কুলগাঁওয়ে এনকাউন্টার! মৃত্যু আইইডি বিশেষজ্ঞ জঙ্গির


দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওয়ে জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ নিরাপত্তা বাহিনীর। এই সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থল ছিল  কুলগাঁও-এৎ ইয়ারিপোরা এলাকার কাটাপোড়া গ্রাম। মৃতদের একজনকে জিনাত-উল-ইসলাম বলে শনাক্ত করা গিয়েছে। সে আইইডি বিশেষজ্ঞ বলে দাবি পুলিশ সূত্রের।



গুলি যুদ্ধের সময় ইটবৃষ্টি
গুলিযুদ্ধ চলার সময় কাছেই নিরাপত্তা বাহিনীকে ঘিরে ইট বৃষ্টি করা হয়। বিক্ষোভকারীদের দিকে টিয়ার স্মোক নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী।
   

গ্রাম ঘিরে তল্লাশি
জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে কাটাপোড়া গ্রাম ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। শুরু হয় তল্লাশি। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।



মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ
কুলগাঁও এবং সোপিয়ানে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
   

মৃত জঙ্গির শনাক্তকরণ
মৃত দুই জঙ্গির মধ্যে একজনকে জিনাত-উল-ইসলাম বলে শনাক্ত করা গিয়েছে। সে আইইডি বিশেষজ্ঞ বলে দাবি পুলিশ সূত্রের। ওই জঙ্গি বর্তমানে অলবদর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। আগে সে হিজবুল মুজাহিদিন-এর হয়ে কাজ করত।