Posts

Showing posts from March 5, 2019

পাক শুটারদের ভিসা না দেওয়ার জের, বড় বিপাকে ভারতীয় কুস্তিগিররা

Image
ভারতীয় কুস্তিগিরদের জন্য দুঃসংবাদ। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের (ইউএমএম) তরফে প্রত্যেকটি দেশের জাতীয় ফেডারেশনকে নির্দেশ দেওয়া হল যে ভারতীয় কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) সঙ্গে যেন সব সম্পর্ক ছিন্ন করে তারা। এককথায়, ভারতীয় ফেডারেশনকে কোণঠাসা করার সিদ্ধান্তই নিল বিশ্ব কুস্তি সংস্থা। শুধু তাই নয়, জোর ধাক্কা লাগল ভারতীয় বক্সিংয়েরও। ২০২০ সালে এশিয়া-ওশিয়ানিয়া অলিম্পিক কোয়ালিফায়ার আয়োজনের সুযোগ পেয়েছিল ভারতীয় বক্সিং ফেডারেশন (বিএফআই)। কিন্তু এবার সে সুযোগও হাতছাড়া হতে চলেছে। কেন এমন কঠিন শাস্তির মুখে পড়তে হল কুস্তি ও বক্সিং ফেডারেশনকে? গত মাসেই পাকিস্তান অভিযোগ করেছিল, বিশ্বকাপে খেলার জন্য তিন পাক শুটারকে ভিসা দিতে অস্বীকার করে দেশের শুটিং ফেডারেশন। যা আন্তর্জাতিক ক্রীড়ার নিয়মবিরুদ্ধ। এই ঘটনার জেরেই ভবিষ্যতে অলিম্পিক-সহ কোনও বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সেই প্রভাব পড়ল কুস্তির মঞ্চ ও বক্সিং রিংয়েও। ভারতীয় কুস্তি ফেডারেশন সূত্রে জানানো হয়েছে, বিশ্ব কুস্তি সংস্থা তাদের আওতায় থাকা সমস্ত দেশের ফেডারেশনকে স্পষ্ট করে দিয়েছে, এদেশের সঙ্

আরও ৮ সপ্তাহ গ্রেফতার করা যাবে না মুকুলকে, জানিয়ে দিল আদালত

Image
কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিত্ বিশ্বাস খুনের ঘটনায়  মুকুল রায়ের গ্রেফতারির ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও ৮ সপ্তাহের বাড়ল। মঙ্গলবারের শুনানিতে জানিয়ে দিল হাইকোর্ট। তবে নদিয়াতে মুকুল রায়ের ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। আদালতের  পর্যবেক্ষণ, সামনে যতই ভোট থাকুক না কেন, মুকুল রায় জনপ্রতিনিধি হলেও  আপাতত নদিয়া জেলায় ঢুকতে পারবেন না তিনি। এদিন একথা স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি মনোজিত্ মণ্ডলের ডিভিশন বেঞ্চ।  মামলার পরবর্তী শুনানি ৭ সপ্তাহ পর। এদিন রাজ্য সরকারের তরফে একটি রিপোর্টও পেশ করা হয়। তবে এবিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি বিচারপতি। পুলিসকে নিজের মতো করে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি এই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায়। মুকুল রায়ের দাবি, "ঘটনাস্থলে সেদিন আমি ছিলামই না। কীভাবে আমার নাম তাতে জড়িয়ে গেল?  এটা চক্রান্ত। আমি সত্যজিতকে চিনতাম। কিন্তু আমার সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই।" মামলার শুনানি হয় ১৩ ফেব্রুয়ারি। হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি মনোজিত্ মণ্ডলের ডিভিশন বে

চাপের মুখে নতি স্বীকার, পাকিস্তানে গ্রেপ্তার জঙ্গি মাসুদের ভাই ও ভগ্নিপতি

Image
ভারতে চাপে জঙ্গি ধরপাকড় শুরু করল পাকিস্তান৷ জইশ প্রধান মাসুদ আজহারের একাধিক আত্মীয়-সহ ৪৪ জন জঙ্গিকে গ্রেপ্তার করল পাক প্রশাসন৷ গ্রেপ্তার হওয়া জঙ্গিদের মধ্যে রয়েছে মাসুদের ভাই তথা পুলওয়ামা হামলার মূলচক্রী মুফতি আবদুল রউফ আসগার এবং জঙ্গি নেতার ভগ্নিপতি হামাদ আসগর৷ মঙ্গলবার প্রেসবিবৃতি দিয়ে একথা জানাল ইমরান সরকার৷ তবে পাকিস্তানের এই পদক্ষেপকে বিড়ালের মাছ পাহারা দেওয়ার সঙ্গেই তুলনা করছে ওয়াকিবহাল মহল৷ তাঁদের যুক্তি, আন্তর্জাতিক মহলের চাপ এড়াতে সম্পূর্ণ বিষয়টি ইমরান প্রশাসনের একটা কৌশল৷ যদি সত্যি ইমরান খানের সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে চায়, তবে ভারতের দাবি মেনে জঙ্গিদের এখনই নয়াদিল্লির হাতে তুলে দেওয়া উচিত৷ মঙ্গলবার প্রেস বিবৃতিতে পাক সরকার জানায়, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে৷ সেই উদ্দেশ্যে একাধিক নিষিদ্ধ সংগঠনের ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ যাদের মধ্যে মুফতি আবদুল রউফ আসগার ও হামাদ আজগরের নাম উল্লেখযোগ্য৷ বিবৃতিতে আরও বলা হয়, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে এই কঠোর

ভারতের চাপ! মাসুদ আজহারের দুই ভাই-সহ ৪৪ জঙ্গিকে গ্রেফতার করল পাকিস্তান

Image
অবশেষে কি ভারতের চাপে জঙ্গি দমনে ব্যবস্থা নিতে শুরু করল পাকিস্তান? মাসুদ আজহারের দুই ভাই-সহ অন্তত ৪৪ জন জঙ্গিকে পাক সরকার গ্রেফতার করেছে বলে খবর। পাকিস্তান এবং ভারতের একাধিক সংবাদমাধ্যমে দাবি, পাক অভ্যন্তরীণ মন্ত্রী শাহরিয়র আফ্রিদি এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পাকিস্তান এবং ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের দুই ভাই হামাদ আনসারি, আবদুল রউফ আজগর-সহ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে পাক সরকার। তবে ধৃতদের কোথায় রাখা হয়েছে, কী ভাবে গ্রেফতার করা হল, সে বিষয়ে সবিস্তারে কিছু জানানো হয়নি। সংবাদ মাধ্যমের অন্য একটি অংশের মতে অবশ্য ওই জঙ্গিদের গ্রেফতার নয়, 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' বা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে। পুলওয়ামায় হামলার পর থেকেই পাকিস্তানের উপর জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ বাড়তে থাকে। সেই চাপেই এ বার ইসলামাবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করল বলে কূটনৈতিক শিবিরের একটা অংশ মনে করছে। পাশাপাশি পুরো বিষয়টিই পাক সরকারের 'আই ওয়াশ' বা লোক দেখানো হতে পারে বলেও মনে করছেন অনেক কূটনীতিব

