Posts

Showing posts from May 15, 2018

৪ বছর ধরে মেয়েকে যৌন অত্যাচার, গাজিয়াবাদে গ্রেপ্তার প্রৌঢ়

Image
গত তিন চার বছর ধরে নিজের মেয়ের ওপরই যৌন অত্যাচার চালাত বছর পঞ্চাশের এক প্রৌঢ়। স্ত্রী এবং মেয়ের স্কুলের এক পরিচারিকার অভিযোগের ভিত্তিতে গত কাল সোমবার তাকে গ্রেপ্তার করে ইন্দিরাপুরম থানার পুলিশ।  পুলিশ জানিয়েছে, চলতি বছরের গোড়ার দিকে চাকরি হারায় নরেন্দ্র নেগি। তার পর থেকে মেয়ের ওপর যৌন অত্যাচারের প্রবণতা বাড়ে। ১২ বছরের মেয়েটি বৈশালীতে একটি বেসরকারি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রী। বয়ানে নেগির স্ত্রী জানিয়েছেন, রাতে ঘুমের মধ্যে মেয়েকে যৌন নির্যাতন করতে নরেন্দ্র। গত তিন চার বছর ধরেই এটা করে আসছে সে। প্রথমটায় বোঝা যায়নি। পরে দেখা যায়, প্রায় প্রতি রাতে সকলে ঘুমিয়ে পড়ার পর মেয়ের শরীরে দিকে হাত বাড়াত সে। বেশ কয়েক দিন হাতে নাতে ধরেও ফেলেন তার স্ত্রী। এক দিন স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে প্রকাশ্যেই যৌন হেনস্থার চেষ্টা করে সে। এ কথা স্কুলের এক পরিচারিকা তাঁর বয়ানে জানিয়েছেন।  অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫১১ ধারা এবং পক্সোর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অফিসার ইন চার্ড ভূপেন্দ্র পোরিয়া বলেন, 'তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে নরে

বারাণসীতে ভেঙে পড়ল নির্মীয়মাণ ফ্লাইওভার, মৃত ১২

Image
কলকাতার পোস্তা-কাণ্ডের পুনরাবৃত্তি বারাণসীতে। মঙ্গলবার সন্ধ্যায় বারানসীর ক্যান্টনমেন্ট এলাকায় একটি নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে আছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  ত্রাণ ও উদ্ধার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য NDRF-এর ৫টি দল ঘটনাস্থলে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনায় স্বজনহারা পরিবারকে ৫ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ফ্লাইওভার ভেঙে মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দ্রুত গতিতে ত্রাণ ও উদ্ধার কাজ করার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং মন্ত্রী নীলকান্ত তিওয়ারিকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং এ কথা জানিয়েছেন। প্রসঙ্গত, ২০১৬ সলের ৩১ মার্চ কলকাতার পোস্তা উড়ালপুলের একাংশ ভেঙে কমপক্ষে ২১ জন প্রাণ হারান।

