Posts

Showing posts from March 17, 2019

আঘাত করলে ক্ষমা চাইছি, বারাকপুরের বিজেপি কর্মীদের সামনে নতজানু অর্জুন

Image
দলবদলের পর ভাটপাড়ায় ফিরে দলের প্রথম বৈঠকে বিজেপি কর্মীদের কাছে ক্ষমা চাইলেন অর্জুন সিং। এদিন হাজিনগরে দলীয় কর্মীদের সঙ্গে এক বৈঠকে বিজেপি কর্মীদের কাছে তাঁদের দলে গ্রহণ করার আবেদন করেন তিনি।  রবিবারের সভায় সদ্য তৃণমূলত্যাগী বিধায়ক অর্জুন সিং বলেন, 'আমার কোনও আচরণে যদি কোনও বিজেপি কর্মী আঘাত পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমি যা করেছি, দলের নির্দেশে। আমি আশা করি, আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমাকে গ্রহণ করবেন।' বলে রাখি, গত বৃহস্পতিবার দিল্লিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। তার পরই বারাকপুর শিল্পাঞ্চলে বিজেপি কর্মীদের ওপর অর্জুনের নির্যাতনের কথা প্রচার করতে শুরু করে তৃণমূল। বিজেপির ঘরে বিক্ষোভ তৈরি করতে সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়। কী ভাবে বিজেপির বনধে শমীক ভট্টাচার্য-সহ বিজেপি নেতাদের অকথ্য গালিগালাজ করেছিলেন অর্জুন তাও ছড়িয়ে পড়ে ফোনে ফোনে।  বিজেপি সূত্রের খবর, বারাকপুর কেন্দ্রে প্রার্থী করা হবে এই শর্তেই বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন। তবে তাতে দলীয় কর্মীদের একাংশের মধ্যে যে ক্ষোভ দানা বাঁধতে পারে তা বিলক্ষ্মণ জানেন দলের শীর্ষ নেতৃত্ব। সম্ভবত

ভিক্টোরিয়ায় ড্রোন উড়িয়ে ছবি তোলার চেষ্টা, হাতেনাতে পাকড়াও চিনা যুবক

Image
ভিক্টোরিয়া মেমোরিয়ালে ধৃত চিনা নাগরিক। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে ড্রোন উড়িয়ে ছবি তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক চিনা নাগরিক। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকালে তাঁরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে নিরাপত্তার জন্য মোতায়েন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী(সিআইএসএফ)-র কাছ থেকে জানতে পারেন ওই চিনা নাগরিক সম্পর্কে। শনিবার দুপুরে ওই চিনা নাগরিক ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকেন। সিআইএসএফ সূত্রে খবর, বেলা একটা নাগাদ জওয়ানরা ভিক্টোরিয়ার আকাশে একটি ড্রোন উড়তে দেখেন। ড্রোন দেখেই তাঁরা সতর্ক হয়ে যান এবং কিছুক্ষণ খোঁজ নিয়ে জানতে পারেন যে চত্বরের মধ্যে থেকেই ওই ড্রোন ওড়ানো হচ্ছে। সিআইএসএফ জওয়ানরা হাতেনাতে পাকড়াও করেন চিনা যুবককে। তাঁর সঙ্গে আরও দু'জন চিনা নাগরিক ছিলেন। তাঁদের তিনজনকেই আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিকালে হেস্টিংস থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ লি-জেই-ওয়েই নামে ২৬ বছরের চিনা যুবককে গ্রেফতার করেন। তাঁর কাছ থেকেই ওই ড্রোন পাওয়া গিয়েছিল। মোবাইল ফোনের সাহায্যে রিমোট কন্ট্রোলে ওড়ানো হচ্ছিল ওই ড্রোন। পুলিশ সূত্রে খবর, ধৃত চিনা যুবক এবং তাঁর সঙ্গীরা ইংরেজি খুব

শহরতলিতে শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত আবহাওয়া দফতরের

Image
গুমোট গরমে নাজেহাল হচ্ছিল রাজ্যবাসী। বিকেলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতেই স্বস্তি মিলল। কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকায় শুরু হয়েছে শিলাবৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এভাবে দফায় দফায় বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুত্ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বিকেল গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে দক্ষিণ কলকাতা ও আশেপাশের কিছু এলাকায়। বিকেল সওয়া ৫টা নাগাদ গড়িয়া, হরিদেবপুর এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সেই সঙ্গে নেমে আসে শিলাবৃষ্টিও।    অন্য দিকে, বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিপাতের পাশাপাশি কলকাতা সহ কয়েকটি জেলার উপর  দিয়ে প্রতি ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আগাম সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছে, কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর,  বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া, এবং হুগলি-তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা হলেও গরম কমবে বলে আশা আবহবিদদের।

অভিনন্দনের চোখ-হাত বাঁধা ভিডিয়ো দেখেই পাকিস্তানে মিসাইল তাক করেছিল ভারত!

Image
অভিনন্দন বর্তমানের চোখ এবং হাত বাঁধা ছবি দেখার পরই যুদ্ধের হুঙ্কার ছেড়েছিল ভারত। মিগ-২১ বনাম এফ-১৬ যুদ্ধবিমানের ডগফাইটের পর সরাসরি ভারত-পাক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। ছ'টি মিসাইল পাকিস্তানের অভ্যন্তরে তাক করে রেখেছিল নয়াদিল্লি। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইসলামাবাদও। নয়াদিল্লি, ইসলামাবাদ এবং ওয়াশিংটনের একাধিক সূত্র অনুযায়ী সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, ওই সময় দু'দেশের সম্পর্ক এতটাই উত্তপ্ত ছিল যে, মার্কিন কূটনৈতিক হস্তক্ষেপ না হলে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ লেগেই যেত। একটি সূত্রে এও দাবি, পাকিস্তানের উদারতা নয়, মার্কিন চাপেই ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতে ফেরত পাঠাতে বাধ্য হয়েছিল ইমরান খানের সরকার। এবং সেই সিদ্ধান্তের পরই দু'দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়। কারণ, অভিনন্দনকে ফেরানোর সিদ্ধান্তের পর ভারত কিছুটা নরম অবস্থান নেয়। কেমন যুদ্ধের আবহ ছিল সেই সময়? সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, অভিনন্দনের ওই ভিডিয়ো দেখার পরই ভারতীয় কূটনৈতিক এবং সামরিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নয়াদিল্লি সরাসরি হুমকি দেয়, পাকিস্তানের মাটিতে ছ'ট

