Posts

Showing posts from March 7, 2019

দূষণ পরীক্ষায় প্রতারণা করায় ৫০০ কোটি টাকা জরিমানা ফোক্সভাগেনকে

Image
দূষণ পরীক্ষায় প্রতারণার জন্য ফোক্সভাগেনকে ৫০০ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় গ্রিন ট্রাইবুনাল। আগামী দু'মাসের মধ্যে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে জমা দিতে হবে তাদের। ফোক্সভাগেনের বিরুদ্ধে অভিযোগ, তারা দূষণ কমিয়ে দেখানোর সফটওয়্যার ব্যবহৃত ডিজেল গাড়ি বিক্রি করে। এর ফলে ভারতের বিভিন্ন শহরের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত বছর নভেম্বরে এই ঘটনায় ফোক্সভাগেনের বিরুদ্ধে ১০০ টাকা জরিমানা ঘোষণা করেছিল কেন্দ্রীয় পরিবেশ ট্রাইবুনাল। এই জরিমানা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে জমা দিতে নির্দেশও দেওয়া হয়েছিল গাড়ি সংস্থাটিতে। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও সেই জরিমানা তারা জমা দেয়নি। জরিমানা না দেওয়ায় ভর্ৎসনার মুখে পড়ে জার্মান গাড়ি নির্মাতা ফোক্সভাগেন। এ বার ৫০০ কোটি টাকা জরিমানা চেপেছে তাদের উপর।

লেনদেনের সীমা ₹১০ হাজার, লোকসভার আগে কড়া কমিশন

Image
লোকসভা ভোট হোক বা পঞ্চায়েত-- প্রার্থীদের বিরুদ্ধে বেহিসেবি খরচের অভিযোগ ওঠে বারংবার। এবার কিন্তু ভোটের আগে থেকেই এ বিষয়ে কড়া অবস্থান নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটের খরচ বাবদ একজন প্রার্থী কোনও ব্যক্তিকে নগদ ১০ হাজার টাকার বেশি দিতে পারবেন না। এমনটাই নির্দেশ জারি কমিশনের। প্রার্থীদের অধিকাংশ খরচই করতে হবে চেকের মাধ্যমে। কমিশন সূত্রে জানা গিয়েছে, একজন প্রার্থী তাঁর নির্বাচনী প্রচারের জন্য সর্বোচ্চ ৭০ লক্ষ টাকা খরচ করতে পারবেন। আর সেই হিসেবের ওপর কড়া নজর রাখবেন কমিশন নিয়োজিত পর্যবেক্ষকরা। ইতোমধ্যেই এই বিষয়ে আয়কর ও শুল্ক দফতরের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বিমানপথে টাকা আনা নেওয়ার ক্ষেত্রেও বিমানবন্দর কর্তৃপক্ষকে বিশেষ নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এতকিছুর পরেও ভোটে 'টাকার খেলা' বন্ধ করা যাবে কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই।

মোদীর যোজনায় ৬১.৪৯ লক্ষ কর্মসংস্থান হয়েছে: কেন্দ্র

Image
নয়াদিল্লি: কর্মসংস্থান নিয়ে যতোই মোদী সরকারকে বিরোধীরা আক্রমণ করুক না কেন আদতে তা ভিত্তিহীন। তথ্য এবং প্রমাণ দিয়ে তা বুঝিয়ে দিল কেন্দ্র। কেবলমাত্র নরেন্দ্র মোদীর একটি প্রকল্পের সৌজন্যেই দেশে ৬১.৪৯ লক্ষ কর্মসংস্থান হয়েছে। এমনই দাবি করেছে কেন্দ্রের আবাসন মন্ত্রক। লোকসভা নির্বাচনের আগে ক্রমশ জোরাল হচ্ছে রাজনৈতিক দলগুলির পরস্পরের প্রতি আক্রমণ। মোদীকে হারাতে একজোট হয়েছে সমগ্র বিরোধী শিবির। রাফায়েল সহ নানাবিধ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয় যে রাফায়েল নথি খোয়া গিয়েছে। এরপর থেকে রাহুলের আক্রমণের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। রাফায়েল নথির মতো দেশ থেকে কর্মসংস্থানও খোয়া গিয়েছে বলে কটাক্ষ করেছেন রাহুল। এই অবস্থায় বুধবারেই কর্মসংস্থান নিয়ে জবাব দিল কেন্দ্র। প্রধানমন্ত্রী আবাস যোজনাতেই দেশের গ্রামীণ এলাকায় ৬১৩৪৯ লক্ষ কর্মসংস্থান হয়েছে এবং এই প্রকল্পের কারণে দেশের অর্থনীতির ভীত মজবুত হয়েছে। কর্মসংস্থান নিয়ে বিতর্কের জবাব দিতে গিয়ে তথ্য সহ এই দাবি করেছেন কেন্দ্রীয় আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরি। কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়

ডিএ মামলায় ফের জয় রাজ্য সরকারি কর্মীদের

Image
কলকাতা: ডিএ মামলায় রাজ্যের আরজি খারিজ কলকাতা হাইকোর্টে৷ মহার্ঘ্য ভাতার রায় পুনর্বিবেচনার আরজি খারিজ করেছে হাইকোর্ট৷ ডিএ আইনী অধিকার, রায় দিয়েছে হাইকোর্ট৷ আগামী ১৩ই মার্চ স্যাটে মামলার রায় দানে আর বাধা থাকছে না৷ এদিন হাইকোর্টে রাজ্যের রিভিউ পিটিশন খারিজ হয়েছে৷ বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চে এদিন জানিয়েছে কেন্দ্রীয় হারে এ রাজ্যের কর্মীরা ডিএ পাবেন কীনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে স্যাট৷ পাশাপাশি দিল্লি ও চেন্নাইয়ের সরকারি কর্মচারীদের হারেই এরাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাবে কীনা তাও সিদ্ধান্ত নেবে স্যাট বলে জানানো হয়েছে৷

স্বদেশে ফিরতে রোহিঙ্গাদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য চিনের

