রূপান্তরকারী প্রার্থীকে টিকিট দিয়ে নজির মায়াবতীর


ভুবনেশ্বর: স্বপ্ন ছিল নির্বাচনে দাঁড়ানোর৷ কিন্তু রূপান্তরকারী কাজল নায়েককে কোনও দল প্রার্থী করতে রাজি ছিল না৷ কাজলের প্রার্থী হওয়ার স্বপ্ন পূরণ করলেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী৷ এক রূপান্তরকারীকে বসপার টিকিট দিয়ে নজির তৈরি করলেন তিনি৷

ওড়িশার কোরেই লোকসভা আসন থেকে বহেনজীর দলের হয়ে লড়বেন কাজল৷ ভোটে লড়ার সুযোগ করে দেওয়ায় মায়াবতী ও বসপাকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন, ''বসপা টিকিট দেওয়ায় আমি খুশি৷ আগে বহু রাজনৈতিক দলের কাছে ছুটে গিয়েছি৷ কিন্তু কেউ আমার আবেদনকে গুরুত্ব দেয়নি৷ রূপান্তরকারী সম্প্রদায়ের তরফে আমার উপর আস্থা রাখায় বিএসপির কাছে আমি কৃতজ্ঞ৷ একই সঙ্গে খুব খুশি৷''
 
সমাজকর্মী হিসাবে পরিচিত কাজল রূপান্তরকারী অ্যাসোসিয়েশনের সভাপতি৷ রূপান্তরকারীদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন তিনি৷ তাঁর কর্মকাণ্ড মূলত জয়পুর কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ৷ তাঁর কথায়, এই অঞ্চলে তুলে ধরার জন্য অনেক বিষয় রয়েছে৷ রূপান্তরকারী তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়৷

ওড়িশার বিএসপি নেতা ক্রুষাণ চন্দ্র সাগারিয়া জানান, সব সম্প্রদায়ের সামাজিক ক্ষমতায়নে বিশ্বাসী বহুজন সমাজ পার্টি৷ তাই কাজল নায়েককে টিকিট দেওয়া হয়েছে৷ রূপান্তরকারীদের প্রগতির জন্য তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে৷