দক্ষিণেশ্বর মন্দির লাগোয়া ঝুপড়িতে আগুন, ভস্মীভূত ৩৫টি ঝুপড়ি

Image
দক্ষিণেশ্বরের মন্দির লাগোয়া ঝুপড়িতে বিধ্বংসী আগুন লেগে ভস্মীভূত ৩৫টি ঝুপড়ি। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ এই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার রাতে আচমকা আগুন লাগাল পর ঝুপড়ির বাসিন্দারা ঘর ছেড়ে বেড়িয়ে আসেন। চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায় তাঁদের বাড়ি। রাতে ঝুপড়িবাসীদের থাকতে হয় খোলা আকাশের নীচে। পুড়ে গিয়েছে আধার কার্ড, ভোটার কার্ড সহ ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ নথি। সব মিলিয়ে দিশেহারা ঝুপড়ির বাসিন্দারা। কি কারণে এই আগুন তা জানা না গেলেও, দমকলের প্রাথমিক অনুমান, কোনও ঝুপড়ি থেকেই আগুন ধরেছে বলে মনে করা হচ্ছে। আপাতত পুলিস–প্রশাসন আশ্রয়হীন ঝুপড়িবাসীকে স্থানীয় স্কুলে থাকার বন্দোবস্ত করেছে। তাঁদের স্থায়ী আস্তানা তৈরি করার চিন্তা–ভাবনা করছে প্রশাসন।

একাদশ শ্রেণীর ছাত্রের মারে দৃষ্টি হারাল পঞ্চম শ্রেণীর ছাত্র

Image
তমলুক: একাদশ শ্রেণীর ছাত্রের মারে চোখ হারাল পঞ্চম শ্রেণীর এক ছাত্র। পাঁশকুড়ার মেচোগ্রামের বসন্ত আবাস শিক্ষা সদন নামের একটি বেসরকারি বোর্ডিং স্কুলে ঘটনাটি ঘটেছে৷ জখম ছাত্রের পরিবারের তরফে পাঁশকুড়া থানায় স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অভিযুক্ত ছাত্রের নামে অভিযোগ দায়ের করা হয়েছে৷ ছাত্রের পরিবারের দাবি, স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে৷ জখম ছাত্র জয়দীপ নস্কর উত্তর চব্বিশ পরগণার দমদম থানার মাঠকল এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, জয়দীপের বাড়িতে স্কুল কর্তৃপক্ষ ফোন করে জানিয়ে ছিল খেলার সময় পড়ে গিয়ে তার চোখে আঘাত লেগেছে। প্রথমে পাঁশকুড়া ও পরে তমলুক হাসপাতালে ভরতি করা হয় জয়দীপকে। পরে বাড়ির লোক তাকে কলকাতা মেডিক্যাল কলেজে ভরতি করায়। সেখানকার চিকিৎসকরাই জানান জয়দীপের ডান চোখ নষ্ট হয়ে গিয়েছে। কিছুটা সুস্থ হওয়ার পর ছাত্রটি বাড়ির লোকেদের জানায় হোস্টেলে থাকা একাদশ শ্রেণির এক ছাত্র তার চোখে লাঠি ছুঁড়ে মেরেছিল৷ সে খেলতে খেলতে পড়ে গিয়ে এমনটা হয়নি৷ স্কুল কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এরপরই পাঁশকুড়া থানায় জয়দীপের মা সীমা নস্কর অভিযোগ জানান অভিযুক্ত একাদশ শ্রেণি

রূপান্তরকারী প্রার্থীকে টিকিট দিয়ে নজির মায়াবতীর

Image
ভুবনেশ্বর: স্বপ্ন ছিল নির্বাচনে দাঁড়ানোর৷ কিন্তু রূপান্তরকারী কাজল নায়েককে কোনও দল প্রার্থী করতে রাজি ছিল না৷ কাজলের প্রার্থী হওয়ার স্বপ্ন পূরণ করলেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী৷ এক রূপান্তরকারীকে বসপার টিকিট দিয়ে নজির তৈরি করলেন তিনি৷ ওড়িশার কোরেই লোকসভা আসন থেকে বহেনজীর দলের হয়ে লড়বেন কাজল৷ ভোটে লড়ার সুযোগ করে দেওয়ায় মায়াবতী ও বসপাকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন, ''বসপা টিকিট দেওয়ায় আমি খুশি৷ আগে বহু রাজনৈতিক দলের কাছে ছুটে গিয়েছি৷ কিন্তু কেউ আমার আবেদনকে গুরুত্ব দেয়নি৷ রূপান্তরকারী সম্প্রদায়ের তরফে আমার উপর আস্থা রাখায় বিএসপির কাছে আমি কৃতজ্ঞ৷ একই সঙ্গে খুব খুশি৷''   সমাজকর্মী হিসাবে পরিচিত কাজল রূপান্তরকারী অ্যাসোসিয়েশনের সভাপতি৷ রূপান্তরকারীদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন তিনি৷ তাঁর কর্মকাণ্ড মূলত জয়পুর কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ৷ তাঁর কথায়, এই অঞ্চলে তুলে ধরার জন্য অনেক বিষয় রয়েছে৷ রূপান্তরকারী তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ ওড়িশার বিএসপি নেতা ক্রুষাণ চন্দ্র সাগারিয়া জানান, সব সম্প্রদায়ের সামাজিক ক্ষমতায়নে বিশ্বাসী বহ