Image
ঢাকা: রোহিঙ্গাদের ঘরে ফেরাতে তৎপর বাংলাদেশ। মায়ানমারে সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা স্বদেশে ফিরে যেতে রাজি হলে আর্থিক সাহায্য দেওয়া হবে। মাথা পিছু অন্তত ৬ হাজার মার্কিন ডলার সাহায্য দেওয়ার ঘোষণা করল চিন। বাংলাদেশের উদ্যোগেই রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে সক্রিয় হয়েছে চিন। বৃহস্পতিবার কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়ে প্রত্যেককে বাংলাদেশি মুদ্রায় পাঁচ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন চিনা রাষ্ট্রদূত সুন গুঝিয়াং। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের মহাসচিব সায়েদ উল্লাহ জানিয়েছেন, চিন সরকারের এশিয়া বিষয়ক দূত সুন গুঝিয়াং কুতুপালংয়ের শরণার্থী শিবিরে গিয়ে প্রায় ৩০ জন রোহিঙ্গা নারী,পুরুষের সঙ্গে কথা বলেছেন। এক রোহিঙ্গা নেতার কথায়, 'তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন, মায়ানমারে ফিরে যেতে আমাদের কত অর্থ সাহায্য প্রয়োজন। প্রশ্ন করেছেন, ৫ থেকে ৬ হাজার ডলার দিলে আমরা মায়ানমারে ফিরে যাব কিনা? আমরা জানিয়েছি, আমাদের নাগরিকত্ব দেওয়া না হলে এবং আমাদের দাবিগুলো না মানলে আমরা কোনওভাবেই সেখানে ফিরে যাব না।' রোহিঙ্গাদের সঙ্গে চিনের প্রতিনিধিদলের

সল্টলেকে চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি , এলাকায় উত্তেজনা

Image
শিক্ষক পদে চাকরি চেয়ে ধর্মতলায় এসএসসি প্রার্থীদের অনশন অষ্টম দিনে। বৃহস্পতিবার সল্টলেকে এসএসকে-এমএসকে শিক্ষক ও অশিক্ষকরাও অবস্থান চালিয়ে যাচ্ছেন। সকালে সল্টলেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। দুপুরে প্যারাটিচাররা আন্দোলনে যোগ দেন। ব্যারিকেড ভেঙে সবাই বিকাশ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিকাশ ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। কয়েক হাজার এসএসকে এবং এমএসকের শিক্ষক-অশিক্ষক জড়ো হয়েছেন। এই শিক্ষকরা পঞ্চায়েত দপ্তরের অধীনে কাজ করেন। জট কাটাতে গত মঙ্গলবার বিকাশ ভবনে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। কিন্তু সমাধানসূত্র আসেনি। এদিন ফের আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে বিকাশ ভবনে ডাকা হতে পারে বলে জানা গিয়েছে। বিজেপি, কংগ্রেস এবং বামেরা আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। সল্টলেকে এসএসকে, এমএসকে শিক্ষক, সুপারভাইজারদের বেতন বৃদ্ধি ও শিক্ষা দপ্তরের অধীনে আসতে চেয়ে এক সপ্তাহ ধরে অবস্থান চলছে। বিধাননগর সিটি পুলিশ এই এলাকা অভূতপূর্ব নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছে। সিজিও কমপ্লেক্স থেকে করুণাময়ী পর্যন্ত যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ফের জঙ্গিহানা! জম্মু বাসস্ট্যান্ডে ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণ

Image
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার পর এবার জম্মু বাসস্ট্যান্ড। এবার সেখানে দাঁড়িয়ে থাকা একটি বাসে বিস্ফোরণ হয়। গ্রেনেড বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বাস দুর্ঘটনায় আহত হয়েছেন আটজন। কিন্তু পরে জম্মু-কাশ্মীর পুলিসের এক আধিকারিক জানান, ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জন আহত হয়েছেন। তাঁদের প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জম্মু বাসস্ট্যান্ড ব্যস্ততম হিসেবেই পরিচিত। ফলে বেলা যত বাড়ে, ততই বাড়ে ভিড়। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ আচমকা তীব্র বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায় ওই বাসস্ট্যান্ডে। পুলিসের দাবি, দূর থেকে গ্রেনেড ছোড়া হয় বাসস্ট্যান্ডে। তাতেই হামলা হয়। এর জেরে বাসস্ট্যান্ডে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি পড়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান পুলিস ও সিআরপিএফের আধিকারিকরা। শুরুতেই ঘিরে ফেলা বাসস্ট্যান্ড। সরিয়ে দেওয়া যাত্রীদের। শুরু হয় উদ্ধার কাজ। তত্পরতার সঙ্গে আহতদের হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁদের চিকিত্সা শুরু হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, হামলার জেরে একাধিক বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত বাস

৯০ বছর আগে হারানো আইনস্টাইনের পান্ডুলিপিই পথ দেখাবে সৃষ্টিরহস্যের জট খুলতে?

Image
অ্যালবার্ট আইনস্টাইন। মেলাবেন, কেউ মেলাবেন বলে যে স্বপ্নটা আমরা দেখি, আজ থেকে ৯০ বছর আগে সেই স্বপ্নটাকে সত্যি করতে খুব উঠেপড়ে লেগেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। পাতার পর পাতা অঙ্ক কষে খুব চেষ্টা করেছিলেন এই ব্রহ্মাণ্ডের 'নাটের গুরু' মূল দু'টি বল বা ফোর্সকে মিলিয়ে দিতে, একটি বিন্দুতে। চেয়েছিলেন দু'টি বলকে একই পথে হাঁটাতে। একই নিয়মে ব্যাখ্যা করতে। যা এখনও পর্যন্ত করা সম্ভব হয়নি। একটি বলের নাম অভিকর্ষ বল বা বা গ্র্যাভিটেশনাল ফোর্স। অন্যটি তড়িৎচুম্বকীয় বল বা ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফোর্স। যে জন্য গাছ থেকে আপেল মাটিতে পড়ে, কাছাকাছি এসে পড়লে যে জন্য কোনও গ্রহাণু আছড়ে পড়ে পৃথিবীতে, তাকে বলে অভিকর্ষ বল। আর যার জন্য তড়িৎকণা কোনও পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটে, বিদ্যুৎশক্তির পরিবহণ হয়, তার নাম তড়িৎচুম্বকীয় বল। মূলত এই দু'টি বলেই যত রঙ্গ সম্ভব, দেখিয়ে চলেছে ব্রহ্মাণ্ড। সৃষ্টির সময় থেকে এখনও পর্যন্ত। আর এই দু'টি বলই চালিকাশক্তি হয়ে থাকবে বেলুনের মতো ফুলতে থাকা ব্রহ্মাণ্ডটা ফেটে যাওয়ার সময় পর্যন্ত। অঙ্কের আঁকিবুকিতে ভরা আইনস্টাইনের সেই ১০১ পাতার পান্ডুলিপি আচম

