১০ বিলিয়ন ডলার সম্পত্তি বাড়িয়ে ধনী ব্যক্তির তালিকায় এগোলেন অম্বানি


নয়াদিল্লি: বেড়েছে সম্পত্তির পরিমাণ। একধাক্কায় কয়েক ধাপ এগিয়ে এলেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ অম্বানি। সদ্য প্রকাশিত ফোর্বসের ধনী ব্যক্তিদের তালিকায় ছয় ধাপ এগিয়ে বিশ্বের মধ্যে ১৩ নম্বর স্থানে রয়েছেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫০ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন লক্ষ কোটি।

তালিকায় এক নম্বর স্থানে রয়েছেন আমাজনের কর্ণধার জেফ বেজোস। তাঁর সম্পত্তির পরিমাণ ১৩১ বিলিয়ন ডলার।

২০১৯-এর ফোর্বস তালিকা অনুযায়ী, ২০১৮-তে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৪০.১ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ছিলেন ১৯ তম স্থানে। সেখান থেকে সম্পত্তি বেড়েছে প্রায় ১০ বিলিয়ন ডলার।
 
ফোবর্স অম্বানি সম্পর্কে বলেছে, 'মুকেশ অম্বানি ৬০ বিলিয়ন ডলার রেভিনিউ পাওয়া রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক। ২০১৬-তে টেলিকম মার্কেটে আলোড়ন ফেলে দিয়ে জিও 4G ফোন সার্ভিস শুরু করেন তিনি। জিও ইতিমধ্যেই ২৮০ গ্রাহক পেরিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে পত্রিকায়।'

ভারতীয় হিসেবে ওই তালিকায় অম্বানির পর রয়েছেন উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি। বিশ্বে ৩৬ নম্বর স্থানে রয়েছেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২২.৬ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও ভারতীয়দের মধ্যে ফোর্বসের তালিকায় রয়েছেন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার বিড়লা, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি, ভারতীয় এয়ারটেলের কর্তা সুনিল মিত্তল ও পতঞ্জলির সহ প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণ।

তালিকায় তিনটি স্থান পিছিয়ে আট নম্বরে রয়েছেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। বিল গেটস রয়েছেন দ্বিতীয় স্থানে।