২৮ বার হেরেও লোকসভায় প্রার্থী হচ্ছেন শ্যামবাবু

Image
জয়-পরাজয়টা তাঁর কাছে কোনও বিষয়ই নয়। একসময় বিবিসি তাঁর নামের সঙ্গে 'ওয়ার্ল্ড বিগেস্ট ইলেকশন লুজার' তকমা জুড়ে দিয়েছিল। ২৮টি নির্বাচনে হারের পর ফের একবার নির্বাচনে প্রার্থী হচ্ছেন কে শ্যামবাবু সুবুধি। আসলে ভোটে লড়াইটা আদতে অভ্যাসে পরিণত হয়েছে তাঁর। ৮৪ বছরের যুবক শ্যামবাবু এবার লোকসভা নির্বাচনে ওড়িশার গঞ্জাম জেলার দু'টি আসন- আসকা আর বেরহামপুর থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক শ্যামবাবু কখনও ভোটে না জিতেও রাজনীতির দুনিয়ায় অতি পরিচিত নাম। বলতে পারেন পরাজয়ের জন্য! ১৯৫৭ থেকে এপর্যন্ত ২৮টি নির্বাচনে প্রার্থী হয়েছেন। এরমধ্যে ১০টি বিধানসভা নির্বাচন। কয়েকবার তো জমানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। প্রথমবার তরুণ শ্যামবাবু ভোটে লড়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রুন্দাবন নায়েকের বিপরীতে। বিধানসভা ভোট। জিততে পারেননি। "আমি সেবার হিঞ্জিলি বিধানসভা কেন্দ্র থেকে নায়েকের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছিলাম। কিন্তু হেরে যাই।" এখনও মনে করতে পারেন শ্যামবাবু। তবে লোকসভা ভোটে প্রথম প্রার্থী হন ১৯৬২ সালে। কখনও জেতেননি, তবু কেন বারবার ভোটে

বাঁশঝাড়ে 'লুকানো' বোমা! খেলতে গিয়ে মৃত্যু শিশুর

Image
বোমা ফেটে মৃত্যু হল তৃতীয় শ্রেণির এক ছাত্রের। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের দক্ষিণ ঝাড়বাড়িতে। মৃতের নাম আলা হজরত ওরফে ইমরান। স্থানীয়রা বলছেন, বাড়ির পাশে একটি বাঁশঝাড়ের কাছে খেলছিল ইমরান। হঠাত্ বিস্ফোরণের শব্দ পেয়ে ছুটে যান প্রতিবেশী ও পরিজনরা। রক্তাক্ত ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে অনুমান, ওই বাঁশঝাড়েই বোমা রাখা ছিল। খেলতে গিয়ে তাতে হাত লেগেই এই কাণ্ড। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোমা কোথা থেকে এল? কেন বোমা মজুত করা হয়েছিল? জানতে তদন্তে শুরু করেছে পুলিস। উত্তেজনা এড়াতে এলাকায় পুলিস মোতায়েন করা হয়েছে। শিশুটির দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

নিউ জিল্যান্ডের মসজিদে জঙ্গি হামলায় নিহত ৫ ভারতীয়, মৃতের সংখ্যা বেড়ে ৫০

Image
নিউ জিল্যান্ডের ২ মসজিদে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে হল ৫০। এদের মধ্যে ৫ ভারতীয়কে চিহ্নিত করা হয়েছে। রবিবার একথা জানিয়েছে নিউ জিল্যান্ড পুলিস ও সেখানকার ভারতীয় হাই কমিশন। শুক্রবার ওই দুটি মসজিদে বন্দুকবাজের হামলার পরই ৭ ভারতীয় খোঁজ মিলছিল না। শনিবার সংবাদমাধ্যমে প্রকাশিত হয় নিহতদের মধ্যে রয়েছেন হায়দরাবাদের এক ব্যক্তি ও আহমেদাবাদের একজন। তবে রবিবার নিউ জিল্যান্ড পুলিসে জানিয়েছে নিহতরা হলেন মেহবুব খোকার, রামজি ভোরা, অ্যানসি আলিবাবা ও ওজির কাদির। তবে এখনও নিখোঁজ ২ ভারতীয়র কোনও খবর নেই। এখনও পর্যন্ত ওই হামলায় জড়িত থাকার অভিযোগে এক মহিলা সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মূল হামলাকারী ব্রেনটন ট্যারান্টকে শনিবারই আদালতকে তোলে নিউ জিল্যান্ড পুলিস। ঘটনার দিনই নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন ওই হামলার ঘটনাকে জঙ্গি হামলা বলে উল্লেখ করেছিলেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা আক্রান্ত। যারা এই হামলার সঙ্গে জড়িত তারা আমাদের কেউ নয়। এরা সন্ত্রাসবাদী। উল্লেখ্য, বর্তমানে নিউ জিল্যান্ডে রয়েছেন ২ লাখ ভারতীয়। এদের মধ্যে ৩০,০০০ ছাত্র। নিহত ৫ জনের মধ্যে রয়েছেন কেরলের ছাত্র

৯ মিনিটে ৬টি শিশুর জন্ম দিলেন মার্কিন মহিলা

Image
ন'মিনিটে ছ'টি শিশুর জন্ম দিলেন এক মহিলা। ৪৭০ কোটি শিশু প্রতি এ ধরনের ঘটনা ঘটে, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। টেক্সাসের দ্য উওম্যান হসপিটালে ছ'টি শিশুর জন্ম দিয়েছেন এই মহিলা। তিনি দু' জোড়া যমজ পুত্র সন্তান ও এক জোড়া কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। শনিবার ভোর ৪.৫০ মিনিট থেকে ভোর ৪.৫৯ মিনিটের মধ্যে শিশুগুলির জন্ম দিয়েছেন থেলমা চিয়াকা নামের এক তরুণী। শিশুগুলির ওজন ৮০ গ্রাম থেকে ১ কিলোগ্রাম ৫০০ গ্রামের মধ্যে। হাসপাতালের তরফে একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, ছ'টি শিশুই সুস্থ রয়েছে এখনও পর্যন্ত। তবে তাদের প্রত্যেককেই অ্যাডভান্সড নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাকা রয়েছে। চিকিৎসকরা শিশুগুলির ওজনের কারণেই তাদের পর্যবেক্ষণে রেখেছেন। দুটি মেয়ের নাম থেলমা রেখেছেন জিনা ও জুরিয়েল। চারটি পুত্র সন্তানের নাম যদিও ঠিক করেননি তিনি।

