Posts

Showing posts from February 9, 2019

নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ককে গুলি করে খুন

Image
নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস সরস্বতী পুজোর অনুষ্ঠানে ঢুকে গুলি করে খুন করা হল তৃণমূল বিধায়ককে। নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিত্ বিশ্বাসের উপর এই প্রাণঘাতী হামলা চলে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ। কয়েক জন দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় তুমুল উত্তেজনা রয়েছে। পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়েছেন। ঘটনাস্থলে থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।   এই ঘটনায় ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। নদিয়ার ভারপ্রাপ্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সরাসরি অভিযোগ এনে বলেন, ''এই খুনের পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে। তারাই এই খুন করিয়েছে।''  উল্টো দিকে,  রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ''যে দিন থেকে অনুব্রত মণ্ডল নদিয়ার দায়িত্ব পেয়েছেন সে দিন থেকেই খুনোখুনির খেলা চলছে। কিছু দিন আগে জয়নগরে যা হয়েছিল, এখানেও তাই হল। ওখানে বিধায়ক কোনওক্রমে বেঁচে গিয়েছিলেন। কিন্তু এখানে বাঁচলেন না

উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ভেজাল মদের বলি ৭০, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

Image
হাসপাতালে চিকিত্সা চলছে অসুস্থদের।  ভেজাল মদের জেরে মৃত্যুমিছিল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। গত তিন দিনে ৪৪ জনের মৃত্যু হয়েছে সেখানে। যার মধ্যে সাহরানপুর জেলাতেই ৩৬ জনের মৃত্যু হয়েছে। কুশিনগরে প্রাণ হারিয়েছেন ৮ জন।  গুরুতর অসুস্থ অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি প্রায় ২৪ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শুধুমাত্র উত্তরপ্রদেশই নয়, উত্তরাখণ্ডের রুরকিতেও ভেজাল মদ খেয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। আহতদের মাথাপিছু ৫০ লক্ষ টাকা করে দেওয়া হবে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৪০০ লিটার ভেজাল মদ। রাজ্য প্রশাসনের দাবি, ভেজাল মদ তৈরি  এবং সেগুলির ডিস্ট্রিবিউশনে যুক্ত ছিল ধৃতরা। গ্যাংস্টার ও জাতীয় নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে ভেজাল মদ খেয়ে মৃত্যুর মোট ৮টি ঘটনা ঘটেছে। তার মধ্য ৪টি-ই ঘটেছে যোগী আদিত্যনাথের আমলে। সব মিলিয়ে প্রায় ২০০ জন

ভুয়ো ডিগ্রির দায়ে ৫৭ ডাক্তারের লাইসেন্স বাতিল মহারাষ্ট্রে, গ্রেফতার চক্রের মধ্যমণি

Image
৫৭ জন ভুয়ো ডাক্তার ধরা পড়লেন মহারাষ্ট্রে। তাঁরা সকলেই একই কলেজের একই ব্যাচের এমবিবিএস। আর তাঁরা সকলেই ভুয়ো এমডি ডিগ্রি দেখিয়ে ডাক্তারি করছিলেন। টানা ৪ বছর ধরে। মহারাষ্ট্র মেডিক্যাল কাউন্সিল সকলেরই লাইসেন্স বাতিল করে দিয়েছে। গত অক্টোবরে ওই সব ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর-ও করা হয়েছে। প্রচুর টাকার বিনিময়ে যে চিকিৎসক ওই ভুয়ো ডিগ্রি পাইয়ে দিতেন, পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। মহারাষ্ট্র মেডিক্যাল কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ৫৭ জন ডাক্তারই মুম্বইয়ের কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেনস (সিপিএস)-এর ২০১৪-'১৫ ব্যাচের। পুলিশ জানিয়েছে, ভুয়ো ডাক্তারি ডিগ্রি দেওয়ার একটি বড় চক্র রয়েছে মুম্বইয়ে। সেই চক্রের অন্যতম সদস্য সিপিএসেরই এক প্রাক্তন ছাত্র, চিকিৎসক স্নেহাল ন্যাতি। তিনি প্রচুর টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের ভুয়ো ডাক্তারি ডিগ্রি পাইয়ে দিতেন। সিপিএসের ওই প্রাক্তন ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। তদন্তে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া চিকিৎসক ন্যাতি ছাত্রপিছু ৩ থেকে ৫ লক্ষ টাকা করে নিতেন ওই কলেজ থেকে ভুয়ো এমবিবিএস এবং এমডি ডিগ্রির সার্টিফিকেট পাইয়ে দেওয়ার জন্য। তিনি ডেকে ডেকে ডাক্তারি ছাত্রছাত্রীদের বলতে

‘তথ্য পাচারে’ গ্রেফতার ঘনিষ্ঠ পুলিশকর্মী, ভারতীর বিরুদ্ধে তদন্তে নামছে সিআইডি

Image
এ যেন ব্যুমেরাং! রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁকে 'ফাঁসানো'র অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে নথি জমা দিয়েছিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। গোপন ওই তথ্য তিনি কী করে পেলেন, সেই প্রশ্ন তুলে কি এ বার প্রাক্তন ওই পুলিশ কর্তাকেই 'প্যাঁচে ফেলতে' চাইছে রাজ্য? ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ও গোপন ওই তথ্য পাচারের অভিযোগে শুক্রবার মামলা রুজু করে সিআইডি গ্রেফতার করেছে এক সময়ে ভারতীরই সহযোগী এক পুলিশ আধিকারিক প্রদীপ রথকে। ভারতীদেবী এখন পুলিশের চাকরিতে নেই। সম্প্রতি যোগ দিয়েছেন বিজেপিতে। এ রাজ্যেও দীর্ঘ দিন তাঁর দেখা মেলেনি।একটা সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ ঘনিষ্ঠ ছিলেন ভারতী ঘোষ। প্রশাসনিক সভায় মমতাকে জঙ্গলমহলের 'মা' বলেও সম্বোধন করেছেন তিনি। কিন্তু পরে দু'জনের মধ্যে দূরত্ব বাড়ে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদ থেকে তাঁকে বদলি করে দেওয়া হয়। তার পরেই চাকরিতে ইস্তফা দেন তিনি। এর পরেই ওই জেলায় তাঁর নামে একাধিক মামলা দায়ের হয়। তার মধ্যে অন্যতম ছিল দাসপুর সোনা মামলা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের চকচাঁইপাটের চন্দন মাজির অভিযোগের ভিত্তিতে ওই মামলার তদন্ত শুরু হয়। ওই মামলায় নাম