আফগানিস্থানে সেনার সঙ্গে ব্যাপক সংঘর্ষে খতম ১৩ জঙ্গি

Image
কাবুল: সেনার সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ১৩ তালিবানের জঙ্গির৷ আফগানিস্তানের উত্তরে তিনটি প্রদেশে গত ২৪ ঘন্টায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এই জঙ্গিরা নিহত হয়৷ সেনাবাহিনী এই খবরের সত্যতা স্বীকার করেছে৷ উত্তর কুন্দুজের কাছে খানাবাদ জেলায় কমপক্ষে ৭ জন তালিবানি জঙ্গি মারা গিয়েছে৷ আহত হয়েছে আরও ৪ জন৷ আফগান সেনাকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদপত্রগুলি জানিয়েছে উত্তরের সুজমা কোয়ালা জেলায় মারা গিয়েছে ১জন জঙ্গি৷ আহত হয়েছেন আরও দুজন৷ অন্যদিকে, পাঁচজন জঙ্গি খতম হয়েছে চাহার বোলাক জেলায়৷ আহত হয়েছেন তিন জন৷ উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক৷ তবে এখনও তালিবানদের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ এরআগে, এপ্রিলের শুরুতেই আফগানিস্তানের মাটিতে খতম হয় ৪ তালিবান জঙ্গি৷ তারা দলের সিনিয়র নেতা বলে জানা গিয়েছে৷ আফগান ইন্টেলিজেন্স ও ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির (NDS) যৌথ প্রচেষ্টায় তাদের খতম করা হয় দেশের ননগারহার প্রদেশে৷ কিছুদিন আগে একটি সমীক্ষায় দেখা যায়, আফগানিস্তানের ১৪টি জেলা বা পুরো দেশের প্রায় চার শতাংশ পুরোপুরি তালিবান নিয়ন্ত্রণে। আরও ২৬৩ টি জেলায় (পুরো দেশের ৬৬ শতাংশ) তাদ

Paytm ব্যবহার করেন? তাহলে অবশ্যই পড়ুন

Image
মুম্বই:  লেনদেনকে আরও সহজ করল Paytm৷ যোগ করা হল 'মাই পেমেন্টস্' ফিচারটি৷ যেখানে টাকা ট্রান্সফার হবে একেবারে নিখরচায়৷ মাত্র কয়েক মুহূর্তে টাকা পৌঁছে যাবে নির্দিষ্ট অ্যাকাউন্টে৷ KYC Paytmর ইউজার নন এমন ব্যাক্তিরাও এই সুবিধাটি নিতে পারবেন৷ বহুভাষী এই অ্যাপটি মাসে ৬০,০০০ কোটি লেনদেনের লক্ষ্য রাখছে৷ মুনাফা লাভের কথা ভেবেই সংস্থা ৫,০০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে৷ Paytmর ভাইস প্রেসিডেন্ট এক বক্তব্যে জানান, 'মাই পেমেন্টস্' মাধ্যমে আমরা লেনদেনকে আরও সহজ করার চেষ্টা করেছি৷ আমাদের গ্রাহকরা জানেন যে Paytm একটি ডিজিটাল ওয়ালেট কম্পানির থেকেও বেশি কিছু৷ ভবিষ্যতে আমরা ইউজারদের জন্য আরও নতুন ফিচারস্ আনব৷ যাতে তাঁরা প্রতিদিন Paytm কে তাঁদের কাজে লাগাতে পারেন৷ মাসের প্রথমে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (APSRTC) সঙ্গে Paytm যুক্ত হতে চলেছে৷ যেখানে দুটি সংস্থা মিলিতভাবে আনছে অনলাইন বাস রিজার্ভেশনের সুবিধাটি৷ সেখানে ৩,২৭৬ APSRTC সার্ভিস পাওয়া যাবে ১,২৫০ টি রুটের জন্যে৷