গ্র্যাচুইটিতে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা দ্বিগুণ বেড়ে ২০ লাখ, ঘোষণা জেটলির

Image
গ্র্যাচুইটিতে আয়করের ঊর্ধ্বসীমা বেড়ে হল ২০ লক্ষ পর্যন্ত। গ্র্যাচুইটিতে প্রাপ্ত টাকার উপর আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করে দিল কেন্দ্র। আজ এই ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি টুইটারে জানিয়েছেন, গ্র্যাচুইটি বাবদ প্রাপ্ত অর্থের উপর আয়কর ছাড়ের সীমা ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ পর্যন্ত করা হয়েছে। এই ঘোষণায় কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীরা আয়করের ক্ষেত্রে বড় সুবিধা পাবেন। তবে কোন তারিখ থেকে এই নির্দেশ কার্যকর হবে, তা জানানো হয়নি। জেটলি টুইটারে লিখেছেন, আয়কর আইনের ১০ (১০) (III) নম্বর ধারায় এই ছাড় পাবেন সরকারি ও বেসরকারি কর্মীরা। সরকারি চাকরি থেকে অবসর নেওয়া বা চাকরি ছাড়ার পর গ্র্যাচুইটি বাবদ মোটা টাকা পান কর্মীরা। অনেক বেসরকারি সংস্থাতেও এই নিয়ম রয়েছে। তাঁরাও একই সুবিধা পান। জেটলির এই ঘোষণায় সেই সব কর্মীরা আয়করের ক্ষেত্রে বেশ কিছুটা ছাড় পাবেন।

লখনউ-এর রাস্তায় নিগ্রহের শিকার ২ কাশ্মীরি ব্যবসায়ী, গ্রেফতার এক

Image
পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর থেকে দেশ জুড়ে বিভিন্ন রাজ্য থেকে একের পর এক এসেছে জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের হয়রানি, মারধরের অভিযোগ। যা এখনও চলছে। বুধবার বিকালে উত্তরপ্রদেশের লখনউ-এর ভরা রাস্তায় ডানপন্থী সংগঠনের সদস্যদের দ্বারা নিগ্রহের শিকার হলেন দুই কাশ্মীরি ব্যবসায়ী। করা হল মারধর। আর সেই প্রহারের ভিডিয়ো হামলাকারীদের একজন প্রকাশ করল সোশ্যাল মিডিয়ায়। যার জেরে ইতমধ্যে গোটা ঘটনায় নিন্দার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। মধ্য লখনউর দালিগঞ্জ এলাকায় বুধবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে। কাশ্মীরের ওই দুই বাসিন্দা দীর্ঘদিন ধরে লখনউ তে আছেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে গোটা ঘটনাটি ধরা পড়েছে। সেখানে একজনকে বলতে শোনা যাচ্ছে ওই দুই ব্যবসায়ীকে মারা হচ্ছে কারণ তারা কাশ্মীরের বাসিন্দা। মারধরের ঘটনা দেখে স্থানীয়রাই ওই দুই ব্যবসায়ীকে উদ্ধার করেন। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে পুলিশ। তবে এই ঘটনার মূল অভিযুক্তের খোঁজ মেলেনি এখনও। সে নিজেকে বিশ্ব হিন্দু দল নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে তুলে ভিডিয়োতে বলেন। যদিও উত্তেজনা ছড়াতে পারে এই ঘটনার ভিডিয়োর জেরে

১০ বিলিয়ন ডলার সম্পত্তি বাড়িয়ে ধনী ব্যক্তির তালিকায় এগোলেন অম্বানি

Image
নয়াদিল্লি: বেড়েছে সম্পত্তির পরিমাণ। একধাক্কায় কয়েক ধাপ এগিয়ে এলেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ অম্বানি। সদ্য প্রকাশিত ফোর্বসের ধনী ব্যক্তিদের তালিকায় ছয় ধাপ এগিয়ে বিশ্বের মধ্যে ১৩ নম্বর স্থানে রয়েছেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫০ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন লক্ষ কোটি। তালিকায় এক নম্বর স্থানে রয়েছেন আমাজনের কর্ণধার জেফ বেজোস। তাঁর সম্পত্তির পরিমাণ ১৩১ বিলিয়ন ডলার। ২০১৯-এর ফোর্বস তালিকা অনুযায়ী, ২০১৮-তে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৪০.১ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ছিলেন ১৯ তম স্থানে। সেখান থেকে সম্পত্তি বেড়েছে প্রায় ১০ বিলিয়ন ডলার।   ফোবর্স অম্বানি সম্পর্কে বলেছে, 'মুকেশ অম্বানি ৬০ বিলিয়ন ডলার রেভিনিউ পাওয়া রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক। ২০১৬-তে টেলিকম মার্কেটে আলোড়ন ফেলে দিয়ে জিও 4G ফোন সার্ভিস শুরু করেন তিনি। জিও ইতিমধ্যেই ২৮০ গ্রাহক পেরিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে পত্রিকায়।' ভারতীয় হিসেবে ওই তালিকায় অম্বানির পর রয়েছেন উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি। বিশ্বে ৩৬ নম্বর স্থানে রয়েছেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২২.৬ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও ভারতীয়দের মধ্যে ফো

ত্রিপুরায় ত্রাস, জেএমবি সন্ত্রাসবাদী গ্রেফতার বিপ্লব-রাজ্য়ে !

