জরায়ুতে সাড়ে ৫ কেজি টিউমার! অস্ত্রোপচার সফল


পেট দেখে সকলে মনে করতেন গর্ভবতী। পেটে যন্ত্রণা, ভারী অনুভব নিয়ে যখন এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন, তখন জানতে পারেন গোটা তলপেট জুড়েছিল সাড়ে পাঁচ কেজির টিউমার। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে ২৬ বছরের যুবতীর প্রাণ বাঁচালেন জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসকরা। গত এক বছর ধরে ভুগছিলেন মুর্শিদাবাদের রানিনগরের বাসিন্দা নার্গিস খাতুন। ৮ জানুয়ারি এনআরএসের প্রসূতি বিভাগের বহির্বিভাগে যান। সেখান থেকে রেফার করা হয় জেনারেল সার্জারি বিভাগে। ১৫ জানুয়ারি, মঙ্গলবার অস্ত্রোপচারে টিউমার বের করেন আরএমও ডাঃ অনির্বাণ দাস। টিউমারের উৎসস্থল নিয়ে চিকিৎসকদের মধ্যে ধোঁয়াশা ছিল। সিটি স্ক্যান রিপোর্ট দেখে মনে হচ্ছিল জরায়ুর পিছনে রয়েছে টিউমার। যার চাপে জরায়ু সামনের দিকে ঠেলে আসছিল। বাঁ দিক থেকে ডান দিক পুরোটাই জুড়েছিল। যদিও অপারেশন টেবিলে রোগীর পেট কাটার পর খালি চোখে চিকিৎসকরা দেখেন টিউমারের উৎসস্থল একটু আলাদা এবং আরও অনেকগুলো অঙ্গের সঙ্গে আটকেছিল টিউমার। ডাঃ অনির্বাণ জানিয়েছেন,'‌জরায়ুর পিছনের দেওয়াল থেকে তৈরি হয়েছিল টিউমার। যা পুরো তলপেট পর্যন্ত ছড়িয়েছিল। পেটের ওপরের দিকে বাম দিকের কিডনি, ডিম্বাশয়, মলদ্বারের নালির  (‌সিগময়েড কোলন) এবং ইউরেটর অর্থাৎ মূত্রনালির সঙ্গেও আটকেছিল। এই অংশ থেকে টিউমারটাকে ছাড়ানো জটিল হলেও আমরা সব অংশ থেকে ধীরে ধীরে টিউমারটি বাদ দিয়েছি। রোগী এখন ভাল আছেন। স্বাভাবিক খাবার খাচ্ছেন। তাড়াতাড়ি ছুটি হবে।'‌ সহায়তাকারী চিকিৎসক শুভম সিন্‌হা, শ্যামসুন্দর সরকার বলেন,'‌প্রথমে আশা করিনি পুরো টিউমারটা বাদ দেওয়া যাবে বলে কারণ আগে মুর্শিদাবাদে রোগীর অস্ত্রোপচারে কিছুটা অংশ বাদ গেলেও পুরোটা বাদ যায়নি।'‌