অনেকটাই দাম কমল ক্যানসারের ওষুধের

Image
ক্যানসারের জীবনদায়ী ওষুধের দাম কমল এক ধাক্কায় অনেকটাই। দিন কয়েক আগের এই ঘোষণা কার্যকর হওয়ার পর থেকেই ওষুধের গায়ে লেখা এম আর পি (ম্যাক্সিমাম রিটেল প্রাইস) সর্বনিম্ন ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত কমে যাবে। কেন্দ্রীয় সরকারের রাসায়নিক এবং সার মন্ত্রকের অধীন দি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের আট তারিখ থেকে ক্যানসারের বেশ কয়েকটি নন শিডিউল ওষুধের ক্ষেত্রে নতুন এই দাম কার্যকর হয়েছে। বর্তমানে ক্যানসারের ৫৭টি শিডিউল ওষুধের দাম সরকার নিয়ন্ত্রণ করে। নতুন এই ঘোষণার মাধ্যমে ৪২টি নন শিডিউল ওষুধের ক্ষেত্রেও এই মূল্য নিয়ন্ত্রণ করা হল। কর্পোরেট হাসপাতাল এবং ওষুধের দোকানগুলিকে এখন থেকে বেঁধে দেওয়া মার্জিনে ওই সব ওষুধ বিক্রি করতে হবে। কিন্তু রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ওষুধ কেনার প্রক্রিয়াটি দেখে স্বাস্থ্য ভবন। ফলে ক্যানসারের ওই ওষুধগুলির দামও নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই হবে। চিকিৎসকদের মতে, ক্যানসার প্রতিরোধের চিকিৎসা মূলত দু'ধরনের হয়। প্রথম, কেমোথেরাপির মাধ্যমে আক্রান্ত কোষগুলিকে ধ্বংস করে দেওয়া হয়। অন্যটি আক্রান্ত জিনের আগ্রাসনকে থামিয়ে দি

পিজি বলছে অ্যাসিড, পুলিশ দেখছে গরম জল!

Image
কাদম্বিনী মরে প্রমাণ করেছিল যে, সে মরেনি। কাকদ্বীপের অ্যাসিড-দগ্ধ গৃহবধূ পম্পা দাস (প্রামাণিক) বুঝে উঠতে পারছেন না, তিনি যে অ্যাসিডেই জ্বলছেন, সেটা প্রমাণ করবেন কী ভাবে! এসএসকেএম হাসপাতালের নথিতে অ্যাসিড-হামলার কথাই লেখা আছে। কিন্তু পুলিশ বলছে, অ্যাসিড নয়। 'গরম জল-টল' পড়ে থাকতে পারে! দেড় বছর আগের এক দুপুরে স্টোভে রান্নার সময় স্বামী-শ্বশুর-শাশুড়িরা গরম তরল পম্পার চোখেমুখে ঢেলে দিয়েছিলেন বলে অভিযোগ। অথচ এসএসকেএম ঘুরে গ্রামে ফিরলে উল্টে পুলিশের তোপের মুখে পড়তে হয় সেই বধূকেই! ২২ বছরের গৃহবধূ পম্পা যে অ্যাসিড-হানার শিকার, তা মানতেই চায়নি কাকদ্বীপের প্রান্তে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। অনেক আবেদন-নিবেদনের পরে আগুনে পোড়ার মামলা লেখা হলেও তদন্তকারীরা নড়ে বসেননি। ডান চোখে সামান্য দৃষ্টি নিয়ে টিকে থাকা পম্পা গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। কিন্তু চিকিৎসা ও পুনর্বাসন বাবদ প্রাপ্য ক্ষতিপূরণের কানাকড়িটিও জোটেনি এখনও। এমনকি পাননি প্রতিবন্ধীর শংসাপত্রও। উল্টে পম্পাই ভুল বোঝাচ্ছেন বলে কার্যত অভিযুক্তদের পাশে দাঁড়াচ্ছে পুলিশ। বার তিনেক অস্ত্রোপচারে মুখ, চো

জোট চাই না, দাবি এ বার কংগ্রেসেই

Image
প্রথম দফার ভোটের মনোনয়ন শুরু হতে ৪৮ ঘণ্টা বাকি। এই অবস্থায় জট আরও পাকিয়ে প্রদেশ কংগ্রেসের বড় অংশ দাবি তুলল, 'সম্মান' বিসর্জন দিয়ে তারা বামেদের সঙ্গে জোট চায় না! জোট এবং জটের বল প্রদেশ কংগ্রেস আবার ফেরত পাঠাল দিল্লির কোর্টে। রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন নিয়ে জট কাটিয়ে বামেদের সঙ্গে সমঝোতার বল গড়িয়ে দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীই। কিন্তু এখন আবার বিস্তর গিঁট পাকিয়ে রায়গঞ্জ-সহ রাজ্যের ৪২টি আসনেই লড়তে চাইছেন বঙ্গ কংগ্রেসের সিংহভাগ নেতা! সিপিএমকে আক্রমণ করতেও শুরু করে দিয়েছেন তাঁদের অনেকে। বিজেপির বাড়বৃদ্ধি ঠেকানোর লক্ষ্যে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সঙ্গে শুক্রবার রাত দেড়টা পর্যন্ত বৈঠক করে ১৩-১৪টি আসনে রফার সূত্র বার করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। কিন্তু শনিবার দীপা দাশমুল্সি, আব্দুল মান্নান, শঙ্কর মালাকার, শুভঙ্কর সরকার, সর্দার আমজাদ আলিদের সম্মিলিত জোট-বিরোধী সওয়ালের মুখে 'অসহায়' সোমেনবাবু সিদ্ধান্তের ভার এআইসিসি-র উপরেই ছেড়ে দিয়েছেন। কংগ্রেসের উত্তরের জন্য অপেক্ষা করে সূর্যবাবুও রাতের ট্রেন ধরে রায়গঞ্জ চলে গিয়েছেন বামফ্রন্

ব্রেন্টনকে আটকানো পাক নায়কের মৃ্ত্যু

Image
নইম রশিদ। ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে যখন এলোপাথাড়ি গুলি চালাচ্ছে ব্রেন্টন ট্যারান্ট, প্রত্যক্ষদর্শীদের অনেকে দেখেছিলেন, একটি অসমসাহসী মানুষ আততায়ীকে জাপটে ধরে আটকানোর চেষ্টা করছেন। তিনি না আটকালে নিহতের সংখ্যা আরও অনেক বাড়ত। শনিবার জানা গিয়েছে, ওই ব্যক্তির পরিচয়। তিনি পাকিস্তানের অ্যাবটাবাদ থেকে আসা নইম রশিদ। রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত কালই নইমের ছেলে তালহা রশিদ প্রাণ হারিয়েছিলেন। বাকি অনেকের জীবন বাঁচিয়ে চলে গেলেন নইমও। নিউজ়িল্যান্ডবাসীরা তো বটেই, গোটা পৃথিবীর চোখেই তিনি এখন মানবতার নায়ক। শনিবার দিনভর তাঁর কথা টুইটারে এক নম্বরে।  গত কালই অন্যতম প্রত্যক্ষদর্শী, ভারতীয় বংশোদ্ভূত ফয়জল সৈয়দ জানিয়েছিলেন, কী ভাবে মসজিদে গুলিবৃষ্টির মধ্যেই 'জনৈক ব্যক্তি' ছুটে এসে আততায়ীকে জাপটে ধরেন। বন্দুক না নামানো অবধি চেপে ধরে রাখেন। ফয়জল বলেছিলেন, তিনি যে বেঁচে গিয়েছেন তা ওই মানুষটির জন্যই। তাঁকে খুঁজে পেতে চান তিনি। সে আর হল না। ব্রেন্টনের গুলিতে মারাত্মক জখম হয়েছিলেন নইম। কাল গভীর রাতেই তাঁর মৃত্যু হয়। অ্যাবটাবাদে থাকাকালীন একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি করতেন নইম। পরে শিক্ষকতার চাক