পুলওয়ামার ত্রালে জঙ্গিদের ডেরা ভাঙতে সেনা অভিযান, নিকেশ দুই সন্ত্রাসবাদী

Image
ত্রালে চলছে সেনা-জঙ্গি সংঘর্ষ। মুখে শান্তির কথা বললেও কার্যত কিছুই মানছে না  পাকিস্তান। ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত পুলওয়ামা। সোমবার ভোর রাত থেকেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয়েছে। চলছে গুলির লড়াই। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। যদিও তাদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ত্রালের কয়েকটি বাড়িতে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে খবর ছিল সেনার কাছে। সেই অনুযায়ী রুটিন তল্লাশি অভিযান শুরু হয়েছিল রবিবারেই। সেনা তল্লাশি শুরু হতেই গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। টানা এক ঘণ্টা চলে গুলির লড়াই। সূত্রের খবর, এই গুলির লড়াইয়ে আরও এক জঙ্গি গুরুতর আহত হয়েছে। এলাকা জুড়ে জারি রয়েছে তল্লাশি।   এলাকার একটি বাড়িতে আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে, এমনটাও পুলিশ সূত্র। ৪২ আরআর, ১৮০ ব্যাটেলিয়ন সিআরপিএফ, জম্মু-কাশ্মীরের স্পেশাল অপারেশন গ্রুপ ও জম্মু-কাশ্মীর পুলিশের তরফে এলাকায় তল্লাশি শুরু হয়েছে। জঙ্গিগোষ্ঠীর নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে একটি সূত্র বলছে, হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর কয়েকজন সদস্যই লুকিয়ে রয়েছে ত্রালে।   নিয়ন্ত্রণরেখার ওপার থেকে অব

মুখে বললেও, লস্করের দুই মূল সংগঠনকে নিষিদ্ধ করল না পাকিস্তান

Image
এনসিটিএ-র নিষিদ্ধ তালিকা। লস্কর-এ-তইবাকে নিষিদ্ধ সংগঠনের তালিকায় রাখলেও, লস্করের মূল দুই প্রকাশ্য সংগঠন জামাত-উদ-দাওয়া (জেইউডি) এবং ফালাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশন (এফআইআইএফ)-কে নিষিদ্ধ তালিকার বাইরেই রাখল পাকিস্তান। সোমবার পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটি (এনসিটিএ)-র প্রকাশ করা নিষিদ্ধ সংগঠনের তালিকায় নাম নেই লস্কর-এ-তইবা প্রতিষ্ঠাতা হাফিজ সইদের এই দুই সংগঠনের। ওই তালিকায় নাম রয়েছে ৬৮টি সংগঠনের। ওই তালিকায় থাকা সংগঠনগুলির অধিকাংশই বালুচিস্তানের। এ ছাড়াও রয়েছে তেহরিক-ই-তালিবান এবং তার বিভিন্ন শাখা সংগঠন এবং ইসলামিক স্টেটের বিভিন্ন সংগঠন। সেখানে লস্করকে নিষিদ্ধ তালিকায় রাখা হয়েছে। কিন্তু দীর্ঘ দিন ধরেই পাকিস্তানকে পাঠানো একাধিক ডসিয়েরে ভারত অভিযোগ করেছিল, লস্করের প্রাণ শক্তি হল জামাত-উদ-দাওয়া। ওই সংগঠন আদতে লস্করের প্রকাশ্য সংগঠন এবং সেখান থেকেই লস্করকে অর্থ থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা যোগান দেওয়া হয়। আরও পড়ুন: পুলিশের হাত থেকে দুষ্কৃতী ছিনতাই, জনতার সঙ্গে খণ্ডযুদ্ধ পার্কসার্কাসে​ ফালাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনের বিরুদ্ধেও একই অভিযোগ ভারতের। ওই দুটি সংগঠনেরই প্রধান হাফিজ সঈদ।

পলিটিক্স, পর্নোগ্রাফি, পাকিস্তান, এই তিন ‘পি’ ঘুরছে দেশের হোয়াটসঅ্যাপ গ্রুপে!

Image
পলিটিক্স অর্থাৎ রাজনীতি, পর্নোগ্রাফি, আর পাকিস্তান। মাত্র তিনটে শব্দ। মাঝের শব্দটার সঙ্গে প্রথম শব্দ রাজনীতির কোনও সংযোগ থাকার তো কথাই নয়। শব্দের ভারটাই আলাদা। যদিও পাকিস্তান শব্দের সঙ্গে রাজনীতির একটা সম্পর্ক রয়েছে। কিন্তু পর্নোগ্রাফি? কীভাবে মিলেমিশে গেল এই তিন শব্দ? আপামর জনসাধারণের 'উদ্ভট' নেটদুনিয়ায় আপনাকে স্বাগত। পুলওয়ামার হামলার পর থেকেই বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু দুটি শব্দই ঘুরে ফিরে এসেছে। বেশ কিছু পাকিস্তানি নম্বর (আইএসডি কোড +৯২) ওই গ্রুপে ঘোরাফেরা করছে। রাওয়ালপিণ্ডি বা করাচির নম্বর রয়েছে এর মধ্যে, বলছে ট্রুকলার। এ ছাড়াও ঘুরছে 'কল গার্লস প্রাইভেট নাম্বার'। মাল্টিলেভেল মার্কেটিং স্কিমের অংশই নাকি এগুলি। রাশিয়ার বেশ বেশ কিছু 'পর্ন বটস'-ও ঘুরছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। কখনও বা পুলওয়ামা হামলার পরই 'হিন্দু যুব বাহিনী'-র মতো দক্ষিণপন্থী সংগঠন পাকিস্তানের তুলোধোনা করেছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ স্টেটাসে। জাতীয়তাবাদী বেশ কিছু সংগঠনের 'নকশে সে পাকিস্তান কো মিটানা হ্যায়' পোস্টে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্ত

