Posts

Showing posts from January 24, 2019

বারামুলা জেলাকে জঙ্গিমুক্ত ঘোষণা করল জম্মু-কাশ্মীর পুলিশ

Image
জম্মু-কাশ্মীরে জঙ্গি মোকাবিলায় বড় সাফল্য পেল সেনাবাহিনী ও পুলিশ। এতদিন যে এলাকায় জঙ্গি হামলার খবর প্রতিদিনই পাওয়া যেত, সেই বারামুলা জঙ্গি মুক্ত হয়ে গেল। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। বুধবারই বারামুলায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলা ঠেকাতে সেনা ও পুলিশের যৌথ অভিযান হয় বারামুলার বিন্নের এলাকায়। ওই অভিযানে লস্কর-এ-তইবার তিন জঙ্গিকে খতম করা হয়। তাদের নাম, শোয়েব় ফারুক আখোন, মহসিন মুস্তাক ভাট ও নাসির আহমেদ দরজি। দিলবাগ সিংয়ের বক্তব্য, এর পর বারামুলা জেলায় জঙ্গিদের আর কোনও অস্তিত্ব নেই। তাই বারামুলাই জম্মু-কাশ্মীরের প্রথম জেলা, যাকে জঙ্গিমুক্ত করা গেল। ২০১৮ সালে জম্মু-কাশ্মীরে একাধিকবার জঙ্গি হামলা হয়েছে। ওই রাজ্যের ২২টি জেলার মধ্যে ১২টিতে কার্যত প্রতিদিনই জঙ্গিদের সঙ্গে লড়াই করতে হয়েছে নিরাপত্তাবাহিনীকে। সারা বছরে ২৫৬ জন জঙ্গির মৃত্যু হয়েছে সেনার সঙ্গে গুলির লড়াইয়ের জেরে। এর মধ্যে ১২৭ জন জঙ্গিকে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় খতম করেন নিরাপত্তারক্ষীরা। ৯জন জঙ্গিকে জম্মু অঞ্চলে খতম করা হয়। দিলবাগ সিংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, উপত্যকায় জঙ্গিদের সবচেয়ে বে

হার্দিক ও রাহুলের উপর থেকে নির্বাসন তুলে নিল বিসিসিআই

Image
১৩ সংখ্যাটা এমনিতে অপয়া!  বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ ১৩-কে 'আনলাকি' হিসেবেই মানে। তবে এই সংখ্যাটাই যেন ভাগ্য ফিরিয়ে দিল হার্দিক ও রাহুলের। নির্বাসনের ১৩ দিনের মাথায়-ই উঠে গেল নির্বাসন। বিসিসিআই মেল করে জানিয়ে দিল, হার্দিক ও রাহুল-দুই ক্রিকেটারের ওপর থেকেই নির্বাসন তুলে নেওয়া হচ্ছে। বিসিসিআই ওই মেল-এ জানিয়েছে, ১১.০১.২০১৯ হার্দিক ও রাহুলের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা অবিলম্বে প্রত্যাহার করা হল। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পর এটা চোখ বন্ধ করেই লেখা যায়, কেরিয়ার নিয়ে অনিশ্চয়তার যে চাঁদোয়া এতদিন হার্দিক ও রাহুলের মাথায় ছিল তা সরে গেল। আরও সহজ করে বললে, হার্দিক ও রাহুলের পাশেই দাঁড়াল বিসিসিআই। প্রসঙ্গত, 'হার্দিক বিতর্কে'র সূত্রপাত হয়েছিল প্রযোজক তথা চিত্র পরিচালক করণ জোহরের টেলিভিশন শো  কফি উইথ করণ-এ। সেখানে এমন মন্তব্য করে বসেন হার্দিক, যা শোনার পর তাঁর উপর অনেকেই 'বর্ণবিদ্বেষ ও মহিলাদের প্রতি অসম্মান' প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ আনেন। কাঠগড়ায় দাঁড় করানো হয় লোকেশ রাহুলকেও। বিতর্ক এমন জায়গায় পৌঁছে যায়, যে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরানো হয় দুই ক্রিকেটারকেই।

কেন গ্রেফতার হলেন শ্রীকান্ত মোহতা, জেনে নিন ৫টি প্রধান কারণ

Image
চিটফান্ড কাণ্ডে বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন প্রযোজক শ্রীকান্ত মোহতা। এদিন তাঁকে প্রথমে কসবায় শ্রীভেঙ্কটেশ ফিলমের দফতর থেকে আটক করেন সিবিআই আধিকারিকরা। নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। সেখানেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। সারদা ও রোজভ্যালির কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে।  কিন্তু জেনে নিন কেন গ্রেফতার হল শ্রীকান্ত মোহতা। ১. রোজভ্যালি কর্ণধারের সঙ্গে চুক্তির যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেননি পারেননি শ্রীকান্ত। বেশ কিছু সিনেমা প্রযোজনার নাম করে গৌতম কুণ্ডুর কাছ থেকে ৩০ কোটি টাকা নেন তিনি। অভিযোগ, তার বিনিময়ে কোনও পরিষেবা দেয়নি শ্রীকান্তের সংস্থা। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু সিবিআইকে জানিয়েছেন, প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেই এই চুক্তি।  ২. সিবিআইয়ের অভিযোগ, রোজভ্যালির ব্যবসা বৃদ্ধি করানোর জন্য সাহায্য করেছিলেন শ্রীকান্ত।  ৩. বারবার ডাকলেও সিবিআইয়ের দফতরে হাজিরা দেননি শ্রীকান্ত। প্রথমবার জিজ্ঞাসাবাদের পর থেকেই সিবিআইয়ের হাজিরা এড়াচ্ছিলেন। বারবার তাঁকে যোগাযোগ করা হলেও সাড়া দেননি শ্রীকান্ত মোহতা। আজও কলকাতা পুলিসকে ডেকে তিনি সিবিআই আধিকারিকদের হেনস্থা করেন বল

উপত্যকার একদা ‘জঙ্গি’, দেশের জন্য প্রাণ দিয়ে এ বার পেতে চলেছেন ‘অশোক চক্র’

Image
ল্যান্স নায়েক নাজির আহমেদ ওয়ানি। হাতিয়ার ফেলে মূলস্রোতে ফিরেছিলেন। যোগ দিয়েছিলেন দেশের সেনাবাহিনীতে। এ বছর প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরের সেই প্রাক্তন'জঙ্গি', ল্যান্স নায়েক নাজির আহমেদ ওয়ানি-কে মরণোত্তর 'অশোক চক্র' সম্মানে সম্মানিত করা হবে। বুধবার জানাল  রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের তরফে বিবৃতি জারি করে বলা হয়, "আদর্শ সৈনিকের সব গুণ ছিল ল্যান্স নায়েক ওয়ানির মধ্যে। চ্যালেঞ্জের সামনে সবসময় মাথা তুলে দাঁড়িয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও মনোবল হারাননি। বরং কর্তব্যের খাতিরে একাধিকবার নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন।" অল্প বয়সে উপত্যকার জঙ্গি কার্যকলাপের সংস্পর্শে আসেন ল্যান্স নায়েক নাজির আহমেদ ওয়ানি। যোগ দেন জঙ্গি সংগঠন 'ইখওয়ান'-এ। ২০১৪ সালে মূলস্রোতে ফিরে আসেন তিনি। যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। আদতে ভারতীয় সেনার ১৬২ নম্বর টেরিটোরিয়াল ব্যাটেলিয়নের সদস্য ছিলেন  তিনি। গত বছর ২৫ নভেম্বর  ৩৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের সঙ্গে অনন্তনাগের বাতাগুণ্ড গ্রামে জঙ্গি অভিযানে যান। প্রচুর অস্ত্রশস্ত্র-সমেত সেখানে হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবার ৬ জঙ্গি আস্তানা গেড়