দেশে ফিরেও ট্রমার মধ্যে বাংলাদেশের ক্রিকেটাররা

Image
শনিবার রাতে দেশে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসবাদী হামলার দুঃস্বপ্ন তখনও যেন তাড়া করে বেড়াচ্ছিল তাঁদের। খুব ভাগ্যবান বলেই আজ তাঁরা নিজেদের আপন জনের কাছে নিরাপদে ফিরতে পেরেছেন বলে মনে করেন টেস্ট দলের ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিন স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান বাংলাদেশ ক্রিকেট দলের ১৯ জন সদস্য। বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন মাহমুদউল্লাহ। শুক্রবার ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসবাদী হামলার মধ্যে পড়তে হয়েছিল বাংলাদেশের ক্রিকেট দলের সদস্যদেরকেও। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তাঁরা। এত ঘণ্টা পরেও সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রীতিমতো আতঙ্কিত দেখাচ্ছিল টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক। নিউ জিল্যান্ডের মতো দেশে এরকম ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক বলে তাঁর অভিমত।

বাড়ির সামনেই ‌আততায়ীদের গুলিতে খুন জম্মু–কাশ্মীরের মহিলা পুলিশ অফিসার

Image
জম্মু–কাশ্মীরে ফের জঙ্গিদের নিশানায় নিরাপত্তা কর্মীরা। শনিবার নিজের বাড়ির সামনেই অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে খুন হলেন জম্মু–কাশ্মীর পুলিশের বিশেষ অফিসার খুশবু জান। ঘটনাটি ঘটেছে সোপিয়ান জেলার ভেহিল গ্রামে, দুপুর ২.‌৪০ মিনিট নাগাদ। রাজ্য পুলিসের তরফে জানানো হয়েছে, গুলি খেয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন খুশবু। সঙ্গেসঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরই এলাকা ঘিরে ফেলে আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে রাজ্য পুলিশের এসওজি, সেনা এবং সিআরপিএফ। এই ঘটনায় কোনও জঙ্গি সংগঠনের হাত আছে নাকি অন্য কেউ জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও কোনও জঙ্গি দল এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। পৃথকভাবে একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিস। অন্যদিকে, এদিনই দুপুর ১.‌৩০ মিনিট নাগাদ পুঞ্চ জেলার মানকোট সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছুড়েছে পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে সেনাবাহিনীও। 

ভোটের ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ নয়, জানাল কমিশন

Image
নয়াদিল্লি: ভোটের ৪৮ ঘণ্টা আগে কোনও রাজনৈতিক দল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারবে না৷ শনিবার সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ নির্বাচনী ইস্তেহারকে এবার নির্বাচনী বিধির মধ্যে আনল কমিশন৷ ভোট ঘোষণার পর ঢালাও ইস্তেহার প্রকাশ রাজনৈতিক দলগুলির রীতি৷ তবে এতদিন কখন ইস্তেহার প্রকাশ করা হবে সেই নিয়ে কোনও নির্দিষ্ট আইন ছিল না৷ ২০১৪ সালে প্রথম দফা নির্বাচনের ঠিক আগে বিজেপি তাদের ইস্তেহার প্রকাশ করে৷ সেই সময় কংগ্রেসের অভিযোগ ছিল, এতে ভোটাররা প্রভাবিত হবে৷ তারা নির্বাচন কমিশনে গিয়ে নালিশ ঠুকে আসে৷ কিন্তু নির্বাচন কমিশনেরও কিছু করার ছিল না৷ কারণ মডেল কোড অফ কনডাক্টে এই নিয়ে কিছু বলা ছিল না৷ তবে সম্প্রতি নির্বাচন কমিশন একটি প্যানেল তৈরি করে৷ সেই প্যানেল সমস্ত রাজনৈতিক দলগুলিকে জানিয়ে দেয় ভোটের ৭২ ঘণ্টা আগে কোনওভাবেই ইস্তেহার প্রকাশ করা যাবে না৷ অনেক রাজনৈতিক দল এই নিয়ে চুপ থাকলেও কংগ্রেস এই প্রস্তাবের বিরোধীতা করে৷ তবে নির্বাচনী বিধি ভঙ্গ করলে তার কোনও আইনি শাস্তি নেই৷ কেউ নির্বাচনী বিধি ভঙ্গ করলে কমিশন বড়জোর ধমক দিতে পারে৷ এবার যে সাতদফা লোকসভা নির্বাচন হবে রাজনৈতিক দলগুলি ৪৮ ঘণ্টা আগে ইস্ত