কোটির বেশি খরচ করে দিল্লিতে ধর্নায় বসবেন চন্দ্রবাবু! সরব বিরোধীরা

Image
বিরোধী নেতাদের দাবি, রাজ্যবাসীর অর্থে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।  কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রাজধানী দিল্লিতে ধর্না-প্রতিবাদ-বিক্ষোভ মাত্র এক দিনের। এবং তা করতে গিয়ে সরকারি কোষাগার থেকে খরচ হবে ১ কোটি ২ লক্ষ টাকা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর এমন সিদ্ধান্তে প্রতিবাদের ঝড় উঠেছে তাঁর নিজের রাজ্যের অন্দরে। বিরোধী দলের নেতাদের দাবি, রাজ্যবাসীর অর্থে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছেন চন্দ্রবাবু। তবে চন্দ্রবাবুর অনুগামীদের মতে, রাজ্যের স্বার্থরক্ষার্থেই এই পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী। এত টাকা কিসে খরচ হবে? অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিশেষ মর্যাদার দাবি তথা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আগামী ১১ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অবস্থান বিক্ষোভ করবে তারা। চন্দ্রবাবুর নেতৃত্বাধীন ওই বিক্ষোভে শামিল হবেন রাজ্যের অ-বিজেপি দলের নেতারা। সঙ্গে থাকবেন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত মানুষজনও। তাঁদের সকলকে রাজধানীতে নিয়ে যাওয়ার জন্য দু'টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্যের টিডিপি সরকার। অনন্তপুর এবং শ্রী

নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেপ্তার প্রতিবেশী

Image
নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি হুগলির তারকেশ্বর থানার। এই ঘটনার লিখিত অভিযোগ জানিয়েছে নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্ত প্রতিবেশীকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে চন্দননগর আদালতে তোলা হবে। অভিযোগ, বৃহস্পতিবার সকালে পাশের এক আত্মীয়ের বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়েছিল চতুর্থ শ্রেণীর ছাত্রীটি। সেই সময় ওই বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় ৪০ বছর বয়সী প্রতিবেশী। মা–বাবা বাড়ি ফিরলে গোটা ঘটনা জানায় নাবালিকা। নাবালিকার বাবা বলেন, দিন দশেক আগে স্ত্রীকে নিয়ে দিনমজুরের কাজে হাওড়ায় গেছিলেন তাঁরা। সেই সময় তাঁদের দশ বছরের মেয়ে বাড়িতে একাই থাকত। মেয়ে গ্রামেরই একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। তিনি বলেন, '‌মেয়ের কাছ থেকে ঘটনাটি বৃহস্পতিবার সন্ধেয় জানতে পারি। তারপরই থানায় লিখিত অভিযোগ করি অভিযুক্তের বিরুদ্ধে। নির্যাতিতার বাবার অভিযোগ, '‌এর আগেও অনেকের সাথে এই ধরণের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। আমার মেয়ের সাথে এই ধরণের খারাপ কাজ করার জন্য

দমদমে অটোচালকদের তাণ্ডব, তথ্যপ্রযুক্তি কর্মীকে মারধর রাস্তায়

Image
ফের অটো চালকদের তাণ্ডব। এবার এক যাত্রীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করল অটো চালকরা। দমদম ক্যান্টনমেন্ট এলাকার ঘটনা। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। নাগেরবাজার মোড়ে অভিজিৎ বিশ্বাস নামে এক তথ্যপ্রযুক্তি কর্মীকে ধাক্কা মারে ক্যান্টনমেন্ট রুটের একটি অটো। তার পায়ের ওপর দিয়ে অটো চালিয়ে দেওয়া হয়। প্রতিবাদ করলে অভিজিৎকে সপাটে চড় মারেন অটো চালক। শুক্রবার সন্ধেয় এনিয়ে অটো চালকদের অফিসে অভিযোগ জানাতে গেলে বেধড়ক মারধর করা হয় অভিজিৎকে। তথ্যপ্রযুক্তি কর্মীর অভিযোগ, ক্যান্টনমেন্ট স্টেশন চত্ত্বরেই রাস্তায় ফেলে মারধর করা হয় তাঁকে। মাথায় ধারাল কিছু দিয়ে আঘাতও করা হয়। এতে তাঁর মাথা ফেটে যায়। কোনওক্রমে পালিয়ে তিনি থানায় যান। অভিজিৎ জানিয়েছেন, 'অটো চালকদের অফিসে অভিযোগ জানাতে গেলে আমাকে প্রবল গালাগালি করা হয়। এরপরই শুরু হয় বেধড়ক মারধর। কেউ আমাকে পেছন থেকে ধরে মাটিতে ফেলে দেয়। ধারাল অস্ত্র দিয়ে আঘাতও করা হয়।'‌ ক্যান্টনমেন্ট থানা এই বিষয়ে তদন্ত করছে। দুই অটো চালককে গ্রেপ্তার করা হয়েছে।

সংরক্ষণের দাবিতে গুজ্জার বিক্ষোভে বন্ধ ট্রেন চলাচল

Image
রাজস্থান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল গুজ্জার সম্প্রদায়ের জন্যে ৫ শতাংশ সংরক্ষণ করবে। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। এর প্রতিবাদে এবার পথে নেমে বিক্ষোভ দেখানো শুরু করেছেন গুজ্জার সম্প্রদায়ের বহু মানুষ। শনিবার বিক্ষোভের দ্বিতীয় দিনে সাওয়াই মাধোপুরের কাছে মালারনা দুঙ্গারে রেললাইনের উপর বসে পড়ে প্রতিবাদ দেখাচ্ছেন তাঁরা। এর ফলে বাতিল হয়েছে ৫টি ট্রেন। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ১৫টি ট্রেনের। মধ্য পশ্চিম রেলের এই লাইনই দিল্লি ও মুম্বইয়ের মধ্যে যোগাযোগ তৈরি করে। গুজ্জার নেতা কিরোরি সিং বইনস্লা তাঁর সমর্থকদের নিয়ে শুক্রবার এই ধরনা শুরু করেন। দাবি, অবিলম্বে গুজ্জার সম্প্রদায়  সহ আরও চারটি সম্প্রদায়ের সংরক্ষণ পাকা করতে হবে। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাত্‍কারে বিক্ষোভকারীদের মধ্য়ে একজন জানিয়েছেন, 'আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী খুবই ভালো। আশা করি তাঁরা গুজ্জার সম্প্রদায়ের কথা শুনবেন এবং ভাববেন। আমাদের সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়া তাঁদের কাছে কঠিন কাজ নয়।' কিরোরি সিং বইনস্লা জানিয়েছেন, এখনও পর্যন্ত সরকার তাঁদের কথায় কান দেননি। সেই কারণেই এই বিক্ষোভ শুরু করেছেন তাঁরা।