Image
বাংলাদেশি জঙ্গি সংগঠন জেএমবি-র সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আর তাঁকে গ্রেফতার হয়েছে বিজেপি শাসিত ত্রিপুরা থেকে। ধৃতের নাম নাসির শেখ। উল্লেখ্য, বর্ধমান বিস্ফোরণকাণ্ডে জড়িত ছিল এই নাজির। জানা গিয়েছে, বর্ধমানকাণ্ডের মূল অভিযুক্ত কওসর গ্রেফতার হওয়ার পরই এই রাজ্য ছেড়ে পালিয়ে যায় নাসির। বেশ কিছুদিন ধরেই ত্রিপুরাতে গা ঢাকা দিয়েছিল সে। নাসির আদতে মুর্শিদাবাদের বাসিন্দা। পড়াশোনার পাঠ শেষ করার আগেই জেএমবি মডিউলের সক্রিয় সদস্য হয়ে ওঠে সে। বুদ্ধগয়া বিস্ফোরণের আরও এক কারিগর সে। তার খোঁজে দীর্ঘদিন ধরেই তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা। মঙ্গলবার তাকে ত্রিপুরা থেকে গ্রেফতার করা হয়।

পরকীয়ার প্রতিবাদ করায় বউকে মারধর, গ্রেপ্তার হিরো আলম

Image
ঢাকা: বউ পিটিয়ে 'চাপাবাজ' হিরো আলম এবার গ্রেপ্তার। বহুল আলোচিত আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের পরকীয়া ও দ্বিতীয় বিয়ের বিষয় নিয়ে তার স্ত্রী প্রতিবাদ করায় বউকে পিটিয়ে আহত করার দায়ে মামলা হয়েছে। স্ত্রীর দায়ের করা মামলায় হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে তাকে পুলিশ গ্রেপ্তার করে। এর আগে মঙ্গলবার স্ত্রী সাদিয়া আখতার সুমিকে মারধর করে হিরো আলম। সাদিয়া অভিযোগ করেন, হিরো আলমের পরকীয়ার প্রতিবাদ করার কারণে তাঁকে মারধর করা হয়। হিরো আলমের স্ত্রী সাদিয়া আখতার সুমি অভিযোগ করেন, মাঝেমধ্যেই হিরো আলম তাঁকে মারধর করে। দুদিন আগে সে ঢাকা থেকে আসে। 'রাতে খাবারের পর মোবাইলে কোনও মেয়ের সাথে কথা বলছিল। আমি নিষেধ করলে বলে আমি ১০টা মেয়ে নিয়ে ঘুরব, যা ইচ্ছে তা-ই করব।' হিরো আলমের স্ত্রী বলেন, 'হিরো আলম বলে, আমি ঢাকায় বিয়ে করেছি। এভাবে থাকতে পারলে থাকো না হলে চলে যাও। এর এক পর্যায়ে আলম আমার গলা চেপে ধরে, শরীরের বিভিন্ন স্থানে মারধর করে জখম করে। এখন আমার ৩ ছেলে-মেয়ে নিয়ে কোথায় যাব?' সাদিয়া বেগম সুমিকে (২৮) আহত অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুমি

সকালেই মেট্রোয় আগুন, বন্ধ ট্রেন

Image
কলকাতা: ফের মেট্রোয় আগুন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে কলকাতা মেট্রোতে। দমদম স্টেশনে লাইনে ফের আগুনের ফুলকি দেখা গিয়েছে বলে কবর। এ ঘটনার জেরে এই মুহূর্তে নোয়াপাড়া থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো চলাচল। গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো। স্বাভাবিকভাবেই সপ্তাহের মাঝে এই পরিস্থিতি হওয়ায় অসুবিধায় পড়েছেন যাত্রীরা।   এর আগে গত জানুয়ারিতেও মেট্রোয় আগুন লাগার ঘটনা ঘটে। মেট্রো লাইনে আগুনে ফুলকি দেখা দেয়৷ বন্ধ করে দেওয়া হয় টালিগঞ্জ দমদম আপ লাইনের মেট্রো চলাচল৷ টালিগঞ্জ আপ লাইনে আগুনের ফুলকি দেখা যায়৷ রীতিমত আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে৷ বাইরে বেরিয়ে আসেন যাত্রীরা৷ আগুনের ফুলকি দেখতে পান মেট্রোর কর্মীরা৷ তারপরেই ট্রেন চলাচল আপ লাইনে বন্ধ করে দেওয়া হয়৷ লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷

প্রেমিকার সঙ্গে স্বামীর ভিন্ন 'সংসার'! বাধাদান স্ত্রীর, পরিণতি মর্মান্তিক

Image
বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে, পরিবারকে ছেড়ে প্রেমিকা নিয়ে আলাদা থাকতে শুরু করেছিলেন স্বামী। সেকথা জানতে পারার পরই প্রতিবাদ করেছিলেন স্ত্রী। আর সেই কারণে স্ত্রীকে খুনে অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। মৃতার নাম টুম্পা গায়েন। বয়স ২৭ বছর। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ থেকে ৯ বছর আগে বারুইপুরের গোচরণের বাসিন্দা হরিদাস গায়েনের সঙ্গে বিয়ে হয় টুম্পার ৷ দম্পতির একটি পুত্র সন্তানও রয়েছে ৷ কিন্তু অভিযোগ, সম্প্রতি অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েন হরিদাস গায়েন ৷ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর পর থেকেই সংসারে শুরু হয় অশান্তি। স্ত্রী টুম্পা গায়েনকে ছেড়ে প্রেমিকার সঙ্গে নরেন্দ্রপুর এলাকায় থাকতে শুরু করেন হরিদাস ৷ একথা জানতে পারার পরই প্রতিবাদ করেন টুম্পা। এই নিয়ে স্বামী হরিদাসের সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয় টুম্পার। ডিভোর্স চান টুম্পা। মৃতার পরিবারের অভিযোগ, তারপরই স্ত্রী টুম্পার উপর অত্যাচার শুরু করেন স্বামী হরিদাস। বেধড়ক মারধর করা হয় তাঁকে। এরপরই বুধবার বাড়ি থেকে টুম্পার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় স্বামী হরিদাস গায়েনের বিরুদ্ধেই খুনের অভিযোগ তুলেছে