সুপার সাইক্লোন ইদাই প্রাণ কাড়ল ১৪০ জনের

Image
হারারে: প্রবল গতিতে আছড়ে পড়ল সুপার সাইক্লোন ইদাই৷ কম করেও ১৪০ জনের প্রাণ কেড়েছে বিধ্বংসী এই ঝড়৷ নিখোঁজ বহু৷ সাইক্লোন ইদাইয়ের তাণ্ডবে রাস্তায় উপড়ে পড়েছে গাছ, ছিঁড়ে গিয়েছে বিদ্যুত ও টেলিফোনের তার৷ লক্ষ লক্ষ মানুষ এখন যোগাযোগহীন হয়ে পড়েছে৷ জিম্বাবোয়ে, মোজাম্বিক ও মালাইয়ের চারিদিকে এখন শুধুই ইদাইয়ের তাণ্ডবলীলার ছবি৷ দক্ষিণ আফ্রিকার এই তিনটি দেশ মিলিয়ে দেড় কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ক্ষতির বহর সবথেকে বেশি মোজামবিকে৷ অধিকাংশ বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে৷ অন্ধকার নেমে এসেছে সেখানে৷ বন্ধ এয়ারপোর্ট৷   মোজামবিকের বেইরা শহরে বৃহস্পতিবার থেকে শুরু হয় ঝড়ের দাপট৷ এরপর সেটি গতিপথ পাল্টে জিম্বাবোয়ে ও মালাইয়ে প্রবেশ করে৷ তবে অভিমুখ বদলানোর আগে মোজামবিকে তছনছ করে দেয় ইদাই৷ সাইক্লোনের দাপটে বাড়ি, স্কুল, হাসপাতাল, পুলিশ স্টেশন সব ধ্বংস হয়ে গিয়েছে৷ প্রবল বর্ষায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ অনেক নিচু এলাকা জলের তলায়৷ আশ্রয়হীন লক্ষ লক্ষ মানুষ৷ সবকিছু ফেলে বাঁচার তাগিদে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র ঠাঁই নিয়েছেন৷ এদিকে জিম্বাবোয়ে সুপার সাইক্লোন ৩১ জনের প্রাণ কেড়েছে৷ সেদেশের

চাকরি না পেয়ে আত্মঘাতীদের স্মরণ করে অনশন জারি এসএসসি প্রার্থীদের

Image
এখনই অনশন তোলা হবে না৷ গত ১৬ দিন যেভাবে অনশন চলেছে আগেও তেমনই চলবে৷ ১৭তম দিনে ফের গর্জে উঠলেন অনশনে অংশ নেওয়া প্রতিবাদী চাকরিপ্রার্থীরা৷ ২০১২ সালে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরীক্ষা দিয়েছিলেন অতনু মিস্ত্রি ও মকসেদুল হক৷ তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর৷ কিন্তু চাকরি জোটেনি৷ হতাশায় আত্মহননের পথই বেছে নিয়েছিলেন তাঁরা৷ তাঁদের স্মরণ করেই শনিবার চাকরিপ্রার্থীরা জানিয়ে দিলেন, যতদিন না স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু হবে, ততদিন এভাবেই অনশন চলবে৷ এদিন কলকাতার প্রেস ক্লাবের সামনে মোমবাতি মিছিলে মৃতদের স্মরণ করে অনশন জারি রাখেন তাঁরা৷ তাঁদের সঙ্গে এদিন দেখা করতে আসেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র৷ অনশনরতদের সঙ্গে কথা বলেন তিনি৷ তাঁর মতে, ন্যায্য দাবিতেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা৷ এই আন্দোলনে তাঁদের পাশে আছেন অধ্যাপক৷ এদিকে তৃতীয় কাউন্সেলিংয়ের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম ও দশম শ্রেণির প্রার্থীদের জন্য ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত কাউন্সেলিং চলবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষকতা করার জন্য যাঁরা আবেদন করে পরীক্ষায় পাশ করেছেন তাঁদের কাউন্সেলিং হবে ১৯ এবং ২০ মার

ভারতীয় সেনা তহবিলে ২০ কোটি টাকা অনুদান বিসিসিআইয়ের

Image
ভোট আবহেই আগামী ২৩ মার্চ শুরু আইপিএল। আর টুর্নামেন্টের ১২ তম মরশুমের উদ্বোধনের দিকই এক বিশেষ ঘটনার সাক্ষী থাকবে চেন্নাই। কারণ ওই দিনই ভারতীয় সেনার তহবিলে মোটা অঙ্কের আর্থিক অনুদান দেবে বিসিসিআই। পুলওয়ামায় জঙ্গিহামলার ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সন্ত্রাস হামলা কেড়ে নিয়েছিল চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ানের প্রাণ। গোটা দেশ শহিদ পরিবারের পাশে দাঁড়ায়। বদলা নিয়ে এয়ারস্ট্রাইক করে পাকিস্তানকে জবাব দেয় ভারত। কোনও আক্রমণের কাছে এখনও মাথা নত করেননি ভারতের জওয়ানরা। আজও সীমান্ত পারে দাঁড়িয়ে দেশকে নিরাপদে রাখার জন্য লড়াই করে চলেছেন তাঁরা। আর তাই এবার আইপিএলের উদ্বোধন হবে সেই সেনাদের বিশেষ সম্মান জ্ঞাপন করেই। সেনা তহবিলে ২০ কোটি টাকা দিতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ২৩ মার্চ প্রথম ম্যাচে ধোনির চেন্নাইয়ের মুখোমুখি হবে বিরাট কোহলির ব্যাঙ্গালোর। সূত্রের খবর, ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে চলেছে বিসিসিআই। ম্যাচের আগেই দুই দলের অধিনায়কের উপস্থিতিতে তাঁদের হাতে ১৫ কোটি টাকা তুলে দেওয়া হবে। ভারতীয় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, সেনা তহবিলে অনুদানের জন্য ইতিম

বিড়ির আগুন চাইতে এসে বধূকে ধর্ষণ, ধৃত যুবক

Image
বনগাঁ: বাড়িতে ঢুকে বধূকে ধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় এলাকারই এক যুবক। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকায়। শুক্রবার রাতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হলে তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার সাতভাই কালীতলার বাসিন্দা বছর উনিশের ওই বধূ। শুক্রবার সন্ধে নাগাদ বাড়িতে একাই ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বধূর পূর্ব পরিচতি এক যুবক তাদের বাড়িতে যান। যুবকের নাম রামপ্রসাদ সানা। জানা গিয়েছে, বিড়ি জ্বালানোর নাম করে বধূর ঘরে ঢোকেন তিনি। অভিযোগ, এরপর বাড়ি ফাঁকা থাকার সুযোগে বধূকে ধর্ষণ  করে অভিযুক্ত।  স্থানীয় সূ্ত্রে খবর, এরপর রাতে ওই স্বামী বাড়ি ফিরলে তাঁকে গোটা ঘটনাটি জানান নির্যাতিতা। এরপরই নির্যাতিতা অভিযুক্তের বিরুদ্ধে বনগাঁ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে শুক্রবার রাতেই অভিযুক্ত রামপ্রসাদ সানাকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। এরপর, শনিবার অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তাঁকে বনগাঁ আদালতে তোলে পুলিশ। বিচারক সেই আবেদন মেন