অসমে প্রধানমন্ত্রীকে ‘কালো পতাকা’, ইটানগরেও বিক্ষোভের সম্ভাবনা

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসম সফর ঘিরে অস্বস্তি রাজ্য বিজেপি শিবিরে। গুয়াহাটিতে প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখায় বিক্ষোভকারীরা। এরা প্রত্যেকেই অল অসম স্টুডেন্টস ইউনিয়নের সদস্য। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে দীর্ঘদিন ধরেই অসম-সহ উত্তর-পূর্ব ভারতজুড়ে বিক্ষোভের আগুন জ্বলছে। অসমে বিক্ষোভে অগ্রণী ভূমিকা নিচ্ছে এই সংগঠনটি। এরাই গতকাল (শুক্রবার) গুয়াহাটিতে প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখিয়েছে। গতকাল সন্ধে সাড়ে ৬টা নাগাদ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার সময় বিক্ষোভ দেখায় ওই সংগঠনের ছাত্ররা। প্রচুর এএএসইউ সমর্থক সেখানে হাজির ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কাছেই এই ছাত্র সংগঠনটির সদর দপ্তর। সেখানেও প্রচুর এএএসইউ সমর্থক হাজির ছিলেন। প্রধানমন্ত্রীর কনভয় সেখান দিয়ে যাওয়ার সময়ই তাঁর উদ্দেশে কালো পতাকা দেখানো হয়। সেই সঙ্গে 'গো ব্যাক মোদি', 'স্ক্র্যাপ সিটিজেনশিপ বিল','জয় আয় অসম'-এর মতো স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভকারীদের কাছেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন বিজেপি কর্মীরা। ছিলেন রাজ্যের এক মন্ত্রীও। কনভয় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ

শিয়ালদহ-রানাঘাট শাখায় বাতিল ১৬ জোড়া ট্রেন, চরম দুর্ভোগে যাত্রীরা

Image
নতুন লাইন পাতার জেরে তিন দিনে বাতিল ৫৪ জোড়া ট্রেন। এর ফলে শিয়ালদহ-রানাঘাট শাখায় যাত্রীরা চরম দুর্ভোগে। শুক্রবার এই শাখায় বাতিল করা হয়েছে ১৭ জোড়া ট্রেন। শনিবারও বাতিল হয়েছে ১৬ জোড়া ট্রেন। এই ভোগান্তি চলবে রবিবার পর্যন্ত। এদিন বাতিল করা হবে ২১ জোড়া ট্রেন। যাত্রীদের দাবি ট্রেন চলাচল স্বাভাবিক রাখাই মূল কাজ। সেটা করুক রেল। এতদিন পর্যন্ত কাকিনাড়া স্টেশনে ছিল ৩টি প্লাটফর্ম। ৪ নম্বর প্লাটফর্মের কাজ শেষ। এবার তিন ও চার নম্বর প্লাটফর্মের মধ্যে সংযোগের জন্য লাইন পাতার কাজ চলছে। একইসঙ্গে হচ্ছে ইন্টারলকিংয়ের কাজ। ফলে সেখানে ট্রেন চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ট্রেন বাতিলের ফলে বহু স্টেশনে আটকে পড়েছেন যাত্রীরা। নিত্যযাত্রীদের অভিযোগ, কোনও খবর না দিয়েই ট্রেন বাতিল করা হয়েছে। কখন ট্রেন ছাড়বে তাও বলা হচ্ছে না। এভাবে যাত্রীদের অসুবিধা করা ঠিক নয়। এদিকে রেল দফতর ট্রেন বাতিলের আগাম নোটিশ দিলেও যাত্রীরা তা মানতে নারাজ। তাদের দাবি, ট্রেন চলাচল স্বাভাবিক রেখেই রেলের কাজ হোক।

অবশেষে সিবিআইয়ের মুখোমুখি রাজীব কুমার, শিলং পৌঁছলেন কুণাল ঘোষও

Image
জাভেদ শামিম এবং মুরলীধর শর্মাকে নিয়ে সিবিআই অফিসে ঢুকছেন রাজীব কুমার। বাইরে কড়া নিরাপত্তা। গাঢ় নীল ইউনিফর্মে ঢাল নিয়ে দফতর ঘিরে রয়েছে মেঘালয় পুলিশের বিশাল বাহিনী। ভিতরে রাজীব-সিবিআই মুখোমুখি। শনিবার সকাল ১১টা নাগাদ ওকল্যান্ডের সিবিআই দফতরে সিবিআই কর্তাদের মুখোমুখি হলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার। এ দিন সকাল ১০টা ৪৭ মিনিট নাগাদ শিলংয়ের অভিজাত এলাকা ওকল্যান্ডে সিবিআই দফতরে প্রবেশ করে তাঁর কনভয়। সাদা গাড়িটা সরাসরি ঢুকে যায় সিবিআই দফতরের ভিতরে। তাঁর সঙ্গে রয়েছেন যুগ্ম নগরপাল (এসটিএফ) মুরলীধর শর্মা এবং অতিরিক্ত নগরপাল (১) জাভেদ শামিম। ইতিমধ্যে দফতরে এসে পৌঁছেছেন সিবিআই কর্তারাও। ১০টা ১৫ মিনিট নাগাদ সিবিআই দফতরে প্রবেশ করেন সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় শিলংয়ের ওকল্যান্ডে সিবিআই দফতর। শনিবার সকাল থেকেই শিলংয়ের অভিজাত এলাকা ওকল্যান্ডে সিবিআই দফতরের সামনে মেঘালয় পুলিশের একটা বড় বাহিনী মোতায়েন করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, ওকল্যান্ড সল্টলেকের সিজিও কমপ্লেক্সের মতো এত বড় এলাকা নয়। সে জন্য ওকল্যান্ডের নিরাপত্তা এবং গোপনীয়তা নি

শতাব্দী এক্সপ্রেসের বিরিয়ানিতে আরশোলা, বমি করে অসুস্থ যাত্রী

Image
চিকেন বিরিয়ানি আইআরসিটিসির সৌজন্যে হয়ে গেল ককরোচ বিরিয়ানি! চমকে যাওয়ার মতোই ঘটনা। পাতে সেই আরশোলা দেখে কিনা বমি করে ফেললেন যাত্রী! পুরো ঘটনাটি ঘটেছে শতাব্দী এক্সপ্রেসের মতো প্রথম সারির ট্রেনে। শুক্রবার হাওড়াগামী পুরী-শতাব্দী এক্সপ্রেসে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। কলকাতার নগেন্দ্রনাথ রোডের পিনাকী সাহাকে বিরিয়ানির প্যাকেট দিয়ে যান আইআরসিটিসি কর্মী। প্যাকেট খুলতেই হুলুস্থুল। পাতে আরশোলা দেখার পরই বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। তিনি বলেন, "৬০ থেকে ৭০ জন এলআইসির এজেন্ট পুরী থেকে ফিরছিলাম। খড়গপুর থেকে ট্রেনটি ছাড়ার পর আমাদের চিকেন বিরিয়ানি দেওয়া শুরু হয়। একটু খাওয়ার পরই বিরিয়ানির ভিতর থেকে বেরিয়ে পড়ে রান্না করা আরশোলা।" এই ঘটনার পর যাত্রীদের মধ্যে হইচই শুরু হলেও আইআরসিটিসির তরফে কেউ সেখানে আসতে চাননি বলে অভিযোগ। এরপর ম্যানেজারকে এক প্রকার জোর করে কামরাতে আনলেও এনিয়ে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। পরে টিকিট পরীক্ষক ও আইআরসিটিসির খাতায় অভিযোগ দায়ের করেন যাত্রীরা। হাওড়া আসার পর যাত্রীদের দলটিকে 'ক্ষতিপূরণ' হিসেবে কেক, কলা, কমলা লেবু ও ফ্রুটি দেওয়া