কাশ্মীরের হিন্দওয়ারায় এনকাউন্টারে নিকেশ জঙ্গি, চলছে তল্লাশি অভিযান

Image
জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি নিকেশ করল ভারতীয় সেনা। এবার ঘটনাস্থল স্থানীয় হিন্দওয়ারা ক্রালগুন্দ। সেনা সূত্রে খবর, হিন্দওয়ারার ওই এলাকায় জঙ্গি লুকিয়ে রয়েছে, এমনই খবর আসে নিরাপত্তাবাহিনীর কাছে। সেই মতো শুরু হয় তল্লাশি। সেই তল্লাশি অভিযান চালানোর সময়ই জঙ্গিদের তরফে সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তখনই পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। সেই সময় এনকাউন্টারে এক জঙ্গি নিহত বলে জানা গিয়েছে। সেনার অনুমান, ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে। তাই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবা। কারণ, সেনার অনুমান, ফোনে যোগাযোগ করতে না পারলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরে যোগাযোগ করে পালাতে পারে জঙ্গিরা। জম্মু-কাশ্মীরে সারা বছরই জঙ্গিদের ধরতে সেনা অপারেশন চলে। কিন্তু গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর থেকে এই অপারেশন আরও বেড়েছে। কারণ, ওই হামলার পর সেনার তরফে স্পষ্ট জানানো হয় যে কাশ্মীরি যুবকদের অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফিরতে হবে। না হলে কাউকে ছাড়া হবে না। সেই মতো প্রায় রোজই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের খবর সামনে আসে। বুধবার সকালেও জম্মু-

আজ মোদী মন্ত্রিসভার শেষ বৈঠক, বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা

Image
শিয়রে লোকসভা নির্বাচন। কয়েকদিনের মধ্যেই ঘোষণা হবে নির্বাচনের নির্ঘণ্ট। তার আগে বৃহস্পতিবার শেষবার বসছে মোদীর মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ৭, লোকমান্য তিলক মার্গে। ওই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে সরকারি সূত্রে খবর পাওয়া গিয়েছে। সরকারি ওই সূত্র থেকে জানা গিয়েছে, জেনারেল ক্যাটাগরির জন্য যে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই নিয়ে ফান্ডের অনুমোদন দেওয়া হতে পারে। ওই ফান্ডে চার হাজার কোটি টাকা বরাদ্দ করা হতে পারে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, সরকার চায় জেনারেল ক্যাটাগরির সংরক্ষণের জন্য অন্যান্য সংরক্ষণে যেন কোনও প্রভাব না পড়ে। তাই ইতিমধ্যে ২৫ শতাংশ আসন বিভিন্ন ক্ষেত্রে বাড়ানো হয়েছে। অন্যদিকে রেলমন্ত্রী পীযূষ গোয়েল তাঁর মন্ত্রকের আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন। ভবিষ্যতে ভারতীয় রেলের জন্য রোডম্যাপ তৈরি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। একই সঙ্গে গত পাঁচ বছরে রেলে কী কী কাজ হয়েছে, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বৃহস্পতিবারই মহারাষ্ট্রের নাগপুরে মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ন

লাইনে আগুনের ফুলকি, অফিস টাইমে ঘণ্টা খানেক বন্ধ মেট্রো পরিষেবা

Image
অফিসের ব্যস্ত সময়ে ফের মেট্রোয় আগুন আতঙ্ক যাত্রীদের। যার জেরে প্রায় ঘণ্টা খানেক বন্ধ থাকে মেট্রো পরিষেবা। চূড়ান্ত দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দমদম থেকে কোনও মেট্রো ছাড়েনি। স্টেশনে পৌঁছে যাত্রীরা জানতে পারেন, কোনও যান্ত্রিক গোলযোগের কারণে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরে মেট্রো রেল সূত্রের খবর, সকাল ৮টা ২৫ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী একটি মেট্রো ছাড়ে। মেট্রোটি দমদম স্টেশনে ঢোকার সময়ই লাইনে আগুনের ফুলকি দেখা যায়। ধোঁয়া দেখা যায় বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এর পরই মেট্রোটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় স্টেশনে অনেকটা আগে। মেট্রো রেলের কর্মীরা এসে যাত্রীদের চালকের কামরা দিয়ে বার করে আনেন। মেট্রো রেল সূত্রের খবর, সে সময় গিরীশ পার্ক থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো চলাচল করেছে। দমদম থেকে কখন পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলেও জানিয়েছিলেন মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ও বলেন, ''দ্রুত মেট্রো চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।'' মেট্রো বিভ্রান্তির অভিযোগ অবশ্য

ব্যাগে কন্ডোম, ‘অবাধ্য’ ছাত্রকে বহিষ্কার করে অভিযুক্ত স্কুল কর্তৃপক্ষ

Image
ব্যাগে 'কন্ডোম' থাকার অপরাধে নবম শ্রেণির এক ছাত্রের স্কুলে আসাই বন্ধ করে দিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। সল্টলেক সেক্টর চারের সুকান্তনগর বিদ্যানিকেতনের ওই পড়ুয়াকে সম্প্রতি ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে অভিযোগ জানালেন অভিভাবক। স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণপদ মণ্ডল ওই পড়ুয়াকে বসিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর যুক্তি, ''ওকে স্কুলে আসতে দিলে অন্য পড়ুয়ারা খারাপ হয়ে যেত।'' কিন্তু এমন পরিস্থিতিতে উচ্চশিক্ষা দফতরের কী নির্দেশিকা রয়েছে? কৃষ্ণপদবাবুর দাবি, ''এ ক্ষেত্রে পড়ুয়াকে বহিষ্কার বা বসিয়ে দেওয়ার কোনও নির্দেশিকা নেই। কিন্তু ক্লাস টিচার এবং অ্যাকাডেমিক কাউন্সিল যদি না রাখতে চান আমি একা কী করতে পারি?'' পাশাপাশি তাঁর দাবি, ''খুবই অবাধ্য ছেলেটি। ওকে বাড়ি থেকে পড়াশোনা করার সুযোগ দিয়েছিলাম। কিন্তু পাশ করতে পারেনি। ফলে প্রমাণ করতে পারল না যে ও ভাল ছেলে।'' কলকাতা হাইকোর্টের আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের মত, ''যেখানে প্রাথমিক স্তর থেকে স্কুলে যৌন শিক্ষার উপরে জোর দেওয়া হচ্ছে, সেখানে নবম শ্রেণির এক পড়ুয়ার কাছে কন্ডোম মেলা