খাবার দিতে দেরি, স্ত্রীকে কোদালের ঘায়ে মেরে মাটিতে পুঁতে দিল স্বামী

Image
সামান্য কথা কাটাকাটি। এর জেরেই স্ত্রীকে কোদালের ঘায়ে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, শুধু মেরে ফেলাই নয়, মৃতদেহ দেখতে পেলে হাতে হাতকড়া পরবে। তাই প্রতিবেশীদের চোখ এড়িয়ে পরিত্যক্ত মাঠে পুঁতে দিল স্ত্রীর দেহ। গত সোমবার রাতে নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের মজলিসপুর তফির গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী চন্দন সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রীর হত্যাকারী চন্দনের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে সেই রক্তমাখা কোদালও। মুজাফ্ফরনগর থানার পুলিশ চন্দনকে আপাতত পুলিশ লকআপে রেখেছে। আদালতে তোলা হলে তার পুলিশ হেফাজতের আবেদন করা হবে। জানা গিয়েছে, মৃত মহিলার নাম পূজা সিং(৩০)। স্বামী চন্দন সিং পেশায় কৃষক। নিজেদের জমিতেই চাষাবাদ করে। মাঝে মাঝে স্বামীর কাজে সহযোগিতা করতেন পূজাদেবী। তবুও খুঁটিনাটি বিষয়ে তাঁদের সাংসারিক কলহ লেগেই থাকত। প্রতিবেশীদের অভিযোগ, সামান্য কারণেই স্ত্রীকে মারধর করত চন্দন। পান থেকে চুন খসলেই তাঁদের বাড়ি থেকে চিৎকার শোনা যেত। তারপরই কান্নার আওয়াজ। সোমবার রান্নার কাজে সামান্য দেরি হয়েছিল। তাতেই শুরু অশান্তি। মাঠের সবজির দেখা শোনা করছিল চন্দন। তার জন্য দুপুরের খ

১৬ মে প্রায় ৫০০ বুথে আবার ভোট

কলকাতা: আশঙ্কা আগেই ছিল ৷ সেই অনুযায়ীই ফের পুনর্নির্বাচন আগামীকাল ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার অর্থাৎ ১৬ মে প্রায় ৫০০ বুথে ফের ভোটগ্রহণ হতে চলেছে ৷ অশান্তির বাতাবরণেই গতকাল ১৪ মে সম্পন্ন হয় এবারের পঞ্চায়েত ভোট। গতকাল সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হতে না হতেই আসতে থাকে একের পর এক হিংসার খবর ৷ কোথাও বুথ দখল করে চলে ছাপ্পা ভোট, কোথাও আবার ব্যালেট বক্সে আগুন ৷ সরকারি হিসেব বলছে, ভোট চলাকালীন সংঘর্ষের জেরে মৃত্যু হয় ১৮ জনের ৷ কমিশন জানাচ্ছে, সোমবারের ভোটপর্বে নিয়ে ১ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে ৷ সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ৷ বর্তমান পরিস্থিতিতে প্রায় ৫০০ বুথে আগামীকাল পুনর্নির্বাচন হতে পারে বলে খবর ৷ তবে কোন কোন বুথে আবারও ভোট নেওয়া হবে তা এখনও ঘোষিত হয়নি ৷ শাসক তৃণমূল কংগ্রেসের দশ। বিরোধীদের আট। সোমবার রাজ্যের এক দফার পঞ্চায়েত ভোটে নিহত আঠারোজন। দক্ষিণবঙ্গের দুই জেলা নদিয়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট সংঘর্ষে তিন জন করে মৃত্যু হয়েছে।

কর্নাটকে জিতছে বিজেপি, ভরাডুবি কংগ্রেসের

Image
রাহুল গাঁধীর হাসি ম্লান করে, কর্নাটকেও উড়তে চলেছে নরেন্দ্র মোদীর ধ্বজা। এই মুহূর্তে গণনার যা গতিপ্রকৃতি, তাতে ম্যাজিক ফিগার টপকে একাই সরকার গড়তে যাচ্ছে বিজেপি। ধরাশায়ী কংগ্রেস। গণনার শুরুর দিকে কংগ্রেসের ঘাড়ে নিশ্বাস ফেলতে ফেলতে দু'নম্বরে ছিল বিজেপি। মনে হচ্ছিল ত্রিশঙ্কুই হতে যাচ্ছে কর্নাটক বিধানসভা, আর সরকার গড়তে ফ্যাক্টর হচ্ছে দেবগৌড়ার জেডি(এস)।কিন্তু গণনা এগোতেই বদলাতে থাকল ছবিটা। কংগ্রেস গত বারের থেকে অনেকটা খারাপ ফল করছে। জেডি(এস) গত বারের ফলের আশেপাশেই রয়েছে। গত ১২ মে ২২৪টি আসনের মধ্যে ২২২টি আসনে লড়াই হয়। সরকার গঠনের জন্য আপাতত ১১২টি আসন দরকার। বিজেপি এই মুহূর্তে ১০০-র বেশি আসনে এগিয়ে।  নির্বাচনে তারাই জিতছে আত্মবিশ্বাসী কংগ্রেস এবং বিজেপি দুই শিবিরই। কিন্তু বেশ কয়েকটি বুথফেরত সমীক্ষায় দেখা গিয়েছে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতার ধারে-কাছে নেই। সমীক্ষা বলছে, যে ২২২ টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে বিজেপি পেতে পারে ৯৭ টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৯০ টি আসন। দেবগৌড়ার দল জেডি( এস)- এর প্রাপ্ত আসন হতে পারে ৩১। ইঙ্গিত সেই ত্রিশঙ্কু-র দিকেই? যদি সেই পথেই নির্বাচনের ফলাফল এগোয়, তা