১৯০০ ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপালেন ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুলওয়ামা কাণ্ডে ওয়াশিংটন পাশে দাঁড়ালেও, মার্কিন মুলুকে ভারতীয় পণ্য রফতানির ব্যাপারে কোনও সহানুভূতিই দেখালেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুঝিয়ে দিলেন, ব্যবসার স্বার্থে ঘা লাগলে, তা সে চিনই হোক বা ভারত, কাউকেই তিনি জমি ছাড়বেন না! ট্রাম্প জানালেন, মার্কিন মুলুকে এত দিন বিনা শুল্কে পণ্য পাঠানোর যে বিশেষ সুবিধা পেত ভারত, এ বার তা তুলে নেওয়া হচ্ছে। ওই সুবিধা পেত প্রায় ১ হাজার ৯০০টি ভারতীয় পণ্য। যার মূল্য ৫৬০ কোটি মার্কিন ডলার। ট্রাম্পের সিদ্ধান্তের ফলে, মার্কিন মুলুকে এ বার ওই ভারতীয় পণ্যগুলির উপর শুল্ক চাপানো হবে। তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে মার্কিন কংগ্রেসকে একটি চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ''ভারত এত দিন জেনারালাইসজড সিস্টেম অফ প্রেফারেন্স (জিএসপি)-এর আওতায় ছিল। এ বার সেই বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।'' কারণটাও জানিয়েছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, ভারতে ঢোকা মার্কিন পণ্যগুলির উপর শুল্কের বোঝা কমানো হয়নি। যার ফল ভুগতে হচ্ছে মার্কিন সংস্থাগুলিকে। এর আগে মার্কিন মুলুকে যাওয়া চিনা পণ্যগুলির উপর আরও শুল্ক বসানো

অত্যন্ত সঙ্কটজনক বড়মা, এসএসকেএম-এ বাড়ছে উদ্বিগ্নদের ভিড়

Image
এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন বড়মার অবস্থা সঙ্কটজনক।  মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা 'বড়মা' বীণাপাণি দেবীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কয়েক দিন আগেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বড়মাকে। সেখানে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মেডিক্যাল টিম সর্বক্ষণ তাঁর উপর নজর রাখছেন। একই সঙ্গে একাধিক অঙ্গে সমস্যা রয়েছে বড়মার। এর আগে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কল্যাণীর জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল বড়মাকে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার পর থেকেই বড়মার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন পরিবারের লোকজন এবং মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা। পরিস্থিতি সঙ্কটজনক খবর পাওয়ার পর হাসপাতাল চত্বরে ভিড় বাড়তে শুরু করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়মার স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন বলে তৃণমূল সূত্রে খবর। তিনি সব সময়ই চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

বড়মার অবস্থা অতি সংকটজনক, রাখা হল ভেন্টিলেশনে

Image
অতি সংকটজনক মতুয়া মহাসংঘের বড়মা  বীণাপাণি দেবী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাতে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাচ্ছে বলে আশঙ্কা করছেন ডাক্তাররা। বীণাপাণি দেবী ভর্তি রয়েছেন SSKM হাসপাতালে। গত কিছুদিন থেকে ফুসফুসে সংক্রমণের সমস্যায় ভুগছেন ১০১ বছরের বড়মা। শারীরিক অবস্থার অবনতি ঘটায় রবিবার তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতাল থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর চিকিৎসায় গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। চিকিৎসকরা সর্বক্ষণ তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।

চীন থেকে এল মেট্রোর রেক

Image
 চীন থেকে নতুন রেক এল কলকাতায়। নোয়াপাড়া থেকে কবি সুভাষ স্টেশনের মাঝে চলবে এটি। ৩৬৪ টন ওজনের এই রেকটি জাহাজে রবিবার খিদিরপুর বন্দরে এসে পৌঁছেছে বলে মেট্রো সূত্রে জানা গেছে। আপাতত রেলপথে এই রেকটি নিয়ে যাওয়া হবে নোয়াপাড়ায়। যেখানে রেকের টুকরো টুকরো অংশগুলি জুড়ে তারপর চালিয়ে পরীক্ষা করা হবে। পরীক্ষা সফল হওয়ার পর এরপর সেটি যাত্রীবহনের কাজে লাগানো হবে। এ বিষয়ে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী ব্যানার্জি বলেন, '‌ঠিক কবে থেকে এই রেকটি চলবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এটিকে যাত্রীবহনের কাজে লাগানোর।'‌ চীন থেকে মোট ১৪টি এই ধরনের রেক আসবে বলে জানিয়েছেন তিনি।  চীনা সংস্থা সিআরআরসি ডালিয়ান এই রেকটি তৈরি করেছে। রেকটি সম্পর্কে জানাতে গিয়ে মেট্রোর এক আধিকারিক বলেন, গোটা রেকটি শীতাতপ নিয়ন্ত্রিত। বর্তমানে যে রেকগুলি চলছে তার থেকে এই রেকে বিদ্যুৎ খরচও কম। রেক থামানোর সময় ব্রেক কষলে তার থেকে যে শক্তি উৎপাদন হবে তা ফের ব্যবহার করা যাবে। যে কারণে সুড়ঙ্গও কম গরম হবে। ৮ কোচ বিশিষ্ট এই রেকের প্রতিটি কামরায় ক্লোজড সার্কিট ক্যামেরা থাকবে। যে কারণে প্রতিটি মুহূর্

অসম্ভবকে সম্ভব করে এইডস মুক্ত হলেন লন্ডনের এক ব্যক্তি

Image
এইডস নিরাময়ের কোনও ওষুধ বা প্রতিষেধক এখনও বের করতে পারেননি বিজ্ঞানীরা। কিন্তু এই অসম্ভবকে সম্ভব সম্ভব হয়েছে লন্ডনের এক এইডস রোগীর ক্ষেত্রে। ২০০৩ সাল থেকে তাঁর শরীরে এইচআইভি জীবাণুর সংক্রমণ ঘটেছিল। শুধু এইডসই নয় ক্যান্সারও ছিল তাঁর শরীরে। মৃত্যু অনিবার্য জেনেও ক্যান্সারের চিকিৎসা করাতে শুরু করেন তিনি। ২০১৬ সাল থেকে শুরু হয় চিকিৎসা। ক্যান্সারের চিকিৎসার জন্য বোন ম্যারো সেল ট্র্যান্সপ্ল্যান্ট করাতে রাজি হন ওই এইচআইভি আক্রান্ত রোগী। সে সময় এমন এক ব্যক্তির কাছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করানো হয় যাঁর শরীরে এইচআইভি–র কোনও জীবাণু নেই এবং সেই ব্যক্তি জিনগত ভাবে এইচআইভি জীবাণুর প্রতিরোধ গড়তে পারে।  সেই বোন ম্যারো সেন ট্রান্সপ্লান্টের পরেই চিকিৎসকরা দেখেন রোগীর শরীরে রোগ প্রতিরোধক শক্তির পরিবর্তন ঘটছে। প্রায় ১৮ মাস ধরে ওই রোগীকে পর্যবেক্ষণে রাখার পর চিকিৎসকরা দেখেন, তাঁর শরীরে এইচআইভি জীবাণুর কোনও অস্তিত্বই পাওয়া যাচ্ছে না। লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবীন্দ্র গুপ্তাও ছিলেন সেই চিকিৎসক দলের মধ্যে। কিন্তু এখনও পুরোপুরি তাঁকে এইচআইভি মুক্ত ঘোষণা করতে চাইছেন না চিকিৎসকরা। কিন্তু এখনও বিজ্ঞানীরা এ