এ মাসেই দৌড় শুরু করতে পারে মেট্রোর নয়া রেক

Image
সম্প্রতি শহরে এসে পৌঁছেছে মেট্রোর এই রেকটি।  অপেক্ষা করে কেটে গিয়েছে প্রায় দেড় বছরেরও বেশি সময়। অবশেষে যাত্রী পরিবহণে নামতে চলেছে চেন্নাই থেকে আসা কলকাতা মেট্রোর এসি রেক। মেট্রোকর্তাদের দাবি, যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা মিটে যাওয়ার পরে রেল বোর্ডের প্রয়োজনীয় সম্মতি তাঁদের হাতে এসে পৌঁছেছে। চলতি মাসেই প্রথম রেকটিকে যাত্রী নিয়ে নোয়াপাড়া থেকে কবি সুভাষের মধ্যে চলাচল করতে দেখা যাবে। ধাপে ধাপে বাকি রেকগুলিকেও নামানো হবে যাত্রী পরিবহণে। মেট্রো সূত্রের খবর, ২০১৬ সালের জুলাই মাসের পর থেকে এখনও পর্যন্ত পাঁচটি এসি রেক চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) থেকে এসেছে। পঞ্চম রেকটি কলকাতায় পৌঁছেছে গত সপ্তাহের শেষ দিকে। বাকি চারটি রেক অবশ্য আগেই এসে গিয়েছে। পাঁচটির মধ্যে প্রথম রেকটি প্রোটোটাইপ। ওই রেকটির মহড়া-দৌড়ের সময়ে একাধিক সমস্যা নজরে আসায় দীর্ঘদিন বাকি রেকগুলিও ব্যবহার করা যায়নি। মেট্রো সূত্রে জানা গিয়েছে, চেন্নাই থেকে আসা রেকগুলিতে এসি এবং ছাদ থেকে জল পড়ার মতো সমস্যার পাশাপাশি চাকার কনিক্যাল স্প্রিংয়ের মান নিয়েও অভিযোগ ছিল। লাইনে নেমে নোয়াপাড়া থেকে বেলগাছিয়ার মধ্যে বাঁক ঘোরার সময়েও ওই

চাকরি নিয়ে চুপ, রিপোর্ট ফাঁসে ফোঁস!

Image
বাড়ছে বেকারত্ব।  দেশে কাজের সুযোগ কী হারে তৈরি হচ্ছে, তা নিয়ে কোনও উচ্চবাচ্য নেই। এই সংক্রান্ত সরকারি রিপোর্ট কবে প্রকাশিত হবে, সেই সম্পর্কেও মুখে কুলুপ। কিন্তু ওই রিপোর্ট সংবাদমাধ্যমে কী ভাবে ফাঁস হয়েছিল, তার তদন্ত করতে আস্ত কমিটি গড়ে ফেলল মোদী সরকার! বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিএমআইই-র সদ্য প্রকাশিত সমীক্ষায় কাজের বাজারের বিবর্ণ ছবি ফুটে ওঠায় ফের বিরোধীদের নিশানায় তারা। ২০১৭-১৮ সালে কাজের বাজারের হাল নিয়ে এনএসএসও-র সমীক্ষায় সিলমোহর দেওয়ার পরেও তা প্রকাশ না করার অভিযোগ তুলে এ বছরের গোড়াতেই জাতীয় পরিসংখ্যান কমিশন ছেড়েছিলেন দুই সদস্য। তার পরে সংবাদমাধ্যমে ফাঁস হওয়া রিপোর্টে দেখা গিয়েছিল, নোটবন্দির পরে দেশে বেকারত্বের হার ছিল সাড়ে চার দশকে সর্বোচ্চ (৬.১%)। এই তথ্য প্রামাণ্য নয় বলে কেন্দ্র এবং নীতি আয়োগ আসরে নামলেও, তা নিয়ে নাগাড়ে আক্রমণ শানাতে শুরু করেছিলেন বিরোধীরা। চাপের মুখে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের প্রতিশ্রুতি ছিল, মার্চেই ওই রিপোর্ট প্রকাশিত হবে। এখনও পর্যন্ত ওই রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য সরকারের তরফে নেই। বরং উল্টে কী ভাবে তা ফাঁস হল, সেটি খুঁজে বার করতে এনএস

‘‌বালাকোটের এয়ারস্ট্রাইকে মৃত জঙ্গিদের দেহ দেখতে চাই’‌, দাবি শহিদ পরিবারের

Image
পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের গাড়িতে আত্মঘাতী জঙ্গি হামলার বদলা হিসেবে বালাকোট–সহ পাকিস্তানের বেশ কয়েকটি জায়গার জৈশ জঙ্গি ঘাঁটিগুলিতে বোমাবর্ষণ করেছিল ভারতীয় বায়ুসেনা। কিন্তু জঙ্গিঘাঁটি গুলিতে মৃত জঙ্গিদের ছবি প্রকাশ্যে আসেনি। ভারতীয় বায়ুসেনা নিজেদের সাফল্যের কথা জানালেও, পাকিস্তানের আবার দাবি বোমায় নষ্ট হয়েছে কেবলমাত্র গাছপালা। এই পরিস্থিতিতে জঙ্গিদের মৃতদেহের ছবি প্রকাশের দাবি জানাল উত্তরপ্রদেশের দুই শহিদ জওয়ানের পরিবার। পুলওয়ামার হামলায় উত্তরপ্রদেশের দুই সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন। এর মধ্যে একজন সামলির প্রদীপ কুমার এবং মণিপুরির রাম ভাকেল। এই দুই শহিদ জওয়ানের পরিবারই এয়ারস্ট্রাইকে মৃত জঙ্গিদের ছবি প্রকাশ করার দাবি জানিয়েছে। রাম ভাকেলের বোন রাম রক্ষা এই প্রসঙ্গে বলেন, '‌আমাদের ক্ষেত্রে পুলওয়ামা হামলার পর আমরা শহিদ জওয়ানদের মৃতদেহ বা দেহের অংশ দেখেতে পেয়েছিলাম। পাকিস্তানে কী হয়েছে, আমাদের সেটাও জানা উচিত। আমরা জানি এয়ারস্ট্রাইক হয়েছে। কিন্তু কোথায় সেটা হয়েছে?‌ এই বিষয়ে সঠিক প্রমাণ চাই। প্রমাণ না থাকলে আমরা সেটা মানবো কীভাবে?‌ পাকিস্তান বলছে ভারতীয় বোমার আঘাতে কোনও জঙ্গি মরেনি, তাহল