রোজগার কেড়ে নিচ্ছেন স্কুল টিচাররা , স্বেচ্ছামৃত্যুর আবেদন ৪ গৃহশিক্ষকের

Image
স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার দাবি তুলে শুক্রবার কোচবিহার জেলার চারজন গৃহশিক্ষক স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন। স্বেচ্ছামৃত্যুর অনুমতি চেয়ে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, সরকারি স্কুলের শিক্ষিকরা চাকরির শর্ত মোতাবেক প্রাইভেট টিউশনি করতে পারেন না। সেই আইন কড়াভাবে প্রয়োগ করতে হবে জেলা প্রশাসনকে। ইতিমধ্যে কোচবিহার শহর এবং শহর সংলগ্ন এলাকায় ৫৮ জন শিক্ষক গৃহশিক্ষকতা ছেড়ে দেবেন বলে অঙ্গীকার করেছেন। ইতিমধ্যেই জেলাশাসকের কাছে মুচলেকাও দিয়েছেন তাঁরা। তবে গৃহশিক্ষকের দাবি, জেলার ৯০ শতাংশ শিক্ষক এখনও প্রাইভেট টিউশন দেন। শুক্রবার কোচবিহারের জেলাশাসক মারফৎ মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন পাঠিয়েছেন চার গৃহশিক্ষক অমিতাভ কর, সংঘমিত্রা কর, দেবাংশু চট্টোপাধ্যায় এবং অমলেন্দু দাস। এদিন, কোচবিহার জেলাশাসকের দপ্তর পর্যন্ত মিছিল করেন তাঁরা। তারপরই জমা দেওয়া হয় আবেদনপত্র। গৃহশিক্ষকদের দাবি, এর আগে তাঁরা অনেকবার প্রশাসনের কাছে দরবার করেছেন, কিন্তু তাতেও কোনও ফল হয়নি। এমনকী উত্তরকন্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও তাঁরা অভিযোগ করেছেন। শ

গুগল অ্যাসিসটেন্ট এর নতুন ট্রান্সলেট ফিচার ব্যবহার করবেন কীভাবে?

Image
পেপার গুগল অ্যাসিসটেন্ট কে নিজস্ব ট্রান্সলেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। গুগলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এ সম্প্রতি একের পর এক নতুন ফিচার যোগ হচ্ছে। যে কোন স্মার্ট স্পিকার (গুগল অ্যাসিসটেন্ট সাপোর্ট সহ), স্মার্ট ডিসপ্লে (গুগল অ্যাসিসটেন্ট সাপোর্ট সহ) তে এই সম্প্রতি নতুন ট্রান্সলেটর ফিচার যোগ হয়েছেন। নতুন ফিচারে আপনার নিজস্ব ট্রান্সলেটর হিসেবে কাজ করবে সখের গ্যাজেটটি। আপাতত 26 টি আলাদা ভাষায় কাজ করবে এই ট্রান্সলেটর। শুরুতে চেক, ড্যানিশ, ডাচ, ইংরেজি, ফিনিশ, ফ্রেঞ্চ, জার্মান, গ্রিক, হিন্দি, হাঙ্গেরিয়ান, ইন্দোনেশিয়ান, ইতালীয়, জাপানীজ, কোরিয়ান, ম্যান্ডারিন, পোলিশ, পর্তুগিজ, রোমানিয়ান, রাশিয়ান, স্লোভাক, স্প্যানিশ, সুইডিশ, থাই, তুর্কি, ইউক্রেনীয় এবং ভিয়েতনামী ভাষা সাপোর্ট করবে গুগল অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর। কীভাবে নিজের গুগল অ্যাসিস্ট্যান্ট কে ট্রান্সলেটর হিসেবে ব্যবহার করবেন? দেখে নিন ১। শুরুতেই 'OK Google' বলে গুগল অ্যাসিস্ট্যান্ট এক্টিভেট করুন. ২। এরপরে গুগল অ্যাসিসটেন্ট কে নিচের যে কোন একটি কমান্ড বলুন Be my Italian interpreter. Help me speak Spanish. Interpret fro

এবার ১৫ মিনিটেই বাইপাস থেকে পিটিএস! শহরে আরও উড়ালপুলের ভাবনা মুখ্যমন্ত্রীর

Image
এজেসি বোস রোড ফ্ল্যাইওভারের সঙ্গে মা ফ্ল্যাইওভারের সংযোগকারী অংশ খুলে দেওয়া হল শুক্রবার। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে ১৫ মিনিটেই বাইপাস থেকে পিটিএস পৌঁছনো যাবে, পার্কসার্কাস সেভেন পয়েন্টস এড়িয়ে। উড়ালপুলের একটি অংশকে বালিগঞ্জ নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাণিজ্য সম্মেলন শেষে ফেরার পথে উড়ালপুরের সংযোগকারী অংশের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হন মুখ্যমন্ত্রী। সরকারি মহলের দাবি, দুই উড়ালপুলের সংযোগ হওয়ায় পার্কসার্কাস সেভেন পয়েন্টস-এ যানবাহনের চাপ কমবে। এতদিন পর্যন্ত নিউটাউন কিংবা সায়েন্সসিটির দিক থেকে এজেসি বোস রোড উড়ালপুলে যেতে গেলে পার্কসার্কাস সেভেন পয়েন্টস-এ নামতে হত। ফের উঠতে হল এজেসি বোস রোড উড়ালপুলে। ফলে যানজট তৈরি হত পার্কসার্কাস সেভেন পয়েন্টস এলাকায়। যাত্রীদের অসুবিধা নিরসনে দু বছর আগে ১.৪৪ কিমি লম্বা এই সংযোগকারী অংশ নির্মানের সিদ্ধান্ত  নেওয়া হয়েছিল। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, মা উড়ালপুল থেকে গড়িয়াহাট পর্যন্ত অপর একটি উড়ালপুল তৈরি করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

লোকসভার আগেই মমতার রাজ্যে বেতন বাড়ল এইসব কর্মীর! খুশির হাওয়া সরকারি মহলে

Image
রাজ্যের সমস্ত অস্থায়ী সরকারি কর্মীর বেতন বাড়ল। গড়ে দুহাজার টাকা করে বেতন বাড়ানো হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে বেতন বৃদ্ধি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়। সাধারণভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে কাজ করা অস্থায়ী কর্মীদের বেতন বেড়েছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে  কর্মরত অস্থায়ী কর্মীদের বেতনও বাড়ানো হয়েছে।     চতুর্থ শ্রেণির কর্মীদের সর্বনিম্ন বেতন ১২ হাজার টাকা লোকসভা নির্বাচনের আগে সুখবর। রাজ্য সরকারের অস্থায়ী কর্মীদের বেতন বাড়ানো হল। সাধারণভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে কাজ করা অস্থায়ী কর্মীদের বেতন বেড়েছে অভিজ্ঞতার ভিত্তিতে। চতুর্থ শ্রেণির পাঁচ বছরের কম সময় কাজ করছেন এইসব কর্মীর বেতন ছিল ১০ হাজার টাকা। বেতন বেড়ে হবে ১২ হাজার টাকা। ৫ থেকে ১০ বছরের কম সময় কাজ করা অস্থায়ী কর্মীদের বেতন ছিল ১২ হাজার টাকা। তা বেড়ে হচ্ছে ১৪ হাজার টাকা। ১০ থেকে ১৫ বছরের কম সময় কাজ করাদের বেতন ছিল ১৪৫০০ টাকা। তা বেড়ে হচ্ছে ১৬৫০০ টাকা। ১৫ থেকে ২০ বছরের কম সময় কাজ করা অস্থায়ী কর্মীদের বেতন ছিল ১৭ হাজার টাকা। তা বেড়ে হচ্ছে ১৯ হাজার টাকা। ২০ বছরের ওপরে কাজ করা কর্মীদের বেতন ছিল ২০ হাজার টাকা

