মেলনে নরেন্দ্র মোদী এ দিন টেনে আনলেন পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও ছত্তীসগঢ়ের প্রসঙ্গ। যে তিন রাজ্যে সিবিআই প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোদীর বক্তব্য, গুজরাতে মুখ্যমন্ত্রী থাকার সময় কংগ্রেসের ইশারায় তাঁকে সব রকম হেনস্থা করা হয়েছে, জেরা করা হয়েছে। 'অমিতভাই'কে (অমিত শাহ) তো জেলেই পাঠিয়েছে। তা সত্ত্বেও তিনি সিবিআইয়ে নিষেধাজ্ঞা জারি করেননি। কেন? মোদী বলছেন, তিনি আইন মানেন। মোদীর কথায়, ''গুজরাতে আমরা সিবিআইয়ের প্রবেশ আটকাতে পারতাম। কিন্তু আমি আইনে বিশ্বাস করি। কিসের ভয়? কমপক্ষে আদালতে ভরসা রাখো। আজ সিবিআইয়ে ভরসা নেই, কাল বলবে সেনা, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, সিএজি সব ভুল!'' পাল্টা অভিযোগে, কংগ্রেসের মণীশ তিওয়ারি বলেন, ''প্রাক্তন বিচারপতি এ কে পট্টনায়েকের বিবৃতির পর তো প্রধানমন্ত্রীরই জবাব দেওয়া উচিত, অলোক বর্মাকে কেন

‌অমানবিকতার নজির,‌ মাকে ঘরে ঢুকতে দিল না মেয়ে, ক্যাবেই মৃত্যু বৃদ্ধার

Image
ফের অমানবিক আচরণের ঘটনা ঘটল প্রবীণ নাগরিকের সঙ্গে। ৯০ বছরের বৃদ্ধা মাকে রাখা নিয়ে দুই মেয়ের মধ্যে টালবাহানা। ক্যাবেই অসুস্থ হয়ে মারা গেলে বৃদ্ধা মা। রিজেন্ট পার্ক এলাকার ঘটনা। ক্যাব বুক করে বৃদ্ধাকে নিয়ে ছোট মেয়ের বাড়িতে নিয়ে গিয়েছেন পরিবারের এক আত্মীয়। বিয়ে বাড়ি যাবেন বলে মাকে সেসময় ঘরে ঢুকতে দেননি ছোট মেয়ে মালা দাস। ফিরিয়ে বৃদ্ধাকে। ক্যাবেই বসেছিলেন তিনি। অনেক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার জন্য ক্যাব চালক তাঁর সঙ্গে থাকা যুবককে টাকা মিটিয়ে ছেড়ে দেওয়ার কথা বলেন। কিন্তু সেই কথায় গা না দিয়ে বৃদ্ধাকে সেখানে রেখেই ফোন নিয়ে ক্যাব থেকে নেমে যান ওই ব্যক্তি। দীর্ঘক্ষণ ফিরে আসছেন না দেখে ক্যাব চালক তাঁকে নিয়ে রিজেন্ট পার্ক থানায় নিয়ে যান। সেখানে পুলিস অফিসারদের পুরো ঘটনা জানা। ততক্ষণে সজ্ঞা হারিয়েছেন বৃদ্ধা। পরিবারের লোকেদের খবর দেওয়ার পর দ্রুত তাঁকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। বার্ধক্য জনিত কারণেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অনুমান করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে রাজি নয় পুলিস

‌ত্রিপুরা পুলিসের রোষানলে বিক্ষোভকারীদের অ্যাম্বুল্যান্স

Image
পুলিসের গুলিতে জখম দুই বিক্ষোভকারীকে নিয়ে যাওয়া অ্যাম্বুল্যান্সও রক্ষা পেল না ত্রিপুরার পুলিসকর্মীদের হাত থেকে। নাগরিক সংশোধনী বিল–২০১৬–র বিরোধিতায় গত আট তারিখ ত্রিপুরার খুমুলং–এ  বিক্ষোভ দেখায় আদিবাসী ছাত্র সংগঠন 'নর্থ ইস্ট স্টুডেন্টস্‌ অর্গানাইজেশন'‌। বিক্ষোভকারীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় পুলিসের। অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিস লাঠিচার্জ করে এবং গুলি চালায়। জখম হন ছয়জন। তাঁদের মধ্যে দুজনকে যে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটিকে প্রথমে বাধা দেয় পুলিস। তারপর লাঠি নিয়ে অ্যাম্বুল্যান্সে ভাঙচুর চালায়। সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফুটেজে দেখা যাচ্ছে, লাঠি দিয়ে অ্যাম্বুল্যান্সের উইন্ডস্ক্রিন, জানলার কাচ ভাঙছেন পুলিসকর্মীরা। চালক কোনওক্রমে গাড়ি থেকে নেমে পালিয়ে গেলেও ভিতরে গুলিবিদ্ধ, সন্ত্রস্ত বিক্ষোভকারীরা পুলিসকর্মীদের কাছে প্রাণভিক্ষা চাইছেন।  পুরো ঘটনা অস্বীকার করে ত্রিপুরা পুলিসের এডিজি রাজীব সিং ফোনে জানিয়েছেন, '‌আমি ভিডিওটা দেখিনি তাই ফুটেজ সম্পর্কে কিছু বলতে পারব না। আমি শুধু এটুকু জানি, পুলিসকর্মীরাই জখমদের হাস