ইভিএমেই হবে লোকসভা ভোট, সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন

Image
ইভিএম বিতর্কে বিরোধীদের সব দাবিকে উড়িয়ে দিল নির্বাচন কমিশন। জানিয়ে দিল, আসন্ন লোকসভা নির্বাচনে ব্যালট ব্যবস্থা ফিরিয়ে আনার কোনও সম্ভাবনা নেই। সাম্প্রতিক কালে প্রায় প্রতিটি নির্বাচনের পরই ইভিএম নিয়ে অভিযোগ তোলেন বিরোধীরা। বিজেপির বিরুদ্ধে ইভিএমে কারচুপি করে ভোটে জেতার অভিযোগে বারবার সরব হয় বিরোধী দলগুলি। তাদের তরফে ব্যালটে ভোট নেওয়ার দাবি জানানো হয়। সেই দাবিকেই বৃহস্পতিবার নাকচ করে দিলেন নির্বাচন কমিশনের সিইও সুনীল অরোরা। এদিন দিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ''একটি বিষয় আমি স্পষ্ট করে দিতে চাই যে ব্যালটে ভোট নেওয়ার পদ্ধতিতে আমরা আর ফিরে যাব না।'' প্রসঙ্গত, কয়েকদিন আগেই লন্ডনে একটি সাংবাদিক বৈঠক হয়। সেখানে সৈয়দ শুজা নামে এক সাইবার বিশেষজ্ঞ দাবি করেন, ২০১৪ সালে ইভিএমে কারচুপি করেই ভোট হয়েছিল। তার পর কংগ্রেস-সহ অন্য বিরোধীরা হইচই শুরু করে দেয়। এই পরিস্থিতিতে নির্বাচনের কমিশনের এই বয়ান যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, সুনীল অরোরা ইভিএম নিয়ে সমস্ত সমালোচনাকে স্বাগত জানিয়েছেন। সঙ্গে বলেছেন, ''ব্যালট যুগে ফেরার কোনও প্রশ্নই নই। বরং আগামিদিনে ইভিএম ও ভি

জিওকে টেক্কা দিতে ২৫০০০ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে ভোডাফোন আইডিয়া

Image
জিওর সঙ্গে পাল্লা দিতে বড় অঙ্কের লগ্নি করতে চলেছে ভোডাফোন আইডিয়া লিমিটেড। টেলিকম ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে রাজ করছে মুকেশ অম্বানীর জিও। সেই জিওর সঙ্গে পাল্লা দিতে বড় অঙ্কের লগ্নি করতে চলেছে ভোডাফোন আইডিয়া লিমিটেড। ২৫,০০০ কোটি টাকা ঢালতে চলেছে ভোডাফোন আইডিয়া লিমিটেড। এই ২৫০০০ কোটি টাকার মধ্যে ১১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে ভোডাফোন গ্রুপ পিএলসি। অন্য দিকে আদিত্য বিড়লা গ্রুপ বিনিয়োগ করবে ৭২৫০ কোটি টাকা। কম খরচে ইন্টারনেট ব্যবহার করার বেশ কিছু আকর্ষনীয় অফার আগেই দেশের মার্কেটে নিয়ে এসেছিল রিলায়েন্স জিও। প্রত্যন্ত সব জায়গা থেকে শহরতলি সব জায়গার মানুষের জন্যই হরেক প্ল্যানও নিয়ে এসেছে মুকেশ অম্বানীর টেলিকম সংস্থা। জিওকে টেক্কা দিতে গত বছরই ভোডাফোন এবং আইডিয়া সংস্থা দুটি জুড়ে গিয়ে তৈরি হয় ভোডাফোন আইডিয়া। টেলিকম দুনিয়ার অন্যতম নামজাদা কনসাল্টিং ফার্ম অ্যানালিসিস ম্যাসন-এর সাউথ এশিয়া এবং মিডল ইস্টের হেড রোহন ধামজিয়ার কথায়, ''প্রতিযোগিতার পাশাপাশি বিরাট ছাড় দেওয়া হবে আমরা এই আশাও করছি।'' সঙ্গে তিনি আরও বলেন, ''নানান অফারে রিলায়েন্স জিওর সঙ্গে পাল্লা দেওয়ার পাশাপাশি এই ম

ঋণ দুর্নীতির জের, মুম্বইয়ে ভিডিয়োকনের দফতর-সহ তিন জায়গায় সিবিআই হানা

Image
দীপক কোছর, চন্দা কোছর ও বেণুগোপাল ধূত। ঋণ দুর্নীতির তদন্তে নেমে ভিডিয়োকন এবং নিউপাওয়ার রিনিউয়েবলস প্রাইভেট লিমিটেডে হানা দিল সিবিআই।প্রাথমিক তদন্তের পর ওই মামলায় বৃহস্পতিবার সকালে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তাতে নাম রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোছর, তাঁর স্বামী ও নিউপাওয়ার রিনিউয়েবলস প্রাইভেট লিমিটেডেপ প্রতিষ্ঠাতা দীপক কোছর এবং ভিডিয়োকন সংস্থার মালিক বেণুগোপাল ধূতের। ক্ষমতায় থাকাকালীন ভিডিয়োকনকে বিপুল অঙ্কের ঋণ পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ চন্দা কোছরের বিরুদ্ধে। ভিডিয়োকনের হাতঘুরে ঋণের টাকা দীপক কোছরের সংস্থায় পৌঁছেছিল বলে জানা গিয়েছে। তার জেরে  কেন্দ্রীয় গোয়েন্দারা ভিডিয়োকনের দফতরে হানা দিয়েছেন। তল্লাশি শুরু হয়েছে নিউপাওয়ার রিনিউয়েবলস প্রাইভেট লিমিটিডের দফতরেও। এ দিন সকালে বেণুগোপাল ধূতের বৈদ্যুতিন, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলক সংস্থা ভিডিয়োকন গ্রুপের মুম্বই এবং ঔরঙ্গাবাদের দফতরে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল। অন্য একটি দল গিয়ে পৌঁছয় মুম্বইয়ের নারিমান পয়েন্টে নিউপাওয়ার রিনিউয়েবলস অ্যান্ড এনার্জি প্রাইভেট লিমিটেডের দফতরে। তিনটি

অফিস থেকে তুলে নিয়ে গিয়ে প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করল সিবিআই