লোকসভা ভোটের মুখে মাইনে বাড়ল রাজ্যের অস্থায়ী কর্মীদের

Image
1/5 লোকসভা ভোটের আগে বেতন বাড়ল রাজ্যের সমস্ত অস্থায়ী কর্মীদের।      2/5 তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীদের ন্যূনতম বেতন বাড়ল ২ হাজার টাকার।       3/5 অভিজ্ঞতার ভিত্তিতে স্তর বিন্যাসে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।      4/5 তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত অস্থায়ী কর্মীদেরও বেতন বাড়ল।       5/5 ১ ফেব্রুয়ারি থেকে লাগু হবে হবে নির্দেশিকা। ফলে মার্চে বর্ধিত বেতন পাবেন অস্থায়ী কর্মীরা। 

সিবিআই আধিকারিকের স্ত্রীর আর্থিক লেনদেন নিয়ে তদন্তে কলকাতা পুলিস

Image
আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় এবার নাম জড়িয়ে গেল সিবিআই-এর এক আধিকারিকের স্ত্রীর। অভিযোগ, সিবিআই-এর আধিকারিক এম নাগেশ্বর রাও-এর স্ত্রী মান্নেম সান্ধেয়া ওই আর্থিক লেনদেনের ঘটনায় জড়িত। শুক্রবার এই ঘটনায় কলকাতা শহরের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালাল পুলিস। কলকাতার ক্যানিং স্ট্রিটের কাছে ৫ ক্লাইভ রো-তে অবস্থিত একটি বহুতলের পাঁচ তলাতেও তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। কলকাতা পুলিসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত তল্লাশি চালানো হয়। তল্লাশি চালায় কলকাতা পুলিশের ২০-২২ জন আধিকারিকের একটি দল। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি, পেন ড্রাইভ, বেশ কিছু সিডি ও হার্ড-ডিস্ক। অভিযোগ, প্রায় ১.৪ কোটি টাকা আর্থিক লেনদেন করেছেন তিনি। পুলিসের ওই সূত্র থেকে জানা গিয়েছে, যে আর্থিক লেনদেনকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তাদের ১১ জন শেয়ার হোল্ডার রয়েছেন। তার মধ্যে একজন সিবিআই আধিকারিক এম নাগেশ্বর রাওয়ের স্ত্রী মান্নেম সান্ধেয়া। যদিও এর আগে পুরো বিযয়টিই অস্বীকার করা হয়েছিল এম নাগেশ্বর রাও-এর তরফে। এই বিষয়ে একটি বিবৃতিও দিয়েছিলেন তিনি।

হাসপাতালে মৃত্যু মাওবাদী সুদীপের

Image
কয়েক দিন আগেই তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গড়া হয়েছিল। কিন্তু মস্তিষ্কের ভিতরে রক্তচাপের সমস্যার জেরে মৃত্যু হল মাওবাদী বন্দি সুদীপ চোংদার (৪৭) ওরফে কাঞ্চনের। পারিবারিক সূত্রের খবর, সুদীপের অঙ্গ দান করা রয়েছে। তবে হাসপাতাল-কর্তৃপক্ষের দাবি, এ বিষয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। ২০১০ সালে কলকাতা থেকে গ্রেফতারের পরে আলিপুর সেন্ট্রাল জেলে ছিলেন শিলদার ইএফআর ক্যাম্পে হামলা-সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সুদীপ। সোমবার তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়। তার পর থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভেন্টিলেশনে রাখা হয়। সুদীপের চিকিৎসার জন্য চার সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও গড়া হয়েছিল। তবে তাঁর চিকিৎসা নিয়ে অবহেলার অভিযোগ করেন সুদীপ-ঘনিষ্ঠেরা। সেই অভিযোগ উড়িয়ে দিয়ে কারা-কর্তৃপক্ষ জানান, সুদীপের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ করা হয়েছিল। শুক্রবার বেলা সওয়া ১টা নাগাদ মৃত্যু হয় গড়বেতার চাঁদাবিলার বাসিন্দা সুদীপের। চিকিৎসকেরা জানান, হাইপারটেনশনে ভুগছিলেন ওই বন্দি। তার জেরেই উচ্চ রক্তচাপের সমস্যা তৈরি হয়। মস্তিষ্কে ঠিকমতো

শ্রীশ্রীসরস্বতী পূজার সময় ও নির্ঘণ্ট

Image
জীবনের প্রথম পদক্ষেপে আমরা অভিভাবকদের কাছ থেকে শিক্ষা পেয়ে থাকি। কিন্তু আস্তে আস্তে যখন বড় হতে থাকি তখন শিক্ষা আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে ওঠে, যা না থাকলে জীবনে মাথা উঁচু করে দাঁড়ানো যায় না। চারটে জিনিস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। শিক্ষা, পরীক্ষা, ভবিষ্যৎ গঠন এবং ভাল চাকরি বা ব্যবসা। শিক্ষাই একজন জাতকের পরিচয়। এই শিক্ষা পাওয়ার জন্যে আমরা বিদ্যালয়ে যাই এবং পরীক্ষা দিই, যাতে অন্যান্যদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে ভাল ফল করতে পারি। সুতরাং সকলেরই উচিত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করা। এখন দেখে নেওয়া যাক ১৪২৫ সনে  শ্রীশ্রীলক্ষ্মী-সরস্বতী পূজা, মস্যাধার(দোয়াত), লেখনী(কলম), পুস্তক (বই) ও বাদ্যযন্ত্রাদির পূজা- এর সময় ও নির্ঘণ্ট- বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে- তিথি- পঞ্চমী শুরু ২৬ মাঘ, ১৪২৫, শনিবার, ইং- ৯/২/২০১৯। দুপুর ১২টা ২৬ মিনিট থেকে ২৭ মাঘ, ১৪২৫, রবিবার, ইং- ১০/২/২০১৯। দুপুর ২টো ৯ মিনিট পর্যন্ত। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে- তিথি- ২৫ মাঘ, ১৪২৫, শনিবার, ইং- ৯/২/২০১৯। পঞ্চমী শুরু দিবা ঘ ৯/১৯ মিনিট থেকে ২৬ মাঘ, ১৪২৫, রবিবার, ইং- ১০/২/২০১৯। দিবা ১০টা ২৫ মিনিট পর্যন্ত।