চার বছরে মোদী সরকারের প্রচার খরচ ৪,৩০০ কোটি

Image
চার পার করে আজ, মঙ্গলবার, পাঁচ বছরে পা রাখতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার৷ এই দফায় তখ্তে থাকার শেষ বছরে পা দেওয়ার আগেই দেশে 'আচ্ছে দিন' এসে গিয়েছে কি না সেই বিতর্কে না ঢুকলেও, এর মধ্যেই দেশে নিজেদের ঢ্যাঁড়া পেটাতে যে কসুর করেনি কেন্দ্রীয় সরকার , সেই তথ্য সম্প্রতি জানা গিয়েছে কেন্দ্রের কাছে রাইট টু ইনফর্মেশন (আরটিআই) আইনে পাঠানো প্রশ্নের উত্তরে৷  মুম্বই-এর সমাজকর্মী অনিল গলগলি চিঠি পাঠিয়ে ছিলেন কেন্দ্রীয় ব্যুরো অফ আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন (বিওসি)-এর কাছে৷ যেখানে তিনি জানতে চেয়েছিলেন, ক্ষমতায় আসার পর বিজ্ঞাপন এবং প্রচারের পিছনে এ যাবত্ কত টাকা খরচ করেছে মোদী সরকার৷  সম্প্রতি তার উত্তর এসেছে৷ যেখানে বিওসি -র ফিনান্সিয়াল অ্যাডভাইসর তপন সূত্রধর জানিয়েছেন , এই ৪ বছরে বিজ্ঞাপন এবং প্রচারের পিছনে ৪ ,৩৪৩ .২৬ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র৷ যদিও 'পেড নিউজ ' বিতর্ক এবং দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে ২০১৭ সালে আগের বছরগুলির তুলনায় বড়সড় কোপ ফেলে তাদের আমলে করা খরচের মধ্যে সর্বনিম্ন টাকা বিজ্ঞাপন ও প্রচারে ঢেলেছে কেন্দ্র , মাত্র ৩০৮ কোটি টাকা৷  বিওসি -র চিঠিতে দেখা গিয়েছে , ক্ষমতায় আসার পরই

নিগৃহীত নারীদের ক্ষতিপূরণে নতুন প্রকল্প চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের

Image
বিবিধ অপরাধের শিকার যাঁরা , তাঁদের সহায়তায় চালু ভিক্টিম কমপেনসেশন স্কিমের আওতায় নিগৃহীত নারীদের জন্য পৃথক প্রকল্প অনুমোদন করল সুপ্রিম কোর্ট৷ ১১ মে সর্বোচ্চ আদালতে বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুন্তের সামাজিক ন্যায় বেঞ্চ ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি -র (এনএলএসএ ) প্রস্তাব অনুমোদন করে কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ মন্ত্রককে দু'সন্তাহের মধ্যে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে এই প্রকল্প জানানোর নির্দেশ দিয়েছে৷ অনতিবিলম্বেই নতুন হারে ক্ষতিপূরণ চালু করতে হবে প্রতিটি রাজ্যকে৷ জীবনহানিতে ক্ষতিপূরণ ধার্য হয়েছে ৫ থেকে ১০ লক্ষ টাকা (আগে ছিল ২ লক্ষ)৷  গণধর্ষণের শিকার যাঁরা , তাঁদের ক্ষেত্রেও ৫ থেকে ১০ লক্ষ টাকা৷ ধর্ষণ ও অস্বাভাবিক যৌন নির্যাতনে ৪ থেকে ৭ লক্ষ টাকা (আগে ধর্ষণে ক্ষতিপূরণ নির্দিষ্ট ছিল ৩ লক্ষ টাকা)৷  অঙ্গহানিতে ৮০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতায় ২ থেকে ৫ লক্ষ টাকা, ৪০ থেকে ৮০ শতাংশ প্রতিবন্ধকতায় ২ থেকে ৪ লক্ষ , ২০ থেকে ৪০ শতাংশে ১ থেকে ৩ লক্ষ , ২০ শতাংশের কমে ১ থেকে ২ লক্ষ টাকা (সব মিলিয়ে আগে ছিল ১ থেকে ২ লক্ষ টাকা)৷ গুরুতর শারীরিক বা মানসিক আঘাতে ১ থেকে ২ লক

সারাদিন বসে বসে কাজ ভুঁড়ি বাড়াচ্ছে? রইল এই সহজ সমাধান

Image
দিনের পর দিন বাড়তে থাকা ওজন নিয়ে চিন্তিত? সারাদিন বসে বসে কাজ ভুঁড়ি বাড়াচ্ছে? কাজের চাপে শরীরচর্চারও সময় পাচ্ছেন না? ভাবছেন তাহলে ওজন কমিয়ে সুস্থ থাকবেন কী ভাবে? উপায় আছে, তা-ও একেবারেই ঘরোয়া উপায়। খরচও সামান্যই। কিন্তু নিয়ম মেনে এই ঘরোয়া টোটকা কাজে লাগাতে পারলে শরীরের অতিরিক্ত ওজন কমবে সহজেই। তা-ও আবার ঘাম না ঝরিয়ে, বিনা পরিশ্রমে। ঠাট্টা নয়, প্রতিদিন পাতে রাখুন সামান্য গোলমরিচ। আর কী ভাবে এই গোলমরিচ খেলে দ্রুত উপকার পাবেন, জেনে নিন। গোলমরিচ যেমন রান্না বা স্যালাডের স্বাদ বাড়াতে সাহায্য করে তেমনই ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে। অতিরিক্ত ওজন ঝরিয়ে রোগা হতে চাইলে তাই প্রতিদিনের খাবারে রাখুন গোলমরিচ। রোজ সকালে যদি দু-একটা গোটা গোলমরিচ চিবিয়ে খাওয়া যায়, তাহলে সারাদিন তা হজমে সাহায্য করবে। মেটাবলিজম রেট বাড়াবে এবং মেদও ঝরাতে সাহায্য করবে। এ ছাড়াও ফ্রুট স্যালাড বা ভেজিটবল স্যালাডের উপর ছড়িয়ে দিন গোলমরিচের গুঁড়ো। এতেও দ্রুত ফল মিলবে। রান্নায় ফোড়ন হিসেবে দু-তিনটে গোটা গোলমরিচ দিয়ে দেওয়া যায়, তাহলেও উপকার মিলতে পারে। গ্রিন টি'র সঙ্গে ব

নোংরা-ছেঁড়া ২০০ ও ২০০০ টাকার নোট বদল করতে নাও পারে ব্যাঙ্ক!