Image
শ্রীকান্ত মোহতা। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) কর্ণধার শ্রীকান্ত মোহতাকে রোজভ্যালি চিটফান্ড মামলায় গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার টলিউডের অত্যন্ত প্রভাবশালী হিসাবে পরিচিত ওই প্রযোজককে তাঁর কসবার অফিস থেকে প্রথমে আটক করেন সিবিআই আধিকারিকরা। তার পরে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় শ্রীকান্তকে। সেখানেই গ্রেফতার করা হয় তাঁকে। বৃহস্পতিবার সকালে শ্রীকান্ত মোহতার এসভিএফ-এর দফতরেরোজভ্যালি-কাণ্ডে জেরা করতে যান সিবিআই আধিকারিকরা। কসবার একটি অভিজাত মলের ১৯ তলায় এসভিএফ-এর অফিস। এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ রোজভ্যালি-কাণ্ডের তদন্তকারী আধিকারিক-সহ সিবিআই গোয়েন্দাদের একটি দল সেখানে পৌঁছয়। সিবিআইয়ের একটি সূত্রের দাবি, সেই সময় নিজের দফতরেই ছিলেন শ্রীকান্ত মোহতা। গোয়েন্দারা তাঁর দফতরে ঢুকতে চাইলে শ্রীকান্তের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা তাঁদের বাধা দেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় কসবা থানার একটি বড় বাহিনী।শ্রীকান্ত মোহতাকে জেরা করতে গিয়ে কলকাতা পুলিশের কাছে বাধা পায়সিবিআই। শুধু কলকাতা পুলিশের বাধাই নয়, সিবিআইয়ের গোয়েন্দাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় শ্রীকান্ত মোহতার

মমতা ঘনিষ্ঠ ব্যবসায়ীর অফিসে সিবিআই তল্লাশি

Image
কলকাতাঃ  প্রয়োজক শ্রীকান্ত মোহতার অফিসে সিবিআই তল্লাশি। তাঁর কসবার অফিসে এই মুহূর্তে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। বারবার নোটিশ দেওয়ার পরেই হাজিরা দেননি মমতা ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। এরপরেই আজ বৃহস্পতিবার শ্রীকান্তের অফিসে হানা দেন সিবিআই আধিকারিকরা। জানা যাচ্ছে, শ্রীকান্ত মোহতাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসতে পারেন সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত, এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তদন্তেও এই চলচ্চিত্র প্রযোজকের নাম উঠেছিল। রোজভ্যালি নিয়ে সিবিআই তদন্তের সময়ে ইডি যে তাঁদের তদন্ত রিপোর্ট দিয়েছিল সিবিআইকে, সেখানে শ্রীকান্তের নাম উল্লেখ করা হয়েছিল।   সিবিআই সূত্রে খবর, রোজভ্যালি গোষ্ঠীর টেলিভিশন চ্যানেলের সঙ্গে ২০১০ সালে শ্রীকান্তের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস্-র একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী ওই প্রযোজনা সংস্থা রোজভ্যালির চ্যানেলকে ২৫ কোটি টাকার বিনিময়ে ৭০টি ছবি রোজভ্যালির চ্যানেলে দেখানোর স্বত্ত্ব বিক্রি করে। সেই সময় শ্রীকান্ত মোহতা এবং তাঁর কোম্পানির বিরুদ্ধে আদালতে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন রোজভ্যালি কর্ণধার। তিনি জানিয়েছিলেন, যে চুক্তি অনুযায়ী ৭০টি ছবির বদলে মাত্র ৩০টি ছবি

ফেসবুক কাড়ছে ভোটের বিজ্ঞাপন, প্রচারে দলগুলির খরচ ১২ হাজার কোটি টাকা

Image
ভোট আসছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বৃহত্তম উৎসবের আর বেশি দেরি নেই। লোকসভা ভোট মানে ভারতে বৃহত্তম উৎসব। এই রাজসূয় যজ্ঞে প্রচারের জন্য টাকার থলি হাতে নেমে পড়েছে সবক'টি রাজনৈতিক দল। তবে এই একবিংশ শতকে যতগুলি লোকসভা ভোট হয়েছে তার সঙ্গে এবারের ভোটযুদ্ধে ফারাক গড়ে দিচ্ছে একটি প্রচার মাধ্যম। এতদিন সব লোকসভা ভোটে মানুষের কাছে সহজে পৌঁছনোর রাস্তা ছিল টিভি, রেডিও, খবরের কাগজ, ম্যাগাজিন, লিফলেট, দেওয়াল লিখন, ব্যানার ফেস্টুন, পোস্টার। পরে এল মোবাইলে মেসেজ করে 'অমুক প্রার্থীকে অমুক দিন ভোট দিয়ে জয়যুক্ত করুন' ইত্যাদি ধরনের বার্তা। কিন্তু স্মার্টফোনের জমানায় ইন্টারনেটের হাত ধরে গত পাঁচ বছরে অনেকটাই বদলে গিয়েছে সমাজ, দেশ, এমনকী প্রত্যন্ত গ্রামের মানসিকতা। আগে ডেটা ছিল সোনা চাঁদির মতোই মূল্যবান। এখন জিও-র সৌজন্যে ডেটা সস্তা। মোবাইল পরিষেবাপ্রদানকারী সংস্থাগুলির মধ্যে তুমুল প্রতিযোগিতা। ফলে জলের দরে ডেটা মিলছে। স্পিডও বেশি। সমীক্ষায় দেখা গিয়েছে, চায়ের দোকানে রাজা উজির মারার আড্ডা কমেছে অনেকটাই। সিরিয়ালের নেশাযুক্ত টিভির পর্দার চেয়ে মানুষের চোখ এখন বেশি স্মার্টফোনের

বেহালায় যুবকের রহস্যমৃত্যু, রাস্তা থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

Image
মদের আসরে বচসার জেরেই কি খুন? বেহালায় এক যুবকের মৃত্যুতে রহস্য ঘনিয়েছে। বুধবার গভীর রাতে চণ্ডীতলায় রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার ভোরে এসএসকেএম হাসপাতালে মারা যান তিনি। তদন্তে পুলিশ। মৃতের নাম শুভ দাস। বেহালার চণ্ডীতলা এলাকায়ই থাকতেন তিনি। পেশায় ম্যাটাডোর চালক শুভ। পরিবারের লোকেরা জানিয়েছেন, বুধবার রাতে এলাকার একটি মাঠে বসে বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন শুভ। বেশি রাতে চণ্ডীতলা মোড়ে রাস্তায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু, শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই মারা যান শুভ দাস। খবর দেওয়া হয় থানায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু, কীভাবে মারা গেলেন শুভ দাস? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাথায় পাথরের আঘাতেই মারা গিয়েছেন শুভ। কিন্তু, কেউ তাঁর মাথায় পাথর দিয়ে আঘাত করেছিল নাকি মদ্যপ অবস্থা বেসামাল হয়ে শুভ নিজেই পাথরের উপর পড়ে গিয়েছিলেন? তা নিয়ে ধন্দে পুলিশ। এদিকে আবার বুধবার গভীর রাতে কসবার রাজডাঙায় অটো উলটে মৃত্যু হল চালকের। প্রত্যক্ষদর্