‌আধার কার্ড পেয়ে গর্বিত,বললেন আফজল গুরুর ছেলে

Image
নামের আগেই পৌঁছে যায় তাঁর পরিচয়। সে পরিচয় খুব একটা সুখের নয় গালিবের কাছে। বিশেষ করে বাবার নাম যখন কেউ জানতে চায় তখন আরও কঠিন হয় পরিস্থিতি। গালিব সংসদ হামলা মূল চক্রী আফজল গুরুর ছেলে। আফজলের ফাঁসি দিয়েছে ভারত সরকার। তারপর থেকে তাঁর পরিবারের জীবন যে কতটা দুর্বিসহ হয়ে উঠেছিল সেটা তাঁরাই ভাল করে বলতে পারবেন। সেই কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও আফজল গুরুর ছেলের পরিচয় নিয়ে গালিব একের পর এক পরীক্ষায় ভাল নম্বর করে পাস করেছে। তাই নিয়ে সংবাদ মাধ্যমে খবরও হয়েছে। উপত্যকার বাসিন্দাদের কাছে গালিব একজন নজির বলা চলে। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে ফিদায়েঁ জঙ্গি হামলা চালিয়েছিল সেই  আদিল আহমেদ দারও কিন্তু উপত্যকারই বাসিন্দা। হামলার পর ছেলের পক্ষ নিয়েই আদিলের মা–বাবা বলেছিলেন, সেনাবাহিনীর অত্যাচারের কারণেই তাঁদের ছেলে জঙ্গি হয়ে গিয়েছিল। সেটাই যদি সত্যি হয় তাহলে গালিব কেন জঙ্গি হল না। কারণ আমৃত্যু তাঁকে তাড়া করে বেড়াবে একটাই নাম আফজল গুরু। সেই গালিব গত ১৪ ফেব্রুয়ারি আধার কার্ড হাতে পেয়েছে। ঘটনাচক্রে সেদিনই উপত্যকার আরেক সন্তান ফিদায়েঁ জঙ্গি হয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে। ১৮ বছরের গালিব সদ্য প্রাপ্ত বয়স্ক হয়েছে। এবছর

‘এবার জঙ্গিদের ঘরে ঢুকে মারব’, আরও বড় হামলার ইঙ্গিত প্রধানমন্ত্রীর!

Image
"যোগ্য জবাব দেব। এবার ঘরে ঢুকে জঙ্গিদের মারব (অব ঘর মে ঘুস ঘুস কে মারেঙ্গে)। যদি পাতালেও লুকিয়ে থাকে, সেখান থেকে বের করে এনে খতম করব।" আহমেদাবাদের জনসভা থেকে এভাবেই কড়া ভাষায় সন্ত্রাস দমনের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকী, বালাকোটের বিমান হামলাই শেষ নয়। পড়শি মুলুক থেকে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে আগামী দিনে আরও কড়া অভিযান চালানোর ইঙ্গিতও দিলেন তিনি। মোদি বলেন, "এটা নতুন ভারত। একটা কাজ শেষ হয়ে গেলে আমাদের সরকার ঘুমিয়ে পড়ে না। পরের কাজের জন্য তৈরি হয়। বড় সিদ্ধান্ত নিতে আমরা কখনও পিছিয়ে থাকি না। যোগ্য জবাব দেওয়া আমার স্বভাব। তার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে আমি পছন্দ করি না। সন্ত্রাসবাদের সামনে কোনওদিন মাথা নিচুও করি না। প্রয়োজনে শত্রুর ঘরে ঢুকে বদলা নেব। জঙ্গিরা মাটির নিচে লুকিয়ে থাকলেও রক্ষা পাবে না।" এদিকে, রাফাল নিয়ে ফের একবার বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের তিনি 'সাধারণ জ্ঞান' ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন, বালাকোটে বিমান হামলার সময় রাফাল হাতে থাকলে আমরা আরও কড়া ভাষায় জবাব দিতে পারতা

ফের জলপথে হামলার ছক কষছে জঙ্গিরা, জানালেন নৌসেনা প্রধান

Image
২০০৮ সালে মুম্বই হামলার মতো ফের কি জলপথে হামলা চালাতে পারে জঙ্গিরা! মঙ্গলবার নৌসেনা প্রধানের এক মন্তব্যের পর তেমনই আশঙ্কা তৈরি হয়েছে। নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লনবা মঙ্গলবার হাজির হয়েছিলেন নয়াদিল্লিতে ইন্দো-প্যাসিফিক রিজিওনাল ডায়লগে। সেখানেই তিনি জানান, সমুদ্রপথে হামলা চালাতে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জঙ্গিদের। তাঁর এই মন্তব্যের পরই জলপথে জঙ্গিহানার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, এর আগে ২০০৮ সালে মুম্বই হামলার সময় আজমল আমির কাসভ-সহ অন্য জঙ্গিরা আরবসাগর দিয়েই মুম্বই উপকূলে হামলা করেছিল। এদিন ওই ডায়লগে নৌসেনা প্রধান স্পষ্টভাবে জানান, সন্ত্রাসবাদ এখন বিশ্বের শান্তি ও স্থায়িত্বের ক্ষেত্রে বড়সড় বিপদের কারণ। সারা বিশ্ব এর বিরুদ্ধে লড়াই করছে। তাঁর কথায়, সন্ত্রাসবাদের সবদিক দেখে ফেলেছে ইন্দো-প্যাসিফিক অঞ্চল। কিছু দেশ এর ভুক্তোভুগী। এদিন নাম না করে পাকিস্তানের দিকে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, কোনও কোনও দেশের মদত দেওয়া সন্ত্রাসের ভয়ঙ্কর সব রূপ প্রত্যক্ষ করে ফেলেছে ভারত। ভারতে অস্থিরতা তৈরিতেই এই কাজ করা হচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হা