নামী কোম্পানির মোড়কে ভেজাল শ্যাম্পু, লোশন, সাবান! ধৃত অভিযুক্ত

Image
নামী কোম্পানির মোড়কে কয়েক লাখ টাকার ভেজাল তেল ও চা সহ প্রসাধনী সামগ্রী বাজেয়াপ্ত করল পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে হুগলির চণ্ডীতলায় অভিযান চালায় পুলিস। আটক করা হয় এক যুবককে। হুগলির চণ্ডীতলার বেগমপুর। জনবহুল এলাকার মধ্যেই একটি বাড়িতে নামী দামি সংস্থার ঝাঁ চকচকে মোড়কে ভরা হত ভেজাল চা, তেল, বেবি ক্রিম, সাবান, শ্যাম্পু ও বডি লোশন। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বেগমপুরের এই বাড়িতে অভিযানে যায় পুলিস। উদ্ধার হয় প্রচুর পরিমাণে নকল তেল, চা ও প্রসাধন সামগ্রী। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয় শ্যাম্পুর পাউচ, বোতল সিল করারএকটি মেশিনও। ওই বাড়ির ছেলে সঞ্জু পাল নামে এক যুবককে আটক করে পুলিস। তবে ছেলে যে ভেজালের কারবারি, তা মানতে নারাজ অভিযুক্তের মা। এমনকি দীর্ঘদিন ধরে বেগমপুরের জনবহুল এলাকায় বাড়ির মধ্যে যে রমরমিয়ে ভেজালের কারবার চলছিল, তা ঘুণাক্ষরে টেরও পাননি স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস জানতে পেরেছে, বেগমপুরে দিন কয়েক আগে বাড়িটি ভাড়া নেয় সঞ্জু পাল। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত সঞ্জু পাল পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি সিঙ্গুরে এরকমই ন

বই ফেলে দেয় বাবা, পড়তে চেয়ে বাড়ি ছাড়ল কিশোরী

Image
ভাই লক্ষ্মীরামের সঙ্গে মালা সোরেন।  পড়তে দেখলে তেড়ে আসে বাবা। বইপত্র ছুড়ে ফেলে দেয়। মেয়ে স্কুলে গিয়েছে শুনলে রাগ সপ্তমে চড়ে। মুখে একটাই কথা,  'মেয়ে হয়ে জন্মেছে। লেখাপড়া করে হবেটা কী!' বছর তেরোর মালা সোরেন তবু পড়তে চায়। পড়বে বলেই বাড়ি ছেড়েছে জামবনির তেঁতুলিয়া গ্রামের এই আদিবাসী কিশোরী। এখন ঠিকানা ঝাড়গ্রাম শহরের বেনাগেড়িয়ায় পিসির বাড়ি। সপ্তম শ্রেণির ছাত্রী মালার একটাই স্বপ্ন, ''পড়াশোনা করে উচ্চশিক্ষিত হতে চাই।''  তেঁতুলিয়া লাগোয়া বিনপুরের যে স্কুলে সে পড়ত, সেই এড়গোদা নিত্যানন্দ বিদ্যায়তন থেকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) আনতে বৃহস্পতিবার নিজেই সে পৌঁছে গিয়েছিল। সঙ্গে ছিল মা ও ঠাকুমা। স্কুলের টিচার ইনচার্জ লক্ষ্মীকান্ত মুড়াকে মালা জানায়, তার বাবা বিশ্বনাথ সোরেন নেশা করলেই অন্য মানুষ হয়ে যায়। তাকে স্কুলে আসতে দেয় না, পড়তে দিতে চায় না। বাড়িতে বাবার কাছে থাকলে চিরজীবনের মতো পড়াশোনা ছাড়তে হবে বলেও জানায় মালা। তাই সে এই স্কুল ছেড়ে দূরের কোনও স্কুলে ভর্তি হতে চায়। টিচার-ইনচার্জ লক্ষ্মীকান্ত বলেন, ''মেয়েটি পড়াশোনায় ভাল। ওকে টিসি নিতে বারণ করেছিলাম। কিন

মাত্রা ছাড়িয়ে অস্ত্রোপচারে প্রসব, রাশ টানতে নজরদারির কেন্দ্রের

Image
রক্তপাত হচ্ছে দ্বিগুণ! তবু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র নির্ধারিত মাত্রার বাইরে 'সিজ়ার' বা অস্ত্রোপচারে প্রসব চলছে দেদার। তাতে রাশ টানতে এ বার প্রসবের হিসেবে নজরদারির বন্দোবস্ত করছে কেন্দ্রীয় সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রা অনুযায়ী ২৫ শতাংশ গর্ভবতীর অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব হতে পারে। কিন্তু কেন্দ্রের সাম্প্রতিক হিসেব বলছে, সরকারি মেডিক্যাল কলেজেই সিজ়ারের হার বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশের বেশি। বেসরকারি হাসপাতালে সেটা ৯০ শতাংশের কাছাকাছি! মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে এই পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক বলেই চিকিৎসকদের একাংশের অভিমত। কেন্দ্র তাই মা ও সন্তানের স্বাস্থ্যের উপরে নজর রাখতে তৈরি 'লক্ষ্য' নামে একটি প্রকল্পেই সিজ়ার অডিট পর্যবেক্ষণ করবে। স্ত্রীরোগ চিকিৎসকদের একাংশের মতে, সরকারি মেডিক্যাল কলেজে সিজ়ারের প্রবণতা বেড়ে যাওয়ার কারণ মূলত রেফার এবং সঙ্কটজনক অবস্থায় প্রসূতিকে ভর্তি করানো। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের প্রধান আরতি বিশ্বাস বলেন, ''মেডিক্যাল কলেজ হল তৃতীয় স্তরের পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। স্বাস্থ্যকেন্দ্র বা

চিনা স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে ₹৫০ কোটির চুক্তি সিন্ধুর

Image
চিনা ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী ব্র্যান্ডের সঙ্গে চার বছরের জন্য চুক্তিতে আবদ্ধ হলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এই চুক্তির আর্থিক অঙ্ক ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকা। রিও অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় তারকার স্পোর্টস স্পনশরশিপ নিয়ে এই চুক্তি করেছে চিনা ক্রীড়া ব্র্যান্ড 'লি নিং'। চিনের এই সংস্থাটি গত মাসে আর এক ভারতীয় তারকা কিদাম্বি শ্রীকান্তকে চার বছরের জন্য ₹৩৫ কোটির স্পনশরশিপ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এ ছাড়া পারুপল্লি কাশ্যপকে দু-বছরের জন্য ₹৮ কোটির স্পনশরশিপ অফার করা হয়েছে।