Image
আপনার কাছে নোংরা কিংবা ছোঁড়াফাটা ২০০ বা ২০০০ টাকার নোট রয়েছে কি? তাহলে সাবধান! ওইসব নোট ব্যাঙ্কে বদল করা যাবে না। এমনটাই খবর সংবাদমাধ্যমে। কেন বদল করা যাবে না? এর পেছনে রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের ২০০৯ সালের একটি নিয়ম। নোট বদল করার ওই নিয়ম অনুযায়ী, ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাঙ্ককে বদল করে দিতে হবে। কিন্তু এখনও পর্যন্ত ওই নোট বদলের নিয়মে ২০০ ও ২০০০ টাকার নোটের কোনও উল্লেখ নেই। ফলে আশঙ্কা করা হচ্ছে ছোঁড়াফাটা বা নোংরা(সয়েলড) নোট নাও নিতে পারে ব্যাঙ্কগুলি। সয়েলড নোট কোনগুলো? আরবিআইএর নোট বাতিল নিয়ম অনুযায়ী, ক্রমাগত ব্যবহারের ফলে যেসব নোট নোংরা হয়ে গিয়েছে বা কোনও একটি নোটের দুই খণ্ড প্লাস্টিকের টেপ দিয়ে জোড়া রয়েছে সেগুলোকেই সয়েলড় বা নোংরা নোট বলা হচ্ছে। উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার পরই রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট বাজারে আনে। বেশ কিছু দিন পরে বাজারে আনা হয় ২০০ টাকার নোট। এখন ওই দুই নোট নিয়েই সমস্যা। দেশ ‌যে পরিমাণ নগদ বাজারে রয়েছে তার ৩৫ শতাংশ ২০০০ টাকার নোট। ফলে ‌যাদের কাছে নোংরা বা ছেঁড়া ২০০০ টাকার নোট রয়েছে তারা সমস্যায় পড়তে পারেন।

আইএসসি ও আইসিএসইতে বাংলার জয়

Image
কৌশিকী দাশগুপ্ত চৌধুরী এ বারের আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষার দু'টি সর্বভারতীয় মেধা-তালিকায় প্রথম তিনটি স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের ১১ জন। শুধু কলকাতা নয়, জেলার স্কুল থেকেও বেশ কয়েক জন উঠে এসেছেন ওই মেধা-তালিকায়। শিক্ষা শিবিরের একাংশের মত, এ রাজ্যে এমন ফল আগে কখনও হয়নি। এই দুই পরীক্ষায় প্রথম তিনে রয়েছেন মোট ৪৯ জন। তাঁদের মধ্যে ১১ জন বাংলার। আইসিএসই-র তুলনায় আইএসসি-তে বাংলার ফল উজ্জ্বলতর। আইএসসি-তে অন্য ছ'জনের সঙ্গে প্রথম হয়েছেন পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের কৌশিকী দাশগুপ্ত চৌধুরী। তিনি পেয়েছেন ৯৯.৫০% নম্বর। দ্বিতীয় হয়েছেন ১৭ জন। তাঁদের মধ্যে আছেন মডার্ন হাইস্কুল ফর গার্লসের অস্মিতা সরকার, ব্যারাকপুরের মডার্ন ইংলিশ অ্যাকাডেমির জয়দীপ বসু এবং হাওড়া লিলুয়ার ডন বস্কো স্কুলের ঋষভ জালান (৯৯.২৫%)। তৃতীয় ২৫ জন। তাঁদের মধ্যে আছেন এ রাজ্যের পাঁচ জন: গার্ডেন হাইস্কুলের আদিত্য পাল, লা মার্টিনিয়ার ফর গার্লসের সুমেধা ঘোষ, পার্ক সার্কাস ডন বস্কো স্কুলের আর্যমান জৈন, মডার্ন হাইস্কুল ফর গার্লসের দীবীশা জায়সবাল এবং শিলিগুড়ি ডন বস্কো স্কুলের আমন চৌধুরী (৯৯%)। আইসিএসই পরীক্ষা

