দমদমে অটোচালকদের তাণ্ডব, তথ্যপ্রযুক্তি কর্মীকে মারধর রাস্তায়


ফের অটো চালকদের তাণ্ডব। এবার এক যাত্রীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করল অটো চালকরা। দমদম ক্যান্টনমেন্ট এলাকার ঘটনা।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। নাগেরবাজার মোড়ে অভিজিৎ বিশ্বাস নামে এক তথ্যপ্রযুক্তি কর্মীকে ধাক্কা মারে ক্যান্টনমেন্ট রুটের একটি অটো। তার পায়ের ওপর দিয়ে অটো চালিয়ে দেওয়া হয়। প্রতিবাদ করলে অভিজিৎকে সপাটে চড় মারেন অটো চালক। শুক্রবার সন্ধেয় এনিয়ে অটো চালকদের অফিসে অভিযোগ জানাতে গেলে বেধড়ক মারধর করা হয় অভিজিৎকে।

তথ্যপ্রযুক্তি কর্মীর অভিযোগ, ক্যান্টনমেন্ট স্টেশন চত্ত্বরেই রাস্তায় ফেলে মারধর করা হয় তাঁকে। মাথায় ধারাল কিছু দিয়ে আঘাতও করা হয়। এতে তাঁর মাথা ফেটে যায়। কোনওক্রমে পালিয়ে তিনি থানায় যান।

অভিজিৎ জানিয়েছেন, 'অটো চালকদের অফিসে অভিযোগ জানাতে গেলে আমাকে প্রবল গালাগালি করা হয়। এরপরই শুরু হয় বেধড়ক মারধর। কেউ আমাকে পেছন থেকে ধরে মাটিতে ফেলে দেয়। ধারাল অস্ত্র দিয়ে আঘাতও করা হয়।'‌ ক্যান্টনমেন্ট থানা এই বিষয়ে তদন্ত করছে। দুই অটো চালককে গ্রেপ্তার করা হয়েছে।