দুইয়ের বেশি সন্তান হলে কেড়ে নেওয়া হোক সব অধিকার, নিদান রামদেবের

Image
দুই সন্তান নীতি নিয়ে এবার কড়া অবস্থানের কথা জানালেন যোগগুরু রামদেব। তাঁর কথায়, যাঁদের দুইয়ের বেশি সন্তান রয়েছে, তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত। এমনকী, নির্বাচনেও লড়াই করতে দেওয়া উচিত নয় তাঁদের। উত্তরপ্রদেশে পতঞ্জলি পরিধানের একটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল। বুধবার ওই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন যোগগুরু তথা পতঞ্জলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রামদেব। সেখানেই তিনি এই মন্তব্য করেন। তবে তিনি শুধু ভোটাধিকার কেড়ে নেওয়া বা নির্বাচনী লড়াইয়ে বিধি নিষেধের নিদান দিয়েই থেমে থাকেননি। বরং যোগ করেছেন যে দুইয়ের বেশি সন্তান হলে কেড়ে নেওয়া উচিত সব অধিকার। তিনি বলেন, ''ওঁদের স্কুল-কলেজ-হাসপাতাল, কিছুই ব্যবহার করতে দেবেন না। সরকারি চাকরিও করতে দেবেন না। তাহলেই দেখবেন জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজ শুরু হয়ে গিয়েছে।'' পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে, তা সকলের উপরই কার্যকর করা উচিত। এই সিদ্ধান্তের ক্ষেত্রে কোনওভাবেই হিন্দু-মুসলিম ভেদাভেদ করা উচিত নয়। তবে এই প্রথম নয়। এর আগেও যোগগুরু রামদেব এই ধরনের মন্তব্য করেছেন। দুইয়ের বেশি সন্তান হলে কেড়ে নেওয়া উচিত ভোটাধিকার। নভেম্বর মাস

সন্তান হলে বাড়বে সংসারের খরচ, অন্তঃসত্ত্বার পেটে লাথি শ্বশুরের

Image
সন্তান জন্মালে বাড়বে সংসারের খরচ।  চার মাসের অন্তঃসত্ত্বাকে পেটে লাথি মেরে গর্ভস্থ সন্তান নষ্ট করার অভিযোগ শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধ। বর্বর, নৃশংস ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরের দাসপাড়া এলাকায়। নিগৃহীতার নাম অঞ্জু গায়েন। অঞ্জুর বাড়ির সল্টলেকের ডিডি ব্লকে। ২০১৬ সালে নরেন্দ্রপুরের বাসিন্দা অপূর্ব গায়েনের সঙ্গে বিয়ে হয় অঞ্জুর। অক্টোবর মাসে অন্তঃসত্ত্বা হন অঞ্জু।  বিষয়টি সামনে আসার পর থেকেই তাঁর উপর অত্যাচার চলতে থাকে বলে অভিযোগ।  তার সন্তান হলে সংসারে খরচ আরও বাড়বে,  এই  অজুহাত দেখিয়ে তাঁকে গর্ভপাত করিয়ে নেওয়ার জন্য চাপ দিতে চাপে গৃহবধূর শ্বশুর শাশুড়ি।  তিনি তাতে রাজি না হওয়ায় তাঁকে বাপের বাড়িতে গিয়ে থাকতে বলা হয়।  অভিযোগ,৷এসবের মধ্যেই একদিন অশান্তি হলে তাঁর পেটে লাথি শ্বশুর অশোক গায়েন লাথি মারেন। শাশুড়ি প্রতিমা গায়েনও মারধোর করেন বলে অভিযোগ।   রক্তক্ষরণ হতে শুরু করে গৃহবধূর। তাঁকে প্রথমে এম আর বাঙুর হাসপাতালে ও পরে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।  বর্তমানে সুস্থ রয়েছেন গৃহবধূ। কিন্তু তিনি তাঁর গর্ভের সন্তান হারিয়েছেন।  ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।   অভিযুক্ত

‘সুপ্রিম’ নির্দেশে PTTI মামলায় বড় জয় মামলাকারীদের, ১২ সপ্তাহের মধ্যেই নিয়োগ

Image
'সুপ্রিম' রায়ে পিটিটিআই মামলায় বড় জয় আবেদনকারী চাকরিপ্রার্থীদের। ৮০০ জনকে  দ্রুত প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এই মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের।  বৃহস্পতিবারের   ২০০৪, ২০০৫-এর পিটিটিআই সংশাপত্রকে বৈধতা দিয়েছে শীর্ষ আদালত। আদালতের আরও নির্দেশ,দ্রুত প্রাথমিক শিক্ষকের ৮০০ শূন্যপদে  ১২ সপ্তাহের  মধ্যে নিয়োগ করতে হবে মামলাকারীদের। প্রসঙ্গত,  প্রাথমিক শিক্ষক নিয়োগের ২০০১ নিয়ম অনুযায়ী,  সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদগুলি প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ করত। সেই আইন অনুযায়ী জেলায় জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয় ২০০৬ সালে।  পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের পাশাপাশি প্রশিক্ষণহীনরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন।   এই বছরই রাজ্যসরকার নতুন ভাবে ঘোষণা করে পিটিটিআই ট্রেনিং নেওয়া পড়ুয়াদের অতিরিক্ত নম্বর দেওয়া যাবে না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দারস্থ হন পড়ুয়ারা। হাইকোর্ট জানিয়ে দেয় পড়ুয়াদের শংসাপত্র বৈধ এবং তাঁদের অতিরিক্ত ২২ নম্বর দিতেই হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দারস্থ হয় রাজ্য। মামলা চলাকালীন ২০১৫ সালে হ

শাটডাউনে ‘সোর্স’, তরুণ কর্মী খোয়াচ্ছে এফবিআই

Image
আমেরিকায় এখনও অব্যাহত আংশিক শাটডাউন। 'সোর্স' হারাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই!  মাস পেরিয়ে গেলেও আমেরিকায় আংশিক শাটডাউন ওঠার নাম নেই। আর এই অচলাবস্থায় ফ্যাসাদে পড়েছে এফবিআইয়ের মতো গুরুত্বপূর্ণ সংস্থা। সন্ত্রাসবাদ সংক্রান্ত তদন্তও ধাক্কা খাচ্ছে। বেশ কয়েকটি জঙ্গিগোষ্ঠীর ভিতরে এফবিআইকে খবর জোগানোর যে সব লোক ছিল, তাদের আর হাতে রাখা যায়নি বলে সংস্থারই কিছু অফিসার সূত্রে খবর মিলেছে। গোয়েন্দা সংস্থার ওই অফিসারেরা নিজেদের নাম গোপন রেখে 'এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন' নামে একটি গোষ্ঠীর মাধ্যমে এক রিপোর্টে এই সব তথ্য প্রকাশ্যে এনেছেন। এর আগে এফবিআইয়ে কোনও দিন এমনটা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট অফিসাররা। তাঁরা বলেছেন, অর্থের অভাবে বিশ্ব জুড়ে নানা অভিযানে রাশ টানতে হচ্ছে।  দেশের সব চেয়ে লম্বা শাটডাউনে আখেরে দেশেরই সব চেয়ে বড় ক্ষতি হচ্ছে— আপস করতে হচ্ছে জাতীয় নিরাপত্তার মতো বিষয়ের সঙ্গে। এক অফিসারের দাবি, ''শাটডাউনে আমরা কিছু করেই উঠতে পারছি না। শত্রুরা বুঝতে পারছে, এ বার তারা যা খুশি করতে পারে।'' এফবিআই স্বাভাবিক ভাবেই এই রিপোর্ট থেকে দূরত্ব বজায় রেখেছে। এক

ফোন হ্যাক, নায়িকার ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস!