সারদাকাণ্ডে রাজীব সংক্রান্ত নথি –সহ তদন্তকারী অফিসারকে দিল্লিতে তলব

Image
সারদাকাণ্ডে  কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমার সংক্রান্ত সব নথি ও তথ্যপ্রমাণ নিয়ে দিল্লিতে তলব করা হল। তদন্তকারী অফিসারকে ডেকে পাঠালেন সিবিআই ডিরেক্টর ঋষিকুমার শুক্লা।   প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট সিবিআই ডিরেক্টরকে নির্দেশ দিয়েছিলেন, আগামী শুনানিতে আদালতে এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ পেশ করতে হবে।  তাই পরবর্তী শুনানির আগেই তথ্য প্রমাণ নিয়ে তদন্তকারী অফিসারকে দিল্লিতে ডেকে পাঠালেন তিনি। সূত্রের খবর, পরবর্তী শুনানির আগে সিবিআই ডিরেক্টর নিজেও তদন্তকারী অফিসারের সঙ্গে মুখোমুখি আলোচনা করতে চান।  সেই কারণেই এই তলব।  আদালতে পেশ করার আগে এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ খতিয়ে দেখে নিতে চান তিনি। প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি সিবিআই অধিকর্তা ঋষি শুক্লাকে চিঠি দেন রাজীব কুমার।  ৮ ফেব্রুয়ারি শিলংয়ে তদন্তকারী দলের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দেন কলকাতা পুলিস কমিশনার। তবে সেই চিঠিকে যে সিবিআই মোটেই আমল দেবে না, তা পরিষ্কার জানিয়ে দিলেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব।

১৯০০ ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপালেন ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- রয়টার্স পুলওয়ামা কাণ্ডে ওয়াশিংটন পাশে দাঁড়ালেও, মার্কিন মুলুকে ভারতীয় পণ্য রফতানির ব্যাপারে কোনও সহানুভূতিই দেখালেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুঝিয়ে দিলেন, ব্যবসার স্বার্থে ঘা লাগলে, তা সে চিনই হোক বা ভারত, কাউকেই তিনি জমি ছাড়বেন না! ট্রাম্প জানালেন, মার্কিন মুলুকে এত দিন বিনা শুল্কে পণ্য পাঠানোর যে বিশেষ সুবিধা পেত ভারত, এ বার তা তুলে নেওয়া হচ্ছে। ওই সুবিধা পেত প্রায় ১ হাজার ৯০০টি ভারতীয় পণ্য। যার মূল্য ৫৬০ কোটি মার্কিন ডলার। ট্রাম্পের সিদ্ধান্তের ফলে, মার্কিন মুলুকে এ বার ওই ভারতীয় পণ্যগুলির উপর শুল্ক চাপানো হবে। তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে মার্কিন কংগ্রেসকে একটি চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ''ভারত এত দিন জেনারালাইসজড সিস্টেম অফ প্রেফারেন্স (জিএসপি)-এর আওতায় ছিল। এ বার সেই বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।'' কারণটাও জানিয়েছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, ভারতে ঢোকা মার্কিন পণ্যগুলির উপর শুল্কের বোঝা কমানো হয়নি। যার ফল ভুগতে হচ্ছে মার্কিন সংস্থাগুলিকে। এর আগে মার্কিন মুলুকে যাওয়া চিনা পণ্যগুলির উপর আর

বিজেপির ওয়েবসাইট হ্যাক, মোদীকে নিয়ে কুমন্তব্য, সন্দেহ পাক হ্যাকারদের দিকে

Image
হ্যাক হওয়ার পর এরকমই দেখাচ্ছিল বিজেপির ওয়েবসাইট। হ্যাকারদের কবলে এ বার বিজেপির ওয়েবসাইট। মঙ্গলবার সকালে সেটি হ্যাক করা হয় বলে খবর। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, কোথা থেকে ঘটিয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে পুলওয়ামায় হামলার পর থেকে ভারত-পাক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। তাই পাক হ্যাকাররাই সাইটটি হ্যাক করে থাকতে পারে বলে জল্পনা বিজেপি শিবিরে। মঙ্গলবার সকালেই বিজেপির www.bjp.org সাইটটি হ্যাক করা হয় বলে দলীয় সূত্রে খবর। চেষ্টা করেও ওয়েবসাইটটি খোলা যায়নি। তার বদলে হোম পেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ফুটে ওঠে। প্রধানমন্ত্রীর একটি ভিডিয়োও বিকৃত করা হয়। বিষয়টি চাউর হতেই তড়িঘড়ি কাজে নামে বিজেপির আইটি সেল। ওয়েবসাইটটি সাময়িক বন্ধ রাখে তারা। শুরু হয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য মুছে ফেলার কাজ। আইটি সেলের তরফে ব্লক করে দেওয়ার পর আর ওয়েবসাইটটিতে ঢুকতে পারেননি কোনও ভিজিটর। তবে সব মিটে গেলে মঙ্গলবারই ফের সাইটটি সক্রিয় হয়ে যাবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। হ্যাক হওয়ার পর অ্যাডমিনের পক্ষ থেকে সাইটটি ব্লক করে দেওয়া হয়।  বিজেপির তরফে জানানো হয়েছে, ওয়েবসাইট হ্যাক কর

