বারাণসীতে ভেঙে পড়ল নির্মীয়মাণ ফ্লাইওভার, মৃত ১২


কলকাতার পোস্তা-কাণ্ডের পুনরাবৃত্তি বারাণসীতে। মঙ্গলবার সন্ধ্যায় বারানসীর ক্যান্টনমেন্ট এলাকায় একটি নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে আছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ত্রাণ ও উদ্ধার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য NDRF-এর ৫টি দল ঘটনাস্থলে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনায় স্বজনহারা পরিবারকে ৫ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

ফ্লাইওভার ভেঙে মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দ্রুত গতিতে ত্রাণ ও উদ্ধার কাজ করার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং মন্ত্রী নীলকান্ত তিওয়ারিকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং এ কথা জানিয়েছেন। প্রসঙ্গত, ২০১৬ সলের ৩১ মার্চ কলকাতার পোস্তা উড়ালপুলের একাংশ ভেঙে কমপক্ষে ২১ জন প্রাণ হারান।