Image
কেরিয়ারে এখনও পর্যন্ত মূলত তামিল ছবি করেছেন হংসিকা। একান্ত ব্যক্তিগত মুহূর্তে কিছু ছবি নিজের ফোনে তুলেছিলেন অভিনেত্রী হংসিকা। হঠাৎই দেখেন, সে সব ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে সমস্যাটা বুঝতে না পারলেও পরে অভিনেত্রী বুঝতে পারেন, তাঁর ফোন হ্যাক করা হয়েছে। আর সেখান থেকেই ছড়িয়ে দেওয়া হয়েছে তাঁর ব্যক্তিগত মুহূর্তের ছবি। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। তার প্রায় ২৪ ঘণ্টা পরে টুইটারে গোটা ঘটনাটি জানিয়েছেন হংসিকা। তিনি লেখেন, 'আমার ফোন এবং টুইটার হ্যাক করা হয়েছে। ফলে যে কোনও মেসেজের উত্তর দেবেন না। আমার টিম গোটা ঘটনাটি আয়ত্তে আনার চেষ্টা করছে।' এখনও পর্যন্ত ফোন হ্যাক হওয়ার জন্য কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি হংসিকা। হ্যাকার হানা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের টিমের ওপরই প্রাথমিক ভাবে ভরসা করছেন তিনি। এর আগেও বহু সেলেবের ফোন হ্যাক হয়েছে। তার মাধ্যমেই ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মূলত তামিল ছবি করেছেন হংসিকা। ২০০৭-এ ডেবিউ করেন তিনি। কিন্তু তেলুগু, মালয়ালম এবং হিন্দি ছবিতেও তাঁর অভিনয় দেখেছেন দর্শক। বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অভিনেত্রী। কখনও অনাথ শ

‘ছেলেকে মেরে আত্মঘাতী’ শিক্ষক বাবা

Image
স্বামী আর ছেলেকে রেখে সকালে স্কুলে গিয়েছিলেন কাশ্মীরা খাতুন। তাঁর মতো স্বামী মহম্মদ গিয়াসউদ্দিনও একটি মাদ্রাসার শিক্ষক। বুধবার তাঁর স্কুলে পিকনিক ছিল। ওই দম্পতির সাত বছরের ছেলে আমনেরও বাবার সঙ্গে স্কুলের পিকনিকে যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফিরে দু'জনকেই মৃত অবস্থায় পেলেন কাশ্মীরা। বারাসত বনমালীপুরের ভাড়া বাড়ির একটি ঘরে মেলে গিয়াসউদ্দিনের (৪২) ঝুলন্ত দেহ। অন্য ঘরে পড়ে ছিল আমনের দেহ। পুলিশের ধারণা, ছেলেকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছেন গিয়াসউদ্দিন। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি তিনি। মানসিক চাপেই আত্মঘাতী হয়েছেন বলে লিখেছেন। প্রাথমিক তদন্তে পুলিশ আপাতত এটুকুই জানতে পেরেছে। সপ্তাহখানেক আগে শিক্ষকতার নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন কাশ্মীরা। এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি। সম্পত্তি নিয়ে গোলমালের জেরেই গিয়াসউদ্দিন আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে পুলিশকে জানিয়েছেন কাশ্মীরা। যদিও পুলিশ এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছচ্ছে না। বারাসত থানার পুলিশ জানিয়েছে, তদন্তে সব দিকই খোলা রয়েছে। দেহ দু'টির ময়না-তদন্ত হলে খুনের কার

সর্বভারতীয় জয়েন্টে ৯৯.৯৯৭ পার্সেন্টাইল! রাজ্যে প্রথম শাশ্বত

Image
ছোটবেলায় মায়ের কাছে আবদার ছিল, কম্পিউটার দিতে হবে। মা বলেছিলেন, 'জাতীয় বিজ্ঞান মেধা অন্বেষণ'-এ দেশে প্রথম হলে ল্যাপটপ পুরস্কার পাওয়া যায়। দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলের শাশ্বত দত্ত সেই পুরস্কারই পেয়েছিল। এ বার সেই শাশ্বতই সর্বভারতীয় জয়েন্ট্র এন্ট্রান্সের মেন (‌জেইই-মেন) পরীক্ষায় ৯৯.৯৯৭ পার্সেন্টাইল পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন। ডিএসপি টাউনশিপের হর্ষবর্ধন রোডের বাসিন্দা শাশ্বত ছোটবেলা থেকেই হেমশিলা মডেল স্কুলের ছাত্র। সপ্তম শ্রেণি থেকে প্রশিক্ষণ নেওয়া শুরু একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। শাশ্বতের বাবা সুদীপবাবু দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মী। মা সুস্মিতাদেবী গৃহবধূ। সুদীপবাবু ও সুস্মিতাদেবী জানান, ছোটবেলায় দাবা খেলা পছন্দ ছিল শাশ্বতের। কিন্তু পড়াশোনার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ কমে দাবার বোর্ডের সঙ্গে। তবে আগের মতোই অবসরে পেন ও পেনসিল দিয়ে 'স্কেচ' করতে ভালবাসে শাশ্বত। তবে জয়েন্টে এই সাফল্যের আগে আরও বেশ কিছু পালক যোগ হয়েছে শাশ্বতের মুকুটে। ছোট থেকেই বিজ্ঞান নিয়ে পড়াশোনায় আগ্রহী শাশ্বত। সপ্তম শ্রেণিতে এক বেসরকারি সংস্থা আয়োজিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম হ

বকেয়া ঋণ না মেটানোয় খুন করে টুকরো টুকরো মাংস কমোডে ফ্লাশ করল বন্ধু

Image
প্রায় এক লক্ষ টাকার উপর ঋণ বকেয়া ছিল। কিছুতেই ধার শোধ করছিলেন না এক ব্যক্তি। তাই তাঁকে খুন করে মাংস কেটে কমোডে ফ্লাশ করে দিলেন তাঁর বন্ধু! মুম্বইয়ের এই ঘটনায় ছড়াল চাঞ্চল্য। মুম্বইয়ের ওই আবাসনে নিকাশি ব্যবস্থায় সমস্যা দেখা গিয়েছিল। তা দেখতে এসেই এই খুনের ঘটনা জানাজানি হয়। ভিরারের ওই আবাসনে খুন করা হয় গণেশ ভিত্তাল কোলহাৎকর নামে বছর আটান্নর এক ব্যক্তিকে। অভিযুক্ত ভিরারের বাচরাজ সোসাইটির বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনাটি সুপরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে। অভিযুক্ত পিন্টু কোলহাৎকরকে বাড়িতে নিমন্ত্রণ করেন গত ১৬ জানুয়ারি। এর পর মদ্যপান করেন। মদ্যপানের পরই বকেয়া ঋণ নিয়ে বচসা শুরু হয় তাঁদের দু'জনের মধ্যে। গণেশকে খুন করার পরই তাঁর দেহ লোপাটের ছক কষে ফেলে অভিযুক্ত। এর পর মৃত গণেশের দেহ টুকরো টুকরো করে কেটে কমোডে ফ্লাশ করে দেন তিনি। বেশ কয়েক দিন ধরে তিনি কমোডে ওই ব্যক্তির শরীরের নানা অংশ ফ্লাশ করে দেহ লোপাটের চেষ্টা করেছিলেন। পুলিশ জানিয়েছে, নৃশংস এই ঘটনায় ওই ব্যক্তি একটুও বিচলিত হননি। বরং শরীর থেকে মাংস ও হাড় আলাদা করেছেন। ট্রেন থেকে সেই ব্যক্তির হাড়ের অংশ ছুঁড়েও ফেলে দিয়েছিলেন তার পর। কিন্ত