ভস্মীভূত দক্ষিণেশ্বরের ঝুপড়ি, ছাইয়ের ভিতর শেষ সম্বলের খোঁজ আশ্রয়হীনদের

Image
চোখের সামনে পুড়ে ছাই হয়ে গিয়েছে দক্ষিণেশ্বর মন্দির লাগোয়া বালি ব্রিজের নিচে রেল কলোনির একের পর এক ঝুপড়ি৷ আগুন নিভলেও, রবিবার সকালে ধোঁয়ায় ভরে রয়েছে গোটা এলাকা৷ চোখে মুখে দুশ্চিন্তার ছাপ ওই ঝুপড়ির বসবাসকারীদের৷ বাসনপত্র থেকে আসবাবপত্র, সংসারের যাবতীয় সামগ্রীই ছাইতে পরিণত হয়েছে৷ আশ্রয়হীনরা শেষ সম্বলের খোঁজে হাতরাচ্ছেন ছাইয়ের স্তূপ৷ কেউ উদ্ধার করার চেষ্টা করছেন অগ্নিকাণ্ডের পর আসবাবের অংশ৷ কেউ নিজের বাসন তো কেউ আধপোড়া পোশাকেই চোখের জল মুছতে মুছতে গুছিয়ে নিচ্ছেন৷ দক্ষিণেশ্বর মন্দির লাগোয়া বালি ব্রিজের নিচে রেল কলোনির বস্তিতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছারখার প্রায় ১০০টি ঝুপড়ি ঘর। বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণও হয়। শনিবার বলে এমনিতেই রাত পর্যন্ত মন্দির এলাকায় দর্শনার্থীদের ভিড় ছিল। আটটা নাগাদ আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যান চলাচল বন্ধ হয়ে যায়। বালি ব্রিজের জন্য ওই এলাকায় সব সময়ই প্রচুর বাস ও গাড়ির ভিড় থাকে। ব্রিজের ঠিক নিচেই আগুন লাগায় মুহূর্তে যান চলাচল স্তব্ধ হয়ে যায় বালি ব্রিজে। দমকলের পাঁচটি ইঞ্জিন সঙ্গে সঙ্গ

‘দীনেশ ত্রিবেদী হারবে বারাকপুরে! তৃণমূলের সংগঠন নেই, ওখানে চলে অর্জুন সিংয়ের সংগঠন’

Image
দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখানোর পর শনিবারই কলকাতায় পা দিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্জুন সিং। আর শহরে পা দিয়েই তিনি তোপ দাগলেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, বারাকপুরে তৃণমূলের সংগঠন চলে না, চলে অর্জুন সিংয়ের সংগঠন। এবার দীনেশ ত্রিবেদীকে হারাবই। উল্লেখ্য, দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করা নিয়েই তৃণমূলের সঙ্গে মূলত বিবাদ অর্জুন সিংয়ের। তিনি এবার দিল্লি যাওয়ার টিকিট চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন সাংসদ দীনেশ ত্রিবেদীর উপরই। সেই কারণেই তৃণমূল ছেড়ে তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। বৃহস্পতিবার দিল্লিতে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন অর্জুন। তার দুদিন পর কলকাতায় ফিরে অর্জুন সিং হুঙ্কার ছাড়েন, দীনেশ ত্রিবেদীকে হারাবই। আমি প্রার্থী হচ্ছি কি না, সেটা বড় কথা নয়। প্রার্থী হচ্ছি কি না, সেটা বলবে দল। আমার একমাত্র লক্ষ্য দীনেশ ত্রিবেদীকে হারানো। তাঁকে হারাবই। তিনি ব্যাখ্যা করেই বলেন, ব্যারাকপুরে তৃণমূলের সংগঠন চলে না, চলে অর্জুন সিংয়ের সংগঠন। উল্লেখ্য, দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হতে চলেছেন তিনিই। বিজেপি

মিমির পাল্টা শ্রাবন্তীকে প্রার্থী করে গ্ল্যামারে শাসককে টেক্কা বিজেপির?

Image
1/10 অঞ্জন রায়: গ্ল্যামারের পাল্টা গ্ল্যামার। লোকসভা ভোটে নুসরত ও মিমি চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তার পাল্টা কি এবার বিজেপির প্রার্থী টলিউডের এক নায়িকা।      2/10 জানা গিয়েছে, আগামী সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি। প্রথম তিন দফার প্রার্থী তালিকা প্রকাশিত হতে চলেছে বলে খবর। ইতিমধ্যেই দিলীপ ঘোষ আভাস দিয়েছেন, একাধিক চমক থাকবে বিজেপির প্রার্থী তালিকায়।      3/10 যাদবপুরে মিমি চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আর বসিরহাটের প্রার্থী হয়েছেন নুসরত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আলোচনা। নায়িকাদের ছবিও হয়েছে ভাইরাল।      4/10 ভরা বাজারে গ্ল্যামারের ছটায় বিজেপিই বা পিছিয়ে থাকে কেন! মিমি ও নুসরতের পাল্টা টলি নায়িকা শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।     5/10 যাদবপুর ও দক্ষিণ কলকাতার মধ্যে একটি আসনে শ্রাবন্তীর কথা ভাবছে বিজেপি। শোনা যাচ্ছে, মিমির বিরুদ্ধে পাল্টা শ্রাবন্তীকে দাঁড় করিয়ে পেশিশক্তি দেখাতে চাইছে গেরুয়া শিবির।      6/10 সূত্রের খবর, নায়িকাদের নামিয়ে তৃণমূল যদি গ্ল্যামারে এগিয়ে থাকে তো বিজেপিও পিছ

আসছে আরও ৩৫ কোম্পানি

Image
শুক্রবার রাজ্যে এসেছে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরও ৩৫ কোম্পানি আসতে চলেছে বলে শনিবার রাজ্য প্রশাসনকে বার্তা দিল নির্বাচন কমিশন। আর এ দিনই আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় একাধিক পুলিশ কর্তার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। নতুন করে আধা সামরিক বাহিনী কবে রাজ্যে আসবে, এ দিন সে ব্যাপারে কিছু জানায়নি কমিশন। তবে সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই আরও ১০ কোম্পানি বাহিনী রাজ্যে চলে আসতে পারে। প্রথম দফায় ১১ এপ্রিল ভোট হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার কেন্দ্রে। ভোটের ২৫ দিন আগে বাহিনী পাঠিয়ে কমিশন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা এবং ভোটারদের মনোবল বাড়াতে চায় বলেই প্রশাসনের একাংশের অভিমত। তবে শুক্রবার আসা ১০ কোম্পানি বাহিনী দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং কলকাতার কিছু এলাকায় টহল দিতে শুরু করেছে। পরের ধাপে আসা বাহিনীর বড় অংশকে উত্তরবঙ্গে পাঠানো হবে বলেই মনে করছেন প্রশাসনের কর্তারা।  বাহিনী নিয়ে তৎপরতার মধ্যেই এ দিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা এবং জেলাশাসক