৮৫০০ রহস্যজনক লেনদেন, সন্ত্রাসে অর্থ জোগান নিয়ে পাকিস্তানকে সতর্কবার্তা

Image
একের পর এক নিখুঁত সন্ত্রাসের পরিকল্পনা এবং তা কার্যকর করতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় অর্থের। এই অর্থ আসে কোথা থেকে? এই প্রশন তুলেই ফের সন্ত্রাস দমন নিয়ে ভারতের পাশে থেকে পাকিস্তানের উপরেই চাপ বাড়াল ফ্রান্স। সন্ত্রাসে ইন্ধন জোগাতে অর্থের জোগান দেওয়া বন্ধ করুক পাকিস্তান, প্যারিসের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) তরফে এমনটাই সতর্কবার্তা দেওয়া হল। পুলওয়ামায় জইশ ই মহম্মদ জঙ্গিগোষ্ঠী পরিকল্পিত হামলার তীব্র নিন্দা করে প্যারিসের এই সংস্থা জানিয়েছে, বিশ্ব জুড়ে যে সন্ত্রাসের রমরমা, তার অন্যতম মূল কারণ ঘুরপথে অর্থের জোগান। এই সংস্থা যে যে বিষয়গুলি তুলে ধরেছে তাঁদের সাম্প্রতিক রিপোর্টে, তা নিয়ে পাকিস্তানেও অভ্যন্তরীণ বৈঠক হয়েছে। সংস্থার ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিভিউ(আইসিআরজি)গ্রুপের তরফে বলা হয়েছে, এই বৈঠকের কথা। এই ফিনান্সিয়াল মনিটরিং ইউনিট ২০১৮ সালে পাকিস্তান জুড়ে ৮৭০৭টি রহস্যজনক লেনদেনের কথা জানিয়েছে। যেখানে ২০১৭ সালে এই সংখ্যাটা ছিল ৫,৫৪৮, জানিয়েছে পাকিস্তানের দৈনিক ডন। ছ'টি ব্যাঙ্ককে বিপুল জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ১০৯ জন ব্যাঙ্ক আধিকারিককে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সং

জোরালো মিউজিক, চড়া আলোয় অভিনন্দনকে জাগিয়ে রেখেছিল পাকিস্তান

Image
নয়াদিল্লি: গত ২৭ ফেব্রুয়ারি সকালে পাক বিমান তাড়া করতে গিয়ে অধিকৃত কাশ্মীরের মাটিতে পড়ে ভারতের মিগ বিমান। পাক সেনা বন্দি করে ভারতের উইং কমান্ডার অভিনন্দনকে। তারপর ৫৫ ঘণ্টা চরম উৎকন্ঠায় কাটে ভারতের। অবশেষে গত শুক্রবার দেশে ফেরেন তিনি। কিন্তু তিনি ভারতের মাটিতে পা রাখার কয়েক মিনিট আগেই একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তান। যেখানে দেখা যাচ্ছে পাক সেনার প্রশংসা করছেন অভিনন্দন। এডিট করা ওই ভিডিওতে অন্তত ১৮ টি 'কাট' চোখে পড়বে সহজেই। সেই কাট গুলি থেকেই বহু প্রশ্ন উঠে আসে৷ পাকিস্তান, শারীরিক অত্যাচার না হলেও মানসিক অত্যাচার চালায় ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে, এ খবর আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়৷ পাকিস্তান তার ওপর কোনওরকম শারীরিক অত্যাচার করেনি সেই কথা ভিডিওতে উঠে আসে বলে জানা যায়৷   কিন্তু মানসিক অত্যাচার কোন পর্যায়ে গিয়েছিল তা অজানাই ছিল৷ দ্য প্রিন্ট সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবর থেকে জানা গিয়েছে, ভারতের এই বীর সন্তানের আত্মবিশ্বাস, মনের জোর ভেঙে ফেলতে বিভিন্ন প্রচেষ্টা করা হয়েছিল পাকিস্তানে৷ জোরালো মিউজিক থেকে চোখের সামনে চড়া আলো, যাতে সে ঘুমোতে না পারে, প্রথম

রাজ্যে শিক্ষকদের বেতন নিয়ে ব্যবস্থার আশ্বাস মোদীর মন্ত্রীর

Image
কলকাতা: রাজ্যে শিক্ষকদের বেতন হার অনেক কম। বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর হয়নি। এই অবস্থায় অনশনে বসেছেন প্রায় ৪৫০ জন চাকরি প্রার্থী। বেতন বৃদ্ধি এবং এসএসসি পরীক্ষায় নিয়োগ সংক্রান্ত যাবতীয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কেন্দ্রীয় মান সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভডেকর।   গত বৃহস্পতিবার থেকে কলকাতার ধর্মতলায় প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় অনশনে বসেছেন প্রায় ৪৫০ জন। মাথার অপর খোলা আকাশ, টানা অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতিও হয়েছেন বেশ কয়েকজন। দাবি একটাই তাঁদের দাবি মেনে নিক সরকার। ইতিমধ্যেই গত শনিবার তাঁদের কাছে এসে দেখা করে গিয়েছেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকাশ ভবনে তাঁর সাথে আলোচনার জন্য অনশনকারীদের প্রতিনিধিদের দেখাও করতে বলে এসেছেন। সোমবার খোলা আকাশের নীচে অনশনে বসা চাকুরীপ্রার্থীদের সঙ্গে দেখা করতে যান বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। অনশনকারিদের সঙ্গে কথা বলে তিনি কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভডেকরের সচিবকে ফোন করেন অনশন মঞ্চের সামনে থেকেই। রাতের দিকে বিমান বন্দরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এই বিষয়ে

ফের বদলাচ্ছে মাধ্যমিকের সিলেবাস, ২০২২ থেকে নতুন পাঠক্রমে পরীক্ষা

Image
দেশজুড়ে দিল্লি বোর্ডের দাপট। ছাত্রছাত্রী ও অভিভাবকদের একটি অংশ তা পছন্দও করছেন। পশ্চিমবঙ্গ সরকার তা আটকাতে চায়। মাধ্যমিক স্তরে আরও সমোয়পযোগী সিলেবাস চালু হচ্ছে। ২০২০ থেকে নবম শ্রেণির সিলেবাস বদলাবে। পরের বছর দশম শ্রেণির। ২০২২ সাল থেকে নতুন সিলেবাসে মাধ্যমিক পরীক্ষা দেবে লক্ষ লক্ষ পড়ুয়া। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশ পেয়ে এই বিষয়ে কাজ শুরু করেছে স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটি। কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, "স্কুলস্তরে প্রত্যেকটি ক্লাসে সিলেবাস ইতিমধ্যে সংষ্কার করা হয়েছে। শিক্ষামন্ত্রীর নির্দেশে আরও সংষ্কারের কাজ শুরু হয়েছে।" পার্থবাবু এ প্রসঙ্গে জানিয়েছেন, "ছাত্রছাত্রীদের স্বার্থে মাধ্যমিকের সিলেবাস রিভিউ করার কথা বলেছি। সিলেবাস কমিটি এই কাজ করবে।" প্রসঙ্গত, ২০১৭ সালে নতুন সিলেবাসে মাধ্যমিক হয়েছে। ফের সেই সিলেবাসে বদল করার কাজ শুরু হয়েছে। বাস্তব ছবি বলছে, সিবিএসই বা আইসিএসই-এর মতো বোর্ডগুলির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। মাধ্যমিকে কমছে পড়ুয়ার সংখ্যা। বিক্ষিপ্তভাবে কিছু স্কুল বোর্ড বদলের ইচ্ছার কথা জানিয়েছে স্কুলশিক্ষা দপ্তরকে। বিষয়টিকে গুরুত্

জিওর ব্রডব্যান্ড কানেকশান নিতে কত খরচ হবে?