সিবিআই প্রধানের দৌড়ে বাঙালি রীনা

Image
অলোক বর্মার অপসারণের পরে নতুন সিবিআই অধিকর্তা কে হবেন, তা ঠিক করতে বৃহস্পতিবার উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে বসছে। একই দিনে ভারপ্রাপ্ত অধিকর্তা হিসেবে এম নাগেশ্বর রাওয়ের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা উঠছে। নতুন সিবিআই অধিকর্তা হওয়ার দৌড়ে রয়েছেন বাঙালি আইপিএস অফিসার রীনা মিত্র। কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজের এই প্রাক্তন ছাত্রী বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিবের (অভ্যন্তরীণ নিরাপত্তা) পদে রয়েছেন। প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতাকে নিয়ে তৈরি উচ্চপর্যায়ের কমিটির কাছে কর্মিবর্গ দফতর প্রাথমিক  ভাবে যে ১২ জনের নাম পাঠিয়েছে, তাতে মধ্যপ্রদেশ ক্যাডারের রীনার নাম রয়েছে। শেষ পর্যন্ত তাঁকে বাছা হলে রীনা হবেন প্রথম মহিলা সিবিআই অধিকর্তা। তিনি এর আগেও সিবিআইয়ে কাজ করেছেন। তাঁর স্বামী, প্রয়াত দুর্গামাধব মিত্রও আইপিএস অফিসার ছিলেন। এত দিন সরকারের অন্দরে অনেকেই ভেবেছিলেন, গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'ক্লিনচিট' দেওয়া সিট-এর সদস্য তথা এনআইএ-র ডিজি ওয়াই সি মোদী অধিকর্তার পদে আসবেন। কিন্তু কংগ্রেসের দলনেতা খড

স্টেশন মাস্টারের ভুলে বিপত্তি, হাওড়ায় রেল অবরোধ, আটকে বহু ট্রেন

Image
যাত্রী বিক্ষোভ হাওড়ার দাশনগরে। যাত্রী বিক্ষোভের জেরে ব্যাহত দক্ষিণ পূর্ব শাখার রেল চলাচল। সকাল ৮টা থেকে এই অবরোধ-বিক্ষোভ চলছে হাওড়ার দাশনগর স্টেশনে। দাঁড়িয়ে পড়েছে একাধিক লোকাল এবং দুরপাল্লার ট্রেন। চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। স্টেশন মাস্টারের ভুলের কারণে  যাত্রী-দুর্ভোদের প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। কী হয়েছিল? ঘটনার সূত্রপাত ডাউন হাওড়া-পাঁশকুড়া লোকালকে ঘিরে। এ দিন হাওড়ার দিকে আসছিল ডাউন পাঁশকুড়া-হাওড়া লোকাল। যাত্রীদের অভিযোগ, ট্রেনটি দাশনগর স্টেশনে থামার কথা ছিল। কিন্তু স্টেশনে না ঢুকিয়ে ট্রেনটিকে মাঝের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়। গন্তব্যে পৌঁছনোর জন্য বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে ট্রেন থেকে ঝুলে লাইনে নামেন যাত্রীরা। অনেক মহিলা যাত্রীকেও এই ভাবে নামতে হয়। তার উপরে ট্রেনটি মাঝের লাইনে দাঁড়িয়ে পড়ায় ঝুঁকি আরও বেশ ছিল। কারণ, ওই সময়ে পাশের দু'দিকের লাইন থেকেও অন্যান্য ট্রেন চলাচল করছিল। এর পরই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। লাইন পেরিয়ে স্টেশনে পৌঁছে স্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। রেল লাইনেও বসে পড়েন অনেকে। দাশনগর স্টেশন খুবই ব্যস্ত স্টেশন। দক্ষিণ-পূর

‌৩১৫ কোটির পাহাড় গড়ে কর্মীদের বোনাস

Image
টাকার পাহাড়। গল্পে, কাহিনিতে নয়। বাস্তবেই এমন কাণ্ড ঘটিয়েছে চীনের একটি সংস্থা। ৫০০০ কর্মীকে বোনার দেওয়ার জন্য ৩১৫ কোটি ২২ লক্ষ ৫০ টাকার পাহাড় গড়েছেন তাঁরা। চীনের জিয়াংশি প্রদেশের নানচাং শহরের এই ইস্পাত কারখানায় প্রায় ৫০০০ জন কাজ করেন। তাঁদের সকলকে বছর শেষে বিপুল পরিমাণ টাকার বোনাস দেওয়া হয়। চীনা নববর্ষের আগেই এই বোনাস দেওয়া হয়। জানা গিয়েছে এই সংস্থার ৫০০০ কর্মীর প্রত্যেকে এবার ৬২ লাখ টাকার বোনাস পাবেন। মোট ৩৪ কোটি টাকার বোনাস কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়ার কথা ঘোষণা করেছে এই ইস্পাত কারখানা। সংস্থার কাছে এই বিপুল পরিমাণ টাকার বোনাস নিয়ে কী করবেন এখনও ঠিক করে উঠতে পারেননি অনেক কর্মীই। বোনাস নিয়ে এমন চমক চীনে এই নতুন নয়, গত বছর চীনের এক সংস্থা বোনাসের জন্য কর্মীদের নিয়ে একটি অভিনব খেলার আয়োজন করেছিলেন। একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি কাচের বাক্সে টাকা ওড়ানো হবে। সেই সময়ের মধ্যে যে কর্মী যত টাকা সংগ্রহ করতে পারবেন সেটাই তাঁর বোনাস হবে।

উত্তরবঙ্গের ৮ জেলার ১০০ কৃতীকে মেধারত্ন দেবে টেকনো ইন্ডিয়া

Image
শিলিগুড়ি: প্রতি বছরের মতো এবারও টেকনো ইন্ডিয়া গ্রুপ আয়োজন করতে চলেছে '‌উত্তরবঙ্গ মেধারত্ন উৎসব'। আগামী ২৫ জানুয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাস প্রাঙ্গ‌ণেই। অনুষ্ঠানে উত্তরবঙ্গের ৮ জেলার প্রায় ১০০ মেধাবী এবং সেরা কৃতী ছাত্রছাত্রীদের '‌মেধারত্ন'‌ পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব, টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের অধ্যক্ষ মীরা ভট্টাচার্য জানান, '‌২০১৩ সালে থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উত্তরবঙ্গ ভিত্তিতে বিভিন্ন প্রত্যন্ত এলাকার মেধাবী কৃতী ছাত্রছাত্রীদের একমঞ্চে এনে তাদের পুরস্কৃত করার মতো এত বড় প্ল্যাটফর্ম উত্তরবঙ্গে আর কোথাও নেই।'‌ সিবিএসই, আইসিএসই, মাধ্যমিক, মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণির কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। পাশাপাশি বিভিন্ন এলাকার অভাবী–মেধাবী পড়ুয়াদেরও সহযোগিতা করে আসছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। অতীতে এই ম