সুখবর! গৃহঋণে সুদ কমাল SBI

Image
গৃহঋণের ক্ষেত্রে সুদের হার ৫ বেসিস পয়েন্ট হ্রাস করল ভারতীয় স্টেট ব্যাংক (এসবিআই)। ৩০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে। শুক্রবার থেকেই নয়া সুদের হার কার্যকর হবে। বৃহস্পতিবারই দ্বিমাসিক আর্থিক নীতি পর্যালোচনা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক। রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। যে কারণে রেপো রেট কমে দাঁড়িয়ে ৬.২৫%। কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোয় গাড়ি ও বাড়ির লোনে সুদের হার খানিক কমতে চলেছে বলে বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছিলেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই গ্রাহকদের জন্য সুখবর ঘোষণা করল দেশের বৃহত্তম ব্যাংক। এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার এদিন এক বিবৃতিতে বলেছেন, 'আরবিআইয়ের আর্থিক নীতি ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা ৩০ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সুদ হ্রাসের সিদ্ধান্ত নিয়েছি।'

‌বাংলায় আরও ৮–১০ লক্ষ কর্মসংস্থান হবে:‌ মুখ্যমন্ত্রী

Image
সাফল্যের সঙ্গেই শেষ হল রাজারহাটে অনুষ্ঠিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। অনুষ্ঠানের সমাপ্তিতে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনুষ্ঠান মঞ্চ থেকে সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলার বেকার যুবক–যুবতীদের জন্য খুশির খবরও শোনালেন তিনি। জানালেন, এবারের বিশ্ব বাণিজ্য সম্মেলনে মোট ৮৪ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। পাশাপাশি প্রায় ৪৫টি বৈঠকের পর সাক্ষরিত হয়েছে ৮৬টি মউ। এর ফলে রাজ্যে বেকারত্ব আরও কমে যাবে। আগামিদিনে রাজ্যে প্রায় ৮ থেকে ১০ লক্ষ কর্মসংস্থান হবে। তিনি বলেন, '‌এবারের সম্মেলনে অসাধারণ সাফল্য এসেছে। বাংলায় শিল্পের পরিবেশ রয়েছে। আমরা বন্‌ধ সমর্থন করি না। বাংলায় কর্মসংস্কৃতি অনেক ভাল। বিনিয়োগের সেরা ঠিকানা এখন বাংলাই। অন্য কোনও রাজ্য এত সফলভাবে বাণিজ্য সম্মেলন করতে পারত না।'‌ পাশাপাশি তিনি জানান, '‌এবারের সম্মেলনে মোট ৮৬টি মউ স্বাক্ষরিত হয়েছে। মোট ৮৪ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। সিলিকন ভ্যালিতে টিসিএস, কগনিজেন্ট, টেক মাহিন্দ্রা, ক্যাপজিমিনি, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের মতো সংস্থা বিনিয়োগ করতে রাজি। এর ফলে বাংলায় আরও কর্মসংস্থান হ

জম্মু–কাশ্মীর ঘিরে রেখেছে ৪৫০ জঙ্গি:‌ সেনাবাহিনী

Image
জম্মু–কাশ্মীর সীমান্তের ওপারে অপেক্ষা করছে ৪৫০ জন সন্ত্রাসবাদী। উপত্যকায় সন্ত্রাসবাদ ও নাশকতা ছড়াতে তৈরি করা হচ্ছে পরিকাঠামো। যাদের পূর্ণ সমর্থন করছে পাকিস্তান। এমনকী পাকিস্তানের সমর্থনে এই জঙ্গিরা ১৬টি ক্যাম্প তৈরি করে ফেলেছে। এমনই রিপোট পেয়ে এবার নিরাপত্তা বাহিনীকে সতর্ক করল দেশের সেনাবাহিনী। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত সক্রিয় হয়ে উঠছে জঙ্গি সংগঠনগুলি। নির্বাচনে ব্যস্ত থাকার সময় আঘাত হানতেই এই সক্রিয়তা বলে মনে করছেন গোয়েন্দারা। সেনাবাহিনীর নর্দান কমান্ডার লেফটন্যান্ট জেনারেল রণবীর সিং বলেন, '‌উত্তরদিকে পীর পাঙ্গালে সবচেয়ে বেশি তৎপরতা দেখা যাচ্ছে জঙ্গিদের। প্রায় ৪০০ জঙ্গি সক্রিয় হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকায়। আর দক্ষিণ পীর পাঙ্গালে রয়েছে প্রায় ৫০ জন জঙ্গি। এখনও পর্যন্ত এখানের নিরাপত্তা পরিস্থিতি ঠিক রয়েছে। তবে উত্তরদিকে পীর পাঙ্গালে অপারেশন চালাতে হবে জঙ্গিদের বাড়বাড়ন্তের জন্য।'‌ স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে সেনাবাহিনীর মধ্যে। কারণ পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা অতর্কিতে হামলা চালাতে পারে। এই আশঙ্কা করে যে সতর্কবার্তা সেনাবাহিনী দিয়েছে তার প্রেক্ষিতে রণবীর সিং জানান, সীমা

১.৫৮ কোটির লেড আলো প্রকল্পের সূচনা করলেন মন্ত্রী শুভেন্দু

Image
তমলুক: সরস্বতী পুজোর আগে ময়না ও শহিদ মাতঙ্গিনী ব্লকের বেশ কয়েকটি গ্রামে আলোকিত করল হলদিয়া উন্নয়ন পর্ষদ। রাজ্যের পালাবদলের পর থেকেই হলদিয়া উন্নয়ন পর্ষদ এলাকাধীন গ্রামীণ রাস্তা থেকে শহরের রাস্তা আলোকিতকরণ করা, ঢালাই রাস্তা তৈরি সহ একাধিক উন্নয়ন মূলক কাজ করে চলেছে। শুক্রবার সন্ধ্যায় হলদিয়া উন্নয়ন পর্ষদের ১.৫৮ কোটি টাকা খরচে তমলুকের শহিদ মাতঙ্গিনী এবং ময়না ব্লকের ৯ কিমি রাস্তা জুড়ে ৫ টি আধুনিক 'লেড আলো' প্রকল্পের উদ্বোধন করলেন পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যের পরিবহণ ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। ময়না এবং তমলুকে পৃথক ৩ টি কর্মসূচির মধ্যে দিয়ে প্রকল্পের সূচনা করেন মন্ত্রী। ময়নার কিয়ারনা বাজার, কৃষ্ণগঞ্জ বাজার,কুমারগঞ্জ বাজার,শহিদ মাতঙ্গিনী ব্লকের হগলা সহ ৯ টি গ্রামীণ বাজার সংলগ্ন এলাকায় রাস্তায় আগে পথবাতি ছিলই না।সূর্য ডোবার পরই আঁধার নামত রাস্তায়।যে কারণে রাতবিরেতে মুশকিলে পড়তেন বাসিন্দারা।যাতায়াতেও সমস্যা হত।এদিন নতুন এলইডি আলো উদ্বোধনের পর ঝলমলিয়ে ওঠে এলাকাগুলি। কিয়ারনা বাজারে আলো প্রকল্পের উদ্বোধনের পর শুভেন্দু বলেন, "আমরা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করিনা। রাজনীতি কেন্দ