কর্মহীন যুবক–যুবতীদের জন্য ‘‌যুবশ্রী অর্পণ’, রাজ্য সরকার দেবে ১ লক্ষ টাকা

Image
হাওড়ার আড়ুপাড়ায় বুধবার রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের কর্মহীন যুবক–যুবতীদের জন্য নতুন প্রকল্পও চালু করলেন তিনি। এদিন সভামঞ্চ থেকে '‌যুবশ্রী অর্পণ' চালু করেন মমতা। এই প্রকল্পে প্রতি বছর ব্যবসার জন্য ৫০ হাজার ছেলেমেয়েকে ১ লক্ষ টাকা অনুদান দেবে রাজ্য সরকার। তিনি জানান, 'বাংলার কর্মসংস্থান বাড়াতে কর্মহীন যুবকদের ১ লক্ষ টাকা করে ভাতা দেওয়া হবে৷ যাতে তাঁরা ব্যবসা করতে পারেন৷'‌ এমএসএমই–র মাধমে বছরে ৫০ হাজার বেকার যুবক–যুবতীদের এককালীন এই টাকা অনুদান দেওয়া হবে। এই অনুদান পেয়ে কর্মহীন যুবক–যুবতীরা যে নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন, এমনটাই আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ এর আগে গত ৪ ফেব্রুয়ারি বাজেট পেশের সময় এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করার প্রস্তাবও দিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বলেছিলেন, 'আমরা বাংলার শিক্ষিত কর্মহীন যুবক-যুবতীদের স্বনিযুক্তি প্রকল্পের জন্য এককালীন এক লক্ষ টাকা করে অনুদান দেব৷' এদিন হাওড়ার সভামঞ্চ থেকে বাংলার কর্মসংস্থান প্রসঙ্গে মুখ খোলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, '‌সারা ভারতব

আল্লাকে ভয় পাও, ওঁর কৃপায় আমি এখনও বেঁচে আছি: মাসুদ আজহার

Image
নয়াদিল্লি: জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের মৃত্যু নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল ভারতীয় সংবাদমাধ্যমে৷  বিশেষ করে পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ু সেনার 'এয়ার স্ট্রাইকে'র পর মাসুদের মৃত্যু নিয়ে সন্দেহ দানা বাঁধছিল৷ সম্প্রতি মাসুদ আজাহারের একটি অডিও ক্লিপ ভারতীয় সংবাদমাধ্যমের হাতে এসেছে৷ যেখানে মাসুদকে বলতে শোনা যাচ্ছে, সে বেঁচে আছে৷ ১১মিনিটের অডিও ক্লিপটিতে মাসুদ বলছেন, ''আল্লাকে ভয় পাও, মাদ্রাসা ও মসজিদ ভাঙা থেকে বিরত থাকো৷ মনে রাখবে যখন মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে নামে তাদের সঙ্গে আল্লার আর্শিবাদ থাকে৷ আল্লাকে ধন্যবাদ, আমার মৃত্যু নিয়ে পুরো বিশ্বে চর্চা হলেও আমি বেঁচে আছি৷ ভালো আছি৷''   পুলওয়ামার বদলা নিতে পাকিস্তানের বালাকোট সেক্টরে জইশের জঙ্গিঘাটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা৷ বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের মূল উদ্দেশ্য ছিল জইশ জঙ্গিদের খতম করা। পুলওয়ামা হামলার বদলা নিতে তাই ২৬ ফেব্ররুয়ারি এয়ার স্ট্রাইক চালানো হয় বালাকোটের জইশ জঙ্গি ঘাঁটিতে। সেই ঘাঁটিতে একগুচ্ছ জঙ্গি সেইসম

রাজনৈতিক কারণে খুন বড়মা! সিবিআই তদন্তের দাবি শান্তনু ঠাকুরের

Image
বনগাঁ: বার্ধক্যজনিত অসুস্থতায় শেষ কয়েক বছর শয্যাশায়ী ছিলেন। কিন্তু, কী এমন হল যে, হাসপাতালে ভরতি হওয়ার মাত্র পাঁচদিনের মাথায় প্রয়াত হলেন বীণাপাণিদেবী? মতুয়াদের বড়মার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি তুললেন তাঁর নাতি ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। তাঁর দাবি, এর আগে যতবার অসুস্থ হয়েছেন, বীণাপাণিদেবীকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এবার পরিবারের লোকেদের না জানিয়েই বড়মাকে ভরতি করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। এমনকী, রাজনৈতিক কারণে বড়মাকে খুন করাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শান্তনু ঠাকুর। প্রয়াত হয়েছেন মঙ্গলবার রাতে। বুধবার দিনভর মতুয়াদের বড়মা বীণাপাণিদেবীর শেষকৃত্য নিয়ে টানাপোড়েন চলে। এখনও পর্যন্ত যা খবর, বৃহস্পতিবার গাইঘাটার ঠাকুরবাড়িতে তাঁর শেষকৃত্য হবে। শেষ ইচ্ছা অনুসারে, ঠাকুরবাড়িতে স্বামীর প্রথমরঞ্জন ঠাকুরের পাশে বড়মাকে দাহ করা হবে বলে জানা গিয়েছে। এখন মরদেহ শায়িত রাখা হয়েছে ঠাকুরবাড়ির নাট মন্দিরে। এদিকে আবার বড়মার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর নাতি ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। বড়মার বিশেষ স্নেহধন্য ছিলেন মুখ্যমন্ত্রী

অন্তঃসত্ত্বারাও অনশনে! সপ্তমদিনে হবু শিক্ষকদের অনশন

Image
অন্তঃসত্ত্বা মহিলারাও অনশনে! বুধবার ধর্মতলায় এসএসসি চাকরি প্রার্থীদের অনশন সপ্তমদিনে পড়ল। অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৫০ জন। পর্যাপ্ত শূন্য শিক্ষকপদ থাকলেও 'ওয়েটিং লিস্ট থেকে' নিয়োগ হচ্ছে না, এই অভিযোগে অনশন করছেন কয়েকশো প্রার্থী। এসএসসির লিখিত পরীক্ষায় পাশ করেছেন অথচ কাউন্সেলিংয়ে ডাক পাননি এমন দু'জন অন্তঃসত্ত্বা মহিলা এদিন অনশনে বসেন। সদ্যোজাত কোলে তিনজন মা-ও অনশন শুরু করেন। তাঁদের বুঝিয়ে বাড়ি পাঠানো হয়েছে। উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল ২০১৬ সালে। যাঁরা পরীক্ষায় পাস করেছেন তাঁদের নিয়োগ প্রক্রিয়া চলছে। কিন্তু নিয়োগের তালিকায় প্রার্থীদের নম্বর উল্লেখ করা হচ্ছে না। এখানেই সন্দেহ দানা বেঁধেছে। আন্দোলনকারীদের বক্তব্য, অনৈতিক উপায়ে চাকরি দেওয়া হচ্ছে। কেউ জানতেই পারছে না যাঁদের চাকরি হচ্ছে তাঁরা কত নম্বর পেয়েছেন। প্রসঙ্গত, যে কোনও মেধা তালিকায় প্রকাশিত নামের পাশে নম্বর উল্লেখ করাই নিয়ম। এসএসসি কতৃর্পক্ষ তা করছে না। তা নিয়েই ক্ষোভ দানা বেঁধেছে। এদিন যে দু'জন অন্তঃসত্ত্বা এসেছিলেন তাঁদের অভিযোগ, নিয়োগে দুর্নীতি হচ্ছে।