রক্তে স্নান করল গণতন্ত্রের ভোট, নিহত ১৬

Image
রক্তাক্ত হল পঞ্চায়েত নির্বাচন। সংঘর্ষ, প্রাণহানি, ব্যালট বাক্স জ্বালিয়ে দেওয়া, ব্যালট পেপার ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার মতো নানা ঘটনায় অভিযুক্ত হল শাসক তৃণমূল। অনেক ক্ষেত্রে একই অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধেও। বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার রাত পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ১৬। যদিও সন্ধ্যায় রাজ্য পুলিশের দাবি, নির্বাচন কেন্দ্র করে মৃত্যু হয়েছে ছয় জনের। তার মধ্যে তিনজন তৃণমূল, দু'জন সিপিএম এবং একজন ঝাড়খন্ড দলের। বাকিগুলির সঙ্গে ভোটের যোগ নেই। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বিকালে তাঁর দলের ছয় জনের মৃত্যুর তালিকা দেন। রাতে তা আরও বাড়ে। নির্বাচন কমিশন এদিনের ঘটনাবহুল ভোট নিয়ে কার্যত একটি কথাও বলেনি। আগে আদালতে কমিশন জানিয়েছিল, রাজ্য যে নিরাপত্তা ব্যবস্থা করছে তাতে তারা সন্তুষ্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রবিবার আশ্বাস দিয়েছিলেন, সবাই নিরাপদে ভোট দিন। প্রশাসন পাশে আছে।  কিন্তু এদিন এতগুলি প্রাণহানি এবং ভোটে বাধাদানের ঘটনায় পুলিশ প্রশাসন কী ভূমিকা পালন করেছে, কোথাও পুনর্নির্বাচন হবে কি না সে সবেরও কোনও জবাব কমিশনের পক্ষ থেকে আসেনি। বরং সরকারের একটি সূ

এর নাম ভোট!

Image
গণতন্ত্রের কফিনে ৩৪ শতাংশ পেরেক বাংলা আগেই পুঁতে ফেলেছিল। সেই পেরেকগুলো কফিনে থাকবে কি না, তা এখন আদালতের বিচারাধীন ঠিকই। কিন্তু সে সবের পরোয়া না করেই বাকি ৬৬ শতাংশ পেরেকও ঠুকে দেওয়ার চেষ্টা হল ভোটের দিনে। হিংসার পূর্ণগ্রাস বললে একটুও অত্যুক্তি হয় না। বুথ দখল করা, বিরোধী দলের এজেন্টকে বার করে দেওয়া, আগ্নেয়াস্ত্রের নলের মুখে ভোটকর্মীদের শাসানো, অবাধে ছাপ্পা ভোট দেওয়া— এ সব তো রইলই। কিন্তু তাতেই সীমাবদ্ধ রইল না সন্ত্রাস। ভোটকেন্দ্রের ভিতরে যতখানি দাপট দেখাল শাসক দল, তার চতুর্গুণ বা দশগুণ বা জানা নেই কতগুণ সন্ত্রাস কায়েম করা হল ভোটকেন্দ্রের বাইরে থাকা দিগন্তজোড়া গ্রামীণ বাংলায়। পুলিশ-প্রশাসন ঠুঁটো বললে কমই বলা হয়। অবাধে চলল হিংসার উন্মত্ত উল্লাস। মনোনয়ন পর্বে সন্ত্রাসের অবয়বটা তো স্পষ্ট হয়েই গিয়েছিল। ভোটের দিনে দাঁত-নখগুলো আরও তীক্ষ্ণ হয়ে বেরিয়ে পড়ল যেন। বিরোধিতার যে কোনও রকম অস্তিত্ব দেখলেই শাসকের বাহিনী কেমন এক অমানুষিক আক্রোশে ঝাঁপিয়ে পড়ল। ফলাফল সবার চোখের সামনে। গণতন্ত্রের উৎসবের দিনের প্রতি ঘণ্টায় লাফিয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা। জখম-রক্তাক্ত হলেন আরও বহু। লাঞ্ছিত-অপমানিত-বিধ্বস্ত হলে