হাফিজের সইদের বিরুদ্ধে পাকিস্তানের কাছে ক্ষোভ প্রকাশ দিল্লি

Image
নয়াদিল্লি: কয়েকদিন আগে ভারত বিরোধী স্লোগান তুলে লাহোরে মিছিল করেছিল ২৬/১১ মাস্টারমাইড পাকিস্তানি হাফিজ সৈয়দ। নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশনারের কাছে এই মর্মে একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। অভিযোগ পত্রটিতে ভারতের তরফে বলা হয়েছে পাকিস্তানের জমিকে ব্যবহার করে ভারত বিরোধী উসকানি দিচ্ছে হাফিজ সইদের মতো মৌলবাদীরা।   পাকিস্তানের মাটিতে এই ধরণের মিছিল ভারতের বিরুদ্ধে অশান্তি এবং সন্ত্রাসবাদে লিপ্ত হতে উৎসাহ দিচ্ছে৷ দু-দেশের মধ্যে হওয়া চুক্তির কথা মাথায় রেখে এরকম কোনও কাজে পাকিস্তানের সাহায্য করা উচিত নয়। প্রসঙ্গত জামাত উদ দাওয়াতের প্রধান সন্ত্রাসবাদী হাফিজ মঙ্গলবার পাকিস্তানের লাহোরে একটি মিছিল করে। যেখানে কাশ্মীরীদের উপর অত্যাচার করছে ভারত এমন দাবি তুলে ভারত বিরোধী কার্যকলাপে যোগ দিতে আমন্ত্রণ জানায় সে দেশের তরুণদের। ৫ ফেব্রয়ারি দিনটিকে 'কাশ্মীরী সলিডারিটি ডে' হিসেবে ঘোষণা করে হাফিজ।

রাতের অন্ধকারে সল্টলেকের ব্যাংকে অভিযানের তথ্য জানতে চায় সিবিআই

Image
কলকাতা: আর কিছুক্ষণ পরেই শিলং-এ সিবিআই আধিকারিকদের জেরার মুখোমুখি হতে হবে কলকাতার নগরপাল রাজীব কুমারকে। আর সেই 'সন্ধিক্ষণে'র আগে উঠে আসছে ছয় বছর আগে রাতের অন্ধকারে এক ব্যাংকে অভিযানের কাহিনী। সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পর রাজীব কুমারের নেতৃত্বে তৈরি হয় বিশেষ তদন্তকারী দল (সিট)। ২০১৩ সালে তৈরি হয় সিট। তারপর হঠাৎ একদিন মাঝ রাতে সিটের তদন্তকারী অফিসারেরা সল্টলেকের একটি ব্যাংকে হানা দেয়। সেই রাতের অন্ধকারে ব্যাংক কর্তৃপক্ষকে ডেকে বন্ধ ব্যাংক খোলা হয়। সূত্রের খবর, সল্টলেকের ওই ব্যাংকে সারদা-কর্তা সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালী সেনের নামে একটি লকার ছিল। সেই লকারে চিট ফান্ড সংস্থা সারদার প্রচুর নথি রয়েছে। পুলিশ তা জানতে পেরে রাতের অন্ধকারে ব্যাংকে তল্লাশি চালিয়ে বহু নথি বাজেয়াপ্ত করেছে বলে খবর। যদিও সিটের তদন্তকারী অফিসারেরা সেই রাতে এ বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেনি। রাতের অন্ধকারে যেভাবে পুলিশ বন্ধ ব্যাংক খুলে তল্লাশি করে। সেই সময় প্রশ্ন উঠেছিল হঠাৎ কেন রাতেই পুলিশকে হানা দিতে হল ব্যাংকে।এমনকি নথি ছিল যে দিনের পরিবর্তে রাতে পুলিশকে তল্লাশি করতে হল। নথি ছাড়া ওই লকারে আরও অন্য

নিজেকে সাড়ে তিন লক্ষ টাকার উপহার দিলেন সৌরভ

Image
মোটরবাইকের প্রতি মহেন্দ্র সিং ধোনির ভালবাসার কথা তো সকলেরই জানা। শুধু নামী-দামি বাইকের জন্যই তাঁর বাড়িতে রয়েছে আলাদা একটি গ্যারেজ। ঠিক তেমনই শচীন তেণ্ডুলকরের প্রেম ফেরারির প্রতি। কিন্তু, সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ির প্রতি প্যাশনের কথা হয়তো অনেকেরই অজানা। আর তাই সাড়ে তিন লক্ষ টাকার বাইক নিজেকেই উপহার দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ব্র্যান্ড নিউ BMW G 310 GS অ্যাডভেঞ্চার বাইকটির মালিক এখন দাদা। যার মূল্য সাড়ে তিন লক্ষ টাকা। না, কোনও বিশেষ কারণে নয়, স্রেফ ভালবাসার টানেই এই দুর্দান্ত বাইকটি কিনে ফেলেছেন তিনি। ৩১৩ সিসির এই বাইকে একটিই সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এ বাইক নিয়ে একবার রাস্তায় বেরলে অন্য কোনও বাইক চালাতেই ইচ্ছে করবে না। সংস্থার দাবি, ঘণ্টায় ১৪৩ কিলোমিটার বেগে ছোটে এই মোটরবাইক। অর্থাৎ বাইক নিয়ে রোমাঞ্চকর কোনও সফরে বেরিয়ে সৌরভকে ছবি পোস্ট করতে দেখলে আর অবাক হওয়ার কোনও কারণ থাকবে না। ইতিমধ্যেই কোম্পানির তরফে কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বাইকে বসে পোজ দিয়েছেন প্রিন্স অব কলকাতা। আর তাঁর মুখের চওড়া হাসিই বলে দিচ্ছে, নিজেকে দেওয়া নিজের উপহারে কতট

সম্পর্কের উন্নতিতে নয়া পদক্ষেপ, একাধিক চুক্তি ভারত-বাংলাদেশের

Image
ভবিষ্যতের কথা মাথায় রেখে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি করতে চাইছে ভারত ও বাংলাদেশ। অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রগুলিতে দুই দেশ হাত ধরাধরি করে এগিয়ে যাবে। এই ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে মহাকাশ, পারমাণবিক গবেষণা, তথ্যপ্রযুক্তি এবং ইলেকট্রনিকস। দুই দেশের পঞ্চম যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকের পর শুক্রবার বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে যৌথ প্রেস বিবৃতিতে দ্বিপক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে জানানো হয়েছে। এই বৈঠকে মোট চারটি বিষয়ে দুই দেশ চুক্তিবদ্ধ হয়েছে, ১. সিবিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। ২. বাংলাদেশের ১ হাজার ৮০০ আমলাকে ভারত বিশেষ প্রশিক্ষণ দেবে।  ৩. বিকল্প চিকিৎসার বিকাশে ঔষধি গাছগাছড়া তৈরিতে ভারতের আয়ুষ মন্ত্রকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রক।  ৪. মোংলায় ইন্ডিয়ান ইকোনমিক জোনে লগ্নি টানতে বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষ চুক্তিবদ্ধ হলো ভারতের হীরানন্দনী গোষ্ঠীর সঙ্গে। প্রসার ভারতী এবং বাংলাদেশ টেলিভিশনের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। যদিও, এ বিষয়ে কোনও তরফ থেকেই স্পষ্ট করে কিছু জানানো