Image
২০১৮ সালের কোম্পানির বার্ষিক সাধারন সভায় জিওর ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা জিও গিগাফাইবার লঞ্চের ঘোষণা করেছিলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। অগাস্ট মাসে এই ব্রডব্যান্ড কানেকশানের রেজিস্ট্রেশান শুরু করেছিল জিও। পরে ২০১৯ সালের জানুয়ারি মাসে এক রিপোর্টে জানা গিয়েছিল মার্চ মাসে বাণিজ্যিকভাবে এই কানেশান দিতে শুরু করতে মুকেশের জিও। তবে সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে বানিজ্যিকভাবে এই ব্রডব্যান্ড কানেওশান শুরু খতে আরও কয়েক মাস সময় লাগবে। শুরুতে বড় শহর গুলিতে এই কানেকশান দেওয়ার কাজ চলছে। শুরুতে প্রিভিউ অফারে এই কানেওশান পাবেন গ্রাহক। প্রিভিউ অফারে 100 Mbps স্পিডে মাসে 1100GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। তিন মাস প্রিভিউয় অফার ভ্যালিড থাকবে। তবে ইন্সটলেশানের জন্য আলাদা কোনও টাকা দিতে হবে না। তবে নতুন কানেকশান নেওয়ার সময় ৪,৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে। পরে কানেকশান ছেড়ে দিলে এই টাকা ফিরে পাবেন গ্রাহক। নতুন কানেকশান নেওয়ার সময় গ্রাহককে একটি মোডেম দেওয়া হবে। কানেকশান ছাড়াও সময় সেই মোডেম ঠিক ভাবে কাজ করলে তবেই সিকিউরিটি ডিপোজিট ফেরৎ পাওয়া যাবে। মোডেমে কোনও চোট আঘাতের দাগ

স্ত্রী পরিত্যাগের শাস্তি! অনাবাসী ভারতীয় ৪৫ স্বামীর পাসপোর্ট ‘কাড়ল’ কেন্দ্রীয় সরকার

Image
স্ত্রীকে পরিত্যাগ করার জন্য ৪৫ জনের এনআরআই পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী বলেন, সরকার এ ব্যাপারে কঠোর। সেই নারী সমাজের প্রতি অন্যায়ের কারণেই অনাবাসী ভারতীয় স্বামীর এনআরআই পাসপোর্ট বাতিল করা হয়েছে। অনাবাসী ভারতীয়দের বিয়েতে স্ত্রীকে ফেলে স্বামীদের পালিয়ে যাওয়া রুখতে ইন্টিগ্রেটেড নোডাল এজেন্সি কিছু আইনগত ব্যবস্থা নিচ্ছে। তারই ফলশ্রুতিতে বিদেশ মন্ত্রণালয়কে ৪৫টি পাসপোর্ট বাজেয়াপ্ত করার সুপারিশ করেছে। উল্লেখ্য, মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রাকেশ শ্রীবাস্তব এই সংস্থার সভাপতিত্ব করেন। মানেকা বলেন, সরকার অনাবাসী স্বামীদের দ্বারা পরিত্যক্ত মহিলাদের সুবিচার দেওয়ার জন্য রাজ্যসভার একটি বিল পেশ করেছিল। কিন্তু দুঃখের বিষয় যে উচ্চ কক্ষে বিলটি রদ হয়ে গিয়েছে। এই বিলটিতে অনাবাসী ভারতীয়দের বিয়ে নিবন্ধন, পাসপোর্ট আইন সংশোধন এবং ফৌজদারি কার্যবিধির সংশোধনী বিষয়ক ছিল। বিলটি পেশ করা হয়েছিল বিদেশি বিষয়ক মন্ত্রণালয়, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

হামলার সময় ৩০০ মোবাইলের টাওয়ার মিলেছে বালাকোটের জঙ্গি শিবিরে: গোয়েন্দা সূত্র

Image
মনে করা হচ্ছে, ওই শিবিরে কমপক্ষে ৩০০ জঙ্গি থাকার সম্ভবনা রয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বায়ুসেনার হানার পরই সংবাদমাধ্যমে খবর ছড়ায় কমপক্ষে ৩০০ জঙ্গির মৃত্যু হয়। বালাকোটে বিমান হামলায় নিহত জঙ্গির সংখ্যা জানতে চেয়েছিল বিরোধীরা। কেন্দ্র এবং বায়ুসেনার তরফে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে, বালাকোটে জঙ্গি প্রশিক্ষণ শিবির নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল গোয়েন্দা মারফত। কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন (এনটিআরও) জানাচ্ছে হামলার সময় ওই প্রশিক্ষণ শিবিরে ৩০০টি মোবাইলের টাওয়ার শনাক্ত করা গিয়েছে। পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সূত্রে জঙ্গিদের উপস্থিতি নিশ্চিত করা হয়। মনে করা হচ্ছে, ওই শিবিরে কমপক্ষে ৩০০ জঙ্গি থাকার সম্ভবনা রয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বায়ুসেনার হানার পরই সংবাদমাধ্যমে খবর ছড়ায় কমপক্ষে ৩০০ জঙ্গির মৃত্যু হয়। এমনকি মাসুদ ঘনিষ্ঠ ৫ কম্যান্ডারেও মৃত্যু হয়। এর মধ্যে রয়েছে কন্দাহার বিমান অপহরণের অন্যতম চক্রী মাসুদের শ্যালকও। কিন্তু সরকার বা বায়ুসেনার তরফে এমন কোনও বিবৃতি আসেনি। বিরোধীরা প্রশ্ন তোলেন এয়ার স্ট্রাইকের সত্যতা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকা

বালাকোটের প্রশিক্ষণ শিবিরে বিমানহানার আগের মুহূর্তে ৩০০ মোবাইল সক্রিয় ছিল!