জরায়ুতে সাড়ে ৫ কেজি টিউমার! অস্ত্রোপচার সফল

Image
পেট দেখে সকলে মনে করতেন গর্ভবতী। পেটে যন্ত্রণা, ভারী অনুভব নিয়ে যখন এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন, তখন জানতে পারেন গোটা তলপেট জুড়েছিল সাড়ে পাঁচ কেজির টিউমার। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে ২৬ বছরের যুবতীর প্রাণ বাঁচালেন জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসকরা। গত এক বছর ধরে ভুগছিলেন মুর্শিদাবাদের রানিনগরের বাসিন্দা নার্গিস খাতুন। ৮ জানুয়ারি এনআরএসের প্রসূতি বিভাগের বহির্বিভাগে যান। সেখান থেকে রেফার করা হয় জেনারেল সার্জারি বিভাগে। ১৫ জানুয়ারি, মঙ্গলবার অস্ত্রোপচারে টিউমার বের করেন আরএমও ডাঃ অনির্বাণ দাস। টিউমারের উৎসস্থল নিয়ে চিকিৎসকদের মধ্যে ধোঁয়াশা ছিল। সিটি স্ক্যান রিপোর্ট দেখে মনে হচ্ছিল জরায়ুর পিছনে রয়েছে টিউমার। যার চাপে জরায়ু সামনের দিকে ঠেলে আসছিল। বাঁ দিক থেকে ডান দিক পুরোটাই জুড়েছিল। যদিও অপারেশন টেবিলে রোগীর পেট কাটার পর খালি চোখে চিকিৎসকরা দেখেন টিউমারের উৎসস্থল একটু আলাদা এবং আরও অনেকগুলো অঙ্গের সঙ্গে আটকেছিল টিউমার। ডাঃ অনির্বাণ জানিয়েছেন,'‌জরায়ুর পিছনের দেওয়াল থেকে তৈরি হয়েছিল টিউমার। যা পুরো তলপেট পর্যন্ত ছড়িয়েছিল। পেটের ওপরের দিকে বাম দিকের কিডনি, ডিম্বাশয়, মলদ্বা

জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগে গ্রেপ্তার ৯

Image
আইএসআইএস যোগ থাকায় ৯ জনকে গ্রেপ্তার করল মহারাষ্ট্রের অ্যান্টি টেরর স্কোয়াড (‌এটিএস)‌। মহারাষ্ট্রের মুমব্রা, ঠাণে এবং ঔরঙ্গাবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৭ বছরের এক কিশোর রয়েছে বলে খবর। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, প্রজাতন্ত্র দিবসে এরা নাশকতা করতেই জমায়েত হয়েছিল বলে মনে করছেন এটিএসের কর্তারা। এটিএস সূত্রে খবর, আগামী ২৬ তারিখ দেশে প্রজাতন্ত্র দিবসে নাশকতা ছড়াতে এরা স্লিপার সেল হিসাবে কাজ করতে এসেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। গোয়েন্দা মারফৎ খবর পেয়ে এটিএস কয়েক সপ্তাহ ধরে হন্যে হয়ে এদের খোঁজ করছিল। অবশেষে গভীর রাতে এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়।  এটিএস দপ্তরের এক কর্তা জানান, এই ৯ জনের দলটি কাজ করতে শুরু করেছিল। তাই ১২ জনের টিম তৈরি করে তিন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এই ৯ জনের সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে রাসায়নিক, বিস্ফোরক, মোবাইল ফোন, হার্ড ড্রাইভ, সিম কার্ড, অ্যাসিডের বোতল এবং ধারালো ছুরি। এদের জেরা করে আসল তথ্য বের করতে চাইছে এটিএস।

‌মোদি–আদিত্যনাথের গড়েই কংগ্রেসের দায়িত্বে প্রিয়াঙ্কা

Image
বারাণসী থেকে লোকসভা ভোটে জিতেছিলেন নরেন্দ্র মোদি। যা কিনা পূর্ব উত্তরপ্রদেশের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত। আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গড় হল গোরক্ষপুর। এখানকার মঠের প্রধান ছিলেন আদিত্যনাথ। অর্থাৎ বিজেপির দুই হেভিওয়েটের গড়েই এবার বোন প্রিয়াঙ্কার উপর দায়িত্ব তুলে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অর্থাৎ একনজরে দেখলে মনে হবে প্রিয়াঙ্কা গান্ধীর মতো ব্যক্তিত্বকে পুরো দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু রাজনৈতিক মহলের মত, লোকসভা নির্বাচনের আগে মোদি–আদিত্যনাথের গড়ে প্রিয়াঙ্কার উপর দলের ভার ছেড়ে দেওয়া আসলে কংগ্রেসের মাস্টারস্ট্রোক।  এদিকে, কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণার পরেই টুইট করে প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানান স্বামী রবার্ট বঢরা। লেখেন, 'অভিনন্দন পি.‌.‌.‌ তোমার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ মূহূর্তে সবসময় তোমার পাশে রয়েছি। নিজের সেরাটা দিও।'  টুইট করে প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কংগ্রেস শীর্ষ নেতৃত্বের এই পদক্ষেপের প্রশংসা করেন প্রশান্ত ভূষণ। লেখেন, '‌ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় অপেক্ষার অবসান। হয়ত অনেকেই কংগ্রেসের এই ঘোষণার সময়, প্রিয়াঙ্কার দায়িত্ব এবং দলে তাঁর

আপনি কীভাবে গুগলকে ড্রিভাইর বিহীন গাড়ি প্রশিক্ষণে সাহায্য করছেন? জেনে নিন

Image
ড্রাইভার বিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরীতে ব্যস্ত তাবড় টেক কোম্পানিগুলি। এর মধ্যেই অন্যতম গুগল। আর ভবিষ্যতে যখন ব্যাস্ত রাস্তায় ড্রাইভার বিহীন স্বয়ংক্রিয় গাড়ি চলতে শুরু করবে তখন এই কাজে নিজের অবদানের জন্য গর্বিত বোধ করতে পারেন আপনিও। কারন এখন আপনি নিজের অজান্তে গুগলের ড্রাইভার বিহীন স্বয়ংক্রিয় গাড়ি চলার প্রযুক্তি তৈরীতে সাহায্য করছেন। কিন্তু কীভাবে? প্রায় সব ওয়েবসাইটেই কোন ট্রানজাকশান বা গোপনীয় তথ্য আদান প্রদানের সময় একটি ক্যাপচা পূরণ করতে হয়। আপনি যে কম্পিউটার নয় বরং রক্ত মাংসের মানুষ তা প্রমাণ করার জন্যই এই ক্যাপচার ব্যবহার। এর মধ্যে অনেক ওয়েবসাইট গুগলের ক্যাপচা সার্ভিস ব্যবহার করে। প্রত্যেকবার ইন্টারনেটে গুগলের ক্যাপচা পুরুন করার সময় আপনি গুগলের ড্রাইভার বিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরীর প্রযুক্তি তৈরীতে সাহায্য করছেন। অন্যান্য ক্যাপচাতে বিভিন্ন অক্ষর দেখে লিখতে হলেও গুগলের ক্যাপচা সপূর্ণ আলাদা। গুগলের ক্যাপচা পুরনের সময় এক ঝাঁক ছবির মধ্যে থেকে নির্দিষ্ট কিছু ছবি বাছাই করতে হয়। সেখানে সব সময় রাস্তার বিভিন্ন ছবি দেকয়া থাকে, সেই ছবির ঝাঁক থেকে কখনও ট্রাফিক সিগনাল বাছতে হয় তো কখনও বাঝতে হয় গাড়ি,

জিও গিগাফাইবার বনাম বিএসএনএল বনাম এয়ারটেল ভি-ফাইবার: কী পার্থক্য?