‘‘কী করে হয়? ও তো খুব ভাল ছেলে’’, ৪৯ জনকে খুন করেছে বিশ্বাসই হচ্ছে না ঠাকুরমার

Image
গায়ে সাদা বন্দির পোশাক। খালি পায়ে হেঁটে আদালতে ঢুকল বছর আঠাশের গাঁট্টাগোট্টা যুবক। কপাল পর্যন্ত ঢাকা কাচের দেওয়ালের ওপারে দাঁড়িয়ে সরাসরি তাকাল সংবাদমাধ্যমের দিকে। মুখে হালকা হাসি। নিউজ়িল্যান্ডের দু'টি মসজিদে তাণ্ডব চালিয়ে ৪৯ জনকে হত্যা করার ২৪ ঘণ্টার মধ্যে আজ কোর্টে তোলা হল প্রধান অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্টকে। সাকুল্যে মিনিট কয়েকের শুনানি-পর্ব। আগাগোড়া ভাবলেশহীন দাঁড়িয়ে তার বিরুদ্ধে আনা প্রথম দফার খুনের অভিযোগ শুনল ব্রেন্টন। হাতকড়া পরানো দু'টো হাত কখনও মুঠো করা। কখনও বুড়ো আঙুল ও তর্জনী জুড়ে বিশেষ মুদ্রা। যা 'শ্বেতাঙ্গ-শক্তি' প্রকাশের ভঙ্গি হিসেবে পরিচিত সারা বিশ্বে। কড়া পাহারা ছিল কোর্টে। তার পরেও ব্রেন্টনকে কোপাতে ছুরি হাতে হাজির হয়েছিল কয়েক জন। শুরুতেই পুলিশ নিরস্ত্র করে তাদের। বিচারক পল ক্যালার জানিয়েছেন, নিরাপত্তার কথা মাথায় রেখে সংবাদমাধ্যমের কর্মীরা ছাড়া সাধারণ মানুষের ঢোকার অনুমতি ছিল না আদালতে। নিউজ়িল্যান্ডে যা বিরল। গোটা শুনানি-পর্বে একবারও মুখ খোলেনি অভিযুক্ত। নিজেকে বাঁচানোর পাল্টা আবেদনও করেনি সে। জামিনের আর্জি জানাননি তার আইনজীবীও। প্রথমে মুখে হা

আগুনে ৫০ ঝুপড়ি ছাই দক্ষিণেশ্বরে

Image
দক্ষিণেশ্বর মন্দির লাগোয়া বস্তিতে আগুন লেগে পুড়ে গেল ৫০টি ঝুপড়ি। খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিকাণ্ডের জেরে বালি সেতুর দক্ষিণেশ্বরমুখী অংশটি বন্ধ রাখতে হয়।  দমকল ও পুলিশ সূত্রের খবর, শনিবার রাত ৯টা নাগাদ খবর আসে বালি সেতুর দক্ষিণেশ্বরমুখী ঢালের বস্তিতে আগুন লেগেছে। সেখানে রয়েছে প্রায় তিনশোটি ঘর। সব ক'টিই মাটি এবং দরমা দিয়ে তৈরি হলেও প্লাস্টিকের ছাউনি থাকায় আগুন কয়েক মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ে বলে দমকল সূত্রের খবর। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, রান্না করার সময়ে কোনও ভাবে গ্যাস লিক করে। তা থেকেই আগুন লাগে। প্লাস্টিকের ছাউনি থাকায় মুহূর্তের মধ্যে সেই আগুন বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল এসে কাজ শুরু করলেও ৫০টি মতো ঝুপড়ি একেবারেই পুড়ে গিয়েছে বলে দমকল সূত্রের খবর। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু এবং এলাকার প্রাক্তন বিধায়ক মদন মিত্র। দমকলমন্ত্রী বলেন, ''ঘটনাস্থল থেকে ডানলপ দমকল কেন্দ্র মাত্র ৫০০ মিটার দূরে। ফলে খবর পেয়েই তড়িঘড়ি দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়। কিন্তু প্লাস্টিকের ছাউ

‘মোদী-সুনামিতে’ শেষ ভোট দেশে!

Image
২০১৯-এ লোকসভা ভোটে 'মোদী সুনামি' উঠলে ২০২৪-এ আর কোনও নির্বাচন হবে না বলে জানিয়ে দিলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য সুপরিচিত। কিন্তু তাঁর এ বারের মন্তব্য শুনে প্রশ্ন উঠেছে, তা হলে কি লোকসভা ভোটে ফের জিতে এলে বিজেপি সংবিধান সংশোধনের কথা ভাবছে? কংগ্রেস, সিপিএম থেকে অন্যান্য বিরোধী দলের নেতাদের যুক্তি, বিজেপি নেতারা যে মনে মনে সংবিধান পাল্টে দিয়ে হিন্দু-রাষ্ট্র তৈরির স্বপ্ন দেখেন, সাক্ষীর এই মন্তব্য থেকেই তা স্পষ্ট। সাক্ষীর মন্তব্য, ''এ বার মোদী সুনামিতে দেশ জেগে উঠেছে। আমি মনে করি, ২০২৪-এ আর কোনও ভোট হবে না। এটাই শেষ ভোট। আমরা দেশের নামে এই ভোট লড়ছি।'' উন্নাওয়ের সাংসদের এই মন্তব্য শুনে উত্তরপ্রদেশে রাজ্য কংগ্রেসের মুখপাত্র জিশান হায়দর বলেন, ''সাক্ষী মহারাজ আসলে বিজেপির মনোবাঞ্ছা স্পষ্ট করে দিয়েছেন।'' সিপিএমের পলিটব্যুরো নেতা নীলোৎপল বসুরও মত, ''বিজেপি যে হিন্দু-রাষ্ট্র চায়, তা স্পষ্ট। কিন্তু মানুষ সেই ইচ্ছে পূরণ হতে দেবে না।'' সাক্ষী মহারাজের এই মন্তব্য