Image
সরকারি ভাবে এখন পর্যন্ত বালাকোট বিমান হানায় ঠিক কত জন জইশ জঙ্গির মৃত্যু হয়েছে তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।  ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন (এনটিআরও)-এর তথ্যের উপর ভিত্তি করেই কি বালাকোট বিমান হামলায় ২৫০ থেকে ৩০০ জইশ জঙ্গির মৃত্যুর খবর প্রকাশিত হয়? সরকারি ভাবে এখন পর্যন্ত বালাকোট বিমান হানায় ঠিক কত জন জইশ জঙ্গির মৃত্যু হয়েছে তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। ভারতের বিদেশ সচিব বিজয় গোখেল শুধু বলেছিলেন, ''অনেক জঙ্গির মৃত্যু হয়েছে। তার মধ্যে জইশের বেশ কয়েক জন শীর্ষ কমান্ডারও রয়েছেন।" কিন্তু বিদেশ সচিবের বিবৃতির অনেক আগে থেকেই ভারতের বিভিন্ন সংবাদ সংস্থা থেকে শুরু করে টেলিভিশন চ্যানেল সেনা থেকে শুরু করে ভারত সরকারের বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে মৃতের সংখ্যা ২৫০ থেকে ৩০০ দাবি করে। কিন্তু, তার পরেও বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল আর কে এম কপূর মৃতের সংখ্যা নিয়ে কোনও মন্তব্য করেননি। সোমবার বায়ুসেনা প্রধান বীরেন্দ্র সিংহ ধনোয়া স্পষ্ট জানিয়ে দিলেন, মৃতের সংখ্যা গোনা বায়ুসেনার কাজ নয়। বালাকোটে বায়ুসেনার হানায় ঠিক কত জন জইশ জঙ্গির মৃত্যু হয়েছে তা নিয়ে পরস্পর বিরোধী একের পর এক তথ্য

সারদার আর্থিক কেলেঙ্কারির মামলায় এ বার রাজীবকে চার্জশিটের তোড়জোড় সিবিআইয়ের

Image
সিবিআইয়ের দীর্ঘ জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রস্তুতি চলছে। অর্থ লগ্নি সংস্থা সারদার আর্থিক কেলেঙ্কারির মামলায় সিবিআইয়ের দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রস্তুতি চলছে। দ্রুত একটি সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করে দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে সিবিআই দফতরে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি প্রায় ৩৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাজীবকে। সিবিআই-কর্তারা বলেন, ''রাজীবকে সারদার আরসি-৪ মামলার সূত্রে ডাকা হয়েছিল। ওই মামলায় এ-পর্যন্ত সাতটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রাজীব যা বলেছেন, তার ভিত্তিতে আদালতে চার্জশিট দাখিল করা হবে।'' সারদা মামলায় পুলিশের সিট বা বিশেষ তদন্তকারী দল বহু নথি বাজেয়াপ্ত করেছিল। কিন্তু সেগুলো তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে সিবিআই। ওই মামলায় কিছু অভিযুক্ত এবং সিটের কয়েক জন সদস্যের বয়ানের ভিত্তিতেই এই অভিযোগ তোলা হয়

৩৭০০ কিমি পেরিয়ে পৌঁছল কলকাতা এসে পৌঁছল এসি মেট্রোর নয়া রেক

Image
আগমন: জাহাজ থেকে নামানো হচ্ছে মেট্রোর নয়া রেক। সোমবার, কলকাতা বন্দরে।  অবশেষে চিনের ডালিয়ান থেকে জাহাজে কলকাতা এসে পৌঁছল এসি মেট্রোর রেক। গত ৫ ফেব্রুয়ারি ডালিয়ান থেকে রওনা দিয়েছিল হংকংয়ের জাহাজ এমভি হান ঝ্যাং। সাংহাই-সিঙ্গাপুর-চট্টগ্রাম হয়ে ২৭ দিনে ৩,৬৩৮ কিলোমিটার পাড়ি দিয়ে রবিবার সন্ধ্যায় কলকাতা বন্দরে নোঙর ফেলেছে সেটি। শুক্রবার রাতেই কলকাতা বন্দর থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে হুগলি নদীর মোহনায় স্যান্ডহেডে পৌঁছে গিয়েছিল ৭,৫২০ টন ওজনের ওই জাহাজটি। কিন্তু ১০৭.৪২ মিটার লম্বা এবং ১৯ মিটার চওড়া জাহাজটির নোঙর করার জন্য প্রয়োজনীয় চার মিটার নাব্যতা না মেলায় তাকে শুক্র এবং শনিবার স্যান্ডহেডেই অপেক্ষা করতে হয়। রবিবার সকালে রওনা হয়ে সন্ধ্যায় সেটি কলকাতা বন্দরে নোঙর করে। প্রায় ১২ হাজার বর্গফুটের ধাতব পাত দিয়ে ঢেকে রাখা 'হ্যাচ কভারের' নীচে জাহাজের পেটের মধ্যে এসে পৌঁছেছে মেট্রোর আটটি কোচ এবং যন্ত্রাংশ মিলিয়ে মোট ৫০টি বাক্স। প্রথমে স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে বিশাল ছাদের আকারের হ্যাচ কভার সরান জাহাজের কর্মীরা। এর পরে শুরু হয় পণ্য খালাস করার প্রক্রিয়া। প্রথমেই যন্ত্রাংশের ৪২টি বাক্স জাহ

সুখোইয়ের ক্ষেপণাস্ত্রে ধ্বংস পাক ড্রোন, অভিযান চলবে বলে জানালেন বায়ুসেনা-প্রধান

Image
বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া।  এফ-১৬ যুদ্ধবিমানের পর পাকিস্তানের আর একটি ড্রোন।  বালাকোটে বায়ুসেনা অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই গুজরাতের কছে ঢুকে এসেছিল পাকিস্তানের নজরদারি ড্রোন। 'স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম'-এর 'ডার্বি মিসাইল' ছুড়ে সেটিকে নামানো হয়। আজ রাজস্থানের বিকানেরে ফের ঢোকে পাক ড্রোন। মরুভূমি এলাকায় ভারতীয় সেনার পরিকাঠামোর খোঁজখবর নিতে। সুখোই-৩০ বিমান উড়ে গিয়ে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটিকে ধ্বংস করে দেয়।  বায়ুসেনার কর্তাদের মন্তব্য, ড্রোন নামাতে সুখোইয়ের মতো যুদ্ধবিমান কাজে লাগানো থেকেই স্পষ্ট, সীমান্তে সামরিক বাহিনী কতখানি সতর্ক। খোদ বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়াও আজ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের দিক থেকে আকাশসীমা লঙ্ঘন হলেই তার কড়া জবাব দেওয়া হবে। এবং কার্যত এ দিন তার প্রমাণও মিলল বিকানের-নাল সেক্টরে।  বালাকোটে হামলার পরে পাকিস্তানের এফ-১৬-সহ কয়েকটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢোকার চেষ্টা করলে ভারতের যুদ্ধবিমানগুলি ধাওয়া করেছিল তাদের। মিগ-২১ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ঢের উন্নত এফ-১৬ ধ্বংস করে দেন উইং কমান্ডার