প্রেমিকের সঙ্গে মোবাইলে মগ্ন স্ত্রী, রেগে আগুন স্বামীর হাতে ঘটে গেল নির্মম পরিণতি

Image
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ঘটে গেল নারকীয় ঘটনা। স্ত্রী পরপুরুষের সঙ্গে সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের আশুতোষ কলোনিতে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম কুমনি দাস (৩৫)। আশুতোষ কলোনির বাসিন্দা রামকৃষ্ণ দাস। তিনি একজন কাপড় ব্যবসায়ী। প্রথম স্ত্রী আত্মহত্যা করার পর কুমনি দাসকে বিয়ে করে রামকৃষ্ণ। তারপর থেকে দাম্পত্য কলহ লেগেই ছিল। স্ত্রী সারাক্ষাণ ফোনে ব্যস্ত থাকত। তা নিয়েই অশান্তি মাত্রা ছাড়াত মাঝেমধ্যেই। বুধবার বিকেলে রামকৃষ্ণ বাড়ি ফিরে দেখেন স্ত্রী ঘরে ঢুকে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলেই চলেছেন। রাগ মাথায় চড়ে যায় স্বামীর। অভিযোগ, এরপরই রান্নাঘর থেকে বটি এনে স্ত্রীর ঘাড়ে কোপ মারে অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয়। খুনের পরও স্ত্রীর পাশেই বসেছিল রামকৃষ্ণ। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। অভিযোগ, বিয়ের পরই এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে কুমনি। স্বামী বিষয়ট

অ্যাওয়ে ম্যাচে পিএসজি-কে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

Image
ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে এগিয়ে থাকা পিএসজি, প্যারিসে ৩-১ গোলে হেরে গেল। দুই লেগ মিলিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-পিএসজি স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। কিন্তু অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেল ওলে গানার সোল্কজায়ারের দল। ০-২ এ পিছিয়ে থেকেই বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে প্যারিসে পিএসজির বিরুদ্ধে মাঠে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরুতেই পিএসজি ডিফেন্ডার টিলো কেরার হাস্যকর ভুলে ইউনাইটেডকে এগিয়ে দেন রোমেলু লুকাকু। পিছিয়ে পড়ার মিনিট দশেকের মধ্যেই হুয়ান বের্নাতের গোলে সমতায় ফেরে পিএসজি। এরপর আক্রমণ- প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৩০ মিনিটে পিএসজি গোলরক্ষক বুঁফোর ভুলে স্কোরলাইন ২-১ করেন সেই রোমেলু লুকাকু। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে ক্রমাগত ইউনাইটেড রক্ষণে আক্রমণ চালাতে থাকে প্যারিস সেন্ট জার্মেইন। ৫৫ মিনিটে ডি মারিয়ার গোল অফসাইডের(VAR) জন্য বাতিল হয়। গোলকিপার ডেভিড ডি গিয়াকে একা পেয়েও গোল করতে পারেননি কিলিয়ান এমবাপে। ম্যাচের ইনজুরি টাইমেই লুকিয়ে ছিল ম্যাচের ক্লাইম্যাক্স। ইনজুরি টাইমে র‌্যাশফোর্ডের শট কিম্বেপের হাতে লেগে বাইরে বেরিয়ে গেলে

বালাকোটের উপগ্রহ চিত্রে সংশয়, প্রমাণ চায় পুলওয়ামা হামলায় নিহতদের পরিবার

Image
মার্কিন উপগ্রহ চিত্রে বালাকোটে অক্ষত সেই মাদ্রাসা।  বালাকোটে বিমান অভিযানে আদৌ কি কোনও জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে? যত দিন যাচ্ছে, প্রকট হচ্ছে এই প্রশ্ন। পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত উত্তরপ্রদেশের দুই সিআরপি জওয়ানের পরিবারও এই সংশয় জানিয়ে দাবি করেছে— বিমান হামলায় জঙ্গি মৃত্যুর বিশ্বাসযোগ্য প্রমাণ দিক সরকার। নানা মহল থেকে বালাকোটে পাহাড়ের মাথায় জইশ-ই-মহম্মদের চালানো মাদ্রাসাটি ধ্বংসের কথা বলা হচ্ছে। তার প্রমাণ হিসেবে সম্প্রতি একটি উপগ্রহ চিত্র ভাইরাল হয়— যেটি ফোটোশপে বানানো বলে সন্দেহ অনেকের। এর পরে একটি মার্কিন বেসরকারি স্যাটেলাইট অপারেটর 'প্ল্যানেট ল্যাবস ইনকর্পোরেট'-কে দিয়ে বালাকোটের একটি ছবি তোলায় সংবাদ সংস্থা রয়টার্স। মার্চের ৪ তারিখে তোলা হাই রেজ়োলিউশনের সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, জাবা গ্রামের অদূরে পাহাড়ের মাথায় সেই মাদ্রাসাটি দিব্যি অক্ষত দাঁড়িয়ে রয়েছে। তার ছাদে কোনও গর্ত নেই, ভাঙনের কোনও চিহ্ন নেই দেওয়ালেও। গত বছর এপ্রিলে সংস্থাটি শেষ বার এই অঞ্চলের যে উপগ্রহ চিত্র তুলেছিল, তার সঙ্গে এখন তোলা ছবিটির কোনও অমিল নেই। রয়টার্সের দাবি, কিছু প্রশ্ন-সহ এই ছবি তারা ভারত সরকারে