Image
ভারতে ব্রডব্যান্ডের জগতে এক গুরুত্বপূর্ণ বছর ২০১৯। এই বছরেই বাজারে আসছে জিওর ব্রডব্যান্ড পরিষেবা জিও গিগা ফাইবার। ইতিমধ্যেই কয়েকটি শহরে হিগাফাইবার পরিষেবা শুরু হলেও ২০১৯ সালেই ভারতের বেশিরভাগ রাজ্যে এই পরিষেবা শুরু করবে জিও। ইতিমধ্যেই ভারতের ব্রডব্যান্ড সার্ভিসে আধিপত্য ধরে রেখেছে এয়ারটেল আর বিএসএনএল। তবে গিগা ফাইবার লঞ্চের পরে বেশ চাপে পড়বে এই দুই কোম্পানি। জিও গিগাফাইবার, বিএসএনএল আর এয়ারটেল ভি-ফাইবারের পার্থক্য কী? দেখে নিন। বিএসএনএল ওয়্যারলেস ব্রডব্যান্ড ভারতের অন্যতম বৃহত্তম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বিএসএনএল। নতুন ব্রডব্যান্ড কানেকশানের সময় কোন ইন্সটলেশান চার্জ নেয় না রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। তবে কানেকশান নেওয়ার সময় একটি ADSL মোডেম কিনতে হয় গ্রাহককে। অনেক জায়গাতেই ল্যান্ডলাইন কানেকশানের সাথেই ব্রডব্যান্ড কানেকশান দেওয় বিএসএনএল। জিও গিগাফাইবার লঞ্চের ঠিক আগে কোম্পানির ব্রডব্যান্ড প্ল্যান ঢেলে সাজিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। মাসে মাত্র ২৯৯ টাকা থেকে বিএসএনএল ব্রডব্যান্ড প্ল্যান শুরু হচ্ছে। সর্বোচ্চ দিনে 35GB পররযন্ত ডেটা ব্যবহার করা যাবে। এয়ারটেল ভি-ফাইবার এখন নির্বাচিত এলাক

অসুস্থ জেটলি, মোদী সরকারের শেষ বাজেট পেশ করবেন পীযূষ গোয়েল

Image
চিকিত্সার জন্য দেশের বাইরে অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর জায়গায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। রাষ্ট্রপতির অফিস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার জেরে আগামী সপ্তাহে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে পারবেন না জেটলি। সে জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল পীযূষ গোয়েলকে।     রাষ্ট্রপতির অফিসের বিবৃতিতে জানানো হয়েছে, অর্থমন্ত্রী হিসেবে ফের দায়িত্ব নেওয়ার আগে আপাতত দফতরহীন মন্ত্রী হিসেবে থাকবেন অরুণ জেটলি।  গত ১৩ জানুয়ারি চিকিত্সার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছেন ৬৬ বছরের অরুণ জেটলি। তাঁকে আরও দুসপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন সেখানকার চিকিত্সকরা। ফলে লোকসভা ভোটের আগে মোদী সরকারের শেষ বাজেট পেশ করতে পারবেন না জেটলি। সে কারণে বাজেট পেশের ৯ দিন আগে অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল পীযূষ গোয়েলকে। আগামী ১ ফেব্রুয়ারি মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের শেষ বাজেট। প্রথমবার বাজেট পেশ করবেন পীযূষ গোয়েল। এর আগে জেটলির অসুস্থতার কারণে অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব সামলেছিলেন রেলমন্ত্রী। ২০১৮ সালের মে মাস থেকে ১০০দিনের জন্য দেশের অর্থমন্ত্রী হয়েছিলেন পীযূষ গোয়

মেয়েকে একশো উইকেট উৎসর্গ বিধ্বংসী শামির

Image
অভিনন্দন: শামিকে নিয়ে উচ্ছ্বাস সতীর্থদের। গত বছরের শুরুর দিকে পারিবারিক সমস্যায় আক্রান্ত হয়ে অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল মহম্মদ শামির ক্রিকেট জীবন। সেই অনিশ্চয়তা, বিতর্ককে দূরে ঠেলে দিয়ে আবার ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে শামির। অস্ট্রেলিয়া সফরে ভাল বল করার পরে এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তেই ম্যান অব দ্য ম্যাচ। ছয় ওভার বল করে ১৯ রানে তিন উইকেট। ভারতকে ম্যাচ জেতানোর পাশাপাশি বুধবার ওয়ান ডে ক্রিকেটে একশো উইকেটও হয়ে গেল এই ভারতীয় পেসারের। ভারতীয় হিসেবে দ্রুততম একশো ওয়ান ডে উইকেট পাওয়ারও কীর্তি গড়লেন তিনি। যে কৃতিত্ব শামি উৎসর্গ করছেন তাঁর মেয়েকে। নেপিয়ারে ম্যাচের শেষে শামি টুইট করেছেন, ''নানা প্রতিকূলতার মধ্যে যাঁরা আমার পাশে ছিলেন, যারা আমার জন্য প্রার্থনা করেছেন, একজন মানুষ এবং ক্রিকেটার হিসেবে যাঁরা আমার ওপর সব সময় আস্থা রেখেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। ওয়ান ডে ক্রিকেটে একশো উইকেট নেওয়ার এই কৃতিত্ব আমি আমার মেয়েকে উৎসর্গ করতে চাই।''  শামির বিরুদ্ধে তাঁর স্ত্রী অতীতে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। বিবাহবিচ্ছেদের মামলা চলছে আদালতে। নানা অভিযোগও উঠেছে ভারতীয়

চিনের অস্বস্তি বাড়িয়ে ভারতের সঙ্গে যৌথ মহড়ায় আসছে আফ্রিকার ১২ দেশ

Image
আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির আসরে ফের মুখোমুখি ভারত-চিন। গত বেশ কিছু বছর ধরে আফ্রিকার দেশগুলিতে প্রভাব বাড়িয়ে চলছিল চিন। অর্থনৈতিক এবং বাণিজ্যিক তো বটেই, সামরিক ক্ষেত্রেও চিনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল আফ্রিকার অধিকাংশ দেশের। ভারত তো বটেই, আমেরিকাও প্রভাব বৃদ্ধির এই খেলায় অনেকটাই পিছিয়ে পড়েছিল চিনের চেয়ে। কিন্তু একটি সামরিক মহড়ার সাম্প্রতিক ঘোষণা আচমকা চাপে ফেলেছে বেজিংকে। আফ্রিকা মহাদেশের ১২টা দেশকে নিয়ে মহারাষ্ট্রে বিরাট সামরিক মহড়ার আয়োজন করছে নয়াদিল্লি। মহারাষ্ট্রের পুণেতে মহড়াটি আয়োজিত হচ্ছে। ঔন্ধ মিলিটারি স্টেশনে ১২টি দেশের সেনাবাহিনীর সঙ্গে মহড়া দেবে ভারতীয় বাহিনী। মহড়াটি শুরু হবে আগামী ১৮ মার্চ। চলবে ১০ দিন। আফ্রিকা থেকে কোন কোন দেশ আসছে এই মহড়ায় যোগ দিতে? নয়াদিল্লি সূত্রের খবর, নাইজিরিয়া, মিশর, ঘানা, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, সেনেগাল, তানজানিয়া, জাম্বিয়া, নামিবিয়া, মোজাম্বিক, উগান্ডা— এই ১২টি দেশের সশস্ত্র বাহিনী ভারতীয় সেনার সঙ্গে মহড়া দিতে মহারাষ্ট্রে আসছে। ভারতের সঙ্গে এই ১২ দেশের প্রতিনিধিরা ইতিমধ্যে দু'দফা সম্মেলন সেরে ফেলেছেন। কী ভাবে এবং কোন কোন বিষয়ে ম